নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে যাঁরা জ্বীন, ভুত, পেত্নী দেখেননি, তাঁদের অবস্হা কি হবে?

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৫



বাংলাদেশে 'নিজ চোখে জ্বীন, ভুত, পেত্নী দেখেননি', এই রকম কোন মোল্লা, মৌলভী, মাদ্রাসার ছাত্র আপনি খুঁজে পাবেন? ১ জনও পাবেন না। এরা সবাই কেন জ্বীন, ভুত, পেত্নী দেখতে পান? সম্ভবত: এরা মিথ্যা কথা বলাতে অভ্যস্ত।

ভুত, পেত্নী, জ্বীন, ইত্যাদি দেখার কারণ হতে পারে, মানুষের মানসিক কিংবা শারীরিক কোন সমস্যা হচ্ছে, কিংবা মিথ্যা বলার প্রবণতা, মিথ্যা বলার আনন্দ, নিজকে জাহির করার প্রয়াস, কিংবা মতিভ্রম। মানুষ কিংবা জীবজন্তুর কাছাকাছি কোন প্রাণী তার রূপ বদলাতে পারে না, কিংবা অদৃশ্য হয়ে যেতে পারে না; এটা হলো বিজ্ঞান।

জ্বীন, ভুত, পেত্নীর দেশ হচ্ছে আমেরিকা; আজ থেকে ৪ দিন পরেই আমেরিকায় 'হ্যালোইন' উৎসব হবে, খরচ ১০.৬ বিলিয়ন ডলার, ২টি পদ্মাসেতুর খরচের সমান; ভুত, পেত্নীদের অবয়ব, ড্রেস, সাজসজ্জা ও কুমড়া মিলে খরচ হবে ৮/৯ বিলিয়ন ডলার; বাকীগুলো ক্যান্ডি ও আপ্যায়নে; এর থেকে বড় ভুতের দেশ বিশ্বে কোথায় আছে? কিন্তু একটা ছোট বাচ্চাও বলে না যে, জীবনে ভুত দেখেছে! আমার জানা মতো, কানাডাতে একজনই ভুত দেখেছিলেন, তিনি সামুর ১জন ব্লগার, নিকটা ভুলে গেছি, ইউনিভার্সিটিতে শিক্ষক; শিক্ষক বটে!

ব্লগে গত কয়েকমাস ভুত মুত নিয়ে পোষ্ট আসছেনা, ব্লগার কামারুজ্জমান সাহেব জ্বীন নিয়ে পোষ্ট দিলে শুরুটা হবে, তারপরই আসতে থাকবে নতুন নতুন পোষ্ট। ব্লগের প্রায় সব ব্লগার ভুত দেখেছেন; ৪ লাখ ব্লগারের মাঝে হয়তো ৪০০ জন ভুত দেখেননি। জীবিত কোন প্রাণী, যা আকারে ও আচরণে মানুষের কাছাকাছি উহা কোনভাবেই নিজের আকার বদলাতে পারার কথা নয়, অদৃশ্য হতে পারার কথা নয়; যারা মনে করেন সম্ভব, তাদের ভাবনায় সমস্যা আছে।

যেই জাতির লোকজন 'নিজ চোখে জ্বীন, ভুত, পেত্নী দেখেন', তাঁদের ভবিষ্যত কি? ভবিষ্যত ইয়েমেনের সমান, আর বর্তমান হচ্ছে বাংলাদেশের মতো। চোখে জ্বীন, ভুত, পেত্নী দেখার চেয়ে সরিষার ফুল দেখাটা কিছুটা ভালো।








মন্তব্য ৪৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৬

নিমো বলেছেন: লেখার শিরোনামে এলিয়েনের অভাব বোধ করছি! হা হা! হা হা!

