নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি কেন কাঁদায়

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে আরও একটি বছর। বছরের শেষদিনে এসে মনটা কেমন ব্যথা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছে। এভাবেই হারিয়ে যেতে থাকবে সময়গুলো; সাথে হারিয়ে যাবে স্মৃতির মণিকোঠায় জমা হওয়া কতনা সুমধুর স্মৃতি, কতনা ভালোলাগার মুহূর্ত, কতনা হাসি-আনন্দের ক্ষণ। একটি বছরে ধীরে ধীরে জমা হওয়া স্মৃতিগুলো সামনের দিনগুলোতে নিশ্চয়ই মনটাকে নস্টালজিক করে দেবে; ভাবনার অতলে হারিয়ে যেতে যেতে আক্ষেপের বোঝাটা ভারি হতে থাকবে। কত আপনজনের প্রিয়মুখ ভেসে উঠবে মনের পর্দায়! কত পরিচিত মুখ প্রতিনিয়ত মনে করিয়ে দেবে তাদের সাথে কাটানো প্রিয় মুহূর্তগুলোকে! এই ব্লগেরই অনেক হারিয়ে যাওয়া মুখ মনের কোণে উঁকি দিয়ে দিয়ে তাঁদের নামগুলো স্মরণ করিয়ে দেবে! তাঁদের সাথে কাটানো সময়গুলো, তাঁদের সাথে দেয়া আড্ডাগুলো ক্ষণে ক্ষণে স্মৃতিতে হানা দিয়ে মনটাকে আরও ব্যথাতুর করে দেবে! কত পরিচিত মুখ এই এক বছরে হারিয়ে গেল! জানি না তাঁদের সাথে আর কখনও যোগাযোগ হবে কি না! জানি না আর তাঁদের সাথে কথা বলা হবে কি না! এভাবেই হয়ত একদিন আমিও আর থাকব না; তাঁদের মতই হারিয়ে যাওয়াদের তালিকায় যুক্ত হয়ে যাব!

সময় বড়ই নিষ্ঠুর! কেন যে মানুষ আপনজনদের চিরতরে ধরে রাখতে পারে না! কেন যে ভালোলাগার মুহূর্তগুলোকে আবার ফিরিয়ে আনতে পারে না! কেন যে মানুষ অতীতে ফিরে যেতে পারে না! কেন যে মনে হাসি-কান্না আর মান-অভিমানের স্মৃতি জমা হয়ে মানুষকে অসহনীয় কষ্টের আগুনে পোড়ায়! জানি মানুষের সাধ্য খুবই সীমিত। চাইলেই সবকিছু করতে পারে না। কিন্তু স্মৃতি কেন এত ব্যথা দেয়! কেন ভেতরে ভেতরে ক্ষরণ হতে থাকে?

নতুন বছরে হয়ত এমনই আরও কিছু স্মৃতি জমা হবে। কামনা করি সবার জন্য স্মৃতিগুলো শুধু আনন্দেরই হোক! আর যাঁরা চলে গেছেন তাঁদেরকে বলব- আবার ফিরে আসুন আপনারা।


আজ তবে থেমে যাক জীবনের সব স্পন্দন,
ঝরে যাক সুকুমার কোমল বৃত্তিগুলো সব;
দলিত মথিত হোক সঞ্চিত যত অনুভব,
গোড়া থেকে শুরু হোক হৃদয়ের রক্তক্ষরণ।

আঁধারের সাথে হোক আজীবন সখ্যতা শুরু,
চিরতরে পেয়ে যাক ক্ষয়ে আসা স্বপ্নেরা লোপ;
থেঁতলানো আকুতিতে জমা হোক আঘাতের স্তুপ,
ধীরে ধীরে স্তরে স্তরে জমে জমে হোক আরো পুরু।

ফিকে হয়ে যায় যদি জীবনের সব রঙ-রূপ,
আঘাতে আঘাতে যদি ধসে যায় আশার প্রাচীর;
সাগরের মত হব চিরতরে শান্ত ও স্থির,
স্থবিরতা করে নেবে গ্রাস, হব মূক-নিশ্চুপ।

