নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷
বসন্ত আসছে
আমার মনের আকাশটা এখনও তিমিরাচ্ছন্ন;
সেখানে কোন নক্ষত্রের নকশাখচিত মোহনীয় রূপ নেই!
নেই মায়াবী চাঁদের আলোয় নিসর্গের অপরূপ খেলা!
সেখানে মুক্ত বিহঙ্গেরা আর ডানা মেলে না
উড়ে আসে না অচিন দেশ থেকে সুখপাখি;
শুধুই জমাট বাঁধা একরাশ শীতল অন্ধকার!!
কষ্টের বজ্রপাতে পুড়ে ভস্ম হয় আশার স্বপ্ন,
মিলিয়ে যায় ক্ষীণ প্রত্যাশার শেষ রশ্মি;
চারিদিক থেকে চেপে চেপে আসে
আশাভঙ্গের মেঘমালা!
মুষলধারে ঝরে পড়ে আঘাতের ফোঁটা,
ভাসিয়ে নিয়ে যায় আকাঙ্ক্ষার সব অঙ্কুর।
আমি নির্নিমেষ চেয়ে থাকি
এই প্রত্যাশায়;
হয়ত আসবে বসন্ত আমার আকাশেও একদিন,
নতুন রশ্মিতে আলোকিত হবে আবার
স্বপ্নের কুঁড়িরা;
প্রস্ফুটিত হবে প্রাপ্তির গোলাপ।
এখন শুধুই অপেক্ষা!!
ছবিঃ গুগল।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অপেক্ষা ছাড়া উপায় কি?
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
নূর-ই-হাফসা বলেছেন: আপনার অপেক্ষা সফল হোক । সেই কামনাই করি কবি ভাই ।
কবিতা সুন্দর হয়েছে ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অপেক্ষার অবসান হোক। আপনার কামনা পূর্ণ হোক। ভাল থাকবেন।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট ,
জীবনটাই আশাভঙ্গের মেঘমালার মতো তমসাচ্ছন্ন । নিত্যদিন শুধু অপেক্ষা একটি কোমল সকালের ।
কবিতা মোটামুটি হয়েছে ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা রইল।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
চাকুরী না থাকলে ইন্টারভিউ'র জন্য প্রস্তুতি নেন, চাকুরীর জন্য অপেক্ষা করুন; ক্লাশ থাকলে পাঠ্য বই পড়েন, কমন পড়ে কিনা দেখেন, নাকি ফাঁসকরা প্রশ্ন কিনতে হবে, ভাবেন; আর চাকুরী থাকলে বাসষ্টপে আগামী বাসে উঠার জন্য অপেক্ষা করেন!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাসস্টপে অপেক্ষা করতে চাই। হয়ত মিলে যাবে সে।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন সমস্যা নেই। ভাল থাকুন।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
এফ.কে আশিক বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা কবি
আমার কাছে বেশ ভালো লেগেছে।
প্রত্যাশা পূরণ হোক, বসন্ত আসুক গোলাপ শোভিত ভোরের কমল আলোক রশ্মিতে।
শুভকামনা কবি...।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম। আপনার জন্যও শুভকামনা।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬
উম্মে সায়মা বলেছেন: অপেক্ষার অবসান হোক....
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা সবসময়।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার অপেক্ষার অবসান হোক। সেই সাথে, খুব শিঘ্রই আপনার সুখ নমক পাখিটা ধারা দিয়ে যাক। আপনার জীবেনর লক্ষ্য নিয়ে আপনি হাটতে থাকুন । আর চেষ্টা করতে থাকুন। একদিন এ অন্ধাকার থেকে আলো সন্ধান পাবেন। কবিতা ভালো হয়েছে। শুভ কামনা রইল।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও একরাশ শুভেচ্ছা ভাই। আশা করি ভাল আছেন!
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি !!! আপনি কেমন আছেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চলে যাচ্ছে মোটামুটি। ব্লগে একটু অনিয়মিত। দেখা যাক সামনে কী হয়।
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১
ওমেরা বলেছেন: জী ভাইয়া অপেক্ষার সময়টা কষ্টকর হলেও , ফলটা সুখেরই হয় ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফলটা কি সবার জন্য সুখের হয়? কেউ কেউ তো কখনও কাঙ্ক্ষিত লক্ষ্য খুঁজে পায় না! শুধু হতাশাই তার আজীবনের সঙ্গী হিসেবে রয়ে যায়।
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯
ওমেরা বলেছেন: আমি তো এতদিন তাই মনে করতাম কিন্ত আপনার কথায় তো চিন্তায় পরে গেলাম ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কথায় চিন্তার কিছু নেই। এটা তো আর সবার ক্ষেত্রে ঘটে না। কেউ কেউ তো কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিকই পৌঁছে যায়। কিছু মানুষ সবসময়ই ব্যতিক্রম হয়।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৮
প্রামানিক বলেছেন: প্রত্যাশা পূরণ হোক এই কামনা করি।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে প্রামানিক ভাই। আপনাকে অশেষ ধন্যবাদ।
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
জাহিদ অনিক বলেছেন:
শীতের পরে গ্রীষ্ম আসুক,
গ্রীষ্মের পরে বর্ষা,
হর্ষ বিষাদ সব কেটে যাক,
অপেক্ষার পালা শেষ হোক।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অপেক্ষার পালা শেষ হোক। আমিও তাই বলি।
অসংখ্য ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
চানাচুর বলেছেন: কোন কিছুর জন্য অপেক্ষা করা মানে বোকামী।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বোকামিই করছি, আর তো কিছু করার নেই। ধন্যবাদ আপু।
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপেক্ষার অবসান হোক। আপনার কামনা পূর্ণ হোক
+++
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। শুভকামনা সবসময়।
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
ধ্রুবক আলো বলেছেন: আপনার অপেক্ষা একদিন শেষ হবে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কথা অক্ষরে অক্ষরে ফলে যাক। ধন্যবাদ আলো ভাই।
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অপেক্ষার শেষে সুর্য উঠুক আলো ছড়িয়ে...
কবিতা ভাল লেগেছে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথাকথিকেথিকথন বলেছেন:
অপেক্ষার শেষে সুর্য উঠুক আলো ছড়িয়ে...
উঠুক। আপনার কামনা আর আমার আশা মিলে যাক। ধন্যবাদ।
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
মলাসইলমুইনা বলেছেন: সম্রাট, অপেক্ষার প্রহর কমাতে প্রজার কিছু করতে হবে ? আদেশ করুন জনাব !
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই আপনি আমাকে হাসালেন। প্রজার দুর্ভোগ লাঘব করাই সম্রাটের দায়িত্ব, প্রজাদের কষ্ট দেয়া নয়।
খুবই খুশি হলাম আপনার মন্তব্যে। সর্বাঙ্গীন মঙ্গল কামনায়। ধন্যবাদ।
২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শীতসন্ধ্যায় বসন্তের কবিতাখানি বড় ভালো লাগলো। সকলের জীবনে বসন্ত রঙ্গীন হয়ে আসুক।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছে ভাল লেগে থাকলে বুঝতে হবে হয়ত পাঠে একটু অমনোযোগিতা ছিল। এটা আহামরি কোন কবিতা নয়। নিছক কয়েকটি লাইন দিয়ে উপস্থিতি জানান দেয়ার উদ্দেশ্যে লেখা। মন্তব্যের প্রতিউত্তরগুলোতে চোখ বোলালেই তা বোঝা যায়। তারপরও আপনাকে ধন্যবাদ না দেয়াটা অশোভনীয় হবে।
অশেষ ধন্যবাদ।
২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮
শামচুল হক বলেছেন: খুব ভালো লাগল।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কষ্ট করে পড়েছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ হক ভাই।
২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২২
নূর-ই-হাফসা বলেছেন: ভাই এবার একটা সুখের কবিতা লিখে ফেলেন । নতুন পোষ্ট দিন ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নোটিফিকেশন জমে গেছে অনেকগুলো। চেক করে প্রতিউত্তর করতে করতেই তো কর্ম সাবাড় হয়ে যাবে!
সুখের কবিতা? আমি তো ব্লগের নেশা ছাড়াতে চাইছি। নতুন কবিতা লিখলে তো আবারও ব্লগের মায়া বেড়ে যাবে। আর মানুষ ভাইয়ের অমন পোস্টের পর আর কবিতা মাথায় আসবে না। তার চেয়ে বাচ্চা ছেলে বাদশা শিষ্যর রম্য কবিতা পড়ে পড়ে মজা নিন আর নিজেও কিছু নতুন কবিতা লিখুন।
২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩
নূর-ই-হাফসা বলেছেন: মানুষ ভাই মজার মানুষ ওনার কথায় কেউ কিছু মনে করেনা ।
আপনার বোকা বোকা প্রতি উত্তর এর জন্য আপনাকে এই ইমো দিলাম ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি তো মনে হয় এই ইমোটা দেয়ার জন্য একেবারে অধীর হয়ে ছিলেন? ঠিক আছে, বোকা বোকা প্রতিউত্তরের জন্য আপনার ইমো আমি সাদরে গ্রহণ করলাম। আরও কিছু দিতে পারেন।
২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: মানুষ ভাইয়ের কবিতা তে দেয়ার জন্য অপেক্ষা করছিলাম ।
সম্রাট ভাই আগামী ব্লগ দিবসে আমি আর অয়ন ভাই , বাদশা ভাই, চানাচুর আপু যাবো , আপনি ও যেতে পারেন ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এক বছর পর? ততদিন কি ব্লগের সাথে যোগাযোগ থাকবে?
