নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জিলেনস্কি ও বাইডেন, ২ জনেই বড় ধরণের অপদার্থ

০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৩



ইউক্রেনের মানুষ এক ইডিয়টকে প্রেসিডেন্ট বানায়েেছে, সেই ইডিয়টের কর্মকান্ডের সুফল, আজকের এই যুদ্ধ; ইউক্রেনের লোকজন ঘরবাড়ী ফেলে পোল্যান্ড, হাংগেরি, রুমানিয়া ও মালদোভিয়াতে শরণার্থী হচ্ছে; যদি কোন একদিন ফিরে আসে, ঘর বলে কিছু খুঁজে পাবে না।

দুষ্ট ট্রাম্পেকে পরাজিত করার জন্য আমেরিকা বেকুব বাইডেনকে নির্বাচিত করেছে; আমেরিকার লোকজন এখন কোন এক হাউকাউ ইউক্রেনের জন্য ভয়ংকর বিপদের মাঝে আছে; করোনার ফলে আমেরিকার অর্থনীতির ভয়ংকর অবস্হা, এখন সেটার সাথে পারমানবিক যুদ্ধের ভয় ও জ্বালানীর দামের কারণে অর্থনীতিতে স্হবিরতার আভাস।

বাইডেন গতকাল বলেছে, গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। বেকুব বুঝতেছে না, ইহা সামান্য ত্যাগ নয়, ইহা আমেরিকাকে ধ্বংস করে দিতে পারে; কারণ, সামান্য ত্যাগের নামে আমেরিকা এক শক্ত জাতি রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে ।
ইউক্রেনের গণতন্ত্র নিয়ে আমেরিকানদের মাথা ব্যথা নেই, ইহা গণতন্ত্ের সমস্যা নয়, ইহা "ন্যাটো" সমস্যা।

প্রেসিডেন্ট পদে জেলেনস্কির বিজয়কে মস্কো ভালো চোখে দেখনি; কিন্তু ইউক্রেনের মানুষ তাকে নির্বচিত করেছে; নির্বাচিত হওয়ার পর, তার বুঝা উচিত ছিলো যে, পুটিন কানাডা বা সুইডেনের রাষ্ট-প্রধান নয়, সে রাশিয়ার নতুন জার, তার সাথে কিভাবে চললে ইউক্রেনের সমস্যা কমে আসবে। সে সেই দিকে না গিয়ে, খুঁজে বের করেছে ন্যাটো, যা শুধু পুটিন নয়, পুরো রাশিয়ান জাতি পছন্দ করে না।

জেলেনেস্কি আজ কয়েকদিন কমবেট গেন্জি পরে ইডিয়টের মতো বলে বেড়াচ্ছে, তার ভয় ভেংগে গেছে, রাশিয়া ইউক্রেন দখল করতে পারেনি, তারা জয়ী হবে। রাশিয়ার বিপক্ষে কে কখন জয়ী হয়েছে? সে এখন মানুষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, কিন্তু ইডিয়ট বুঝতে পারছে না যে, সাধারণ মানুষ রাশিয়ার সৈন্য বাহিনীর উপর গুলি করলে, সেই মানুষটার বেঁচে থাকার সম্ভাবনা নেই ও সেই এলাকার ঘরবাড়ী থাকবে না।

এডিকে বাইডেন এখনো যুদ্ধ বন্ধের জন্য সমঝোতার কথা না'বলে, ক্রমাগতভাবে রাশিয়ার বিপক্ষে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েই চলছে; নিষেধাজ্ঞা কাজ করার আগে রাশিয়া অবশ্যই ইউক্রেনের অর্ধেক দখল করে নেবে। নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অবশ্যই যুদ্ধ বন্ধ করবে না।






মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার এই পোস্ট গায়েব হয়ে গিয়েছিল কেন।এখন আবার আমার পোস্ট গায়েব।দেখেন তো "আমার লেখক বন্ধু(রম্য) ৬ঃ১৭ তে পোস্ট করা দৃশ্যমান কিনা?

আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পোস্টগুলো আমি নিয়মিত ফলো করি।

১০ ই মার্চ, ২০২২ রাত ১২:০৪

সোনাগাজী বলেছেন:



আপনার লেখা ১ম পাতায় আছে; সব সময় ছবি যোগ করবেন।
স্যরি, আমি নিজেই সরায়েছিলাম, ইন্টারনেট সমস্যা হচ্ছিলো।

২| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: অ.ট. : ব্লগে নুনু বিষয়ক একটি পোস্ট এসেছে। সেটিতে বেশ কয়েকজন মন্তব্য করেছেন, আপনিও।
এই ধরনের পোস্ট ব্লগে প্রাকশ পাওয়া নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া দেখা যাবে? ব্লগের এ্যাডমিন-মডুদের বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কি?

