নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

\'গুড ফ্রাই-ডে\'এর ঐতিহাসিক ব্যাখ্যা কি?

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৯



ফ্রাই-ডে'টা সপ্তাহের ৭ দিনের মাঝে সবচেয়ে আকাঙ্খিত দিন; আগে, সামুতে প্রতি শুক্রবারে ব্লগার নুরু সাহেবের ১টা পোষ্ট থাকতো, "আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ুন"; উনি জেনারেল হওয়ার পর, এই পোষ্টটা হারায়ে গেছে! শুক্রবারে আমেরিকানরা সাপ্তাহিক বেতন পায়; ইহুদীদের 'সাবাথ' শুরু হয়; নিউইয়র্কের অর্থনীতিতে ইহুদীদের বিরাট প্রভাব, ওরা অফিস বন্ধ করে বাড়ী চলে গেলে নিউইয়র্ক ঝিমিয়ে পড়ে, মানুষ বারে চলে যায়; ৫ দিন কাজ করে মানুষ ২ দিনের অবসরে যায়।

গতকাল ছিলো গুড ফাই-ডে, ২০০০ বছর আগে, এইদিনে পয়গম্বর যীশুর প্রাণদন্ড কার্যকর করা হয় ভয়ংকর আদিম পদ্ধতিতে। উনার বিপক্ষে অভিযোগ করেছিলো ততকালীন জেরুসালেমের 'গ্রান্ড রাবাইগণ'; তাদের অভিযোগ ছিলো, পয়গম্বর যীশু নিজকে "খোদার পুত্র' দাবী করে, ব্লাসফেমী করেছে, তাকে প্রাণদন্ড দিতে হবে। তখন যেরুসালেম ছিলো রোমানদের রাজত্বের অংশ; রোমান গভর্ণর যীশুকে প্রাণদন্ড দেয়, ক্রসে যীশুর মৃত্যু হয় (যথাসম্ভব )। উনার মৃত্যুর পর, উনার ৬/৭ জন ঘনিষ্ঠ শিষ্য ( ঘনিষ্ট শিষ্য ছিলেন ১২ জন) উনার বক্তব্য ও শিক্ষাকে লিপিবদ্ধ করেন; সেই লেখাগুলো, কিংবা সেই লেখাগুলোকে এডিট করেই বাইবেলের ২য় খন্ড বের করা হয়, ইহাই নিউটেষ্টামেন্ট, ইহাই বর্তমান খৃষ্টান ধর্মের কিতাব।

আপনারা জানেন যে, যীশুর মা-বাবা ছিলেন সাধারণ ইহুদী পরিবারের মানুষ; তাঁরা জেরুসালেম শহর থেকে ৬০/৭০কিলোমিটার দুরে, নাজারাত নামে গ্রামে বাস করতেন। কিন্ত যীশুর জন্ম হয় অন্য গ্রামে, বেথেলহেম'এ; ইহা জেরুসালমের উপকন্ঠে। যেই বছর, যীশুর জন্ম হয়, সেই বছর রোমানরা জনসংখ্যা গণনা করছিলো; তাই সবাইকে নিজের জন্মের গ্রামে গিয়ে নিবন্ধন করানোর নির্দেশ ছিলো; আমি ভুলে গেছি, মনে হয়, যীশুর বাবা, যোসেফ ছিলো বেথেলহেমের বাসিন্দা। যীশু বড় হয়েছিলেন নাজারাতে।

যীশু ইহুদী পরিবারের সন্তান হিসেবে লিখতে ও পড়তে শিখেন; কৈশোরে তিনি বেশ কয়েকবার জেরুসালেম ভ্রমণ করেন ও রোমানদের শাসন পছন্দ করেননি। তিনি বুঝতে পারেন যে, ইহুদী রাবাইরা রোমানদের বশ্যতা স্বীকার করে, নিজেরা ভালো আছে, কিন্তু ইহুদীরা নিজ দেশে দরিদ্র জীবন যাপন করছে। তিনি ইহুদীদের ঐক্যবদ্ধ করার জন্য ধর্মীয় শিক্ষাকে ব্যবহার করার চেষ্টা করেন; ফলে, উনার ধর্মীয় শিক্ষাটা প্রচলিত ইহুদী ধর্ম থেকে আলাদা ছিলো।

