নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগারের চিন্তাভাবনায় দরকারী পরিমান গভীরতা নেই!

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১৯



ব্লগার বাশার সামুতে প্রায় ৬ বছর ব্লগিং করেছেন, কোনদিন অপব্লগিং'এর জন্য চিহ্নিত হননি; গতকাল ২ লাইনের একটা অশোভনীয় পোষ্ট দিয়েছিলেন। ব্লগারেরা উনাকে এজন্য তিরস্কার করেছেন, আমিও ২টি কমেন্টে উনাকে ইহা নিয়ে তিরস্কার করেছি; কিন্তু কিছু ব্লগার এর থেকে বেশী চাচ্ছেন, উনার ব্যানও কামনা করছেন! ব্লগারদের এই ধরণের মনোভাব ভালো কিছু নয়।

কোন ব্যাপারে চরম মনোভাব আসলেই ভালো কিছু নয়। আমি লক্ষ্য করেছি, যেসব ব্লগার উার ব্যান ম্যান চাচ্ছেন, উনারা নিজেরা কিন্তু খুব একটা পরিস্কার নন, এঁদের মাঝে অনেকেই অপব্লগিং করে থাকেন।

আমি বাশারের ভুলকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি না; উনি বেঠিক পোষ্ট দিয়েছেন, এজন্য উনি তিরস্কৃত হয়েছেন, হয়তো ব্লগটিমের থেকেও হুশিয়ারী পাবেন। কিন্তু এই সামান্য ভুলের জন্য উনাকে কোন অবস্হায় ব্যান করার কথা আসতে পারে না; বিশ্বব্যাপী সোস্যাল মিডিয়া এভাবে চলছে না; বাংলা ব্লগে কিছু ব্লগার নিজেদের হালকা মনোভাব সহজেই প্রকাশ করে, অন্য ব্লগারদের প্রিভিলীজ হরণের চেষ্টা করেন; অন্যত্র এসব আছে বলে মনে হয় না।

ব্লগার বাশারের ঘটনাটাকে নিয়ে আমার পোষ্ট দেয়ার কারণ হচ্ছে, ব্লগারদের অগভীর ভাবনা ও চরম মনোভাবটাকে তুলে ধরা, এবং কিছু ব্লগার যে, অন্য ব্লগারদের অধিকার সম্পর্কে কেয়ার করেন না, সেটাকে তুলে ধরা।


মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

স্প্যানকড বলেছেন: এ দেশের বহু মানুষের ডি এন এ তে ইহা ইনপুট করা। বদলাবেন কেমনে ? এর চেয়ে মারাত্মক কিছু এই ব্লগে আমি আমার স্বল্প কয়দিনে দেখেছি। আসল কামে নাই হুদাই চিল্লাই। ভালো থাকবেন।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা নিজেরটা ঠিক মতো বুঝেন, অন্যের অধিকারটা হরণ করেন সহজেই।

২| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫২

বাকপ্রবাস বলেছেন: ওনি যেটা লিখেছেন এবং যে কারনে লিখার উদ্ভুদ্ধ হয়েছেন দুটোই অসুন্দর

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



অবশ্য অসুন্দর; কিন্তু অন্যেরা উনার ব্যান কেন চাইলেন?

৩| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৬

হযবরল১২৩ বলেছেন: আজকে যারা ভদ্দরনোকের অবতার সাজতেসে, তাদের একজন নিজেই চাদগাজিকে লাত্থি মারতে চাই জাতীয় কমেন্ট করেছিল। স্ক্রিন শট নাই বলে তাকে সরাসরি বলি নাই। আরেকজনের স্ক্রিন শট দিয়েছি যার নাকি এইসব দেখলে ব্লগে আস্তে ইচ্ছা করে না, কিন্তু তিনি নিজে কী ভাষা ইউজ করে দেখিয়েন। বাসার সাহেব ভুল করেছেন কিন্তু যারা এত রিয়েক্ট করলেন তাদের অনেকের হাতই তো ক্লিন না। আরেকজন যে কমেন্টে বস্তি বলে, সে উদা তে গাইলাইত।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



অনেক ব্লগার অন্যের অধিকার হরণ করতে চায়, এবং এরা নিজেরাই সঠিকভাবে ব্লগিং করেন না। চাঁদগাজী নিকের ব্যানের বেলায় ইহা ঘটেছে।

