নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক দল হিসেবে বাঁচতে হলে, আওয়ামী লীগকে \'প্রাইমারী\' চালু করতে হবে।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৫২



গণতান্ত্রিক রাজনীতিতে, দলের কোন লোকটি ভোটে মনোয়ন পাবে, সেটা নির্ধারণের জন্য 'দলীয় ভোট'কে বলা হয় প্রাইমারী ভোট। প্রাইমারী ভোট হয় দেশের ভোট হওয়ার আগে; এই ভোটে দলের লোকরা নিজ দলের থেকে উপযুক্ত প্রার্থীকে নির্বাচন করেন। আমাদের দেশে, পার্লামেন্টারী ভোটে এলাকা থেকে কে প্রার্থী হবেন, সেটা এলাকার 'দলীয় লোকেরা' নির্ধারণ করেন না, করেন শেখ হাসিনা ও বেগম জিয়া। এতে করে, দলের উপযুক্ত মানুষটি নমিনেশন পাচ্ছে কিনা, জানা সম্ভব নয়।

'দরবেশ বাবা' যদি ভোটে দাঁড়াতে চায়, এবং শেখ হাসিনার সাথে এই ব্যাপারে দেখা করে, সেই সাংসদীয় এলাকায় ওবায়দুল কাদেরও চান্স পাবেন না, ইহা আমার ধারণা। দরবেশ বাবা মানুষের রাজনৈতিক অধিকার নিয়ে ভাবার ও কাজ করার মানুষ নন, এবং তিনি 'বিল' বলতে ইলেকট্রিক ও গ্যাসের বিলকে বুঝার কথা। উনি নিজ ব্যবসাকে মনোপলি করার জন্য ৫ বছর কাজ করবে। আমাদের এমপি আমেরিকান ডলারে ২/৩ বিলিয়ন ডলারের মালিক ও শেখ সাহেবের গুণ গান গাওয়া মানুষ, শেখ হাসিনা ওখানে বাইডেনকেও নমিনেশন দিবেন না। ইহা জাতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে ও দলকে দুর্বলদের আস্তানা করেছে।

আওয়ামী লীগ গঠন করেছিলেন সোস্যালিষ্ট মনোভাবের বাংগালীরা, পরে উহাকে দখল করে নিয়েছে ব্যবসায়ীরা; এখন আওয়ামী লীগের ১০০% এমপি ব্যবসায়ী: সেজন্য বাজারদর সব সময় বাড়ছে, ব্যবসায় মাফিয়ারা স্হান করে নিয়েছে, সব ব্যবসায়ী অসততার আশ্রয় নিচ্ছে, আওয়ামী ক্যাডারেরা স্হানীয় ব্যবসার মালিক, কিংবা চাঁদাবাজ।

শেখ হাসিনা সরার সাথে সাথে ব্যুরোক্রেটরা আওয়ামী লীগকে হয় সরাবে, না'হয় তাদের চাকরে পরিণত করবে; ইহা থেকে আওয়ামী লীগকে বাঁচাতে হলে, ইহাকে রাজনীতিতে ফিরায়ে আনতে হবে; দলকে বিভক্তি থেকে বাঁচায়ে দলের উপযুক্ত লোককে নমিনেশন দেয়ার একমাত্র পথ হলো প্রাইমারী। এখন শেখ হাসিনার সাথে ব্যবসায়ীরা বেশী পরিচিত; সীতাকুন্ডে যে ডিপোটি পুড়েছে, সেই গ্রুপের প্রধান আগামী ভোটে নমিনেশন চাওয়ার কথা ছিলো।

আমাদের এলাকায় আওয়ামী লীগে ৮/৯ জন নেতা আছে, যারা আমাদের এমপি থেকে অনেক বেশী দক্ষ ও রাজনীতিতে সময় দিবে; আমাদের এমপি নিজের ব্যবসায় ৯৫ ভাগ সময় ব্যয় করেন ও ৫ ভাগ সময় ব্যয় করেন ক্যাডারদের নিয়ে পার্টি করে; ইহাই উনার রাজনীতি। কিন্তু প্রাইমারী করলে উনি কোনভাবে জিতার সম্ভাবনা নেই, উনার থেকে উপযুক্ত ১ জন লোক অবশ্যই চান্স পাবে।


মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আওয়ামী লীগ এখন বিশ্ববিদ্যালয়ে পড়ায়
প্রাইমারী খুলতে যাবে কোন দুঃখে! বিদেশে
থেকে এদেশের ভাও বুঁঝতে পারবেন না।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:১৯

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা দলের ইতি টেনে যাচ্ছেন।

২| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: লীগের এক বেয়াদব ক্যাডার সারাক্ষণ গালাগালি করে। খবর নিয়ে দেখলাম কাহিনী কি? মনে হচ্ছে এর জি এফ আমার কাছে চলে আসতে চাচ্ছে। নাহলে হুদাই সারাক্ষণ আমার নাম কেন জপবে?

