নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মানি-ম্যানেজার, বিলিওনিয়ার ঋষি কি বৃটেনের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবে?

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৭



মনে হয় না যে, বৃটিশের বর্তমান সমস্যা সে একা সমাধান করতে পারবে; সমস্যা দেখা দিয়েছে, উহা নিয়ে বৃটিশ বসে থাকবে না, সময়ের সথে তারা ইহার সমাধান বের করবে। ঋষি মানি-ম্যানেজার ছিলো, ট্রেজারী সেক্রেটারী ( মন্ত্রী )ছিলো; সে সমস্যার কারণগুলো বরিস জনসন, কিংবা লিজ ট্রাস থেকে বেশী জানে ও ফাইন্যান্সের দিক থেকে অনেক অনেক বেশী বুঝে; সেজন্য কনজারভেটিভ পা্র্টি তাকে বড় চাকুরী দিয়েছে।

সে জানতো যে, লিজ ট্রাস ভুল করছে, সে সেটা নিয়ে বেশী কথা বলেনি; সে জানতো যে, লিজ ট্রাস ব্যর্থ হলে তার ডাক আসবে; সেটাই ঘটেছে। এখন সবকিছু তার ঘাঁড়ে; বেশীরভাগ সম্ভাবনা যে, সেও ব্যর্থ হতে পারে। তখন কিন্তু অনেক দোষ ঘাঁড়ে নিতে হবে।

সে বিলিওনিয়ার হয়েছে "হেজ-ফান্ড" থেকে; ইহা গলাকাটা ইনভেষ্টমেন্ট, ধনীদের জন্য মাত্র, ইহা তাকে তার নতুন চাকুরীতে সরাসরি সাহায্য করবে না; কিন্তু তার সে দক্ষতা তাকে অবস্হা বুঝতে সাহায্য করবে। এরপর, সে ট্রেজারীতে থাকাকালীন সরকারের আয়, ব্যয় ও বৃটিশ অর্থনীতির এনাটোমি দেখেছে, সেটার কলকব্জা টিউন-আপ করে, সে দ্রুত কিছুটা ফল পাবে। কিন্তু বড় সমস্যা হতে পারে, বৃটিশ মুদ্রা, ওয়েলফেয়ার ও পেনশন ফান্ডকে মেরামত করতে।

শুধু বৃটেন নয়, পুরো ইউরোপ, আমেরিকা, জাপান, চীন, ব্রাজিল, সবাই সমস্যায় আছে। বৃটেনের সমস্যাটা সামনে বেশী আসছে, কারণ লেবার পার্টি উহার উপর বেশী আলোকপত করছে।

বৃটেনে ঋষি থেকেও বড় বড় ফাইন্যান্সিয়েল গুরু আছে, কিন্তু ওরা সঠিক সময়ে সঠিক যায়গায় নেই: তারা কনজারভেটিভ দলের এমপি নন। ঋষির কানেকশান আছে, সে অর্থনীতির গুরুদের একত্রিত করে সমস্যার সমাধান যদি বের করতে পারে, টিকবে; না'হয়, লিজের মতো আউট হয়ে যাবে। আবার পুরো সমস্যা কিন্তু শুধু অর্থনৈতিক নয়; বেশ কিছু সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে কোভিড ও ব্রেক্সিটের করণে। ব্রেক্সিট তাদের মানুষের চাকুরীর নিশ্চয়তা কিছুটা বাড়িয়ে দিয়েছে; কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতদের সহানুভুতি কমেছে; এর বাহিরে, কোভিডের ফলে, মানুষের মাঝে সরকারের উপর নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছে; এগুলো সমাধানের জন্য সাদা ইংরেজ লাগবে, মানি-ম্যানেজার সোস্যাল ওয়েলফেয়ার নিয়ে বেশী দয়ালু হওয়ার কথা নয়।।

সে টিকলে ভারতীয়দের মান ইউরোপে আরও বাড়বে; না'টিকলেও ইহা একটি ইতিহাস হয়ে থাকবে।


মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩২

কামাল৮০ বলেছেন: স্বাগতম।
সমস্যাটা আন্তর্জাতিক।সমাধানও আন্তর্জাতিক ভাবে হতে হবে।দেখার বিষয় কতোটুকু সামাল দিতে পারে।