১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



সামু ঠিক সোস্যাল মিডিয়ার মতো চলছে না, টিমের ভুলের জন্য ইহার মান কমছে।

ব্যক্তিত্বহীনরা কবি, সাহিত্যিক, লেখক হওয়ার চেষ্টা করে শেষে অসফল হয়।

৩| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৯

স্প্যানকড বলেছেন: বাইডেন জানলে আপনারে কে জি বির দালাল কইয়া গুয়াতেমালা চালান করে দিবে। আওয়াজ করেন আস্তে । পুতিন হয়তো শেষমেশ পথ না পেলে পারমাণবিক ফুটিয়ে দিবে। নিষেধাজ্ঞায় কি হচ্ছে প্রতিদিন ইউক্রেনের এক ইঞ্চি করে জায়গা রাশিয়া নিয়ে নিচ্ছে। আমেরিকার হেডম এখন হুমকির মুখে ! ভালো থাকবেন।

১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৩

সোনাগাজী বলেছেন:



আমেরিকার দরকার ছিলো সমঝোতার জন্য চেষ্টা করা; বেকুব বাইডেনের জন্য পারমানবিক যুদ্ধ শুরু হতে পারে।

৪| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ১। পুতিন যেমনটা ভেবেছিলেন অথবা তার জেনারেলরা তাকে যেরকম ধারণা দিয়েছিলেন, তার চেয়েও অনেক শক্তভাবে পাল্টা লড়াই করতে শুরু করেছে ইউক্রেন।
২। যুদ্ধের প্রথম পর্যায়ে বেশ ভালো ভাবেই উৎরে গেছে ইউক্রেন।
৩। রাশিয়া ও ইউক্রেন কেউই আমেরিয়া বা অন্য ন্যাটো দেশগুলিকে বিশ্বাস করে না!
৪। ব্রাইডেন ও জেলেনস্কি রাষ্ট্রপরিচালনা করার মতো দক্ষ নয়। ব্রাইডেন অসুস্থ। কেলেনস্কি অভিনেতা।

১০ ই মার্চ, ২০২২ রাত ১:০৫

সোনাগাজী বলেছেন:



জেলেনস্কি এখনো অভিনয় করছে; ৩০ লাখ মানুষ এই শীতের মাঝে দেশ ছেড়েছে।

বাইডেনের কারণে আবার ট্রাম্প ফিরে আসবে, আমেরিকায় গৃহযু্দ্ধ লাগবে তখন।

৫| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:০০

সোবুজ বলেছেন: সারা বিশ্ব একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে চলছে।।সারা পৃথিবীর লোকের দৃষ্টি এখন এই যুদ্ধের দিকে।একটা সমঝোতায় আসা সবার জন্যই মঙ্গল।আমেরিকাই পারে এই সমস্যার সমাধান করতে।

১০ ই মার্চ, ২০২২ রাত ১:০৬

সোনাগাজী বলেছেন:



সমঝোতার ভার আমেরিকার উপর ছিলো, ডামী বাইডেনের মগজে উহা ঢোকেনি।

৬| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

:জিলেনস্কি ও বাইডেন, ২ জনেই বড় ধরণের অপদার্থ।

বিশ্বের কতভাগ মানুষ তাই ভাবছে?

১০ ই মার্চ, ২০২২ রাত ১:২৭

সোনাগাজী বলেছেন:



বিশ্বের শতকরা ৮০ ভাগই তা ভাবছে, মনে হয়; কিন্তু সম্প্রতি প্রায়ই দেশে দৈত্য কিংবা সরকার দখল করেছে।

৭| ১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:১৪

নেওয়াজ আলি বলেছেন: একজন যুদ্ধ করছে তাহলে আরেকজনও যুদ্ধ করবে ভবিষ্যতে

১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:৫৬

সোনাগাজী বলেছেন:


আমেরিকা সাম্প্রিক সময়ে নিজের জন্য যুদ্ধ করেছে শুধু আফগানিস্তানে।

৮| ১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:২৭

রানার ব্লগ বলেছেন: বাইডেন আমেরিকার জনগণের আশা পুরনো ব্যর্থ হয়েছেন। রাশিয়ার কুটচালে আমেরিকা ও ন্যট ধরাশায়ী হবে। তবে এই যুদ্ধের কোন ফলাফল হবে না।

