নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

যারা প্রতিবেশীর কন্যাকে \'চাকরাণী\' বানায়, সেই জাতিতে জ্ঞানী মানুষ নেই!

১০ ই জুন, ২০২২ রাত ১০:৪০



যে জাতি প্রতিবেশীর কন্যাকে 'চাকরাণী' বানায়েছে, সেজাতির মাঝে জ্ঞানী ও চিন্তাশীল লোকজনের ভয়ংকর অভাব আছে। ড: কামাল সাহেবের একমাত্র মেয়ের পরিচর্যার জন্য কতজন দু:খী কিশোরীকে কাজ করতে হয়েছে? আজকে উনার কন্যা, সারাহ কামাল বিশ্ব বিখ্যাত আইনবিদ, মিলিয়ন ডলার আয় করে, কিন্তু সেসব কিশোরী চাকরাণীরা কোথায়?

বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় ২১ জন চাকরাণী মেয়ে ছিলো; মহিলা একজন প্রাইম মিনিষ্টার হয়েও এই ২১ জন কিশোরী ও তরুণীর ব্যর্থ জীবনকে আরো বেশী ব্যর্থতার দিকে নিয়ে গেছেন; এই মহিলা জেলে যাবার আগ অবধি দেশের সবচেয়ে বড় চাকুরী করছিলেন। উনার মগজ বলতে কিছু ছিলো না, জেল হওয়ায় আমি খুবই খুশী হয়েছি।

এখন ঢাকায় কিশোরী চাকরাণী পাওয়া আর আগের মতো সহজ নয়, মনে হয়; তারপও, পরিচিতদের অনেকের বাসায় দেখছি, কিশোরী চাকরাণী মেয়ে সব কাজ করে দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাষ্টার্স-করা ঘরের স্ত্রী দিনের ১২টা অবধি চিত হয়ে শুয়ে আছে; এগুলো জাতীর জন্য ভয়ানক দু:খজনক ঘটনা।

আমার পরিচিত এক ডাক্তারের মেয়ে ভিকারুন্নেসাতে পড়তো, সেই মেয়ের জন্য গ্রাম থেকে ২মেয়েকে চাকরাণী করে নিয়ে এসেছিলো পরিবার। মেয়েটা পরে পড়ালেখায় ভালো করেনি; ১টা চাকরাণী এখন এক খাবারের দোকানে সারাদিন মসলা বাটে, ২৫ বছর বয়সে দেখতে ৫৫ বছরের মহিলার মতো দেখতে; অন্যটা কোথায় হারিয়ে গেছে, কোন খবর নেই।

একই বয়সের, একই চেহারার দ: ভারতের মেয়েরা আমেরিকার সবচেয়ে বড় বড় কর্পোরেশনগুলোর পুরো আইটি চালাচ্ছে! আমাদের গরীবের মেয়েগুলোকে শেখ হাসিনাও পড়ালেন না, সেক্রেটারীরাও পড়ালো না। আমাদের সেক্রেটারীদের বাসা চালাতে গড়ে কত জন কিশোরী চাকরাণী দরকার? এসব বিসিএস পাশদের মাথায় কোন মগজ আছে?



মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ রাত ১১:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: এখন গার্মেন্টস গুলো বৃদ্ধি পাওয়ায় কাজের মেয়ে পাওয়া কঠিন। তাছাড়া গৃহকর্ত্রীর নির্যাতন তো আছেই।
একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ২০/২১ জন কাজের মেয়ে থাকা অস্বাভাবিক নয়। বর্তমান প্রধানমন্ত্রীরো হয়তো আছে।
ডি ইউ থেকে পাস করলেই কেউ একটা হয়ে যায় এমন নয়। ক্রিয়েটিভ হতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী লাগেনা। মেধা লাগে। ইহা সকলের নেই।

১০ ই জুন, ২০২২ রাত ১১:১৪

সোনাগাজী বলেছেন:


আমেরিকান ধনী রাজনীতিবিদ মহিলারাও গৃহ পরিচারিকা রাখেন, তবে ১ জনের বেশী রাখার কথা কারো মগজে আসবে না, এবং পরিচারিকার বেতন বাংলাদেশের সেক্রেটারীদের থেকে সব সময়েই বেশী হবে।

২| ১০ ই জুন, ২০২২ রাত ১১:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক বড় কর্মকর্তাকে চিনি। বাসায় ওনারা স্বামী এবং স্ত্রী এই দুইজন মাত্র মানুষ থাকেন। বাসায় কাজের লোক দুইজন। এছাড়া ড্রাইভার আছে আলাদা।

পৃথিবীতে এত সুখে আর কোন দেশের বড়লোকেরা থাকে বলে আমার মনে হয় না।

১০ ই জুন, ২০২২ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:


৩য় বিশবের সম্পদের বড় অংশ চলে গেছে মিলিটারী অফিসারদের দখলে; ওদেরকে ক্যাডেট কলেজে পড়ায়ে হাতে লাঠি ধরায়ে দিয়েছে; তারা দেশের মানুষ মেরেছে, শেখকে মেরেছে, বাকীদের চাকর বানায়েছে।

