নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

চাষী পরিবারের জমির ক্ষুদ্রাংশে বিভক্তি ঠেকানোর উপায় কি?

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭



ব্লগারদের মাঝে যাঁরা চাষী পরিবারের সন্তান আছেন, যাঁদের পরিবারের চাষের-জমি আছে বা ছিলো, উহা ভাইবোনদের মাঝে ভাগ করা হয়েছে, কিংবা এক সময় হবে। আর যাঁদের চাষের জমি নেই, তাঁরা আত্মীয়স্বজনদের পরিবারে চাষের-জমি ভাইবোনদের মাঝে ভাগ হতে নিশ্চয় দেখেছেন!

এই ভাগবাটোয়ারার ফলে জমির মালিকের সংখ্যা লাফ দিয়ে বাড়ছে, একইসাথে জমির প্লটের সংখ্যা বাড়ছে; কিন্তু প্লটের আয়তন কি হারে কমছে? যেসব পরিবারে জমির পরিমাণ কম ও ভাইবোনদের সংখ্যা বেশী, এসব জমির কি অবস্হা? নতুন মালিকেরা এই জমি চাষ করে পরিবারের ভরণপোষণ করতে পারবেন?

গত ৫২ বছরে, বাংলাদেশের চাষী পরিবারগুলোর জমি ভাগ বাটোয়ারার ফলে, জমিগুলোর প্লট যত ছোট হয়েছে, এগুলোতে কোন প্রকার মেকানাইজেশন প্রয়োগ অসম্ভব। এখানেই কারণ নিহিত আছে, কেন আমাদের ৫০ ভাগ মানুষ এখনো কৃষিতে আটকা পড়ে আছেন!

আমাদের দেশে, যেই পরিমাণ জমি আছে, এবং জমির প্লটের আয়তনের যেই অবস্হা, এই অবস্হায় চাষ করে দেশের অর্ধেক মানুষ ভালোভাবে বাঁচার কোন উপায় আছে?

এই বছর কি পরিমাণ পরিবারের চাষেরজমি ভাগ হবে? এই বিভক্তিকে সরকার কোনভাবে ঠেকাতে পারবে? আসলে, আপনি কি মনে করেন, ইহা ঠেকানোর কোন দরকার আছে? আপনার কি মনে হয় যে, চাষী পরিবারের ভাগবাটোয়ারা হলে, জাতির অর্থনীতির উপর উহার প্রভাব আছে! পারিবারিক জমি বিভক্তি করণে সরকারের কোন বক্তব্য আদৌ থাকার দরকার আছে?


মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৮

রানার ব্লগ বলেছেন: কৃষি জমি ভাগের সাথে সাথে আবাসনও ভাগ হচ্ছে, থাকার জায়গা কমে যাওয়ার কারনে কৃষি জমিতে আবাসন গড়ে উঠছে । এতে কৃষি জমি হারাচ্ছে উৎপাদন ব্যাহতো হচ্ছে । ১৯৯০ সালে যে কৃষি জমি ছিলো তা কি এখন আছে ? না নাই। আমার নিজের অভিগ্যতা বলে নাই, ১৯৯০ সালে যেখানে আমি বিসতির্ন কৃষি জমি দেখেছি ২০২২ সালে এসে সেখানে আবাসন দেখছি, বাগান বাড়ি দেখছি । কৃষক জমি চাষ ফেলে সৌদি প্রবাসী হয়ে অর্থ কামিয়ে কৃষি জমিতে উন্নত সুবিধা যুক্ত দ্বিতল ফ্ল্যাট করছে ।

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪২

সোনাগাজী বলেছেন:




৫২ বছর পর, এইবার একজন মহিলা এমপি কৃষি জমি সংরক্ষণের জন্য একটা বিলের কথা বলেছেন; ৫২ বছর অন্য হবুদের মাথায় উহা আসেনি।

২| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: জন্ম নিয়ন্ত্রণ বলি একটা ব্যবস্থা আছে উহা চাষীদের মাঝে পরিচিত করিবার দায়িত্ব লইতে পারেন আপনি দেশে ফিরিয়া।

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:




জমি বিভক্তির ফলে কিভাবে জাতীয় সমস্যা বাড়ছে, উহা আপনি বুঝেন কিনা?

৩| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ১৪৮০০০ হাজার বর্গ কিলোমিটারের দেশে ২২ কোটি জনসংখ্যার আনুপাতিক হিসাব করেন।৭৭ সালে জিয়া সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকেই জন্ম নিয়ন্ত্রণের উপর জোড় দিয়ে ছিলেন।

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৪

সোনাগাজী বলেছেন:




আপনার এলাকায় 'ফ্যামেলী প্ল্যানিং' অফিস আছে? উহা চালু করেছিলো জে: জিয়ার রাজনৈতিক পিতা জে: আইয়ুব খান।

৪| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৭

আমি ব্লগার হইছি! বলেছেন: আমার মনে হয় সব মালিক মিলে যৌথ ভাবে ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টর, ডিপটিউবঅয়েল এইসব কিনে একসাথে জমি চাষ করে পরে ফসল ভাগাভাগি করে নিতে পারে।

