নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

২০০৩ সাল অবধি, ব্রাজিলের অবস্হা বাংলাদেশের মতোই ছিলো!

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৮



**** আপডেট সকাল ৯:০০ টা (নিউইয়র্ক ): ব্রাজিলে ভোট গ্রহন শুরু হয়েছে; বিকেল ৮:০০টা থেকে ফলাফল জানা যাবে। ****

বাংলাদেশের সবাই ব্রাজিল দেশটাকে চেনেন, এটা একটা ভালো দিক; আগামী ৩ সপ্তাহের মাঝে বাংগালীরা ব্রাজিলের লাখ লাখ পতাকা কিনবেন।

আগামীকাল ( রবিবার, অক্টো ৩০ ) ব্রাজিলের ২য় দফা ( রানঅফ) প্রেসেডেন্সিয়াল ইলেকশান; সম্ভাবনা, প্রাক্তন প্রেসিডেন্ট 'লুলা' ২/১ ভোটে জয়ী হতে পারে; ভোটের পোল বলছে অবস্হা ডেডলক; বর্তামান প্রেসিডেন্ট বোলসেনারোও জয়ী হতে পারে। পরিবেশবাদী ও জলবায়ু পরিবর্তনে শংকিত বিশ্ববাসী এই ভোটকে গুরুত্বের সাথে দেখছে।


১ম দফা ভোটে ( অক্টো ২ ) ১১ জন প্রার্থীর মাঝে লুলা ( প্রেসিডেন্ট, ২০০২- ২০১০ সাল) পেয়েছিলো শতকরা ৪৮ ভাগ ভোট, বোলসেনারো পেয়েছিলো ৪৩ ভাগ। ১ম দফায় কোন প্রার্থী শতকরা ৫০ ভাগ থেকে বেশী ভোট পেলে সে'ই প্রেসিডেন্ড হয়ে যেতো; ব্রাজিলের সোস্যালিষ্টরা আশা করেছিলো, লুলা ১ম দফায় নির্বাচিত হয়ে যাবে; কিন্তু তা ঘটেনি। বেশীরভাগ সময় নির্বাচনী জরীপে লুলা এগিয়ে থাকলেও, এই সপ্তাহে বোলসেনারো দুরত্ব কমিয়ে আনতে সমর্থ হয়েছে। ব্রাজিলের মানুষজন ক্যাথোলিক, বোলসেনারো 'ধর্মীয় বল খেলছে', লুলার অধীনে দেশ কিউবা কিংবা ভেনেসুয়েলার মত ধর্মহীন হয়ে যাবার সম্ভাবনা আছে বলে প্রচার চালাচ্ছে বোলসেনারোর লোকেরা।

বোলসানেরো হচ্ছে বিশ্বের ২য় ট্রাম্প; তার ভুলের জন্য কোভিডে অসংখ্য মানুষ মারা গেছে; এই অসভ্য লোক কোভিডের সময় মাস্ক পরতো না; মানুষকেও মাস্ক পরতে না'করতো, ভেকসিনও কেনেনি সময় মতো। তা'ছাড়া সে আমাজনের জংগল আরো কমানোর পক্ষে: সে চায় আরো চাষের জমি বাড়াতে, খামার বাড়াতে ও খনিজ আহরণ করতে। কিন্তু লুলা বলছে, আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং সুখে শান্তিতে বাঁচতে হবে, জংগল কাটার দরকার নেই, আমাদের অন্য অনেক সম্পদ আছে।

২০০৩ সালের আগে ব্রাজিল ছিলো ৩য় বিশ্বের দেশ, ঠিক বাংলাদেশের মতো বিশৃংখল; ওদের দেশের ষ্টকমার্কেট থেকে শুরু করে বড় ব্যবসাগুলো ও রিয়েলষ্টেটের মালিকানায় ছিলো আমেরিকানরা। ২০০৩ সালে, সোস্যালিষ্ট লুলা যখন প্রেসিডেন্ট ভোটে জয়ী হলো, তাকে বিপদে ফেলার জন্য আমেরিকানরা তাদের বিনিয়োগ উইথড্র করার শুরু করলো; তারা মনে করেছিলো যে, লুলার সরকার অচল হয়ে যাবে। লুলার সমস্যা হয়েছিলো, কিন্তু সে সেই সমস্যা কাটিয়ে উঠে, এবং ব্রাজিলকে ৩য় বিশ্ব থেকে বের করে 'উন্নয়নশীল দেশে' পরিণত করেছিলো। আজকের ব্রাজিল অনেক উন্নত, কিন্তু লুলার পর, অনেক সোস্যাল প্রোগ্রাম কেটে দেয়ায়, গলাকাটা ধনীদের সংখ্যা বেড়েছে, একই হারে বস্তিও বেড়েছে।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:১৫

গেঁয়ো ভূত বলেছেন: ২০০৩ সাল অবধি, ব্রাজিলের অবস্হা বাংলাদেশের মতোই ছিলো!

২০০৩ সালে বাংলাদেশের অবস্থা কেমন ছিল?

