নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় সংস্কৃতিগুলো বড় বড় সমস্যার সৃষ্টি করে চলেছে!

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০



ক্যাথোলিক ধর্মযাজকদের ও সিষ্টারদের চিরকুমার/চিরকুমারী থাকার ব্রত আজকের ক্যাথোলিক চার্চগুলোকে ধর্মালয় থেকে অধর্মালয়ের স্হান হিসেবে পরিচিত করে তুলেছে; ধর্মযাজকদের বিচার চলছে, আরো বিচার হবে; মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিপুরণ দিচ্ছে, অনেক চার্চ ফতুর হয়ে যাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী মানুষকে অস্বাভাবিক জীবন যাপন করতে হচ্ছে। ধর্মীয় মতে ভাবলে, চার্চ ও মনাষ্টেরীগুলো পাপের জন্মস্হান হিসেবে চিহ্নিত হয়েছে।

ইসলাম ধর্ম মুসলিম সমাজে বিভক্তি এনে অনেক দেশে গৃহযুদ্ধ লাগায়েছে ও মুসলিম সম্প্রদায়কে ৩/৪ ভয়ংকর ভাগে বিভক্ত করেছে, ইহার সমাধান আর হবে না, ইহা ক্রমেই আরো ভয়ংকর রূপ নেবে।

ইহুদীরা অনেক গোত্রে বিভক্ত, ইহা সমস্যার সৃষ্টি করছে না এখনো; তবে, ইসরায়েলের বর্তমান পলিসি নিয়ে সব গোত্র একই মনোভাব পোষণ করছে না, ইহা ভবিষ্যতে সমস্যা হতে পারে। প্যালেষ্টাইনের ভুমি দখলে রাখার ব্যাপারে ইহুদীরা অনেকটা একমত; অন্য জাতির ভুমি দখলের রাখার ঐক্য তাদের জন্য দু:খ বয়ে নিয়ে আসতে পারে।

হিন্দু ধর্মকে বিশুদ্ধ করেছিলো ইংরেজ জাতি, সতীদাহ ও গংগায় সন্তান নিক্ষেপ বন্ধ করা; ও বিধবা বিবাহ চালু করাতে ইহা বেশ কিছুটা পাপমুক্ত হয়েছে। কিন্তু ইহা আজো বর্ণপ্রথা থেকে ও দেশের ভেতরে মুসলিম-বিরোধীতা থেকে মুক্ত হতে পারছে না; এই ধর্মের আরো পরিবর্তন দরকার।

বৌদ্ধ ধর্মে বড় একটা শিক্ষার কথা বলে, "জীবে দয়া"; চীন, বার্মা, কম্বোডিয়া, উ: কোরিয়ার মানুষদের নিষ্ঠুরতার ইতিহাস বেশ বড়; ধর্ম তাদেরকে কোনভাবে দয়ালু করতে পারেনি।


মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২২

এম ডি মুসা বলেছেন: এত ধর্মের বিভক্ত একটি ধর্মের ভিতরে এত রকম বিভক্তি কেন হয় মানুষ

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:


ধর্মীয়রা কোন লজিক মানে না; ফলে, ধর্মীয় সংস্কৃতি বিশুদ্ধ নয়।

২| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধর্ম কখনো মানুষকে হিংসা - বিদ্বেষ শিক্ষা দেয়না। মানুষ ধর্মের পথ থেকে সড়ে গেসে। ধর্মীয় আদর্শ বিসর্জন দিয়ে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করসে। কোন ধর্মই জুলুম অত্যাচার সমর্থন করেনা। এগুলো ধর্মাবলম্বীদের মন গড়া। ধর্মগুলো নিষ্পাপ, ধর্মাবলম্বীরা নোংরা মানসিকতার এবং পাপী ।

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



ধর্ম বইতে লেখা আছে ততকালীন সময়ের জন্য "সর্বোত্তম জীবন ব্যবস্হার কথা "; কিন্তু সময়ের সাথে সেগুলো এখন আর সর্বোত্তম থাকার মতো অবস্হানে স্হির হয়ে নেই সভ্যতা; সভ্যতা অন্য ধরণের সর্বোত্তমের মাঝ দিয়ে যাচ্ছে।

