নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার জনপ্রিয়তা ও দায়িত্ব পালনের উপর সার্ভে!

২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:৫০



আপনারা জানেন, আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর প্রেসিডেন্ট, প্রাইম মিনিষ্টারদের জনপ্রিয়তা ও কাজের পক্ষে বিপক্ষে সব সময় জনমত জরীপ করা হয়। সব ধরণর মিডিয়া, বিভিন্ন ইউনিভার্সিটি, রাজনৈতিক ইনষ্টিটিউশন, এমন কি ব্যক্তিগত উদ্যোগে এসব জরীপ পরিচালনা করা হয়, এবং জরীপ মোটামুটিভাবে বেশ নির্ভুল। বাংলাদেশে কোনকালে, কোন ধরণের জরীপ হয়েছে বলে আমার মনে হয় না। বাংলাদশের মিডিয়ায় যারা আছন, তাদের মাঝে কোন জ্ঞানী লোক থাকলে একমাত্র আল্লাহ জানার কথা, উনাদের লেখা থেকে মনে হয়, উনারা চাকুরী না'পেয়ে মিডিয়ায় স্হান করে নেন।

ইউনিভার্সিটিগুলো থেকে কোনদিন এই ধরণের প্রচষ্টা করা হয়নি; ইউনিভার্সিটিগুলোতে ২/৪জন হলেও সৃজনশীল শিক্সক থাকার কথা; কিন্তু কেহ এই ধরণের চেষ্টা কোন সময় করেছেন বলে আমি জানিনা।

যাক, আমি এই পোষ্টেই শেখ হাসিনা ও উনার সরকারের ব্যাপারে আপনার মতামত জানতে চাই; আপনি চাইলে জানাবেন, কোন কারণে না'জানাতে চাইলে কোন অসুবিধা নেই। আমার ধারণা, পদ্মাসেতু উদ্বোধনের পর, উনার সম্পর্কে আপনার মতামত কিছু বদলানোর সম্ভাবনা আছে! আমি নীচে সামান্য কয়কটি সাধারণ প্রশ্ন করবো, সম্ভব হলে উত্তর দেয়ার চেষ্টা করবেন!

(১) আগামী ভোটে এমপি পদে ( আপনার সাংসদীয় এলাকার কথা না'ভেবে ) আপনি শেখ হাসিনাকে ভোট দেবেন কিনা?
(২) আপনি কি উনাকে আবারো প্রাইম মিনিষ্টার হিসেবে দেখতে চান?
(৩) পদ্মাসেতু কোনভাবে শেখ হাসিনার দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় বহন করে কিনা?
(৪) উনি আবার প্রাইম মিনিষ্টার হলে ভালো হবে, নাকি দলকে সংগঠিত করার দায়িত্বে নিলে ভালো হবে?
(৫) উনার দলের চেয়ে অন্য দল বা কোন কোয়ালিশন দেশের জন্য ভালো করার সম্ভাবনা আছে?

ধন্যবাদ।


মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহাশয় আপনার জানার কথা এই ধরনের জরীপে গোপনীয়তা
বজায় রাখতে হয়। প্রকাশ্যে কেউ তার মনের কথা বলবেনা।
যে প্রশ্নগুলো আপনি করেছেন তার ৫ নম্বর ছাড়া সবগুলোই
প্রকাশ্যে হ্যাঁ হবে
আর ৫ নম্বরটিতে না!
অপ্রাকাশ্য কিছু থাকলেও
থাকতে পারে। যা বলার
ইচ্ছা নাই।
মিডিয়ার উপর এত ক্ষ্যাপা কেন?

২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:



বাংলাদশের মিডিয়া কোন কিছুই সঠিভাবে উপস্হাপন করে, সঠিকভাবে ফলোআপ করতে পারে না।

পশ্চিমের লোকজন নিজের মতামত জানানোর বেলায় খুবই শক্ত, সেজন্য ওদের ভোটের মুল্য আছে।

২| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদশের মিডিয়া কোন কিছুই সঠিভাবে উপস্হাপন করে, সঠিকভাবে ফলোআপ করতে পারে না।



পশ্চিমের লোকজন নিজের মতামত জানানোর বেলায় খুবই শক্ত, সেজন্য ওদের ভোটের মুল্য আছে। খুবই সত্যি কথা বলেছেন।

২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



ঢাকার মিডিয়া খুবই দুর্বল।

৩| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





(১) আগামী ভোটে এমপি পদে ( আপনার সাংসদীয় এলাকার কথা না'ভেবে ) আপনি শেখ হাসিনাকে ভোট দেবেন কিনা?
উঃ দিবো।

(২) আপনি কি উনাকে আবারো প্রাইম মিনিষ্টার হিসেবে দেখতে চান?
উঃ দেখতে চাই।

(৩) পদ্মাসেতু কোনভাবে শেখ হাসিনার দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় বহন করে কিনা?
উঃ করে।

(৪) উনি আবার প্রাইম মিনিষ্টার হলে ভালো হবে, নাকি দলকে সংগঠিত করার দায়িত্বে নিলে ভালো হবে?
উঃ প্রাইম মিনিষ্টার।

