নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

২ শত টাকা দিলে, তোমাকে মেরে ফেলা সম্ভব!

২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৮



আমি তখন ৮ম শ্রেনীতে পড়ছি; থানা কৃষি অফিস থেকে চাষীদের হালের গরু কেনার জন্য ৬০০ টাকা ঋণ দিচ্ছে; শর্ত: পরিবারের কমপক্ষে ১২০ শতক জমি থাকতে হবে। বয়স কম হওয়ার কারণে আমি ঋণ পাইনি, বড় ভাইয়ের নামে ঋণ পেয়েছি; থানা কৃষি অফিসার আমাকে চিনতেন, সবকিছু হয়ে গেছে ২ দিনেই। অন্যেরা দিনের পর দিন ঘুরছে, এই কাগজ, ঐ কাগজ দিতে দিতে হয়রাণ।

আমাদের পাড়ার একজন ভালো চাষী ছিলেন গ্রাম্য বড়ভাই, ছিদ্দিক মিয়া; নিজের জমি ১২০ শতক থেকে সামান্য কম, লীজ নিয়ে অন্যদের জমি চাষ করেন। মাস'খানেক ঘুরেও ঋণ পাননি, আমি একদিন বিকেলে উনার সাথে কৃষি অফিসে গেলাম; কৃষি অফিসার কাজটি করে দিলেন। সেই সপ্তাহে জুমার আগে, পুকুরের ঘাটে বসে মসজিদের ইমামের সাথে নিজের ঋণ পাবার গল্প করেছেন ছিদ্দিক ভাই। খুতবার আগে ইমাম সাহেব ঘোষণা করলেন যে, যারা সুদে ঋণ নিচ্ছে, তারা বড় ধরণের গুনাহ করছে। আমি চুপ হয়ে রলাম। নামাজের পর, ছিদ্দিক আমাকে বললেন,
-ছোটভাই, কি কাজ করলা, এখন তো গুনাহের ভাগী হচ্ছি! টাকা তো ফেরত দিতে হবে!
-টাকা আপনার দরকার আছে?
-দরকার তো আছে, এবার জমি বেশী নিয়েছি, আমার আরেকটা হাল দরকার।
-ইমাম সাহেব থেকে বিনা সুদে ধার নেন!
-তিনি কি করে এত টাকা ধার দেবেন? উনার তো কিছুই নেই, আমরা যা দিচ্ছি, সেটাতে কোনভাবে চলছেন।
-উনার চাষবাস, গরু ছাগল নেই?
-একটা ছাগল আছে!
-সেইজন্যই ঋণ নিয়ে উনার ধারণা নেই। আপনি তো সুদ নিচ্ছেন না, সামান্য ফি দিয়ে টাকা নিয়েছেন; সরকার তার কৃষি অফিস ইত্যাদিকে চালু রাখার জন্য টাকার উপর সামান্য ফি নিচ্ছে।
-সরকার তো সুদ নিচ্ছে, এটা ঠিক?
-সরকারের লোকেরা আমাদের ইমামের চেয়ে অনেক গুণে শিক্ষিত; সরকারের কাছে টাকা আছে, বিদ্যা ও বুদ্ধি আছে বলে তারা চাষীকে ঋণ দিচ্ছে। ইমাম সাহেব তো ঋণ দিতে পারবেন না, আমাদের দেয়া সামান্য টাকাতেই উনাকে চলতে হচ্ছে।
-তোমার কথায় যুক্তি আছে, কিন্তু ইমাম সাহেব হলেন আমাদের দ্বীনের কান্ডারী!
- ইমাম সাহেব কান্ডারী হোক, আর ভান্ডারী হোক, সরকারে যারা চাকুরী করে, তারা ইমামের চেয়ে বেশী জানে।

৩ বছর পর, আমি আমার ঋণ ফেরত দিয়েছি; গ্রামের যারা ঋণ নিয়েছিলেন, বেশীর ভাগই ঋণের অর্ধেক টাকা দিয়ে ঋণ থেকে নাকি মওকুফ পেয়ে যাচ্ছে। কৃষি অফিসের কেরাণীরা লিখে দিচ্ছে, গো-মড়কে কৃষকের গরু মারা গিয়েছিলো, কৃষক মারা গেছে, খরা ও ঢলের ফলে কৃষক ৩ বছরই ফসল পায়নি। আমি কলেজ থেকে বাড়ী এসেছি, সিদ্দিক ভাই ঋণ ফেরত দেয়ার ব্যাপারে কথা বলতে এসেছেন; উনি ঋণ ফেরত দেয়ার ব্যাপারে কৃষি অফিসে গিয়েছিলেন। উনি বললেন,
-কৃষি অফিসের কেরাণী বলছে, ২০০ টাকা দিলে, সে আমাকে মৃত দেখায়ে দেবে, বাকী টাকা দেয়া লাগবে না।
-আপনি কি চান যে, সেইলোক আপনাকে মৃত দেখাক?
-না, আমি চাই না।
-তা'হলে, পুরো টাকা দিয়ে রশিদ নিয়ে নেন; ঋণ নেয়া এত চাষী যে মারা যাচ্ছে, সরকারের লোকেরা বুঝবে না? সামনের দিনগুলোতে সরকার কি আর ঋণ দেবে?



মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৫

ইসিয়াক বলেছেন: অসততা যে কোন সুষ্ঠু প্রকল্প বাস্তবায়নে অন্তরায়। কেরানীর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ছিল। এরকম হাজার হাজার অসৎ সরকারী কর্মচারী কর্মকর্তা ছড়িয়ে আছে দেশের সমগ্র ক্ষেত্রেই। ভালো কর্মচারী কর্মকর্তা অবশ্যই আছে তবে তা নিতান্ত অপ্রতুল।

২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৯

সোনাগাজী বলেছেন:



এটি আইয়ুব খানের আমলের ঘটনা; সরকারী অফিসের লোকগুলো সাধারণ কৃষককে অসৎ'এ পরিণত করার কাজে নিয়োজিত ছিলো।

২| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৭

রানার ব্লগ বলেছেন: এই প্রক্রিয়া এখনো বহল তবিয়তে আছে !!!! সবাই ঋন নিতে চায় ফেরত দিতে না !!!!

২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২১

সোনাগাজী বলেছেন:


সাধারণ মানুষের টাকা ( বাজেটের টাকা ) থেকে প্রায় ১২০ বিলিয়ন ডলারের সমপরিমাণ টাকা সোনালী, অগ্রনী, রুপালী ও শিল্প ব্যাংক থেকে ডাকাতী হয়ে গেছে; এতে ম্যানেজমেন্ট ও দেশের তথাকথিত ব্যবসায়ীরা একসাথে কাজ করেছে।

৩| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

সুদ নিয়ে বর্তমান মানুষের ধারনাও পরিবর্তিত হয়নি কেন?? ইসলামের সুদ নিয়ে কি বলা হয়েছে?

সরকারী চাকুরীতে বাঙালী ডিএনএ খারাপের দিকে যায় সবসময়ই;এখন তো দেশের সবাই সরকারী কর্মকর্তা( প্রতারণায়), ছিদ্দিকরা তেমন নেই।

২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



ব্যাংকিং হলো সভ্যতার আবিস্কার; বর্তমান বিশ্বের ট্রলিয়ন ডলারের কোম্পানী ( আমাজন, আপেল, ষ্টক , বন্ড ) ও দেশসমুহের বাজেটকে কি করে ফাইন্যান্স করা সম্ভব যদি ইন্টারেষ্ট না থাকে? কে টাকা দিবে?

বাংলাদেশের ১ জন মানুষ যদি ৫৮ বছর বয়সে রিটায়ার করার সময় গড়ে ৫ লাখ টাকা পায়; এই টাকা থেকে যদি সে আয় না করতে পারে, বাকী জীবন কি খাবে?

৪| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫২

শূন্য সারমর্ম বলেছেন:
:ব্যাংকিং হলো সভ্যতার আবিস্কার।

- এই আবিষ্কারে তৎকালীন ইসলামের প্রভাব কেমন?

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৭

সোনাগাজী বলেছেন:



ইসলাম যখন প্রচারিত হয়েছে, আরবে ছিলো দুর্বল সামন্তবাদ: চাকুরী ছিলো না, আয়ের মাঝে ছিলো পশুপালন, ও প্রকৃতি-নির্ভর কৃষিকাজ; মানুষের তেমন কিছু ছিলো না, পড়ালেখাও ছিলো না; ফলে, কমপ্লেক্স ফাইন্যানসিয়াল সিষ্টেম ঐ সময়ে দরকারও হয়নি, ভাবারও দরকার ছিলো না।

কিন্তু সেইসময় রোমানরা তুংগে, তাদের দরকার ছিলো ফাইন্যান্সিয়াল সিষ্টেম ও সেই সম্পর্কিত ইনোভেশান।

৫| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনেছি কৃষি ঋনের টাকা ডবল হয়ে যাওয়ার পরে নাকি আর বারে না?

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৮

সোনাগাজী বলেছেন:



এখনকার কৃষি ঋণ নিয়ে আমার ধারণা নেই; সেই সময়ের জন্য আইয়ুব খানের এই পদক্ষেপটি ছিলো খুবই বড় ধরণের চিন্তাার ফসল।

৬| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৫

বিটপি বলেছেন: আপনার ধারণা যে মডার্ণ ফাইনান্সিয়াল সিস্টেম সুদের কারবার ছাড়া একেবেরেই অচল? তাহলে যেসব দেশে কোন সুদী ব্যাংক নেই - সেসব দেশের অর্থনীতি চলছে কি করে? আমাজন আর আপেল কি সুদের টাকায় বেঁচে আছে, নাকি ব্যবসা করে এগিয়ে যাচ্ছে? তাদের ব্যবসায় সুদ কতটুকু ভূমিকা রাখে?

