নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা-পাগল আমার এক ক্লাশমেট, আবু মুসা

২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৬



**** পোষ্টটাকে কে বা কাহারা অকারণে রিফ্রেশ করছে; এগুলো ক্রিমিন্যাল আচরণ ****

দশম শ্রেণীর শুরুতে আমাদের ক্লাশে আবু মুসা নামে এক শহুরে ছাত্র ভর্তি হলো; বাবা ফুড-ইনস্পেক্টর, বদলী হয়ে আমাদের থানায় এসেছেন। তার প্রথম সপ্তাহ কেটেছে মেয়েদের মুখের দিকে তাকিয়েই; মেয়েরা নাম দিয়েছে হাবা রোমিও। পরের সপ্তাহে ফুটবল খেলতে নামলো, ভালোই খেলে, আমার সাথে ঘনিষ্টতা শুরু হলো। মাস'খানেকের মাঝে আমাকে বলার শুরু করলো, ক্লাসের কোন মেয়েকে কি কারণে ভালো লাগে। শহরে যেই স্কুলে পড়েছে, সেখানে কো-এডুকেশন ছিলো না। পরবর্তী ১০ মাসে তার কাছে শুনলাম, তার ভালোবাসার জগতে আমাদের ক্লাশের প্রতিটি মেয়ের একটা করে আসন আছে।

টেষ্ট পরীক্ষার আগে একদিন আমাকে বলে যে, ৯ম শ্রেণীর নাহারই এখন তার মনের আকাশের ধ্রুবতারা, এবং আমার দায়িত্ব হবে, তাকে নাহারের কাছে তুলে ধরা। আমি নাহারকে ভালোভাবে জানতাম, সেও ৮ম শ্রেণী অবধি শহরে পড়েছিলো; বেশ সুন্দরী, একটু অসরল, একটু আত্মকেন্দ্রিক; আমি কোনভাবেই পছন্দ করতাম না; ভালো একটা দিক ছিলো, ছুটির পর ফুলবল খেলা দেখতো নিয়মিত; আমি ভালো খেললে, বারান্দায় দেখা হলে বলতো।

আমি মুসাকে বললাম যে, কাউকে ভালো লাগলে, উহা নিজ মুখে বলতে হয়, ৩য় জন উহাতে প্রবেশ করলে, উহা ভালোবাসা হবে না, হবে ত্রিভুজ। স্কুলে একটা বড় সমস্যা ছিলো, মেয়েদের গার্ডিয়ান ছিলেন বিএসসি স্যার, উনি মনে করতেন যে, কোন ছেলে মেয়েদের দিকে ভালোবাসার চোখে তাকালে, উহাকে ফাঁসী দেয়ার দরকার আছে। মুসা নিরাশ হয়ে গেলো, বুঝলো যে, আমাকে দিয়ে তার ভালোবাসার রথ এগুবে না।

টেষ্ট পরীক্ষা হয়ে গেছে, ১সপ্তাহের ছুটি, কোচিং আরম্ভ হবে আগামী সপ্তাহে; চৈত্রের রোদে খালি মাঠের শুকনো মাটি থেকে বাস্প উঠে মরীচিকার সৃষ্টি করেছে। আমি ভর দুপুরে কাছারীর সামেন ছায়ায় বসে একটু অবসর নিচ্ছি, চোখ আবদ্ধ হলো আধা মাইল দুরে, এক পথিকের উপর; উহা মুসা, আমাদের বাড়ীর দিকে আসছে। আমি ঘরে গিয়ে কাগজীলেবুর ২ গ্লাস শরবত নিয়ে কাছারীতে ফিরলাম। মুসা এসে কাছারীতে বসেছে। তার গলা দিয়ে শরবত নামছে না, চোখে মুখে আতংক।
-কি হয়েছে মুসা? আমি জানতে চাইলাম।
-বিএসসি স্যারের কাছে আমার নামে নালিশ যাবে?
-কোন মেয়ে?
-নাহার!
-তুই ঘামছিস, শার্ট খুলে বস, দুপুরের খাবার খেয়েছিস?
-না, আমি ভয়ে বাসায় যাইনি; খাবার আমার গলা দিয়ে নামবে না।