২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগ দিবস এলে সবাই আবার চলে আসবে ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাহ, ব্লগের নেশা কিন্তু আবার বেড়ে যাবে বলে মনে হচ্ছে। ভাবছি আপনাদের সাথে আড়ি দিলে কেমন হয়?
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
নূর-ই-হাফসা বলেছেন:
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাইকে দেখছি না ।ওনি কই গেলেন ।
অয়ন ভাই কে বললে ওনি মুখের উপর বলে দিতেন , ওকে আড়ি ভাই ।
আমি দিদি বলে বললাম , মাঝে মাঝে ঘুরতে আসবেন ব্লগে ।ব্লগ মজার কিন্তু ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অবশ্যই মজার কিন্তু নেশা হয়ে গেলে তো মজাটাই সাজা হয়ে যাবে!
২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
নূর-ই-হাফসা বলেছেন: তা অবশ্য ঠিক । ওকে আপনি বেশি বেশি বই পড়েন ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বই তো অবশ্যই পড়ব তবে আপনাদের আড্ডাতেও মাঝেমধ্যে ঢুঁ মারব। ব্লগের মরা মরা ভাব তো মনে হয় কেটে গেছে। আপনার তো এখন আনন্দিত হওয়ার কথা। মনে হয় আনন্দিতই আছেন। নাকি ভুল বললাম?
৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, সম্রাট ভাই অন্য ভাষায় কমেন্ট করেছে এক জায়গায়। আমি বুঝিই নাই কি বলছে! সম্রাট ভাই, টা টা।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অমিতাভের একটি হিন্দি সিনেমার নাম।
৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪
নূর-ই-হাফসা বলেছেন: আমিও বুঝি নাই ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অমিতাভের একটি হিন্দি সিনেমার নাম।
৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আপনাকে লাইক খানা আমি দিয়েছি ।
সম্রাট ভাই আপনার জন্য
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আর আপনার জন্য
৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি অন্য ভাষায় যে বাক্য লিখছিলেন সেটার মানে "অমিতাভের একটি হিন্দি সিনেমার নাম।" ? কিন্তু এরকম অদ্ভুত কমেন্ট করে কি বুঝালেন!
নূরাফা, আমি আপনার দুইটা কমেন্টে লাইক দিছি কোন পেমেন্ট ছাড়াই।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চানাচুর আপু মনে হয় বুঝেছেন।
৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
নূর-ই-হাফসা বলেছেন: হাহা । আমি আর অয়ন ভাই বুঝি নাই । ব্যাখ্যা দিন ভাই ।
৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩১
নূর-ই-হাফসা বলেছেন: আপনার জন্ম কি প্রথম বিশ্বযুদ্ধের সময় হয়েছে ?
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আগে দেখি দাঁত কয়টি আছে তারপর বলতে পারব।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! অয়ন ভাই শিশু থেকে এক নিমিষে পাকা বুড়ো হয়ে গেল? হাঃ হাঃ হাঃ।
৩৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ছেলে টা ছোট হলেও ভালো বুঝে । চানাচুর আপুর পোষ্ট পঢড়ে আসেন । বুঝতে পারবেন । একদম পারফেক্ট মন্তব্য করেছে অয়ন বুড়ো টা ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়েছি। তাহলে আজ থেকে অয়ন ভাইয়ের নাম পাকা বুড়ো?
৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: হা ডাকতে পারেন ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অয়ন, থুড়ি... পাকা বুড়ো ভাই কোথায় গেল?
৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
i am angry
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভুই পাইছি!
৩৯| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: আপনি তাহলে পিচ্চি ভাই
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শিষ্য বাদশা মিয়া এই নাম নিজের জন্য আগেই বুকিং দিয়েছে।
৪০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি লিখি আজ ভেবে না পাই।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি প্রমোশন পেয়ে এক ধাক্কায় পাকা হয়ে গেলেন এই খুশিতে দুই বুড়ির জন্য একটা মোক্ষম কোবতে লিখে ফেলুন।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাকা বুড়ো দাদু, চানাচুরের প্যাকেট কোথায়?
৪১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১
নূর-ই-হাফসা বলেছেন: আপনার জন্য ও দিন । ঐখানে অয়ন আর আপুর ঝগড়া না লাগলেই হয় । আমি গেলাম বাচ্চারা ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দাঁড়ান আমি আগে যাই।
৪২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সে তো দিনে ছিল। রাতে দেখা যাচ্ছে না।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার নতুন নামের জন্য তাকে একটা ধইন্যাবাটা দিতে চেয়েছিলাম।
৪৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আসেন ভাই, আমর ভাই ভাই হিসেবে থাকি। মেয়েদের ষড়যন্ত্রে যোগ না দেই।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে ভাই, আপনি বুড়ো হলেও আমার ভাই হিসেবেই থাকবেন। তবে ভাইয়ের জায়গায় আপনাকে শুধু বুড়ো দাদু বলে ডাকব?
৪৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রাস্তার কুকুর গুলা আপনার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। (ঘেউ ঘেউ করতাছে, তাই মেরে দিলাম)
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওরা আপনাকে ডাকছে, আপনি বুঝতে ভুল করেছেন।
বুড়ি দুটো আপনাকে হেনস্থা করে এখন গা ঢাকা দিয়ে আছে।
৪৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পড়ে মু্গ্ধ হলাম।
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে ভাই। আপনাকে মুগ্ধ করতে পেরে আমিও আপ্লুত হলাম।
৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও কি কম দাবড়ানি দিয়েছি কমেন্টে কমেন্টে?
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন করেই দাবড়ানি দিতে হবে, তা নাহলে একেবারে মাথায় চড়ে বসবে। আসুক আবার, দেখিয়ে দেবেন কত ধানে কত চিটা হয়।
৪৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনে কি ছাত্র না কর্মজীবী?
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন রে ভাই, জেনে কী করবেন? বয়স জানিতে চাহিয়া লজ্জা দিবেন না।
৪৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১১
নূর-ই-হাফসা বলেছেন: আমাদের নামে বদনাম চলছে ?
অয়ন ভাই সাহস আছে আপনার , স্বপ্নের ফেরিওয়ালা পোষ্ট এ কি মন্তব্য দিলেন ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে আপনি! আসলে আশেপাশে আপনাকে দেখতে না পেয়ে একটু রগড় করছিলাম আরকি। তা আপনি আবার গোসসা হলেন না তো?
৪৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না বলার কারণ কি? ডিটেইলস তো আর জিজ্ঞেস করি নাই।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি ভাই খেটে খাওয়া মানুষ।
৫০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই একজন বুড়ো মানুষ , তাই ওনি আপনার প্রশ্নের জবাব দিবেন না ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদম সঠিক বলেছেন আমাদের বুড়ি আপু।
৫১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪
কুঁড়ের_বাদশা বলেছেন: বাদশা হাজির।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্বাগতম শিষ্য!
৫২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
নূর-ই-হাফসা বলেছেন: ইচ্ছা হইছিল থাবড়াইয়া চৌদ্দগুষ্টির নাম ভুলায় দেই।
এই মন্তব্য তা ভালো ছিল ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অবশ্যই ভাল ছিল।
৫৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইশ, নূরাফা আপনি না আসলে তার প্রফেশন বের করে ফেলতাম।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বের করে ফেলেছেন অলরেডি।
৫৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপনি খেয়াল করেছেন ওনি সবসময় এড়িয়ে যান আপনার প্রশ্ন ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এড়িয়ে গিয়েছি? সত্যি?
৫৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো আরো টাফ কিছু ভাবছিলাম। পরে না পেয়ে এটাই লিখে দিয়েছি। আরেকজনকে অপবাদ দেয়া খুব জঘন্য কাজ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই নাকি? ব্লগের ব্যাপারে আরও অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে।
৫৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন দেখি উত্তর দিয়েছে! সম্রাট ভাই আবার মধ্যবয়স্ক না তো!
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসম্ভব কী? হতেও তো পারি!
৫৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আর কিছু বলার দরকার নেই । ঐ দুই ছেলে মেয়ে ছাড়া ব্লগে অনেক কিছু আছে ভাবার ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদম সঠিক কথা।
৫৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লেখক বলেছেন: তাই নাকি? ব্লগের ব্যাপারে আরও অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে।
আপনি ৪ বছর প্লাস ব্লগ চালিয়ে এ কথা বলেন? এবং সেটা আমাদের বিশ্বাস করতে বলেন?
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চার বছর আগে ব্লগে রেজিস্ট্রেশন করা হয়েছিল। নিয়মিত হয়েছি মনে হয় মাস তিনেক আগে। এ ব্যাপারে একটা পোস্টও দিয়েছিলাম। মনে আছে?