৩| ১০ ই জুন, ২০২২ রাত ১১:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

মেয়েগুলাকে পড়তে দেয়া হয়নি,কত আক্ষেপ! কিন্তু ঐ মেয়েসহ, আশেপাশের মানুষজনও চায়নি মেয়ে পড়ুক।

১১ ই জুন, ২০২২ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের প্রত্যেক শিক্ষিত পরিবার চেয়েছে, অন্য পরিবারের লোকজন যাতে শিক্ষা ন'পায়।

৪| ১০ ই জুন, ২০২২ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে সকল মানবাধিকার কর্মীরা
বক্তৃতায় এসকল ছিন্নমূল অসহায়
নারীদের জন্য তাদের অধিকার
আদায়ের জন্য রাজপথে গলা ফাটায়
সন্ধ্যায় বাসায় ফিরে তার বাসার কাজের
মেয়েটার পান থেকে চুন খসলে গরম খুন্তির
ছ্যাকা দিতে বিবেকে বাধেনা। যতসব বুজরুকি
হিপোক্রট!

১১ ই জুন, ২০২২ রাত ১২:০৮

সোনাগাজী বলেছেন:


শেখের চেয়ে বড় মানবাধিকার প্রবক্তা কে ছিলো? শেখই কিছু করেননি।

৫| ১১ ই জুন, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: আমার বাসায় এক মাস ধরে কাজের লোক নেই।
সুরভি একা বাচ্চা নিয়ে পারে না।

১১ ই জুন, ২০২২ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



দেশকে নষ্ট করেছে ১৯৭২ সাল থেকে, জাতির উচিত ছিলো গরীবের মেয়েদের পড়ানোর।

৬| ১১ ই জুন, ২০২২ রাত ১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বর্তমাণ আবাসের পাশের বাড়ির কন্যাকে অথবা অন্যকোনো কন্যাকেই চাকরাণী করাটা বড়ই খরচআন্তি বিষয়।
আপনার বাসায় কি কোনো কর্মসহযোগী রহিয়াছে?
যখন দেশে ছিলেন তখনো কি কোনো চাকরাণী বা কর্মসহযোগী কি ছিলো আপনা বাসায়, বাড়িতে?

আপনার পোস্টের বিষয় বস্তু ভালো।
খালেদার আসলেই ২১ জন চাকরাণী ছিলো?
হাসিনার এখন কয়জন আছে?

১১ ই জুন, ২০২২ রাত ২:০৯

সোনাগাজী বলেছেন:



আমরা চাষী পরিবার ছিলাম, চাষের মওসুমে গ্রামের অনেক মহিলা কাজ করতেন, সবাই বেতন পেতেন; আমার মা পাশের বাড়ীর ১ আধা পাগলা মেয়েয়ে আমাদের বাড়ীতে রেখে পালন করতেন; সে এসেছিলো ১৩/১৪ বছর বয়সে, ১৮/১৯ বছর বয়সে তার বিয়ে হয়েছিলো; স্বামীর মৃত্যু হয়েছে, আমি এখনো সাহায্য করি।

৭| ১১ ই জুন, ২০২২ রাত ১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

:বাংলাদেশের প্রত্যেক শিক্ষিত পরিবার চেয়েছে, অন্য পরিবারের লোকজন যাতে শিক্ষা ন'পায়।

- এই লেভেল থেকে বের হয়েছে সম্ভবত,এখন চায় পড়ুক ' কিন্তু আমার পরিবারের মত লেভেল যেন না হয়।

১১ ই জুন, ২০২২ রাত ২:১০

সোনাগাজী বলেছেন:



সেক্রেটারী ও ব্যবসায়ীদের পরিবারের সমান যেন কেহ পড়ালেখার সুযোগ না'পায়, এবং গরীরের ছেলেমেয়ে যেন মাদ্রাসায় পড়ে, সেটা কড়া করে মেনে চলে সবাই।

৮| ১১ ই জুন, ২০২২ রাত ৩:২৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ঢাকার বাড়িওয়ারলরা প্রত্যেকেই একজন করে খালেদা জিয়া।গড়ে ঢাকার বাড়িওয়ালিরা ৪ জন করে কাজের লোক রাখে--১)একজন সকালে আসে ২) একজন বিকালের দিকে আসে ৩)একজন সিড়ি মোছে ৪) বাড়িওয়ালির পা টেপা,শরীর ম্যাসেজ মশারি টাঙানো ইত্যাদি টুকটাকর কাজের জন্য একটা পিচ্চি মেয়ে।

১১ ই জুন, ২০২২ ভোর ৫:৩৫

সোনাগাজী বলেছেন:


বাংগালীদের নিজস্ব কলোনিয়েল সিষ্টেম।

৯| ১১ ই জুন, ২০২২ ভোর ৬:০৭

ঢাকার লোক বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকে ভল্লুকের ছবি সহ "সোনাগাজী"র লেখাটা পড়তে পড়তে ভাবছিলাম এতো দেখছি আরেক চাঁদগাজী, এক্সাক্টলি একই স্টাইল! মন্তব্যে এসে দেখলাম এ তো সেই আগের চাঁদগাজীই ! ভালো আছেন? আপনার নাম পাল্টালেন কবে ? কেনই বা পাল্টালেন?

