নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

লাল ট্রাক্টরের ব্লগিং

১৬ ই মার্চ, ২০২২ ভোর ৫:৫৬



'সোনাগাজী' নিকে মাস'খানেক ব্লগিং করলাম; যদিও এখন ব্লগারের সংখ্যা একেবারেই কম, তারপরও আমি বেশ পরিমাণ পাঠক পেয়েছি; যাঁরা ব্লগে কিছু নিয়ে আলোচনা করতে চান, কথা বলতে চান, তাঁরা মোটামুটি আমার পোষ্টে আসেন, নিজেদের ভাবনা তুলে ধরেন। পাঠকদের ধন্যবাদ। ব্লগিং করলে সব সময় নতুন কিছু তথ্য পাওয়া যায়, মানুষের ভাবনাচিন্তার সাথে পরিচিত হওয়া যায়।

১৭ জন ব্লগার প্রান হারানোর পরও, ৪/৫ শত বাংগালী এখনো ব্লগিং করছেন, ইহা উৎসাহজনক ব্যাপার। বাংগালী শিক্ষিতদের বুঝার জন্য ব্লগই একমাত্র উপযুক্ত প্লাটফরম, এখানে অনেকেই প্রান খুলে লিখেন। দেশে পুরোপুরি বাকস্বাধীনতা না'থাকার পরও ব্লগারেরা আসলে সরকারের ভয়ে নেই, তাঁরা বরং মৌলবাদী জংগীদের ভয়ে থাকেন।

আমি যতদিন ব্লগিং করেছি, আমাকে কারো ভয়ে থাকতে হয়নি, আমি যা ভেবেছি, তা লিখেছি সব সময়। আসলে, আমাকে ব্লগের মালিকদের ভয়ে থাকতে হয়েছে সব সময়; কারণ, এঁরা ব্যবসায়ী, ব্লগার নন।

ব্লগিং করে আমি মনে কষ্টও পেয়েছি কিছুটা, আমি অনেক মাষ্টার ডিগ্রীধারী ব্লগার দেখেছি, যাঁরা আসলে কোন কিছুই সঠিকভাবে লিখতে পারেন না; কোন কিছুই সঠিভাবে ভাবতে পারেন না। আমি শিক্ষক দেখেছি, যাঁদের মৌলিক ও প্রাথমিক লেভেলের জ্ঞানের অভাব আছে; আমি কবি দেখেছি, যাঁরা ১'টা বাক্যও সঠিকভাবে লিখতে পারেন না; গল্পকার দেখেছি, যারা মানুষ দেখে না, জিন-ভুতপেত্নী নিয়ে কি সব উদ্ভট কিছু লেখে; আমি এমন সব মানুষকে রাজনীতি নিয়ে কথা বলতে দেখেছি, যারা রাজনীতির পরিভাষার মুল ভাবনাগুলোর ডেফিনেশনও জানেন না; এগুলো খারাপ অভিজ্ঞতা।

আমি খুবই আগ্রহ নিয়ে ব্লগিং করেছি সব সময়, আমি মানুষের কথা শুনতে ভালোবাসি, আমি মানুষের লেখার মাঝে তাঁদের মননকে খুঁজে পাবার, বুঝার চেষ্টা করেছি সব সময়।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২২ ভোর ৬:২২

সোবুজ বলেছেন: ব্লগ এবং ব্লগারদের সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন।আপনার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আপনি ব্লগে প্রকাশ করেন। অনেকে গ্রহন করেছে,অনেকের গ্রহন করার মতো ক্ষমতাই নাই।তারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে।তিন চার দিন চুপচাপ ছিলেন।

১৬ ই মার্চ, ২০২২ সকাল ৭:৩৬

সোনাগাজী বলেছেন:



চুপ থাকতে ভালো লাগছে।

২| ১৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগে ব্লগে আসতে এড্রেস বারে ch লিখতাম, এখন লিখি so. প্রথমেই দেখে নিতে হয় আপনার কোন পোস্ট আছে কিনা...

১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, কিছু ব্লগার আমার পোষ্টে এসে নিজেদের মতামত জানিয়েছেন সব সময়, আলোচনা করেছেন, এটাই ছিলো আমার পছনদের বিষয়।

৩| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

মনে কষ্টের মাত্রা নিশ্চই ভালোবাসার ব্লগিং থেকে কম।

১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৩

সোনাগাজী বলেছেন:


আমি ব্লগিং পছন্দ করি, কিন্তু এখন ব্লগে পড়ার মতো তেমন কিছু খুব একটা থাকছে না।

৪| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্য করতে পারছেন? পোস্ট সামনের পাতায় আসে?

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



না, এখন পেছনের পাতায়!