ঘরে যা ছিলো, তা দিয়ে ২ জনে খেলাম। ঘটনা হচ্ছে, সপ্তম শ্রেনীর ১ ছাত্রের মারফত মুসা একখানা প্রেমপত্র নাহারের কাছে পাঠায়েছে; ছেলেটা আমার খালাতো ভাইয়ের ছেলে, আমার সাথে খুবই ঘনিষ্ট। নাহার আমার ভাইপোকে নাকি বলেছে যে, ২ চাচা যেন প্রস্তুত থাকি, চিঠি বিএসসি স্যারের কাছে যাবে।
-মুসা, চিঠি লিখতে হয় না, ভালো লাগলে মুখের উপর বলতে হয়।
-এখন আমাকে বাঁচা, বাবা শুনলে আমার মুখ থাকবে না।
-তুই কোন অপরাধ করিসনি, ভালো লাগা অপরাধ নয়।
-এখন চল, নাহারকে বলে চিঠিটা নিয়ে নেয়।

৯ম শ্রেণীর মেয়ের সাথে এসব ম্যাঁওপ্যাঁও বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা আমার ছিলো না; নবম শ্রেনীতে আমার অন্য এক ক্লাশমেটের বোন ছিলো, হাসিনা; আমার সাথে ভালো সম্পর্ক। আমার বিশ্বাস ওকে বললে, সে বুঝায়ে ঠিক করে দেবে। স্কুল ছুটির আগে স্কুলে গেলাম, বারান্দায় হাসিনাকে বললাম ব্যাপারটা। এরপর আমি ফুটবল খেলতে গেলাম, মুসা খেললো না, মাঠের কোণে বসে রলো।

হাসিনা বাড়ী ফেরার আগে বললো, নাহার কোন কথাই শুনতে চাচ্ছে না; আগামীকাল বিএসসি স্যারকে চিঠিটা দিবে; আজকে স্যার আগে আগে বাড়ী চলে গেছেন। মুসা তার মাকে বলে, সেই রাত আমার সাথে আমাদের কাছারীতেই থাকতে এলো। তার ভয় কাটছে না; আমার বিশ্বাস, নাহার স্যারকে চিঠি দিবে না; মেয়ে বড় হয়েছে, ৯ম শ্রেনীতে পড়ে, এখন কিসের অভিযোগ! মুসাকে সেটা যতবার বলি, তার চেহারা আরো বেশী ফ্যাকাশ হয়ে যায়।

পরেরদিন স্কুল ছুটির আগে গিয়ে আমি বারান্দার এককোণে দাঁড়ালাম, হাসিনা আমাকে দেখেছে; একটু পরে নাহার পানি পান করতে টিউবওয়েলে এলো, বুঝলাম হাসিনা পাঠায়েছে। পানি খেয়ে ফেরার সময় আমাকে বললো,
-২ বন্ধু তৈরি থাকেন, চিঠি স্যারের কাছে যাবে।
-মুসাকে পছন্দ না'হলে চিঠিটা আমাকে দাও, আর পছন্দ হলে, নিজের কাছে রাখ।
-স্যার সেটা ঠিক করে দেবেন।

মুসাকে বললাম,
-নাহার চিঠি স্যারকে দেবে না, দিলে আজকে দিয়ে দিতো; চল, বল খেলি।

সে বল খেললো না, মাঠের কোণে চুপ করে বসে রলো। খেলা শেষে সে আমার সাথে হেঁটে আমাদের বাড়ী অবধি এলো; মুখ কথা নেই, ফ্যাকাসে ফ্যাকাসে। সে বললো,
-আমি কাল ভোরে বাসা থেকে পালিয়ে যাবো।
-তোকে পালাতে হবে না; ঐ মেয়ের সাহস নেই, সে সরলও নয়; তবে, সে চিঠি স্যারকে দেবে না; একটু হাস, আমি তোর জন্য শরবত বানিয়ে আনি।

শরবত খেয়ে সে প্রথমবার হাসলো,
-তুই বলছিস, নাহার চিঠি স্যারকে দেবেনা!
-অবশ্যই দেবে না।






মন্তব্য ৫৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: আবু মুসা বেশ আপডেটেড ছিল মনে হচ্ছে। তারপর ঘটনা কি ঘটেছিল? বলছি নাহারের সাথে কাহিনি হয়েছিল?

