নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কমেন্টব্যান নিয়ে আধা-রম্য

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫১



আমাকে কমেন্টব্যান করলেই কুফা লাগার শুরু হয়; আমি ভয় লাগাচ্ছি না, এবং আমি কুসংস্কারেও বিশ্বাস করি না; তবে, এটা ঠিক যে, যেসব ব্লগার আমাকে কমেন্টব্যান করেছিলেন, তাঁদের পোষ্টে কমেন্ট কমে যাওয়ায়, তাঁরা হতাশ হতেন, এটা নিশ্চিত! এটা সাধারণ হিসাব, আমি বেশীরভাগ সময়ে ২টি কমেন্ট করতাম কমপক্ষে; দরকার হলে, ৫/৬ টা কমেন্টও করতে হতো: কিছু কিছু ব্লগারকে ৩/৪টা প্রশ্ন করেও পুরো উত্তর পাওয়া যেতো না; কারণ, প্রশ্নফাঁস করা সোজা ছিলো, উত্তরফাঁসের ব্যবস্হা ছিলো না।

চাঁদগাজী নিকের শুরুর দিকের সময়, আমাকে প্রথম কমেন্টব্যান করেছিলেন আমার ১জন ব্লগবন্ধু, ব্লগার উড়োজাহাজ; উনি ভালো বন্ধু ছিলেন, নুরু সাহেবের মতো নন, আমার ভুলটুল হলে ধরতেন না; কিন্তু আমি বন্ধুত্বের মান রাখিনি, আমি উনার কয়েকটা ভুল ধরি, উনি আমাকে কমেন্টব্যান করে দেন। চাঁদগাজী নিক তখনো বেশ আক্রান্ত হতো, খারাপ সময়ে একটা শক্তিশালী খুঁটি হারালাম। ঘটনার পর, একটা ব্যাপার লক্ষ্য করলাম, উনার পোষ্টে কমেন্ট কমে গেছে, উনি নিজের এলাকা ছেড়ে পাঁচমিশালী পোষ্ট দেয়ার শুরু করলেন, অবস্হার উন্নতি হলো না; উনি এয়ারপোর্ট ছাড়লেন, এখনো ফিরে আসেননি, হয়তো অন্য আকাশে এখনো উড়ছেন।

এরপর, আমাকে অনেক ব্লগারই কমেন্ট ব্যান করতে থাকেন; সময়টাও খারাপ ছিলো, অনেক ব্লগার ফেইসবুকের দিকে হিজরত করছিলেন, অনেকেই গোলাবারুদ শেষ করে, ফুল-টাইম অবসরে যাচ্ছিলেন; কিন্তু আমার নামে বদনাম আসার শুরু করলো, আমার "ব্যক্তি আক্রমণে" কিছু কিছু ব্লগারের অকাল মৃত্যু! আমার মনেও কিছু শংকা দেখা দিলো; কারণ, নাম-করা বিদায়ীদের মাঝে আমাকে কমেন্টব্যান-কারীদের অনুপাতটা আমার চোখে পড়ার মতো ছিলো।

আমার "ব্যক্তি আক্রমণে' ব্লগারের মৃত্যু হচ্ছে কিনা, বুঝার জন্য আমি ব্লগার নুরু সাহেব, ব্লগার কাওসার চৌধুরী, ব্লগার সত্যপথিক শাইয়্যান, ব্লগার রূপক-বিধৌত সাধু, নুরুল আলম হিরণ সাহেবের উপর বেশ কিছু সময় ধরে চেপে মন্তব্য করে, ফলাফলের জন্য অপেক্ষা করলাম। ফলাফল ভয়ংকর, নুরু সাহেব ইন্টার-কন্টিনেন্টাল মিসাইল ছোঁড়ার শুরু করলেন; আমার নিজের নিকনেইম ভুলে যাবার উপক্রম!