৩| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩০

তানভির জুমার বলেছেন: ইসলাম ধর্মে মৌলিক বিভক্তি নেই। কোরআন-হাদীস নিজেদের ইচ্ছা মত ব্যবহার করলে সমস্যা তৈরী হয়। ইসলাম ধর্ম নয়, ইহা একটি কমপ্লিট দ্বীন। আপনি যদি ইসলাম কে অন্য ধর্মের মত একটি ধর্ম মনে করেন তাহলে ইহা মস্তবড় ভুল।

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:


শিয়া-সুন্নী যুদ্ধ, আহমেদিয়া ও ওহাবীদের বিভক্তি যদি আপনি বুঝতে না পারেন, আপনার সমস্যা উহা থেকেও বড়।

৪| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

এম ডি মুসা বলেছেন: আমার পোস্ট প্রথম পাতায় প্রকাশ হচ্ছে না কেন আমি অনেকক্ষণ ধরে পোস্ট করেছি কিন্তু আমার পোস্টটি আসতেছেনা

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনাকে সামু পদোন্নতি দিয়েছে কিনা, ষ্ট্যাটাস দেখুন। ষ্ট্যাটাস ঠিক থাকলে, কম্প্যুটারকে রিষ্টার্ট দিয়ে দেখুন।

৫| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার যার ধর্ম তাকে পালন করতে দিন।
ধর্ম নিয়ে কপচানো মানে নাস্তিকদের
ক্যাচাল করার সুযোগ করে দেয়া।
তারা থাকুক তাদের নিয়ে; ধার্মিক
থাকুক তাদের ধর্ম নিয়ে। নাস্তিকদের
কিছু বলার সুযোগ হবেনা যদি এ নিয়ে
এখানে আলোচনা হয়।

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



ধর্ম পালন করুক সবাই, শুধু সভ্যতার আধুনিক সংস্কৃতি মেনে চলতে হবে: বিয়ে না করে, অসৎ উপায়ে জীবন চালিয়ে যাওয়া ঠিক নয়, শিয়া-সুন্নীদের যুদ্ধ বন্ধ হওয়ার দরকার; ধর্মের কারণে ভারতের দরিদ্রদের নাগরিক অধিকার কেড়ে নেয়া, মুসলমানদের বন্চিত করা, তিব্বত দখল করা, রোহিংগা বিতাড়ন বন্ধের দরকার।

৬| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

নতুন বলেছেন: এখন সমাজে কত % মানুষ ১০০% সহী তরিকায় ধর্ম অনুসরন করে?

কিছু মানুষ করার চেস্টা করে, বাকিরা ঈদের নামাজ পড়ে, জুম্মা পড়ে, পুজা দেখতে যায়, বড়দিনে চার্চে যায়।

মূর্খরা ওয়াজ শুনে ঠিক কি না বেঠিক জানার চেস্টা করে। তারাই অন্যের ধর্ম ঠিক না আর কাফের ঘোষনা দেয়।

মূর্খদের মাথায় কাঠাল ভেঙ্গে খায় বাটপারেরা, বর্তমানে কিছু বাটপার ওয়াজবাজ হয়ে জজবাওয়ালা কথা বলে নিজের আয়ের ব্যবস্থা করছে আর কি।

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



ধর্ম জানতো যে, সভ্যতা এতদুর সামনে যাবে।

৭| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫০

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: শিয়া-সুন্নী যুদ্ধ, আহমেদিয়া ও ওহাবীদের বিভক্তি যদি আপনি বুঝতে না পারেন, আপনার সমস্যা উহা থেকেও বড়।

শিয়া-সুন্নী যুদ্ধ, আহমেদিয়া ও ওহাবীদের বিভক্তি মৌলিকভাবে খুবই কম। কোরআন-হাদিস কে সঠিকভাবে না বুঝে বা নিজেদের পার্থিব স্বার্থে ব্যবহার করে কিছু ব্যক্তি বিভক্তি তৈরী করে।

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫২

সোনাগাজী বলেছেন:



আপনি কোরান হাদিস ইয়েমেনী, সিরিয়ান ও সৌদীদের থেকে বেশী জানার কথা নয়।

৮| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

আগন্তুক৬৯ বলেছেন: চীন কি বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ। ওখানকার মানুষজন বৌদ্ধধর্ম পালন করে না ওটা নাস্তিক দেশ।

১৬ ই জুন, ২০২২ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



ওদের আস্তিক ও নাস্তিকদের মাঝে বড় মিল হলো, ওরা সবাই নিষ্ঠুর।

৯| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫২

আগন্তুক৬৯ বলেছেন: আমেরিকা তাইওয়ান নিয়ে চিন্তিত। কিন্তু চীন যে তিব্বত নামক দেশটি গিলে খেয়ে ফেলেছে এ নিয়ে কখন তেমন কিছু বলেন না। কেন।

১৬ ই জুন, ২০২২ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:




তাইোয়ান নিলেও কিছু বলবে না; চীনকে কিছু বলা এখন অসম্ভব।

১০| ১৬ ই জুন, ২০২২ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্মের কারনে নয় গোড়ামির কারনে
দিরিদ্ররা অধিকার বঞ্চিত হয়। ধর্ম
আছে বলেই এখনো মানুষ সত্য পথে
চালিত হয়। সবার জান নাল নিয়ে
নিরাপদে আছে। দু একটি বিচ্ছিন্ন
ঘটনার জন্য ধর্মকে দোষারোপ করা
মুখ'তা।

১৬ ই জুন, ২০২২ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:


ধর্মীয়রা এখন যেকোন সময়ে যেকোন ভয়ংকর কিছু করতে পারে: ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তানে কখন কি কারণে কার প্রাণ যাবে কেহ জানে না; কারণ, ধর্মীয় উন্মাদেরা প্রথমে কতল করে, পরে কারণ ব্যাখ্যা করে।

১১| ১৬ ই জুন, ২০২২ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
ধর্ম পালন করুক সবাই, শুধু সভ্যতার আধুনিক সংস্কৃতি মেনে চলতে হবে: বিয়ে না করে, অসৎ উপায়ে জীবন চালিয়ে যাওয়া ঠিক নয়,

একমাত্র ইসলাম ধর্মে বিয়ে ছাড়া যৌনাচারকে হারাম করেছে।
অথচ সভ্যতার মুখোশ ধারী উন্নত দেশ এতে উৎসাহ দেয়।
লিভ টুগেদার বৈধতা পায়! পরকীয়া কোন ব্যাপারই মনে
করেনা! তারাই আবার ইসলামের বিরুদ্ধে আংগুল তোলে!

১৬ ই জুন, ২০২২ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:


ইসলামের আগের থেকেই সামাজিকভাবে বিয়ের প্রচলন ছিলো, এখনো আছে। ইসলামে যে সামাজিক নিয়মের কথা বলা হয়েছিলো, সেগুলো তখনকার আরবের জন্য উত্তম ছিলো। ইসলাম একা বিয়ে নিয়ে তো টিকতে পারবে না; ইসলামে বড় সমস্যা হচ্ছে, সমাজের ঐক্য বিনষ্ট করে গ্রুপে বিভক্তি।

১২| ১৬ ই জুন, ২০২২ রাত ১০:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
ইসলামের আগের থেকেই সামাজিকভাবে বিয়ের প্রচলন ছিলো, এখনো আছে। ইসলামে যে সামাজিক নিয়মের কথা বলা হয়েছিলো, সেগুলো তখনকার আরবের জন্য উত্তম ছিলো। ইসলাম একা বিয়ে নিয়ে তো টিকতে পারবে না

তাইলে কি মুসলমানেরাও অবাধ যৌনাচার করবে?
লিভ টুগেদার, পরকীয়া করবে?

১৬ ই জুন, ২০২২ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:


আপনি কি মুসলিম দেশ বলতে শুধু বাংলাদেশকে বুঝেন? বিয়ের আগে মুসলিম দেশগুলোতে ছেলেমেয়েরা যৌন জীবনে প্রবেশ করছে; ইহা সংস্কৃতির বিষয় নয়, ইহা সময়ের বিবর্তন।

১৩| ১৬ ই জুন, ২০২২ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: আমাকে একজন শিক্ষক বলেছিলেন- জীবনে উন্নতি করতে হলে ধর্ম এবং দুষ্ট ধার্মিকদের ঘৃনা করতে শিখো!
উন্নতি না করতে পারলেও তাদের এড়িয়ে চলা তোমাকে মানসিক শান্তি দেবে!