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৩২

সোনাগাজী বলেছেন:



আপনি কি ডন জুয়ান? লীগের ক্যাডারদের থেকে দুরে থাকবেন।

৩| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ওদের ছাগলামির জন্য ওদের জি এফ আমার কাছে চলে আসতে চাইলে আমার কি দোষ! ওরে বাপ থাম এবার! আমি নায়িকা টায়িকা নিয়ে কাজকর্ম করি। এদের দিকে তাকানোর সময় আমার নেই। নিশ্চিত থাকতে পারে জি এফ আমার কাছে আসলেও আমি এক্সেপ্ট করবনা।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:




ভাংগা সম্পর্কের নারী নিয়ে মাথা ঘামাতে হয় না; এবং সেসব কথা বলার জন্য ব্লগ উপযুক্ত যায়গা নয়।

৪| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:১১

অরণি বলেছেন: আওয়ামীলীগের কয়েকজন মন্ত্র একেবারে গোয়েবলস। মিথ্যা ছাড়া কিছু বলেনা।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:




বড় পদে থাকা মানুষের যখন দরকারী পরিমাণ জ্ঞান ও দক্ষতা থাকে না, তারা মিথ্যাকে আশ্রয় করে ব্যবসা চালায়; ইহার অবসান ঘটানোর জন্য ও আওয়ামী লীগকে রক্ষার জন্য প্রাইমারী দরকার।

৫| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: রাজনৈতিক দল হিসেবে বাঁচতে হলে, আওয়ামী লীগকে 'প্রাইমারী' চালু করতে হবে।
এবং আপনাকে তার প্রিন্সিপাল করতে হবে।
আর বিএনপির কি খুলতে হবে?

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার উচিত ছিলো, উনার বাবাকে হত্যা করে, বাবার করবের উপর মিলিটারীর সৃষ্ট বিএনপি'কে বন্ধ করে দেয়া।

৬| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৩

রানার ব্লগ বলেছেন: দেশে নির্বাচন দিয়ে কি হবে ? যে আসবে সেই তো শোষন করবে । চুষে খাবে । এই যে বি এন পি এতো চেয়াচাচ্ছে কি কারণে ? খেতে পাচ্ছে না তাই , দেশের মানুষের জন্য না , দেশের মানুষ মরে শেষ হয়ে যাক কোন সমস্যা নাই কিন্তু হাজার কোটি টাকার ভাগ চলে যাচ্ছে এই দুঃখে তারা শোক প্রকাশ করছে।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ বড় দল, ইহাতে রাজনীতি জানা লোকজন আছে। আমরা তো সুইডেন থেকে রাজনীতিবিদ আনটে পারবো না।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:




বিএনপি'তে তারা গিয়েছিলো, যারা বাংলাদেশ চাহেনী, কিংবা পাকিস্তানীদর সরাসরি সাহায্য করেছে; উহাকে বাঁচিয়ে রাখা ঠিক কাজ নয়।

৭| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৪

রানার ব্লগ বলেছেন: মোহাম্মদ গোফরান @ মাথাটা কে ব্যাবহার করুন প্লিজ !!!

৮| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: রানা ভাই @ আমি সোজা মানুষ। রাজনীতি টাজনীতি বুঝিনা। আমি আমার মতামত দিয়ে চলে যাই।

৯| ০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

গেঁয়ো ভূত বলেছেন:


অতি উত্তম প্রস্তাব। কিন্তু গাজী সাহেব বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?

০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে রাজনীতিকে বিদায় করে দিয়েছে; ইহা স্বাধীনতার পক্ষের লোকদের জন্য ভয়ানক অবস্হা।

১০| ০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু নমিনেশন নয়, দলের মহাসচিব, চেয়ারপার্সন, মেয়র নমিনেশন সব ক্ষেত্রেই প্রাইমারী চালু করা উচিত। যে কোন এক দল করলেই অন্য দল লজ্জা পেয়ে করা শুরু করবে। এই সিস্টেমে শেখ হাসিনা, খালেদা জিয়াই প্রধান থাকতে পারেন। তবে অন্য নেতাদের মধ্যে স্বচ্ছ, ত্যাগী নেতা উঠে আসবে...

