নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইউনিভার্সের যেই মডেল আপনি জানেন, সেটা বাংলাদেশের কতজন জানে?

১৭ ই জুন, ২০২২ বিকাল ৫:৩১



আপনি যেই সাবজেক্টেই পড়ালেখা করেন না কেন, মিডিয়া, ব্লগ ও বিবিধ সায়েন্টিফিক আর্টিক্যাল থেকে এতদিনে ইউনিভার্স, ইহার বিবিধ অংশ, তারকা, তারকা মন্ডলী, গ্রহ, উপগ্রহ, উল্কা, মুল্কা সম্পর্কে জেনেছেন, আমাদের গ্যালাক্সী, সৌর জগত সম্পর্কে জেনেছেন। ইহা বিলিয়ন বিলিয়ন বছরের ব্যাপার স্যাপার, তাই না!

আমাদের গ্রহ সৃষ্টি হয়ে, কোটী কোটী বছর পরে (৪.৫ বিলিয়ন বছর) বসবাসযোগ্য হয়েছে। গতকাল কেহ বানায়ে উহাকে বসবাস যোগ্য করেনি, ইহা নিশ্চয় আপনার কাছে পরিস্কার। আজকে যেখানে ঢাকা শহরে আপনার বাসা, ৫০০০ বছর আগে ওখানে মানুষ থাকতো না; প্রকৃতি, মানুষ, জীবজন্তু সম্পর্কে আপনার মাথায় যে ধারণা, আপনার নিকটবর্তী কাঁচা-বাজারে যিনি আদা, পেঁয়াজ বিক্রয় করেন, উনি হয়তো এতটুকু বুঝেন না।

মংগল গ্রহ কেন এখন বসবাসযোগ্য নয়, উহা আপনি নিজের কাছে ব্যাখ্যা করতে পারেন নিশ্চয়ই; আর না'পরলে, ব্লগার কামারুজ্জমানের মতো দুনিয়ার আজগুবি ব্যাখ্যা দিতে থাকবেন।

আমাদের সৌর মন্ডলে আরো গ্রহ ছিলো, সবগুলো টিকেনি; কিছু গ্রহ ধ্বংস হয়ে গেছে, সৌরজগত এখন অনেকটা স্হিতিশীল অবস্হায় আছে; আমাদের তারকা সুর্যও এক সময় ধ্বংস হবে, আমাদের গ্রহও ধ্বংস হবে; কিন্তু আগামীকাল সকালে আপনি কাছে যাবার সময়, বাসষ্টান্ডে হঠাৎ পৃথিবী সুর্যের কাছাকাছি চল যাবে না, আপনি সুর্যের গরম (১৫ মিলিয়ন ডিগ্রি সে: ) থেকে বাঁচার জন্য ছাতা মেলে ধরার দরকার হবে না; গ্রহগুলো যেসব মোমেন্টাম নিয়ে যেসব কক্ষপথে ঘুরছে, এগুলো থেকে বিচ্যুত হতে যেসব পরিবর্তন আসতে হবে, সেগুলো ঘটতে বিলিয়ন বছরের দরকার।

মানব জাতি এই গ্রহে বাস করছে ২/৩ লাখ বছর মাত্র; রোগ ও জেনটিক্যাল পরিবর্তনের কারণে আগামী ৩/৪ লাখ বছরের মাঝে মানব জাতি বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা শতকরা ১০০ ভাগ; কিন্তু আমাদের গ্রহ আরো বিলিয়ন বছরের বেশী থাকবে। ফলে, আপনি বা আপনার বংশধরদের কেহ এই গ্রহের ধ্বংসের দিন দেখার সম্ভাবনা নেই।


মন্তব্য ৫৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


পৃথিবীর ধ্বংস আমরা দেখে যেতে পারবো না ভেবে "৭০/৮০ বছর জীবিত থেকে মারা যায় প্রজন্মের পর প্রজন্ম। এভাবেই চলছে হাজার হাজার বছর।

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



গ্রহের শেষদিনে মানুষের কি অবস্হা হবে, এসব নিয়ে কিছু মানুষ রূপকথা বলে চলছে; উহা পরিস্কার হয়ে গেলে, একটা চিন্তা কমে আসবে।

২| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চন্দ্রশেখর লিমিট বা চন্দ্রশেখর সীমা এর নাম শুনেছেন?

