নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সঠিকভাবে ভোট করার সর্বশেষ সুযোগ।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৩০



প্রশান্ত মহাসাগরীয় স্যামন মাছ ডিম দেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে; কিন্তু ডিম দেয়ার জন্য তারা সমুদ্র থেকে তাদের জন্মস্হানে যাবেই যাবে, এবং শুধুমাত্র সেখানেই ডিম দিবে। বাংগালীরাও ভোটের বেলায় সেই রকম, ভোট দেয়ার পর ৫ বছর লাথি খেলেও সমস্যা নই, ভোট দিতেই হবে। ২০১৪ সালে, বেগম জিয়ার বেকুবীর কারণে, উনার সমর্থক স্যামনরা ডিম ছাড়তে পারেনি; ২০১৮ সালে, বেগম জিয়ার দলের স্যামনদের কথা কি বলবো, শেখ হাসিনার দলের স্যামনরাও ডিম পাড়ার জন্য ভোট সেন্টারে যেতে পারেনি। ডিম জমে আছে, ২০২৩ সালে ডিম না ছাড়তে পারলে, ডিমের চাপে স্যামনরা অসুস্হ হয়ে যাবে, না'হয় বিপ্লব ঘটাবে।

স্যামন যখন ডিম ছাড়ে, উহার শরীরে আর শক্তি অবশিষ্ট থাকে না, উহা স্বল্প পানিতে নিস্তেজ অবস্হায় পড়ে থাকে, খাবার সংগ্রহ করতে পারে না, সাঁতার কাটতে পারে না, সেখানেই কাপুত। আমাদের জাতি ভোট দিয়ে আনন্দিত হয়, তারপর যা ঘটার তা'ঘটে, হায়েনারা তাদের ঘাঁড় মটকায়; কিন্তু প্রতি ৫ বছর পর তারা আবার একই বৃত্তে ঘুরতে চায়।

এবারও শেখ হাসিনা কোন এক কৌশলে জয়ী হবেন; সেই কৌশলটা সময়ে সাথে পরিস্কার হবে। তবে, ঘুঘু বারবার বিনা বাধায় ধান খেতে খেতে, বেশী খেয়ে ক্লান্ত হয়ে যাবে একদিন, খেয়ে দেয়ে ধান খেতেই ঘুমিয়ে পড়তে পারে।

গত ২ ভোটে, শেখ হাসিনার দল যেভাবে জয়ী হয়েছে, তার প্রতিবাদ হয়নি; কারণ, প্রতিবাদী লোকজনের দলই ছিলো আওয়ামী লীগ; তারা ভোট নিয়ে কিছু বলেনি; কারণ, ভোটে যারা পরাজিত হয়েছে, তাদের পরাজয়টা জাতির জন্য খারাপ হয়নি, তাই আওয়ামী লীগ নীরবে সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু ভোট না দিতে পারলে, এক সময় আওয়ামী লীগও ক্ষেপে যাবে। আওয়ামী লীগ ক্ষেপলে খবর হয়ে যাবে। কিন্তু ফলাফল হবে, আমরা একই বৃত্তে ঘুরতে থাকবো, উপরের দিকে যেতে পারবো না; মুক্তির সংগ্রাম শেষে ঠিকই হায়েনাদের হাতে বন্দী হবো।

স্বাধীনতার পক্ষের লোকদেরকে জাতির ভবিষ্যত বুঝতে হবে, এভাবে জাতি কোনদিন ভালো করতে পারবে না, সুখশান্তিও আসবে না, জাতিকে স্বাভাবিক জীবন গড়ে তুলতে হবে; এসব কৌশল বাদ দিয়ে শক্তিশালী সিষ্টেম গড়ার জন্য কাজ করতে হবে; কৌশলী জয় জাতিকে অজাতীতে পরিণত করছে।




মন্তব্য ৫৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: নিরপেক্ষ নির্বাচন হলে ও জামাইত্যা দের বাদ দিলে বি এন পি ক্ষমতায় যাবে।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



বিএনপি বেআইনী দল, শেখ হত্যার পর, মিলিটারীরা কেন্টমনেন্টে বসে ইহাকে প্রসব করেছে; উহাকে ও জাপাকে বাহিরে রেখে ভোট করার দরকার।

২| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৭

জুন বলেছেন: আমার ড্রাইভার দুঃখ করে ফোনে বলছিল "আফা ৭০ টাকা কেজির নীচে কোন চাল নাই দেশে" জবাব দিলাম "আগামী ভোটে আবার যদি থুক্কু বইলা ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে বলে, তোমরা লাইন দিয়ে তাকেই ভোট দিবা"।
আমার বুয়া আরও টপ, সে বলে "খালাম্মা যে কি কন!! আমরা কি ভোট দিতে পারি! তারা নিজেরাই নিজেগো ভোট দিয়া পাশ হইয়া যায়" =p~

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৩

সোনাগাজী বলেছেন:



এখনো দল হিসেবে আওয়ামী লীগই বড় দল, শেখ হাসিনা সঠিকভাবে ভোট করলে তিনি জয়ী হবেন। চালের কিলো ৫০ টাকার কম হলে ধান চাষ বন্ধ হয়ে যাবে।

৩| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশে আর দল কই?

