নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ক্যাথোলিক ধর্মযাজকরা বিয়ে না\'করাতে ধর্মালয়ে অধর্মই বেশী ঘটেছে

১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:১৮



ক্যাথোলিক ধর্মযাজকরা ও সিষ্টারেরা বিয়ে করে না, চিরকুমার, চিরকুমারীর জীবন যাপন করে; ইহা মানব জীবনের জন্য স্বাভাবিক পথ নয়, ইহা ডেডিকেসানের চেয়ে সমস্যাই বেশী সৃষ্টি করেছে, ধর্ম থেকে অধর্মেরই কারণ হয়েছে। জার্মানীর ক্যাথোলিক চার্চের শিশু নির্যাতনের বিচার শুরু হয়েছে। গত ২০/৩০ বছর সারা পৃথিবীর ক্যাথোলিক পুরুষ ধর্মযাজকদের বিচার চলছে। জার্মানীর মুনষ্টারে যা ঘটছে ইহা প্রথম নয়, ইহা সাম্প্রতিক।

জার্মানীর এই ঘটনা নিয়ে ব্লগে ১টি পোষ্ট এসেছে; আমার মতে, পোষ্টটিতে বিষয়বস্তুকে সঠিকভাবে এনালাইজ না'করে, বাংগালীরা কেন আমাদের মোল্লাদের শিশু নির্যাতন নিয়ে মুখর, সেটার শিবগীতিও গাওয়া হয়েছে। জার্মানীর কোন এক ধর্মযাজক যদি শিশু নির্যাতন করে, উহা নোয়াখালীর সোনাগাজীতে আনদোলনের জন্ম দেবে? অবশ্যই দেবে না; উহা যদি আন্দোলনের সৃষ্টি করতো, তা'হলে উহার শুরু হতো সামু থেকেই, পোষ্টের মাধ্যমে।

আমাদের দেশের মাদ্রাসাগুলোতে শিশু নির্যাতন হয়েছে, আন্দোলন হয়েছে, বিচার হয়েছে, আরো বিচার হবে; মানুষ নিজ দেশের মোল্লাদের অপরাধের বিপক্ষে দাঁড়ায়েছে; বাংগালীরা ক্যাথোলিকদের সমস্যার বিপক্ষে না দাঁড়িয়ে, দেশের মোল্লাদের বিপক্ষে কেন গেলো, পোষ্টে ইহা নিয়ে শিবগীতি গাওয়ার কি প্রয়োজন পড়লো? লোকজন কি শুনে, কিভাবে এসব এনালাইসিস করে, কিসব শিবগীতি লেখে, বলা মুশকিল।

বিবাহ করে, স্বাভাবিক পারিবারিক জীবন যাপনই হচ্ছে, একজন মানুষের সামাজিক ও পারিবারিক প্রিভিলেইজ ( আসলে অধিকারই বলা চলে ); এবং ইহাই মানব সমাজ টিকে থাকার প্রকৃতিক ও স্বাভাবিক পদ্ধতি। যদি ১জন নারী কিংবা পুরুষ জীবনে বিয়ে না'করে থাকে, এটা স্বাভাবিক জীবন কিনা?

যার জীবনই স্বাভাবিক নয়, সে রাষ্ট্র বা ধর্মের নিয়ম পুরোপুরিভাব মানার কতটুকু সম্ভাবনা? বিয়ে না'করে, স্বাভাবিক জীবন যাপন করাটাই স্বাভাবিক নয়, উহা ব্যতিক্রম ও বিরল। ক্যাথোলিক ধর্মীয় সম্প্রদায়ের বড় ভুল হচ্ছে, ধর্মযাজকদের ও সিষ্টারদের বিয়ে করতে নিরুৎসাহিত করা; চিরকুমার ও চিরকুমারীদের ধর্মযাজক করাটাই ভুল ভাবনার ফসল।





মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ম্মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কোনোদিন বন্ধ হবে না।
অর্থ্যাত জাতির বড় একটা অংশ পিছিয়ে থাকবে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:


মাদ্রাসা আজকের সভ্যতার জন্য যতটুকু জ্ঞানের দরকার, উহা দেয় না; মাদ্রাসাকে স্কুলে পরিবর্তন করা হবে।

২| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব ধর্ষণ ও বলাৎকারে বিচার হওয়া উচিত সেটা হুজুর হোক, ধর্মযাজক হোক বা ঠাকুর হোক।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:



কি কারণে ক্যাথোলিক চার্চে উহা ঘটেছে, আপনি জানতেন?

