নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কপি-পেষ্ট নিয়ে স্বরচিত জোক করা যাবে?

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৩



১) চাঁদগাজীকে ব্যান করার পর, সামুটিম ঘোষণা করেছে যে, হার্ড-ড্রাইভ মুক্ত করা হবে, চাঁদগাজীর পোষ্ট যেকোন জন কপিপেষ্ট করতে পারবেন, এতে সামুর অনুমতি আছে।

২) ব্লগার জিকোব্লগ'এর লেখাগুলো এমনভাবে কপি করে নিয়ে গেছে যে, উনার ব্লগ-এলাকা ফাঁকা হয়ে গেছে, অরিজিন্যালসহ নিয়ে গেছে; আপনারা গিয়ে উনার ব্লগিং পরিসংখ্যান চেক করে দেখতে পারেন, পোষ্টের সংখ্যা জিরো!

৩) ব্লগার জটিল ভাই উনার আজকের পোষ্টের ১ নং মন্তব্যের উত্তরে বলেছেন যে, উনার লেখা এত বেশী পপুলার ছিলো যে, হাজারবার কপিপেষ্ট করা হয়েছিলো, তিনি তাতে বিরক্ত হয়ে ব্লগিং ছেড়ে দিয়েছিলেন। এই সমস্যা এখন বাড়লে, উনি আবারো ব্লগিং বন্ধ করে দেবেন।

৪) ব্লগার নুরু সাহেবের পোষ্ট যদি কেহ কপি পেষ্ট করে সামুতে ছাপায়, উনি প্রতি পোষ্টের জন্য ১ টাকা করে পুরস্কার দেবেন।

৫) ব্লগার মোহাম্মদ কামারুজ্জমান সাহেবের কপিপেষ্ট-করা পোষ্ট যদি কেহ কপিপেষ্ট করে সামুতে প্রকাশ করতে চান, উনার অনুমতি নিতে হবে; কারণ, এসব পোষ্টগুলোর জন্য উনি পেটেন্ট চেয়ে আবেদন করেছেন।

৬) ব্লগার নাহল তরকারি সাহেবের প্রতিটি পোষ্ট কপি-পেষ্ট করে আনন্দ বাজার পত্রিকা নাকি ছাপাচ্ছে কোন এক ব্লগার গেছোদাদা'র নামে।

৭) ১ জন ব্লগার আমাদের গল্পকার অপু তানভীরের গল্প কপি-পেষ্ট করে ছাপায়েছে নিজের ফেইসবুকে; উনার স্ত্রী গল্প পড়ে স্বামীকে বলেছে, "তুমি কোন কাজের নও, কিসব লেখ, এত বানান ভুল দেখলে ছেলেমেয়েরা কি ভাববে?"

৮) ব্লগার রাজিব যাদের লেখা কপিপেস্ট করেছে সামুতে, ক্ষতিপুরণ হিসেবে সামু অরিজিন্যাল লেখকদের কিছুটা সন্মানী দিতে চাচ্ছে; আপনার পোষ্টগুলো কপিপেষ্ট করাতে চাইলে, রাজিবের সাথে আলাপ করে দেখেন।

৯) ব্লগার নীল আকাশের বই'এর নাম "শবনম" শুনে, লেখক সৈয়দ মুজতবা আলী সাহেবের ছেলে বললেন, "বাবার পুরো বই কিভাবে কপিপেষ্ট করে ফেললেন ভদ্রলোক?"

১০) উপরের ৯টি তথাকথিত জোক আসলে কপিপেষ্ট করা।




মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিলসাবের আজকের পোষ্টটি ষ্টিকি করার জোর দাবী জানাই।
তিনি বলেছেন কপি পেস্ট নিষিদ্ধ কনো কাজ নয়। এটি সৃজনশশীলতা।
তার পোষ্টে আমার মন্তব্য করা ব্যান। তা না হলে আমি তাকে শুভেচ্ছা
জানিয়ে আসতাম। সম্ভবত রমজান মাসে তার জটিল নাড়ীর প্যাঁচ খুলে
গেছে।
অন্যদের ব্যাপারে দেখি অন্যরা কি বলে!

