নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সিলেটের বন্যা, ইহা জলবায়ু সমস্যার বন্যা

২০ শে জুন, ২০২২ রাত ১০:২৫



সিলেট পুন্যভুমি, সিলেটের মানুষ ধর্মপরায়ন, সব অর্থমন্ত্রীগুলো ছিলো সিলেটের, এখন বিদেশমন্ত্রী সিলেটের; সেক্রেটারীদের সংখ্যা সব সময় সিলেটের বেশী ছিলো; বিদেশ থেকে পাউন্ড, ডলার আসে বস্তায় বস্তায়। ওখানে বন্যা হলেও, সিলেটবাসীরা উহা কাটিয়ে উঠবে সহজেই।

আপনারা, ব্লগারেরা এতদিনে বন্যার কারণ সম্পর্কে নিশ্চয় জেনে গেছেন। ইহা আল্লাহের গজব নয়; মনে হয়, ইহা জলবায়ু সমস্যার জন্য হচ্ছে। ইহা যে আসছে, সামুর ১ জন ব্লগার ( কানাডার পলাশ সাহেব ) ২ সপ্তাহ আগে বলেছেন; তিনি বলেছিলেন, "বৃষ্টি-বলয় রিমঝিম আসছে আমাদের এলাকায়, উহার কলসীতে অনেক পানি, সেগুলো বাংলাদেশে ঢালা হবে, অনেক কদমফুল ফুটবে"।

১৬ ও ১৭ই জুনে ভারতের মেঘালয়ে যথাক্রমে ৮১২ মিলিমিটার ও ৯১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে; জুনমাসে মেঘালয়ে ৪০০০ মি: মিটারের বেশী বৃষ্টি হয়েছে; ইহা ১২২ বছরের রেকর্ড ভংগ করেছে; একই সময়ে আসামে ভয়ংকর পরিমানে বৃষ্টি হয়েছে, সব পানি ভাটির দিকে নেমে এসেছে, এবং আরো নাকি আসবে; মেগালয় ও আসাম অনেক উঁচু, সিলেট ভাটিতে, এবং এই জেলার একাংশ সমতল; এখানে এসে পানি কিছুটা থিতু হয়েছে, নীচের দিকে যাচ্ছে মন্দ গতিতে, ইহাই বন্যার কারণ।

সিলেটে যেই গতিতে পানি প্রবেশ করেছে, সেই গতিতে পানি নীচের দিকে সরতে পারেনি; সিলেট থেকে পানি ভাটির দিকে যেতে যেসব বাধা আছে, সেগুলো দেশের ভুমি বিভাগের ইন্জিনিয়ারেরা ও জিওজিষ্টরা জানেন, কিংবা জানতে চাইলে জানতে পারবেন।

আমি আমাদের জিওলোজিষ্ট ও বিরহী কবি, সেলিম আনোয়ার সাহেবকে এই ব্যাপারে প্রশ্ন করেছি, উনি কারণগুলো জানেন; সম্ভবত, সমাধানও জানেন; তবে, উনার কিছু সমস্যা আছে, উনি কবি মানুষ, বৃষ্টি ভালোবাসেন। উনি যদি সাম্প্রতিক সময়ের জিওলজিক্যাল ম্যাপ দেখাতে পারেন, আমরা বুঝতে পারবো কোথায় কোথায় খাল কাটতে হবে; তখন জেনারেল জিয়ার লোকদের লাগায়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।






মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২২ রাত ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বরিশালে এখনো বন্যার আভাস
পাওয়া যায় নি! তাই এখনোই
জাহাজ কেনবার কথা ভাবছি না।
অপেক্ষা করছি, অবস্থা বুঝে ব্যবস্থা!

২০ শে জুন, ২০২২ রাত ১০:৪৩

সোনাগাজী বলেছেন:


সিলেটের পানি একদিন বরিশালে পৌঁছবে, সাথে থাকবে পলিমাটি ও কচুরীপানা, ভেবেচিন্তে নৌকা কিনুন।

২| ২০ শে জুন, ২০২২ রাত ১১:০০

মোহাম্মদ গোফরান বলেছেন:
আমি জিয়াউর রহমান কে পছন্দ করি। চট্টগ্রামের ৭০% মানুষ বি এন পি করে। খালেদাজিয়ার খুব প্রিয় চট্টগ্রাম।


আপনার মাধ্যমে আরেকটা কথা বলি। সম্ভবত পিনাকী দা এই ব্লগের একজন। এই ব্লগের তৎকালীন ব্লগাররা (পিনাকীর সময়ের) পিনাকীর চেয়েও মেধাবী ছিলেন ও ভালো ব্লগার ছিলেন। পিনাকী সরকারের সমালোচনা করাতে বিএনপি জামাত ফেসবুক ও ইউটুবে তাহাকে অনুসরণ করে থাকেন এবং তার পোস্ট সমূহ বুঝে না বুঝে লাইক শেয়ার দিয়ে থাকেন।

২০ শে জুন, ২০২২ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:



পিনাকী, সেফু, এগুলো ক্রিমিনাল ধরণের লোকজন।

জিয়া সাহেব চট্রগ্রাম থেকে সোজাসুজি বেহেশতে চলে গেছেন; চট্টগ্রামের মানুষের জন্য গৌরবের বিষয়। উনার লোকেরা খাল কাটতে জানেন; ওদেরকে সিলেটে কাজে লাগিয়ে দিতে হবে।

৩| ২০ শে জুন, ২০২২ রাত ১১:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহতায়ালা আমাদেরকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা থেকে হেফাজত করুন। আমিন।

২০ শে জুন, ২০২২ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:




জালালাবাদ হচ্ছে পুন্য ভুমি; সব পানি শরবত হয়ে যাবে, ঘরের ভেতর মাছ পাওয়া যাবে।

৪| ২০ শে জুন, ২০২২ রাত ১১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: লেখক বলেছেন:
জালালাবাদ হচ্ছে হযরত শাহ জালালের (আ: ) পুন্য ভুমি; সব পানি শরবত হয়ে যাবে


আমিন!!!