যীশু ৩৩ বছর বয়সে "পাসওভার" ( ধর্মীয় অনুষ্ঠান ) পালনের জন্য জেরুসালেম যান; তাঁর সাথে ছিলো ১২ জন শিয্য; নাজারাথ থেকে পায়ে হেঁটে, অনেক গ্রামে বক্তব্য রেখে তিনি জেরুসালেম পৌঁছান। রোমানরা জানতো যে, যীশু তাদের বিপক্ষে বক্তব্য দিচ্ছে; এবং যীশুর জেরুসালেম উপস্হিতি সম্পর্কে তারা অবগত ছিলো; কিন্তু তারা যীশুর বিপক্ষে কোন অভিযোগ আনেনি; তারা রাবাইদের অভিযোগের বিচার করেই যীশুকে প্রানদন্ড দেয়।





মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


ধর্মীয় বাদে যীশুকে নিয়ে নিরপেক্ষ ইতিহাস কেউ লিখেছে? পোস্টে যীশুর বাবা নিয়ে লিখতে আপনার কতটুকু পড়তে,জানতে ও বুঝতে হয়েছে?

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৪

সোনাগাজী বলেছেন:



আমি যীশুর বাবা সম্পর্কে খোঁজ নেয়ার আগেই বিশ্বাস করতাম যে, উনার বাবা আছেন, খোদা উনার বাবা নন। ইতিহাস সব সময় সঠিক ছিলো, মানুষের পড়ালেখা ছিলো না বলে, ইতিহাস জানতে সময় লেগেছে।

২| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


লাশ কোথায় গেলো?

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫২

সোনাগাজী বলেছেন:



১টা সম্ভাবনা, ক্রশে উনার মৃত্যু হয়নি, উনি বেহুশ অবস্হায় ছিলেন; গুহায় উনাকে রাখার পর, উনার জ্ঞান ফিরে আসে, উনি রোমানদের ভয়ে পালিয়ে গেছেন।

আরেকটি সম্ভাবান, উনার ঘনিষ্ট শিষ্যরা রোমানদের ভয়ে চুপিসারে সৎকার করেছেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪২

সোবুজ বলেছেন: মুসলমাদের বিশ্বাস যিশুকে আল্লাহ মরিয়মের গর্ভে ঢুকিয়ে দিয়েছে।খৃষ্টানদের বিশ্বাস যিশু ইশ্বরের আরেক রূপ।ইহুদিদের বিশ্বাস সে প্রতারক।কারো কারো বিশ্বাস যিশু আর দশটা মানুষের মতোই একজন মানুষ।
তার মৃত্যু সম্পর্কে নানান মত আছে।আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে,ক্রুশে যিশুর মৃত্যু হয় নাই।ক্রয় ফাশির মতো না চাড়ালেই মৃত্যু হবে।ঐ দিন অনেক কে ক্রুশে চড়ানো হয়।ঐ কাজ শেষ করতে প্রায় সন্ধে হয়ে যায়।সেই সময় ঝুলি ঝড় হয়।সৈন্যরা চলে যায়।তার সাথিরা যেয়ে দেখে যিশু মরে নাই ।তারা তাকে তুলে আনে শেবা করে ভাল করে। ভালো হয়ে যিশু ভারতে তলে আসে মৃত্যু দন্ড থেকে রেহাই পাবার জন্য।বৃদ্ধ বয়সে ভারতের কাশ্মিরে মারা যায়।এই বিষয়ে কয়েক টি বই আছে।

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



মনে হয়, উনার মৃত্যু হয়নি ক্রশে, উনি রোমানদের ভয়ে পালিয়ে গেছেন। ইহুদীরা তখনকার ইতিহাস লিখতো, ওরা উনার ঘটনা বড় করতে চাহেনী।

৪| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: বর্তমান বিশ্ব পরিস্থিতি ছেড়ে একেবারে হাজার হাজার বছর পিছনের ঘটনাই ডুব দিলেন! বিশ্ব পরিস্থিতি কি কিছুটা শান্ত হয়ে গেছে?