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:




না, শুনিনি। মনে হয়, দরকারী কিছু নয়, দরকারী হলে শুনতে পেতাম।

৩| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

শাহ আজিজ বলেছেন: হুম , ভাল তথ্য সহকারে একটি উপযুক্ত আর্টিকেল লিখেছেন । আমি একাকী এইসব নিয়ে ভাবলে মাথা রীতিমত চক্কর দেয় । মঙ্গল কি আমাদের সর্বশেষ আবাস ছিল ?

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



মনে হয় না; মংগলে হয়তো জীবন ছিলো; কিন্তু কি ধরণের প্রাণী ছিলো উহা এখনো জানা যায়নি

৪| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
না, শুনিনি। মনে হয়, দরকারী কিছু নয়, দরকারী হলে শুনতে পেতাম।


এই হচ্ছে আপনার দৌড়!!
সূর্য-টুর্য সব ধ্বংস করে দিলেন অথচো চন্দ্রশেখর লিমিট এর নাম শোনেন নাই! আবার বলছেন চন্দ্রশেখর লিমিট দরকারী কিছু নয়

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:


একজন মানুষ জীবনে খুব অল্প পরিমাণ তথ্যই পেয়ে থাকেন; কিন্তু কোন তথ্য উল্লেখযোগ্য হলে উহা সম্পর্কে সবাই কিছু না কিছু শোনে; সেজন্য বলছি যে, চন্দ্রশেখর লিমিট দরকারী কিছু নয়, হয়তো।

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:




এখন দেখলাম, উহা মোটামুটি এষ্ট্রোনোমারদের কালকুলেশনের জন্য ( ডোয়ার্ফ ষ্টারের ভর সম্পর্কিত ) একটা ফর্মুলা; উহা আমার ও আপনার জন্য ভয়ংকর দরকারী কোন হিসেব নয়।

৫| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একটা সাধারণ কথা আপনার মাথায় ঢোকাতে পারলাম না,
মানুষ কিছুই সৃষ্টি করতে পারেনা। সব সৃষ্টির মালিক আল্লাহ,
মানুষ শুধু সেই সৃষ্টির রূপান্তর ঘটাতে পারে মাত্র।

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

সোনাগাজী বলেছেন:



ইউনিভার্স যড় বড়, ইহাকে কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়; প্রাকৃতিক শক্তিগুলো ইহাতে পরিবর্তন আনে। শুরুতে কি ছিলো, ইহা বের করা মানব জাতির পক্ষে হয়তো সম্ভব হবে না।

৬| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি বেশ ইয়ে টাইপের মানুষ গুরু!!!
(ইয়ে বলাতে আপনার শিষ্যরা আবার হুমকি-ধামকি দিবে নাতো?)


একটা নক্ষত্রের জীবনের শেষ পরিনতি কি হবে সেটা নির্ভর করে চন্দ্রশেখর লিমিটের উপর।
আপনি আপনার লেখায় সূর্য-টুর্য সব ধ্বংস করে দিলেন অথচো এখনো বলছেন চন্দ্রশেখর লিমিট দরকারী কিছু নয়!!