১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:৫৮

সোনাগাজী বলেছেন:


রাশিয়ায় এখন বুদ্ধিমান মানুষ আছে বলে মনে হয় না, কুটচাল দেবে কে? চুরি করলে বুদ্ধি লোপ পায়।

৯| ১০ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৭

বিটপি বলেছেন: বাইডেন যে একটা অথর্ব, সেটা কমলা সুন্দরীকে রানিংমেট হিসেবে নিয়োগ দেবার সময়েই বুঝে গিয়েছিলাম। আমেরিকার জনগণ আরো অপদার্থ পরপর দু'বার ভোট দিয়ে দুইটা গবেটকে দুনিয়া শাসনের দায়িত্ব দিয়ে। বার্ডেনের মাথায় যদি ঘিলু বলতে কোন কিছু অবশিষ্ট থাকে, তবে তার উচিত কমলা সুন্দরীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে একেবারে অবসরে যাওয়া বা মরে যাওয়া।

১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪০

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, বাইডেন াপনার থেকেও কম বুঝে।

১০| ১০ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪২

জুন বলেছেন: আপনার এনালাইসিস ১০০ তে ১০০। আমিতো ইতিহাসের ছাত্রী, আসলেই বাইডেনের মত এমন জোকার শুধু আমেরিকা কেন অন্য কোন উন্নত দেশে এসেছে কি না আমার জানা নাই।

১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



সে যেভাবে রাশিয়াকে ভাতে ও পানিতে মারার চেষ্টা করছে, সেটা আমেরিকার গায়ে এসে লেগেছে; করোনায় আমেরিকা থেকে অণ্য কেহ বেশী ক্ষতিগ্রস্ত হয়নি। এই অবস্হায়, রাশিয়ার সাথে অকারণে গায়ে পড়ে সামরিক প্রতিযোগীতায় গিয়ে ইউক্রেন ধ্বংস করেছে, আমেরিাকে প্রচন্ড রিস্কের মাঝে ঠেলে দিয়েছে।

১১| ১০ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জিলেনস্কি কোনভাবেই ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না; রাশিয়া একটা শক্তিশালী দেশ তার সংগে কি ভাবে চলতে হবে সে জ্ঞানটুকুও নেই জিলেনস্কির সো সে একটা অপদার্থ।

আমার মতে বাইডেন একজন শান্ত স্বভাবের মানুষ।

১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৮

সোনাগাজী বলেছেন:



বাইডেন শান্ত; কিন্তু ইউক্রেনের ইডিয়ট প্রেসিডেন্টকে থামায়নি; পুটিন যে, যুদ্ধে যাচ্ছে, সেটা বাইডেনকে জানায়েছে তার লোকজন।

১২| ১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৯

খুশিতে বলেছেন: স্যর, আপনার পোস্ট আগ্রহ নিয়ে পড়ি, এর আগে কখন কখন কমেন্ট করার আগ্রহ হলেও নিজের গ্যানের সীমাবদধতার জন্য চুপ থেকেছি। আজ অ্যাকাউন্ট খুলে ফেললাম শুধু আপনার পোস্টে কমেন্ট করার জন্য।

স্যর, আমার আগেই ধারণা ছিল, আজ কনফারম হলাম।
আপনি একজন গ্যানি লোক। আপনি নিশ্চয়ই কোনো অপদারথকে ভোট দেন নি, বাইডেনকে ভোট দেন নি।
আপনি তাহলে ট্রাম্প কে নিশ্চয়ই ভোট দিটেছেন।
আপনার প্রতি শ্রদ্ধা আরো বেরে গেল।
ভালো থাকবেন স্যর।

১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৯

সোনাগাজী বলেছেন:


আমি কাউকে ভোট দিইনি।

১৩| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৬

আমি ব্লগার হইছি! বলেছেন: ঐ দুই ইডিয়টের সাথে যোগাজোগ করে বাংলাদেশ থেকে রোহিন্গাগুলোকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে পাঠিয়ে দিলে কেমন হয়?

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



এসব আজব ভাবনা কেন ভাবেন, রোহিংগারা কিভাবে, কেন কারো সাথে যুদ্ধ করবে?

১৪| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:০১

রানার ব্লগ বলেছেন: আমার তো পুতিন কে যথেষ্ঠ বুদ্ধিমান মনে হয় !!!!

