নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

পুটিন নিজের ভুলে পরাজিত হয়ে, এটমিক যুদ্ধের ভয় দেখাতে পারে?

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৪



নেপোলিয়ন ও হিটলার যেই ভুলগুলো করেছিলো, পুটিন একই ভুল করেছে; নেপোলিয়ন জয়ী হওয়ার পরও, যেসব কারণে রাশিয়া ফেলে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলো, পুটিনের অবস্হাও একই হওয়ার পুরোপুরি সম্ভাবনা। পুটিন হয়তো উইক্রেনকে পরাজিত করবে, কিন্তু অবশেষে সব ফেলে পরাজিতের মতো চলে আসতে হবে; তখন হতাশা ও রাগের মাথায় এটমিক যুদ্ধের ভয় দেখায়ে বিশ্বকে অস্হিতিশীল করে তুলতে পারে?

পুটিন নেপোলিয়ন ও হিটলারের পরাজয়ের কারণগুলো সঠিকভাবে এনালাইসিস করে, ভালোভাবে অনুধাবণ করেছিলো বলে মনে হয় না; ইউক্রেন আরেকটি ছোট রাশিয়া। এরপর, তার জেনারেলরা কি আসলে জেনারেল, নাকি তলে তলে অসাধু সিষ্টেমের ব্যবসায়ী লোকজন, বলা মুশকিল। জেনারেলরা কি জানতো না যে, শীতে ইউক্রেনের মাটিতে একমাত্র রাস্তা ব্যতিত সাঁজোয়া গাড়ী চলতে পারবে না? এমন কি ট্যাংকের গতিও এই মাটিতে খুবই শ্লো হওয়ার কথা ও প্রচুে জ্বালানী খরচ করার কথা; এত জ্বালানী সরবরাহ করে এত বড় বাহিনীকে কি দ্রুত কোথায়ও নেয়া সম্ভব? শীতে সৈনিকেরা মাটিতে কতক্ষণ শুয়ে থাকতে পারবে? যেখানে সৈনিকদের পায়ে হেঁটে অগ্রসর হতে হবে, সেখানে সময় মতো প্ল্যান কার্ষকরী করতে পারবে কিনা?

জেনারেলদের আরেক ভুল হচ্ছে, শহরগুলোতে প্রবেশ করে, সাধারণ মানুষের বসতি এলাকায় প্রবেশ করা; তাদের দরকার ছিলো শুধু এয়ারপোর্ট, রেললাইন ও শহরের বাহির থেকে বড় রাস্তাগুলো ব্লক করে দেয়া। পুটিনের বাহিনী শহরের ভেতরে প্রবেশ করায়, সাধারণ মানুষ ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে; ফলে, যারা ন্যাটো-বিরোধী ছিলো, এখন তারা রাশিয়া বিরোধী হয়ে গেছে।

যেখানে ন্যাটো মনে করেছিলো যে, ৪৮ ঘন্টার মাঝে রাশান বাহিনী কিয়েভ শহরকে ঘেরাও করে ফেলবে, সেখানে ৮ দিনেও ঘেরাও করতে পারেনি; এই ৮ দিনে সাধারণ মানুষের অবস্হা ভয়ংকর: এরা মাটির নীচে পরিবারসহ পালাতে গিয়ে ও খাদ্যাভাবে যেই কষ্ট পাচ্ছে, এদের থেকে অনেকেই প্রতিরোধে যোগ দিবে; এদের অনেকেই হয়তো প্রাণ হারাবে, কিন্তু বিশ্ব জনমত এদের পক্ষে থাকবে।

পুটিনের বাহিনী পশ্চিম সীমান্ত বন্ধ করেনি; ফলে, পশ্চিম সীমান্ত হয়ে ন্যাটোর অস্ত্র সাপ্লাই ও ভলনটিয়ার যোদ্ধারা ইউক্রেনে সহজেই আসছে। সবকিছু মিলিয়ে হিসেব করলে পুটিনের প্ল্যান মোটেই সঠিকভাবে কাজ করেনি; বরং ন্যাটো তার বাহিনীর দুর্বলতাগুলো সহজেই বুঝতে পেরেছে, তার বাহিনীর ভবিষ্যতও ভালো ভালো নয়। কিন্তু এটোমিক যুদ্ধের জন্য আলাদা ছোট বাহিনী আছে, যা খুবই সংরক্ষিত। পুটিন যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে; সে ইউক্রেন দখল করলেও উহা ধরে রাখতে পারবে না; নিজের পরাজয়ের জন্য সে কাকে দায়ী করবে কে জানে!


মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: পুতিন যে হিসাবে ইউক্রেন আক্রমন করেছে সে হিসাবে ও পস্চিমা ধারনা মতেও ৪-৬ দিনের ভিতর যুদ্ধ শেষ হওয়ার কথা ছিল। তবে এসবই ধারনা। আর এসকল ধারনা মিথ্যা প্রমাণ করে যুদ্ধ চলছে ২ সপ্তাহ ধরে এবং এই যুদ্ধ যে অচিরেই শেষ হয়ে যাবে এমন কোন লক্ষণ ও দেখা যাচছেনা।

অবস্থা দেখে মনে হচছে পুতিন ইউক্রেনে কাঁদার মাঝে আটকে যাচছেন, যেখান থেকে ফিরে আশা কিংবা জয় করার জন্য রাশিয়া এবং পুতিনকে অনেক বেশী মূল্য চুকাতে হবে বা হতে পারে। এখানে আমাদের দেশের যে প্রবাদ প্রবচন , " যত গর্জে তত বর্ষেনা" - এটা পুতিনের ক্ষেত্রে শতভাগ সত্যি হয়ে উঠতে পারে।

আর যদি তা হয় তাহলে পুতিন গর্ভাচেভের শাসনের পরে রাশিয়াকে যে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছিলেন তার অনেকটাই বিলীণ হয়ে যেতে পারে এবং তার তার সাথে শাসক হিসাবে পুতিনের শাসনকালের কফিনেও শেষ পেরেক ঠুকা হয়ে যেতে পারে।

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪২

সোনাগাজী বলেছেন:



পুটিন আটকে গেছে।

গর্ভাচভ রাশিয়া চালাননি; ওসব ব্যাপারে আপনার কোন ধারণাই নেই; আপনি গরুর রচনার বাহিরে অন্য কিছু বুঝেন বলে মনে হয় না।

২| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: সারাজীবন অন্ধের মতোই সমর্থন ভুল জায়গায় করে গেলেন?
পাছার কাপড় তুলে আমেরিকা যে ভিয়েতনাম এবং আফগানিস্থান থেকে পালিয়েছিল সেটা ভুলে গেছেন?
সিএনএন এবং ভুয়ার নিউজ কপি করে পেস্ট করার জন্য অভিনন্দন।
পাশ্চাত্য মিডিয়ার ঢোকাবাজির কাহিনী এখন সারা বিশ্বই জানে।

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫২

সোনাগাজী বলেছেন:


আপনি ২ বইযয়ের লেখক, আপনি আমার পোষ্ট কেন পড়ছেন? কমপক্ষে হাদিসের থেকে নীচের সারির কোন কিছু আপনার পড়া ঠিক হবে না।

৩| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: গর্ভাচভ রাশিয়া চালাননি; :( :( :(

তাহলে দাদু ভাই মনে কিছু কথা জাগে যা রচনা লেখার জন্য জরুরী -
১।সোভিয়েত রাশিয়ার ' গ্লাসনস্ত-পিরিস্ত্রোইকার' কে শুরু করেছিলেন ?
২।আবার কেই বা " ১৯৯০-১৯৯১ " সালে সোভিয়েত রাশিয়ার দায়িত্বে ছিলেন ?
এবং
৩। কার হাত ধরে রাশিয়ার কমিউনিজমের কফিনে সর্বশেষ পেরেক ঠুকা হয় ?

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:২০

সোনাগাজী বলেছেন:


সোভিয়েত রাশিয়া একটা প্রদেশ ছিলো, সোভিয়েত ইউনিয়ন ছিলো একটি দেশ, গর্ভাচভ সোভিয়েত ইউনিয়নের কম্যুনিষ্ট পার্টির সেক্রেটারী ছিলেন। এসব বুঝতে আপনার ২/৩ শত বছর লাগবে।

৪| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: নেওয়াপোলিয়ানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু হিটলারকে আমরা ঘৃণার সাথে স্মরণ করি।
আমাদের দেশের বেশির ভাগ মানুষ এখনও পুতিনকে নায়ক ভাবে। এবং ইউক্রেনের প্রধানমন্ত্রীকে কমেডিয়ান ভাবে।

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৪

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের প্রেসিডেন্ট দুষ্টলোক, সে রাশিয়ানদের বিপদে ফেলার জন্য "প্রক্সিযুদ্ধ" করছে। এই সময় ইউক্রেন আক্রমণ করাতে পুটিনের রাজনৈতিক ও সামরিক, দুই দিক থেকে ভুল হয়েছে।