৫| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো ভাবনা।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:২৩

সোনাগাজী বলেছেন:


কিছু দক্ষ শিক্ষিত লোক দরকার জাতির জন্য, জাতিতে গার্বেজ বেশী হয়ে গেছে।

৬| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার কখনো মনে হয়েছে ব্লগিং-এর জন্যই আপনার জন্ম হয়েছে।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



না, আমি বরাবরই বাংগালীদের আচরণ, দক্ষতা ও ব্যক্তিত্ব সম্পর্কে জানতে উৎসাহী ছিলাম; ব্লগ ছিলো ভালো যায়গা; এখন ব্লগার যা আছে, ইহাই বাংগালী জাতির শিক্ষিতরা।

৭| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

নূর আলম হিরণ বলেছেন: কিছু ব্লগার ব্লগে আসে শুধু না বুঝে মন্তব্যে করতে। এরা গুটিকয়েক ব্লগে ছারপোকার মত বিচরণ করে। এছাড়া ব্লগ আসলেই বাংগালীদের শিক্ষিত অংশকে মোটামুটি বুঝার জন্য সর্বউত্তম জায়গা।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:



সামু টিমে ২/১ জন লেখক থাকলে ভালো হতো; এখন টিম ইহাকে সয়াবিন তেলের ব্যবসার মতো চালায়, ব্লগিং বুঝে না।

৮| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি একজন চমৎকার ব্লগার।

১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৮

সোনাগাজী বলেছেন:


আমি চেষ্টা করি দরকারী বিষয়ে সঠিক তথ্য ও লজিক তুলে ধরতে।

৯| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: জনাব আপনাকে দেখে ভালো লাগছে। অবশ্য আপনাকে না দেখেই বুঝতে পেরেছিলাম- ঘটনা কি।
কারন আমি নিজেও ঘটনার মধ্যে দীর্ঘদিন আটকে আছি।

আপনি সামু ছাড়াও বাঙ্গালীদের বুঝতে পারবেন। প্রতিদিন এক ঘন্টা করে টিকটক দেখবেন। পুরো বাংলাদেশ সম্পর্কে আপনার পরিস্কার ধারনা হয়ে যাবে। টিকটকওলাদের কর্মকান্ড দেখলে আপনি নিজের অজান্তেই ওদের কুৎসিত গালি দিয়ে দিবেন।

১৭ ই মার্চ, ২০২২ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতি এখন 'বাংগালী সংস্কৃতি'তে নেই।
সামুর টিমের ২/৪ জন ব্লগার থাকলে, সামু সোস্যাল মিডিয়াতে ভালো করতো; এখন তারা সাধারণ বাংগালী ব্যবসায়ী।

১০| ১৭ ই মার্চ, ২০২২ রাত ২:২৭

নেওয়াজ আলি বলেছেন: এইসব না জানা লোকদের এখন কী পর্যায় দেখছেন। নাকি প্রথম যেমন ছিলো তেমনই আছে

১৭ ই মার্চ, ২০২২ রাত ২:৩৫

সোনাগাজী বলেছেন:



এ'সব না'জানা লোকেরা (অদক্ষরা ) জাতিকে পেছনে টেনে রেখেছে, এরা সব যয়গায় আছে: সরকারে আছে, শিক্ষকতায় আছে, রাজনীতিতে আছে, ব্যবসায় আছে।

১১| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: ঢাকার গুলিস্তান এলাকায় দেখেছি- এক পকেটমার দৌড়াচ্ছে। আর সামনের দিকে আঙ্গুল তুলে বলছে পকেটমার। পকেটমার। অথচ সে নিজেই পকেট মেরেছে।

সামুতে যারা বদমাশি করছে এখন তারাই বলছে, তারাই বুদ্ধি দিচ্ছে- সামু কিভাবে চলবে, সামুর ভালো জন্য কি কি করতে হবে। ব্যক্তি আক্রমন কাকে বলে?

নষ্টদের দখলে সামু।

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৭

সোনাগাজী বলেছেন:



কয়েকটা ব্লগে এই ধরণের অবস্হা হয়েছিলো, ইহা ভালো কিছু নয়।

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৮

সোনাগাজী বলেছেন:



"ব্যক্তি আক্রমণ" নিয়ে একটি পোষ্ট লিখেছি; দেখেন তো, আপনার জাতি আক্রান্ত হয়েছে কিনা!

১২| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার চাফগাজী নিক কি আর
কনোদিন ফিরে পাবার সম্ভাবনা আছে।

আপনার শিষ্য একা একা খুব যন্ত্রনা
ভোগ করছে। তাকে ফিরিয়ে আনার
চেষ্টা করুন।

২০ শে মার্চ, ২০২২ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



মনে হয়, চাঁদগাজী নিক ফেরত পাবো।
রাজিব নুরের গ্রহনযোগ্যতা সামু টিমের জন্য সমস্যা হয়ে গেছে; উনাকে ব্লগিং করতে দিবে না, মনে হয়।

১৩| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০০

Anwar shah বলেছেন: আগের ব্লগ নাই। স্বাদ পাই না। মডারেটররাও দলীয় পক্ষপাতি। অথচ ব্লগের ভরাডুবির এই সময়ে তাদের প্রয়োজন ছিলো নিষ্ঠা, পক্ষপাতমুক্ত আচরণ দেখানো। আমি ভাবছি উনত্রিশ সনের পর বাংলাদেশের কেউ কি ব্লগ জিনিসটা চিনতে পারবে? নাকি ব্লগ বলতে বুঝবে তৌহিদ আফ্রিদি আর রাফসান দ্য ছোটভাইয়ের হাবিজাবির ভিডিয়ো।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:




১৯ কোটীর জাতিতে ১ হাজার একটিভ ব্লগার আছেন, হয়তো; সঠিকভাবে লিখতে পারেন, এই ধরণের ব্লগারের সংখ্যা কমে যাচ্ছে ক্রমেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.