নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আরবী মগজ: ২৪০ বিলিয়ন ব্যয় ও বিনিয়োগ, ৬ বিলিয়ন রেভেনিউ!

২০ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৪০



কাতারের আয়তন: সাড়্বে ১১ হাজার বর্গ কিলোমিটার। ( বাংলাদেশ ১ লাখ ৪৪ হাজার বর্গ কিলোমিটার )
লোক সংখ্যা: ২৮ লাখ
জিডিপি: $২৪৫ বিলিয়ন ডলার (২০২২)
মাথাপিছু আয়: ৮০ হাজার ডলার।
সম্পদ: তেল ও গ্যাস।
বিশ্বকাপে ব্যয়/বিনিয়োগ: ২৪০ বিলিয়ন ডলার ( ৪০ টি পদ্মাসেতু )
রেভেনিউ: ৬ বিলিয়ন ডলার ( ১টি পদ্মাসেতু )

বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ পাবে $৪২ মিলিয়ন ডলার; রানার্স-আপ দেশ পাবে ৩০ মিলিয়ন; ৩য় স্হানের প্রাইজ হবে ২৭ মিলিয়ন ও ৪র্থ স্হানের জন্য দেয়া হবে ২৫ মিলিয়ন ডলার।

আজকে কাতারে বিশ্বকাপের খেলা শুরু হবে; কাতার ও ইকুয়েডর খেলবে। আরবে বিশ্বকাপ হচ্ছে, ইহা আরবদের জন্য সন্মানের ব্যাপার; আরবেরা সন্মানের জন্য সবকিছু করতে পারে; বিশ্বকাপে ব্যয়/বিনিয়োগ মিলে খরচ ২৪০ বিলিয়ন ডলার, রেভেনিউ হবে ৬ বিলিয়ন ডলার; এটা লিলিপুটিয়ান বুদ্ধির কাজ। খেলা শেষে, নতুন হোটেল, ষ্টেডিয়াম, রেষ্টুরেন্ট ইত্যাদি অনেকটা অপ্রয়োজনীয় হয়ে যাবে; সার্ভিসের জন্য আনা বিদেশীদের অনেকেই বেকার হবে। যারা নির্মাণে ছিলো, তাদের অনেকেই বেকার হবে।

ব্রাজিল বিশ্বকাপের সময় ব্যয় করেছিলো ৬ বিলিয়ন ডলার, রাশিয়া ব্যয় করেছিলো ১৫ বিলিয়ন ডলার; কাতার ব্যয় করছে ২৪০বিলিয়ন ডলার।

ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, মিসর, মরক্কোর ও সিরিয়ার দিকে তাকালে, এবং বিশ্বকাপে কাতারের ব্যয় দেখলে, আপনার কাছে কেমন লাগছে? ফিলিস্তিনের ৭০ ভাগ মানুষ রেডক্রসের খাবার খায়, ১০ ভাগ ইসরায়েলে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করে, ১৫ ভাগ চলে ইরান, কাতার ও শেখদের টাকায়। লেবাননের তরুণরা পায়ে হেঁটে দেশ থাকে পালিয়ে যাচ্ছে ইরাক ও সিরিয়ায় যেখানে কোন ভবিষ্যত নেই। ইয়েমেনের বাচ্চারা ঔষধের অভাবে মারা যাচ্ছে, হাসপাতালে ডাক্তার নেই; লিলিপুটিয়ানেরা ১৪০ বিলিয়ন খরচ করছে একটা খেলার জন্য।

আমার মতে, খেলাটা নেয়াই ঠিক হয়নি; খেলা নেয়ার জন্য ধনী জাতিরা লাইনে আছে। খেলা নেয়ার পর বাজেট ১৫/২০ বিলিয়ন ডলারের মাঝে রাখার দরকার ছিলো।


মন্তব্য ৬০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ৯:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: চাটগাঁইয়া ভাষায় একটা কথা আছে - সখের তুলা ৮০ টিয়া (শুদ্ধরূপ - সখের দাম এক বিন্দু ৮০ টাকা)। ওদের সামর্থ্য আছে। তাই খরচ করে নাম কুড়িয়েছে।

২০ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৭

সোনাগাজী বলেছেন:



ওদের ১ মিলিয়ন ভাইবোন ইউরোপে গিয়ে লাথি খাচ্ছে, লেবাননে কিছুই নেই; ফিলিস্তিনীরা রেডক্রসের রুটি খাচ্ছে

২| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৪২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমরাও সন্মানের জন্য সব কিছু করতে পারি

২০ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



এরশাদ অনেক সন্মান পেয়েছিলেন, সবাই জানতো সে চোর; বেগম জিয়া জেল খাটছে; বিচার করলে, শতকরা ৭০/৮০ জন সরকারী কর্মচারী জেলে থাকতো; ইহাই সন্মানের সামান্য উদাহরণ।

৩| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৩৬

নিমো বলেছেন: হা-হা! হা-হা! ইতোমধ্যেই দুটো খেয়েছে। আশা করছি আরও গোটা কয়েক খাবে। এগুলোর ভূমির মধ্যে মাল থাকলেও, মাথার ভিতরে নাই।