৫| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১১

রোকসানা লেইস বলেছেন: পুটিন প্রচুর আত্ম বিশ্বাসে বোকার মতন বর্বর কাজটি করে নিজের ইগো বাঁচাতে হুমকি ধামকি দিচ্ছে।
ন্যাটো দল অনেক ধৈর্য্য ধরে অপেক্ষা করছে শান্তি বজায় রাখতে। একটু ছোঁয়া লাগলেও পারমানবিক তৃতীয় বিশ্ব যুদ্ধ লেগে যাবে। বেশি ইগোর ঝামেলা হলে কারণ ছাড়া পৃথিবী জুড়ে আরো অশান্তি বাড়িয়ে নিজেকে শেষ করবে। এছাড়া তার আর পথ কি। সেতো এমন ইগোতে ভুগছে কাউকেই তার মানুষ মনে হচ্ছে না।

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৩

সোনাগাজী বলেছেন:



পুটিন পিছু হটতে অভ্যস্ত নয়; পরাজয় তার জন্য অপেক্ষা করছে, হতাশায় সে কি করবে, সেটাই চিন্তার বিষয়।

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৫

সোনাগাজী বলেছেন:



ন্যাটোর পরিচালকেরা "শান্তি" শব্দটাকে ডিকশনারী থেকে মুছে দিয়েছে।

৬| ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

পুটিন হেরে যাচ্ছে- পশ্চিমের মিডিয়া কভারেজ দিচ্ছে এসব?

০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



পশ্চিমা মিডিয়া পুটিনের বিপক্ষে বলছে, "হেরে যাচ্ছে" কথfা আমি বলছি; কারণ, যুদ্ধের যেই অবস্হা, পুটিন ইউক্রেন দখল করলেও তার মুল প্ল্যান কার্যকরী করা সম্ভব হবে না, সাধারণ মানুষ তার বিপক্ষে চলে গেছে।

৭| ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০১

শূন্য সারমর্ম বলেছেন:

এ যুদ্ধে পরাজিতের ডেফিনিশন কি?

০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



যদি পুটিন ইউক্রেনে ন্যাটো বিরোধী সরকার গঠন করে দিয়ে, উহাকে টিকাতে পারে, ইউক্রেনের সরকার ও ন্যাটো পরাজিত হবে; আর যদি সরকার গঠন না করতে পারে, বা গঠন করার পর টিকাতে না পারে পুটিনের পরাজয়; যদি ইউক্রেনের একাংশ রাশিয়া দখল করে রাখে, তা্তেও পুটিনের পরাজয়; কারণ, উহা এক সময় ছেড়ে দিতে হবে।

আর যদি এটোমিক যুদ্ধ হয়, রাশিয়া ও চীন জয়ী হবে।

unction at() {
[native code]
}

৮| ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৭

গেঁয়ো ভূত বলেছেন: পুতিন হারলে কি হবে সেটা অনুমান করা কারো পক্ষেই কঠিন নয়, কিন্তু জিতলে কি কি হবে আর কি কি হবে না সেটা বুজতে বিশাল কল্পনা শক্তির প্রয়োজন আছে বই কি। সুতরাং, শেষ কথা বলার সময় আসতে অনেক দেরি আছে।

০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:



শেষ কথাটা আপনি দেরী করে বলিয়েন, আমি যা ভাবছি, এখনি বলেছি।

৯| ০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩০

শূন্য সারমর্ম বলেছেন:

হিটলার নেপোলিয়নকে বুঝেনি,পুটিনেরও সম্ভাবনা নেই বুঝার।

০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪০

সোনাগাজী বলেছেন:



সেটাই মনে হচ্ছে; তবে, নেপোলিয়ন ও হিটলার ছিলো বিদেশী (রাশিয়ান এলাকার জন্য ), পুটিন একই জাতির লোক হয়েও ভয়ংকর বেকুবী করেছে। তার জেনারেলরা রাশিয়ার মানসন্মান নষ্ট করে, রাশিয়াকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে।

১০| ০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

ন্যাটো বিরোধী কতভাগ আছে এখন ইউক্রেনে?

