নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

লীগের জন্মদিনে শেখ হাসিনা তারেককে নিয়ে এত কথা কেন বললেন?

২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:০১



আওয়ামী লীগের ৭৩'তম জন্মবার্ষিকীর সভায় দলীয় নেতাদের সামনে, শেখ হাসিনা তাঁর বক্তব্যে জিয়াদের নিয়ে অনেক কথা বলেছেন! ব্যাপার কি, তিনি কি তারেক জিয়ার ভয়ে আছেন? তিনি কি ভাবছেন যে, তাঁর দল থেকে তারেক জিয়া শক্তিশালী হয়ে যেতে পারে? তিনি কি ভাবছেন, তারেক জিয়া একদিন দেশে এসে তাঁর দলকে পরাজিত করতে পারে? না'হয়, এত বড় অনুষ্টানে তারক জিয়া কেন একটি বিষয় হয়ে গেলো? তিনি দলের বর্তমান অবস্হান ও ভবিষ্যত এজেন্ডা নিয়ে তেমন কিছুই বলেননি।

তারেক জিয়া শাস্তিপ্রাপ্ত পলাতক আসামী, সে বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালীন সময়ে দলটির বিপক্ষে কেন মামলা করা হলো না? দলটির জন্ম ক্যান্টনমেন্টে, ইহার স্হপতি দেশের সামরিক ক্যু'এর সাথে যুক্ত ছিলো, সেই দলের ভারপ্রাপ্ত সভাপতি সাজাপ্রাপ্ত পলাতক আসামী, ইহা কি দলটিকে বন্ধ করার জন্য যথষ্ট ছিলো না?

শেখ যখন জীবিত ছিলেন, দলের সবাই বলতো, "শেখভাই জানেন"; উনার মৃত্যুর পর দল ৪ ভাগ হলো, দেখা গেলো আওয়ামী লীগের রাজনীতি শেখের সাথেই কবরে চলে গেছে । আজকে সেই একই প্যাটার্ণ, "সব কিছু আপা জানেন"; এবার কতভাগ হবে? শেখের পর, উনি দলকে এক করেছিলেন; এবার কি হবে, সেটা কি তিনি ভাবছেন? এবার দলকে কে ঐক্যবদ্ধ রাখবে, বেক্সিমকোর দরবেশ, খুলনা পাওয়ারের কর্ণেল ফারুক, মেয়র তাপস?

শেখের মৃত্যুর পর, আওয়ামী লীগের থেকে বেশী ভুগেছিলো স্বাধীনতার পক্ষের লোকজন। শেখ হাসিনাকে স্হান করে দিয়েছিলো স্বাধীনতার পক্ষের লোকেরা, কিন্তু তিনি সেই কথা ভুলে গিয়ে, দরবেশ বাবা ও তাদের শ্রেনীকে গড়ে তুলেছেন; উনার আমলে শতকরা হারে, ডলারে মিলিওনিয়ার গড়ে উঠেছে বাংলাদেশে সবচেয়ে বেশী; আওয়ামী লীগের সব রাজনীতিবিদ এখন ব্যবসায়ী, সবাই চাঁদাবাজীতে আছে, মাফিয়াও তারা। শেখ হাসিনার পরে আবারো স্বাধীনতার পক্ষর লোকজনই বিপদে পড়বে।

মনে হয়, উনি দলের অবস্হা বুঝতেছেন; উনার অনুপস্হিতিতে উনার দলের ব্যাাপরে অনেকেই হতাশ; মনে হয়, খবর উনার কানে গেছে। এখনো উনার হাতে সময় আছে, দলটিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলা দরকার; না'হয় উনার অবর্তমানে দলটি টিকবে না, ভেংগে কয়েক টুকররা হবে; ব্যুরোক্রেটরা সেটাই চাবে।

**** আমার এই পোষ্টের পরে আসা, পরপর ৩টি পোষ্টেই আমি কমেন্ট-ব্যানে আছি, ইন্টারেষ্টিং ব্যাপার! *****





মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কোন কাজ নাই
মুড়ি ভাজি তাই

২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:



বরিশাল আওয়ামী লীগের অফিসের সামনে লাউ'এর একটা ছবি দিয়েছিলেন আপনি, ওটা সবজির গোডাউনে পরিণত হবে।

২| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৩

ঢাবিয়ান বলেছেন: লীগের জন্মদিনে শেষ হাসিনা তারেককে নিয়ে এত কথা কেন বললেন?
উত্তরটা আপনার পোস্ট থেকেই কোট করলাম '' সবকিছু আপা জানেন।''

২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৮

সোনাগাজী বলেছেন:




আপা আছেন, আওয়ামী লীগ আছে, আপা নেই, আওয়ামী লীগ নেই!