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



না, বিশ্ব পরিস্হিতি অনেক খারাপের দিকে গিয়েছে গত ২ সপ্তাহে; গুড ফ্রাই-ডে'তে খৃষ্টান-বিশ্ব ছুটির দিন পালন করেছে গতকাল, কয়েক ট্রিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিলো; ২০০০ বছর আগের ঘটনারকে এত গুরুত্ব দেয়ার মানে দেখছি না।

৫| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


খৃষ্টান ধর্মীয়রা গড়ে কত সময় ব্যয় করে যীশুকে নিয়ে চিন্তা করে?? মুসলিম ধর্মীয়দের নবী মুহাম্মদ (স:) থেকে কম নাকি বেশী?

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:



রবিবারে গড়ে, ৪০ ভাগ খৃষ্টান বিশ্ব চার্চে আসে, সেখানে যদি যীশুকে নিয়ে আলাপ হয়, সেটা ৪/৫ মিনিটের আলোচনা হওয়ার কথা।

৬| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: আমার ব্যক্তিগত ধারনা যীশু চরিত্রটা কাল্পনিক। কারন বাবা ছাড়া সন্তান হওয়া সম্ভব না। অথবা মেরি বিয়ের আগেই কারো সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সেটা ধামাচাপা দেওয়ার জন্য- বলা হয়েছে অলৌকিকের কথা।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:



এশিয়ার সেই অংশের ইতঝাস লিখেছে ইহুদীরা; ওদের ইতিহাসে যীশু আছে। জন্ম নিয়ে অলৌকিকতার ব্যাপারটা যোগ করা হয়েছে।

৭| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

কি-বোর্ডে ভূলে (সঃ)" দিতে গিয়ে ইমোজি দিয়ে ফেলেছি।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



অসুবিধা নেই; ইহা ধর্মীয় আলোচনা নয়, ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা।

৮| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: তবে যীশু যে সমস্ত কথা গুলো বলেছেন, সেগুলো শুনলে ভালো লাগে। শান্তি লাগে।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৬

সোনাগাজী বলেছেন:


রোমানরা তখন সেই অন্চলে দীর্ঘদিন ছিলো, যেরুসালেমে কয়েকটি জাতির সংস্কৃতির মিলন ঘটেছিলো, তিনি মানুষের জীবন দেখার সুযোগ পেয়েছিলেন।

৯| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: দেখুন, যীশুর অলৌকিক ক্ষমতা আছে। সে অন্ধকে আলো দেখিয়েছেন। অসুস্থ কে সুস্থ করে তুলেছেন। অলৌকিক ভাবে অনেক খাবারের ব্যবস্থা করেছেন। নৌকা ঝড়ে পড়েছে, তিনি ঝড় থামিয়ে দিয়েছে। বহু কারসাজি তিনি দেখিয়েছেন। অথচ তাকে মারাত্মক যন্ত্রনা সহ্য করে মরতে হলো। তখন কেন তিনি তার অলৌকিক ক্ষমতা দেখালেন না?