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



আরবদের মাথায় সঠিক ভাবনা থাকে না।

৪| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কাতারের ফুটবল বিশ্বমানে পৌঁছায় নাই। ইকুয়েডোরের কাছে খাবি খাচ্ছে।

আরও প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে তারা যেতে পারতো। আরও ১০ বছর পরে হলেও ক্ষতি ছিলো না।

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:



ওদের নিজস্ব খেলোয়াড় তেমন নেই, বিদেশীদের লালন পালন করে টিম করেছে, মনে হয়।

৫| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫২

নেওয়াজ আলি বলেছেন: পরে নামী দামী হোটেলে বসে হুক্কা টানবে।

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:


মেইনটেন্যান্স'এর টাকাও উঠবে না।

৬| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ১১:০৮

অনল চৌধুরী বলেছেন: কাতারে লোকদের সমস্যা নিয়ে চিন্তিত না হয়ে সেটা ওদের ভাবতে দেন।
কাতারে আরবদের বুদ্ধি কম থাকলে ওরা দেশকে কাতার না বানিয়ে বাংলাদেশ বানাতো।
পদ্মা সেতুর ব্যায় ৬ না ৩০ হাজার কোটি টাকা ???
কে ভুল করেছে ????

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



পদ্মাসেতুতে ৬ বিলিয়ন ডলার খরচ হয়েছে। কাতারীরা ভেবেচিন্তেই খেলা নিয়েছে; ১ মিলিয়ন সিরিয়ান ইউরোপে লাথি খাচ্ছে, লেবাননের মানুষ রুটিও পাচ্ছে না।

৭| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


একদা একসময় কাতারে ফুটবল বিশ্বকাপ হয়েছিলো!!

২১ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



৫০ বছর পর, কাতারের লোকজন সৌদীতে চাকুরী খুঁজবে।

৮| ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই ওরা ভাগ্যবান আমরা কপাল খারাপ
এভাবেই হয়ে যাক আগামীর পথ চলা--------
ভাল থাকবেন দাদা

২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:১৯

সোনাগাজী বলেছেন:


আপনি কি বুঝেন, আর কি বলেন, আমি কোনদিনও বুঝতে পারি না।

৯| ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৫১

আঁধার রাত বলেছেন: শখের তোলা লাখ টাকা। সবকিছু আয় ব্যয় লাভ ক্ষতির খতিয়ান দিয়ে কি মানুষ বিবেচনা করে?

২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

সোনাগাজী বলেছেন:



আপনার মাথায়ও বেদুইনী বুদ্ধি আছে, মনে হয়।

১০| ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:১৭

নতুন বলেছেন: কাতারের ইমেজ বড় করার জন্য এই বিশ্বকাপে অংশ গ্রহন করেছে।

আর অন্যদের বিলিওন ডলার দিয়ে সাহাজ্য করার দায়ীত্বও কাতারের একার না।

২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৯

সোনাগাজী বলেছেন:



ইয়েমেন, ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননের আরবদের সাহায্য করার দায়িত্ব কি ইউরোপের?

১১| ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২০

নিমো বলেছেন: প্রিয় দাবানল দাদু, কাতারে যে প্রায় ১৫০০০ হাজারের শ্রমিকের মৃত্যুর কথা শোনা যাচ্ছে, বিশ্বকাপের কারণে, আপনার মত উচ্চাঙ্গের দার্শনিক সেটা নিয়ে মাথা নাই ঘামাতে পারেন, তাই বলে অন্যে কী করবে সেটা বলার দরকার নাই।

২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩১

সোনাগাজী বলেছেন:



আমি জানি অনেক শ্রমিকের মৃত্য হয়েছে, আমি উহা নিয়ে এখনো লিখিনি; এখন লিখেছি, আরদের নির্বুদ্ধতার একটা দিক নিয়ে।

১২| ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২১

শাহ আজিজ বলেছেন: আরবরা ভেবে চিন্তেই কাজ করে অন্তত আমার তাই ধারনা । এখন খোলাসা করেনি কিন্তু দুতিন বছরেই দেখা যাবে তিনটি স্টেডিয়াম রেখে বাকিগুলো ভিন্ন কাজে লাগানো হবে । কাতারিরাও দুবাইএর মত সাজগোজ করতে চাইছে । আমাদের কামলাদের অনেকেই মারা গেছে এই স্বপ্ন সৌধ বানাতে গিয়ে , তাদের পরিবার কি ক্ষতিপুরন পেয়েছে । আরবদের ভেতরে উন্মুক্ত হওয়ার জাগরন এসেছে , কাতার সেই পথে হাঁটছে ।


আমার তো ভালই লাগছে ।

২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



একটা খেলায় ১ বছরের জিডিপি'র সমান ব্যয় করা গর্দভের পরিচয়। একই খেলা সবাই ১৫ বিলিয়নের নীচে রেখে সেরেছে।

১৩| ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

নতুন বলেছেন: মধ্যপ্রাচ্যে এখন যেটা চলে সেটাকে আমি মর্ডান ডে স্লেভারী বলি। এটা নিয়ে আরবেরা মুখ খোলে না।

আরবদের একটা ঘোড়াও ১০ জন শ্রমিকের থেকে ভালো জীবন যাপন করে।
বেশির ভাগ শ্রমিক ৯০০-১৫০০ দিরহাম বেতনে চাকুরি করে, এরা এক রুমে গাদাগাদী করে বাস করে,

লেখক বলেছেন: ইয়েমেন, ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননের আরবদের সাহায্য করার দায়িত্ব কি ইউরোপের?