২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩৯

সোনাগাজী বলেছেন:


সরা বিশ্ব রিসেশানে পড়েছে, প্রায় সব জাতিই সমস্যায়; কিন্ত সমস্যার সমাধান করতে হবে "নিজদের", যেই জাতি যেইভাবে পারে।

২| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১:১৮

শ্রাবণধারা বলেছেন: এটা একটা বেশ ভাল লেখা সোনাগাজী ভাই।

একজন হেজ-ফান্ডের ম্যানেজারকে প্রধানমন্ত্রী হিসেবে আমার একেবারেই অপছন্দ। অবশ্য খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান, যাকে আমার বড়ই পছন্দ তিনিও একসময় হেজ-ফান্ডের ম্যানেজার বা এনালিস্ট ছিলেন। তবে খান সাহেব খুব সম্ভব সেকাজে বিশেষ সফল হতে পারেন নি। ঋষি সাহেবের যে পরিমান টাকা-পয়সা, বোঝা যাচ্ছে তিনি খুবই সফল ফান্ড ম্যানেজার ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেমন হবেন সেটা সময়ই বলে দেবে।

২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১:২৯

সোনাগাজী বলেছেন:



হেজ-ফান্ডের লোকেরা ভয়ংকর সুযোগ সন্ধানী, দয়ামা্য়াহীন ট্রেইডার, শর্ট সেলার, ইত্যাদি ইত্যাদি; এরা 'সোস্যাল ওয়েল ফেরার, "পেনশন ফান্ড", ইত্যাদিতে কেমন করবে কে জানে! সর্বোপরি, বৃটিশ সরকার বাজারে ক্যাশ বাড়ানোর জন্য " নন-মেচ্যুউরড ব্ড" কিনছে; বলা মুশকিল। সে নিজে ভয়ংকরভাবে সফল।

১ ব্লগার কেন "কুত্তার লেজ সোজা করার" জন্য চেষ্টা করছে, পোষ্টটা পড়ে দেখিয়েন তো! পোষ্ট টি ২য় পেইজে আছে।

৩| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১:৪৬

শ্রাবণধারা বলেছেন: "লেখক বলেছেন: হেজ-ফান্ডের লোকেরা ভয়ংকর সুযোগ সন্ধানী, দয়ামায়াহীন ট্রেইডার, শর্ট সেলার, ইত্যাদি ইত্যাদি; এরা 'সোস্যাল ওয়েল ফেরার, "পেনশন ফান্ড", ইত্যাদিতে কেমন করবে কে জানে!"

একেবারে যথার্ত বলেছেন সোনাগাজী ভাই। এ কারনেই এদের আমার পছন্দ নয়।

কুকুরের লেজ বিষয়ক লেখাটা দেখেছিলাম। আপনাকে নিয়ে যে লেখা হয়েছে সেটাও মনে হয়েছিল। যারা বোধবুদ্ধিতে আপনার চেয়ে নিতান্ত খাটো, তাদের সম্পূর্ণভাবে অবজ্ঞা করাটা কঠিন হলেও অসম্ভব নয়। অতএব অবজ্ঞা করুন এবং আপনার মত লিখুন।

২৬ শে অক্টোবর, ২০২২ ভোর ৪:২৬

সোনাগাজী বলেছেন:



ক্যাপিটেল দরকার, ষ্টক মার্কেট দরকার, কিন্তু ভয়ংকর সব মানি ম্যানেজার (হেজের লোকেরা ) উহাকে নিজেদের কন্ত্রোলে নিয়ে যাক, এটা কাম্য নয়।
মার্কলের পর, ইউরোপিয়ানরা বেশ বিভ্রান্ত; যুদ্ধ বন্ধ করার চেষ্টা না'করে যুদ্ধের সৃষ্ট রিসেশন থামানোর চেষ্টা করছে।

