নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
ইউরোপ, আমেরিকায় রিসেশন শুরু হয়েছে , বৃটিশ, ফরাসী, ইতালীয়ান, জার্মানদের মাথা কাজ করছে না; বাংলাদেশ অবধি ইহার প্রভাব পৌঁছতে সময় লাগবে; বাংলাদেশ যদি গার্মেন্টের অর্ডার কম পায়, শান্তি মিশনে যদি মানুষ পাঠানো স্হগিত হয়, কিংবা পরিমাণ কমে, তখন বুঝা যাবে যে, রিসেশন শুরু হয়েছে। বাংলাদেশের নিজের কারণে দেশে রিসেশন হওয়ার কারণ নেই, গরীবের ঘরে অভাব বলে কিছু নেই, গরীর গরীবই।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য থেকে বুঝা যাচ্ছে যে, তিনি বিশ্বব্যাপী রিসেশন সম্পর্কে কিছুটা ধারণা রাখেন; তিনি যতটুকু বুঝেন, সেই অনুসারে কিছু পদক্ষেপ নিলে, বাংলাদেশ বেশী সমস্যার সন্মুখীন হবে না, বিদেশী ঋণের কিস্তি শোধ করতে পারবে। অন্যদিকে, বিশ্বের অর্থনৈতিক অবস্হার কথা বিবেচনা করে, বিশ্ব ব্যাংক ও আইএমএফ তাদের ঋণের বেলায় নরম পন্হা নেবে। বরং বাংলাদেশ নতুন করেও ঋন পাবে।
দেশের ভেতরে চাকুরী কম হবে, তবে লাখে লাখে মানুষ চাকুরী হারাবে না; কারণ, বাংলাদেশের ব্যবসাগুলো সব সময় কম সংখ্যক মানুষ দ্বারা চলানো হয়; ২/১লাখ সরকারী পদও খালি থাকে। বাংলাদেশের মানুষের চাকুরী চলে গেলে পরিবারের বাহিরে তেমন কেহ জানে না; আমেরিকায় কারো চাকুরী চলে গেলে সারা দেশ জানে, এতে ভীতির সৃষ্টি হয় সমাজে।
আগামী বছর বাংলাদেশে ভোটের বছর, শেখ হাসিনাই জয়ী হবে; তবে, কিভাবে জয়ী হবে, কি কৌশল প্রয়োগ করা হবে, সেটা পরিস্কার নয়। রিসেশানের কারণে যদি খাদ্যের দাম বেশী বেড়ে যায়, উনার কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা আছে; তবে মনে হচ্ছে, উনি এই সম্পর্কে অগ্রিম জানেন; ফলে, পুরো রিসেশনটা হ্যান্ডলিং করা কিছুটা সহজ হবে। উনি এবারের ভোটটাকে সঠিকভাবে করলে জাতি ও সরকারের মাঝে কিছুটা সম্পর্কে গড়ে উঠতে পারে।
২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
সোনাগাজী বলেছেন:
কৌশল কখনো জানা যাবে না; ভোটের পর, কিছুটা অনুমান করা যাবে। উনার কৌশলের দরকার নেই, দেশের দক্ষ লোকদের দিলে এমনিতেই জয়ী হবেন।
২| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
৪৫ দিনের মাথায় লিজ ট্রাস পদত্যাগ করেছে; বৃটিশের মাথা আগের মত কাজ করছে না?
২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
সোনাগাজী বলেছেন:
আমি ৩/৪ দিন আগেই উনার চাকুরী শেষের পোষ্ট দিয়েছিলাম।
কোভিড ও যুদ্ধের ভয়ে, ইউরোপের অনেককের মাথা কাজ করছে না।
৩| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব এক সাথে হবে না। বিরোধী দল ঠেকানো, নির্বাচনে জেতার অপকৌশল বের করা এবং অর্থনীতি ঠিক রাখা...