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৯

সোনাগাজী বলেছেন:



উনার লেখা কপিপেষ্ট করবেন না কিন্তু; উনি রেগেমেগে ব্লগিং ছেড়ে দেবেন

২| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: জোক চলুক

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:২২

সোনাগাজী বলেছেন:



কপিপেষ্ট বন্ধ করার জন্য একটা সেমিনার করা উচিত।

৩| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার কবিতা/ছড়া কপি পেষ্ট করলে
প্রতি কবিতায় ঈদের সেলামী সহ ৫ টাকা,
ছড়া ৪ টাকা, প্রবন্ধ ৩ টাকা, রম্য কথন ২ টাকা,
বিবিধ ১ টাকা করে দেওয়া হবে।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:২৩

সোনাগাজী বলেছেন:



কপিপেষ্টের চাহিদা বেড়ে গেছে?

৪| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন আমি সত্যি চিন্তিত!

আমার লেখার কী হচ্ছে আমি জানি না :(

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:২৯

সোনাগাজী বলেছেন:




আপনার লেখা কপি করতে পারবে, পেষ্ট করতে গেলেই বিপদে পড়বে।

৫| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সবসময় আমাকে উৎসাহিত করেন। আজ আশ্বস্ত করেছেন। আপনার সার্বিক সফলতা এবং দীর্ঘায়ু কামনা করি।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৩৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪১

গরল বলেছেন: Ctrl+C এবং Ctrl+V শর্টগুলোই যত নষ্টের মূল, এই দুইটা শর্টকাট বাদ দিয়ে কিবোর্ড বাজারজাত করলে সামুর একটা বাড়তি আয়ের ব্যাবস্থা হয়ে যাবে বলে আশা করি। সামুর একটা বাড়তি আয়ের পথ দেখালাম, এখন কি মডু হতে পারব?

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪৫

সোনাগাজী বলেছেন:



আমি আপনাকে 'মড়ুর' পদ দিয়ে দিলাম।

৭| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখিক বলেছেন
কপিপেষ্টের চাহিদা বেড়ে গেছে?

ঈদে দাম বাড়বোনা?

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:


আপানর লেখা পড়লে বুঝা যায় না, মৃত্যু-বার্ষিকী, নাকি জন্ম বার্ষিকী; রাজিব আপনার লেখা কপি করে একবার বিপদে পড়েছিলো।

৮| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতকাল আপনার যে গল্প পড়েছিলাম, ওটা আসলে একটু আলাদা ধাঁচের।

আপনি ওটা নাটকের স্ক্রিপ্টের মত লিখেছেন। আরো কয়েকবার পড়লে, পড়ার সময় যোগ করলে নতুন কিছু হবে।

(এক মন্তব্য লিখেছিলেন মেয়েটা ছিল শুহুরে কাউয়া। এই সংলাপে গল্পের পট বদলে দিয়েছে। আমি ওটাতে কাজ করতাম, সমস্যা হলো আমি এখন সময় পাইনা। )

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪৯

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, আপনি এখন ব্যস্ত; আবার কভিড-১৯ আসলে, লকডাউনের সময় হাতে সময় পাবেন।

৯| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
আপানর লেখা পড়লে বুঝা যায় না, মৃত্যু-বার্ষিকী, নাকি জন্ম বার্ষিকী; রাজিব আপনার লেখা কপি করে একবার বিপদে পড়েছিলো।

বোকা রাজীব বোকাই আছে। আগেও
বিপদে ছিলো এখনো আছে। বেচারা!

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৫৪

সোনাগাজী বলেছেন:



বেচারা ঠিক মতো কপিপেষ্ট করতে শিখেনি; আমাকে বললেই হতো।

১০| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৩০

শ্রাবণধারা বলেছেন: না ভাই কপি পেস্ট নিয়ে স্বরচিত জোক করবার অনুমুতি নেই, তবে আপনি ইচ্ছা করলে এ বিষয়ে স্বরচিত রবীন্দ্রসঙ্গীত লিখে পোস্ট করতে পারেন। আমার ধারণা এখন পর্যন্ত এটাই একমাত্র বাকী আছে। :)

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০৪

সোনাগাজী বলেছেন:



চেষ্টা করলে পারবো; তবে,ওপারে গেলে ঠাকুর আমাকে ধরবে!