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগে ২/৩ দল আছে, বামেরা আছে, স্বতন্ত্ররা আছে। মিলিটারীর দল ও স্বাধীনতা-বিরোধীদর হাতে দেশ দেয়া ঠিক হবে না।

৪| ১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৬

জুন বলেছেন: আপনার মতে সঠিকভাবে ভোট হলেও উহারা আসবেন আবার বেঠিক ভাবে ভোট হলেও তো তারাই। তাহলে আর কোটি কোটি টাকা খরচ করে ভোটের দরকার কি?

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৪

সোনাগাজী বলেছেন:




বর্তমান ভোটের ফলে, আওয়ামী লীগের ভালো লোকেরা আসতে পারছে না; সঠিভাবে ভোট হলে, কিছু ভালো আওয়ামী লীগার ও অনেক দক্ষ স্বতন্ত্র লোকজন জন আসতে পারবে। সর্বোপরি, ভোট করে আসা ও সীলমারাদের মাঝে বড় পর্থক্য আছে।

৫| ১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

গেঁয়ো ভূত বলেছেন:


স্যামন মাছের ডিম্ দেয়ার উদাহরনটা ভালো লেগেছে।

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



আপনি ভোট দিতে চান তো?

৬| ১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

সিয়াম হোসেন মোল্লা বলেছেন: এবার ভোটে জিতবে আওয়ামীলীগ, হারবেও আওয়ামীলীগ

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



ওদের জিতার কথা; কিন্তু সেমনর ডিম পাড়ার ব্যবস্হা করতে হবে; না'হয় দশর ক্ষতি হবে।

৭| ১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

সিয়াম হোসেন মোল্লা বলেছেন: এবার ভোটে জিতবে আওয়ামীলীগ, হারবেও আওয়ামীলীগ

৮| ১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অলি বার বার ফিরে যায়,
অলি বার বার ফিরে আসে।

তবে তো ফুল বিকাশে।
কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে।
ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহ পাশে।
ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও,
হৃদয়-রতন আশে।
ফিরে এস ফিরে এস, বন মোদিত ফুলবাসে।
আজি বিরহ-রজনী ফুল্ল কুসুম শিশির-সলিলে ভাসে।

বলুনতো এই গানটি কার লেখা?
সুত্র দিচ্ছি এই গানটি "নৃত্যনাট্য মায়ার খেলা" গ্রন্থে আছে
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ ,১২৯৫

সে যাই হোক ভোট বার বার ফিরে আসিবে!

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

সোনাগাজী বলেছেন:



"নৃত্যনাট্য মায়ার খেলা" নামে যে একটা গ্রন্থে আছে, উহা আজি ১ম বার শুনলাম; গানটি শুনেছি বলে মনে হয় না।

৯| ১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি কোন এলাকার ভোটার?
কখনো ভোট দিয়েছেন?

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

সোনাগাজী বলেছেন:




আমি উত্তর চট্টগ্রামে ভোটার; কয়েকবার ভোট দিয়েছি; ভোট দিয়েছি ১৯৭০ সালেও।

১০| ১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০১

রানার ব্লগ বলেছেন: ভোট নিয়ে মাথা ব্যাথা নাই !! যে আসবে সেই লুট করবে !!! আময়াদের অবস্থা সাখের করাতে পরে থাকার মতো যেতেও কাটে আসতেও কাটে

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

সোনাগাজী বলেছেন:



লাইনে আনার দরকার, রাজনৈতিক ভুলের জন্য জাতি পেছনে পড়ে অকারণে অশান্তিতে আছে।

১১| ১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার জন্মের ১ যুগ আগেও আপনি ভোটার!!
অর্থাৎ আপনি দুটি দেশের নাগরিক হিসেবে ভোট দিয়েছেন!! অথবা ৩ দেশেরও হতে পারে!!
আপনার জন্য শুভকামনা রইলো।
ভালো থাকবেন।