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:



আমাদেরকে নিকটবর্তী 'বসবাস যোগ্য গ্রহে যেতে ১৬০ হাজার বছর বেঁচে থাকতে হবে'; ফলে, আমাদের এখানে হযরত আদম (আ: )'এর আসার সম্ভাবনা নেই।

২| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৭

রেজাউল৮৭ বলেছেন: আজকে একজন ব্লগার মন্তব্য করেছেন সম্ভবত নূহ নবীর বন্যায় ডাইনোসর ধ্বংস হয়ে গেছে।

উনাকে কি আপনার কাছে নিয়ে যাওয়া যায়? ভুত মুত ডাইনোসর নিয়ে গবেষণা করবেন।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



রিসার্চের ভারটা আপনি নেন, আমি বরং পোষ্ট লিখতে থাকি।

৩| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৭

সাসুম বলেছেন: সে ক্ষেতে উনারা কালো কুকুরের লেজ থিউরি এপ্লাই করতে পারেন। সামু ব্লগের বেশ কজন হুজুর এবং জিন ভুত পেত্নি স্পেশালিস্ট আল্লামা কালা কুকুরের পাছায় বেশ জিন ভুত পেত্নি খুজে পেয়েছেন।

রেগুলার বেসিসে কালা কুত্তার পেছনে ঘুর ঘুর করলে আশা করা যায় অশরিরী প্রাণী বা বস্তুর দেখা পাওয়া যাবে।

তবে একটু সাবধানে থাকতে হবে কারন, কখন আবার কোন জিন বা ভুত এসে প্রেগ্নেন্ট করে দিয়ে যায়। সেদিকে ভাল ভাবে খেয়াল রাখতে হবে।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:



জ্বীন দেখার হার দিয়ে জাতীর জ্ঞান মাপা সম্ভব

৪| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৪

নিমো বলেছেন: হারবার্ট জর্জ ওয়েলসএর মত লোকও ভুল করেেছেন, উনার অদৃশ্য মানবের অন্ধ হওয়ার কথা কারণ আমরা যে প্রকিয়ায় দেখতে পাই, তা তার বলা অদৃশ্য মানবের পক্ষে সম্ভব না।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



আমি উনাকে চিনি না, অদৃশ্য মানব টানবের কথা বললেই, উনার কিছু একটা সমস্যা আছে।

৫| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষের মগজ/মননের বিবর্তনে ভুল ভাবনা বাসা বেধে এখনো টিকে আছে, বরং বাড়ছে।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



জাতি টিকে আছে, তবে সঠিক জ্ঞানের অভাবে ভয়ংকর ধরণের অসুখী জীবন যাপন করছে।

৬| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: পটিয়ার একটা মাদ্রাসায় জ্বিনের ছেলেমেয়েরা পড়তে আসে বলে আমি শোনেছি।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসায় জ্বীনেরা পড়তে আসে, কারণ উহা সহজ বিদ্যা; বুয়েটে ও মেডিক্যাল কলেজে আসে না।

৭| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১৭

কামাল৮০ বলেছেন:
আমার বাসার সামনে ইদানিং ভূতের আনা গোনা।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:




রূপকথা মানুষকে আনন্দিত করে, বিনোদিত করে; কিন্তু উহাকে জ্ঞান মনে করলে তো অবস্হা ইয়েমেনের মতো হবে, আসল জ্ঞানকে কলুষিত করবে।

৮| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৫

নিমো বলেছেন: লেখক বলেছেন:আমাদেরকে নিকটবর্তী 'বসবাস যোগ্য গ্রহে যেতে ১৬০ হাজার বছর বেঁচে থাকতে হবে';
এটা সম্ভব হওয়ার যথেষ্ঠ সম্ভাবনা আছে, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদেরকে অমর বলা যেতে পারে যেমন উড ফ্রগ,লাংফিশ,ট্রি ওয়েটা,ওয়াটার বিয়ার,ইস্ট আফ্রিকান জায়ান্ট স্নেইল,সত্যিকারের অমর বলা যায় এক প্রজাতির জেলীফিশ কে। এরা স্বাভাবিক অন্য জেলীফিশের মত জন্ম গ্রহন করলেও লাইফের একটা স্টেইজে গিয়ে এরা আবার পলিপ(অর্থাৎ জন্মাবস্থায়) ফিরে যায়, আর এভাবেই এর লাইফ সার্কেল চলতেই থাকে অনির্দিষ্ট সময় ধরে। বর্তমানে ক্রস্পার প্রযুক্তির জন্ম হয়েছে। এরচেয়েও উন্নত প্রযুক্তির সাহায্যে জিন স্প্লাইস করে এসব প্রাণীর গুন অর্জন করে মহাকাশ যাত্রা সম্ভব হলেও হতেও পারে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২২

সোনাগাজী বলেছেন:




৬ ট্রিলিয়ন মাইল দুরের গ্রহে আফ্রিকান জায়েন্ট স্নেইল পাঠাবে কে, সামু ব্লগ?