২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



না, মুসার সাথে তার যোগাযোগও ঘটেনি, মেয়েটা শহুরে কাউয়া ছিলো।

২| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৬

আশিকি ৪ বলেছেন: +

২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



কৈশোরের চিঠি থাকলে ব্লগে দেন, সবাই পড়ে দেখুক।

৩| ২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০১

আশিকি ৪ বলেছেন: এখনো ওয়াচে রাকসে।

২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:


কে কাহাকে ওয়াচে রাখছেন?

৪| ২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৫

আশিকি ৪ বলেছেন: আমি ব্লগে সামনের পাতায় লেখার যোগ্যতা এখনো অর্জন করিনি।

২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:


প্রতিদিন সাধারণ মানুষজন সম্পর্কে ইন্টারেষ্টিং কিছু লিখেন, অন্যদের পোষ্টে কমেন্ট করুন। আপনি চাঁদগাজী ও রাজিবের পক্ষে মন্তব্য করেছেন দেখলাম, উহা ফ্যাক্টর হয়ে যেতে পারে।

৫| ২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৪

আশিকি ৪ বলেছেন: দশ বছর আগে একটা নিক আছিল। ইমেইল পাস ভুলে গেসি।ওদের বলদামি এত নিম্নমানের পুরান কেউ এদের সাথে তর্ক করতে লজ্জায় রঙিন হইপে।

২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



এরাই বাংলাদেশের সবখানে আছে এখন, এটাই আমাদের জাতি।

৬| ২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৮

গেঁয়ো ভূত বলেছেন: অনেক সুন্দর গল্প। পরের টুকু জানতে চাই।

২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

সোনাগাজী বলেছেন:



পরে তেমন কিছু ছিলো না; কোন মেয়ে মুসাকে পছন্দ করেনি; কিছু ঘটেনি। ফেনী কলেজ থেকে বিএসসি পাশ করে, পরে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পাশ করে সরকারী চাকুরী করেছে, বিয়ে করেছিলো মা'বাবার চয়েসে; সুখে আছে।

৭| ২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

আশিকি ৪ বলেছেন: ব্লগবাড়িতে অল্প কিছু বলদ আছে।কিন্তু অধিকাংশ বুদ্ধিদীপ্ত। বুদ্ধির জোরে এরা কাল্পনিক এর মন্তব্য (গড়লের পোস্টে) পড়ে বুঝবে এদের প্রকৃতিক সমুসা নুর আন্নেরে ভালা পায়। নইলে ৪০০০ পুষ্টদাতা নুর যবেত্তে আন্নেরে ভালবাসা দিতে তাকল তবেত্তে তার কপির বিরুদ্ধে সুচ্চার হৈসে। কই হেরা আগে কই আছিল? এই পস্নের জবাব কানি কেহ দিলনা।
অতএব প্রমাণিত হইল যে, তাহাদিগের মুল পপলেম রাজিবের আন্নের প্রতি সম্মান আর শ্রদ্ধা। কফি হৈল একখানা আই ওয়াশ।

২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:



সামুটিম ব্লগারদের নিয়ে যেসব কথা ব্লগারদের পোষ্টে লিখছেন, বিশ্বের কোন বেকুব দেশের সোস্যাল মিডিয়ায়ও এসব ঘটছে বলে মনে হয় না।

৮| ২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫১

আশিকি ৪ বলেছেন: সামুর দোষ দিয়ে লাভ নাই। চক্র ও সিন্ডিকেট এর কাছে সামু অসহায়।

২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



আমি কারো দোষ দিচ্ছি না; দেশের শিক্ষিতদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি।

৯| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ভালোই, নিজের চরিত্রটা মুসার উপর চাপিয়ে দিলেন!

