নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
অন্য গ্রহ থেকে আসা যাওয়া খুব একটা কঠিন কাজ নয়: হযরত আদম এসেছেন আমাদের গ্রহে; উনার ছোট ভাই গেছেন অন্য গ্যালাক্সীর কোন এক গ্রহে; ড: এলিস, নাকি ড: ফেলিস সিলভার বলছেন, আমাদের গ্রহে আরো অন্যান্য লোকজন এসেছেন। এবার বাংলাদেশে ভোট নিয়ে যদি কলাকৌশল হয়, আমি নিজেই দেশ ছেড়ে নিটবর্তী "বসবাস যোগ্য' অন্য কোন গ্রহে চলে যাবো। হযরত আদম হয়তো জ্যাকের সীম গাছের লতা বেয়ে নেমে এসেছিলেন। ড: এলিস যাদের কথা বলছেন, তারা (আমাদের পুর্ব পুরুষগণ ) নভোযানে করে এসেছিলেন।
আমাদের পুর্ব পুরুষগণ সৌর জগতের (আমাদের বুড়ো সুর্য ) কোন গ্রহ থেকে আসনি, এসব গ্রহ "বসবাস যোগ্য" নয়; তারা অন্য কোন নক্ষত্রের কোন এক গ্রহ থেকে এসেছিলেন। সেখান থেকে এখানে আসার জন্য তদেরও "নাসা" আছে, সেখানে রকেট-চালিত নভোযান তৈরী হয়। সেই নভোযান চালয়ে তারা "বসবাস যোগ্য" গ্রহ হিসেবে আমাদের এই পৃথিবীকে বেছে নিয়েছিলো।
কিন্তু একটা সমস্যা হলো, যারা এসেছিলো, তারা নানার বাড়ীর ঠিকানাটা কোথায়ও লিখে রাখেনি, এখন মনে করতে পারছেন না, কোথা থেকে এসেছিলেন; লিখে রাখলে, ড: সিলভার সাহেব আমাদেরকে বলে দিতেন, আমরা জিপিএস দিয়ে খুঁজে নিতাম। সামু ব্লগের ব্লগারদের ভাবসাব দেখে মনে হয় যে, এঁরা "Proxima b" নামক গ্রহ থেকে এসেছেন; এই গ্রহটি নিকটতম ও বসবাস যোগ্য গ্রহ; এবং ইহা "Proxima Centaur" নামক নক্ষত্রের চারিদিকে ঘুরে। ইহাই নানার বাড়ী হওয়ার সম্ভাবনা।
বুঝতে পারছেন, নানার বাড়ী বাংলাদেশের ভেতরে নয়, উহার দুরত্ব ৪.২৫ 'লাইট ইয়ার' ( আলোক বর্ষ ); ১ লাইট ইয়ারকে মাইলে প্রকাশ করলে হবে, আনুমানিক "৬ ট্রিলিয়ন মাইল "। তা'হলে, ঢাকা থেকে "Proxima b"এর দুরত্ব হচ্ছে ২৫.৫ ট্রিলিয়ন মাইল। আমেরিকার নাসা যেসব নভোযান আজকাল ব্যবহার করছে, সেখান থেকে ১টা নিয়ে রওয়ানা হলে, আনুমানিক ৩৭০০০ বছরে ১ আলোক বর্ষের দুরত্ব অতিক্রম করা যাবে; জ্বালানী দেবেন ফেরেশতাগণ।
Proxima b'তে যেতে লাগবে আনুমানিক ১৬০,০০০ বছরের মতো। মনে হচ্ছে, এখন থেকে ভালো খেতে হবে ও ব্যায়াম করার শুরু করতে হবে, যাতে জীবন্ত অবস্হায় পৌছতে পারি ওখানে।
২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০৮
সোনাগাজী বলেছেন:
চট্টগ্রামের সীমের বীজ, নাকি 'জ্যাকের সীম'এর সীমের বিচি? ব্রুকলীনে সবই পাওয়া যায়, সেন্ট্রাল পার্কে লাগিয়ে দেবো মে'মাসে।
২| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রথম পাতায় আপনাকে স্বাগত জানাই।
২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৫
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
দেখিয়েন, নজর যেন না'লাগে!
