নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ও রাশিয়া কোন \'ব্যাক চ্যানেল\' কথা বলছে?

০৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৪২



পুটিন বলেছে, ইউক্রেন-রাশিয়া কলফ্লিক্টে ন্যাটো কিংবা অন্য কোন এটোমিক পাওয়ার যদি কোনভাবে যুক্ত হয়, রাশিয়াকে রক্ষার জন্য সরকার পরমানবিক যু্দ্ধে যেতে বাধ্য হবে। ইহা শোনার পর, বিশ্বের সাথে সামু ব্লগের ব্লগারেরাও চিন্তিত, বেশ কয়েকটি পোষ্ট এসেছে, এই ব্যাপারে আলোচনা হয়েছে; ইহা যে গুরুত্বপুর্ণ বিষয়, তা ব্লগারেরা বুঝতে পেরেছেন। ব্লগার নুরু সাহেব নাকি বইমেলার বই না কিনে, পয়সা বাঁচিয়ে একটা হেলমেট কিনেছেন।

আমেরিকা ব্যাপারটাকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে, কিন্তু লো-প্রোফাইলে আছে, যাতে আমেরিকার নাগরিকের ভয়ে সামাজিক বিশৃংখলার সৃষ্টি না করে; যেমন, ব্যাংক থেকে টাকা উঠানো, ষ্টক, ষ্টক-ফিউচার পানির দামে বিক্রয় করে, ষ্টক-মার্কেটে ধ্বস নামানো, খাবার কিনে বাজারে অস্হিরতা সৃষ্টি, শহর ছেড়ে গ্রামের দিকে রওয়ানা দেয়া।

লো-প্রোাফাইলে আছে, তবে অবশ্যই উট পাখীর মতো বালিতে মাথা গুজিয়ে বসে নেই; কোন না কোনভাবে অবশ্যই রাশিয়ার সাথে এই ব্যাপারে কথা বলছে; কোন দেশের কোন সরকার প্রধান কিংবা কোন সংস্হার মাধ্যমে কথা বলছে; এই ধরণের যোগাযোগকে 'ব্যাক চ্যানেল' বলা হয়।

আমেরিকা ও সোভিয়েত অনেকবার এই ধরণের পরিস্হিতির সন্মুখীন হয়েছিলো, এদের মাঝে 'ব্যাক চ্যানেল' হিসেবে বেশীরভাগ সময়ে কাজ করতো ইউরোপের দেশগুলোর গুরুত্বপুর্ন লোকজন; উল্লেখযোগ্য একজন ছিলেন ফরাসী প্রেসিডেন্ট মিতরা, তিনি দেশের প্রেসিডেন্ট হওয়ার আগের থেকেই এই ২ দেশের টেনশনের সময় কথা বলার ব্যবস্হা করেছিলেন উভয়পক্ষের মাঝে কথা বলার ব্যবস্হা করেছিলেন। রাশিয়া ও আমেরিকার মাঝে সিরিয়া নিয়ে উত্তেজনার সময়, ২ দেশের মাঝে 'ব্যাক চ্যানেলে' ছিলেন জার্মান চ্যানচেলর মার্কেল।

এইবারের কনফ্লিক্টটা বেশ কমপ্লেক্স এবং ইউরোপের সব দেশের সরকারগলো ন্যাটোতে আছে। আরো সমস্যার ব্যাপার হলো, ফ্রান্স, জার্মানী, বৃটেনের সরকার-প্রধানেরা নিরপেক্ষ নয় ও কোন কারণে বিখ্যাতও নয়।







মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

ব্যাক চ্যানেলে কথা চললে যুদ্ধ ড্র হবে। নিরপেক্ষ ও বিখ্যাত কেউ আছে?

০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:৩০

সোনাগাজী বলেছেন:



অবশ্যই ব্যাক চ্যানেলে কথা হচ্ছে, কিন্তু এবারের পরিস্হিতি ভয়ংকর চরম, এবং ইউরোপে নিরপেক্ষা কোন সরকার নেই তেমন।

২| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১:৩৪

সোবুজ বলেছেন: ভারত চেষ্টা করছে ।ভারত দুই জনের বন্ধু।কিন্তু ভারতের নেতৃত্ব দুর্বল।

০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



ভারত সরকারের পক্ষ থেকে হনুমান হয়তো চেষ্টা করছে; ভারতকে এসব কাজে কেহ মান্য করবে বলে মনে হয় না। নরওয়ে, কানাডা থেকে কিছু ঘটছে কিনা কে জানে।

৩| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: ব্যাক চ্যানালে আলাপ করতো সেই রকম তাহলে কে আর আছে

০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



আগে যারা করতো, এবার তারাই প্রতিপক্ষ; এবার এসব নিয়ে কোথায়ও কোন আলোচনা চোখে পড়েনি।