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:



আল্লাহ চাইলেও মানুষকে ২০০ বছর বাঁচিয়ে রাখতে পারবেন না, উনি ক্লান্ত হয়ে যাবেন।

৯| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: আপনার বাড়ির পাশে হাট হাজারিতে অনেক জ্বি আছে বলে মানুষে

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১:৫৪

সোনাগাজী বলেছেন:



তা বলে থাকেন; কিন্তু সেসব মানুষের কোন ধরণের শিক্ষা দীক্ষা নেই, এসব মানুষ আমাদের জাতির জন্য বোঝা।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১:৫৮

সোনাগাজী বলেছেন:



টিস্যু, অর্গান, ইত্যাদি থাকলে উহা দৃশ্যমান জীবিত প্রাণী (যেমন মানুষ, গরু, কুকুর ); এগুলো অদৃশ্য হয়ে যেতে পারে না; এটা লজিক।

১০| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০২

নাহল তরকারি বলেছেন: আমিও কোন দিন ভূত দেখি নাই।

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:



যদি কেহ ভুত দেখেছেন বলে পোষ্ট দেয়, সেখানে আপনি কি এই কমেন্টটি করবেন?

১১| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৪

রানার ব্লগ বলেছেন: মানুষ অদৃশ্য কিছু দেখতে পছন্দ করে। জ্বীন ভুত দেখে নিজেকে বিশাল মাপের জ্ঞ্যানী ব্যাক্তি হিসাবে প্রমান করতে চান।

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



যখন ২ জন মানুষ জ্বীনভুত দেখা নিয়ে পরস্পরের সাথে গল্প করে, তারা ২ জনেই জানে যে, অন্যজন অবশ্যই মিথ্যা কথা বলছে।

১২| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: জ্বীন ভূত বলে দুনিয়াতে কিছু নেই। যারা এগুলো বিশ্বাস করে, এবং যারা দাবী করে এদের দেখেছে তাঁরা মিথ্যুক।

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:




এবার হিসেবে করেন, যেই জাতিতে মিথ্যুকের সংখ্যা বেশী, উহা কতদুর যেতে পারবে?

১৩| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

নূর আলম হিরণ বলেছেন: চরমোনাই হুজুর দেখলাম বলছে তার বাবা প্রতি শুক্রবার রাতে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে যায়। সারা পৃথিবীর বেলায়াতপ্রাপ্ত পীরেরা এই মিটিং এ যোগদান করে। আবার কয়জর নামাজের সময়ের আগেই তারা স্বস্ব দেশে ফিরে আসে!

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:



এসব মিথ্যার কারণে ধর্মের রূপকথাগুলো সহজে চোখে পড়ে। আফ্রিকার জংগলে এখন শুধুমত্র পিগমীরা থাকে।

১৪| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোরআনে সূরা জীন নামে একটা সূরা আছে। সুতরাং মুসলিম জীনে বিশ্বাস করবেই। আর মুসলিম ফেরেশতাও বিশ্বাস করবেই। এ গুলো বিশ্বাসের বিষয়, বিজ্ঞানের বিষয় নয়।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:


ধর্মের করণে যদি বিশ্বাস করেন, কিছু করার নেই; কিন্তু যারা দেখছে বলেছে, তদের কথা কি বিশ্বাসযোগ্য?

১৫| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪১

নিমো বলেছেন: লেখক বলেছেন:৬ ট্রিলিয়ন মাইল দুরের গ্রহে আফ্রিকান জায়েন্ট স্নেইল পাঠাবে কে, সামু ব্লগ?
আফ্রিকান জায়েন্ট স্নেইল পাঠানোর প্রশ্ন এলো কেন ? কথা হচ্ছে মানুষ মহাকাশ যাত্রার জন্য যে গুনাবলী দরকার তা এসব প্রাণী থেকে পাওয়া যেতে পারে। জমিয়ে রাখা ভ্রূণ থেকে নূতন করে কি জন্মাচ্ছে না ? তাহলে সমস্যা কী ?