৪| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৮

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




গভীরতম ভাবনার কথা বলেছেন!
চরম মনোভাব আসলেই যে ভালো কিছু নয় তা ব্লগেই প্রমানিত। অসহিষ্ণুতা- অহংকার- অজ্ঞতা- অন্যাজ্যতা প্রসূত অনেক পোস্টই আপনার কথামতো "অপব্লগিং" অবশ্যই। প্রকারন্তরে এটা আপনি ঠিক বলেছেন যে, যারা নিজেরাই খুব একটা পরিষ্কার নন তারাই আবার পরিষ্কারের বায়না ধরেন।
সুন্দর ও যথাযথ ব্লগিংয়ের স্বার্থে এসব অপব্লগিংকে ঠেকিয়ে রাখা উচিৎ।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:



অপব্লগিং সহজে কমবে না, ইহা অনেক ফ্যাক্টরের উপর নির্ভরশীল; তবে, অন্যের অধিকার হরণে যারা বেশী উৎসাহী, তাদের একটু নিরুৎসাহিত করা সম্ভব।

৫| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২০

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




টাইপো হয়েছে দুঃখিত - অন্যাজ্যতা < অন্যায্যতা

৬| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১২

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগ দেশেরই স্যাম্পল।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:



আমি সেজন্যই ব্লগ পছন্দ করি, দেশকে বুঝার একটা উপায়।

৭| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাবপ্রকাশে মানুষ চিনা যায়। মানুষের ভুল হয় এবং যারা ভুল সংশোধন করে ওরা শুদ্ধ হয়। ব্লগিং করতে এখন ভয় হয়।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনি আল্লাহের ভয়ে থাকে, সাদাদের ভয়ে থাকেন, ব্লগারদের ভয়ে থাকেন; আপনি কার ভয়ে থাকেন না?

৮| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি অত্যন্ত ভীতু। খুব সহজে ভয়ত্রস্ত হই।

( আল্লাহর ভয়ে থাকলে অন্যের ক্ষতি করা যায় না। নকল নিক দিয়ে যখন আক্রমণ করে তখন কিচ্ছু করার থাকে না। মাতালরা মারধর করলে মামলা করে লাভ হয় না। বিপদে এড়িয়ে চলার জন্য আমি যাথাসাধ্য চেষ্টা করি। )

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:




ইউরোপে থেকে এত ভয়ে থাকলে মুশকিল।

৯| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মারামারি ডরাই না তো।

আমি অক্ষম হতে চাই না। ব্লগের ষোলোকলা আমি জানি। নকল নিকের খেলা দেখেছি। আমি সবসময় আমার বই সম্পাদনার চিন্তায় থাকি। পারতপক্ষে কাউকে হতাশ করতে চাই না এসব আমার দূর্বলতা।

১০ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



ভালো

১০| ১০ ই মার্চ, ২০২২ রাত ৮:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: একটা ওয়ার্নিং দেয়ার পরো পরবর্তীকালে আবার অপব্লগিং করলে ব্যান করা যেতে পারে।

১০ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



এই ব্লগে কিছু ব্লগার আছে, যারা অন্যকে ব্যান করানোর জন্য লেগে থাকে

১১| ১০ ই মার্চ, ২০২২ রাত ৯:০২

প্রতিদিন বাংলা বলেছেন: যদি এই হয় -
[ব্লগার বাশার সামুতে প্রায় ৬ বছর ব্লগিং করেছেন, কোনদিন অপব্লগিং'এর জন্য চিহ্নিত হননি; গতকাল ২ লাইনের একটা অশোভনীয় পোষ্ট দিয়েছিলেন। ব্লগারেরা উনাকে এজন্য তিরস্কার করেছেন, আমিও ২টি কমেন্টে উনাকে ইহা নিয়ে তিরস্কার করেছি;]
এর পরেও আবার ব্যান কেনো !?
সামুর মগজ এখনো কাজ করে ,
চাইলেইতো হলো না

১০ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



১ জন ব্লগার অন্য জনের ব্যান কেন চাইবে?