১৪ ই জুন, ২০২২ রাত ৯:৪৯

সোনাগাজী বলেছেন:




আমার দু:খ, আমি যাদের ভোট দিয়েছি, তারা যোগ্য ছিলো না।

১২| ১৪ ই জুন, ২০২২ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
"নৃত্যনাট্য মায়ার খেলা" নামে যে একটা গ্রন্থ আছে,
উহা আজি ১ম বার শুনলাম; গানটি শুনেছি বলে মনে হয় না।

আপনার জীবনতো ষোল আনাই মিছা!
"নৃত্যনাট্য মায়ার খেলা" নামে নৃত্যনাট্যটি কি
তালপাতায় লেখা হয়ে ছিলো? ওটি কি গ্রন্থ না?

১৪ ই জুন, ২০২২ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:



আমি সাহিত্য ও গানে অনেক পেছনে।

১৩| ১৪ ই জুন, ২০২২ রাত ৯:০৮

তানভির জুমার বলেছেন: সঠিক ভোট হলে আওয়ামীলিগ ক্ষমতায় আসার নুন্যতম কোন স্কোপ নাই, এটা আওয়ামীলিগও জানে তাই এরা কখনোই চাইবে না ক্ষমতা হাত ছাড়া হোক। আওয়ামীলিগ এবার ক্ষমতার বাইরে গেলে আন্দোলনের আ ও মুখে আনতে পারবে না। ৫০ বছরের দুর্নীতি আর অপশাসনের কারণে বাংলার জনগণের মধ্যে এখন অন্যরকম ন্যারেটিভ তৈরী হয়েগেছে।

১৪ ই জুন, ২০২২ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ না'আসটত পারলে, অন্যেরা আসুক; শুধু জামাত-বিএবপি ও জাপা যেন আসতে না পারে।

১৪| ১৪ ই জুন, ২০২২ রাত ১১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

১৯৭০ সালের মত ভোট ২০৭০ সালে হবে, আপনি জীবিত থাকবেন না; আপনার বিশুদ্ধ স্মৃতি তো '৭০ সালের আছে, আমাদের কি আছে,স্যামনের ডিম???

১৪ ই জুন, ২০২২ রাত ১১:৫৫

সোনাগাজী বলেছেন:




আপনি কি ভোট দিয়েছেন জীবনে?

১৫| ১৪ ই জুন, ২০২২ রাত ১১:২৪

নূর আলম হিরণ বলেছেন: বিএনপিকে রিফর্ম করার একটা চেষ্টা মনে হয়েছিল শেখ হাসিনা করতে চেয়েছিলেন কিন্তু এখন মনে হচ্ছে না তিনি বিএনপিকে আগের রূপেই দেখতে পছন্দ করেছেন।

১৪ ই জুন, ২০২২ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



বিএনপি'র সৎ, দক্ষ ও যারা মনে করে যে, মিলিটারী ক্যু'করে ক্যান্টনমেন্টে বিএবপি করেছিলো, সেই রকম ৫০ জনকে "স্বতন্ত্র" হিসেবে সুযোগ দিয়ে, আওয়ামী লীগের প্রার্থীদের শেষদিন উইথড্র করায়ে, "স্বতন্ত্র"দের পাশ করেয়ে এক্সপেরিমেন্ট করা উচিত।

১৬| ১৫ ই জুন, ২০২২ রাত ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
আমি সাহিত্য ও গানে অনেক পেছনে।

সমস্যা নাই,
আপনি খোঁচানীতে প্রথম!

১৫ ই জুন, ২০২২ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:




'সমালোচনা'কে আপনি খোঁচানী মোঁছানী বললে তো আমার বিপদ; কেহ কেহ উহাকে নাম দিয়েছেন, "ব্যক্তি আক্রমণ"।

১৭| ১৫ ই জুন, ২০২২ রাত ১২:১০

শূন্য সারমর্ম বলেছেন:


:আপনি কি ভোট দিয়েছেন জীবনে?
- দিতে যাবার আগেই বলে, আপনার ভোট হয়ে গেছে, বাসায় চলে যান।

১৫ ই জুন, ২০২২ রাত ১২:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনি কোন দলকে ভোট দেয়ার সম্ভাবনা ছিলো?

১৮| ১৫ ই জুন, ২০২২ রাত ১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

:আপনি কোন দলকে ভোট দেয়ার সম্ভাবনা ছিলো?