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:


সে যদি বুদ্ধিমান হতো, ইউক্রেনকে শীতে ও এই ধরণের নেপোলিয়ন ব হর নিয়ে আক্রমণ করতো না, আবাসিক এলাকায় প্রবেশ করতো না; এখন বিশ্বব্যাপী মানুষ পুটিন বিরোধী।

আমি এক সময় বলেছিলাম, পুটিন শিন জিংপিন ও ট্রাম্প মিলে বিশ্ব ধ্বংশ করবে।

১৫| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


দুুষ্ট ট্রাম্প থেকে বাঁচতে বাইডেন, রাজনীতিবিদদের শাস্তি দিতেে ট্রাম্পকে নিবার্চিত করেছে মাকির্নীরা।
সামনে কি হবে?

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:


আগামীবার, যদি ট্রাম্প ভোটে দাঁড়াতে পারে, সে ভোট পেয়ে যেতে পারে।

১৬| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: "জিলেনস্কি ও বাইডেন, ২ জনেই বড় ধরণের অপদার্থ!"
হ্যাঁ, আপনার সাথে আমিও একমত বড়ভাই।

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:


বিশ্বকে ধ্বংস করছে পুটিন, বাইডেন ও ইডিয়ট অভিনেতা।

১৭| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: এই আধুনিক যুগে বিশ্বযুদ্ধ বা গৃহযু্দ্ধ হওয়ার সম্ভবনা খুবই কম।
ট্রাম্প আবার ক্ষমতায় আসার আগে ব্রাঈডেনের হাতে অনেক সময় আছে। এঁর মধ্যে ব্রাইডেন নিজেকে গুছিয়ে নিতে পারবেন।

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫২

সোনাগাজী বলেছেন:



এই যুদ্ধের ফলে সৃষ্ট সমস্যা সমাধানের আগেই ভোট এসে যাবে।

১৮| ১০ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:




চমৎকার বিশ্লেষণ। আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কতদিন স্থায়ী হবে বলা মুশকিল। প্রেসিডেন্ট পুতিনের অনড় অবস্থান এবং পশ্চিমাদের উস্কানী, অবরোধ, সুইফট থেকে রাশিয়াকে সরিয়া দেওয়া, ইউরোপীয় ইউনিয়নের দাদাগিরি এবং পোল্যান্ড সীমান্তে ন্যাটোর সৈন্য মোতায়েন পুতিনকে আরো মারমুখী করে তুলছে। গতকাল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার বিস্তৃত রাশিয়ান সামরিক সাঁজোয়া যান কিয়েভের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। দিনকে দিন রাশিয়ার আক্রমনের তীব্রতা বাড়ছে।

ইউক্রেন যদি এখনই রাশিয়ার সাথে সমঝোতার না আসে তাহলে খুব অল্প সময়ে পরিস্থিতি ভয়াবহ হবে। এমনকি রাশিয়া পারমানবিক বোমা ও নিক্ষেপ করতে পারে।

রাশিয়ার কাছে বর্তমানে ৫,৯৭৭টি পারমাণবিক বোমা আছে। ন্যাটোর আছে ৫,৯৪৩টি; এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৫,৪২৮টি, ফ্রান্সের ২৯০টি এবং যুক্তরাজ্যের ২২৫টি। অর্থাৎ যুক্তরাষ্ট্র-ফ্রান্স-যুক্তরাজ্য তিন পরাশক্তির মোট পারমানবিক বোমার চেয়ে রাশিয়ার বোমা বেশি।

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হচ্ছে রাশিয়ার তৈরি TSAR Bomb; এই একটি বোমায় বাংলাদেশের মতো তিনটি দেশ নিমিষেই ধ্বংস করা সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় যে বোমা নিক্ষেপ করেছিল তার ওজন ছিল ১৫ কিলোটন; TSAR Bomb এর ওজন হচ্ছে ১ হাজার কিলোটন। হিরোশিমায় নিক্ষেপ করা বোমার চেয়ে প্রায় ৬৭ গুণ বেশি শক্তিশালী। কত ভয়ঙ্কর আর বিধ্বংসী এই বোমা তা কল্পনা করলেও ভয় হয়।

রাশিয়ার তৈরী S-400 হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম। এটি চারদিকে ৪০০ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা পাহারা দিতে সক্ষম। এতকিছু জানার পরও ন্যাটোর নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আগুনে নিক্ষেপ করেছে। ইউক্রেনের মুর্খ রাষ্ট্রপ্রধান পশ্চিমাদের দাবার গুটি হয়ে নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন।

১০ ই মার্চ, ২০২২ রাত ১০:০৪

সোনাগাজী বলেছেন:



জিলেনেস্কির বেকুবীর ফলে ইউক্রেন ধ্বংস হলো, বাইনের বেকুবীর জন্য আমেরিকা ভয়ংকর রিস্কে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.