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



তখন বেগম জিয়া ও উনার ২ ছেলে ব্যবসা ও রাজনীতির নামে ডাকাতী চালাচ্ছিলো; আজকের থেকে রাজনৈতিক বিশৃখলা ছিলো অনেক বেশী; রাজাকারেরাও বাংলাদেশ সরকারের কেবিনেটে ছিলো।

২| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭

জগতারন বলেছেন:
ব্রাজিল অত্যাধুনি যাত্রীবাহি ও সামরিক হাওয়াইজাহাজ বানায়।
যা দেখে বিশ্ব বিখ্যাত বোয়িং কমপানী বিস্মিত হয়য়ে ব্রাজিলের সাথে সমন্ময় হয়ে
প্রকল্প হাতে নিয়ে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করে অনুরোধ করছে।
আমার এ কথা আরও ১০ বছর আগেকার, এখন মনে তাহারা একত্রে কাজ করছে।

ব্রাজিল দেশটা প্রাকৃতিক সম্পদে এক বিস্ময়কর দেশ।
.।.।.।

লুলা বলছে, আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং সুখে শান্তিতে বাঁচতে হবে, জংগল কাটার দরকার নেই, আমাদের অন্য অনেক সম্পদ আছে।
জয়তু অভিমত।!!!

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:



আমরাও কমপক্ষে ব্রাজিলের মতো হতে পারতাম; কিন্তু আমাদের রাজনীতিটাকে অদক্ষরা দখল করে নিয়েছে।

৩| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০১

মোগল বলেছেন: বালপুষ্ট

আমরা কোনদিনই ব্রাজিলের মত হতে পারতাম না। ব্রাজিলের তুলনা বাংলাদেশের সাথে একমাত্র বেকুবরাই করতে পারে।

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১০

সোনাগাজী বলেছেন:



দেশের বেশীরভাগ লোকজন কি আপনার মতোই?

৪| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১৮

মোগল বলেছেন: ব্রাজিল বাংলাদেশের চেয়ে ৬০ গুন বড়, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ। একমাত্র গরুরাই ব্রাজিলের সাথে বাংলাদেশের তুলনা করতে পারে।

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:



আপনার মতো জ্ঞানী লোকজন আছে বলেই বাংলাদেশ ব্রাজিলের মতো হতে পারলো না, সিংগাপুরের মতো হলো মাত্র।

৫| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২৭

মোগল বলেছেন: হিস্টোরিক্যালি বাংলাদেশের সাথে ব্রাজিলের অনেক পার্থক্য আছে, দুই দেশের জিওপলিটিকয়াল রিয়েলিটি, এথনিক কম্পজিশন এবং এই ধরণের আরও অনেক বড় বড় বিষয় অনেক আলাদা, মাথা ভর্তি ছাগলের লাদি না থাকলে ব্রাজিলের সাথে বাংলাদেশের তুলনা করা সম্ভব না।

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:



ব্রাজিলের লোকদের সাথে মালয়েশিয়ান ও থাইদের তেমন মিল নেই; কিন্তু অর্থনৈতিক কিছুটা মিল আছে।

৬| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৬

রেজাউল৮৭ বলেছেন: একজন ব্লগার তখন রেজিস্ট্রেশন করেন তখন তার ব্লগ পাতার বাম দিকে উপরের অংশে নিজ নিকের নিচে পরিচিতি মূলক কিছু লিখতে পারেন।
আপনার নিকের নিচে এক্ষেত্রে লেখা আছে "একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।"

আপনাকে অনুরোধ করছি অনুগ্রহ পূর্বক ওখানে যোগ করে দিন " আমি ট্যাবলয়েড জাঙ্কি নই" । কেননা আমার মতই আর এক মগজহীন ব্লগার এই নিয়ে খুব ম্যাওপ্যাও করতেছেন।

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:



আমাকে এমনিতে অনেকেই চেনেন ও বুঝেন, নতুন করে কিছু যোগ করার দরকার নেই।

৭| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশ সম্পর্কে লুলা'র ধারণা ভালো নয়।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:০০

সোনাগাজী বলেছেন:



তাই?

উনি হয়তো জানেনা যে, তাঁর নিজের দেশ থেকে বেশী ব্রাজিলিয়ান পতাকা উড়ে বাংলাদেশে; এবং আগামী ২মাসের মাঝে ব্রাজিলের জন্য ৩/৪ বাংগালীর প্রাণ যাবে ।

৮| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্রাজিলে শেখ হাসিনার সরকার নেই। নেই খালেদা জিয়ার সরকার অথবা নেই জামাতী সরকার। ওদের উন্নতি হতেই থাকবে আর আমরা আওয়ামীলীগের কথায় সিংগাপুর হতেই থাকবো শতবছর ধরে।

৩০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২১

সোনাগাজী বলেছেন:



আমাদের থেকে কোন জাতি আরো খারাপ অবস্হায় আছে? থাকলে, তাদের থেকে ৫টি দেশের নাম বলেন।

৯| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:




আপনি ভালো থাকুন, নুরু সাহেব কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.