৩| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৩
নূর আলম হিরণ বলেছেন: আমাদের নক্ষত্রকে বুড়ো বলছেন আমাদের নক্ষত্র এখনো বুড়ো হয়নি। বিজ্ঞানীরা বলছেন আমাদের নক্ষত্রটি এখনো তরুণ বয়সে আছে, বুড়ো হতে সময় লাগবে। শেখ হাসিনার যা অবস্থা আপনাকে হয়তো অন্য গ্রহে পাড়ি দিতে হতে পারে।
২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৭
সোনাগাজী বলেছেন:
হাসিনা না'হয় ভাতে মারবে, পুটিন প্রানে মারবে।
৪| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৫
কলাবাগান১ বলেছেন: বৃটেনে ভারতীয় বংশভুত প্রধানমন্ত্রী, আমেরিকাতে ভারতীয় বংশভুত ভাইস প্রেসিডেন্ট...। প্রায় সকল বিশ্ব সেরা টেক কোম্পানীর প্রধান ভারতীয়...
আর বাংলাদেশীরা আছে জ্যাকসন হাইটস বসে বাংলাদেশে জামাত/শিবির এর পূর্নবাসন এর স্বপ্নের কথা বলেই জীবন পার করছে অথবা বসে বসে টিপন্নী কাটে যে হোয়াইট হাউজে এখন গো মূত্র পানের উৎসব হবে.....
২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৯
সোনাগাজী বলেছেন:
বিএনপি-জামাতের হেড কোয়ার্টার হচ্ছে লন্ডন, আন্চলিক শাখা হচ্ছে, নিউইয়র্ক।
৫| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: ভোট দিলেও যা না দিলোও তাই
অতঃপর বাংলাদেশ ছাড়া কোথাও যায়েন না
২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩০
সোনাগাজী বলেছেন:
বিনা ভোটে ক্ষমতায় গিয়েছিলো জিয়া ও এরশাদ; শেখ হাসিনা তো জেনারেল নন, উনার ভোটের দরকার আছে; ভোট দিতে না'দিলে, উনি একা পড়ে থাকবেন দেশে; আমরা চলে যাবো " Proxima b"তে; যেতে লাগবে ১৬০,০০০ বছর, একটু লং ড্রাইভ!
৬| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: হাউকাউ পোস্ট!
২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৪
সোনাগাজী বলেছেন:
অন্য গ্রহ থেকে আসতে যেতে ১৬০,০০০ বছর দরকার; হাউকাউ করে রওয়ানা দিলে চলবে না, নভোযানের ভেতর বেঁচে থাকতে হবে ১৬০,০০০ বছর
৭| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অন্যগ্রহে গিয়ে কি করবেন ? আপনি তো সাইন্স ফিকশন পছন্দ করেন না ।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৫
সোনাগাজী বলেছেন:
সাহিত্য ও সিনেমার এই শাখাটি আমাকে কোনদিন টানেনি। আমি বুঝাতে চাচ্ছি যে, মানুষ আমাদের গ্রহ থেকে কোথায়ও যেতে পারবে না, কেহ আমাদের গ্রহে আসেনি।
৮| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম পাতায় স্বাগতম।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৬
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, সেমিব্যান থেকে এই অবস্হা অনেক ভালো।
৯| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: যাদের নিজস্ব ক্ষমতা নেই , মেধা নেই , যোগ্যতা নেই তারা যোগ্যদের ভয় করে, ভোটাধিকারে হস্তক্ষেপ করে কারণ তাদের নিজেদের প্রতি নিজেদের কনফিডেন্স নেই ভোট পেতে হবে পা চেটে। অবশ্য বি এন পি -জামাতের ভোটাধিকার হলে ভিন্ন কথা । ওদের ভোটাধিকার না থাকায় ভালো । কারণ তাদের উদ্দেশ্য বাংলাদেশকে পাকিস্তান বানানো।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:০০
সোনাগাজী বলেছেন:
যারা জাতির সুনাগরিক, তাদের সাথে সাথে সরকারের বাঁধন ( ভোট, কর, আইন ) না'থাকায় জাতীয় ঐক্য হারায়ে গেছে। এখন শেখ হাসিনা সেটাকে প্রতিষ্ঠিত করতে না'পারলে আমরা যাযাবর জাতিতে পরিণত হবো।