এটা সঠিক যে, আরো কিছু উড়োজাহাজ রানওয়ের উপরে আছে; সুতরাং, আমাকে কমেন্ট ব্যান করার আগে ভাববেন; যারা করেই ফেলেছেন, চুপে চুপে খুলে দেন, জ্বালানী তেলের দাম বেড়ে গেছে, আকাশে অনেক্ষণ উড়াটা সহজ হবে না।


মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২২ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন কারো কারো উপর মিশাইল,
কামান, ড্রোন হামলা করি যতক্ষন না
তারা পথে আসে! তবে আমি কাউকে
কমেন্ট ব্যান করিন যতক্ষন পয'ন্ত তারা
নোংরা গলির ভাষা ব্যবহার করে তাদের
আসল পরিচয় প্রকাশ করে।

১২ ই জুন, ২০২২ রাত ৮:০৯

সোনাগাজী বলেছেন:


গালি আমার ডিকশনারীতে নেই।

২| ১২ ই জুন, ২০২২ রাত ৮:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: পেন্স করার জ্ঞান থাকলে (ছাগু ও মোল্লা ব্লক করা ঠিক আছে, এরা খালি ল্যাদায়)
১) ব্যক্তি আক্রমণ করবে।
২) গালি দিবে।
৩) পোস্ট দিয়ে বলবে আমার পোস্টে আর যেন না দেখি। আপনার কি লজ্জা নাই। আমার পোস্টে কেন আসছেন?
৪) সর্বশেষ জাদিদ ভাই কে গিয়ে নালিশ করবে। জাদিদ ভাইয়া জাদিদ ভাইয়া আমাকে চাঁদগাজী ও উনার ছাত্ররা ব্যক্তি আক্রমণ করছে, ব্লগে ইসলাম অমান্য করছে, আমার পোস্ট ভাল্লাগছে না বলে ভুল ধরছে। আমার মনে হয় জাদিদ ভাই এদের ২৪/৭ অভিযোগ পেতে পেতে নিজেই এদের উপর মহা বিরক্ত।

তবেঃ আপনার কমেন্ট করার ক্ষেত্রে আপত্তিকর শব্দ গুলো এড়িয়ে যেতে হবে।

১২ ই জুন, ২০২২ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:



এখন আমার কমেন্টগুলো দোয়ার মতো।

৩| ১২ ই জুন, ২০২২ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ল্গেখিক বলেছেন:
গালি আমার ডিকশনারীতে নেই।

সে কারণে বান মারি নাই!
তবে আপনাকে খুঁচিয়ে মজা
পাই। আর একজনের সাথে
মজা করতাম; সে আপত্তি
করায় তার পোষ্টে ৪/৬ টি
মন্তব্য কমে গেছে।

১২ ই জুন, ২০২২ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:


আপনি খুশী হয়ে পার্টি দিয়ে সব টাকা খরচ করিয়েন না, জ্বালানী কিনার জন্য কিছু রিজার্ভ রাখিয়েন।

৪| ১২ ই জুন, ২০২২ রাত ৯:১৭

খাঁজা বাবা বলেছেন: আপনি ধর্মীয় বিষয়গুলি নিয়ে বাঁকা মন্তব্য না করলে হয়ত অর্ধেক ব্যান কমে যাবে।
এই টপিক গুলি এভোয়েড করে দেখতে পারেন।

১২ ই জুন, ২০২২ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:



ধর্ম নিয়ে অদক্ষ ব্লগারদের 'ভুল ভাবনা ও ধারণা'গুলোকে বিনা কমেন্টে প্রসারিত হতে দেয়া কি উচিত?

৫| ১২ ই জুন, ২০২২ রাত ৯:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু কিছু ব্লগারকে ৩/৪টা প্রশ্ন করেও পুরো উত্তর পাওয়া যেতো না; কারণ, প্রশ্নফাঁস করা সোজা ছিলো, উত্তরফাঁসের ব্যবস্হা ছিলো না।


অথচো আপনাকে ২-৩টা প্রশ্ন করলে একটার উত্তর দেন!! কখনো সেটাও দেন পাশ কাটিয়ে। B:-)

১২ ই জুন, ২০২২ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:



আমি সব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করি; বেখেয়ালে গুরুত্বহীন কিছু বাদ পড়তে পারে।