৫৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৮
নূর-ই-হাফসা বলেছেন: আমার ও মনে হয় মধ্যবয়স্কা ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেষ পর্যন্ত মধ্যবয়স্কা? হাঃ হাঃ হাঃ। আমি আসলে ভূত।
৬০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একদম মনে নেই! সরি তাহলে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা, মনে করুন আমি একজন পুরনো ব্লগার এবং মধ্যবয়স্ক লোক, তাতে কি আপনারা বিব্রত বোধ করে আমার সাথে আড্ডা দেয়া বন্ধ করে দেবেন?
৬১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেন, চাঁদ্গাজী, স্বতু সাঁই এদের পোস্টে গিয়েও তো ঝগড়া, মন্তব্য সবই করি।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্য করা আর আড্ডা দেয়া কিন্তু এক কথা নয়। যাকগে, যতক্ষণ পর্যন্ত কেউ কারো ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ আমাদের সম্পর্ক আগের মতই থাকবে।
৬২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা ঠিক, আমরা তো নিরীহ ব্লগার। ক্ষতি ছাড়াই আড্ডা দেয়া যাবে। বাকিরা মনে হয় চলে গেছে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও চলে যাচ্ছি। শুভরাত্রি।
৬৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আড্ডা ভাঙার ভয়ে বলছে না তাহলে ।
৬৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, ব্লগে আরেকটা অদৃশ্য মানব এসেছে। নিচের দিকে দেখলাম।
৬৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩
নূর-ই-হাফসা বলেছেন: হ্যা আমি ও দেখছি । ওনারা কিভাবে যে অদৃশ্য হয় আর এর উপকারিতা জানতে পারলে ভালো হতো । ওনারা পোষ্ট দিলে মজা হতো । সবাই ভয় পেতো ।
৬৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আর মন্তব্য ঘর হত এরকম-
বলেছেনঃ
৬৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই এক কাজ করুন আপনি একটি পোষ্ট দিন ওনারা অনলাইনে থাকতে থাকতে । ওনাদের সাথে যোগাযোগ করা নিয়ে ।
৬৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৭
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই বেঁচে আছেন ? আপনার আর চানাচুর আপুর কোন খবর নেই ।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শরীরে চিমটি কেটে দেখলাম। মনে হল বেঁচে আছি।
৬৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সম্রাট ভাই, কই হারায় গেলেন?
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাচ্চা মানুষ রে ভাই। হারিয়ে গেছি।
৭০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি হয়েছিল? ইচ্ছা করেই আসেন নি নাকি কোন কিছুতে ব্যাস্ত ছিলেন?
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগের নেশা ছাড়ানোর প্র্যাকটিস করছি। সফল হলে কিছু পেশেন্টের ওপর প্রয়োগ করার ইচ্ছে আছে।
৭১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি নিয়ম করছেন? সপ্তাহে দুইদিন আসবেন এরকম টাইপ কিছু। নাকি অফ্লাইনে ঠিকই ব্লগে ঘুরেন?
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী দরকার ভাই? ব্লগ এমন কোন জিনিস নয় যে এটা ছাড়া মানুষের জীবনের চাকা আটকে থাকবে। মাঝে মাঝে ঢুঁ মারতে ইচ্ছে করলে আসব। আপনাদের সাথে আড্ডাও মাঝেমধ্যে হবে। আপনারা পোস্ট দেবেন। আমি তো ভাই অলরেডি একবার বিদায় নিয়েই ফেলেছি। তাই এখন অনিয়মিত।
৭২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪
নূর-ই-হাফসা বলেছেন: ওকে ভাই আমাকে শিখান ।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বলেছিলাম? মন নিয়ে গবেষণা করার ইচ্ছে আছে? সেই মনের ওপর নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি। মন যা চায় তার বিপরীতে চলার চেষ্টা। সফল হতে পারলে কেল্লা ফতে। এটাই। শেখানোর কিছু নেই।
৭৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওকে। আমার হাতে এখন সময় আছে । ব্লগে আসি। এমন দিন আসতেই পারে ব্লগে ঢুকা হবে না খুব।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগে সময় দিয়ে কিছু না কিছু শেখা যায়। অনেকের সাথে বন্ধুত্ব হয়। বিনোদনের জন্য তো আরও অনেক কিছুই আছে। আপনার হাতে সময় থাকলে ব্লগে ব্যয় করে অনেক কিছুই করতে পারেন। নিজে লিখুন, অন্যকে উৎসাহিত করুন।
৭৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
নূর-ই-হাফসা বলেছেন: এটা ঠিক সময় আসলে আপনা আপনি পরিবর্তন আসবে । কিছু দিন পর আমি ও ইরেগুলার হয়ে যাবো ।
এক জিনিস এর প্রতি আকর্ষণ মানুষের বেশি ক্ষন থাকে না ।
ব্লগ আমার কাছে ভালো লাগা মাত্র । আমার দারুন মন খারাপ এর দিন গুলো তে আমি এখানে যতবার এসেছি ভালো লাগা অনুভব করেছি ।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল মানুষের সান্নিধ্যে এলে মন অটোম্যাটিক ভাল হয়ে যায়। আপনারও হয়তো তাই হয়।
৭৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আসলে আমরা সবাই মনে হয় ইংগিত দিচ্ছি নিয়ার ফিউচারে আমরা ব্লগে তেমন আসব না। আমার যা মনে হল সবার কথাবার্তায়।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগ শুধু সময় কাটানোর জন্য নয়। এখানে নিজের প্রতিভা ঝালিয়ে নেয়ার সুন্দর সুযোগ আছে। আপনারা সে চেষ্টা করলে ব্লগে পারমানেন্টলি উপস্থিত থাকবেন।
৭৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আসবো না কেন অবশ্যই সবাই আসবে । তবে এই এতো সময় হয়তো তখোন কেউ দিবেনা ।
যারা অবসর জীবনে যাবেন কিংবা অবকাশ যাপন করবেন আর টিনেজার রা রেগুলার হবেন সর্বদা ।
আপনি খেয়াল করুন অধিকাংশ কিন্তু ইরেগুলার । পোষ্ট দিলে সেদিন বেশি সময় থাকেন ।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেশী বেশী পোস্ট দিন, তাহলেই দেখবেন রেগুলার হয়ে গেছেন। আর আড্ডাতে আরও দু'একজনকে সামিল করে নিন, দেখবেন আর সমস্যা হবে না।
৭৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১
নূর-ই-হাফসা বলেছেন: আমার যতদিন ভালো লাগবে ততদিন ব্লগে থাকবো । আড্ডা ভেঙে গেছে । এটাই স্বাভাবিক ।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন কেন কেন? আড্ডা ভাঙবে কেন? কে ভাঙল? তাকে সামনে নিয়ে আসুন। অ্যায়সা শাস্তি দেব যে আর আড্ডা হাত থেকে ফেলে দেয়ার সাহসই পাবে না?
৭৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮
নূর-ই-হাফসা বলেছেন: আপনি আর চানাচুর আপু মিসিং ছিলেন । আমি আর অয়ন ভাই আর বাদশা ভাই মাঝে মাঝে ছিলেন ।
অয়ন বাচ্চাছেলে টা মন খারাপ করলো কিনা বুঝলাম না ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি মিসিং থাকলে কোন সমস্যা নেই। আপনারা তো আছেনই। আমি মাঝেমধ্যে আসব। আপনারা আড্ডা চালিয়ে যাবেন।
৭৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, আমি এটা অনুমান করতাছি। ভুল ও হতে পারে। আপনি অদৃশ্য নিয়ে পোস্ট দিতে বলছিলেন। আমার কাছেও আইডিয়াটা ভাল লাগছে। নাহলে আমি দিতাম না। এখন, পোস্ট দেয়ার সুবাদে অদৃশ্যের সাথে আমার ঝামেলা লেগেছে বলা যায়। অদৃশ্য যা করেছে তার জন্য আপনার নিজেকে এখন দায়ী ভাবার দরকার নেই। এগুলা হতেই পারে। যাই হোক, এটা আমার অনুমান। ভুল হলে বলবেন।
৮০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪
নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই ঠিক ধরেছেন ।আপনার কথা ঠিক হলোনা অয়ন ভাই চানাচুর আপু আজ আসেনি ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এরপর ব্লগে এলে চানাচুর আপুর সাথে যোগাযোগের উপায়টা জেনে নেবেন। তাতে করে উনি মিসিং থাকলে যেন তার সাথে যোগাযোগ করতে পারেন।
৮১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: না আপু পঁচা । আপু অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছে ।
আপনার কি খবর । ব্লগে না থেকে পড়াশোনা ভালো ভাবে চললেই হলো আপনার ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগে আবার নিয়মিত হব কিনা চিন্তা করছি। আপনারা সাজেশন দিন।
৮২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৬
নূর-ই-হাফসা বলেছেন: আপনার ইচ্ছে ভাই । আমরাও যে আজীবন রেগুলার থাকবো এমন কথা নেই ।
আপনার গবেষণা কি তবে বিফলে গেলো ?
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার গবেষণা শতভাগ সফল হয়েছে। এখন মনের ওপর জোর খাটানোর পারি।
আপনারা কেমন আছেন? আড্ডা কেমন চলছে?