৩| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেই সব তথা কথিত নাস্তিক মাস্তিকরা কই
যারা আজান শুনলে শব্দ দূষণ বলে! মাদ্রাসা
তুলে দিতে বলে! মুসলমানের পান থেকে চুন
খসলে ধিক্কার! এবার তারা মাঠে নামুক দেখি
কত বড় বুকের পাটা!

১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে নাস্তিক নেই, ব্লগে নাস্তিক নিয়ে লিখলে মন্তব্য পাওয়া যায়। ক্যাথোলিক চার্চে উহা ঘটছে ২০০০ বছর, আপনি প্রতিবাদ করেছেন? সোনাগাজির লোকেরা কি এসব ঘটনা জানে?

৪| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মাদ্রাসায় শিশু ধর্ষণ আছে তা শুধু নয়। দেশে চাইল্ড এবিউজিং সব স্থানে আছে। তবে মাদ্রাসায় অনেক বেশী। আমাদের মা বাবারা হুজুরদের কতো বিশ্বাস করে মাদ্রাসায় পাঠান। অথচ এই এই আলেম নামধারী জালেম গুলো ছোট ছোট শিশু গুলোর উপর শারিরীক এবং মানসিক নির্যাতন করে। এতো নির্মম ভাবে কোমলমতি শিশুদের নির্যাতন করে যে, আল্লাহর পবিত্র আরশকেঁপে কেঁপে উঠে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসা ব্যবস্হা এই যুগের জন্য অচল, উহাক স্কুলে পরিণত করা হবে।

৫| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার পোস্ট সম্পর্কে নয়, বরং ৪ নং মন্তব্যের প্রতি উত্তরের কারণে জানতে চাইছি।
আপনি কি জানেন মাদ্রাসায় এসএসসিতে কি কি বিষয় পড়ানো হয়? আর স্কুলে কি কি বিষয় পড়ানো হয়?

বাংলাদেশ শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা ২০২২ এর জন্য সংক্ষিপ্ত সিলেবাস বা ২০২২ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে।


ক্র: নং বিষয়সমূহ বিষয় কোড
১ বাংলা প্রথম পত্র ১০১
২ বাংলা দ্বিতীয় পত্র ১০২
৩ ইংরেজি প্রথম পত্র ১০৭
৪ ইংরেজি দ্বিতীয় পত্র ১০৮
৫ গণিত ১০৯
৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৫৪
৭ রসায়ন ১৩৭
৮ উচ্চতর গণিত ১২৬
৯ পদার্থবিজ্ঞান ১৩৬
১০ জীববিজ্ঞান ১৩৮
১১ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৫০
১২ বিজ্ঞান ১২৭
১৩ অর্থনীতি ১৪১
১৪ পৌরনীতি ও নাগরিকতা ১৪০
১৫ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫৩
১৬ ভূগোল ও পরিবেশ ১১০
১৭ হিসাববিজ্ঞান ১৪৬
১৮ ব্যবসায় উদ্যোগ ১৪৩
১৯ ফিন্যান্স ও ব্যাংকিং ১৫২
২০ কৃষিশিক্ষা ১৩৪
২১ গার্হস্থ্য বিজ্ঞান ১৫১
২২ চারু ও কারুকলা ১৪৮
২৩ ক্যারিয়ার শিক্ষা ১৫৬
২৪ শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ১৪৭
২৫ ইসলাম ও নৈতিক শিক্ষা ১১১
২৬ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ১১২
২৭ খ্রীষ্টধর্ম ও নৈতিক শিক্ষা ১১৪
২৮ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা ১১৩
২৯ আরবি ১২১
৩০ সংস্কৃত ১২৩
৩১ পালি ১২৪
৩২ সংগীত ১৪৯
(সারাসরি কপি করা)

এবার আপনি মূলধারার স্কুলের সিলেবাসটা দেন দেখি সোনা সাহেব।
দুটির মধ্য তুলানাটা দেখি।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসা এখন কি পড়ায়, ইহা আসল ব্যাপার নয়, ওদের "কালচার" হলো সভ্যতাকে পেছনে টানার। মাদ্রাসার ছাত্র পিএইচডি করলেও তারা আধুনিক সভ্যতাকে মানবে না, মানুষকে সেদিকে যেতে বাধা দিবে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:



ওরা পদার্থ বিজ্ঞানে ৯৫ নম্বর পেয়েও বিশ্বাস করবে যে, নিউটন থেকে হযরত আলী(রা: ) বেশী জ্ঞানী ছিলেন।

৬| ১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


চার্চের সমাধান দিলেন বিয়ে,দেশের মোল্লার সমাধান কি?

