নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের মতো দেশে কি কি ধরণের ব্যবসা প্রাইভেট সেক্টরে দেয়া অনুচিত?

২১ শে জুন, ২০২২ রাত ১০:৫৭



আপনি হয়তো এমবিএ, বা পিএইচডি-করা কেহ নন; মুহিত সাহেব কিংবা ক্রিকেট কামাল সাহেবের মতো অর্থনীতিবিদ নন; কিন্তু করোনার সময়, ভারত থেকে টিকা কেনার জন্য বেক্সিমকোকে 'মিডলম্যান' হিসেবে রাখা যে অনুচিত ছিলো, সেটা অনুধাবন করতে আপনাকে বেগ পেতে হয়নি, আশাকরি। নাকি আপনি মনে করেছিলেন যে, বেক্সিমকোর উপস্হিতির দরকার ছিলো?

করোনার সময়, ভয়ানক অসুস্হ সাধারণ মানুষকে প্রাইভেট হাসপাতালগুলো নিচ্ছিলো না; এক হাসপাতালের দরজা থেকে অন্য হাসপাতাল, তারপর আরেক হাসপাতাল করতে করতে অনেকের মা-বাবা, ভাইবোন রাস্তাতেই দেহত্যাগ করেছেন; মহামারীতে জাতির অবস্হা এই রকম হওয়া কি সঠিক ছিলো? দেশের কি পরিমাণ হাসপাতাল ও ডায়াগোনিষ্টিক সেন্টার প্রাইভেটের কাছে দেয়া সঠিক? ঢাকার সামরিক হাসপাতালটা কাহাদের জন্য করা হয়েছে?

দেশে কি পরিমাণ নদী আছে, এবং কত শত মাইল উপকুল এলাকা! এগুলোর বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ কি কোনভাবে কন্ট্রাকটরদের হাতে দেয়া উচিত হয়েছিলো? ৫২ বছরে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, উহার কোন চিহ্ন আছে কোথায়ও, কোথায়ও সঠিক মতো একটা বাঁধ আছে?

বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য দরকার খুবই সুক্ষ্ম ইন্জিনিয়ারিং ডিজাইন ও ইমপ্নিমেনটেশান; দেশে সেই লেভেলের ইন্জিনিয়ারিং ফার্ম গড়ে উঠেছে? দেশের ইনফ্রাষ্ট্রাকচার গড়ার সময় দেশের প্রকৃতির সাথে, আবহাওয়ার সাথে, জলবায়ুর সাথে, ভুমির গঠনের সাথে, জিওলোজিক্যাল, হাইড্রিলোজিক্যাল অবস্হার সাথে মিল রেখে ডিজাইন করতে হয়।

জাতি হিসেবে আমরা টেকনিক্যাল নই: জাতি ইন্জিনিয়ারিং বুঝে না, অংক জানে না, ডিজাইন জানে না, মেকানাইজেশনটা জানে না; সেক্রেটারিয়েটে বসে যারা ইনফ্রাষ্ট্রাকচারের বাজেট করছে, টেন্ডার দিচ্ছে, টাকা খরচ করছে, তারা কি জানে আবুল/ হাবুল কন্ট্রাকটরেরা কি করছে? অবশ্যই জানে না।

সামান্য ফেনী নদীর ( বড় খাল ) বাঁধটা ৫২ বছরে টিকানো সম্ভব হয়নি; কারণ, এই বাঁধ বাঁধে গ্রামের মফিজ কন্ট্টাকটরেরা, ওরা মাটি ফেলে আন্দাজ করে, ওদের কাছে কোন ইন্জিনিয়ারিং ডিজাইন নেই; মাটি কোথায় ফেলতে হবে তাও জানে না; ওরা জানে যে, আগামী বছরও মাটি ফেলতে হবে।