একজন মানুষকে সব তথ্য জানতে হবে এমন কোনো কথা নেই। সেটা সম্ভবও না।
আমি আপনার চেয়ে অনেক অনেক কম জানি।
কিন্তু গুরু- কম জানা, না জানা, আর আমি জানি না বলে দরকার নেই বলে দেয়াটা এক জিনিস নয়।

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:




আপনি বলেছেন, "একটা নক্ষত্রের জীবনের শেষ পরিনতি কি হবে সেটা নির্ভর করে চন্দ্রশেখর লিমিটের উপর। "
-আপনি এগুলো নিয়ে বেশী কথা বললে, বেশী ভুল হবে। নক্ষত্রের জীবনের শেষ পরিনতি বুঝার জন্য উহার বিবিধ ফিচার বুঝার জন্য "ভর", ওজন ও ঘনত্ব ইত্যাদি ফ্যাক্টর; ওজন ও ঘনত্ব পরিবর্তন বের করার জন্য শেখরের ফর্মুলার দরকার আছে। ইহা জানলে ভালো।

৭| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের মানুষ মিস ইউনিভার্স সম্পর্কে বেশী জানে। আর মডেলদের সম্পর্কে ব্লগে বেশী জানে ব্লগার মোহাম্মদ গোফরান।

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, উনার ব্যবসার সাথে মডেলিং'এর সম্পর্ক আছে। মিডিয়ার কারণে মানুষ ইউনিভার্স সম্পর্কে অনেক কিছু সহজেই বুঝতে পারছেন।

৮| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: যার যে বিষয়ে জ্ঞান নেই, তার সে বিষয়ে পন্ডিতি করা বাংলাদেশের অধিকাংশ মানুষের স্বভাব।

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:


মানুষকে শিক্ষা থেকে দুরে রাখায় এই অবস্হার সৃষ্টি হয়েছে।

৯| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: অথচ শিক্ষাই জাতির মেরুদণ্ড।

১৭ ই জুন, ২০২২ রাত ৯:০৭

সোনাগাজী বলেছেন:


কৃষকরা জাতির মেরুদন্ড, উহারা হতদরিদ্র; শিক্ষকেরা জাতির মেরুদন্ড, উহারা জাতিকে পড়াতে চাহে না; শিক্ষা জেতির মেরুদন্ড ,
কিন্তু সরকারেরা মানুষের পড়ালেখায় টাকা ব্যয় করেনি।

১০| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: অর্থাৎ এরই মধ্যে আপনি এবং আপনার শিষ্যরা নক্ষত্র বিষয়ে পন্ডিত হয়ে গেছেন আর বাকিরা মুর্খ!!
ব্রেভো ব্রেভো।

১৭ ই জুন, ২০২২ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:




আমার লেখা পড়েন, কেয়ামত নেয়ামত নিয়ে হয়রাণ হতে হবে না।

১১| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: মরুভূমির জলদস্যু বেহুদা লাফায়। ইহা আমার পছন্দ নয়।

১৭ ই জুন, ২০২২ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:



উনি আশ্রমে গিয়ে বেশী বেশী হাঁসের মাংস খাচ্ছেন, ইহা সমস্যার কারণ হতে পারে।

১২| ১৭ ই জুন, ২০২২ রাত ৯:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি দস্যু ভাইয়ের আশ্রমে একটা ফটোশ্যুট করতে চাই। উনার আশ্রম টা সুন্দর।

১৭ ই জুন, ২০২২ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:



উনি খুবই খোলা মনের বন্ধুভাবাপন্ন মানুষ; আশ্রমে যেতে চাইলে, সম্ভব হবে।

১৩| ১৭ ই জুন, ২০২২ রাত ৯:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
আমার লেখা পড়েন, কেয়ামত নেয়ামত নিয়ে হয়রাণ হতে হবে না।

গুরু আমি কেয়ামতে বিশ্বাস করি এবং সেটি আমি পরিষ্কার করে স্বীকার করি। আপনার অবিশ্বাস করার সাহস নেই বলেই আপনি সেটি পরিষ্কার করে না বলে বেহুদা অন্য দিকে কথা ঘুরান।
আপনার বিশ্বাস-অবিশ্বাসে আমার কিছু যায় আসে না।
আমার বিশ্বাস-অবিশ্বাসে আপনার কিছু যায় আসে না।