৬| ১২ ই জুন, ২০২২ রাত ৯:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: বেখেয়ালে গুরুত্বহীন কিছু বাদ পড়তে পারে।

আপনার কাছে যেটি গুরুত্বহীন প্রশ্নকারীর কাছে সেটি গুরুত্বপূর্ণও হতে পারে।

১২ ই জুন, ২০২২ রাত ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



সম্ভব।

৭| ১২ ই জুন, ২০২২ রাত ৯:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্যে টাইপো ছিল তাই আবার করলামঃ

ডিফেন্স করার জ্ঞান না থাকলেঃ (ছাগু ও মোল্লা ব্লক করা ঠিক আছে, এরা খালি ল্যাদায়)
১) ব্যক্তি আক্রমণ করবে।
২) গালি দিবে।
৩) পোস্ট দিয়ে বলবে আমার পোস্টে আর যেন না দেখি। আপনার কি লজ্জা নাই। আমার পোস্টে কেন আসছেন?
৪) সর্বশেষ জাদিদ ভাই কে গিয়ে নালিশ করবে। জাদিদ ভাইয়া জাদিদ ভাইয়া আমাকে চাঁদগাজী ও উনার ছাত্ররা ব্যক্তি আক্রমণ করছে, ব্লগে ইসলাম অমান্য করছে, আমার পোস্ট ভাল্লাগছে না বলে ভুল ধরছে। আমার মনে হয় জাদিদ ভাই এদের ২৪/৭ অভিযোগ পেতে পেতে নিজেই এদের উপর মহা বিরক্ত।

তবেঃ আপনার কমেন্ট করার ক্ষেত্রে আপত্তিকর শব্দ গুলো এড়িয়ে যেতে হবে।

১২ ই জুন, ২০২২ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:


অনেক বাংগালী শিশু বয়স থেকে অভিযোগ শুরু করে, ইহার শেষ হয় না।

৮| ১২ ই জুন, ২০২২ রাত ৯:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

আমার ভূলসমুহ শিরোনামে কয়েকটি পোস্ট দেন। দেখেন কি হয়।

১২ ই জুন, ২০২২ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:


শিরোনাম না'হয় দিলাম, কিন্তু পোষ্ট লিখবেন কে?

৯| ১২ ই জুন, ২০২২ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'ভয় লাগাচ্ছিনা' বলে আপনি মনে করিয়ে দিলেন আপনি ভয় লাগাচ্ছেন

১৩ ই জুন, ২০২২ রাত ৩:৪৪

সোনাগাজী বলেছেন:



সোনাগাজি কানেকশানের লোকজন কাউকে ভয় পেতে পারে?

১০| ১২ ই জুন, ২০২২ রাত ১১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শূন্য সারমর্ম বলেছেন:
আমার ভূলসমুহ শিরোনামে কয়েকটি পোস্ট দেন। দেখেন কি হয়।


আপনি ভুল বানানটি শুদ্ধ করে লিখতে পারেন না!
হা হা হা!

১৩ ই জুন, ২০২২ রাত ৩:৪৭

সোনাগাজী বলেছেন:


বানানে ভুল আছে?
আমি যা' লিখি, পরে তা' পড়ে দেখি; কিন্তু বানান ভুল চোখে পড়ে না; কারণ, যখন পড়ি, অনেকটা মুখস্হের মতো পড়ি।

১১| ১২ ই জুন, ২০২২ রাত ১১:১১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার কমেন্টগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, কড়া ভাষার প্রয়োগ, অপাত্রে জ্ঞানদান, যার মগজ হাটুতে তাকে মাথার গল্প শোনানো। ঘি আর চিরতার আধিক্য থাকে আপনার কমেন্টে, যা অনেকেরই বদহজমের কারণ হয়ে দাঁড়ায়, তিক্ততার সৃষ্টি করে।
কি দরকার ঢালাওভাবে সকলের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে নেবার? বলদকে পিটিয়ে সোঁজা পথে নেওয়া যায়, কিন্তু মানুষ করা কি সম্ভব! এই অসম্ভবকে সম্ভব করার দুরন্ত আকাঙ্খার লাগাম টেনে যথাস্থানে কমেন্ট করেন। ব্যান হবেন না, আদৃত হবেন।
দ্রষ্টব্যঃ আমার কোন পোস্টে আপনার, রাজীব নূর ভাইয়ের কমেন্ট না পেলে অতৃপ্তির শেষ থাকে না আমার।