ইউনিভার্সিটি, হাসপাতাল, ডায়াগোনিষ্টিক সেন্টার, ইনফ্রাষ্ট্রাকচার, বাঁধ, বন্যা নিয়ন্ত্রয়ন, পাওয়ার ষ্টেশন, হাউজিং, বিদেশে চাকুরীর সুযোগ, টিকা, ঔষধ, ইত্যাদি সরকারের হাতে রাখার দরকার।



মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২২ রাত ১১:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হয় টাউন সার্ভিস বাস প্রাইভেটে দেয়া উচিত না।

২১ শে জুন, ২০২২ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:




শহর এলাকার বাসের মালিকানা যাত্রীদের সমবায় সমিতির হওয়া উচিত।

২| ২১ শে জুন, ২০২২ রাত ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের দেশের মৌলিক চাহিদার
খাত গুলোকে যেমন খাদ্য, বস্ত্র,
শিক্ষা, সাস্থ্য, বাসস্থান
প্রাইভেটাইজেশনে
দেয়া অনুচিত।

২১ শে জুন, ২০২২ রাত ১১:১৪

সোনাগাজী বলেছেন:



৫২ বছরে কোন রাজনীতিবিদ, কোন অর্থনীতিবিদ, কোন শিক্ষকের মুখে উহা শুনেছেন? লিলিপুটিয়ানরা আমাদের মাথায় বসে আছে।

৩| ২১ শে জুন, ২০২২ রাত ১১:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ। প্রশ্ন ফাঁস হলে দক্ষ ইঞ্জিনিয়ার পাবে কৈ ?

২১ শে জুন, ২০২২ রাত ১১:১৫

সোনাগাজী বলেছেন:





আপনার পোষ্ট দেখে মনে হচ্ছিলো, প্রশ্নফাঁসের সুযোগ আপনিও নিয়েছেন; পোষ্ট দিয়েছেন, কিন্তু মন্তব্য করা যাচ্ছে না! ইহার পেছনে কি লজিক?

৪| ২১ শে জুন, ২০২২ রাত ১১:১৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কেচাল এড়াতে কমেন্ট মডারেশন দিয়েছিলাম। দেখি মন্তব্যই করা যাচ্ছেনা। সামুর বাগ সম্ভবত । আরেকবার চেষ্টা করতে পারেন।

২১ শে জুন, ২০২২ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



ক্যচাল লেখকের পোষ্টে ক্যাচাল হয়।

৫| ২১ শে জুন, ২০২২ রাত ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানিগুলি বিদেশিদের দেয়া ঠিক হয়নি। গ্রামীণ ফোন এক বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা লাভ করে। এটার ৫৫% বিদেশীদের। ফলে প্রতি বছর বহু টাকা দেশের বাইরে চলে যায়। ওদের রিটার্ন অন ইকুইটি ঈর্ষনীয় (৬৭% প্রায়)। ১০০ টাকা বিনিয়োগ করে ৬৭ টাকা লাভ করে এরকম ব্যবসা পৃথিবীতে কম। রিটার্ন অন অ্যাসেট ২২%। একচেটিয়া ব্যবসা ছাড়া এই হারে রিটার্ন করা সম্ভব না।

২১ শে জুন, ২০২২ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



ইহা ড: ইউনুস সাহেবের সুক্ষ্ম ক্যাপিটেলিজম প্রীতি কিংবা লিলিপুটিয়ানগিরি, উনি যখন টেলনরের সাথে "জয়েন্ট ভ্যানচার" করছিলেন, তখন গ্রামীনের কাছে কয়েক বিলিয়ন ডলার ছিলো; উনি টেলনর থেকে সব কিনে নিতে পারতেন; উনার পশ্চিম পীরিতি কিংবা মগজহীনতার কারণে, প্রায় ২০ বিলিয়ন পরিমাণ ডলার বিদেশে চলে গেছে। শেখ হাসিনাও উহা ভেংগে দিচ্ছে না।

৬| ২১ শে জুন, ২০২২ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: এই প্রথম আপনি কোনো পোষ্টে একসাথে অনেক গুলো বিষয় নিয়ে এসেছেন।