১০| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রথম পাতায় স্বল্প সময়ের জন্য আপনাকে স্বাগতম। সিমগাছ লাগিয়ে আপনার কোন লাভ হবেনা কারণ আপনার বয়স আপনাকে Proxima b - তে যেতে সহায়ক হবেনা।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:০২
সোনাগাজী বলেছেন:
আমি বা কোন মানুষ অন্য গ্রহে যেতে পারবে না, অণ্য গ্রহের কেহ আমাদের গ্রহে আসতে পারবে না; এখানে আসতে ১ লাখ ৬০ হাজার বছরের দরকার।
১১| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৪
স্প্যানকড বলেছেন: টিকেট কি অন লাইনে কাটছেন ? পে কি ডলারে করেছেন ? পোষাক কি রঙের পড়বেন ? এগুলা জানাইয়া রাইখেন। আর অবশ্যই যাওয়ার লাইভ দেখতে চাই। অন্যগ্রহে যাবেন তাও আবার প্রথম বাংলাদেশী ! বিষয়টা নিয়া বেশ উত্তেজিত আছি ভালো থাকবেন মুরব্বি ।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৪
সোনাগাজী বলেছেন:
আমারটা শুধু শুধু কল্পনা; বসবাস যোগ্য নিকটতম গ্রহে যেতে লাগবে ১৬০,০০০ বছর।
১২| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: আপনি প্রথম পাতায় ফিরে আশায় আপনাকে অভিনন্দন। যদিও অন্যায়ভাবে আপনাকে প্রথম পাতা থেকে বিরত রাখা হয়েছিলো।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৬
সোনাগাজী বলেছেন:
বাংগালীরা মোটামুটি নিজের অপরাধ টের পায় না, আমিও হয়তো খাঁটী বাংগালীতে পরিণত হয়েছি; আমাকে ৩ মাস ( সেমিব্যান, জেনারেল ) আটকায়ে রাখার কারণ আমি দেখছি না।
১৩| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৩
অক্পটে বলেছেন: এত তাড়া কিসের আপনার। একটু ধৈর্য ধরুন। আমরা এখন চরমতম ডিজিটাল দেশের বাসিন্দা। ২০২৯ সালের মধ্যে Proxima b'তে যাওয়া কোন ব্যপারনা। নাসা বুঝতেই পারবেনা আমরা কি দিয়ে কি করেছি।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৮
সোনাগাজী বলেছেন:
১৯৬৯ সালে আমেরিকা চাঁদে গিয়ে দেখে নোয়াখালীর এক লোক মুদি দোকান দিয়ে বসে আছে আছেন ওখানে।
১৪| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩১
রেজাউল৮৭ বলেছেন: ব্লগে যে হার ক্রিমিনাল এবং মগজহীন নষ লোকদের সংখ্যা বাড়ছে তাতে আপনার চলে যাওয়াটাই ভালো হবে ।
তবে আপনার ন্যায় বড় বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার নাসার রকেটে চলে গেলে ভালো দেখায় না , আপনি বরং আপনার ট্রাক্টরে করে চলে যান। আমি নিশ্চিত আপনার মত দক্ষ ইঞ্জিনিয়ারের বানানো ট্রাক্টর নাসার রকেটের অনেক আগেই চলে যাবে।
যাওয়ার সময় অবশ্যই রাজিব নূর এবং মাননীয় মডারেটর স্যারকে সাথে নিয়ে যাবেন, নচেত আপনার বিরহে উনাদের জন্য প্রাণ-ধারন সম্ভব হবে না
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৫
সোনাগাজী বলেছেন:
আমি ট্রাক্টর চালালে আপনার অবস্হা কি হবে? আপনার আগের নিকগুলোতো ট্রাক্টরের চাকার নীচে চলে গেছে।
১৫| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪০
শেরজা তপন বলেছেন: বল হরি গুরু- আপনিতো মারদাঙ্গা পোস্ট দিয়েছেন।
তা পুরোপুরি বুঝে সুঝে দিয়েছেন তো? আমারতো মনে হচ্ছে পুরো গিট্টু লাগিয়ে ফেলেছেন
তবে কৌতুক হিসেবে চালানো যায়।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৭
সোনাগাজী বলেছেন:
বাংগালীরা ও ইউক্রেনের লোকজন কৌতুক পছন্দ করে, আপনার কৌতুক ভালোই চলছে।