১৬ ই জুন, ২০২২ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



বিশ্বের শতকরা ৮০ ভাগ মানুষ কোন না কোনভাবে ধর্মের সাথে যুক্ত; কিন্তু ধর্মীয় সমস্যাগুলোর সমাধান বের করা মানব জাতির জন্য অকারণ বোঝা হয়ে যাচ্ছে।

১৪| ১৬ ই জুন, ২০২২ রাত ১১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:

২০২২ সালে এসেও ধর্মীয় সমস্যা বিদ্যমান,সমাধান করার মানুষ আনুপাতিক হারে জন্মাবে কম,ভবিষ্যৎ'এ রুপটন্তর ঘটে সামাজিক ট্রেডিশনে পরিণত হবার সম্ভাবনা কমে আসবে।

১৬ ই জুন, ২০২২ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:


ইউরোপ আমেরিকায় ধর্মীয় সংস্কৃতি নেই বললেই চলে, সেগুলো বদলে গেছে, এগুলো এখন সামাজিকতায় পরিণত হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, সুদান, নাইজেরিয়ায় অনেক সমস্যা দেখে দেবে।

১৫| ১৬ ই জুন, ২০২২ রাত ১১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


ইউরোপ আমেরিকায় ইসলামের পতাকার নিচে আসার সম্ভাবনা কতভাগ?

১৭ ই জুন, ২০২২ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:


আমেরিকায় ইসলাম বাড়ছে, সেই ইসলাম আলাদা ইসলাম,

ইউরোপে আরবী ও আফ্রিকান ইসলাম বাড়ছে, ইহা সেখানে ভয়ংকর পরস্হিতির সৃষ্টি করবে।

১৬| ১৭ ই জুন, ২০২২ রাত ১:৩৯

আগন্তুক৬৯ বলেছেন: আমেরিকা চীনকে রুখতে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া নিয়ে কোয়াড সংগঠন করেছেন। এখন আবার আসিয়ানভুক্ত অনেক দেশকে (মনে হয় ১৩টি দেশ) নিয়ে একটি অর্থনৈতিক বলয় তৈরি করছে। এইভাবে চীনকে সাইজ করতে পারবে আমেরিকা।

১৭ ই জুন, ২০২২ রাত ২:০৪

সোনাগাজী বলেছেন:



আমেরিকা আর কখনো চীনকে সাইজ করতে পারবে না; আসলে, সাইজ মাইজ আর কাজ করবে না।

১৭| ১৭ ই জুন, ২০২২ রাত ৩:৩২

কানিজ রিনা বলেছেন: আপনি ধর্মকে শুধু রুপ কথার গল্প বলেই নিজেই
নিজেকে শান্তনা দেন। পৃথিবীর মানুষ সৃস্টির পর
বুদ্ধিমত্তা আসতেই বিভক্তি হিংসা বিদ্যেশ না না
পদ্ধতিতে চালিয়ে যাচ্ছে। যদি মনে করেন মানুষ বানর
থেকে এসেছে তাহলে বানর মারামারী দেখেছেন?

আপনি হলপ করে বলতে পারেন আধুনিকতা মানুষের
শুপথে পরিচালিত করছে? আমি বলব না আরও
বিপদগামী হচ্ছে। যেমন ধরুন অনলাইন প্রযুক্তি উপকার
আছে বৈকি, সেই সাথে অপকারের দ্বীগুন বোঝা
চাপিয়ে দিচ্ছে। আপনি যদি সারমর্ম লিখতে বলেন
লিখব।
আমি অনেক আগেথেকেই আপনাকে বলেছি বিজ্ঞানীরা
কেন এটম আবিস্কার করল এবিষয়ে লিখুন কই কিছুইতো
বলেন না? কেন অনলাইন প্রযুক্তির রেডিয়েশন মায়ের
পেটের বাচ্চা প্রতিবন্দি হচ্ছে? উদাহরন হাজার হাজার
দেওয়া সময়ের ব্যাপার। আপনার শুধু ধর্ম নিয়ে মাথা
ঘামে।
এখন কথা হোল ধর্ম যুদ্ধ না হলে আপনার আমেরিকা
অস্ত্র বিক্রি করবে কার কাছে? এবার বলেন ধর্ম যুদ্ধের
মুল কারন।
আসলে উগ্র নাস্তিক আস্তিক উভয় একই রঙের গরু।