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৮

সোনাগাজী বলেছেন:



অলৌকিক ব্যাপারগুলো উনার মৃত্যুর পর যোগ করা হয়েছে, মনে হয়।

১০| ১৭ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:৪৬

স্প্যানকড বলেছেন: আগামী বিশ্ব হয়তো পুরনো দিনের কথা ভেবে কেঁদে যাবে
এক ফোটা আস্ত নির্ভেজাল শিশির খুঁজতে খুঁজতে
যক্ষা রোগীর মতন গোটা প্রাণীকুল কেশে যাবে
কৃত্রিম ফুলে পরাগায়ণ ঘটে না
তবুও লোকে ঘরে ঘরে ফুলদানিতে তুলে রাখে
সুবাস নেই ওতে
তবুও তো মানুষ আঁকড়ে ধরে রাখে
আগামীদিনের বিশ্ব অন্য খোদাকে ডেকে যাবে
উহা নিশ্চিত হওয়ার সময় খুব ঘনিয়ে আসছে
সূর্য্যি কখনো লিকার চায়ের কাপে বন্দী হয়না
নির্দিষ্ট লক্ষ্য নিয়ে রোজ উঠে
প্রলাপ সবাই বকে
পাগল হতে ক'জন পারে
আগামী বিশ্ব নষ্ট হওয়ার সমস্ত দুয়ার খুলে রেখেছে
সময় খুব কম
খুবই কম
বন্ধু,
হালখাতায় নগদ মৃত্যু লিখে নে।

ভূত-ভবিষ্যৎ !

স্প্যানকড

১৭ এপ্রিল ২২।

১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:১৮

সোনাগাজী বলেছেন:




অনেক হতাশা, অনেক নিরাশ; কিন্তু মানব সভ্যতা সব সময় ভালো দিকে গেছে।

১১| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৪

স্প্যানকড বলেছেন: তা তো দেখতে পাচ্ছি ! কত যে ভালোর দিকে যাচ্ছে। একদল এত এত ভালো আছে আর আরেক দল না খেয়ে রাস্তায় ড্রেনের উপরে শুয়ে আছে! দুনিয়ায় কোটির উপর মানুষ রাতের খাবার পায় না, চিকিৎসা পায়না, থাকার ঘর পায়না শুধু নীল আসমান ছাদ ! সামনে এদের সংখ্যা বাড়বে বৈ কমবে না লিখে রাখেন। আপনি তো ভালো আছেন বড় রাষ্ট্রে বড় চাকরি করেন তাই অমন কথা বলেন। মাত্র এক ঘন্টার জন্য রাস্তায় শুয়ে দেখেন না খেয়ে থাকেন দেখবেন জীবন দর্শন বদলে যাবে আর ব্লগিং করা লাগবে না গ্যারান্টি! মশার মতন ভনভন করবেন। ভালো থাকবেন।

১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৮

সোনাগাজী বলেছেন:



আপনার দুনিয়া কি বাংলাদেশ, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান ও আফ্রিকা?

১২| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৮

বিটপি বলেছেন: খ্রিস্টানরাও তো বিশ্বাস করে যে জোসেফ যদিও আইনত মেরীর স্বামী, তারপরেও তাদের মধ্যে কোন দৈহিক সম্পর্ক কখনও হয়নি। তাহলে যীশুর জন্ম কি করে হল? ইতিহাসে এও আছে যে যীশুর জন্মের পরে যারা মেরীর চরিত্র নিয়ে সন্দেহ পোষন করেছিল, তাদের মধ্যে যোসেফও ছিল। পরে স্বপ্নের মাধ্যমে সত্য জেনে তিনি যীশুকে সন্তান হিসেবে গ্রহন করেন।

আব্রাহামিক ধর্ম অনুযায়ী মেরীর কোন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক হওয়া সম্ভব ছিলনা, কারণ যীশুর জন্মের আগ পর্যন্ত তাঁর পুরো জীবন ডোম অফ রকে (বাইতুল মুকাদ্দাসে) কেটেছে। এই এলাকায় সব ধরণের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ ছিল।

১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:


মিরিয়াম নাজারাতের বাসিন্দা, এবং ইহুদী কন্য ছিলেন। তিনি জেরুসালেমে ছিলেন না। সমাজে বিয়ে প্রচলিত হওয়ার পরেও, কিছু নারী পুরুষ বিয়ের আগে শারীরিকভাবে মিলিত হয়ে থাকে।

স্বপ্ন দেখার পর, আপনি কি কি কাজ করেন, কোন কোন বড় কাজের সিদ্ধান্ত স্বপ্নের উপর নির্ভর করে আপনি করেন?