রাজীব নুর বলেছেন: মরুভূমির জলদস্যু বেহুদা লাফায়। ইহা আমার পছন্দ নয়।
আমি যদি সোনা সাহেবের কথায় লাফাতা তাহলে আপনার পছন্দ হতো।

লেখক বলেছেন: উনি আশ্রমে গিয়ে বেশী বেশী হাঁসের মাংস খাচ্ছেন, ইহা সমস্যার কারণ হতে পারে।
আপনি হচ্ছে কান্নি খাওয়া ঘুড়ির মতো। আপনার বুদ্ধী সব সময় একদিকে কাইত হয়ে থাকে। এবং আমার ধারনা আপনার হজম ক্ষমতা কম। আমার ঐধরনে কোনো সমস্যা নেই।

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি দস্যু ভাইয়ের আশ্রমে একটা ফটোশ্যুট করতে চাই। উনার আশ্রম টা সুন্দর।
আশ্রম আপনার জন্য উন্মুক্ত। সময় সুযোগ হলে বেরিয়ে যাবেন।

১৭ ই জুন, ২০২২ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনি অনেক কিছু কাভার করেছেন।
'কেয়ামত' বলতে আমাদের গ্রহের, আমাদের সুর্যের বা আমাদের গ্যালাক্সির কিছু অংশের ধ্বংস, পরিবর্তনকে বুঝানো হয়েছে। অনেক গবেষণার ফলে আজকের বিজ্ঞানীরা এগুলো সম্পর্কে কিছুটা ধারণা করছেন; আগের মানুষের এই ধরনের কোন ধারণা থাকার কথা নয়; আগে যা বলা হয়েছে, সেগুলো আজকের জন্য রূপকথার সমান।

১৪| ১৭ ই জুন, ২০২২ রাত ৯:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: আগে যা বলা হয়েছে, সেগুলো আজকের জন্য রূপকথার সমান।
কিছু কিছু ক্ষেত্রে আপনার এই কথা একদম সঠিক।।

১৭ ই জুন, ২০২২ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:



ইহা আগের মানুষের দোষ নয়, আজকে আমাদের জাতির কথা চিন্তা করুন, ৫২ বছরে, আমাদের দুষ্ট ব্যুরোক্রেটরা মানুষের পড়ালেখার জন্য টাকা খরচ করেছে না; আগের দিনে রাজামন্ত্রীর সময়ে পড়ালখা কি ছিলো?

১৫| ১৮ ই জুন, ২০২২ সকাল ৮:৫৮

বিটপি বলেছেন: আপনার মতে সব মানুষেরই সৌরজগত, গ্যালাক্সি, তারকা, গ্রহমন্ডলী, উল্কামুল্কা সম্পর্কে বিবিধ জ্ঞানের অশেষ প্রয়োজন, কিন্তু আপনার মত জ্ঞানী ব্যক্তির জন্য চন্দ্রশেখর লিমিট সম্পর্কে জানার কোনই প্রয়োজন নেই। এইসব কনভার্সেশন দেখে একটা কবিতা মনে পড়ে গেলঃ

বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে,
মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?''
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে।
বাবু বলেন, ''সারা জীবন মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।''

খানিক বাদে কহেন বাবু, ''বলতো দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে?
বলতো কেন লবণ পোরা সাগর ভরা পানি?''
মাঝি সে কয়, ''আরে মশাই অত কি আর জানি?''
বাবু বলেন, ''এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি!''

আবার ভেবে কহেন বাবু, '' বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?''
বৃদ্ধ বলে, ''আমায় কেন লজ্জা দেছেন হেন?''
বাবু বলেন, ''বলব কি আর বলব তোরে কি তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।''

খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকাখানি ডুবলো বুঝি দুলে!
মাঝিরে কন, '' একি আপদ! ওরে ও ভাই মাঝি,
ডুবলো নাকি নৌকা এবার? মরব নাকি আজি?''
মাঝি শুধায়, ''সাঁতার জানো?''- মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, ''মশাই, এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে!''

