নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

৩য় বিশ্বযু্দ্ধের ভীতির কারণে খাদ্যের দাম বাড়তে থাকবে।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৩১



যুদ্ধের খবর কিছুটা কমেছে, কিন্তু যুদ্ধ বিস্তৃত হচ্ছে! ইউক্রেন সরকার চাষবাসে সাবসিডিয়ারী অনেক বাড়িয়েছে, এখন ইউক্রেনে ডলারের অভাব নেই; কিন্তু মানুষের অভাব। যুদ্ধের শুরুতে পুরুষদের দেশের বাহিরে যেতে বাধা দেয়ায় বেশীরভাগ পরিবারের পুরুষেরা দেশে আটকা পড়েছিলো; কিন্তু এখন পুরুষরা ক্রমেই পরিবারের সাথে যুক্ত হচ্ছে; কৃষি শ্রমিকের অভাব।

ইউক্রেন নিশ্চয় সারা বিশ্বকে খাবার দিয়ে পালন করতো না; কিন্তু ইউক্রেনের খাদ্য উৎপাদন ইউরোপের যেকোন দেশ থেকে সস্তা ছিলো। ফলে, আরব, পশ্চিম ইউরোপ ও আফ্রিকায় তারা কমমুল্যে খাদ্য রপ্তানী করতো। তাদের খাদ্য উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়নি; কিন্তু তাদের নৌপথ আটকায়ে দিয়েছে রাশিয়া। একই সাথে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য খাদ্যকে গুদামজাত করছে।

আমেরিকা ও কানাডা উপরে উপরে স্বাভাবিক গলায় কথা বললেও তারা কিন্তু ৩য় বিশ্বযুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিচ্ছে; যুদ্ধের মাঝে ও পরে খাদ্য সবচেয়ে দরকারী উপকরণ, তারা কয়েক বছরের জন্য খাদ্য মওজুদ করছে; এই কারণে তারা রপ্তানী কমিয়ে দিচ্ছে, কিংবা স্হগিত করছে।

চীনের বিরাট জনসংখ্যা ও পশুখাদ্যের জন্য আমেরিকা ও কানাডার উপর নির্ভরশীল ছিলো, চীন ইউক্রেন থেকেও খাদ্য আমদানী করতো; চীনও খাদ্য মওজুদ করছে।

জার্মানী, ইতালী, স্পেন, হল্যান্ড সবাই খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্ট করছে; কিন্তু ইহা সময়ের ব্যাপার ও সব দেশে উৎপাদিত খাদ্যের দাম অনেক। জার্মানী কৃষিতে ক্রমাগতভাবে পেছনে পড়ে যাচ্ছে। ইউরোপিয়ান খাদ্যের মুল ক্রেতা ইউএন সাহায্য সংস্হাগুলো, এরা বেশ উঁচু মুল্যে খাবার কিনে থাকে; ফলে, ইউএন'ও খাদ্য মুল্য বাড়াতে সাহায্য করছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৫

রানার ব্লগ বলেছেন: এই যুদ্ধ যুদ্ধ খেলায় আমাদের নাভীঃশ্বাস অবস্থা !!!

০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:




আফ্রিকায় দুর্ভিক্ষ বাড়ছে।

২| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: দ্রব্যের মূল্য আরো বাড়বে।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



জলবায়ু সমস্যায় উৎপাদনও কিছুটা ব্যাহত হচ্ছে; ইউরোপ ও আমেরিকায় শ্রমের মুল্য বেড়েছে; চীন ও এশিয়ার সব দেশেই মানুষ বাড়ছে।

৩| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তাহলে আমাদের কি হবে?
৩য় বিশ্বযু্দ্ধ শুরু হলে আমরাতো
না খেয়েই মারা যাবো। খাদ্য সব
মজুদ হবে মন্ত্রী আমলাদের খাটের
নীচে। মাননীয় প্রধানমন্ত্রী একবার
বলে ছিলেন গরীবের জন্য কাপড়
দান করলে ওরা নাকি রেখে দেয়
পাঞ্জাবী বানানোর জন্য।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:


৩য় যুদ্ধ শুরু হলে, বাংলাদেশে খাবারের দরকার হবে না।

৪| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যুদ্ধের কারণে চাষাবাদে ও সরবরাহে প্রচন্ড বিঘ্ন ঘটছে।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



যুদ্ধ এখন খুবই সামান্য এলাকায়, সমস্যা হচ্ছে ভীতি ও শ্রমের দাম।

৫| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:৪০

খাঁজা বাবা বলেছেন: আমি ৩য় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখছি না, এমনকি পুতিন ২/১ টা পরমানু বোমা ফাটিয়ে দিলেও না।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



এবার ফাঁড়া কিছুটা কেটেছে, পুটিনের মিসট্রেস ও ২ মেয়ে দেশের বাইরে; তবে, পুটিন টিকে থাকলে সামনে আরো কঠিন যুদ্ধ হবে।

৬| ০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০০

শূন্য সারমর্ম বলেছেন:


বিশ্বযুদ্ধের ভীতি নিয়ে জরিপ চালিয়েছে কোনো সংস্থা? আমদানির প্রয়োজন নেই সবকিছুতে সয়ংসম্পূর্ণ এমন দেশ কি কি?

০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:



রাশিয়াই সবার চয়ে স্বয়ংসম্পুর্ণ, তারপরেই আমেরিকা।

৭| ০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২০

শূন্য সারমর্ম বলেছেন:

স্বয়ংসম্পুর্ণ হলেই মোড়ল হওয়া যায়,নাকি?