১৬| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই দেশে ভোট দেওনের খায়েশ আমার মিট্যা গেছে। আমার গ্রামের ওসমান চেয়ারম্যানরে ভোট দেওনের পর (কোন সাল মনে নাই) এ পর্যন্ত আর ভোট দিতে পারিনাই।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৩
সোনাগাজী বলেছেন:
সুনাগরিকেরা ভোট দিয়ে যদি সুনাগরিকদের নির্বাচিত করতে পারতো, দেশ আজকে অনেক অনেক ভালো থাকতো।
১৭| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০০
রেজাউল৮৭ বলেছেন: ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৫
লেখক বলেছেন:
আমি ট্রাক্টর চালালে আপনার অবস্হা কি হবে? আপনার আগের নিকগুলোতো ট্রাক্টরের চাকার নীচে চলে গেছে।
নিকের বিসয়ে এ কথা বলা যায় যে আইনস্টাইনের বাবা ব্লগে এই ক্ষেত্রে গত ১২ বছর ধরে যা অর্জন করতে পেরেছেন আমি গত ছয় মাসে তার কাছাকাছি অর্জন করতে পেরেছি। অবশ্য মূল কৃতিত্ব মগজহীন এই আমার না, যেটুকু অর্জন তা ঐ আইনস্টাইনদের পাতায় ঘোরাঘুরির ফলেই পাওয়া।
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৪
সোনাগাজী বলেছেন:
ব্লগে আপনার কোন পোষ্ট নেই, আপনার মন্তব্য কে পড়বে? অফ হয়ে যান।
১৮| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি বলেছেন যে, 'প্রক্সিমা বি'-তে যেতে কয়েক আলোকবর্ষ লেগে যেতে পারে।
'প্রক্সিমা বি'-এর 'নাসা'-র গাইডবুক বা ডিকশনারিতে হয়তো 'আলোকবর্ষ' শব্দটিই নেই!
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
সোনাগাজী বলেছেন:
আলোক বর্ষে মাপলে অনেকে বুঝবেন না; সেটাকে বছরে লিখলে বুঝতে সহজ হওয়ার কথা ; 'প্রক্সিমা বি'তে যেতে ১৬০ হাজার বছর লাগবে। ফলে, আমাডের গ্রহে আসেনি, আমরাও কোথায় যেতে পারবো না।
১৯| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রক্সিমা বি ‘তে আপনার যাতায়াত নিয়ে আগামী সপ্তাহে পোস্ট দিবো। আমার ঢাকার বাইরে কাজ আছে, আগামীকাল ভোর সকালে ঢাকা ছাড়তে হবে।
২৫ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৩
সোনাগাজী বলেছেন:
ঠিক আছে।
কেহ আমাদের গ্রহে আসেনি, কেহ কোথায়ও যেতে পারবে না; দুর্ত্বের কারণে ইহা সম্ভব নয়।
২০| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৪০
কামাল৮০ বলেছেন: কোথায় আর যাবেন।ঘুরেফিরে এখানেই আসতে হবে।
২৬ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:০০
সোনাগাজী বলেছেন:
অন্য বসবাস যোগ্য গ্রহে যেতে, পথে লাগবে ১৬০ হাার বছর।
২১| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২১
বিটপি বলেছেন: আপনার ট্রাক্টর যতক্ষণে মঙ্গল গ্রহের কক্ষপথ পাড়ি দিবে, ততদিনে শেখ হাসিনার ভূতও মরে প্রেত হয়ে যাবে। অতএব অন্য গ্রহে গিয়ে কোন লাভ নেই। নিউইয়র্কেই থাকুন আর গাফফার চৌধুরীর মত দেশের পলিটিক্স কপচাতে থাকুন।
২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৯
সোনাগাজী বলেছেন:
আমি দেশের পলিটিক্স বুঝার চেষ্টা করছি; গাফ্ফার সাহেব ১ টা গান লিখেছিলেন, আপনি অবশ্য গানটি গান বলে মনে হয় না; উনি নিউইয়র্ক এলে, আমি উনাকে দেখতে যেতাম সব সময়।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০১
বিষন্ন পথিক বলেছেন: বাঙালি দোকানে সিম গাছের চারা পাওয়া যায়, দ্রুত একটা ব্যাকয়ার্ড এ বোনেন, আর হোম ডিপোর ভালো সার