৮৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আজ ব্লগে সবাই দারুন ভাবের কবিতা লিখছে । আপনি নতুন একটা লিখুন ।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সময় হলে অবশ্যই লিখব। যদি নিয়মিত হই তাহলে হয়ত প্রতিদিনই আমার লেখা অখাদ্য গেলার সুযোগ পাবেন।
৮৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখানে দেখি আড্ডা হয়েছে দুই তিন লাইন! খেয়াল ই করি নাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাকা বুড়োর তাহলে সবকিছু চোখে পড়ে না! নাহ্, সত্যিই তবে বুড়ো হয়ে গেছেন!
৮৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আপনার পাকা বুড়ো ধরনের একটা উপদেশ সম্রাট ভাই কে দিন ।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার একার উপদেশেই তো কেল্লা ফতে বুড়ি আপু, আবার পাকা বুড়োকে টানা হচ্ছে কেন?
৮৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি যে বলেন না! আপনারই তো বড় আপাসুলভ উপদেশ দেয়ার কথা। তাতেই যথেষ্ট হবে।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তবে আপনার মন্তব্য আর উপদেশও কিন্তু একেবারে ফেলনা নয় বুড়ো মিঞা! থলে থেকে দু'একটা বের করে দেখতে পারেন, কারো কাজে লেগেও যেতে পারে।
৮৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন বাচ্চা হলেও মন্তব্য করে বড়দের মতোই ।
নতুন কবিতা লিখুন , সম্রাট ভাই ।
জানেন চানাচুর আপু এখনো আসেন নি ।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এখনও নিয়মিত হব কিনা সিদ্ধান্ত নিইনি বুড়িপু। যদি নিয়মিত হই তাহলে এই কলমভাঙা কবির দু'চারটে বকওয়াস অবশ্যই আপনাদের চোখে পড়বে।
৮৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮
নূর-ই-হাফসা বলেছেন: অনিয়মিত রাও কিন্তু পোষ্ট দেই ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পোস্টের ব্যাপারে অচিরেই কোন সিদ্ধান্তে নেব বলে আশা করছি। আপনি তো নিয়মিতই আছেন, আপনার পোস্টও তো বেশ কয়েকদিন যাবত চোখে পড়ছে না
৮৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৩
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে অয়ন ভাই বলেছিলেন দার্শনিক মুডে আছেন আপনি । কথাটা সত্য ।
আমার কিছু লিখতে ইচ্ছে করছে না । অথবা কিছু পাচ্ছি ও না লেখার ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। আমি দার্শনিক? হাসলাম কিছুক্ষণ! আপনারা জানেন না, এই দার্শনিক শব্দটাও আমাদের বাদশা মিঞা নিজের নামে বুকিং দিয়ে রেখেছে?
৯০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
আটলান্টিক বলেছেন: হয়ত আসবে বসন্ত আমার আকাশেও একদিন,
নতুন রশ্মিতে আলোকিত হবে আবার
স্বপ্নের কুঁড়িরা;
প্রস্ফুটিত হবে প্রাপ্তির গোলাপ।
এখন শুধুই অপেক্ষা!!
চমৎকার
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভায়া।
৯১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আড্ডা কি তবে আবার জোড়া লাগবে?
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যে হাত থেকে ফেলে দিয়ে ভেঙেছে সে-ই জোড়া লাগাবে। তাকে তলব করা হোক।
৯২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আসামী খুজে পাওয়া যাচ্ছে না।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসামী খুঁজে না পাওয়া এদেশের এক ঐতিহ্যবাহী গৌরবপূর্ণ ব্যর্থতা! এই ব্যর্থতাকে যুগে যুগে উৎসাহদানে পুরষ্কৃত করা হয়েছে। তাই এখানেও তার পুনরাবৃত্তি করা হোক।
৯৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দারুণ! দারুণ! আপনি পুলিশকে দেয়া খোচাটা ধরতে পেরেছেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রকৃত আসামী না হলেও ক্ষতি নেই, যে কোন একজনকে হাজির করাটাই সফলতা বলে গণ্য করা হবে।
৯৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নতুন কোন নিরীহ ব্লগারকে চালান করে দেয়া যায়।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমারও তাই মনে হচ্ছে। তবে এর জন্য আমাকে বদ বলা আর চানাচুর আপুকে দায়ী করা কি ঠিক হবে?
৯৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুযোগ পেলে কেন ছেড়ে দিব?
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সব সুযোগই কিন্তু সুবর্ণ নয়। তা আমাকে বদ আখ্যা দেয়া বুড়িটাকে কী শাস্তি দেয়া যায়? সাজেস্ট করুন।
৯৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন থেকে তাকে বাচ্চা বাচ্চা বলেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুড়িকে বাচ্চা বললে আরও মাথায় চড়ে বসবে। তারচেয়ে কুটনী বুড়ি বললে মনে হয় খারাপ হয় না। কী বলেন?
৯৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উহু, কুটনি বুড়ি বললে কেমন ন্যাকামি হয়ে যায়।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে তাকেই জিজ্ঞেস করি, কোন নাম সে পছন্দ করে?
৯৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সে কি উত্তর দিবে তা আপনি আমি ভাল করেই জানি।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে, দেখা যাক। তা আমাদের দার্শনিক ভায়া সবার বিনোদন বন্ধু বাদশা মিঞার খবর কী? মনে হয় আড্ডাতে আসে না?
৯৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাকে আমি দুইদিন ওস্তাদ ডাকাতে মনে হয় মাথা বিগড়ে গেছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বলেন কী? আপনি তাকে ওস্তাদ ডেকেছেন? সে তো ১৮ বছরের নিচে এসএসসি পরীক্ষার্থী!
১০০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একটূ চমক দিলাম। আর সে যে সসচ পরীক্ষার্থী এটা কি আপনি বিশ্বাস করেই বললেন ?
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি তো জানি সে দেশের বাইরে আছে। তাহলে নিশ্চয়ই আমাদেরকে সঠিক পরিচয় দেয়নি?
১০১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, এটাতো বুঝাই যায় সে সসচ পরীক্ষার্থী না। আজকে কিন্তু নূরাফা আসল না। সে এসে তাকে নিয়ে কমেন্ট দেখলে কি প্রতিক্রিয়া হবে তা জানার অপেক্ষায় আছি।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি কি তাহলে কেটে পড়ব? এসে না জানি কী বলে?
১০২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চলেন, দুজনেই যাই। এসে একা একা বকবক করুক।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে। ফাঁকা মাঠে গোল দিয়ে একা একাই লাফাতে থাকুক।
১০৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: আড্ডা ভাঙার আসামি কে ?
আজ চরম মজাই ছিলাম , তাই আসতে দেরী হলো । বাচ্চারা কি চলে গেল ?
১০৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২
নূর-ই-হাফসা বলেছেন: কি খারাপ কেউ নেই । আমিও গেলাম ।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যাক বাবা, বেঁচে গেছি।
১০৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: লেখক বলেছেন: যে হাত থেকে ফেলে দিয়ে ভেঙেছে সে-ই জোড়া লাগাবে। তাকে তলব করা হোক
চানাচুর আপুর কথা বলছেন ? একদম ঠিক বলেছেন ।
১০৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০১
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আপনাদের আসামি পুলিশ সব মাথার উপর দিয়ে গেল । কিছুই বুঝলাম না ।
আর আমাকে বুড়ি ডেকেও আপনাদের শান্তি হচ্ছে না । খারাপ নাম আর কি হতে পারে ? আমার কাজিন আমাকে রাগানোর জন্য পেত্নী বুড়ি বলে । এই নামটাই বেশি খারাপ ।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে এই নামটাই আপনার জন্য বরাদ্দ দেয়া হল ।
১০৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, আমি তো আপনাকে কিছু ডাকতে চাই না। নূরাফা ই যথেষ্ট। সম্রাট ভাই কিছু খুজে পাচ্ছে না।
১০৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
কুঁড়ের_বাদশা বলেছেন: বাদশা হাজির।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোথায় থাকেন মিঞা? দেখি না যে?
১০৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
কুঁড়ের_বাদশা বলেছেন: ছিলাম কয়দিন ব্যস্ত কেমন আছেন ?
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি ভাল আছি। আপনি দেশে না বাইরে?
১১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেও শুভেচ্ছা বিজনদা।
১১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই শুনে খুশি হলাম ।
১১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট আর অয়ন ভাই্ হ্যাপি নিউ ইয়ার ।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উইশ ইউ বেস্ট অভ লাক। থ্যাংকস।
১১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আপনাদের ঐখানে আজ বাজি ফাটাতে দিবে ?
১১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা তো জানি না।১২ টায় বুঝা যাবে। এগুলা না করাই ভাল। অযথাই পরিবেশ দূষণ,অপচয়,মানুষের কষ্ট।
১১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: আল্লাহ কি বলে । আমি সামনাসামনি কখনো দেখিনি । দেখি আজ দেখতে পারি কিনা ।
১১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুয়া করি নতুন বছরে যাতে আল্লাহ আপনাকে কল্যাণময় জিনিস দিয়ে জর্জরিত করে ফেলে!
১১৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:১৬
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা দোয়া করার কি স্টাইল । তাও ভালো কল্যাণময় তো বলেছেন ।
আজ রাত ২টাই বাসায় আসলাম । ভালোই ছিল ।
১১৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৯
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই শুভ নববর্ষ ।
দোয়া করি আপনার দার্শনিক মনোভাব কমে যাক আর সর্বদা ভালো থাকুন ।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুভ নববর্ষ। দোয়া করি আপনার বুড়িসুলভ মনোভাব কমে যাক আর সর্বদা ভালো থাকুন।
১১৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০
কথাকথিকেথিকথন বলেছেন:
শুভ ভোর ২০১৮ !
