নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷
তন্ময়তার প্রহরে তুমি থাকো,
তুমি তখনও থাকো যখন রহস্যের
অবগুণ্ঠনে ঢেকে নেমে আসে মায়াভরা স্বপ্নীল রাত-
মধ্যাহ্ন আর সাঁঝেও তোমার মুক্তোঝরানো লাজুকতায়
মায়ার কারুকাজ,
চুপিচুপি তুমি ছুঁয়ে যাও রাতের সব প্রহর;
ছুঁয়ে যাও আবিরমোড়া লাজরাঙা সোনালি প্রভাত।
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্যটাও দারুণ! আচ্ছা আপনি কি ভাই নাকি আপু? প্রথম কমেন্টকারী হিসেবে আপনাকে বিশেষ ধন্যবাদ।
২| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সেই আগের সেলিম ভাই। কেমন আছেন?
৩| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: আমি?
আমি তো প্রহর। সোনাবীজভাইয়া নাম দিয়েছেন প্রহর আর ঢুকিচেপা আপু নাম দিয়েছেন কবিতা।
কবিতা আর প্রহরের কোনো জেন্ডার নেই।
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওকে, আপনাকে এখন থেকে "নো জেন্ডার" বলেই ডাকব।
৪| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১২
করুণাধারা বলেছেন: অনেক দিন পর ফিরে আসায় শুভেচ্ছা স্বাগতম।
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাদের সাথে মায়ার বাঁধনে জড়ানো আছি; তাই তো বারবার ফিরে আসি। ফিরে না আসলেও এ মায়ার বাঁধন রয়েই যাবে। আশা করি ভালো আছেন!
৫| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: যা ইচ্ছা তাই ডাকেন। নো প্রবলেম।
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাবছি মাঝেমধ্যে ভাইয়া, আবার মাঝেমধ্যে আপু আর কখনও কখনও "নো জেন্ডার" বলে ডাকব। কেমন হবে?
৬| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২২
কবিতা পড়ার প্রহর বলেছেন: ওহ উনারা কবিতা আর প্রহর নাম দিয়েছেন আপনি আমাকে বাকি শব্দটা মানে পড়ার ( চিৎ পটাং হয়ে পড়ার বা ধড়াম করে পড়ার বা বই খাতা পড়ার) নামেও ডাকতে পারেন।
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে। আগে আপনাকে ভালোমত চিনে তো নেই, তারপর নাহয় যে কোনোকিছু একটা ডাকা যাবে।
৭| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৮
শায়মা বলেছেন: এতদিন পরে এলে
একটু বস তোমায় অনেক কথা বলার ছিলো
যদি শোনো ..........
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বসেছি এখন যাবো না কোথাও, যা কিছু বলার যাও বলে যাও
৮| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৪
শায়মা বলেছেন: হা হা তাইলে কান ধরে বসো ভাইয়ু!!!!!!!!!!!
এতদিন না আসার শাস্তি!!!!!!!!!!!!!!
ওহ আমার কান না কিন্তু!!!!!!!!!!! নিজের নিজের নিজের!!!
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই কান ধললাম। আল কখনও তোমাদেল ছেলে দাবো না!!!
৯| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৫
শায়মা বলেছেন: গুড গুড !! ভেরু গুড!!! থ্যাংকু!!!!!!!!!!!!
গুড বয়!!!!!!!!!!!
১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
১০| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৩
নেওয়াজ আলি বলেছেন: প্রীতিজনক লেখনী
১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন দারুন
১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুকরিয়া আপু।
১২| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪১
ইসিয়াক বলেছেন: অনেকদিন পরে ভাইয়া আপনাকে ব্লগে পেলাম। কবিতা খুব সুন্দর হয়েছে।
১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও ভালো লিখেন।
১৩| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৫
আল-ইকরাম বলেছেন: ছোট করে মুগ্ধতায় ভরানো কবিতা। বেশ।
১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভলো লাগায় প্রীত হলাম। প্রশংসার জন্য ধন্যবাদ আপনাকে।
১৪| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
ভালোলাগা।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুকরিয়া আপু। আশা করি ভালো আছেন!
১৫| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০২
মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি ! আপনাকে অনেক অনেক দিন পর ব্লগে দেখতে পেয়ে ভালো লাগলো মিঃ বেস্ট!
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাদের মাঝে আসতে পেরে আমারও যারপরনাই ভালো লাগছে। শুভকামনা সবসময়।
১৬| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
খুব সুন্দর কবিতা।
১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন আপনি?
১৭| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৫
নতুন নকিব বলেছেন:
ব্লগার শায়মার কাছে আগেই তওবা কেটেছেন দেখে আমি আর কিছু বললাম না। এ যাত্রায় রক্ষা....
আপনাকে না পেয়ে অনেকসময় চিন্তিত হতাম। যাক, অবশেষে ভালোবাসার টানে ফিরে এলেন আবারো।
অনেক অনেক অভিনন্দন।
১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আদুরে ভর্ৎসনা দেখে সত্যিই আপ্লুত হলাম নকিব ভাই। আপনাদের ভালোবাসার টান কি এত সহজে উপেক্ষা করা যায়? আশা করি আপনি ভালো আছেন!
১৮| ১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: ব্লগার ঠাকুরমাহমুদ কোথায়? জানেন কিছু? অনেকদিন তাকে ব্লগে দেখি না।
১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না ভাই, আমিও তো ছিলাম না। আশা করি উনিও খুব তাড়াতাড়ি এসে পড়বেন!
১৯| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৪
জাফরুল মবীন বলেছেন: قصيدة جميلة
২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: شكرا جزيلا
২০| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০২
আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট,
অবগুন্ঠনে ঢাকা রহস্যময়ী স্বপ্নিল রাতে যে ধরা দেয় তন্ময়তায়, সে ছুঁয়ে গেছে দিনরাতের সকল প্রহর।
সুন্দর হয়েছে এমন ভাবের কবিতা।
২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওয়াও জী এস ভাই! আপনার মন্তব্যের বরাবরই ফ্যান আমি। মন্তব্যে মন ভরে গেল।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৩
কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ! দারুন