১১ ই জুন, ২০২২ ভোর ৬:২৫

সোনাগাজী বলেছেন:



ফিরে আসার জন্য অভিনন্দন, ব্লগারেরা মাঝে মাঝে কোথায় যেন চলে যান।

আমার "চাঁদগাজী" নিকটাকে ব্যান করেছে ব্লগটিম। লেখার ষ্টাইল দেখে চিনতে পেরেছেন জেনে ভালো লাগলো, ব্লগে থাকুন, দেশের শিক্ষিতদের সাথে ইন্টার-এ্যকশন হবে সময় সময়।

১০| ১১ ই জুন, ২০২২ সকাল ৮:৫১

ইমরান আশফাক বলেছেন: অনেকদিন পরে খুব গুরুত্বপূর্ন পোষ্ট পেলাম আপনার কাছ থেকে। সত্যি ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখা উচিৎ আমাদের। আপনাকে ধন্যবাদ।

১১ ই জুন, ২০২২ সকাল ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



গরীবদর মেয়েদের দাসী বানানোতে এসব মেয়েরা জীবনের দেখা পায়নি; জাতি পেয়েছে দক্ষতা হীন "বুয়া সমাজ"।

১১| ১১ ই জুন, ২০২২ সকাল ১০:২০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমাদের মধ্যে এখনো সামন্ততান্ত্রিক মানসিকতার প্রভাব অতি প্রকট। ফলে সমাজে বৈষম্য অন্যান্য দেশগুলোর তুলনায় এখনো অধিক দৃশ্যমান

১১ ই জুন, ২০২২ সকাল ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



এই ধরণের কথা ( আমাদর মাঝে সমাজতন্ত্রের প্রভাব ) আপনি আগেও একবার বলেছিলেন; বাংগালীদের মাঝে আপনি "সমাজতন্ত্রের প্রভাব" দেখছেন? ১টা উদাহরণ দেন তো!

১২| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:৪৬

রানার ব্লগ বলেছেন: পৃথিবীতে যতো গুলা মুসলিম দেশ আছে প্রত্যেক মুসলিম দেশে এমন কাজের মেয়ে রাখার কালচার আছে। এখন যদি জিজ্ঞাসা করেন কিভাবে এই কালচার আসছে বলতে পারব সুত্র সহ কিন্তু নাস্তিক ও ধর্ম বিদ্বেষী ট্যাগ খেয়ে যাবো নয়া যন্ত্রনায় পরে যাবো।

১১ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৩

সোনাগাজী বলেছেন:



ইসলামিকজীবন ধারণা ইত্যাদি মানুষের লব্ধজ্ঞানকে বিকশিত হতে দেয় না।

১৩| ১১ ই জুন, ২০২২ দুপুর ২:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওদের নিয়ে কেউ ভাবেনা; আপনি তো দেশ ও দেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন দেশে এসে, কবে আসবেন? অনেক বেকার ব্লগার আছে তাদের কম'সংস্থান হবে কিছু চাকরানীও কাজ পাবে।

১১ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:




দেখি, সম্ভব হয় কিনা।

১৪| ১১ ই জুন, ২০২২ বিকাল ৪:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
ইসলামিকজীবন ধারণা ইত্যাদি মানুষের লব্ধজ্ঞানকে বিকশিত হতে দেয় না।

এটা আপনার ভুল ধারণা। ইসলাম একটি সুন্দর পরিচ্ছন্ন
জীবন ব্যবস্থা। ইসলামের আদেশ উপদেশ মেনে চললে
সমাজের এমন অধঃপতন হতোনা। ইসলাম নারীকে
অনেক বড় ময'দা দিয়েছে।

১১ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৮

সোনাগাজী বলেছেন:



একটা সময়ের জন্য ফেরাউনরা উন্নত ছিলো, অন্য সময়ে ছিলো রোমানরা, তারপর অটোম্যানরা, এখন পশ্চিম; সভ্যতা জ্ঞানের উপর নির্ভরশীল।

৪৬টি মুসলিম দেশ প্রমাণ করছে য, ইসলামিক জীবন ভাবনা,ইসলামিক জ্ঞান এই সভ্যতার জন্য কাজ করছে না।

১৫| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আয়েশ করে বাঁচতে হলে বাঙালি দু চারজন চাকর-চাকরাণী পুষে।

১২ ই জুন, ২০২২ রাত ১২:৩৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ হওয়ার পর থেকে আজ অবধি, কত পরিমাণ কিশোরীকে চাকরাণী ও ঝি হতে হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.