১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:



ওরা আল্লাহের মানুষ, ওদর সমাধান তিনি দেবেন। আমার মতে, ধর্ম একটা আদি যুগের ভুল সংস্কৃতি।

৭| ১৫ ই জুন, ২০২২ রাত ৮:০৩

তানভির জুমার বলেছেন: মাদ্রাসায় শিশু নির্যাতন হলে নাম-ছবি সহ প্রকাশ করে আর স্কুল-ইউনিতে হলে নামও মুখে নেয় না এটাই পার্থক্য। মাদ্রাসার অনেক ঘটনা পরে মিথ্যা এন্ড প্রতিপক্ষের হিংসা বলে প্রমানিত হয়েছে। ইসলাম ধর্ম শিশু নির্যাতন কে জঘন্য পাপ বলে এবং সর্বোচ্ছ বিচার করার কথা বলে। একমাত্র ইসলাম ধর্মেই যৌনতা সম্পূর্নভাবে নিয়ন্ত্রিত।

১৫ ই জুন, ২০২২ রাত ৯:১৫

সোনাগাজী বলেছেন:



সব ধর্মই আজকের জন্য অচল।

৮| ১৫ ই জুন, ২০২২ রাত ৮:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার,
আলোর পথে আসুন এবং অকথ্য ভাষা ব্যবহার করুন। এতে ইসলামের মাণ মর্যাদা এতো বৃদ্ধি পাবে যে পৃথিবীর সকল অমুসলিম রাতারাতি মুসলিম হয়ে যাবে।

১৫ ই জুন, ২০২২ রাত ৯:২৪

সোনাগাজী বলেছেন:




সব ধর্ম সভ্যতার সাথে সাংঘর্ষিক; ধর্মগুলো বদলে সামাজিক অনুষ্টানে পরিণত হবে।

৯| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ মাদ্রাসা আজকের সভ্যতার জন্য যতটুকু জ্ঞানের দরকার, উহা দেয় না; মাদ্রাসাকে স্কুলে পরিবর্তন করা হবে।

দোষ করলো ক্যাথোলিক চার্চের যাযক, আর বন্ধ করবেন মাদ্রাসা!
হায় সেলুকাস! কি সুন্দর সমাধান!

১৫ ই জুন, ২০২২ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসা সভ্যতার প্রয়োজনের তুলনায় শতকরা ২০ ভাগ জ্ঞানও দিচ্ছে না নাগরিকদের; ইহা রাখা মানে নাগরিককে জীবন থেকে বন্চিত করা।

১৫ ই জুন, ২০২২ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:



ক্যাথোলিক চার্চের ধর্মযাজকদের বিয়ে থেকে বন্চিত করে সমস্যার সৃষ্টি করেছে ধর্ম।

১০| ১৬ ই জুন, ২০২২ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: গত কয়েক বছর ধরে আরেক রকম ফাজলামো শুরু হয়েছে- ক্যাডেট মাদ্রাসা। ইংলিশ মিডিয়াম।
বাপ মার ধারনা ছেলেমেয়েকে ইসলামিক শিক্ষা দিলে বেহেশত কর্নফাম।

১৬ ই জুন, ২০২২ রাত ১:৩৪

সোনাগাজী বলেছেন:


বেহেশত থাকলে, সেটা জ্ঞানীরা ও ধনীরা দখল করে নিতো, মাদ্রাসার লোকদের ওখানে ঢুকতে দিতো না।

১১| ১৬ ই জুন, ২০২২ ভোর ৬:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: নিউজে এসেছে নারীদের বেশি যৌন নিগ্রহ করে বিবাহিত পুরুষরাই। মোল্লা-পুরুতরা বেশিরভাগই বিবাহিত, তাও তো এসব অকাজে জড়িত। বিবাহ কি ওদের নিবৃত্ত করতে পেরেছে?
ক্যাথলিক ধর্মযাজক ও সিস্টাররা যে বিয়ে করলেই আলোর পথে আসবে আমার তা মনে হয় না।

১৬ ই জুন, ২০২২ সকাল ৯:০৪

সোনাগাজী বলেছেন:



ক্যাথোলিক ধর্মযাজকদর নিয়ে যে সমস্যা আছে সেটা বুঝেন? নাকি আন্দাজী কিছু একটা লিখে দিয়েছন?

১২| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৪৪

অরণি বলেছেন: চিরকুমার বা চিরকুমারী এটা মোটেই স্বাভাবিক পন্থা নয়।

১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



একটা ধর্মই সেটা চালু করেছিলো, ইহা ধর্মের ডিফেক্ট।

১৩| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৫৬

নতুন বলেছেন: চিরকুমার বা কুমাবী কখনোই ভালো কিছু আনবে না। সামনে চার্চেও বিয়ের প্রচলন আসবে।

১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:




অর্থাৎ ধর্ম বদলে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.