২১ শে জুন, ২০২২ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:


ব্লগিং কমায়ে দেবো, তাই বেশী বেশী কথা লিখছি।

৭| ২১ শে জুন, ২০২২ রাত ১১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:

উন্নত দেশে কোন হাসপাতাল বিমানবন্দর সরকারি না হলেও সিটি বাস সার্ভিস সরকারি।

২১ শে জুন, ২০২২ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



নিউইয়র্কে সরকারী হাসপাতাল কম থাকায়, করোনায় মাছির মতো মানুষ মরেছে । ঢাকায় সিটির বাসগুলো এমনভাবে কন্ট্রোল করে মাফিয়া, যাতে সরকারের লাল-নীল সুতা বের হয়; মাফিয়াও আওয়ামী নেতা শাহজাহানের।

৮| ২২ শে জুন, ২০২২ রাত ১২:০৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ব্লগের অবস্থা খুব খারাপ। ব্লগাররা ব্লগিং কমায় দিলে আরও খারাপের দিকে যাবে। ব্লগার কমে যাওয়ার কারণটা কী জুন মাসে?

২২ শে জুন, ২০২২ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:


নতুন নকীব, কামারুজ্জমান, তোফায়েল আহমেদ, প্রতিদিন বাংলা, প্রমুখ সাম্প্রতিক "কপিপেষ্ট পেত্নী-শিকার"এর কারণে থেমে গেছে মনে হয়। জটিল ভাই, জ্যাকেল ভাই, সোনালী কাবিন ভাই, জিকোব্লগ ভাই, প্রমুখ ক্যাচালের জন্য প্রস্তুতি নিচ্ছেন, হয়তো।

৯| ২২ শে জুন, ২০২২ রাত ১২:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: কৃষি ক্ষেত্রে ফড়িয়া ব্যবসা বন্ধ করে সরকারের উচিত নিজস্ব বিতরণ নেটওয়ার্ক তৈরি করা যেন কৃষক ন্যায্য মূল্য পায়। যদিও এটা বিশাল কাজ এবং বাংলাদেশ সরকারের সেই যোগ্যতা আছে কি না সন্দেহ। অন্যরা না কিনলে সেই ক্ষেত্রে সরকারের কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ন্যায্য মূল্যে কেনার গ্যারান্টি দেয়া উচিত। যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনে বিমার ব্যবস্থা করা যেতে পারে। রপ্তানি সেক্টরের মত কৃষিতেও নগদ প্রণোদনা ঘোষণা করা উচিত।

ভুমির ব্যবসার উপর কঠোর নজরদারি করা উচিত। ভুমির ব্যবসার কারণে বড় ব্যবসায়ীরা ভাবছে জমির ব্যবসাই ভালো ব্যবসা। গায়ের জোর আর টাকা থাকলেই চলে। ফলে দেশে শিল্প কারখানা তৈরির প্রতি ব্যবসায়ীদের আগ্রহ কমে গেছে। একটা প্রতিষ্ঠানের/ব্যক্তির জমি কেনার সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করে দেয়া উচিত।

২২ শে জুন, ২০২২ রাত ১২:৩৫

সোনাগাজী বলেছেন:


ধনীরা ও বড় বড় কর্পোরেশন (বসুন্ধরা, আলাম ব্রাদার্স, যমুনা ) দেশের অর্ধেক কিনে কিংবা দখল করে নিয়েছে।

দেশের ৫০ ভাগ ( সাড়ে ৯ কোটী মানুষ ) মানুষ কৃষি কাজে আছেন, এরা কি স্বচ্ছল? সরকার এদেরকে চেনে? সরকার চেনে বেক্সিমকো, খুলনা পাওয়ার, যমুনা, বসুন্ধরাদের; এগুলো সরকার নয়, এরা রবার্ট ক্লাইভের উত্তরসুরী।