লেখক বলেছেন:আল্লাহ চাইলেও মানুষকে ২০০ বছর বাঁচিয়ে রাখতে পারবেন না, উনি ক্লান্ত হয়ে যাবেন।
আমি যতটুকু বিজ্ঞান জানি বা বুঝি, সেই সীমাবদ্ধতাটুকু মাথায় রেখে কিছু সম্ভাবনার কথা বলেছি। আ্ল্লাহর চাওয়া বা না চাওয়া নিয়ে আমার বিন্দু মাত্রও মাথা ব্যাথা নাই। আ্গ্রহ থাকলে নিয়মিত নিচের লিংকগুলো পড়ে দেখতে পারেন।
view this link
view this link
view this link

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:


ভ্রুনকে ১৬০ হাজার বছর "ফ্রোজেন" করে রাখলে উহা নষ্ট হয়ে যাবে। ভ্রুণ যদি ওখানে পৌঁছে, উহাকে কালচার করবে কে?

১৬| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২২

মিরোরডডল বলেছেন:




এ গল্প না বললেই না । আমি কিন্তু মিথ্যা বলিনা খেলাঘর :)
বিশ্বাস করা না করা আপ টু ইউ ।

ছোটবেলায় প্রতিবছর শেষে ঢাকা থেকে আমাদের ফ্যামিলি কাজিনরা সবাই গ্রামের বাড়ি যাই ।
সেরকম একবার গ্রামের ঘটনা, এক ভদ্রমহিলা জিন আনবে, শুনে তখন আমরাও গেলাম ।
বাড়িতে কোন পুরুষ নেই, শুধু মহিলারা আছে আর সাথে আমরা ছোট পোলাপাইন ।

ডিটেইলস মনে নেই, যেটুকু মনে পড়ে। ভদ্রমহিলা বিছানার মাঝখানে বসা, আর একপাশে চেয়ার দিয়ে বাড়ির মুরুব্বীরা, প্রতিবেশিরা, ছেলেমেয়ার সবাই চারদিকে দাড়িয়ে আছে । উনার গলার স্বর শুধু গোঙ্গানির মতো, কোরবানির পশু জবাই দিলে যেমনটা শোনায় সেরকম, হঠাৎ উন্মত্ত হয়ে গেলেন, পুরো বিছানা নড়ছে এমন কাঁপুনি । একসময় উনি আস্তে আস্তে স্তিমিত হয়ে গেলেন আর পাশে বসে থাকা চেয়ারে এক মুরুব্বী খটমট কাঁপতে শুরু করলেন চেয়ারসহ, তারসাথে পাশে থাকা ওনার মেয়েও তাই প্রচণ্ড কাঁপুনি । ওটুকু দেখার পর রুম খালি :) আমরা চলে আসি ।
তারপর দিন সদলেবলে ঢাকা রওয়ানা :)

সে ভদ্রমহিলা বা পাশে চেয়ারে বসা সেই মুরুব্বী ওরা কেউ এখন বেঁচে নেই ।
কি হয়েছিলো সেদিন, এটা কি কোন রোগ এপিলেপ্সি বা এরকম কিছু, কখনও জানা হল না ।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



বিখ্যাত বিখ্যাত যাদুকরেরা শো'তে অনেক ধরণের টেকনিক ব্যবহার করেন, সেই ধরনের কিছু ঐ মহিলা করেছিলেন, মনে হয়; কারণ, টিস্যু না'থাকলে দৃশ্যমান প্রাণী হয় না, এবং দৃশ্যমান প্রাণী অদৃশ্য হতে পারে না।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:




আমি ঐ ধরণের 'মেডিসিন ম্যান' নিয়ে চিন্তিত নই; আমি চিন্তিত ব্লগারদের ভাবনা দেখে, ব্লগারদের মানসিক অবস্হা দেহে চিনতিত।

১৭| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৯

নিমো বলেছেন: লেখক বলেছেন:ভ্রুনকে ১৬০ হাজার বছর "ফ্রোজেন" করে রাখলে উহা নষ্ট হয়ে যাবে। ভ্রুণ যদি ওখানে পৌঁছে, উহাকে কালচার করবে কে?
হা-হা! হা-হা! আপনার সমস্যা হচ্ছে আপনি পুরো বিষয়টাকে বতর্মান প্রযুক্তিকে মাথায় রেখে ভাবছেন। আজ থেকে পঞ্চাশ বছর আগে কি আমি-আপনি ব্লগে মন্তব্য চালাচালি করব ভাবতে পেরেছিলেন ?