জীবনের সকল অপেক্ষাগুলো অবসান হোক এবং প্রত্যাশিতভাবে প্রত্যাশাগুলো পুরণ হোক ...
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জীবনের সকল অপেক্ষাগুলো অবসান হোক এবং প্রত্যাশিতভাবে প্রত্যাশাগুলো পুরণ হোক ...
আপনার জন্যও অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
১২০| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেন! ভালো জিনিস দিয়ে ওভারলোড হয়ে গেলে খারাপ কি!
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও তাই বলি। খারাপ কী?
১২১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
নূর-ই-হাফসা বলেছেন: আপনাদের আজ কেমন কাটলো ?
আজ জসিম উদ্দিন এর জন্মদিন , কান ফেটে যাচ্ছে গান বাজনায় ।
১২২| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আপনার দোয়া যেন সত্যি হয় , সে আশাই করি ।
১২৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
নূর-ই-হাফসা বলেছেন: আমি শুধুমাত্র বাচ্চাদের সাথে বুড়ি ভাব ধরে রাখি ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই বুঝি? ঠিক আছে। আপনি ভাব ধরে থাকুন আর আমরাও আপনাকে পেত্নি বুড়ি বলে ডাকি।
১২৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিশেষ কিছু হয় নাই, এজ ইউজুয়াল কেটেছে। আপনার বাসায় মেহমান আসছে?
১২৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: মেহমান না । ভাইয়া দের (আপুর বর ) বাসায় বারবিকিউ পার্টি ছিল কাল । অনেক বাজি ফাটানো দেখলাম আর ফানুস ওড়ানো ।
অয়ন ভাই ১৫ জানুয়ারি নাকি সাকরাইন উৎসব । আচ্ছা ঐদিন কি হয় ? আর জায়গাটা ঠিক কোথায় বলতে পারবেন ?
১২৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোথাও ১৪ তারিখ, কোথাও ১৫ তারিখ হয় পৌষ সংক্রান্তি। ডিসেম্বর থেকে কিছুটা শুরু হয় ঘুড়ি উড়ানো। জানুয়ারিতে বেড়ে যায় অনেক। আর এইদিন পর্দা নামে। তারপরে উড়ানো হয় কিন্তু অনেক কম। জায়গা বলতে গেলে লক্ষ্মীবাজার, গেণ্ডারিয়া, শাঁখারীবাজার, তাতীবাজার,বংশাল, ওয়ারি সহ আরো অনেক জায়গায় হয়। পুরান ঢাকার বেশিরভাগ জায়গায় হয়। এইদিন এত আতশবাজি আর ফানুস উড়ায় যে আকাশে যেদিকে চোখ যায় খালি রংগিন রংগিন লাগে। সন্ধ্যা থেকে শুরু হয়ে বেশ কিছুক্ষণ চলে। আর মশালে আগুন ধরিয়ে কিছু মানুষ মুখে কেরোসিন নিয়ে দেয় ফুউউউউ। এইতো, এসব হয়।
১২৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: বাহ মজার তো । দেখি আপুকে বলি ওরা গেলে যাবো । ধন্যবাদ এতো সুন্দর করে বর্ণনা দেয়ার জন্য ।
১২৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই বেঁচে আছেন ? খবর নাই কোনও ।
চানাচুর আপুকে নববর্ষ এর শুভেচ্ছা জানানো হয়নি । পঁচা আপু
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেঁচে আছি। কোন খবর শুনতে চান? বিটিভির খবর নাকি অন্য চ্যানেলের?
১২৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোন এলাকায় যাবেন?
১৩০| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চানাচুর কে? এটা তো একটা খাদ্য। আপনি তাকে মানুষ বানাচ্ছেন কেন?
১৩১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২
নূর-ই-হাফসা বলেছেন: জানি না । কোন এলাকায় বেশি মজা হয় ?
১৩২| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি জানি!
১৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এসব এলাকায় আপনার কেও থাকে? তাহলে তাদের বাসায় ছাদে উঠে সব দেখতে পারবেন।
১৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮
নূর-ই-হাফসা বলেছেন: আমার কলেজ তো বাবুবাজারেই তবুও আমি এতোদিন এ কখনও ঐদিন ছিলাম না ।
আপুও সেইটা বলছে ছাদে দেখবে। ওভাবে ভীড়ে দেখা সম্ভব না ।
১৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২১
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা পেত্নী বুড়ি । বাহ বাহ ।
বিটিভির আর অন্য চ্যানেলে র ২টাই খবর শোনান ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিটিভির খবর শুনে শুনে মানুষ ক্লান্ত আর অন্য চ্যানেলের খবর শুনে সবাই ভ্রান্ত।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: টাইপো: (ভ্রান্ত) বিভ্রান্ত।
১৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৩
নূর-ই-হাফসা বলেছেন: ওকে খবর শুনাতে হবে না ।
অয়ন কি ঘুমাতে গেল, দেখা যাচ্ছে না ।
আপনার বাড়ি কোথায় ? নতুন বছরে কোন আয়োজন কি ছিল ?
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আগে ঢাকা বিভাগে ছিলাম এখন ময়মনসিংহ বিভাগে। না নতুন বছরে কোন আয়োজন ছিল না। আমাদের রক্ষণশীল পরিবারে এসব নিয়ে বেশী কিছু করা হয় না।
১৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:১৪
নূর-ই-হাফসা বলেছেন: আমাদের পরিবার ও রক্ষনশীল । আব্বু পছন্দ করেনা । আমি ও আগে ঐরকম ছিলাম । কিন্তু এখন ভালো লাগে ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনটা তো আর বুড়ো হয় না, তাই বাচ্চাদের আনন্দ দেখে হয়ত নিজেও আনন্দিত হওয়া।
১৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪
নূর-ই-হাফসা বলেছেন: আপনারই আমাকে ব্লগ বুড়ি থেকে বাস্তবিক বুড়ি বানিয়ে ফেলেছেন । ভয় হচ্ছে নিজেকে না সত্যি সত্যি বুড়ি ভাবা শুরু করি ।
যদিও বাস্তবে কেউ বলেনি ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। আপনি নিজেকে বুড়ি ভাবছেন মনে হলেই হাসি পাচ্ছে। আচ্ছা, আপনার কাজিনও তো আপনাকে বুড়ি মানে বুড়ি পেত্নি ডাকে। তখন কেমন লাগে? আমার মনে হয় আপনি ইঁচড়ে পাকা। তা নাহলে এত কম বয়সে কেউ ব্লগে যোগ দেয়?
১৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:৪০
নূর-ই-হাফসা বলেছেন: আমার কাজিন সমবয়সী আমার , ওর কাজ ছিল আমাকে রাগানো আর ঝগড়া করার । এক সময় আপু রাগ না করার নিয়ম শিখিয়ে দেয় । তাই এখন ওর কোন কথা গায়ে লাগে না ।
ব্লগে আমার একাউন্ট আর প্রথম পোষ্ট ভাইয়া ই দিয়েছিল ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ভাইয়ার জন্য শুভকামনা। আমার ভাইয়াও আমাকে বিভিন্ন কাজে উৎসাহ দিয়ে থাকেন। তবে ব্লগে কোন নারী ব্লগারের সাথে আড্ডা দেয়ার কথা জানতে পারলে মনে হয় না খুব খুশি হবেন। :`< আর আপনার ভাইয়ারও মনে হয় একই অবস্থা হবে।
১৪০| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগে নারী, পুরুষ ব্যবধান আনাটা বোকামি । অচেনা মানুষ গুলোর প্রতি অনুভূতি ও ওমনি থাকার কথা ।
আমার কাছে আপনাকে আর অয়ন আর বাদশা ভাই কে ছোট ভাই হিসেবে মনে হয় । এতে খারাপ কিছু থাকার কথা না ।
আপনার প্রব্লেম থাকলে আপনাদের সাথে আড্ডা না হয় দিবোনা ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার পক্ষ থেকে কোন প্রবলেম নেই। আপনি, অয়ন ভাই, বাদশা ভাই, চানাচুর আপু, সবাই মিলে আড্ডাটা বেশ জমে উঠেছিল। কিন্তু বদ আমি আর পচা চানাচুর আপু আপনাদের আড্ডাটা হাত থেকে ফেলে দিয়ে মনে হয় ভেঙে ফেললাম। তাই আমাকে এবং চানাচুর আপুকে কী শাস্তি দেয়া যায় ভেবে বের করে ফেলুন।
১৪১| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:০৫
নূর-ই-হাফসা বলেছেন: চানাচুর আপুকে খোজার জন্য তো আমরা খুলনা যাবো ঠিক করেছিলাম ।
আপু সেই যে গেল আর আসার নাম গন্ধ পর্যন্ত নেই ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বলেন কী? খুলনা যেতে চেয়েছিলেন? কাকে নিয়ে?
১৪২| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:১০
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই বুদ্ধি দিয়েছিলো জাবি তে যাওয়ার । ঐ টাও পরে বাতিল । দেখি আপু কবে আসে ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চানাচুর আপুর সংসারের ঝামেলা থাকতে পারে। মেয়েদের তো এমনিতেই বিভিন্ন ঝামেলা থাকে তাই হয়ত ব্লগে আসতে পারেন না। আচ্ছা, আপুর সাথে কি আপনাদের সামনাসামনি পরিচয় আছে?
১৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:১৪
নূর-ই-হাফসা বলেছেন: আপনি ভার্সিটিতে না কলেজে পড়েন , নাকি জব করেন । আপনাকে কয়েক দিন বাদশা ভাই আর অয়ন ভাইয়ের মতো বাচ্চা ভাব নেই । দার্শনিক মুডে আছেন ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি তো এর আগে বলেছিলাম যে আমি খেটে খাওয়া মানুষ। না, দার্শনিক মুডে নেই। আপনাদের সাথে একটু ফিচলেমি করেছি।
১৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:১৮
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগে কাউকে চিনি না । চানাচুর আপু যে মেয়ে আমি এইবার ব্লগে এসে জেনেছি । তথ্য যা জেনেছি ওনার পোষ্ট পড়ে ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমারও তো কেউ জানাশোনা নেই। আমি মাত্র মাস তিনেক বা মাস চারেক আগে ব্লগে নিয়মিত হয়েছি। একমাত্র আপনার আর অয়ন ভাইয়ের সাথেই আড্ডা বেশি হয়েছে।
১৪৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:২২
নূর-ই-হাফসা বলেছেন: খেটে খাওয়া মানে কি জব করছেন ?
ধুর মিঞা এতোদিন তাহলে ছোট ভাই সেজে ছিলেন ।
বড় ছোট বুড়ো আড্ডায় কোন সমস্যা না । সামু পাগলা আপুর আড্ডায় সবাই আছেন ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি কখন ছোটভাই সাজলাম? আপনিই তো ছোট বাচ্চা বলে আমাদেরকে ছোট বানিয়ে দিলেন! আমার বার্থ সার্টিফিকেট আর পাসপোর্টে স্পষ্ট লেখা আছে আমার জন্মসাল ১৯৮৬। সেই হিসেবে আমি আপনার বড়ই হওয়ার কথা।
১৪৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ভালোই বড় । আমার ভাইয়া আপনার এক বছরের বড় ।
আজ বিদায় নিচ্ছি । ঘুমাবো ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ও কে। আমিও যাচ্ছি। শুভরাত্রি।
১৪৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সম্রাট ভাই, দেশের বাইরে কোথায় ঘুরতে গেছিলেন?
১৪৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: দেখলেন অয়ন ভাই সম্রাট ভাইয়ের পরিচয় বের করে ফেলছি ।
আচ্ছা অয়ন ভাই এমন কি হতে পারে আপু অন্য কোন নিকে ব্লগ ব্যবহার করছে ? মনে আছে বাদশা ভাই তাকে একবার জিজ্ঞেস করছিল তখোন বলছিল জানুয়ারি থেকে আসবে ঐ আইডিতে ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তার মানে আমার পরিচয় বের করার অভিযানে নেমেছিলেন? অভিযান তো সাকসেসফুল! কংগ্রাচুলেশন!
১৪৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন। সে আগেও একাধিক আইডি চালাইছে। সো, হতেও পারে । কিন্তু ধরার উপায় কি? লেখার স্টাইল চেঞ্জ করবে অন্য আইডি ব্যবহার করলে।
১৫০| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই হয়তো জানবে । ওনাকে জিজ্ঞেস করে জানতে হবে ।
১৫১| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিবে হয়ত।
১৫২| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন । কথা সত্য । তাহলে কি উপায় ?
১৫৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগের ডাটাবেস হ্যাক করে তার মোবাইল নাম্বার নেয়া।
নাম্বার যদি না দেয়া থাকে বা যেই নাম্বার আছে সেটা যদি আর ব্যবহার না করে তাহলে হতাশ!
১৫৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: এতো আগের আইডি তে মোবাইল নাম্বার থাকবে না । আপুর কাছ থেকে নেক্সট টাইম ফেবু আইডি জানতে হবে ।
১৫৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইচ্ছা করেই আসেনা মনে হয়।
১৫৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩
নূর-ই-হাফসা বলেছেন: আপু কি আনম্যারিড ? ম্যারিড হলে সম্রাট ভাইর কথা ঠিক হতে পারে ।
লেখক বলেছেন: চানাচুর আপুর সংসারের ঝামেলা থাকতে পারে। মেয়েদের তো এমনিতেই বিভিন্ন ঝামেলা থাকে তাই হয়ত ব্লগে আসতে পারেন না।
১৫৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, আপনে ১০ বছর ব্লগ চালিয়ে আমাকে চানাচুরের সম্পর্কে প্রশ্ন করেন?
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
১৫৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আমি তো কারো সাথে কথা হতোনা । চানাচুর আপু যে মেয়ে জানছি এইবার ব্লগে এসে ।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আর আপনি যে বুড়ি তা জেনেছি মাত্র কিছুদিন আগে।
১৫৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২
নূর-ই-হাফসা বলেছেন: জি বাচ্চারা ভালো করেছেন জেনে ।
সম্রাট ভাই আমাকে আর অয়ন ভাই আর বাদশা ভাইকে ময়মনসিংহ এ দাওয়াত দিন চানাচুর আপুকে এখনো পাওয়া যায় নি ।
মালাই মিষ্টি খাবো । ঐখানে গাঙ্গিনাপারের মুরালি মজা ছিল , আর কি পাওয়া যায় ? ঘুরার মতো কি কি জায়গা আছে ?
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঘোরার মত জায়গা ময়মনসিংহে খুব একটা নেই একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া। ব্রহ্মপুত্র নদের পারে বেড়াতে পারবেন।
১৬০| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১১
নূর-ই-হাফসা বলেছেন: কৃষি বিশ্ববিদ্যালয় গেয়েছিলাম । সুন্দর জায়গা । নৌকায় চড়েছিলাম । মজার ছিল ।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অয়ন ভাইকে আজও দেখছি না। আমি আজ একটু আগেই ছুটি নিচ্ছি। সকালে একটু ব্যস্ততা আছে। ভাল থাকুন। শুভরাত্রি।
১৬১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই এখন দিনের বেলায় বেশি থাকেন । রাতে দেখা যায়না ।
১৬২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কাল রাতে সাড়ে দশটার পর আর নেটে আসি নাই।
১৬৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ত্রিশালে আমার ফুফুর বাড়ি। ওখানে দুইবার গিয়েছিলাম। ব্রক্ষ্মপুত্র নদীতে গোসল, নৌকায় চড়া সবই হয়েছে।
কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৬ তে গেছিলাম। তেমন ভালো লাগেনাই।
১৬৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, ১৪ তারিখ কোথায় যাবেন ঠিক করেছেন?
১৬৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেওই দেখি অনলাইনে নাই!
১৬৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: দেখি আপুকে বলি , কয়েকজন কাজিন যাবে বলছিল । আমার মনে হয় কেউ যাবে না ।
১৬৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: ময়মনসিংহ এই বছরে একবার যাবো । ফ্রেন্ড রা রাজী হলে।
১৬৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আপনারা সাকরাইন কোথায় যান
১৬৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোথায় আবার! ছাদেই থাকি!!! অবশ্য গতবছর বাসায় বসে ছিলাম। কিছু করি নাই।
১৭০| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪
নূর-ই-হাফসা বলেছেন: ছাদে দেখার জন্য যেয়ে কি লাভ । আমার আপু সহ ৩ জন আপুর যাবার এবার খুব ইচ্ছে ।
ছাদে মজা হয়?
১৭১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজব! সবাই(ছেলে-মেয়ে) ছাদে উঠে উপভোগ করে আর আপনি কোথায় যাওয়ার জন্য খুজছেন?
১৭২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২
নূর-ই-হাফসা বলেছেন: আমি কখনো যায়নি তো । তাই জানি না ।
১৭৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার এলাকায় কিছুই হয় না? ঘুড়িও উড়ে না?
১৭৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে জিজ্ঞেস করাই ভুল হয়ছে । এভাবে বলতে পারেন না । ওকে আর কিছু জিজ্ঞেস করবোনা ।
১৭৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উহু, আপনি ভুল বুঝছেন। আমি তো আমার দিকের এলাকার খবর জানি। আপনার ওদিকের ব্যাপারে কিছু জানিনা। কখনো যাই নাই। তাই দেখতে চাই ঘুড়ি কোন কোন এলাকায় উড়ে।
১৭৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: সাকরাইন পুরাতন ঢাকায় হয় । এখানে না । আপনি ছোট দেখে , কিছু মনে করলাম না ।
ছাদে বসে ঘুড়ি ওড়ানো দেখা আমার কাছে মজার কিছু মনে হয়নি , আমি শুনেছিলাম ঐখানে মিউজিক থাকে আরো নাকি মজার হয় তাই এতো কথা বলা । ধন্যবাদ বেশ কিছু দিন অনেক তথ্য দিয়ে সাহায্য করেছেন ।
১৭৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি সেটাই জানার চেষ্টা করছি আসলে কোন এরিয়া পর্যন্ত হয়। হ্যা, এইসব এলাকায় ঘুড়ি, সূতা, নাটাই, আতশবাজি, সাউণ্ড বক্স এর বিরাট ব্যবসা হয় ১৪ তারিখ উপলক্ষে। সো, বুঝতেই পারছেন, যেমন খরচ করে তেমন আয়োজন ও করে। একবার খারাপ সময় গিয়েছিল। মেবি ০৫ বা ০৬ সালের কথা। ১৪ তারিখ কোন বাতাস ছিলনা। সেই সময় মানুষ ঘুড়িতে বেশি মনযোগ দিত। বোমা, গান নিয়ে মাতামাতি করত না। আকাশে ঘুড়িই নাই। সবার মন বেশ খারাপ ছিল। এখন উলটো হয়ে গেছে।
১৭৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সমস্যা নেই। আপনি বেশিক্ষণ রাগ করে থাকতে পারবেন না। আপনার পোস্টে যেয়ে একটা ছড়া লিখে আসব আর সব রাগ বরফের মত গলে যাবে।
১৭৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আমি ছোটদের উপর এমনিতেও রাগ করিনা । ছোটরা আমার ভীষন প্রিয়। কি ছড়া লিখবেন ?