০৫ ই মার্চ, ২০২২ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:



এখন আর ন্যা টো বিরোধী আছে বলে মনে হয় না; মনে হয়, যারা ন্যাটো বিরোধী ছিলো, এখন তারাও পুটিন বিরোধী; কারণ, রাশিয়ান বাহিনীর ভুলের কারণে সাধারণ মানুষ বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।

১১| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৮:১৮

সোবুজ বলেছেন: বাস্তব অবস্থায় দ্রুত সিধান্ত পরিবর্তন করতে পারলে কোন যুদ্ধে পরাজয় হয় না।পুতিনের তিন সর্তের কিছু মেনে নিলে পুতিন পিছু হটে আসবে।

০৫ ই মার্চ, ২০২২ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:


পুটিন কিয়েভ দখল করার পর, ওর শর্ত মানতে হবে ইউক্রেনকে; কিন্তু পুটিনের রাশিয়া যে দুর্বল তা' প্রকাশ হয়ে গেছে, রাশিয়াকে শক্ত করে ধরবে ন্যাটো।

১২| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বিশ্লেষণ সঠিক বলেই মনে হচ্ছে।
আমার ধারনা পুতিন ব্যাটা একটা মহা গাড়ল। নিজে সেধে একটা মাইনকা চিপায় আটকেছে। ওর অবস্থা হবে বড় ব্যাংগ ধরা বিষধর ছোট সাপের মতো। ধরেছে এবং মেরেছে ঠিকই, কিন্তু গিলতে পারছে না।

০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



সরকার বদলানোর জন্য যেই ধরণের তড়িত সার্জিক্যাল অপারেশনের দরকার ছিলো, সেটা তার জেনারেলরা পারেনি; উল্টো ন্যাটো তার দুর্বলতা টের পেয়েছে; সে রাশিয়ান জাতিকে সমস্যায় ফেলেছে।

১৩| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত

০৬ ই মার্চ, ২০২২ রাত ১:০৫

সোনাগাজী বলেছেন:



তার বাহিনীতে কি সৈন্য আছে, নাকি দলের লোকজন বুঝা মুশকিল।

১৪| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৭

স্প্যানকড বলেছেন: সোনার দাম কমে গেছে খবর কিছু রাখেন !

০৬ ই মার্চ, ২০২২ রাত ১:০৬

সোনাগাজী বলেছেন:





এখনো আপনার দামের থেকে বেশী অবশ্যই।

১৫| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১২:৫২

গরল বলেছেন: পুতিনের সবচেয়ে কাছের বন্ধু জিন পিং ও ওর সাথে থাকবে না বলে দিয়েছে, কারণ সবাই দিন শেষে ব্যাবসাটাই বুঝে। আমার মনে আছে একসময় খবরে দেখতাম রাশানরা একটা রুটি, এক লিটার দুধ আর এক কেজি মাংসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন এ দাড়িয়ে থাকত। সেদিকেই যদি আবার ফিরে যায় রাশিয়া তাহলেও পুতিনের কিছু যায় আসে না কারণ যেহেতু ওর লাইন ধরতে হবে না তাই ওর এসব নিয়ে মাথা ব্যাথা নাই।

০৬ ই মার্চ, ২০২২ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:


১৯২১ সালের দিকে, সিভিল-ওয়ার ও দুর্ভিক্ষের সময় রাশানরা সামাল দিয়েছে; পরে আবার ২য় বিশ্বযু্দ্ধে তাদের খরাপ সময় গেছে, এরপর সোভিয়েত ভাংগার পর; ওরা শিক্ষিত জাতি, পুটিন জাতিকে পেছনে নিয়ে গেছে; এবার জাতির বদনাম হবে।

১৬| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: আজ একমাস হলো। আমাকে অভিনন্দন জানান।
আমি 'জেনারেল' হয়ে-হয়ে চাঁদগাজীর রেকর্ড ভাংবো।

০৬ ই মার্চ, ২০২২ রাত ১:৪৪

সোনাগাজী বলেছেন:


সামু টিম সঠিকভাবে ব্লগ পরিচালনা করে না; এরা সোস্যাল মিডিয়ায় মানুষের প্রভিলীজ সম্পর্কে ভালোভাবে জ্ঞাত নন; বাংলাদেশের সবকিছুর মতো ব্লগেরও অবস্হা ভালো নয়; ইহাই কানা মামা।

০৬ ই মার্চ, ২০২২ রাত ১:৪৫

সোনাগাজী বলেছেন:



যারা লিখতে পারে না, তারা আপনাকে সহ্য করতে পারে না।

১৭| ০৬ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: পুটিন আমাদের দেশের জাহাজে কেনো বোমা মেরে মানুষ মারলো । প্রতিবাদ কী সরকার করেছে

০৬ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৭

সোনাগাজী বলেছেন:


ভয়ে, আমাদের সরকার এই যুদ্ধে নিরপেক্ষ থাকছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.