৪| ২৬ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:৪৯

কবিতা ক্থ্য বলেছেন: মন্তব্য করতে ভয় লাগছে- কারন- অর্থনীতি আমার বিষয় না।

তবু,
বিগত ২ প্রধান মন্ত্রীর চাইতে ঋষি মনে হয় কিছুটা বেশী experiance এবং দক্ষ (বিশেষ করে অর্থনীতিতে)।
তার আত্মবিশ্বাস ও বেশী; মনে হয় ব্যটা জানে - কোথায় কি নাড়তে হবে।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:১৯

সোনাগাজী বলেছেন:



তার অর্থনৈতিক ও ফাইন্যান্সিয়াল অভিজ্ঞার উপর ভরসা করছে দল; মাস'খানেকের মাঝে অবস্হা বুঝা যাবে।

৫| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
সে কতদিন টিকে এটা দেখার কিছু নেই। ভাবারও কিছু নেই

উনি অর্থনীতি ভাল বুঝবেন। উনি অর্থমন্ত্রী ছিলেনও।
ঋষি সুনাকের জন্ম ১৯৮০ সালে ইংল্যান্ডের বন্দরনগরী সাদাম্পটনে। তার বাবা সেখানে চিকিৎসক ছিলেন। মা একটি ফার্মেসি চালাতেন । ফলে পরিবার ছিল বেশ সচ্ছল।
নাম করা ভিয়াইপি প্রাইভেট স্কুল উইনচেস্টার কলেজে পড়াশোনা করেছেন তিনি।
গ্র্যাজুয়েশন করেন অভিজাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।
পরে আমেরিকার অভিজাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। সেখানেই তার সাথে পরিচয় হয় ভারতীয় ধনকুবের এবং আইটি সেবা কোম্পানি ইনফোসিসের প্রতিষ্ঠাতা কোটিপতি নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সাথে। এবং প্রণয়।
২০০৪ সাল পর্যন্ত ২ বছর মার্কিন বিনিয়োগ কোম্পানি গোল্ডম্যান সাক্‌সে চাকরি করেছেন। পরে দুটো হেজ ফান্ডের অংশীদার ছিলেন। তবে উনি উনি কনজার্ভেটিভ পার্টির। নট লিবারেল। এরপরেও ডেফিনেটলি তার জীবনে ভারতীয় ও আমেরিকান দুই প্রভাবই থাকবে।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:১৬

সোনাগাজী বলেছেন:




আপনার সাপোর্ট পেলে টিকে যাবে।

৬| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: ইতিহাস সাক্ষী বিশ্বের যেখানেই ইন্ডিয়ান ম্যানেজমেন্ট আছে সেখানে ব্যবসা লাভজনক। ভারতীয়রা দক্ষ , দেশপ্রেমিক ও পরিশ্রমী। সাথে মিতব্যয়ী ।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



ওরা আধুনিক সভ্যতার অংশ হচ্ছে; আমাদেরগুলো পাকিস্তান, আফগানিস্তান কিংবা বেদুইনদের সভ্যতার অংশ হচ্ছে।

৭| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৬

গেঁয়ো ভূত বলেছেন: বরিস জনসন এবং লিজ ট্রাসের এর চাইতে ঋষি সোনাককেই যোগ্যতম মনে করি। ব্রিটেনের রাজনীতিতে তিনি ভালো করার সম্ভাবনা আগের দুইজনের চাইতে বেশি বলে মনে হয়। তবে, ঋষি যদি ব্যর্থ হন তারপর কি হবে বলা মুশকিল।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



আগের ২ জনকে চলে যেতে হয়েছে "নো কনফিডেন্স ভোটের ভয়ে"; ঋষি ভালো করবে, কয়েকটি বিষয়ের সমাধান করবে দ্রুত; ঋষিকে টিকিয়ে রাখার মতো অস্ত্র আছে কনজারভেটিভ দলের হাতে, তাদের হাতে ৬৬ টি বেশী এমপি আছে।

৮| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন:



ওরা আধুনিক সভ্যতার অংশ হচ্ছে; আমাদেরগুলো পাকিস্তান, আফগানিস্তান কিংবা বেদুইনদের সভ্যতার অংশ হচ্ছে।


আমাদের মনে আছে শুধু হিংসা আর ওদের স্বপ্ন এগিয়ে গিয়ে বিশ্ব জয় করার। মানসিকতা ও শিক্ষাগত পার্থক্য আছে।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০১