কপালের লিখন কে বদলাবে, হোক তবে তাই
জীবনের চাওয়া-পাওয়া সবকিছু ছেড়ে গেছে জানি;
ত্রুটি সব আমারই তা নতশীরে নিয়েছিও মানি
হৃদয়ের সব আশা-আকাঙ্ক্ষা পুড়ে হোক ছাই।

অভিযোগ থাকবে না কারো প্রতি থাকবে না দ্বেষ;
ক্ষোভ, মান-অভিমান থাকবে না জানি নিশ্চিত;
আক্ষেপও থাকবেনা ভাগ্যের প্রতি কিঞ্চিত,
প্রাণের আকুতি যদি চিরতরে হয় নিঃশেষ।

মন্তব্য ৪৯ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ভুয়া মফিজ বলেছেন: সময় আর মানুষ, কাউকেই আমরা ধরে রাখতে পারি না। এটাই নিয়তি। :((

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সত্যিই তাই। আমরা চাইলেই কাউকে ধরে রাখতে পারি না। আর এটা আমাদের মেনে নিতেই হবে। কিন্তু স্মৃতি অনেকসময় বড়ই বেদনাদায়ক।

আপনাকে অনেকদিন পর পেলাম। কেমন আছেন? মন্তব্যের জন্য ধন্যবাদ নেবেন।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

হাবিব বলেছেন: স্মৃতিরা না কাঁদালে আমরা যে পাথর হয়ে যেতাম...........

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক বলেছেন হাবিব। স্মৃতিরা না কাঁদালে আমরা সত্যিই পাথর হয়ে যেতাম। তারপরও স্মৃতি বেদনা দেয়।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন!

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি কাদতে চাই না । আমি কাদলেও মানুষ কে কাদাতে চাই না ।


হাসুক সবাই প্রান খুলে । পুরোন স্মৃতিরা পুরোন হয়ে থাকুক । মনে করার কি দরকার ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও চাই সবাই প্রাণখুলে হাসুক। তারপরও পুরনো স্মৃতিরা চুপে চুপে হানা দিতে থাকে।

নতুন বছরের শুভেচ্ছা রইল!

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

রাকু হাসান বলেছেন:

প্রথম অংশ খুব কাব্যিক লাগলো । কবিতাও চমৎকার । থেঁতলানো আকুতি বেশি ভালো লাগা তৈরী এভাবে প্রকাশ করায় ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাকু হাসান। আপনার মন্তব্য মনে খুশির বারতা দিয়ে গেল। আপনার কাছে ভালোলাগায় অনুপ্রাণিত হলাম। নতুন বছরের শুভেচ্ছা রইল!

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ভুয়া মফিজ বলেছেন: কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো।

আপনাকে ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেও ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় ভালো থাকুন!

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

এইতো জীবন!

নববর্ষের শুভেচ্ছা

+++++

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও অন্তর থেকে নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা! পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সুমন কর বলেছেন: না, কিছু স্মৃতি আর অতীত কখনো ভোলা যায় না !!

লেখা ভালো লেগেছে। শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুমন কর বলেছেন: না, কিছু স্মৃতি আর অতীত কখনো ভোলা যায় না !!


আর এভাবেই স্মৃতিরা কাঁদিয়ে যায়।

লেখা ভালো লাগায় খুশি হলাম।

ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: '/'/'/'/'/'/'/'/[][]][][][][][],।,।,।,।,।,।,।,।,।,।,/;।/;।/;।/;'।/;'।/;'/।';[]';

নববর্ষের শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেও ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

নীলপরি বলেছেন: আহা , কী লিখেছেন ।খুবই মায়াময় । স্মৃতিরা নড়েচড়ে মনকে ভিজিয়ে দিল ।

নতুন বছরের শুভকামনা রইলো

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও নববর্ষের অনেক অনেক শুভকামনা রইল! অনুপ্রাণিত করলেন। মন্তব্যে অনেক অনেক ভালোলাগা।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

জাহিদ অনিক বলেছেন:

স্মৃতি কেন কাঁদায় - জানি না তো কবি।
কবিতা ভালো লেগেছে।
অতীতের সব মলিনতা ধুয়ে যাক, নতুন বছরে দিন শুরু হোক নতুন আশায় নতুন উদ্যমে।
এই হোক আশা------- শুভেচ্ছা মিঃ বেস্ট

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসলেই জানি না। স্মৃতি হয়ত আমাদের কাঁদিয়ে কোনকিছু শিক্ষা দিয়ে যায়। তবে সব স্মৃতিই যে কাঁদায় এমন না, কিছু স্মৃতি আনন্দও দেয়।

আপনার জন্যও অফুরান শুভকামনা কবি! নতুন বছর আপনাকে দুহাত উজাড় করে দিক!