১৮ ই জুন, ২০২২ সকাল ১১:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনি কবিতা পড়েন, কবিতা লেখেেন; আগের দিনের মানুষ আজকের মানুষের জ্ঞানের ধারে কাছেও নেই; আপনি আদি যুগের মানুষ।

১৬| ১৮ ই জুন, ২০২২ সকাল ৯:৩০

খাঁজা বাবা বলেছেন: আপনি যা বুঝাতে চেয়েছেন তা বুঝতে পেরেছি।

বড় ধরণের কোন পারমানবিক বিষ্ফোরন কিংবা উল্কাপাত হলে কি তিন চার লাখ বছরের হিসাব ঠিক থাকবে?

১৮ ই জুন, ২০২২ সকাল ১১:৫৫

সোনাগাজী বলেছেন:


না, তখন বদলে যাবে অবস্হা। তবে, সেগুলোর সাথে ধর্মে বর্ণিত ধ্বংসের উপসর্গের মিল হবে না।

১৭| ১৮ ই জুন, ২০২২ সকাল ১০:১৭

তানভির জুমার বলেছেন: ১) আমাদের গ্রহ সৃষ্টি হয়ে, কোটী কোটী বছর পরে (৪.৫ বিলিয়ন বছর) বসবাসযোগ্য হয়েছে।
২) আমাদের সৌর মন্ডলে আরো গ্রহ ছিলো, সবগুলো টিকেনি; কিছু গ্রহ ধ্বংস হয়ে গেছে, সৌরজগত এখন অনেকটা স্হিতিশীল অবস্হায় আছে .
৩) আমাদের তারকা সুর্যও এক সময় ধ্বংস হবে, আমাদের গ্রহও ধ্বংস হবে।
৪) মানব জাতি এই গ্রহে বাস করছে ২/৩ লাখ বছর মাত্র।
৫) আমাদের গ্রহ আরো বিলিয়ন বছরের বেশী থাকবে।
৬) আগামী ৩/৪ লাখ বছরের মাঝে মানব জাতি বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা শতকরা ১০০ ভাগ।

ও হে নাস্তিক উপরোক্ত তথ্যগুলো নিজের চোখে না দেখে, নিজে এক্সপেরিয়েন্স না করে , শুধুমাত্র থিওরিটিক্যাল এবং কিছু মানুষের কথা উপর ভিত্তি করে পুরোপুরি বিশ্বাস করা যায়, মাগার আল্লাহ, নবী, রাসূল বিশ্বাস করা যায় কেন?

১৮ ই জুন, ২০২২ সকাল ১১:৫১

সোনাগাজী বলেছেন:



অংক ও লজিক থকে এগুলো আসছে; মনে হয়, আপনি অংক ও লজিকে কাঁচা।

১৮| ১৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৫

কালো যাদুকর বলেছেন: হঠাৎ গ্রহ তারকা নিয়ে লিখার কারন কি সেটা ভাবছি।

আমরা আসলে মহাবিশ্ব তৈরী হওয়ার শেষ আওয়ারে আছি, সঠিকভাবে বললে ২৩:৫৯ এ। আমাদের জীবন দশায় পৃথিবী ধ্বংস হওয়ার কথা না, তবে ব্যাপক প্রাকিতিক পরিবর্তন দেখে যেতে পারি।

১৮ ই জুন, ২০২২ সকাল ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



বায়ুমন্ডল মিথেনে ভরে গেছে, ওজোন লেয়ার সমস্যায়, পানিরস্তর উপরে উঠছে, আমরা সমস্যায়।

১৯| ১৮ ই জুন, ২০২২ দুপুর ১২:০০

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: অংক ও লজিক থকে এগুলো আসছে; মনে হয়, আপনি অংক ও লজিকে কাঁচা

অংকে ২্ প্লাস ২ যে চার হয় ইহা কে ঠিক করিল? আমি কেন মানবো ২্ প্লাস ২ চার হওয়াকে?