০৯ ই জুন, ২০২২ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



সম্ভব।
ভালো হয়, বাকীডের কাছে গ্রহনযোগ্যতা থাকলে।

৮| ০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মতে যুদ্ধ গুলোর মূল কারণ হলো এসব যুদ্ধবাজ ছাগুরা কারো সম্পর্কে বিস্তারিত না জেনে অনুমানের উপর ভিত্তি করে অন্য দেশ সম্পর্কে ভুল ধারণা পোষণ করে যুদ্ধ বাঁধায় । ছাগলের ব্রেন।

০৯ ই জুন, ২০২২ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



পেছনে কারণ আছে।

৯| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:৩০

গরল বলেছেন: তৃতিয় বিশ্ব যুদ্ধের কোন আশংকা আছে বলে আমার মনে হয় না তবে আপদকালীন সময়ের জন্য সব সরকারই খাদ্য মজুদ করে, এখন সেই মজুদে টান পড়েছে মনে হচ্ছে। তবে সুপার স্টোর গুলোতে চীন থেকে আসা খাদ্য পণ্যের শেল্ফ গুলো প্রায়ই ফাকা থাকে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে না, বিশেষ করে বোতলজাত খাদ্য।

০৯ ই জুন, ২০২২ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



চীনের তাইওয়ান দখলের সময় বাজারের অবস্হা ভয়ানক হতে পারে, ইউরোপ ও ইউএন দরকারী পরিমাণ খাবার মওজুদ করবে। এখনো কোন দেশের সাপ্লাই চেইন ঠিক মতো কাজ করছে না।

১০| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
৩য় যুদ্ধ শুরু হলে, বাংলাদেশে খাবারের দরকার হবে না।

কেনো? তখন কি তারা লাঞ্চ আর ডিনারে ক্যাপসুল খাবে?

০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



কোন ধরণের খাবারের দরকার হবে না, ওরা থাকবে না।

১১| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমেরিকা ও কানাডা উপরে উপরে স্বাভাবিক গলায় কথা বললেও তারা কিন্তু ৩য় বিশ্বযুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিচ্ছে; যুদ্ধের মাঝে ও পরে খাদ্য সবচেয়ে দরকারী উপকরণ, তারা কয়েক বছরের জন্য খাদ্য মওজুদ করছে; এই কারণে তারা রপ্তানী কমিয়ে দিচ্ছে, কিংবা স্হগিত করছে।

এই তথ্যের উৎস কি?
নাকি আপনার ধারনা থেকে লেখা?

০৯ ই জুন, ২০২২ রাত ১০:১০

সোনাগাজী বলেছেন:



আমি সিএনবিসি, ব্লুমবার্গ ফাইন্যান্সিয়াল দেখে নিজের থেকে অনুমান করছি।

১২| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: আমরা কি ধারন করতে পারি যুদ্ধ থেমে গেলে দেশে জিনিসপত্রের দাম কিছুটা কমে আসবে?

০৯ ই জুন, ২০২২ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:



না, খুব একটা কমবে না; কারণ, এই ঝামেলা শেষ হতে সময় লাগবে ও ২০৩০ সাল থেকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধিকে সামনে রেখে খাদ্য নিয়ে সমস্যা হবে।

১৩| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ কোন ধরণের খাবারের দরকার হবে না, ওরা থাকবে না।

ক্স্রস থাকবেনা, ওরা কারা?

০৯ ই জুন, ২০২২ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানী ও আফ্রিকার অনেকেই থাকার সম্ভাবনা নেই।

১৪| ০৯ ই জুন, ২০২২ রাত ১১:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বিশ্ব র‍্যাংকিং-এ ইউক্রেনিয়ানদের পারচেজিং পাওয়ার বেশ। ২০২১ সালের চেয়ে ২০২২ সালে তারা বেশ এগিয়ে গিয়েছিলো।

তবে, এই ইনডেক্সে বাংলাদেশ ২০২১ সালে যে অবস্থানে ছিলো, তা থেকে ২০২২ সালে পিছিয়েছে!

https://www.numbeo.com/quality-of-life/rankings_by_country.jsp?title=2022&displayColumn=1

১০ ই জুন, ২০২২ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের লোকদের মাথাপিছু আয় বেশী, ওরা দক্ষ, ওদের শিক্ষার মান অনেক উঁচুতে, ওদের বহুমুখী এক্ক্সপোর্ট ও কৃষি হচ্ছে মেকানাইজড।

১৫| ১০ ই জুন, ২০২২ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: বাজেট নিয়ে কিছু লিখুন। ক্রিকেট কামাল তো এবার বাংলাদেশের ইতিহাসে সসবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছেন।

১০ ই জুন, ২০২২ রাত ২:০৮

সোনাগাজী বলেছেন:



উনি ক্রিকেট বোর্ডে থাকার সময়, একজন উনাকে বলছিলেন, "বেকুব, এখান থেকে পদত্যাগ কর।"

১৬| ১০ ই জুন, ২০২২ রাত ৯:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: আজকে পোস্ট নেই!!!

১০ ই জুন, ২০২২ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, পোষ্ট লিখতে ৫ মিনিট, ১টা দিয়ে দেবো!

১৭| ১০ ই জুন, ২০২২ রাত ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা সাব,
আপনার শিষ্যকে একটু বোঝান,
স্রোতের বিপরীতে পাল না তুলতে,
অবশ্য আপনি তাকে ঘর সংসারের
দিকে সময় বেশী দিতে বলেছেন কিন্তু
আপনার কথা রাখেনি। তার পরেও
বুঝান, আপনার কথা মানতেও পারে।

১০ ই জুন, ২০২২ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



আমি উনাকে বুঝাতে চেষ্টা করছি, মেয়েদের সময় দিতে ও ধর্মীয় বিষয়ে না লিখতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.