১১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময় এমনই...................................
স্মৃতিকাতর পোস্টে++++++++++++++

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক বলেছেন মাইদুল ভাই, সময় এমনই। সময় চলবে তার আপন নিয়মে, কিন্তু পেছনে রেখে যাবে অনেক অনেক বেদনাদায়ক স্মৃতি।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

নীল আকাশ বলেছেন: শুভ নববর্ষ,
আপনার স্মৃতি নিয়ে লেখা এবং কবিতাটা ভালো লেগেছে।
আপনার নতুন বছর শুরু হোক নতুন আশা আর নতুন উদ্যমে।
স্মৃতি নিয়ে আমিও লিখেছিলাম Click This Link পড়ে আসার আমন্ত্রন দিয়ে গেলাম।
ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কবিতাটাও দারুণ হয়েছে। স্মৃতিগুলো আসলে এমনই, হাসায় কম কিন্তু কাঁদায় বেশি।

আপনারও নতুন বছর শুরু হোক নতুন আশা আর নতুন উদ্যমে। নতুন বছরের শুভেচ্ছা।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

নতুন নকিব বলেছেন:



খুব সুন্দর লিখেছেন। +++

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ নকিব ভাই। পড়া ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। দোয়া ও শুভকামনা রইল।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

বিজন রয় বলেছেন: আমরা চলে যাচ্ছি কালের গর্ভে।
এটাই সত্যি!

একটি কাব্যময় পোস্ট।
++++

নতুনের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, আমরা সবাই কালের গর্ভে চলে যাচ্ছি। এভাবেই সবাই চলে যাব। পেছনে রয়ে যাবে অসংখ্য সুখ-দুঃখের স্মৃতি।

আপনাকেও নতুনের শুভেচ্ছা। হাসি আর আনন্দে ভরে উঠুক জীবনের প্রতিটি ক্ষণ।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

মোস্তফা সোহেল বলেছেন: মন খারাপ করা লেখায় +++

০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনটা খারাপ ছিল তাই লেখাতেও তার ছাপ পড়েছে। আবার মন ভালো থাকলে হয়ত আপনাদের জন্য মন ভালো করে দেওয়া কোন পোস্ট লিখব। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। শুভকামনা জানবেন।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

করুণাধারা বলেছেন: বিষন্নতা ছোঁয়া কবিতা। খুব ভালো লাগলো।

নতুন বছর হোক আনন্দময়- দোয়া রইল।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে পেয়ে খুব ভালো লাগল। মাঝেমধ্যে বিষণ্ণতা তীব্রভাবে জাঁকিয়ে বসে। তখন চেষ্টা করেও তা থেকে মুক্ত হতে পারি না। তবে আপনার মন্তব্য পেয়ে খুশি লাগছে।

নতুন বছরে আপনার জন্যও দোয়া ও শুভকামনা রইল।

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ নববর্ষ....

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা। হাসি আর আনন্দে ভরে উঠুক অনাগত দিনগুলো।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

তারেক ফাহিম বলেছেন: এত্ত সুন্দর পোষ্ট, ছবি না থাকার কারনে চোখেই পড়লনা ;)

আপনাকে ইংরেজী নতনু বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দর মন্তব্য পেয়ে মনটা ভরে গেল। আসলে বেদনার ছবি কিভাবে দেওয়া যায় জানি না তো তাই ছবি দেওয়া হয়নি।

নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

অবনি মণি বলেছেন: স্মৃতি কেন কাঁদায়!!