১০| ২২ শে জুন, ২০২২ রাত ১২:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: এমনো দিন ছিল বাড়িতে কারো করোনা হলে তারে দূর ছাই করছে।
আমরা সব কিছু বিদেশীদের কপি করি। নিজস্ব মেধা নেই। না প্রযুক্তি না অর্থনীতি না অন্য যে কোন কিছু।
অংক জানে তো, সাচু ভাই কি সহজে ২+২ = ৫ মিলিয়ে দিয়েছেন।
সরকারের হাতে রেখে লাভ নেই। সেখানেও অসৎ চোর ডাকাতে ভরতি।

২২ শে জুন, ২০২২ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:




সরকারে যারা চুরি করে, তাদেরকে ধরা সম্ভব। মন্ত্রী শাহজাহান, বেক্সিমকো, বসুন্ধরা, আলম ব্রাদার্সদের কাছে যেতে পারবে কেহ?

১১| ২২ শে জুন, ২০২২ রাত ১২:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: এদের ধরলে সরকারের অস্তিত্ব সংকটে পড়বে। এরা সরকারের ডানহাত ও বাম হাত। স্পেশালি দরবেশ বাবা।

২২ শে জুন, ২০২২ রাত ১২:৪৬

সোনাগাজী বলেছেন:




দরবেশ বাবাকে ধরা যাবে না, খুলনা পাওয়ারের লোকজন ক্ষমতাশীল, বসুন্ধরায় মেয়র তাপস চাকুরী করে; এভাবেই এরা সব দখল করে নিয়েছে।

সাড়ে ৯ কোটি মানুষ কৃষিতে আছেন, এদের কি আছে?

১২| ২২ শে জুন, ২০২২ সকাল ৭:৫৯

নূর আলম হিরণ বলেছেন: ভার্চুয়াল তাসনিম আপনি পোস্ট দিয়ে মন্তব্য অফ রাখেন কেনো। পোস্ট দিলে বাকবিতন্ডা একটু হবেই। আর আপনার গতকালের পোস্ট ভালোই ছিল, ক্যাচাল হওয়ার কিছু ছিলো না। মন্তব্য বন্ধ করে এরকম বোবা পোস্ট বিরক্তিকর।

২২ শে জুন, ২০২২ সকাল ১০:০৩

সোনাগাজী বলেছেন:



আমি বলার পরও ঠিক করে দেয়নি, নতুন জেনারেশনর মাথায় দুনিয়ার পিগমী বুদ্ধি।

১৩| ২২ শে জুন, ২০২২ সকাল ৮:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সবাই সব ই বুঝে কিন্তু কেউ কিছু বলে না পজিশন ঠিক রাখার জন্যে। কারণ বললেই বিশ্বব্যাংক

২২ শে জুন, ২০২২ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:



বনাগলাদেশ সরকারগুলো যেই পরিমাণ ডলার ঋণ নিয়েছে, ঠিক সেই পরিমাণ টাকা সরকারের লোকেরা লুট করেছে।

১৪| ২২ শে জুন, ২০২২ সকাল ৮:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দরবেশ বাবা বেক্সিমকো লিমিটেডের নামে একটি বন্ড বাজারে ছাড়ে তার নাম বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা পাব্লিক খেলোনা তখন এই দরবেশ বাবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে চাপ দিয়ে সব বাণিজ্যিক ব্যাংকের উপর চাপিয়ে দিল। এই হলো দরবেশ বাবা, হাসিনার ডান হাত। প্রাইভেটাইজেশনে এটা একটা সমস্যা আবার সরকারের কাছে রাখলে আমলা-কামলার সব চুরি করে শেষ করে দেবে। সরকারী কর্মচারীর ম্যাক্সিমামই অসৎ।

২২ শে জুন, ২০২২ সকাল ১০:০৯

সোনাগাজী বলেছেন:



সব পাবলিক কর্পোরেশন'এর বন্ড থাকতে পারে; কিন্তু সবাই যে ক্রেতা পাবে, এটা ঠিক নয়; সেই ক্ষেত্রে তারা সরকারের লোকদের হাতে এনে, দুর্নীতি করে বাণিজ্যিক ব্যাংকের উপর চাপিয়ে দিতে পারে; সেটাই চলছে, হয়তো।

১৫| ২২ শে জুন, ২০২২ সকাল ৯:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

দেশ বেঁচে দেয়ার সময়ও বসুন্ধরা মিডলম্যান থাকবে,অশিক্ষিত মুর্খদের দেশ নদীমাতৃক হওয়ায় নদী একটু নাড়াচাড়া দেয় আর কি!