২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
সোনাগাজী বলেছেন:
বিরোধীদল যখন এতদিনে ঠেকানো যায়নি, উহাকে না ঠেকিয়ে ভোটে পরাজিত করার দরকার। অর্থনীতি নিয়ে সরকার ও প্রশাসনের কোন মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না।
জেতার সহজ কৌশল হলো রেজাল্ট বদলিয়ে দেয়া।
৪| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
সরকার ভালো করবে না মন্দ করবে তা সময় বলে দিবে। তবে দেশের জনগণ এক বেলা ভাতের জন্য সব সময় জীবন যুদ্ধ করেছে।
২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৭
সোনাগাজী বলেছেন:
আমাদের জনসংখ্যা বিশাল, জমিও উর্বর ছিলো; কিন্তু ব্যুরোক্রেটরা আর সরকারের লোকেরা পাকি মনোভাবের লোকজন।
৫| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য থেকে বুঝা যাচ্ছে যে,
তিনি বিশ্বব্যাপী রিসেশন সম্পর্কে কিছুটা ধারণা রাখেন;
...............................................................................................
অনেক দিনপর আপনার মুখে বাংলাদেশ সরকার সর্ম্পকে প্রশংসা শুনলাম ।
কিছু দিন পূর্বে একটা পরিসংখ্যান দেখলাম দুই দিন আগে একটি পত্রিকায় ।
সেখানে তুলনামূলক বিচারে দেখা যায় যে, বিশ্বের বিভিন্ন স্হানে যে হারে দ্রব্যমূল্য
বৃদ্ধি ঘটেছে বাংলাদেশে তার হার অনেক নিম্ন ।
এজন্য অধিক হারে কৃষিপণ্য উৎপাদন, বৈদেশিক মুদ্রার আগমন ও অর্থনৈতিক কিছু সঠিক ব্যবস্হাপনা নিতে
পারলে, মহামন্দার টেউ আমরা সামলাতে পারব ।
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫৮
সোনাগাজী বলেছেন:
রিসেশান যে দরজায়, সেটা শেখ হাসিনা কিছুটা বুঝাতে পেরেছেন বলে উল্লেখ করেছি; বাংলাদেশ সরকার উহাকে কোন রকমেই সঠিকভাবে হ্যান্ডলিং করতে পারবে না।
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১:২১
সোনাগাজী বলেছেন:
কৃষক বলতে ৯ কোটী দরিদ্র মানুষ, যাদের বেশীরভাগের গড় জমি ২/১ একর, পড়ালেখা শুন্যের কোঠায়; ওরা কি করে "রিসেশন" বুঝে, চষ করবেন?
৬| ২১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: নির্বাচনে আওয়ামীলীগ জয়ী হবে। কিন্তু এবার বিএনপি মরন কামড় দিবে। এবারের নির্বাচন তাদের জন্য জীবন মরন প্রশ্ন। কাজেই তাঁরা এবার মরিয়া হবে। ফলাফল মানুষ মরবে, গাড়ি বাসে আগুন। দেশের সম্পদ নষ্ট হবে। জনগনে রজানমাল ক্ষতি হবে। মোটকথা দেশে অরাজকতা সৃষ্টি হবে।
২১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৮
সোনাগাজী বলেছেন:
বিএনপি ও জামাতের কে কি করবে, সেটা সরকারের লোকেরা জানার কথা; তাদেরকে আরব ও মালয়েশিয়াতে ছুটিতে পাঠালে সমস্যা কমে যাবে।
৭| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৩:১১
কামাল৮০ বলেছেন: সারা বিশ্বই মন্দার কবলে।বাংলাদেশ যখন বিষয়টা বুঝতে পেরেছে তাই আগেভাগে সাবধান হতে পারবে, ক্ষতি একটু কম হবে।কানাডায় অনেক জিনিসের দাম বাড়তি।কিছুদিন আগেগেও তিন লিটার খাবার তেল কিনতাম ১৪ ডলারে,বর্তমানে ২০ ডলার।
২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০২
সোনাগাজী বলেছেন:
আমেরিকায়, ভোটে জেতার জন্য ট্রাম্প করোনা উপলক্ষে বেশী টাকা দিয়েছে ব্যবসায়ীদের। ট্রাম্প খা ট করার জন্য বাইডেন আরো বেশী দিয়েছে; এখন আয় নেই; তারপর যুদ্ধ। যাক হাসিনা কিছুটা বুঝতে পেরেছেন।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
কৌশলটা কবে পরিষ্কার হবে? আগে থেকে রিসেশনের ধারনা থাকায় পদক্ষেপ একটু/আধটু নেয়া হবে।