(৫) উনার দলের চেয়ে অন্য দল বা কোন কোয়ালিশন দেশের জন্য ভালো করার সম্ভাবনা আছে?
উঃ অন্য কাউকে দেখছি না।

২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:




আপনি সার্ভে জিনিষটি বুঝেন, ইহা একটা প্রয়োজনীয় জ্ঞান।

৪| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৫২

খাঁজা বাবা বলেছেন: আগামী হাজার বছরেও ওনার মত কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না বা ভোট ও দেব না।
পদ্মা সেতু নিয়ে একবার তো কেলেংকারী করেছেন, ষোলকলা পূর্ন হয়েছে সিলেটে বন্যা আর উদ্বোধন একই সময়ে এসে।
সিলেটে নজর নেই, অথচ উদ্বোধন ও প্রচারে কোটি কোটি টাকা খরচ।
সংবাদ পত্রকেও হয়ত সিলেটের খবর না প্রকাশ করতে বলা হয়েছে।

২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:




আপনার মতামত জানায়েছেন।

২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:




সিলেটের আশ্রয় কেন্দ্রগুলোতে নাকি সরকার খাওয়ায়েছে? ইহা সম্পর্কে কেহ কিছু জানেন?

৫| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৭

অক্পটে বলেছেন: মিডিয়ার মাথায় কার ঘাড়ে কয়টা রগ আছে তা সব শেখ হাসিনার রিমোট কন্ট্রোলে। সুতরাং বুঝতেই পারছেন।

আমি জানি এখানে সঠিক কথা কেউ বলবেনা। তাছাড়া এই ব্লগের এক'শ জনের মধ্যে ৯৮ জনই আ.লীগ সমর্থক। এই সেতুর কারণে যদি শেখ হাসিনা জনপ্রিয়তা বাড়ে তবে তা তিনি বুঝতে পারার কথা।

-এত উন্নয়নের পরেও যদি তিনি ১৫১ সিট নিজের দখলে
-রাতের ভোটের সুষ্ঠ্য নির্বাচন
-ইভিএম কেলেঙ্কারি করে ফেলেন

তবে জেনে রাখুন উনি বুঝে গেছেন যে ফেয়ার ইলেকশানে ওনার পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। তাই উনি চাইবেন সব সময় নিজে ক্ষমতায় থেকে নিজের মতো করে নির্বাচন দিতে।

আমি চাই উনি আমরণ প্রধানমন্ত্রী থাকুন। আমাদের দেশে এখন আর হরতাল হয়না। এটা আমার খুব ভাল লাগে।

এক নেতা এক দেশ
নো হরতালের বাংলাদেশ।

২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, উনি ৩ ধাপে ( ১০০ +১০০ + ১০০সীট ) ইলকশান করার প্ল্যান করলে; ১ম ধাপে বুঝত পারতেন, উনার দলর কি অবস্হা।

২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



ব্লগে আসল আওয়ামী লীগার ১ জনই আছেন, হাসান কালবৈশাখী।

৬| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

১.দিবো না
২.বিকল্প নেই
৩.করে
৪.সংঘঠিত করা
৫.অন্য দল শিক্ষিতদের হাতে থাকলে হবে।

২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



মতামতর জন্য ধন্যবাদ।

৭| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

রানার ব্লগ বলেছেন: আওয়ামীলীগ যেহেতু তার বাবার দল তাই এই দলের জন্য যদি কারো সামান্যতম মায়া মমতা থাকে সে হল শেখ হাসিনা। বাকিরা দুধভাত।

আগামী ক্ষমতায় আওয়ামীলিগ চাই না!! কারন আওয়ামী কর্মীদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ। এমন না যে যারা আসবে তার আদর কোরে কোলে বসাবে তারাও অত্যাচার করবে।

ভোট শেখ হাসিনাই পাবেন। তবে মুর্খ বাংগালীর কাছে খালেদা সুন্দরী তারে তাই ভোট দেই।

২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়া সাজাপ্রাপ্ত মানুষ, দলটি মিলিটারীদর দল, তাঁর দলকে ভোটে অংশ নিতে দেয়া সঠিক হবে না।

৮| ২৭ শে জুন, ২০২২ রাত ১০:০০

জ্যাক স্মিথ বলেছেন: আমি আপাদত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিকল্প কিছু দেখছি না এবং অদূর ভবিষ্যতে হবে কি না জানিনা।
তাই আওয়ামী লীগেই আমার ভরসা।

২৭ শে জুন, ২০২২ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:


ভিপি নুরু কিছু করতে পারবে না? উহা নাকি কিসব দল মল করছে?