২০ শে জুন, ২০২২ রাত ১১:১৫

সোনাগাজী বলেছেন:



আমিন।

তবে, এখন থেকে এই ধরণের ভয়ংকর ভয়ংকর দুর্যোগ আসতে থাকবে; এখন ইউরোপ পুড়ছে, অষ্ট্রেলিয়া ভয়ে কাঁপছে।

৫| ২০ শে জুন, ২০২২ রাত ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শরবত আমেরিকায় রপ্তানী করা গেলে
অনেক বৈদেশিক মুদ্রা অজ'ণ হতো।
চেষ্টা করে দেখুন, ভালো কমিশন পাবেন।

২০ শে জুন, ২০২২ রাত ১১:১৭

সোনাগাজী বলেছেন:



আমেরিকানরা শরবত খায়, আমাদের সাথে মিল আছে।

৬| ২০ শে জুন, ২০২২ রাত ১১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিন।

২০ শে জুন, ২০২২ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:


আমিন।
সিলেট হচ্ছে, বৈদেশিক মুদ্রার খনি; আবার বিদেশমন্ত্রী হচ্ছেন সিলেটি, দেখা যাক।

৭| ২০ শে জুন, ২০২২ রাত ১১:২৬

খাঁজা বাবা বলেছেন: রেকর্ড ফেকড সব ভুয়া।
ইহা মনুষ্য সৃষ্ট।
সরকারী কর্মকর্তা, সমর্থক ছাড়া বাকি বিশেষজ্ঞরা এমনই বলছেন।
সরকার মুকে এক কথা বললেও এখন রাস্তা কেটে সাফ করছে পানি নামাতে।
যাদের চোখে পর্দা তারা তা দেখবে না।

২০ শে জুন, ২০২২ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনার সরকারে সমস্যা আছে, সন্দেহ নেই। তবে, অর্থমন্ত্রী ছিলো সিলেটের ও অনেক সেক্রেটারীরা সিলেট থেকে। আবার সিলেটিরা সবচেয়ে ধনী মানুষ, উনারা সিলেটকে নিজের মতো করে সাজায়েছেন; ফলে, পানি নিস্কাশনের সমস্যা হচ্ছে, সন্দেহ নেই। ইহাকে আবার ঠিক করতে হয়তো ৫২ বছর লাগবে।

৮| ২১ শে জুন, ২০২২ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: সাধারন বুদ্ধির মানুষ আপনার কথা বুঝবে। তবে, অতি বুদ্ধিমানেরা আপনার সাথে বিতর্ক করবে।

মানবসৃষ্ট বিভিন্ন সঙ্কটকে আল্লাহর গজব নাম দিয়ে, আসল দুস্ক্রিতিকারী আড়াল করাটা বারবার হয়েছে, বিভিন্ন যুগে হয়েছে। তাই, যদি কখনো 'আল্লাহর গজব' কথাটা শোনেন, তখন বুঝে নিবেন সেই সঙ্কটের আড়ালে বিশেষ কিছু মানুষের অপকর্ম লুকিয়ে আছে। দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ভেতরে আল্লাহর গজব খুজবেন না।

২১ শে জুন, ২০২২ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



মানুষ ও সরকার মিলে, দেশের ভুপৃষ্ঠ বদলায়ে ফেলেছে; প্রাকৃতিকভাবে পানি নামার জন্য যেসব পথ আছে, জিওলোজিক্যাল ম্যাপ থেকে বের করে, সেগুলোর সাহায্য পানি নিস্কাশনের ব্যবস্হা করলে, আগামীতে সমস্যা কমবে।

৯| ২১ শে জুন, ২০২২ রাত ১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সিলেটের মানুষ বিদেশী টাকার গরমে
বাড়ির সামনের খালে বাঁধ দিয়ে বাড়িতে
যাবার রাস্তা বানায়, যাতে পানি প্রবাহের
বিঘ্ন ঘটে! এটাও বন্যার একটা কারণ!

২১ শে জুন, ২০২২ রাত ১:৪৭

সোনাগাজী বলেছেন:


আমি জানি, সাইফুর রহমান সাহেব মন্ত্রী থাকার সময়, ঢাকার সাথে ৩টি নতুন রাস্তা করেছিলেন; এতগুলোর দরকার ছিলো?

১০| ২১ শে জুন, ২০২২ রাত ১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সেফু একটা বেয়াদব গালিবাজ।রোস্টার তাহসিনেশান এববার ওরে অনলাইন ছাড়া করছে। ছাগলা আবার আইছে।

২১ শে জুন, ২০২২ রাত ১:৪৮

সোনাগাজী বলেছেন:


বাংগালীরা ভাঁড়গিরি পছন্দ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.