৪| ০৭ ই মার্চ, ২০২২ রাত ২:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:



গতকাল The New York Times এ প্রকাশিত একটি সংবাদ ভাষ্যে দেখলাম লিখেছে
Israeli prime minister visits Moscow for
talks with Putin on Ukraine.
সেই সংবাদভাষ্যে তারা লিখেছে
Israel is in a unique position to potentially barter a deal, or at least
pass messages between Western allies, Russia and Ukraine, given its
alliance with the United States, its quiet cooperation with Russia in
Syria and its shared cultural ties to Ukraine. Mr. Bennett and
President Volodymyr Zelensky of Ukraine are the world’s only two
Jews at the head of national governments.

সুত্র : Click This Link

০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:৩৮

সোনাগাজী বলেছেন:



সম্ভাবনা আছে, বিশ্ব যদি এটোমিক ভীতিতে পড়ে, ইহুদীরা কাবাব হওয়ার জন্য চুপ করে অপেক্ষা করবে না।

৫| ০৭ ই মার্চ, ২০২২ রাত ২:৫১

গরল বলেছেন: আমার মনে হয় জিনপিং এই সুযোগটা নিতে চাচ্ছে এবং এখন পর্যন্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। চীনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:৪০

সোনাগাজী বলেছেন:



প্রথমে চীনক্বে রাশিয়ার দলে মনে হলেও, চীন এখন অবস্হা বুঝার চেষ্টা করছে।

৬| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৩:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



এটা কোন ভোটের রেজাল্ট?

৭| ০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জেলেনস্কি রাশিয়া আর জার্মানির মাঝে গোলমাল বাধিয়ে ফায়দা তুলতে চাইছে।

০৭ ই মার্চ, ২০২২ ভোর ৫:১৮

সোনাগাজী বলেছেন:


তার অতিবুদ্ধির কারনে ইউক্রেনের এই অবস্হা! ইউক্রেনেহা বুঝলে ভালো হতো।

০৭ ই মার্চ, ২০২২ ভোর ৫:১৯

সোনাগাজী বলেছেন:



চাকুরীহীন ব্লগার আপনার সাথে যোগাযোগ করেছেন?

৮| ০৭ ই মার্চ, ২০২২ ভোর ৫:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ব্লগার হাই পাঠিয়েছেন।

০৭ ই মার্চ, ২০২২ সকাল ৭:০২

সোনাগাজী বলেছেন:


সম্ভব হলে, কিছু করতে উনাকে সাহায্য করিয়েন; উনার মা-বাবা বেশ বয়স্ক।

৯| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ৯:২০

বিটপি বলেছেন: ভারতকে কেহ কেন মান্য করবেনা? আমেরিকার পণ্যের বিলিয়ন ডলারের বাজার ভারত। রাশিয়ার অস্ত্রের বেশিরবভাগের ক্রেতা একা ভারত। এঈ দুই দেশের অর্থনীতির অনেকটাই ধরে আছে ভারত। তাহলে ভারতের কথা কেন তারা শুনবেনা?

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫৪

সোনাগাজী বলেছেন:



ভারতের গুরুত্ব কমায়ে দিয়েছে মোদী; মোদী ধর্মকে প্রাধান্য দেয়াতে ভারতের মানুষ সম্পর্কে উচ্চ ধারণা নেই এখন।

১০| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৭

আমি ব্লগার হইছি! বলেছেন: খুব চমতকার বিশ্লেষণ। এই মানের লেখা বাংলায় পড়তে পারা সৌভেগ্যের ব্যাপার। আপনি ভালো থাকবেন প্রিয় ব্লগার।

০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



বিশ্বের অবস্হা বুঝার জন্য বুঝার দরকার বিশ্বে কি হচ্ছে!

১১| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মতে Volodymyr Zelensky'র অপরিপক্কতার জন্য আজকেই এই যুদ্ধ; ঝানু রাজনীতিবিদ হলে এই যুদ্ধ এড়ানো যেত।

০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:



জিলিনিস্কি দেশকে রক্ষা করার জন্য সঠিক রাজনীতি করেনি।

১২| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: এই যুদ্ধের আসল কারন কি? তেল না ন্যাটো?
সমস্ত বাঙ্গালীদের ধারনা এই যুদ্ধ হচ্ছে তেলের জন্য।

০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:৪২

সোনাগাজী বলেছেন:



ইহা ন্যাটোর যুদ্ধ, ন্যাটো পশ্চিমের ধনীদের রক্ষক।

১৩| ০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

: এটা কোন ভোটের রেজাল্ট?
- রাশিয়ার আগ্রাসনের পক্ষে বিপক্ষের ভোট।

০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:৪৩

সোনাগাজী বলেছেন:


আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.