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:




সেটাই করতে হবে, সেটার সঠিক পথ হলো, যৌথ (সমবায় ) খামার পদ্ধতিতে; এতে জমির অবস্হান ও পরিমাণ আধুনিক সফটোয়ারে সংরক্ষণ সম্ভব, বিনিয়োগ সম্ভব, মেকানাইজেশন সম্ভব হবে।

৫| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৯

ইসিয়াক বলেছেন: কৃষি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। সার বীজ কীটনাশক মোটামুটি সহজলভ্য। যদিও দাম বেশি। বর্ডার এলাকায় ভারত থেকে কিছু উন্নত জাতের বীজ আসে যেগুলোর ফলন ভালো। এক্ষেত্রে উল্লেখযোগ্য ধানের জাত,মিনিকেট ও বাসমতী। তাছাড়া হাইব্রিড জাতের ফসলের কারণে এখন বাংলাদেশ বিপদে পড়েনি কিন্তু ...
আপনি যেটা বলেছেন জমি ভাগের কথা সেটা অবশ্যই চিন্তিত হবার মত একটা বিষয়।জমি ভাগ হলে প্রথমে জমিতে আল ( বর্ডার) দেওয়া হয়। এর ফলে মুল জমির অনেকাংশ অব্যবহৃত থাকে। কোন কোন জমি চাষ করার মত অবস্থায় থাকে না।কারণ এখন গরুর লাঙল নেই বললেই চলে। ট্রাক্টর বা পাওয়ার ট্রিলারে ছোট জমি চাষ করা যায় না। এক্ষেত্রে সমবায়ের ভিত্তিতে সকল জমি একসাথে নিলে নিঃসন্দেহে ফসল উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



সমবায় খামার না'হওয়া অবধি, চাষী ও কৃষি শ্রমিকেরা গরীব থাকবে, কিছুই তাদের সাহায্য করতে পারবে না।

৬| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন: আজকাল কৃষিক্ষেত্রে আরও একটা সমস্যা প্রকট আকার ধারণ করেছে সেটা হলো চাষের জমি খুব দ্রুত বসতবাড়ি, চাতাল বা অন্যান্য কাজে ব্যবহার হচ্ছে। সবারই নিজের একটা পাঁচিল ঘেরা বাড়ি চাই। যৌথ পরিবার ভেঙে ভেঙে অসংখ্য ক্ষুদ্র পরিবারের সৃষ্টি হচ্ছে এবং চাষের জমি হুমকির মুখে পড়ছে। যেমন বিলের মধ্যে বা কালভার্টের মুখে অপরিকল্পিত বাড়ি ঘর পানি নিষ্কাশনের প্রধান বাধা হয়ে দাড়ায় ফলস্রুতিতে ফসল পাকার মুখে (এক্ষেত্রে ধান) অনেক সময় পাকা ধান নষ্ট হয় বা জন( লোক) খরচ অত্যাধিক বেশি পড়ে যায়। গত আমন সিজনে আমাদের এলাকায় এই সমস্যার কারণে অনেকে লীজের( ছয় মাসের জন্য জমির নির্দিষ্ট মূল্য চাষিকে চাষ করতে দেওয়ার পদ্ধতি) টাকা দিতে পারে নি।কেউ কেউ মওকুফ পেয়েছে বেশি ভাগ চাষি দেনায় জড়িয়ে গেছে।

২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



জমি সংরক্ষণ, বাঁধ, সেঁচ, ইত্যাদি এখন সরকারী কন্ত্রাক্টর ও ডাকাত ইন্জিনিয়ারদের হাতে; ওরা কৃষিবিদ নয়।

ভারত, পশ্চিম বাংলায় আরো ৬০ বছর আগের থেকেই জমি সংরক্ষণ করছে ; আমাদের সরকারের কেহ এই সমান্য বিষয় বুঝার মতো বুদ্ধিমান নয়, এদের মাথায় কি আছে?

৭| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

জগতারন বলেছেন:
দেশ ও দশের কল্যানক কথা জানিয়ে এই রকম চিন্তাশীল মনের বহু মৌলিক প্রবন্ধ সোনাগাজী বা চাঁদগাজী লিখে
সামু' বাংলা ব্লগকে সমৃদ্ধি করেন।

তাই সামু' কতৃপক্ষকে আবারও বলিঃ
অনেক হয়েছে, বহু সাস্তি, গঞ্জনা চাঁদগাজী'কে দেওয়া হয়েছে।
এবার তার প্রকৃত নিক;
'চাঁদগাজী' ফিরায়ে দেওয়া হোক।

২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

সোনাগাজী বলেছেন:



দেশের অর্ধেক মানুষ কোনদিনও স্বচ্ছল হতে পারছে না, তারা চাষী।

আপনাকে ধন্যবাদ; সামুর নিজস্ব কোন এজেন্ডা আছে, মনে হয়।

৮| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০০

জগতারন বলেছেন:
জমি চাষাবাদ বর্তমান সময় মোটেই
লাভজনক নেই।
দেশের মানুষ ও প্রসাশনের বিবেচনা অত্যাবশ্যক।