১) জীবনের অংক কখনো মিলাইছেন?
২) পৃথীবিতে মানুষ উদেশ্যহীনভাবে আসে আবার উদেশ্যহীনভাবে যলে যায় ইহা আপনি বিশ্বাস করেন?
৩) কেউ যদি বলে কোন কারণ ছাড়াই সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি অটোমেটিকলী আমার বাড়ীর সামনে ১০০ তলা বিল্ডিং তৈরী হয়েগেছে ইহা আপনি বিশ্বাস করিবেন?

১৮ ই জুন, ২০২২ বিকাল ৩:১৪

সোনাগাজী বলেছেন:


আপনি বলেছেন, "অংকে ২্ প্লাস ২ যে চার হয় ইহা কে ঠিক করিল? আমি কেন মানবো ২্ প্লাস ২ চার হওয়াকে? "

-আপনি ইহা মানলে তো আপনি মানব সমাজের অংশ হয়ে যেতেন! অংকে ২্ প্লাস ২ যে চার হয়, ইহা ভুল, এটাই আপনার আবিস্কার!

২০| ১৮ ই জুন, ২০২২ দুপুর ২:১১

রানার ব্লগ বলেছেন: বাহ বেশ বেশ !! লড়াই জমে ক্ষীর !!! চলতে থাকুক !! কিন্তু দয়া করে উন্মাদ হয়ে উন্মাদিয় আচরন কেউই করবেন না। ব্যাপারটা তখন আর উপভগ্য থাকে না।

মানুষ পৃথিবীতে আসার আগে ডাইনোসর নামে এক প্রকার প্রানীর আবাস স্থল ছিলো তাদের বিলুপ্তির পর হাজার বছর পরিবর্তন বিবর্তন হয়ে মানুষের আগমন । একদিন ধীরে ধীরে এই মানুষেরও বিলুপ্ত ঘটবে। হয়তো কিছু সাবলিংক থেকে যাবে যা অবশ্যই বর্তমান আমরা যাদের মানুষ বলি তাদের মতো কিছু হবে না ।

কিছু বিশ্বাসী অতিরিক্ত সুখে দাত ক্যালাচ্ছেন তাদের দাত ক্যালানো হয়তো সহি আবার কিছু অবিশ্বাসী ম্যাথম্যাটিকস আর লজিক দিয়ে অংক মেলাচ্ছেন তারাও কোন না কোন ভাবে সঠিক । তবে আমার সুত্র বলে দিন শেষে বিজ্ঞান জিতে যাবে । বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ অনেক পুরানা এরা কি করবে জানি না । কিন্তু বিজ্ঞান আমাকে সমনে বা ভবিষ্যতে কি হবে স্পষ্ট দেখিয়ে দিচ্ছে আগামীতেও দেব । এই পর্যন্ত যাহাই বিজ্ঞান দেখিয়েছে তাহার কোন রূপ ভুল বা সংগঠিত হয় নাই এমন হয় নি !!!

মানুষের জানার শেষ নাই। এই বিশাল মহাবিশ্বে আমরা অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রানী, আমার মস্তিষ্ক তার থেকেও ক্ষুদ্র। তাই আজ যিনি সব জেনে বসে আছি বলে চুপচাপ আছেন তাকে বলছি আপনি কিচ্ছু জানেন না !!

১৮ ই জুন, ২০২২ বিকাল ৩:১৭

সোনাগাজী বলেছেন:



মানুষ ক্রমাগতভাবে সবকিছুকে লজিক্যালী ব্যাখ্যা করছে; লজিকহীন ভাবনা মানুষকে ভুলের মাঝে ধরে রাখে সব সময়।

২১| ১৮ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫

বিটপি বলেছেন: গাজী সাহেব, আপনি কি সুকুমার রায় নামক ভদ্রলোককে চেনেন? ঐ যে, সত্যজিত রায় সাহেব - উনার বাবা?