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:


মানুষের হৃদয়ে ভালোবাসা জন্ম নেয়, ইহা ভালো চরিত্রের বৈশিষ্ঠ।

১০| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৪

আশিকি ৪ বলেছেন: ভ্লগে ভুত আসছে মনে লয়।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:



সামুটিম বলেছে, তারা চাঁদগাজীকে মাটিতে নামায়েছে; এগুলো সোস্যাল মিডিয়ার জন্য ভালো ষ্টেইটমেন্ট নয়, ক্রিমিনাল মাইন্ডদের জন্য উৎসাহের কারণ।

১১| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৬

আশিকি ৪ বলেছেন: কুটি কুটি পুস্ট তন্ন তন্ন করে খুজে ১০ টি পুস্ট খুজে পায়সেন অপ তানভির। পড়ি ।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৫

সোনাগাজী বলেছেন:




অপু তানভীর গল্প লিখতেন; পাঠক তেমন পেতেন না, এখন ব্লগিং'এর বিষয় বদলায়েছেন।

১২| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৯

আশিকি ৪ বলেছেন: ঝাক এবার কিচু হিট ফাবে।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



ব্লগিং কঠিন বিষয়, ব্লগিং করে হিট পাওয়া কঠিন; ব্লগিং না'জানলে, অন্যেদের আকর্ষণ করার জন্য ক্যাচাল ব্যতিত পথ নেই।

১৩| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৫

আশিকি ৪ বলেছেন: কিন্টু এবাভে কত দিন?

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:


বইমেলায় ৯০ ভাগ বই গার্বেজ আসে যেই কারণে, সেই কারণেই ব্লগে লেখার মান কম।

১৪| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার পোস্টেও আজ এলাহি কান্ড!

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:



এখন বুঝেন, দেশে শিক্ষিতদের মাঝে কি পরিমাণ ক্রিমিনাল আছে!

১৫| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গল্প পোস্ট করে আমি কাজে চলে গিয়েছিলাম। কাজ থেকে ফিরে আপনার মন্তব্য পড়ে ২ নং মন্তব্য পড়ে চক্ষু চড়কগাছ :||

এখন আপনার পোস্ট পড়তে এসে বিষয় বুঝছি। ফালুত লোকে ব্লগ ভরে যাচ্ছে।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



দেশের শিক্ষিতদের বেশীরভাগের কোন সঠিক ব্যক্তিত্ব নেই।

১৬| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৭

গরল বলেছেন: বেশ মজা পেলাম, এরকম গল্প শুনেছি কিন্তু চেঠি দেওয়া নেওয়া খনও দেখি নাই। আমার বাবাও নাকি আমার মাকে চিঠি লিখে তিন দিন বাসায় ছিল না।

২৫ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৩

সোনাগাজী বলেছেন:



আমাদের সময় চিঠিই ছিলো একমাত্র ভরসা; স্কুল ও বাড়ী ব্যতিত কথা বলা মুশকিল ছিলো।

১৭| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ২:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভ্যাল ঝামেলা!

(এই গল্প আরো বড়ো করা যাবে। )

২৫ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৪

সোনাগাজী বলেছেন:




আপনি চাইলে করতে পারেন।

১৮| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছোট থেকেই আপনি বহুত পাকনা!
ওই বয়সেই মেয়েদের মন বুঝতে
পারতেন। এখনো কি মেয়েদের মন
বুঝেন? ঘরের জনের মন কেমন?

২৫ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৬

সোনাগাজী বলেছেন:



ঘরের সাথে সব সময় ভালো, আমি মেয়েদের খুবই সন্মান করতাম।

১৯| ২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়তে বশে লাগলো।

২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৯

সোনাগাজী বলেছেন:



বিপদে ফেললেন!

