নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
বাংলাদেশ ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে কারণ, ভোট না'দিলে "শান্তি মিশন"এ কোটা হারাতে হবে, গার্মেন্টস বাজার ধরে রাখতে পারবে না ও জ্বালানী কিনতে সমস্যা হবে। রাশিয়া ও ন্যাটোর সমস্যা নিয়ে মাথা ঘামানোর মতো পজিশনে নেই বাংলাদেশ; বাংলাদেশ যেই অবস্হায় আছে, বাংলাদেশকে রাজনীতি নিয়ে ভাবতে হবে না, আমেরিকা ও ইউরোপের মন রক্ষা করেই চলতে হবে।
ইউক্রেনের ভুমিকে রাশিয়ার সাথে যোগ করাতে, জাতি সংঘে রাশিয়াকে 'নিন্দা' জানানো নিয়ে ভোট হয়েছে; ভোটে বেশীরভাগ ভোটার ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে, ইহা ইউক্রেনের ভুমি।
বাংলাদেশের মিডিয়ায় কিছু কুটনীতিবিদ ও প্রফেসর মফেসরকে এই ভোটের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে দেখলাম, তারা তাদের নিজ নিজ ফিল্ডের অভিজ্ঞতা থেকে অনেক ব্যাখ্যা ম্যাখ্যা দিচ্ছেন; ইউক্রেনের নিজস্ব ভুমি রক্ষার অধিকার, রাশিয়ার অন্যের ভুমিকে নিজের দেশের সাথে যোগ করার, যোগ না'করার অনেক ব্যাখ্যা ট্যাখ্যা দিয়েছেন। আমার মাথায় ওসব কুটনৈতিক ও আন্তর্জাতিক রাজনীতির কথা আসেনি; কারণ, সেগুলো নিয়ে মাথা ঘামানোর মতো অবস্হা বাংলাদেশের নেই বলেই আমার ধারণা।
ইউক্রেন আসলে বেশ আনন্দেই আছে, ৬ মিলিয়ন লোকজন দেশ ছেড়ে চলে গেছে, ডলার ও ইউরো আকাশ থেকে পড়ছে, রাশিয়ার মতো দেশের বিপক্ষে যুদ্ধ করে এখনো টিকে আছে; যুদ্ধ থামলে বেশ কিছু বছর ডলার ও ইউরো আসতে থাকবে।
ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, চীন, সবাই ক্যাপিটেলিজমের শীর্ষে আছে, তারপরও কি জন্য জাতীয়তাবাদ ও ক্যাপিটেলিজম নিয়ে মারামারি বুঝা মুশকিল হচ্ছে। পুটিনের কাছে যেই পরিমাণ সম্পদ আছে, খোদার কাছেও সেই পরিমাণ সম্পদ নেই, তারপরও ইউক্রেনের জমি কেন?।ইউক্রেনের সব সম্পদের মালিক হয়েছে ৪/৫ শত ব্যবসায়িক পরিবার; তারপরও কেন শান্তি নেই কে জানে!
১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫০
সোনাগাজী বলেছেন:
হয়তো পড়বে, কিন্তু সংবাদ পাবার আগে আপনি ডিলিট হয়ে যাবেন।
২| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: খোদার কাছে সম্পদ না থাকলে পুটিন কিভাবে পেলো?
১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৯
সোনাগাজী বলেছেন:
খোদা দরিদ্র হয়ে গেছেন, সোমালিয়ায় ও ইয়েমেনে বাচছারা মরে যাচ্ছে, উনি কিছু করতে পারছেন না; রেডক্রস কিছু করার চেষ্টা করছে।
৩| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: রাশিয়া - ইউক্রেন যুদ্ধ কখন থামবে? এর পরিণতি কি?
১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫২
সোনাগাজী বলেছেন:
এটা শীঘ্রই থামবে না; পরিণতি বিশ্বব্যাপী রিসেশান। ন্যাটো চাচ্ছে পুটিনকে সরাতে; ফলে, সবকিছু শ্লো হয়ে গেছে।
৪| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ২০২৩ এ দুর্ভিক্ষ আসছে। প্রতি ইঞ্চি জমিতে যেন চাষাবাদ হয়। আসলেই কি দুর্ভিক্ষ আসছে?