১১| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: গোটা ব্লগপাড়া এখন জোকস এর মঞ্চ। অবশ্যই করা যাবে।

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০৫

সোনাগাজী বলেছেন:



সামুর একমাত্র প্রবলেম।

১২| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সামুতে কেউ কি কপি-পেস্ট করেছেন?

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০৭

সোনাগাজী বলেছেন:



সামু থেকে কপি করা যায়, কি্তু পোষ্ট করলে বিপদ,কেহ পড়তে চায় না।

১৩| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


১.কিছুক্ষণ আগে পাওয়া খবর,নোবেল কমিটি সাহিত্যের জন্য সামুতে চোখ রেখেছে।
২.কপিপেস্ট নামে দেশের সকল ভার্সিটিতে আলাদা ডিপার্টমেন্ট খোলার জন্য আবেদন গৃহীত।
৩.এলিয়েনরা মানুষের ভাষা বুঝার জন্য শুধু নাকি কপিপেস্টই করে যুগের পর যুগ।
৪.আজ থেকে কয়েক আলোকবর্ষ পরে "সামু কপিপেস্ট "নামে দিবস পালন করা হবে।
৫.দেশে নতুন মহামারী কপিপেস্ট"; Who লোকবল পাঠাচ্ছে, হাসপাতালে লেখা চুরি হয়ে যাওয়া লেখকরা ICU তে, লকডাউন শীঘ্রই।

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:২৯

সোনাগাজী বলেছেন:



েখন থেকে কপি করার অনুমতি থাকবে সামুতে, কিন্তু উহাকে পেষ্ট করা যাবে না; পেষ্ট করলে শাস্তি

১৪| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১৪

নূর আলম হিরণ বলেছেন: আমার বেশ কিছু লেখা ফেইসবুক, এমনকি অনলাইন পোর্টালও দেখা গেছে। বিশ্বাস করেন আমার এতে বিন্দুমাত্র খারাপ লাগেনি, কেনো লাগেনি তাও জানিনা। মনে আছে একবার আমার এক লেখায় আমি গিয়ে মন্তব্যও করেছি যে পোস্ট ভালো হয়েছে, ভালো লিখেছেন। পোস্টকারী আমায় ধন্যবাদও দিলেন। তাতেই খারাপ লাগেনি, বুঝলাম পোস্টকারী হয়তো অন্য কারো থেকে কপি করেছে, আমি যে মূল লেখক তা বুঝতে পারেনি। এগুলো দেখলে মজা লাগে, রাগ হয়না।
আপনার কয়েকটা মন্তব্য ও পোস্টের থিম আমি ফেইসবুকে দিয়েছিলাম, আপনাকে বলেও ছিলাম, যতদূর মনে পড়ে আপনি রাগ করেননি, পয়সাও দাবি করেননি :)

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩০

সোনাগাজী বলেছেন:



সব ভালোই চলছিলো, রাজিবের জন্য সব উলটপালট হয়ে গেলো

১৫| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি সামুতে লেখা আমার কিছু পোস্ট ফেবুতে দিয়েছিলাম।

ফিডব্যাক ভালোই হয়েছে!

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩১

সোনাগাজী বলেছেন:



ফেবুর লোকেরা পড়েন?

১৬| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আর, আপনার 'জিং জিং' শব্দটি কপি করে বাসায় ছেড়েছিলাম। ফলাফল বেশ!!! :)

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩১

সোনাগাজী বলেছেন:



সারছেন! আপনি আর শব্দ পাননি!