১২| ১০ ই মার্চ, ২০২২ রাত ৯:০৯

সোবুজ বলেছেন: চিন্তার গভীরতার জন্য যৌক্তিক চিন্তা করা প্রয়োজন। যারা অন্ধ বিশ্বাসী আমার ধারনা তারা কখনই লজিক মানে না।তারা তাদের নিজের অধিকার সম্পর্কে সচেতন না, অন্যের অধিকারকে কোন গুরুত্বই দেয় না।

১০ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:


জাতির সাথে তাল মিলিয়ে ব্লগারেরাও পেছনে পড়ে আছে।

১৩| ১০ ই মার্চ, ২০২২ রাত ৯:১২

গরল বলেছেন: ব্যান করা কোন কালেই আমি সমর্থন করি না, বড়জোড় প্রথম পাতায় স্থান না দেওয়া যেতে পারে কিছু দিনের জন্য। এভাবে ব্যান করতে থাকলে ঠগ বাছতে গাঁ উজার হবার সম্ভবনা রয়েছে। আর ব্লগে ভিন্ন মতের মানুষ থাকবেই এবং তাদের নিয়ে অ্যানালাইস করার সুযোগটাও থাকবে। ব্যান করলে সেই সুযোগ থেকে বঞ্চিত হব।

১০ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজীকে ব্যানের পেছনে একটা গ্রুপ কাজ করেছে।

১৪| ১০ ই মার্চ, ২০২২ রাত ১০:৩২

গরল বলেছেন: সব জায়গায় সব সময়ই খারাপ মানুষেরা জোটবদ্ধ থাকে, তারা গ্রুপ বা গ্যাং ছাড়া চলে না। অতএব ব্লগ ও এর ব্যাতিক্রম না।

১০ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



সেটাই হয়েছে, ব্লগারদেরও গ্যাং আছে; এরা পরস্পরকে ফোন করে ব্লগের বিষয়ে নাকি কথা বলে।

১৫| ১০ ই মার্চ, ২০২২ রাত ১১:২৪

নেওয়াজ আলি বলেছেন: সবকিছুতেই আমরা অপরিপক্ব । যা দেশের সামগ্রিক অবস্থার প্রতিফলন

১০ ই মার্চ, ২০২২ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:




ব্লগারেরাও অন্য ব্লগারকে নিস্তব্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন।

১৬| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস চাঁদগাজী ফিরে আসবেন।
দুইজন ব্লগার আছেন, ফেসবুকে গিয়ে গিয়ে এঁর নামে, ওর নামে নালিশ করে। এঁর কথা তাকে বলে জটিল একটা অবস্থা সৃষ্টি করছে।
ব্লগ টিমের প্রতি আমার আস্থা আছে। তাঁরা অবশ্যই সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিবেন।

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:



সামুতে কিছু শিক্ষিত বাংগালী নিশ্চয়ই আছেন!

১৭| ১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: কোন দুজন ব্লগার সামু নিয়ে গ্রুপিং করছে আপনি চাইলে আমি তার নাম বলতে পারি। এবং তাদেরর গ্রুপে কে কে আছে, তাও বলে দিতে পারি।

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



থাক, এসব অপব্লগারের নাম দিয়ে কি হবে?

১৮| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৬

নূর আলম হিরণ বলেছেন: উনি ছয় বছর ব্লগিং করছেন এখনো পোস্ট সরায়নি বা সংশোধন করেননি। মন্তব্যেও কি সব হাবিজাবি উত্তর দিচ্ছেন। ছয় বছরের ব্লগিংয়ে উনি এই দক্ষতা দেখাচ্ছেন!

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:



সামুতে পোষ্টের চেয়ে আবর্জনা বেশী জমা হয়েছে; আজকে যেসব ব্লগার আছেন, তাদের ৫০/৬০ ভাগ গার্বেজ উৎপাদন করছেন।

১৯| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৩

নিমো বলেছেন: এই ব্লগের মৃর্ত্যু ঘটে গেছে। এটা এখন কিছু ব্যার্থের হই-হট্টোগোলের জায়গা। অমুকে তমুক করেছে অপসারণ কর,বহিস্কার কর, হেন কর তেন কর। নিজের পশ্চাতদেশে কাপড় ঠিকমত আছে কিনা তার ঠিক নেই, অন্যদিকে পরিমনী,সাকিব,হাসিনা সবার ঘোমটা ঠিক করতে লেগে গেছে। আমরা বড় বিচিত্র জাতি, ব্যবস্থা ঠিক করব না, কিন্তু ব্যবস্থার নষ্ট ফলাফল ফেলার জন্য আস্তাকুঁড় খুঁজি।

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



এই ব্লগে যারা আছে, এরাই এই দেশের শিক্ষিত শ্রেনী, এদের একাংশ দেশ চালনা ইত্যাদিতে যুক্ত, এদের দক্ষতা এটুকুই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.