২০| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এই স্মৃতি কথাগুলে বেশ চমৎকার লাগে।

২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৯

সোনাগাজী বলেছেন:


আমি আসলে স্মৃতিকথা লিখতে খুব একটা পছন্দ করি না। জাতির কষ্টের সময়ে বড় হয়েছি, স্ম্বতিগুলো কষ্টের স্মৃতি।

২১| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


তখনকার চিঠিজনিত প্রেমে সফলতার হার কেমন ছিলো?

কাউকে ভালো লাগলে, উহা নিজ মুখে বলতে হয়- এটা কারও কাছ থেকে শিখেছিলেন? নাকি নিজের ভাবনাপ্রসূত/?

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



কাউকে ভালো লাগলে, উহা নিজ মুখে বলতে হয়, এটা আমার নিজের ভাবনাপ্রসূত ছিলো।

তখনকার সময় অনেকেই নিজের অনুভবতা নিয়ে কথা বলতে পারতো না সমাজের ভয়ে; চিঠিই ছিলো বড় ধরণের মাধ্যম,ইহা কাজ করতো।

আপনার পায়ের অবস্হা কি রকম?

২২| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


: আপনার পায়ের অবস্হা কি রকম?
-ডক্টর দেখিয়ে ঔষধ খাচ্ছি; আপাতত মনে হচ্ছে ভালোর দিকে যাচ্ছে।

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:




শেক দিতে বলেছে?

২৩| ২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

: শেক দিতে বলেছে?

না;হাই কমোড ব্যবহার,চেয়ারে বসে নামায,সিড়ি আরোহন বন্ধ, উচু-নিচু হাটা বন্ধ এ যাবতীয় এডভাইজ দিয়েছে।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৮

সোনাগাজী বলেছেন:



আপনি গরম পানিতে বড় টাওয়েল ভিজায়ে, ২০ মিনিট করে দিনে ৩ বার শেক দেন।

২৪| ২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৩

আমি ব্লগার হইছি! বলেছেন: আমি জানি, নাহার ঐ চিঠি স্যারকে দিবে না।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:




মেয়েদের নিয়ে অভিজ্ঞতা

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



মেয়েরা একটু বড় হলে, এসব নিয়ে ঝামেলা করে না।

২৫| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৩

ইসিয়াক বলেছেন: একটি মেয়েকে ঘনিষ্ঠ এক বন্ধুর চিঠি পৌঁছে দিয়ে আমিও আবু মুসার মত ভয়ে আতঙ্কে কয়েক দিন স্থির হতে পারি নি।মেয়েটি আমাকে সরাসরি হুমকি দিয়েছিল।বলেছিল সবাইকে বলে দেবে আমি তাকে প্রেমপত্র দিয়েছি।কেন সে এমন করেছিল জানি না তবে পরে এটুকু বুঝেছি মেয়েটি ব্যপারটি উপভোগ করছে আর আমার অস্থিরতার মজা নিচ্ছে। বেশ অনেকদিন পরে মেয়েটি ওই ছেলেকেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল। মধ্যেখানে আমি ক'দিন নানা দুশ্চিন্তায় অস্থির হয়ে ছিলাম।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



মেয়েদেরকে বুঝতে সময় লাগে, তারা প্রকৃতির বিশাল রহস্য

২৬| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মিরোরডডল বলেছেন:




মুসা নিরাশ হয়ে গেলো, বুঝলো যে, আমার জগতে এখনো প্রেম টেমের আগমণ ঘটেনি।

মানে কি ? সেই সময়ের দশম শ্রেণীর ছাত্র মানেতো এখনকার চেয়েও বড় ।
সেই বয়সেও কাউকে মনে ধরেনি । বিশ্বাস করবো এই কথা ?
যদি করি তারমানে তখন থেকেই খেলাঘর রাম গরুড়ের ছানা ছিলো, রোবোকপ মানব ।

ভালো লাগা অপরাধ নয়

এটা সুন্দর বলেছে, ভালোবাসা ভালোলাগা অপরাধ নয় । অপরাধ হচ্ছে জোরপূর্বক কারো ভালোবাসা পেতে চাওয়া ।



২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:


অনেকের সাথে বন্ধুত্ব ছিলো; সেই কারণে অস্হির সময় গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.