সাকরাইন এ আমার ফ্রেন্ড রাও বলছে মজার কিছু না ।
সামিয়া ইতি আপু এখন আমার ফেবু ফ্রেন্ড ।
১৮০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি যেভাবে ছোট বলছেন তাতে আমার মনে হয় কোনদিন কোথাও দেখা হলে আমার গাল টিপে বলবেন, "আরে ছোট বাবু! আমি তোমার উপর রাগ করি নাই"।
ওরকম পরিস্থিতে পড়লে ছড়া মাথা থেকে বের হত। আপনি একটা কবিতা পোস্ট করতে পারন। নাম দিবেন "ইচ্ছেগুলো..."। এই শিরোনামে আমারো একটা কবিতা লিখতে ইচ্ছে করছে।
সেদিন ই হলেন না কেন? আর সে কি অনেক বড়?
১৮১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: আপনি ইচ্ছে করলে আপনিও হতে পারেন । ওনার সাথে আরো ব্লগার রা এড হওয়া আছেন ।
বেশি বড় না হয়তো । আমার আর আপনার বড় হবেন ।
১৮২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমাদের দরকার ছিল চানাচুরের আইডি।
১৮৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০
নূর-ই-হাফসা বলেছেন: পাওয়া সম্ভব না । স্বপ্নীল নামে শুধু খুঁজে পাওয়া কঠিন । এই নাম নাও দিতে পারেন । আপনি কি জানেন অপ্সরা আপুর ফেবু আইডিতে অন্য নাম দেয়া ।
হাহাহা । গাল টিপে বাচ্চাদের মতো ! বলতেও পারি ঠিক নাই ।
ইচ্ছে গুলো শিরোনাম এ নেই ইচ্ছে হলে নামে একটা কবিতা আছে ।
http://www.somewhereinblog.net/blog/hafsablog/28793830
১৮৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নাতো, তার আইডি চোখে পড়ে নাই। তাকেও রিকু দিছেন?
আপনি তো দেখি ছোট কালেও বেশ কবিতা লিখতে পারতেন!
১৮৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০
নূর-ই-হাফসা বলেছেন: না । তাকে পাবো কিভাবে । আপুর আইডি নাকি ডিএক্টিভেট করা । আমি শুধু ইতি আপুকে রিকোয়েস্ট পাঠিয়েছে ।
১৮৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১
নূর-ই-হাফসা বলেছেন: Click This Link
এই কুঁড়ের বাদশার সাথে আমাদের কুঁড়ের বাদশার কি কোন মিল আছে ?
১৮৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি আগেই দেখেছি এই আইডি। লেখার স্টাইল আর ইমোর ব্যবহার দেখে বুঝা যেতে পারে দুইজন এক কিনা।
১৮৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: কয়েক টা পোষ্ট দেখলাম ইমোই দেইনি । লেখার স্টাইল আলাদা ।
১৮৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আপনার খবর নাই কেন ?
চানাচুর আপুকে খুঁজে এনে দিন ।
আজ অনেক মারাত্মক শীত , ময়মনসিংহ এর কি অবস্থা ।
১৯০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হুম, আজকে বাতাস খুব
১৯১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গতকালকের চাঁদ কেও দেখেছেন?
১৯২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬
নূর-ই-হাফসা বলেছেন: গতকাল না পরশু দেখেছিলাম । গোল চাঁদ ছিল , ছাদে বসে দেখেছি ।
পিপল ইউ মে নোও তে আর কোন ব্লগার কে পেয়েছেন । মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে তো দেখানোর কথা না । যাদের দেখায় তাদের চিনি না ।
মানুষ ভাই আসলে কে, তার অন্য নিক থাকতে পারে । তার এই ইমোটা দারুন ।
১৯৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮
নূর-ই-হাফসা বলেছেন: চানাচুর আপু যখোন ফিরে এসে দেখবেন তার২ ভক্ত আছে তখোন কেমন হবে কে জানে ।
১৯৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পিপল ইউ মে নো তে বেশ কয়েকজন ব্লগার দেখেছি। আবার তাদের পোস্টে অন্য ব্লগারদের কমেন্ট ও দেখেছি।
১৯৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই ঢাকায় আসলে আমাদের জন্য১কেজি করে ২ কেজি মালাই মিষ্টি আনবেন । মজার কিনা চেক করে আনবেন । কিছু মালাই মিষ্টি থাকে চমচমের মতো মারাত্মক মিষ্টি ঐগুলো জঘন্য ।
১৯৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চানাচুর এত লম্বা সময় না আসার কারণ বুঝতে পারছি না।
১৯৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪
নূর-ই-হাফসা বলেছেন: তাহলে তাদের সাথে আপনার মিউচুয়াল ফ্রেন্ড আছে । চানাচুর আপু আসলে অবশ্যই আইডি নিয়ে রাখতে হবে । যদি না দেই
১৯৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সম্রাট ভাই, আমাকে কমলাপুর এসে ফোন দিয়েন। তবে নূরাফাকে ফোন দেয়ার আগে ফোন দিবেন। তাহলে আমি দ্রুত এসে তার ভাগের মিষ্টি নিয়ে ভেগে যাব।
১৯৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, দুইজন ব্লগার আমার ফেবু লিস্টে আছে।
২০০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি তো মেয়ে। আপনাকে কেন দিবেনা??
২০১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: আমার ধারনাশক্তি কম । আমি মলাসইলমুইনা ভাই কে আপু ভেবেছিলাম । কি সুন্দর করে কথা বলেন । আমার ধারণা ছিল মেয়েরা ই কেবল পারে । তারপর সম্রাট ভাইকে ছোট ভেবেছিলাম ওনার পোষ্ট পড়ে ।
শেষ বার এক আপু যখোন ডিপ্রেশনে ভুগছিলেন সাইক্রিয়াটিস্ট এর শরনাপন্ন হলেন , আমি ভাবলাম ওনি বুঝি ঢাকায় একা থাকেন , তার উপর প্রফেশনাল ঝামেলা তো আছেই , সেদিন জানলাম ওনি বিবাহিত বাবুও হয়তো আছেন , ওনার কথা শুনে কেবল হাসি দিয়েছিলাম ।
আপনার নামের আমার ক্লাস মেট এর গল্প শুনতে চাইলে বলবো । মুটামুটি মজার ।
২০২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে বলেন না কেন? এখানে পারমিশন দেয়ার কিছু আছে!!!!!
২০৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
নূর-ই-হাফসা বলেছেন: আমি যখন দশম শ্রেণীতে তখোন হয়তো মডেল টেস্ট চলছিল । আমরা একই স্কুলের আর এলাকার ছিলাম । মেয়েরা মর্নিং শিফট আর ছেলেরা ডে শিফটে তাই আগে কখনো দেখাও হয়নি । হলেও খেয়াল করিনি । ঐ সময় টা যখোন বাসায় ফিরতাম ও তখোন আমার পিছু নিতো । কথা বলতে চাইতো ভয়ে বলতাম না । কয়েকবার হয়তো নাম বলেছিলো । এস এস সি রেজাল্টের দিন আব্বুর সাথে স্কুলে গেলাম সেদিন তাকে দেখেছিলাম । তার ২ অথবা একদিন পর আমার বাসার সামনে দাঁড়িয়ে বলল তুমি এ প্লাস পেয়েছো তাই না । সেদিন এ কথা বলল শেষ বার । এরপর অনেক দিন বাসায় ছিলাম । কলেজ এ এডমিট হলাম । তখোন রাস্তায় দেখতাম । তারপর অনেক দিন পর আর দেখা হতো না ।
তারপর এতো বছর পর এই বছরের মাঝামাঝি যখোন ছুটি তে ছিলাম ,তখন হঠাৎ মনে হলো অয়ন নাম দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে দেখি তো । সাথে স্কুল নেম ও লিখলাম যাদের পেলাম ঐ নামে একজনকেও পরিচিত যনে হয়নি । তারপর স্কুল গ্রুপে খুজলাম একজনের চোখ দেখে পরিচিত মনে হলো ওর মেসেজ অপসন ওফফ করা ছিল , ফ্রেন্ড রেকুয়েস্ট পাঠালাম সাথে সাথে এক্সেপ্ট করলো । পরে হতাশ হলাম যখোন জানলাম ও অন্য জন । ওর সাথে এইচএসসি তে ম্যাথ স্যার এর বাসায় পড়েছিলাম ।
ও ওর কথা জিজ্ঞেস করায় ভাবলো আমার বুঝি এক্স বি এফ ছিল । আমি হাসতে হাসতে শেষ ।
এতো খুঁজার উদ্দেশ্য একটাই ছিল কি করছি দেখার বা কোথায় আছে জানার । পরে খুঁজা ঐখানেই শেষ । আমি চেহারাও ভুলে গেছি ।
অনেক বড় গল্প লিখে ফেললাম । সরি ভাই ।
২০৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সরির কিছু নাই। বেচারা অয়ন এখন মনে হয় অন্য মেয়ে খুজে নিছে।
২০৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
কুঁড়ের_বাদশা বলেছেন: বাদশা ভাই হাজির !!
