নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাজেট আলোচনা শুনে অর্থমন্ত্রীকে বুদ্ধিমান বলে মনে হয়েছে আপনার কাছে?

১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৭



অর্থমন্ত্রী আগামী ফাইন্যান্সিয়াল বছরের জন্য বাজেট প্রস্তাব করেছে; ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে আমেরিকান ডলারে প্রায় ৭২ বিলিয়ন ডলার; একই সময়ে, সমপরিমাণ অর্থ যোগানের শক্ত কোন প্ল্যান উনার নেই। আয়ের একটি 'নতুন উৎস' তিনি যোগ করেছেন, সেটা হলো, "অর্থ পাচারকারীরা শতকরা ৭-১৫ ভাগ ট্যাক্স দিয়ে পাচারকৃত অর্থকে 'সাদা' করতে পারবে"।

যাদের টাকা বিদেশে(আমেরিকা, ইউরোপ, কানাডা, ভারত ) আছে, ওদের টাকা কি বিদেশে 'কালো' অবস্হায় আছে?

এই নতুন উৎস আবিস্কার করার জন্য উনাকে দেশের একজন বুদ্ধিমান অর্থনীতিবিদ বলে মনে হচ্ছে আপনার কাছে, নাকি লিলিপুটিয়ান ধরণের অর্থনীতিবিদ বলে মনে হচ্ছে?

দেশ থেকে গত কয়েক বছরে, দেশের ১ বছরের বাজেটের সমপরিমাণ টাকা পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে! টাকা পাচারে কোন ধরণের নাগরিকেরা যুক্ত? সবচেয়ে বেশী পরিমাণ টাকা কারা, কিভাবে পাচার করছে?

যারা বড় বড় অংকের টাকা পাচার করেছে বা করছে, সরকারের কোন কোন বিভাগ ইহাদের লিষ্ট মেইনটেইন করে; যারাই করুক না কেন, তারা পাচারকৃত টাকার পরিমাণ ও ব্যক্তিদের নাম অর্থমন্ত্র্রীকে জানায় কিনা? আমার ধারণা, এই তথ্য নিশ্চয় অর্থমন্ত্রী জানতে ইচ্ছুক। এদের কারো কারো সাথে মন্ত্রীর জানাশোনা থাকা কি অসম্ভব?

সাইফুর রহমান ও মাল মুহিত গোজামিল দিয়ে বাজেট করতেন; অর্থ বছরের শুরুতে, সব সময় জানাতেন কত টাকা ব্যয় করবেন, উহা সব সময় আয়ের থেকে বড় থাকতো; বছরের শেষে কখনো জাানাতেন না, কত টাকা ব্যয় করা হয়েছিলো; ইহা কি সঠিক বাজেট পদ্ধতি ছিলো?

দেশে বড় বড় উন্নয়ন ঘটায়ে, মানুষের বেকারত্ব কমানো, শিক্ষার মান বাড়ানো, চিকিৎসা ও বাসস্হানের সুব্যবস্হা করার জন্য বাজেট করা হয়; আমাদের মন্ত্র্রীরা কেহ এসব ব্যাপারে নাম করতে পারেনি; কালো টাকা, পাচারের টাকা নিয়ে ব্যস্ত হয়ে, এরা বদনামের ভাগী হয়েছে মাত্র।

উনারা ২ জন দেশের ভেতরের 'কালো টাকাকে সাদা করানোর সুযোগ দিতেন' বাজেটে; এবার উহা ১ মাত্রা বাড়িয়ে দিয়েছে বর্তমান মন্ত্রী। মন্ত্রীর এই বিরাট আবিস্কারের কথা শুনে, উনার বুদ্ধিমত্তা সম্পর্কে আপানার কি ধারণা, এই লোক কোনভাবে জাতিকে সাহায্য করার মতো বুদ্ধিমান হতে পারে?


মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: একেবারে না পাওয়ার চেয়ে ৭.৫ ভাগ পেলেও বৈদেশিক ঋণের বৃহত্তর অংশ অন্তত শোধ করা যাবে।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:


দেশ থেকে যারা পাচার করে টাকা বিদেশে নিয়ে গেছে, তারা কোন লেভেলের শয়তান? তারা উহার উপর কর দেবে?

২| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ক্রিকেট কামালের বাজেট করার মতো মেধা নাই।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:


সেক্রেটারীরা চক্র করে তাকে জাতির সামনে গবু বানায়েছে।

৩| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: ব্লগার ''সোবুজ'' সাহেবকে দীর্ঘদিন ব্লগে দেখি না। উনার মন্তব্য আমার ভীষণ পছন্দ। ইনাকে কি কমেন্ট ব্যান করে রাখা হয়েছে?

১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



মনে হয়, উনি কমেন্ট ব্যানে আছেন।

৪| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি মেধাবী মানুষ কিন্তু হাত-পা বাধা; ইচ্ছা করলেই নিজের মতো করে বাজেট দিতে পারবেন না। দ্বিতীয়ত পাচারকৃত টাকা ৭-১৫ ভাগ দিয়ে বৈধ করলে না পাওয়ার চেয়ে সমান্য পাওয়া ভালো পক্ষান্তরে শয়তানরা উৎসাহিত হবে।

১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



উনার হাত-পা কে কিভাবে বেঁধেছে?

৫| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৮

রানার ব্লগ বলেছেন: পুরা বাজেট টাই আমার কাছে ছেলে খেলা মনে হয়েছে !!! যদিও আমি অর্থনিতির ছাত্র না !!

এখানে মুড়ি আর হেলিকপ্টারের দাম কমিয়েছে !!!

ভোজ্য তেলের দাম নিয়ে কোন উচ্চবাচ্চ নাই উলটা বাজারে আরো সাত টাকা বেড়েছে যেখানে সার বিশ্বে দাম কমার দিকে ।

সাধারন গরীব মানুষের জন্য কিছুই নাই !!! বাজেট তা হলে করা হয় কাদের জন্য !!! ????????

১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



গরীবদের অবস্হা ভালোর দিকে নেয়ার মতো মগজধারী বাংগালীর পরিমাণ নেই বললেই চলে।

কোন কাজটা সহজ, বসুন্ধরাকে আরেকটি এপার্মেন্ট কমপ্লেক্সর জমি দেয়া, নাকি ১০০০ জন বেকারকে চাকুরী দেয়া?

৬| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অর্থমন্ত্রীরা সব সময় আপদমস্তক বুদ্ধিমান।
তাদেরকে বোকা মনে করার কোন সুযোগ
নাই। কিন্তু পানির নাগালের এক হাত দূরে
গাধাকে বেধে রেখে যদি পানি খেতে বলাহয়
তা হলে কি গাধার তৃষ্ণা নিবারণ হবে। সীমিত
সম্পদে বড় কিছু করা সম্ভব নয়।
অল৷ রাবিশ!

১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



সীমিত সম্পদ থেকে বড় সম্পদ সৃষ্টি করেছে ইসরায়েল, সিংগাপুর, মালয়েশিয়া; সেসব দেশের মন্ত্রীরা বুদ্ধিমান।

৭| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


কালো টাকা সাদা করা হয়েছে বিগত বছরগুলোতে কখনো?

১৩ ই জুন, ২০২২ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



সাইফুর রহমান ও মুহিতের বড় অবদান ছিলো কালোকে সাদা করা, নীচু ভাবনার লোকজন ছিলেন ২ জনই।

৮| ১৩ ই জুন, ২০২২ রাত ৮:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: বাজেট কেনো, কোনো বক্তিতাই শুনি না, কোনো আলোচনাই শুনি না।
আমার ধারনা মন্ত্রীদের ৮০% এর মন্ত্রীত্ব সম্পর্কে কোনো ধারনা নেই। সচিবদের কাধে ভর দিয়ে চলে।

১৩ ই জুন, ২০২২ রাত ৮:৫৮

সোনাগাজী বলেছেন:



সচীবরা মন্ত্রীদের গর্দভ বানায়ে, তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করে।

৯| ১৩ ই জুন, ২০২২ রাত ১১:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ম্যাডাম খালেদাকে হাসপাতালে ভর্তি করা হল।
নিজের গাড়ীতেই উনি এলেন, ওনার গাড়ীর আগে পিছে কোন নেতা কর্মির গাড়ী ছিল না, ওনার পারিবারিক ডাক্তারও সাথে আসেন নি। ফাতেমাও না। ওনার এত এত্তো নেতা, সমর্থক। কিন্তু হাসপাতালের আসেপাসেও কেউ নেই। প্রেসক্লাবের সামনেও নেই।
গুরুতর অসুস্থ হয়ে নির্জন রাস্তায় নিজের গাড়ীতেই উনি এসেছিলেন ওনার সাথে ড্রাইভার বাদে মাত্র ১ জন।
উনি এখনো ইন্টেন্সিভ কেয়ারে।
কিন্তু পত্রিকায় মিডিয়ায় সবাই মেতে আছে যায়েদ খান ওমর সানী মৌসুমি ...
বর্তমানে এখন চলছে মৌসুমির পুত।

১৪ ই জুন, ২০২২ রাত ১২:০২

সোনাগাজী বলেছেন:



এইটাই উনার পাওনা ছিলো, কর্মের ফল! উনার আশপাশে যারা ছিলো, সবগুলোই অমানুষ; উনার কোন নীতি ছিলো না, অনুসারীদের কোন নীতি নেই।

১০| ১৪ ই জুন, ২০২২ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন:

১৪ ই জুন, ২০২২ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:



না'বুঝে ক্রিকেট, না'বুঝে অর্থনীতি; দেশের সবচেয়ে বড় চাকুরীটা নিয়ে নিজে ভালো আছে, আর সরকারী কর্মচারীদের ভালো বেতন দেয়।

১১| ১৪ ই জুন, ২০২২ সকাল ৮:৫৬

বিটপি বলেছেন: আওয়ামী লীগে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের অভাব আছে। অর্থমন্ত্রী আর বাংলাদেশ ব্যাঙ্কের গভর্ণরের কর্মকান্ড দেখে এগুলো পরিষ্কার ফুটে ওঠে।

১৪ ই জুন, ২০২২ সকাল ৯:২৩

সোনাগাজী বলেছেন:


ঈসরায়েল, সিংগাপুর, তাইওয়ান, মালয়েশিয়ার মতো উন্নত ভাবনার অর্থনীতিবিদ বাংলাদেশেই নেই; ফলে, শুধু যে, আওয়ামীলীগে নেই, সেটা সঠিক নয়, জামাত কিংবা ছাত্রদলেও নেই।

১২| ১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:১৪

খাঁজা বাবা বলেছেন: কামালকে বোকা ভেবে থাকলে ভুলের মধ্যে আছেন, সে অত্যন্ত ধূর্ত লোক। তবে তার মেধা দেশের থেকে নিজের কাজে লাগায়।

উন্নয়নশীল দেশের বাজেটে সবসময় আয়ের চেয়ে ব্যয় বেশি থাকে। বাজেট শেষে কত টাকা খরচ হল তা ঢাকঢোল পিটিয়ে বলা না হলেও এটা গোপনীয় বিষয় নয়। যাদের প্রয়োজন তারা দেখতে পারে।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:০১

সোনাগাজী বলেছেন:



আমার মতে, কামাল সাহেব জাতির জন্য বাজট করার মত জ্ঞানী লোক নন।

বাজেট ডেফিসিট কখন করতে হয় উহা আমি জানি। আমেরিকারও বাজেট ডেফিসিট হয়, সটার কারণও আমি জানি; তবে, সাইফুর রহমান, মুহিত ও কামাল সাহবের বাজেট ডিফিসিট করে, উহাকে সঠিকভাবে কার্যকরী করারমতো কোন প্ল্যান কখনো ছিলো না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.