১৭| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


ভয় পাচ্ছি,ইলন কবে জানি "সামু কিনে নেয়; তখন টুইটার থেকে সামুতে "কপিপেস্ট আজীবন নিষিদ্ধ হয়ে যাবে।

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



ঈলান মাস্ক বাংলা শিখতে পারবে না, সময় নেই।

১৮| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:১৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সামুতে কপিপেস্ট নিয়ে দুর্বার আন্দোলন শুরু হওয়ার পর অনেক ব্লগার নাকি গা ঢাকা দিয়েছেন।
এমনকি কয়েকজন নাকি ঢাকা ছেড়ে টরোন্টোর বেগম পাড়ার উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেছেন !

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



সামু লিষ্ট করে র‌্যাব লাগায়ে দিয়েছে।

১৯| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:১৩

জগতারন বলেছেন:
মৌলিক ব্লগ লিখা ও ব্লগার ছিলেন জ্বনাব চাঁদ গাজী।
ব্লগে ঝগড়া-ঝাটি, তক্ক-বিতক্ক, বাক-বিতন্ডা থাকবে, চলবে.....
থাকিলেও কাহারও গলা টিপিয়া ধরিয়া মারিয়া ফেলা অসমচিন মনেকরি।
তাই সামু কতৃপক্ষকে জানাইতে চাই;
দয়া করিয়া জ্বনাব চাঁদ গাজী সাহেবের নিকটি ফিরাইয়া দেবার আকুল অনুরোধ করিতেছি।

২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ।
সামুর নিজস্ব এজেন্ডা আছে।

২০| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ কম না। আপনিও জোক করতে ভালোই জানেন।

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:



আমার ব্লগিং জীবনের একমাত্র জোক পোষ্ট; আমার নিজের লেখা জোক।

২১| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, কপি-pest নিয়ে জোক চলতে থাকুক ,চালিয়ে যান সময়ের আলোচিত হিট বিষয়ে আর হয়ে উঠুন সামুর সেরা জোকার (ব্লগার)।

তবে ছোট একটা তথ্য আপনার জ্ঞাতার্থে আমার যে কোন লেখা যে কারো জন্য সনসময়ের জন্য উম্মুক্ত আছে । যে কেউ তা তাদের প্রয়োজনমত ব্যবহার করতে পারবে। এ ব্যাপারে অনুমতি বিরাজমান

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনার গরুর রচনাগুলোতে ভেজাল ছিলো সব সময়।

২২| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৩

আখেনাটেন বলেছেন: এভাবে হাটে হাড়ি ভাঙ্গা জোকস তো ব্লগে আগুন লাগিয়ে দিতে পারে। আপনার সাহস আছে বলতেই হয়। :D

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:



সামুটিম কিছু একটা করার চেষ্টা করছে।

২৩| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৬

আখেনাটেন বলেছেন: আপনার চাঁদগাজী নিক কী মুক্ত হয় নি। অন্য নিকে ব্লগিং করছেন।

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:



সামুটিম একটু ভিন্ন ধরণের ব্লগিং চালু করছে, মনে হয়।

২৪| ২৬ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুটিল বাবুর একখান মহা কাব্য নাকি
ব্লগ টিম নাই করে দিয়েছেন, সে জন্য
তার রাতের ঘুম হারাম হবার যোগার।।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৪

সোনাগাজী বলেছেন:



ব্লগটিম গার্বেজ পরিস্কার করার শুরু করেছেন? উনাদেরকে ওভারটাইম করতে হবে!

২৫| ২৬ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার হাউ কাউ শন্দটি অনেক নাটকে ডাইলগ হিসেবে ব্যবহৃত হয়েছে। অনেক নাম করা করা ফেসবুক সেলিব্রিটি তাদের ল্রখায় হাউকাউ শব্দটা ব্যাবহার করছেন। এগুলো কি কপি নয়। তারা তো ফেসবুকে এক্টিভ। তারা কি এগুলো দেখেনি?

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:



আমাদের মানুষের বিদ্যার ঠিক ঠিকানা নেই।
আমি নীচের শব্দগুলো ব্যব হার করতাম:

ডোডো, মগজহীন, পিগমী, লিলিপুটিয়ান, ম্যাঁওপ্যাঁও, জিং জিং, হাউকাউ, প্রশ্নফাঁস-জেনারেশন, ফেইসবুক-জেনারেশন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.