২০৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৫
নূর-ই-হাফসা বলেছেন: খুঁজে নিক তাতে কি । সময় তো আর বসে থাকেনা । কেউ ঠিক জীবনে চলে আসে ।
২০৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই চানাচুর আপুর খোঁজ দিন । আপনার কি খবর ।
২০৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেটাই। আপনি ঠিক বলেছেন।
২০৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমরাও যদি কবিতায় এই ইমো দিতে পারতাম!
২১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯
কুঁড়ের_বাদশা বলেছেন: হাফসা আপু চানাচুরের খবর সত্যিই আমি জানি না....... ওর ফেসবুক বন্ধ! আর আপনার নাম ফেসবুকে কি নামে আছে?
২১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর মন্তব্য দিয়ে এই ইমো দিলে কেমন হবে?
২১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১
কুঁড়ের_বাদশা বলেছেন: এই কুঁড়ের বাদশার সাথে আমাদের কুঁড়ের বাদশার কি কোন মিল আছে ?
আমার নামে যড়যন্ত্র চলিতেছে .... ঐ কুঁড়ের বাদশা আর আমি দার্শনিক কুঁড়ের বাদশা দুজনে ভিন্ন জন।
২১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি জানি!
২১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২
নূর-ই-হাফসা বলেছেন: চানাচুর আপুও আপনার ছোট? আপনি না এস এস সি তে পড়েন ।
আমার পুরো নাম এ আছে । তবে shabiba yeasmin এ পাবেন ।
২১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫
নূর-ই-হাফসা বলেছেন: চলুন শুরু করি কবিতায় সুন্দর মন্তব্য দিয়ে এই ইমো দেয়া । যদি কেউ পছন্দ না করে তাহলে দিবোনা ।
২১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৭
কুঁড়ের_বাদশা বলেছেন: আমি চানাচুরের পূর্বজন্মে দাদা দিলাম.... তাই ওকে ওর নাম ধরে ডাকি। হুমম, আপনার ফেসবুক আইডি পেয়েছি !! আপনি দেখতে ভীষণ মিষ্টি।
২১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: যাক ছোট হলেই ভালো । চানাচুর আপু আইডি এক্টিভ করলে আপুকে বলবেন আমাদের সাথে যোগাযোগ করতে ব্লগে ।
২১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: বাচ্চা রা আজ বিদায় , গেলাম । অয়ন ভাই ভূতের গল্প লিখুন ,অনেক দিন পোষ্ট দিচ্ছেন না ।
২১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
কুঁড়ের_বাদশা বলেছেন: আমিও বিদায় !
২২০| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একই কবিতায় যখন দেখবে আমরা দুইজন একই ইমো দিছি তখন বুঝে যাবে এটা আমরা ইচ্ছা করেই দিচ্ছি।
২২১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২
নূর-ই-হাফসা বলেছেন: আমি অলরেডি দেয়া শুরু করেছি ।২ টায় দিছি
২২২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আর দিয়েন না। অনেক হাস্যকর লাগতাছে।
২২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
নূর-ই-হাফসা বলেছেন: আচ্ছা আর দিবোনা ।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! আড্ডা দেখি এখনও চলছে! চালিয়ে যান লেডিস অ্যান্ড জেন্টলম্যান!
২২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আড্ডার আলাপচারিতা নীরবে শুনে গেলাম।
২২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮
নূর-ই-হাফসা বলেছেন: আড্ডা ভেঙে গেছে সম্রাট ভাই । আমিও আপনার মতো অনিয়মিত হবো । আপনার কি খবর ।
মারাত্মক শীতে বেঁচে আছেন তো ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার খবর ভালই। মারাত্মক শীতেও দিব্যি বেঁচেবর্তে আছি। আচ্ছা, আড্ডাটা কীভাবে ভাঙল? শধু আমিই তো অনিয়মিত। আপনারা কি তাহলে বলতে চান আমার জন্যই আড্ডা ভেঙে গেল?
২২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হুম, আমরা দুইজন আর কতই বা টানব!
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনারা দুইজন ছাড়া আর কাকে দরকার?
২২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২
নূর-ই-হাফসা বলেছেন: আর ব্লগ মজাও লাগছে না । বোরিং হয়ে গেছে ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বোরিং হওয়ার কারণ?
২২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এক্কেবারে স্পট অন! কিন্তু তখন আমাদের ব্লগিং ভালো লাগছিল কেন?
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, কেন তখন ভাল লাগছিল আর এখন ভাল লাগছে না?
২২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
নূর-ই-হাফসা বলেছেন: নতুন সব কিছুই মজার । আড্ডা ও তখন জমজমাট ছিল । ধীরে ধীরে সবাই শান্ত হয়ে যাচ্ছে ।
আচ্ছা আপনাদের কারো দিয়া বাড়ি ভালো লাগে ? আমার তো বেশ ভালো লেগেছিল । ফ্রেন্ড রা যাওয়ার পর আমাকে ইচ্ছে মতো বকা দিছে , আমি কেন পঁচা জায়গা বলিনি বলে ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অশান্ত কীভাবে হওয়া যাবে?
২৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আপনার দলে আমরাও আসতেছি । আচ্ছা আপনার এতো চোর পাঠক রা কি বেঁচে আছে ? আমার মনে পড়ে অনেক দিন পর ব্লগে আসার পর আমি দেখতাম, রোজ আপনার চোর পাঠক দের ছবি পোষ্ট করতেন ।
আমাদের মালাই মিষ্টির কথা ভুলে যাবেন না ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার প্রেসক্রিপশনেই না আমি ব্লগের নেশা ছাড়াতে পারলাম এখন আবার আপনি নিজেই রোগী হয়ে গেলেন? চুরির নতুন কোন আইটেম না পেয়ে চোর পাঠকরা হয়ত এতদিনে হতাশ হয়ে পড়েছে।
২৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উত্তরা ডিয়াবাড়ি? আমারো ভালো লাগছে। নদীর পারে বসে বাসে হাওয়া খাইছি আর গল্প করছি।
২৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৩
নূর-ই-হাফসা বলেছেন: ওদের নাকি একটু ও ভালো লাগে নি । উল্টো বলেছে বরিশাল ঘুরে আসো তাহলে এই খাল ভাল্লাগবে না । আপনি নদী বলেছেন । আমি ও ভুলে বলেছিলাম আমাকে ঝাড়ছে তাই ।
২৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নদী বলছি এই অর্থে যে, পানিটা তো নদী (নাম ভুলে গেছি!) থেকেই আসছে। তাই নদীও বলা যায়।
২৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯
নূর-ই-হাফসা বলেছেন: এইটা ঠিক ঢাকার বদ্ধ জগতে থাকা মানুষ গুলো অল্প তেই মুগ্ধ হয় ।
২৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক ঠিক। আপনার বান্ধবীগুলার মুগ্ধ হওয়ার সেন্সর মনে হয় অকেজো হয়ে গেছে।
২৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪
নূর-ই-হাফসা বলেছেন: আমারো তাই মনে হয় । আমার বয়স হয়েছে ভুলে যাই । ওদের গাম্ভীর্যতা আমাকে মনে করিয়ে দেয় ।
২৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নাকি তারাই গম্ভীর সাজার চেষ্টা করে?
২৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: হয়তো করে । জানি না সঠিক ।
২৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: দীর্ঘদিন কোনো কিছুই ভালো লাগবে না স্বাভাবিক । তাছাড়া আড্ডায় কেউ নেই আমি আর অয়ন ভাই ছাড়া
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনারা দুইজনই তো একাই দুইশ' । আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও চেষ্টা করব না থাকতে।
২৪০| ১৬ ই জুন, ২০১৮ রাত ৮:১৫
খায়রুল আহসান বলেছেন: দুঃসময়ে অপেক্ষার প্রহর শেষ হতে চায়না, কিন্তু তবুও একদিন শেষ হয়। তখন পৃথিবীকে আলোকোজ্জ্বল মনে হয়, চারিদিকে সুবাতাস বয়।
কবিতা ভাল লেগেছে। + +
ব্যক্তিগত মতামতঃ কবিতার আসরে আড্ডাবাজী না করাই সমীচীন বলে মনে হয়।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল। আর আপনার ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম। ভবিষ্যতে এ ব্যাপারে খেয়াল রাখব। ভালো থাকুন আপনি।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অপেক্ষা করাটা সবচেয়ে কষ্টকর জিনিসগুলোর মধ্যে অন্যতম।