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হয়ত স্মৃতির খেয়েদেয়ে কোন কাজ নেই, শুধু মানুষকে কাঁদানোই তার কাজ।

আমার ব্লগে আপনাকে স্বাগতম! নতুন বছরের শুভেচ্ছা নিন।

২০| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:



দারুন আবেগঘন লেখা, ভাল লাগলো। হ্যাপি নিউ ইয়ার সম্রাট ভাই।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রিয় কাওসার ভাইকে পেয়ে অনেক অনেক ভালোলাগা। হ্যাঁ লেখাটা আবেগ দিয়েই লিখেছি। আসলে হারিয়ে যাওয়া সময়কে আমরা আর ফিরে পাই না। কিন্তু কিছু স্মৃতি এমন রয়ে যায় যেগুলো সহজে ভোলা যায় না।

পড়া ও মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা রইল।

২১| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

বলেছেন: প্রাণের আকুতি যদি চিরতরে হয় নিঃশেষ ----- আহ কি আবেগ
কি পরিপক্ব ভাষার মিলন ঘটিয়ে মনের আকুতি প্রকাশ।

অভিযোগ থাকবেনা বলে সেখানে স্মৃতির স্তূপ জমে রাখা অভিযোগ ---


মুগ্ধতা।

শুভ নববর্ষ।

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসা জিনিসটা সবসময়ই উপভোগ্য। আর তা যদি আসে আপনার মত আন্তরিক একজনের কাছ থেকে তাহলে তো তার আবেদন আরও বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

শুভ নববর্ষ!

২২| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

কালীদাস বলেছেন: প্রায় হাউমাউখাউ কৈরা কাইন্দা দিছিলাম আবেগের চোটে :((
গত বছরে নিজের সম্পর্কে আপনার সবচেয়ে বড় উপলব্ধি কি? (বেশি পারসোনাল হলে বলার দরকার নেই)!

হ্যাপি নিউইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রায় হাউমাউখাউ কৈরা কাইন্দা দিছিলাম আবেগের চোটে

হা হা হা। যাক, একজনকে তো আবেগতাড়িত করতে পেরেছি। :)

গত বছরে নিজের সম্পর্কে আপনার সবচেয়ে বড় উপলব্ধি কি?

উপলব্ধি হল- কিছু মানুষ খুবই আবেগী আর কিছু মানুষ স্বার্থপর।

(বেশি পারসোনাল হলে বলার দরকার নেই)!


আরে নাহ্, পারসোনাল কোন ব্যাপার নেই। এমনিই মনে এসেছিল তাই কিছু কথা লিখে ফেলেছি। তবে অনেককে যে মিস করছি এটা সত্যি।

আপনার জন্যও হ্যাপি নিউইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সরি! নিজের সম্পর্কে উপলব্ধি বলতে গিয়ে অন্য কিছু বলে ফেলেছি। গত বছরে নিজের সম্পর্কে আমার সবচেয়ে বড় উপলব্ধি হল আমি একজন অলস, অস্থির আর অনেক বেশি আবেগী। হা হা হা।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: বেশ ছুঁয়ে যাওয়া লেখা, দিন শেষে আমাদের সবার উপলব্ধি গুলো একই আকাশের তারা !
কাব্যময় লেখায় ভালোলাগা।

নতুন বছরের শুভেচ্ছা মিঃবেস্ট।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসলে লেখার সময় একটু আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপু। পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অনেক দেরিতে আসলাম কিন্তু মুগ্ধতা কম পাইনি! কাব্যময় লেখার একটা গুণ হচ্ছে, সে সহনেই পাঠককে তার প্রেমে ফাঁসিয়ে নেয় ;)

অতীত থেকে শিক্ষা নিয়ে চলুক আমাদের অগ্রযাত্রা।
আজকের দিনটাই আমার
সেটাই বড় কথা..


পোস্টে প্লাস++++

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বলেছেন: আপনার অকপট প্রশংসা আর অনুপ্রেরণামূলক মন্তব্যে অনেক অনেক ভালো লাগছে। দেরিতে হলেও এত আন্তরিকতাপূর্ণ সুন্দর মন্তব্যের জন্য আপনাকে স্পেশাল থ্যাংকস। শুভকামনা অফুরান।

অতীত থেকে শিক্ষা নিয়ে চলুক আমাদের অগ্রযাত্রা।
আজকের দিনটাই আমার সেটাই বড় কথা..


সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.