১৩| ১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫২

স্প্যানকড বলেছেন: কে আমি ?
কোন আগন্তুক ?
কোন পথিক ?
বা
কোন প্রেমিক ?
কোন কিছু টের পাওয়ার আগেই 
হুট করেই কি এসে গেছি ?
নাকি জোর করে
ইচ্ছের বিরুদ্ধে পাঠিয়ে দেয়া হয়েছে ?
ছেড়ে দেয়া হয়েছে
যার নাম স্বাধীনতা !
আসলে কেউ কি পুরোপুরি স্বাধীন হতে পেরেছে ?
একমাত্র স্রষ্টা ছাড়া ।

কে আমি ?
প্রশ্নটা দুইটা শব্দ নিয়ে বসে আছে
উত্তর কিন্তু এত সহজে ধরা দেয়নি
ছুটছি এক মেরু থেকে আরেক মেরু
মাঝারি সাইজের স্তন ছেড়ে
সুপারি গাছের মতন উরু
সব কিছু ফুরিয়ে
জীবন সুধায়,

তুমি মানুষ !
তোমার বহু পরিচয়
বহু বহু মুখ
ঘড়ির কাটা যেদিকে ঘুড়ে
তুমি তার উল্টো যেতে চাও হামেশা
একরোখা বড্ড জেদি
তোমার ভেতরে যে বুনো ষাঁড় দিন রাত ছুটে
ওদের দিকে মনোযোগ দাও
শান্ত হও !
শান্ত হও !
স্রষ্টা শান্ত থাকতে বলেছেন
সময় হয়নি উত্তর পাওয়ার
খুব কাছেই নরম সুর্যাস্ত
ছুঁয়ে যাবে নীল বিষ আপাদমস্তক
মার্কিনী কোকের মতন
মস্তিষ্কের ভেতরে কালচে আঁধার
সারাক্ষণ করে বুদবুদ ।

কে আমি ?

স্প্যানকড

১৭ এপ্রিল ২২।

আমার জগত এত বিশাল যার ভেতর একটা ক্ষুদ্র বালুর মতন পড়ে আছি। ভালো থাকবেন। যথাসাধ্য চেষ্টা করেছি আপনার জবাব দেবার।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:০৬

সোনাগাজী বলেছেন:



ভালো।

অনেকে নিজকে বুঝতে গিয়ে নিজকেই প্রশ্ন করেন, "আমি কে?"

-আমি কে'এর উত্তরটা প্রশ্নকারীর নিজের লব্ধজ্ঞানের সামানুপাতিক হবে।

১৪| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৭

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! নিজেকে কখনো জিজ্ঞেস করেছেন কে আপনি ? ভালো থাকবেন।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:০৪

সোনাগাজী বলেছেন:




আমি মানুষ

১৫| ১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪২

আমি ব্লগার হইছি! বলেছেন: যীশু ভালো মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করছি।

১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৮

সোনাগাজী বলেছেন:


২০০০ বছর পর, উনার আত্মা কোথায় আছে বলা মুশকিল; উনি বিপ্লবী মানুষ ছিলেন।

১৬| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪০

স্প্যানকড বলেছেন: মানুষ তো সকলে ভালো ? না, মন্দ ? সেইটা আসল। ভালো থাকবেন। আমি যেমন ভালো মন্দ মিশানো।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ এই সভ্যতার জন্য "পরিমাপক" হিসেবে ব্যবহার করার মতো নয়; এশিয়ার মানুষদের ভালোমন্দ মাপতে হলে জাপানীদের সথে তুলনা করে বলার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.