৩| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শেখ হাসিনার অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কথা বলা পুরনো স্বভাব।

২৪ শে জুন, ২০২২ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



উনার দল বেহাল অবস্হায় আছে, উনার অনুপস্হিতিতে দল ভেংগে যাবে।

৪| ২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০০

শূন্য সারমর্ম বলেছেন:

১৯৮১ সালে দেশে আসার পর থেকে প্রতি রাতেই শেখ হাসিনা বিএনপি-জামাত স্বপ্নে দেখতো;এখন হয়তো দেখা কমেছে, তাই বলা বেড়ে গেছে।

২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:


শেখের কিছু ভুলের কারণে, দেশে সহজেই ক্যু হয়েছিলো, স্বাধীনতার পুরো প্রাপ্তি চলে গিয়েছিলো স্বাধীনতা-বিরোধীদের হাতে। এবার আরো কঠিন ঘটনা ঘটবে, ইহা ব্যুরোক্রেট ও মিলিটারীর খেলাঘরে পরিণত হবে।

৫| ২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৩

মিরোরডডল বলেছেন:




এটা কি নতুন কিছু ?
শুধু শেখ হাসিনা কেনো, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই নিজেদের কাজের চেয়ে বিরোধীদলের সমালোচনা করতেই বেশী পছন্দ করে । খুবই বাজে অভ্যাস, কেউ এর ব্যতিক্রম নেই ।

২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের অন্য রাজনৈতিক দলের সাথে মানুষের ভবিষ্যত খুব একটা জড়িত নয়; আওয়ামী লীগের সাথে স্বাধীনতার পক্ষের মানুষদের ভবিষ্যত জড়িত।

৬| ২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: ওনাদের টপ লেভেলের সবাই ওদের নিয়ে কথা বলতেই বেশি পছন্দ করেন।

২৪ শে জুন, ২০২২ রাত ৯:১৫

সোনাগাজী বলেছেন:


উনি জাতিকে এমন যায়গায় এনেছেন, ইহার ভবিষ্যত অন্ধকার।

৭| ২৪ শে জুন, ২০২২ রাত ৮:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশের রাজনৈতিক নেতারা তাদের বক্তৃতায় বিরোধী পক্ষের বিরুদ্ধে কথা বলে অধিক সময় পার করেন। এটাই প্রথা বাংলাদেশে।

২৪ শে জুন, ২০২২ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:



উনার দলের যেই অবস্হা ইহা নিয়ে বলার কিছু ছিলো না, মনে হয়।

৮| ২৪ শে জুন, ২০২২ রাত ৯:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামী লীগের বড়রা যদি বিএনপির বদনামে ব্যাস্ত না থাকতো তাহলে মানুষ বিএনপির কথা ভুলে যেত।

২৪ শে জুন, ২০২২ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



বিএনপি'কে কৌশলে বাঁচিয়ে রাখা হয়েছে, যাতে নতুন কোন ভালো দল জন্ম নিতে না'পারে।

৯| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

চায়না মেজর ইন্জিনিয়ারিং কোম্পানী উদযাপনের অংশ হবে না?

২৪ শে জুন, ২০২২ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:



নিশ্চয় ওরাই বড় আসন পাবে।

১০| ২৫ শে জুন, ২০২২ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: আগামীকাল পদ্মাসেতু উদ্ববোধন করতে গেলে শেখ হাসিনা কি কি বলবেন তা কিছুটা ধারনা করতে পারি।

ঢাকার শহর তো পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে ভরে ফেলছে।

২৫ শে জুন, ২০২২ সকাল ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



তুঘলকি কান্ড।

১১| ২৫ শে জুন, ২০২২ ভোর ৪:৩৭

নূর আলম হিরণ বলেছেন: বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন এবার শকতভাবেই দেখছে তাই উনি এত কথা বলছেন। উনি বিএনপি জামাত থামাতে গিয়ে আওমীলীগকেও রাজনীতির বাহিরে নিয়ে গেছেন।

২৫ শে জুন, ২০২২ সকাল ৮:৫৪

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগের লোকজনের অবস্হা বিএনপি'র লোকজনের সমান হয়ে গেছে।

১২| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত উন্নয়ন করেও উনি এখনো জাতির বিশাল একটা অংশের সমর্থন পাচ্ছেন না। সেই ভয়ে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় টিকে আছেন। তেনার কেন এত তারেককে ভয়, সেটা রাজনীতি সচেতন ব্যক্তি মাত্রই জানেন...

২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:০১

সোনাগাজী বলেছেন:



উনার ভুলের কারণে উনার সব অবদান মাটিতে মিশে যাবে।

১৩| ২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩১

অক্পটে বলেছেন: "শেখ হাসিনার পরে আবারো স্বাধীনতার পক্ষর লোকজনই বিপদে পড়বে।"

আমি বিশ্বাস করতে চাই আপনি একজন সচেতন নাগরিক। ভয়তো অবশ্যই আছে। সরকারের অধিনে নির্বাচন কেমন হচ্ছে সচেতন নাগরিক মাত্রই তা জানেন। দেশের উন্নয়ণ হচ্ছে সু্ইস ব্যাংক ভরে যাচ্ছে টাকায়। একটা পক্ষের উন্নয়ণ হচ্ছে মন্ত্রী বলেছেন তারা তিন বেলা মাংস দিয়ে ভাত খায়।

২৫ শে জুন, ২০২২ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:



উনার দলে রাজনীতিবিদ নেই, সবই বয়বসায়ী ও মাসলম্যান; ইহা জাতিকে ধ্ংস করছে। আবার, তারেক যখন দশে ছিলো হাওয়া ভবন করে, সেখানে মাফিয়া চালু করেছিলো।

অবশ্য, তারেকের যায়গা হবে না বাংলাদেশে; ব্যুরোক্রেটরা দেশকে পাকিস্তানের মতো চালাতে পারবে মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.