১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৪
সোনাগাজী বলেছেন:
জমি যদি প্রধানমন্ত্রীর হতো ও সেক্রেটারীরা যদি চাষ করতে জানতো, তা'হলে সব জমিতে চাষ হতো।
১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৪
সোনাগাজী বলেছেন:
মানুষ উনার কথা শুনবে বা; কারণ, উনি মানুষের কথা শোনেন না।
৫| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রতিবছর কৃষক ন্যায্য মূল্য পায়না। তবে গতবছরের আগের বছর পেয়াজের দাম বাড়ানোর ফলে গত বছর বাংলাদেশি পেয়াজ ভারতীয় পেয়াজের চেয়ে ১০ টাকায় বেশি বিক্রি হয়েছে কেজি প্রতি। বন্ধু রাষ্ট্র ভারত থাকতে বাংলাদেশে দুর্ভিক্ষ কেন আসবে বুঝিনা।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:০১
সোনাগাজী বলেছেন:
১৮/১৯ কোটী বাংগালী ৪০ কোটী ভারতীয়ের সমান খায়।
৬| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশ ইউক্রেনের অখণ্ডতার পক্ষে ভোট না দিলে মুশকিল আছে।
আপনি যা বলেছেন সেটার সাথে সাথে আরেকটি কারণ হচ্ছে সাম্প্রতিক সীমান্তে যে গোলাগুলি হচ্ছে তা বাংলাদেশকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে।
রাশিয়ার ইন্ধনে মায়ানমার বাড়াবাড়ি করছে।
তাই, বাংলাদেশের এছাড়া আর কোন গত্যন্তর ছিলো না।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:০৪
সোনাগাজী বলেছেন:
আমার বার্মা যা করে, উহা চীনের সাথে আলালপ করে করে। বার্মিজ লোকজন চীাদের জন্য কাজ করে নিজ দেশে।
৭| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩৫
কামাল৮০ বলেছেন: সামনে ইলেকশন।এখন এদিক সেদিক পা ফেলা যাবে না।জাতি সংঘের ভোটে জমি ফেরত পাবে না।যুদ্ধ করে জমি ফেরত পেতে হবে।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:০৭
সোনাগাজী বলেছেন:
যুদ্ধ করে রাশিয়াকে কিছু করতে পারবে না কেহ।
শেখ হাসিনাকে ব্যুরোক্রেটরা কি বলছে কে জানে! তবে, ব্যুরোক্রেটরা আওয়ামী লীগকে সুযোগ মতো বের করার ব্যবস্হা করে দেবে।
৮| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: নিজে বাচলে বাপের নাম
১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০২
সোনাগাজী বলেছেন:
দেশ ৫২ বছরেও নিজের বাঁচার ব্যবস্হা করতে পারলো না; বালছাল আবুলরা বিসিএস পাশ করে, কি দেশ চালাচ্ছে?
unction at() {
[native code]
}
৯| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৮
অক্পটে বলেছেন: ব্যুরোক্রেটরা আওয়ামী লীগকে সুযোগ মতো বের দেবে এই কথাটা অনেকের মাথায় ঢোকেনা। কারণ তারা ক্ষমতার জ্বরে আক্রান্ত হয়ে ঘোরের মধ্যে বসবাস করছে। আওয়ামীলীগতো কেয়ামত পর্যন্ত সরকার না।
১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৪
সোনাগাজী বলেছেন:
আওয়ামী বেকুবেরা মাছের বাচ্চা, ওদের বাবাকে যে ব্যুরোক্রেটরা খেয়ে ফেলেছিলো, সেটা তাদের মনে নেই।
১০| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪৬
রানার ব্লগ বলেছেন: জোর যার মুল্লুক তার। বাংলাদেশ সেই সুত্রে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে। এটা রাশিয়াও জানে। রাশিয়া পারমাণবিক শক্তি প্রয়োগ করবে না। এটাই তার একমাত্র ও শেষ তাস এটা দেখিয়ে ফেললে রাশিয়ার হাতে আর কিছুই থাকবে না
বাংলাদেশ খুবি ছোট্ট একটা দেশ। এই দেশ কার পক্ষে ভোট দিলো এটা নিয়ে বিশ্ব সামরিক জান্তারা মোটেও ভাবিত না। যতোটা না ভাবিত বাংলাদেশ কারন মায়ানমার কে শান্ত রাখতে আমেরিকার সাহায্য দরকার।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৫
সোনাগাজী বলেছেন:
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ ছোট দেশ হওয়ার কথা ছিলো না; জেনারেল জিয়া, এরশাদ ও বেগম জিয়া মিলে ইহাকে "ছোট মগজের" দেশে পরিণত করেছে।
১১| ১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
নতুন বলেছেন: বাংলাদেশ এখনো আমেরিকার বিপক্ষে যাবার মতন অবস্থানে যেতে পারেনাই।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৭
সোনাগাজী বলেছেন:
আমেরিকার বিপক্ষে যেখানে জাপান ও জার্মানী যাচ্ছে না, বাংলাদেশ কেন যাবে? আমাদের বিসিএস'দের মাথায় এমন কি মগজ আছে যে, তারা দরকারী কিছু ভাবতে পারবে?
১২| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭
নতুন বলেছেন: আমাদের বিসিএস'দের মাথায় এমন কি মগজ আছে যে, তারা দরকারী কিছু ভাবতে পারবে?
আমাদের বিসিএস এর ঘাড়ে ১টাই মাথা আছে, সেটা তারা উচু করে কথা বলার সাহস রাখে না।
তাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন সেটাতেই হা বলতে হয়।
আমাদের দেশের প্রধানমন্ত্রীর সংবাদসম্মিলনে সাংবাদীকদের প্রশ্ন শুনে মনে হয় যে তারা একটা প্রশ্ন করার সুযোগ পেয়ে ধন্য হয়ে গেছেন। তারা প্রশ্ন করেন না যতটা পারেন প্রসংসা করেন মাত্র।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৩
সোনাগাজী বলেছেন:
আমার মনে হয়, বিসিএস'রা মুখে বলে,"আপা সব জানে"; বাস্তবতায় উনাকে তারা কৌশলে বেগম জিয়া বানায়ে ফেলেছে।
১৩| ১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: ইউক্রেনে পুতিন পরমাণু হামলা চালাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে পুতিনের দেয়ালে পিঠ ঠেকে তিনি কিছু একটা করে ফেলবেন এটা নিশ্চিত।
১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১১
সোনাগাজী বলেছেন:
পুটিনকে দেয়ালে নিয়ে গেছে আমেরিকা ও ন্যটো।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
চাই,ক্রেমলিনে একটা এটম পড়ুক বা হোয়াইট হাউজে।