০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:





সঠিক।

আওয়ামী লীগে দলীয় কমিটি গঠনের জন্য "ডেলিগেইট" আছে; কিন্তু "আপা" এগুলোর ধার ধারেন না।

১১| ০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার এমপি সাথে আপনার বেশ সখ্যতা?

০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



ভালো সম্পর্ক ছিলো; এবার কোভিডের সময় উনি আমেরিকায় এসে বেশ কিছু সময় এখানে অবস্হান করায়, উহা নিয়ে সম্পর্ক খারাপ হয়ে গেছে।

১২| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপা তো একাই একশত?

০৮ ই জুন, ২০২২ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:




উনি একাই ১০০, মুহিত ছিলো একাই ১৯ কোটী, ওবায়দুল কাদের একাই -৮ কোটী; বাকী জনগণ যদু মদু

১৩| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:৪৭

নতুন বলেছেন: রাজনিতিবীদেরা জনগনকে প্রজা আর নিজেদের জমিদার ভাবে।

দেশে ভোট টোটের দরকার আছে বলে শেখ হাসিনাও বিশ্বাস করে না।

শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে সরে গেলে দেশের কপালে বড় কস্ট আছে। সেই শুন্যতা পুরনে যেই কামড়াকামড়ী শুরু হবে তা অনেক ভয়াবহ হতে পারে। :|

০৮ ই জুন, ২০২২ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:





শেখ হাসিনা সরলে, ব্যুরোক্রটরা মিলিটারীকে ক্ষমতায় নিয়ে আসবে।

১৪| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমাদের এলাকার এম,পিকে অনেক দিন ধরে দেখি নাই!

তবে, কমিশনার ভদ্রলোক বেশ কাজ করছেন! এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন আর ছিনতাইকারী মুক্ত রেখেছেন।

০৮ ই জুন, ২০২২ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:



সে কি ব্যবসায়ী?

১৫| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: দেশে আসুন আপনাকে পদ্মাসেতু দেখাতে নিয়ে যাবো।
মেট্রোরেলে আপনাকে উত্তরা থেকে মতিঝিলে নিয়ে আসবো।

০৮ ই জুন, ২০২২ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:


এলে এক সাথে দেখতে যাবো, ধন্যবাদ।

১৬| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলাদেশের নির্বাচনে কে জিতবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই: পিটার হাস

০৮ ই জুন, ২০২২ রাত ১১:১৭

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ নিয়ে ইউরোপ ও আমেরিকার সরকারগুলো চিন্তিত, ইহা রাজনৈতিক সমস্যা সৃষ্টি করছে।

১৭| ০৯ ই জুন, ২০২২ রাত ১:২৪

শ্রাবণধারা বলেছেন: প্রাইমারী ভোটের প্রস্তাবটা বেশ ভাল মনে হলো, কিন্তু বাস্তবায়িত হবে বলে মনে হয় না। আমাদের রাজনীতি মূলত ক্যাডার বা ডাকাত নির্ভর। পেশী শক্তি, চুরি বা ডাকাতি করার শক্তি দেখে রাজনৈতিক দলে পদায়ন হয় - এই চক্র কে ভাঙ্গবে?

০৯ ই জুন, ২০২২ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:


স্বাধীনতাকামীদের শুরুটা মওলানা ও শেখের নেতৃত্ব, আমাদের ধ্বংস হবে শেখের মেয়ের হাতে।

১৮| ০৯ ই জুন, ২০২২ সকাল ৯:৪০

নূর আলম হিরণ বলেছেন: আপনি তো দেখছি নমিনেশন বাণিজ্য বন্ধ করতে চাচ্ছেন! নানক, কাদের ভাই, তোফায়েল ভাইদের পেটে লাথি মারার কথা বলছেন!

০৯ ই জুন, ২০২২ সকাল ১০:১৪

সোনাগাজী বলেছেন:



নানক, কাদের ভাই, হানিফ, ড: হাচান, তোফায়েল ভাইদের কারণে স্বাধীনতার পক্ষের মানুষ সব হারাচ্ছে, আওয়ামী লীগ এক কঠিন বিএনপি'তে পরিণত হয়েছে।

১৯| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:১৬

রানার ব্লগ বলেছেন: বিএনপি তে তিন ধরনের লোক আছে এক স্বাধিনতা বিরোধী দুই ভুই ফোড় রাজনৈতিক ব্যাক্তি তিন যারা আওমিলীগে সুবিধা করতে পারে নাই। এরা সবাই পদ আর সুবিধা প্রেমিক দেশ প্রেমিক কেউই না।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৯

সোনাগাজী বলেছেন:




মিলিটারী ও স্বাধীনতা-বিরোধীদের সাইনবোর্ড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.