৯| ২৭ শে জুন, ২০২২ রাত ১০:৫৯

নূর আলম হিরণ বলেছেন: ১. হ্যাঁ।
২. না।
৩. হ্যাঁ, না তে উত্তর দেওয়া সম্ভব মনে হচ্ছে না।
৪. উনি আর এক মেয়াদে দলের দায়িত্ব নিলে ভালো হয়।
৫. না।
তবে বাংলাদেশের মানুষ জরিপে বাস্তবিক অবস্থা চিন্তা করে উত্তর দেয় না, দলীয় দৃষ্টিভঙ্গি দিয়েই উত্তর দেয়।

২৭ শে জুন, ২০২২ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:



মতামতের জন্য ধন্যবাদ।

প্ল্যান করেই বাংলাদেশের মানুষকে পড়ালেখা করতে দেয়া হচ্ছে না। সেতু নিয়ে চীৎকার করে, শেষে সৌদী যাও।

১০| ২৭ শে জুন, ২০২২ রাত ১১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: ভিপি নুরু!! হা হা ভাল বলেছেন =p~
আচ্ছা হিরু আলম, অথবা সেফুদা হলে কেমন হয়? এদেরও বেশ জনপ্রিয়তা আছে। :D

যা হোক; আওয়ামী লীগ যদি দুর্নীতিটাকে কঠোর হস্তে দমন করতে পারতো তাহলে খুব ভাল হতো কিন্তু তা করতে গেলে আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে আমি মনে করি। দূর্ণীতি আর ক্ষমতা একে অপরের ভাই; এজন্য মাঝে মাঝে পরিবর্তন দরকার হয়, কিন্তু আমাদের হাতে আওয়ামী লীগ ছাড়া দ্বিতীয় কোান অপশন নেই। দেখা যাক আগামী টার্মে কতটা দূর্নীতি রোধ করতে সক্ষম হয় শেখ হাসিনার সরকার।

২৭ শে জুন, ২০২২ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, আওয়ামী লীগ শব্দটার মানেই "নীতিহীন"।

বর্তমান আওয়ামী লীগের লোকেরা রাজনীতি বুঝে না, ওরা জানে আপা ও ব্যুরোক্রেটরা মিলে দেশ চালাবে, দলের লোকেরা সবকিছু দখলে রাখবে, এটাই ওদের দলীয় দায়িত্ব।

১১| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: বর্তমান আওয়ামী লীগের লোকেরা রাজনীতি বুঝে না, ওরা জানে আপা ও ব্যুরোক্রেটরা মিলে দেশ চালাবে, দলের লোকেরা সবকিছু দখলে রাখবে, এটাই ওদের দলীয় দায়িত্ব।

একদম তাই, আসলে আমাদের দেশের রাজনৈতিক কালচারটাই এমন; এ থেকে কবে এবং কিভাবে বের হতে পারে সেটাই দেখার বিষয়, সময় লাগবে হয়তো। রাজনীতির মাঠ সত্যিই অনেক জটিল; মাঝে মাঝে মনে হয় অনেক নোংরা, জঘণ্য!! মাঝে মাঝে মনে হয়; নাহ রাজনীতিই হচ্ছে একমাত্র মুক্তির পথ।

ধন্যবাদ গাজী ভাই, আপনার সাথে আলাপচারিতায় বাধিত হলাম।

২৮ শে জুন, ২০২২ রাত ১:০২

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের জন্মটা ভালো ছিলো; শেখ হাসিনার হাতে পড়ে দলটি রাজনীতি ছেড়ে দিয়েছে; কারণ, সবাই ব্যবসা ও চাঁদাবাজি করছে বাকীদের উপর। বিএনপি ও জাাপার জন্ম দি্যেছে মিলিটারী। জামাত জাতির বিপক্ষে যুদ্ধ করেছে ১৯৭১ সালে।

১২| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে সার্ভে টার্ভে খুব একটা হয় না। শুনেছি আমেরিকাতে অতি তুচ্ছ বিষয় নিয়েও অনেক সার্ভে হয়?

২৮ শে জুন, ২০২২ রাত ১:০৪

সোনাগাজী বলেছেন:


সার্ভে হলো সায়েন্টিফিক ব্যাপার, ইহার জন্য অংক জানতে হয়।

১৩| ২৮ শে জুন, ২০২২ ভোর ৫:২০

কামাল৮০ বলেছেন: একটা নিরপেক্ষ নির্বাচন জাতীর জন্য প্রয়োজন।

২৮ শে জুন, ২০২২ ভোর ৫:৩১

সোনাগাজী বলেছেন:



সরকার নিয়ে জাতীর বিশ্বাস ও মনোবল ভেংগে গেছে। যারা ফাঁকি দিয়ে জয়ী হচ্ছে, তারাই শেখ হাসিনার বদনাম করবে একদিন।

১৪| ২৮ শে জুন, ২০২২ সকাল ১০:৪১

খাঁজা বাবা বলেছেন: সিলেটের আশ্রয় কেন্দ্রগুলোতে নাকি সরকার খাওয়ায়েছে? ইহা সম্পর্কে কেহ কিছু জানেন?

উহা দায়িত্ব, এত মহান কিছু করে নি। :)

২৮ শে জুন, ২০২২ সকাল ১০:৪৩

সোনাগাজী বলেছেন:



সরকার দায়িত্ব পালন করারই কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.