১৩ ই জুন, ২০২২ ভোর ৪:৩২

সোনাগাজী বলেছেন:



উলুবনে আজকাল কমেন্ট করছি না।

১২| ১২ ই জুন, ২০২২ রাত ১১:১২

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি ভুল বানানটি শুদ্ধ করে লিখতে পারেন না!
হা হা হা!

@নূর মোহাম্মদ "আপনি আমাকে আপনার পোস্টে নিয়ে গিয়ে ছবক দেন, শিখি।

১৩ ই জুন, ২০২২ সকাল ৮:১৮

সোনাগাজী বলেছেন:



কোন শব্দটি নিয়ে কথা হচ্ছে?

১৩| ১৩ ই জুন, ২০২২ রাত ২:২৬

রাজীব নুর বলেছেন: যারা আপনাকে কমেন্ট ব্যান করছে, আসলে তাঁরা নিজেদের কপাল নিজেরাই পুড়লো। আপনার কাছ থেকে বাঁচতে গিয়ে এখন ওদের খরা চলছে। ওরা আসলে বোকা। আপনাকে কাচের টুকরা ভেবেছে। আপনি যে হীরা সেটা বুঝতে পারেনি।

আপনি যে পোস্টে কমেন্ট করেন সে পোষ্ট যেন আর্শীবাদ পেলো।

১৩ ই জুন, ২০২২ ভোর ৪:৩৪

সোনাগাজী বলেছেন:





এখন অতিজ্ঞানীদের লেখা তেমন একটা পড়ছি না।

১৪| ১৩ ই জুন, ২০২২ সকাল ৮:৪০

বিটপি বলেছেন: ধর্ম নিয়ে অদক্ষ ব্লগারদের 'ভুল ভাবনা ও ধারণা'গুলোকে বিনা কমেন্টে প্রসারিত হতে দেয়া কি উচিত?

অবশ্যই উচিৎ না। ভুল হলে ধরিয়ে দেয়াই ইসলামের শিক্ষা। কিন্তু সেটা করতে গিয়ে আল্লাহ বা নবী রাসূল সম্পর্কে অবমাননাকর মন্তব্য ব্লগের পরিবেশ কেবল খারাপ করেনা, ব্লগারদের সম্পর্কও নষ্ট করে।

১৩ ই জুন, ২০২২ সকাল ৯:৪০

সোনাগাজী বলেছেন:


বিটপি বলেছেন, " ... ভুল হলে ধরিয়ে দেয়াই ইসলামের শিক্ষা। কিন্তু সেটা করতে গিয়ে আল্লাহ বা নবী রাসূল সম্পর্কে অবমাননাকর মন্তব্য ব্লগের পরিবেশ কেবল খারাপ করেনা, ব্লগারদের সম্পর্কও নষ্ট করে। "

-ভুল ধরিয়ে দেয়া ইসলামের শিক্ষা হবে কেন? ইহা লজিকের অংশ, লজিক ইসলামের আগে ছিলো, ইসলামের সময় আছ, ইসলাম যেখানে নেই সেখানেও আছে।

১৫| ১৩ ই জুন, ২০২২ সকাল ১০:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রশ্নফাঁস করা সোজা ছিলো, উত্তরফাঁসের ব্যবস্হা ছিলো না। এই কথাটিতে মজা পেলাম।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৮

সোনাগাজী বলেছেন:


পোষ্টের উপর প্রশ্ন করলে, অনকেই উত্তর দিতে পারেন না।

১৬| ১৩ ই জুন, ২০২২ সকাল ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাপারটা কিন্তু এমন না যে কেউ রূঢ়ভাবে মন্তব্য করল আর আমি ব্লগে আসা কমিয়ে দিয়েছি। আপনি জানেন আমি দীর্ঘসময় ধরে নানান সঙ্কটে আছি, তাই ব্লগে কম আসা হয়।
কমেন্টব্যান করার তো প্রশ্নই আসে না। '১৫-'১৬ সালে ধর্মীয় ও রাজনৈতিক পোস্টে প্রচুর গালাগাল খেয়েছি তবুও কাউকে ব্যান করি নি। ব্লগটাকে শিক্ষাক্ষেত্র হিসেবেই নিয়েছি। নিজের ভুলত্রুটি শুধরে নিতে চাই।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪১

সোনাগাজী বলেছেন:



যেসব ব্লগারের নিজর লেখার উপর পরিস্কার ধারণা নেই, এরা কমেন্টব্যান করেন।

১৭| ১৩ ই জুন, ২০২২ সকাল ১১:৩৬

গেঁয়ো ভূত বলেছেন:


আপনার পোস্ট এ হাসলে কি হয়? =p~ =p~ =p~

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪১

সোনাগাজী বলেছেন:



কোন কিছুই হয় না

১৮| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:০৭

রানার ব্লগ বলেছেন: কমেন্ট ব্যান আমাকেও পিঢ়া দেয় !!!! আমার কথা পছন্দ না এটা আমাকে সরাসরি বলে দিলেই হয় । ব্যাস আমি আর তার প্রফাইলে যেতাম না !!!

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:



আমাকে নিয়ে সমস্যা আছে, অনেকেই পোষ্ট দিয়ে শর্ত দিয়ে দেন, কারা কারা পোষ্টে আসতে পারবেন না, আমি পোষ্ট পড়ার বেলায় কোন শর্ত শুনতে চাই না।

১৯| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১২

আমি ব্লগার হইছি! বলেছেন: এইসব ব্লগ ফ্লগ কমেন্ট টমেন্ট দেখছি আপনার ব্যাক্তিগত জীবনের একটা বিরাট অংশ দখল করে রেখেছে। যাই হোক, আপনি এবং আপনার মতো কয়েকজন অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ব্লগার তাদের মূল্যবান সময় দিয়ে সবার সাথে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করছেন এটা একটা পরম পাওয়া। আপনাদের কমেন্ট ব্লক হওয়া উচিৎ নয়। মন খুলে লিখে যান।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:



আজো আমাকে থামাতে পারেনি, লিখতে থাকবো।

২০| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কমেন্ট আমি উপভোগ করি।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৫

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।
আমি কিছু নিয়ে ব্যস্ত?

২১| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:৪২

অক্পটে বলেছেন: ধর্ম নিয়ে দক্ষ কোন ব্লগার আছে কি? ধর্ম নিয়ে দক্ষতার মানদন্ড কি আপনার কাছে।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৬

সোনাগাজী বলেছেন:



লজিক্যালী সঠিকভাবে লেখা।

২২| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৩০

হাসান রাজু বলেছেন: ভয় ভালো দেখাইছেন (যদি তত্ত্বের পেছনে তথ্যগুলো সত্য।)। দেখেন, বন্ধ দরজা খুলে কি না।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৭

সোনাগাজী বলেছেন:



হয় দরজা খুলবে, না'হয় দরজা থাকবে না।

২৩| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪২

হাসান রাজু বলেছেন: রাজীব নুর সত্যই আপনার অনেক বড় ভক্ত B-)) । আপনার সবচেয়ে বড় সাফল্য "রাজীব নুর" ।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৮

সোনাগাজী বলেছেন:



উনার সাথে অন্য ক ব্লগে এক সাথে ব্লগিং করেছিলাম; উনি লিখে আনন্দ পান।

২৪| ১৩ ই জুন, ২০২২ রাত ৯:০৭

নূর আলম হিরণ বলেছেন: আমি সমালোচনা ফেলে খুশি হই।

১৩ ই জুন, ২০২২ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:



কিছু লোকজন ভয়ে ভয়ে ব্লগিং করেন; আত্মবিশ্বাস নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.