২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

সোনাগাজী বলেছেন:



মাত্র ১০ ভাগ মানুষ যদি চাষাবাদে থাকতো, তারা হয়তো কিছুটা ভালো থাকতে পারতো। সরকার এদের জন্য চাকুরী সৃষ্টি করতে সমর্থ নয়।

৯| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


কৃষকেরা আজকাল আত্নহত্যা করে।

২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

সোনাগাজী বলেছেন:



ওরা দেখছে, ওদের পরিবারের কি অবস্হা, আর মাস্তানদের পরিবার কিভাবে বেশী আয় করছে।

১০| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫২

আশিকি ৪ বলেছেন: বাংলাদেশের দুইজন প্রাক্তন নায়ুক নাইকা অভিনয় ছেড়ে চাষবাস করছেন। খামার করিছেন। একন ভাল আচেন উনারা।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:


ওরা ভালো করার কথা, ওদের হয়তো ক্যাপিটেল ছিলো। সাড়ে ৯ কোটী লোক চাষে আছেন, এদের তেমন কিছুই নেই।

১১| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩

গরল বলেছেন: চাষি নিয়ে আপনার আগের পোষ্টে একটা মন্তব্য করেছিলাম, আমার মনে হয় সেটা করলে এই বিভক্তি ঠেকানো যেতে পারে।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:



সেটাই পথ; কাউকে শুরু করতে হবে।

১২| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগে কিছু ডিজিটাল কিন্তু
প্রশ্ন ফাঁস আকাইম্মা ব্লগার
আছে যাদের কাজ হলো
সব কিছু গুবলেট করে
দেয়। তাদের গ্রামে
পাঠালে জমির ক্ষুদ্রাংশে
বিভক্তি ঠেকানো যেতে
পারে।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৭

সোনাগাজী বলেছেন:



যারা লিখতে জানে না, তাদের পক্ষে নতুন কিছু করা, নতুন কিছু শেখা সম্ভব হবে না, হয়তো।

১৩| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৭

প্রতিদিন বাংলা বলেছেন: [মন্তব্য করা অর্থহীন ,আমরা ডায়ালগের দেশপ্রেমী]
চাষের জমি ভাগ হবেনা ,ভাগ হবে ফসল।
এক খোঁচায় সমাধান ,বড়ো বড়ো "বিদ" হবার দরকার নাই।
[প্রতিমন্তব্য না করলে ভালো হয় ]

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৪

সোনাগাজী বলেছেন:


অপু তানভীর নতুন পোষ্ট দিয়েছে; আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে।

১৪| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

দেশের অরাজকতায় "সমবায় শব্দটায় বিশ্বাস কেউ করতে চাইবে না,ভয়াবহ প্রতিযোগিতায় সবাই নিজের পরিবার নিয়ে সুখে থাকতে চায়; দেশে সম্ভবত বিপ্লব দরকার নাহয় নবী।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৫

সোনাগাজী বলেছেন:



নবী একটা ইসরায়েলে আসার কথা আছে।

১৫| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

: নবী একটা ইসরায়েলে আসার কথা আছে।

-ইসরাইলীরাই কিছুদিন পর নবী আসার কথা ভূলে যাবে,এখনই রাবাইরা মাথা চুলাকাচ্ছে।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৬

সোনাগাজী বলেছেন:



কিছু কিছু রাবাই বলছে, সভ্যতা এমন যায়গায় এসে গেছে, নবীর দরকার নেই, কিংবা আসার মতো পরিবেশ নেই।

১৬| ২৮ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:২৪

Madid Hasan বলেছেন: নতুন ডিজাইন করা গিঞ্জি।


Smile It's Sunnah - Islamic T Shirt For Menhttps://www.daraz.com.bd/products/-i184318064-s1129138812.html?spm=a2a0e.searchlist.list.6.1627511ffUAOj5

১৭| ২৮ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২২

সোনাগাজী বলেছেন:



উপুড় হয়ে কাজ করা, পুষ্টির অভাব, গরম ও বৃষ্টিতে ভেজা, ইত্যাদি জীবনের সংগী; কিন্তু জীবনে একবারও "হেলথ চেকআপ" নেই।

১৮| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৫

আমি ব্লগার হইছি! বলেছেন: যৌথ খামার কেউ করতে চাইলে আমি সফটওয়ার দিতে পারি।

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩১

সোনাগাজী বলেছেন:


কি ধরণের সফটওয়ার?

যৌথ খামারে জমিনের মালিকানা, জমিনের কো-অরডিনেট সংরক্ষণ, ট্যাক্স ইনফো, ইনভেষ্টমেন্ট, ব্যয়, আয়, চাষ, ইত্যাদির ডেটাবেজ ও এ্যাপের দরকার হতে পারে।

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২

সোনাগাজী বলেছেন:



আপনি কোথায় আছেন ও কি ধরণের পেশায় কাজ করছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.