ইউনিভার্সিটি অশিক্ষা/কুশিক্ষার আতুড়ঘর, হাসপাতালে ছুরি নিয়ে বসে আছে গলায় ধরার জন্য,ডায়াগনস্টিক সেন্টারে ব্লাডগ্রুপ টেস্ট করলেও HIV ধরা পরতে পারে,ঢাকার ইনফ্রাস্ট্রাকচার সবসময় ভয়ে থাকে ভুমিকম্পের,ইউনিয়ামের উলটাপাল্টা হলে কান্না ছাড়া উপায় নেই, হাউজিং একমাত্র প্যাটেন্ট বসুন্ধরার, টিকা/স্যালেলাইটে বাদ দিলেও মিডলম্যান কিং বেক্সিমকো, ময়দার গুড়ি অ্যান্টিবায়োটিক ও বিদেশে দাস ব্যবসার সহজ আয়।

২২ শে জুন, ২০২২ সকাল ১০:১১

সোনাগাজী বলেছেন:


আমি যেই ধরণের নীতির কথা বলছি,১৯৭২ সালে থেকেই এইদিকে যাবার দরকার ছিলো।

১৬| ২২ শে জুন, ২০২২ সকাল ১০:৫৯

নতুন বলেছেন: সরকার যদি কোন ব্যবসা করে তবে সেখানে বেসরকারী কোন প্রতিস্ঠান সুবিধা করতে পারেনা। এবং সরকারী ব্যবসাতে কম লাভে জনগনকে সবচেয়ে ভালো সুবিধা দিতে পারে।

আমাদের দেশের মানুষ সরকারী চাকুরি চায় কিন্তু সেবা নিতে চায় না কারন কেউই সেবা দেয় না।

যেকোন সেবা মুলক প্রতিস্ঠান বেসরকরাী করা ঠিক না। তখন মানুষ টাকা ছাড়া কোন সেবা পায় না।

২২ শে জুন, ২০২২ বিকাল ৪:৫২

সোনাগাজী বলেছেন:


আপনি যেটার কথা বলছেন, সেটা সম্পদশালী দেশের জন্য; আমাদের মাথাপিছু সম্পদ কম ও যা আছে, সেটা ও সুযোগ দখলে চলে গেছে।
আপনার কাছে টাকা থাকলেও আপনাকে ঢাকা শহরে বাস নামাতে দেবে না; কোন বড় শিল্প করতে দেবে না।

১৭| ২২ শে জুন, ২০২২ সকাল ১১:৪১

রানার ব্লগ বলেছেন: খাদ্য ও সেবা

২২ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৩

সোনাগাজী বলেছেন:



শিক্ষা, খাদ্য, যাতায়াত ও চিকিৎসা সমবায়ের হাতে নেয়ার দরকার।

১৮| ২২ শে জুন, ২০২২ দুপুর ২:০০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হিরণ @
এডি সামুর বাগ। আমি মন্তব্য রিভিউ হবে সেটিংস করেছি। কিনতু পরে দেখলাম মন্তব্য করা যাচ্ছেনা। কি করণীয়?

১৯| ২২ শে জুন, ২০২২ দুপুর ২:৫২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এখন ঠিক আছে মনে হয়| আমার মন্তব্য পাওয়ার চাইতে করতে বেশি ভাল্লাগে|

২২ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



ব্লগিং মানে লেখা, অন্যের লেখা পড়া, আলোচনা করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.