১৮ ই জুন, ২০২২ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



উনার নাম শুনেছি, ছড়া টড়াও ২/৪টা পড়েছি।

২২| ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

তানভির জুমার বলেছেন: নাস্তিকতাবাদ পৃথিবীর জন্য ভয়ংকর ক্ষতিকর এক মতবাদ। ইহা মানুষ কে পশুর স্তরে নিয়ে যায়।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:


তা'হলে নাস্তিকতা থেকে বরিয়ে আসেন, জ্ঞান অর্জন করেন।

২৩| ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু । আমি এতো টুকু জানি।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:


সব নারীই সুন্দরী।

২৪| ১৯ শে জুন, ২০২২ রাত ৩:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজ আপনার কোন লেখা
দেখলামনা!
শরীর ঠিক আছেতো?

১৯ শে জুন, ২০২২ রাত ৩:৫৯

সোনাগাজী বলেছেন:


ধব্যবাদ, শরীর ভালো। আমি চাঁদগাজী নিকে লিখতে চাই! ব্লগটিম বেঠিক কাজ করে ধরা খেয়ে বসে আছে।

২৫| ১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কি ধারণা ব্লগ টিম চাঁদগাজীকে
ফিরিয়ে আনবে? আমার মনে হয় না!
আপনি অনশন করে দেখতে পারেন!

বটপি যে কপি পেষ্ট করে কবিতা
ছেড়েছে তা বুঝেছেন?

১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



ব্লগটিম বেঠিক কাজ করেছেন, উনারা সেটা বুঝা উচিত, আমার নিকটিকে মুক্ত করে দেয়া উচিত। আমার নিক মুক্ত না'করলে, উনাদের সম্পর্কে অনেকের সন্দেহ বেড়েই চলবে।

কেহ যদি 'ভোর হলো, দোর খোলো', কবর কবিতা, কিংবা কাজলাদিদি কবিতা কপিপেষ্ট করে, আমি টের পাবো; অন্য কোন কবিতা কপি করলে আমি টের পাবার সম্ভাবনা কম।

২৬| ২০ শে জুন, ২০২২ রাত ৮:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: পুরনো নিক এর দরকার নেই।এই নিক থেকে ৫ মাসে লাখের কাছাকাছি হিট। ৫০০০ মন্তব্য৷ করা/ পাওয়া হয়েছে। এগুলো রেকর্ড। এসব হেটার্সরা কখনো ভাঙতে পারবেনা। পুরনো নিক আর ফেরত দেয়ার সিস্টেম মনে হয় নাই। তাও জানা মাম কে মেইল করুন। না দিলে এই নিক থেকে লিখুন। নিক কোন ব্যপার না। আপনি কি লিখছেন সেটাই বড় কথা। আপনি হিটের জন্য লিখেন না এটা সবাই জানে ব্লগে। যারা ব্লগার নন তাদের সাথে তর্ক করতে গেলে আপনিও তো তাদের মতো হয়ে গেলেন। মূর্খ এড়িয়ে চলুন স্যার। না হলে এই নিক টাও যাবে হয়তো। ♥️

২০ শে জুন, ২০২২ রাত ৮:৪৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
ব্লগটিম বেঠিক কাজ করেছে, আমার নিক ছেড়ে দিলে, উনাদের উপর ব্লগারদের আস্হা বাড়তো।

২৭| ২০ শে জুন, ২০২২ রাত ৮:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: উনাদের ব্লগের ভালো মন্দ উনারা বুঝবেন। আপনি পুরা বিষয়টি তাহাদের উপর ছেড়ে দিন।

২০ শে জুন, ২০২২ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:



তা'ঠিক।
আমি আছি, আমার ব্লগিং আমি করে যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.