যার টাকা ব্যবহার করার যোগ্যতা আছে, তাকে কখনও সুদে টাকা ধার করতে হয়না। সুদের টাকা দিয়ে কখনও ব্যবসা হয়না। ব্যবসার জন্য লাগে জ্ঞান, অভিজ্ঞতা, সম্পর্ক। পূঁজি বা মূলধন এখানে সামান্য রোলই প্লে করে থাকে।

২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



কর্পোরেট বন্ডের নাম শুনেছেন? উহা কি? আমাজান ও আপেল পাবলিক কোম্পানী, ওদের বন্ড ও ষ্টক আছে। যাক, আমাজান ও আপেলের নাম এসেছে 'ত্রিলিয়ন ডলার' কোম্পানী হিসেবে; অর্থনীতি ও ফাইন্যান্স'এরকমপ্লেক্সীটি বুঝানোর জন্য।

যখন কোম্পানী 'পাবলিক' হয় না, বিলিয়ন ডলারের কোম্পানীগুলো কিভাবে নিজকে ফাইন্যান্স করে?

টুইটার কিনছে ইলান মাস্ক, ৪৪ বিলিয়ন ডলার দাম; উহাকে আপনি কিভাবে ফাইন্যান্স করবেন?

টং'এর চা দোকান চা-দোকান চালাতে হলে ব্যাংকের দরকার হবে না হয়তো; আপনি সেই অর্থনীতির কথা বলছেন?

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



আপনি আফগান কিংবা ইয়েমেন সভ্যতায় আচেন এখনো। পুঁজি সামান্য ভুমিকা পালন করে থাকলে, বাংলাদেশে আনি একটা ইলেকট্রিক্যাল গাড়ীর এসেম্বলীর ফ্যাক্টরী করেন।

৭| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫

অগ্নিবেশ বলেছেন: ব্যবসার জন্য লাগে জ্ঞান, অভিজ্ঞতা, সম্পর্ক। পূঁজি বা মূলধন এখানে সামান্য রোলই প্লে করে থাকে। - আপনে কি দেহ ব্যবসার কথা বলছেন??

২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:




বিটপি আজগুবি সব কথা বলেন।

৮| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার লেখা পড়ার পর ভাবতে হয়।


২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



মানুষ পাহাড়ের গুহা থেকে এতদুর এসেছে, কারণ মানুষের ভাবনাশক্তি আছে।

৯| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার"কি হনুরে" লেখাটি কাদের
ইশারায় যেনো গায়েব করে দেওয়া
হয়েছে। মায়মুনারা তা হলে এখনো
সক্রিয়!

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৫

সোনাগাজী বলেছেন:



সামু তাদের প্ল্যান অনুসারে চলছে, আপনি ঢাকা ও মানুষ নিয়ে লিখুন

১০| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইট পাথরের শহর ঢাকা বড়ই কঠিন
আর নিষ্টুর। মানুষের চরিত্রও একিই
রূপ ধারন করেছে। এখানে মায়া
মমতার খুবই অভাব। মানুষগুলো
নিজেকে নিয়ে নিয়েই ভাবে শুধু,
অন্যের কষ্ট বোঝার সময় নাই
তার। তাই এদের নিয়ে লিখতে
ভালো লাগে না।

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



ঢাকা এক ভয়ংকর শহর।

১১| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঢাকার প্রাত্যাহিক ঘটনা
যার লেখনীতে জীবন্ত
হয়ে উঠতো তিনি
এখন বাক্স বন্দি।
রাষ্ট্রপতির বিশেষ
ক্ষমায় ঈদে কি তার
মুক্তির সম্ভাবনা আছে?

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:২০

সোনাগাজী বলেছেন:




সামু নতুন কোন কিছু করছে; এজন্য কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে।

১২| ২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: সরকারের লোকেরা নিজেরাই এসব নয়ছয় এ জড়িত থাকে। টাকা মেরে দিলে কেউই কিছু বলত না।

২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৪

সোনাগাজী বলেছেন:



সরকারী চাকুরী নেয়ার পর, বেশীরভাগ মানুষ তার দায়িত্ব পালনের কথা ভুলে যায়, তারা নিজ পরিবারের জন্য কাজ করার শুরু করে।

১৩| ২৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৭

গফুর মিয়া১৯১ বলেছেন:

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:


তালেবানী জেনারেশন তৈরি হয়েছে দেশে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.