১৭ ই জুন, ২০২২ ভোর ৫:০৬

সোনাগাজী বলেছেন:



আপনি বাংলাদেশের বাহিরে, অন্য জাতিদের জীবন দেখেছেন? আমাদর ও আরও ৪৫টি মুসলিম দেশের মানুষ নিছুমানের জীবন যাপন করছে ধর্মীয় সংস্কৃতির জন্য।

এটম আবিস্কার হয়েছে মানুষের লব্ধজ্ঞানের প্রয়োগের ফলে; রাজনীতিবিদরা উহা থেকে বোমা বানায়েছে। ইসলামও বোমা বানাতো, যদি জানতো; জানে না বলে পাথর মারে।

১৮| ১৭ ই জুন, ২০২২ ভোর ৫:৪৮

কানিজ রিনা বলেছেন: আপনি শাক দিয়ে মাছ ঢাকলে চলবে?হিরোশীমার এটোম
বোম কি ব্যাবসায়ীরা আবিস্কার করেছিল?এটম লদ্ধ
জ্ঞানের জন্য আবিস্কার হলে এতসব প্রযুক্তি কায়দা কানুন
ব্যাবসায়ীদের কারা শিখায়?
আপনি কি মুসলিম বিজ্ঞানীদের নাম জানেন?পুরোনো
ইতিহাস পড়ে দেখেন, তারা কেউ ধ্বংসাত্বক মারন অস্ত্র
তৈরির প্রযুক্তি শিখিয়ে ছিল কিনা।

১৭ ই জুন, ২০২২ ভোর ৬:২৪

সোনাগাজী বলেছেন:



আপনাকে তো নতুন করে শিখানোর তো নেই; বিজ্ঞান এসেছে ইউরোপ থেকে। বিজ্ঞানকে মানুষ যেভাবে ব্যবহার করছে, সভ্যতা সেইদিকে যাচ্ছে।

১৭ ই জুন, ২০২২ ভোর ৬:২৫

সোনাগাজী বলেছেন:



প্যালেষ্টাইনীরা কেন পাথর মারছ, সটা বুঝার চেষ্টা করেন।

১৯| ১৭ ই জুন, ২০২২ সকাল ৭:৩৪

অগ্নিবেশ বলেছেন: নূরু চাচায় কি মুসলমান?? মুমিনদের কি মিথ্যা বলতেই হবে?? চাচায় বচন দিছে একমাত্র ইসলাম ধর্মে বিয়ে ছাড়া যৌনাচারকে হারাম করেছে। তাইলে নবীর পুত্র সন্তান কার গর্ভে জন্ম নিল? নবী আর তার সাহাবীরা বিয়ে ছাড়াই দাসী এবং যুদ্দধ বন্দীদের সাথে আকাম করতেন। চাচায় কি কিসুই জানে না? শুনে মুসলমান????

২০| ১৭ ই জুন, ২০২২ সকাল ৯:৩৩

ঈশ্বরকণা বলেছেন: যুগ পুরোনো ব্লগ পন্ডিতদের ইসলাম বিদ্বেষপূর্ণ আর অজ্ঞ আলোচনার কোনো কমতি এতো দিনেও হলো না আর ব্লগ কর্তৃপক্ষেরও সে নিয়ে এই বিজ্ঞ ব্লগারদের অন্তহীন ছাড় দেয়া নিয়ে বিস্মিত ও বিরক্ত হই সেটা না বললে মিথ্যে বলা হবে ।

১৭ ই জুন, ২০২২ সকাল ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



ইয়েমেন কিংবা সিরিয়ায় গিয়ে ভলনটিয়ার হলে জীবনের পুর্ণতা আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.