- আওয়ামীলিগ

১৫ ই জুন, ২০২২ রাত ১:২৪

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের লোকদেরও ভোট দিতে দেয়নি, ইহা বিরাট সমস্যার সৃষ্টি করবে।

১৯| ১৫ ই জুন, ২০২২ রাত ২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবন যুদ্ধে , ভোট এখন অপ্রয়োজনীয় বিষয় ।
...........................................................................
যেখানে ভোটার নিজ ভোট দিতে পারেনা , বা কোন কোন কেন্দ্রে
ভুতে ভোট দিয়ে দেয় ,
সেখানে ভোট নামক প্রহসন বন্ধ করা উচিৎ ।

১৫ ই জুন, ২০২২ রাত ২:১০

সোনাগাজী বলেছেন:



আমরা কি মানব সভ্যতা থেকে পালিয়ে পেছনের দিকে ছুটবো? এতে ঘরে কিশোরী চাকরাণী থাকবে, মেসে ঝি থাকবে, ১ বাচ্চাকে অক্সফোর্ড স্কুলে পড়াতে বস্তির ২ বাচ্ছা লাগবে সাহায্য করার জন্য।

২০| ১৫ ই জুন, ২০২২ সকাল ৮:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১৪

সোনাগাজী বলেছেন:



নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনীভাবে সঠিক দলের দরকার।

২১| ১৫ ই জুন, ২০২২ সকাল ৯:০৭

খাঁজা বাবা বলেছেন: ভোটে এলে লাথি দেয়, এখন কি চুমু দিচ্ছে?

১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১৫

সোনাগাজী বলেছেন:


নাগরিক ও সরকারের মাঝে খারাপ সম্পর্কের শুরু কোথায় ছিলো?

২২| ১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার চাইলে জনগণ ভোট দিবে। নতুবা সরকার যা চাইবে সেটাই হবে। সরকারকে কোন কাজে বাধ্য করার মত কোন পক্ষ দেখা যাচ্ছে না।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১৮

সোনাগাজী বলেছেন:



সরকারকে রাজনৈতিকভাবে চ্যালেন্জ করার মতো দল নেই। ভোট এলে কোয়ালিশন হয়, কিন্তু ৫ বছর কোন রাজনৈতিক কর্মকান্ড থাকে না।

২৩| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১:০৬

আমি ব্লগার হইছি! বলেছেন: আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কেউ ভোটে না দাড়ালে আমি ভোট দিতে যাই না। সাত সকেলে যেয়ে আরেকজনের জন্যে লাইনে দাড়ানোর মধ্যে আমি নেই।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১৮

সোনাগাজী বলেছেন:



এগুলো নাগরিক আচরণ নয়।

২৪| ১৫ ই জুন, ২০২২ দুপুর ২:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: এবার মনে হয় বি এন পি কে ৪০/৫০ টা আসন দিবে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:২০

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত, বিএনপি থেকে ৫০/৬০ জনকে "স্বতন্ত্র" হিসবে পাশ করতে সাহায্য করা।

২৫| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: সবচেয়ে ভালো কি জানেন?
ভোট হওয়ার'ই দরকার নাই। শুধু শুধু টাকা নষ্ট। কি ঘটবে, দেশবাসী জানে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৪

সোনাগাজী বলেছেন:



সঠিকভাবে ভোট না'হওয়ায় আমরা বানরে পরিণত হয়েছি।

২৬| ১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০১

ইএম সেলিম আহমেদ বলেছেন: ভোট দেব না, গাজী ভাই। :||

১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:


নাগরিকদের ভোট দিতে না'দেয়ায়, সরকার সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে; ইহা জাতিকে পেছনে নিয়ে গেছে।

২৭| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:১৪

নতুন বলেছেন: সম্ভত ২১০০ সালে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে পারবে। সেখানে রাজনিতিক দলের লাঠিয়ালেরা কোন মার্কায় ভোট দিতে হবে বলে দেবে না। বা নিজেরাই দিয়ে দিবেনা।

আমাদের দেশের রাজনিতিকরা এখনো সভ্য হয় নাই। তারা এখনো লাঠিয়াল পোষে।

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



আজকের জাপান, ইসরায়েল, সুইডেন যেখানে আছে, সেখানে কি আমরা আদৌ যেতে পারবো? দেশের সংস্কৃতি বলছে, আমরা আরো খারাপের দিকে যাবো।

২৮| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৪

নতুন বলেছেন: আমাদের জনগন কখনোই কোন কাজে একমত হতে পারবেনা। দারিদ্রতা আর অজ্ঞতা মানুষকে অসত করে তোলে।

১৬ ই জুন, ২০২২ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:




সঠিক, দারিদ্রতা আর অজ্ঞতা মানুষকে অসত করে তোলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.