সোনাগাজী বলেছেন:



আমাদের সমস্যা হচ্ছে, সরকার, প্রশাসন ও কিছু ব্যবসায়ীই দেশশের মালিক, সকল সুযোগ ও সুবিধা তারা দখল করে রেখেছে; বাকীরা নিজ চেষ্টায় বাঁচছে, দেশ ও সরকার নিয়ে গর্ব করার কিছু নেই; নিজ দেশে চাকুরী কিনতে হয়, আরবে গিয়ে লাথি খেতে হয়; জাতির মরাল নেই।

আমাদের সমস্যা হচ্ছে দক্ষতার ও ভাবনার অভাব; মাষ্টার ডিগ্রীধারী টিউটর "কুকুরের লেজ সোজা করার" গল্প লিখে সোস্যাল মিডিয়ায়।

৯| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: এতো সমস্যার মাঝে সমাধান পাওয়া মানে ভাগ্যের ব্যাপার সোনাগাজী দা
আমার ভবের গ্রহের যে অনেক সমস্যা আছে তার সমাধান কি হবে? সমাধান দেন!

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১১

সোনাগাজী বলেছেন:




আপনার এই লাইনটা বুঝতে পারিনি:
"আমার ভবের গ্রহের যে অনেক সমস্যা আছে তার সমাধান কি হবে? সমাধান দেন! "

১০| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: যার যা খুশী লিখুক। প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে লেখার। তবে ঐ ব্লগারকে আমি পছন্দ করি। উনি যখন ওনার পারসোনালিটি ও একাডেমিক কোয়ালিফিকেশন এর সাথে যায়না অমন পোস্ট দেন, তখন খারাপ লাগে। পছন্দ করি বলেই হয়তো খারাপ লাগে।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২২

সোনাগাজী বলেছেন:



স্বাধীনতা ভালো, জটিল ভাইয়ের স্বাধীনতার ফল পেতে ১ বছর অপেক্ষা করতে হয়েছিলো সামুকে।

১১| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভারতীয়দের জামাই বলে তারা মনে মনে এবং প্রকাশ্যেই কিছু ঢেকুর তুলছে।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:



ভারতীয়রা, তাদের জামাই, তাদের শ্বশুরেরা পশ্চিমে ভালো করছে; কারণ, তাদের শিক্ষার মান আছে, জাতীয় ঐক্য আছে, একজন অন্যজনকে সাহায্য করে প্রবাসে।

১২| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি বিচক্ষন ব্যক্তি, ভালো করবেন বলেই মনে হয় তবে হেজ-ফান্ডের লোকেরা সোসাল ওয়েলফেয়ারে একেবারেই আগ্রহী নয়।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৪

সোনাগাজী বলেছেন:


সঠিক, হেজ-ফান্ডের লোকেরা সোসাল ওয়েলফেয়ারে একেবারেই আগ্রহী নয়। ইহা বড় ধরণের সমস্যা হতে পারে: বৃটেন আমেরিকা থেকে বেশী ওয়েলফেয়ার ও পেনশনের দেশ। এখানে ঋষির ডুবার সম্ভাবনা আছে

১৩| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আন্ডারডগ হিসেবে শুরু করেছে। তরুণ বয়সের একটা তাড়না থাকবে ভাল কিছু করার...

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৪

সোনাগাজী বলেছেন:


সে ৬ সপ্তাহ আগেরপরাজয়কে ভুলবে না, সে চাইবে সর্বাধিক চেষ্টা করার। বৃটেন হচ্ছে অর্থনীতি ও ফাইন্যান্সের গুরদের ঘাঁটি, এবং ঋষির সাথে ওদের কানেকশান আছে; ভালো করার সম্ভাবনা আছে,দলও শক্ত, অনেক বড় সংখ্যায় মেজোরিটি, অনেক প্লাস পয়েন্ট।

১৪| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৪

শূন্য সারমর্ম বলেছেন:



প্রথম পাতা কাপাচ্ছেন'ভালোই।

২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:



আমার নিকের জন্ম হয়েছে ১ম পাতায় থাকার জন্য

১৫| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন: সে টিকে থাকবে বলে আপনার কতটুকু বিশ্বাস । উনি কতটুকু সহযোগিতা পাবেন দেখার বিষয় নয় কী

২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



সে টিকার সম্ভাবনা ৫০-৫০; নিজের দল তাকে টেনে না'নামালে, লেবার তাকে নামাতে পারবে না; তবে, ২/১ মাসের মাসেই সাধারণ মানুষ অভিযোগ করতে থাকবে।

১৬| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এটা প্রমাণিত ইংল্যান্ড পুতিয়ে গেছে। তাদের নিজেদের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্য ব্যক্তি আর কেউ নেই।

২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



"তাদের নিজেদের" বলতে, আপনি সাদাদের বুঝাচ্ছেন তো? সাদারাই ( বরিস জনসনের লোকেরা )তাকে বানায়েছে; কনজারভেটিভরা চাইলে পেনিকে ভোটে আনতে পারতো, এবং শুক্রবারের ভোটে পেনিই জয়ী হতো।

১৭| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫১

রানার ব্লগ বলেছেন: এটা দেখে ভালো লাগছে যে যে ব্রিটিশরা ভারতীয়দের দাস বানিয়েছিলো সেই দাসদের একজন এখন তাদের শাসন করছে !!! বাঁকি রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যাপার গুলো পুরাটাই তাদের সমস্যা তারা সেই সমস্যার সমাধান অবশ্যই করবে।

২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:


"বৃটিশ কোন দিনও ভারতীয়দের দাস বানায়নি", ঠিক যেভাবে মোগল বাবর এসে ভারত দখল করেছিলো, ঠিক সেইভাবে " ইষ্ট ইন্ডিয়া কোম্পানী" সামন্ত রাজ্য ভারত দখল করেছিলো; ১০০ বছর পর, বৃটিশ ইহাকে কোম্পানী থেকে নিয়ে ভারতকে একটি "কলোনীতে" পরিণত করেছিলো। সিরাজ কিংবা মারা ঠারা বৃটিশ থেকে ভালো ছিলো না।

কনজারভেটিভরা মনে করছে যে, বরিস জনসনের লোকেরা দেশ ভালো চালিয়েছিলো, তারা ঋষিকে সামনে রেখে 'বরিসের সরকার গঠন করেছে'।

১৮| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৭

রেজাউল৮৭ বলেছেন: ঋষি কি বৃটেনের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবে?

রিষির উচিৎ আপনার ব্লগ নিয়মিত পড়া। তাহলে সমাধান করতে পারবে।

২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



হয়তো পড়ে, না'হয় সে কি করে এত বড় চাকুরী পেলো?

১৯| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৭

রেজাউল৮৭ বলেছেন: দুঃখিত , উপরের মন্তব্যটি অসম্পূর্ণ রহেছে।
ডোনাল্ট ট্রাম্পও পনার ব্লগ পড়তেন, কিন্তু উপদেশ গুলো ফলো করতেন না।
রিষির উচিৎ হবে আপনার ব্লগ পড়া এবং সেই অনুসারে আমল করা।

২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:


সঠিক।
আপনিও আমার ব্লগ পড়েন, এখানে মানুষের কথা লেখা হয়; আমার লেখা পড়লে "কুত্তার লেজ সোজা করার টেকনোলোজী" শিখতে হবে না, বিশ্ব সম্পর্কে জানতে পারবেন।

২০| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি হেজ ফান্ড নিয়ে ৩ বছর কাজ করেছি।

বেশ লাভজনক ব্যবসা।

ব্রিটেনে প্রচুর ভারতীয় আছেন। তারা মাল্টাই বিলিয়নিয়ার।

ব্রিটেনে বাংলাদেশীদের সাথে ভারতীয়দের বেশ ভালা যোগাযোগ আছে। সম্পর্ক বেশ গভীর। আমি সেখানে স্টুডেন্ট ইউনিয়নে কাজ করার সময়ে এই সম্পর্কটা বেশ অনুভব করেছি।

তাই, ঋষিকে স্বাগতম।

২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



ঋষি যদি হাল ধরতে পারে, সবার জন্য ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.