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:



সব কিছুর একটি সীমা আছে, সব মেটেরিয়েলের মৌলিক উপাদানের ধর্ম আছে, যেগুলো সময়ের সাথে বদলাবে না; ভ্রুণ একটা মেটরিয়েল, ১৬০ হাজার বছর সংরক্ষণ; ৬ ট্রিলিয়ন মাইল দুরে কোন যান বাহন পাঠানো, এগুলো সীমার বাহিরে।

১৮| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৯

নিমো বলেছেন: তাই বলে জ্বীন, ভুত, পেত্নী ফোর্থ ডায়মেনশন? টাইম ডায়মেনশনকে তারা বুঝতে পারে, নিয়ন্ত্রন করতে পারে এবং তারা কী স্পেস-টাইমকে বেন্ড করতে পারে, কানেক্ট করতে পারে লাইক আ ওয়ার্মহোল (যেমনঃ Einstein-Rosen bridge)!! সুনির্দিষ্ট কিছু মানুষের সাথেই দেখা করতে এসে বাঁকা লেজ সোজা করচে চায় এমনটা ভাবতে বলছি না।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



প্রাণীদের নিজের শরীর ও চলাফেরা ৩ ডাইমেনশনে হয়ে থাকে; কোন প্রাণী দৃশ্যমান হয়, যদি উহার শরীরে টিস্যু থাকে। মানুষ যখন বলেন যে, জ্বীন দেখেছেন, কিন্তু ইহা অদৃশ্য হয়ে যেতে পারে; ইহা লজিক্যালী ভুল ষ্টেইটমেন্ট।

১৯| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৭

তানভির জুমার বলেছেন: আপনার এইসব পোস্ট না করাই উত্তম কারণ অনলি নিজের জানা এবং বানোয়াট জ্ঞান দিয়ে এইসব পো্স্ট করেন । আপনি এবং আপনার ধাচের মানুষ যারা তারা মনে করে, তারা যা জানে বা বিশ্বাস করে তাই একমাত্র আল্টিমেট সত্য এর বাইরে কিছু নাই।

আপনার অন্যের সাথে কথোপোকথন নিয়ে পোস্ট করা মিনি রম্যগুলো ভালো হয়।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫

সোনাগাজী বলেছেন:




ঠিক আছে, আরো মিনি রম্য লিখবো।

২০| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ২:৩৯

নিমো বলেছেন: লেখক বলেছেন:সব কিছুর একটি সীমা আছে, এগুলো সীমার বাহিরে।
আপনি যা সীমান্ত হিসাবে ভাবছেন তা নাও হতে পারে।
view this link

view this link

view this link

view this link

view this link

আবার ভাইবেন না যে, আমি বাঁকা লেজ সোজা করার চেষ্টা করছি। নিজের বাঁকা লেজ সোজা না করে, অন্যেরটা করার মত নির্বোধ আমি না।

২৯ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



মানুষ একটা গতো অবধি কোন যানকে কন্ট্রোল করতে পারে; উদাহরণ হচ্ছে, কোন হাইওয়েতে কোন একজন মানুষ ঘন্টায় ৪০০ মািল বেগের গাড়ীকে কন্ট্রোলে রাখতে পারবে না; কোন বীজ ৩০০০ বছরের পর আর চারা গাছে জন্ম দেবে না। বিশ্বে এমন কোন ইন্জিন তৈরি করা সম্ভব নয় যা ১০,০০০ টন ওজন নিয়ে আকাশে উড়তে পারবে।

২১| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ২:৪১

নিমো বলেছেন: উপরে কোন কারণে লিংকগুলো সঠিক আসে নি। দয়া করে মন্তব্যটা মুছে দিয়েন।

২৯ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:৪০

সোনাগাজী বলেছেন:



আমাকে লিংক দেবেন না, আমি সাধারণত পড়ি না; আপনি যা জানে বলেন, আমি যা জানি বলবো।

২২| ২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

ভ্রান্ত বিলাস বলেছেন: এই উলুবনে মুক্তা ছড়ানোর চেস্টা করতাছেন এখনো! এই দেশ ইয়ামেন হইয়াও কইবো আমেরিকার দোষ।

২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



কলেজ ও ইউনিভার্সিটিগুলো থেকে মাদ্রাসার মোল্লা বের হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.