ইয়ামেনে সৌদি আরব আরবদের মারছে,
ইসরাইলের সাথে আরব আমিরাতের বন্ধুত্ব শুরু হয়েছে। এখন অনেক টুরিস্ট আসে ইসরাইল থেকে,....
সিরিয়া, লেবাননের সমস্যা আরব নেতারাই চায়না সমাধান হওক।

রাজনিতিকরা চায়না দুনিয়া সমস্যামুক্ত হউক তাই সমস্যার সমাধান হয় না। সমাজে শান্তি থাকলে মোড়লের ডাক পরেনা।

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



ইয়েমেনে যুদ্ধ, ফিলিস্তিন সমস্যা, লেবানন সমস্যা, সিরিয়ার সমস্যা, এসব সমস্যায় ইরানের ভুমিকা, বিশ্বকাপে কাতারের ২৪০ বিলিয়ন ব্যয়/বিনিয়োগ, এগুলো হচ্ছে আরবদের নীচু ভাবনার ফলাফল।

১৪| ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪২

বিটপি বলেছেন: অন্য কোন দেশকে এত পরিমাণ ফুটবল অবকাঠামো তৈরি করতে হয়নি। কাতারের বেশির ভাগ ব্যয় হয়েছে এই অবকাঠামো নির্মাণে। আর আরবীয়দের মগজ যদি বেকারই হত, আরব দেশগুলো তাহলে উন্নয়নের শীর্ষে উঠতে পারত না। প্রাকৃতিক সম্পদ অনেক আফ্রিকান আর লাতিন দেশেরও আছে, কিন্তু তারা সেগুলো ব্যবহার করতে পারেনি। আরব দেশগুলো পেরেছে এবং সেগুলোকে কাজে লাগিয়েই তারা এখন বিশ্বের অর্থনৈতিক নেতৃত্ব দেয়ার পথে হাঁটছে।

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:




আপনি উন্নয়ন কাকে বলে ও উহাকে মাপার ইনডেক্সগুলো বুঝেন না।

১৫| ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫০

নিমো বলেছেন: @বিটপি, অবকাঠামো না থাকার পরও কেন দুর্নীতি করে বিশ্বকাপ আয়োজন করতে হল?

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



বিটপি বেদুইন অর্থনীতি পিএইচডি।

১৬| ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: @এরশাদ অনেক সন্মান পেয়েছিলেন, সবাই জানতো সে চোর; বেগম জিয়া জেল খাটছে; বিচার করলে, শতকরা ৭০/৮০ জন সরকারী কর্মচারী জেলে থাকতো; ইহাই সন্মানের সামান্য উদাহরণ।

আপনি তো দেখি বিদেশে থেকেও ল্যাজ বাচিয়ে কথা বলেন । চোখ দিয়ে যদি দৃ্শ্য দেখার বর্ণনা দেন তাহলে সব কিছুর উল্লেখ কইরেন । তা না হয়ে লোকে বলবে একচোখা , কানা ।

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:




আমার এক চোখ কানা, আপনি অন্ধ হয়েই জন্মেছেন! শেখ হাসিনা যা করছেন, সেটা আপনি বলতে চাচ্ছেন তো? জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার কি বাংলাদেশ চালানোর কথা ছিলো?

১৭| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১১

শাহ আজিজ বলেছেন: একটা খেলায় ১ বছরের জিডিপি'র সমান ব্যয় করা গর্দভের পরিচয়। একই খেলা সবাই ১৫ বিলিয়নের নীচে রেখে সেরেছে।

এই বিনিয়োগ আগত এশিয়াড এবং অলিম্পিকে কাজ দেবে । কি মনে হয় আপনার ?

ওয়ার্ল্ড ক্রিকেটও হতে পারে এই ভেনুতে ।

চীন ঠিক এইভাবেই কাঠামো তৈরি করে বিবিধ ইভেন্টে লাগিয়েছে । আমার চোখে দেখা ।

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



চীনের অর্থনীতি হচ্ছে ম্যানুফেকচারিং ও ডেভেলপমেন্ট'এর ভিত্তিতে; কাতারের অর্থনীতি হচ্ছে গ্যাস ও ক্রুড অয়েল বিক্রয়ের টাকা।

১৮| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২১

নাহল তরকারি বলেছেন: মানুষের টাকা বেশী হলে বাজে খরচ করে বেশী।

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:


সৌদী, কুয়েত, আমিরাত ও কাতার ইত্যাদি পুরো আরব জাতির সম্পদকে দখল করে, উহাকে ভুলভাবে ব্যব হার করায়, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়ার মানুষ মানবেতর জীবন যাপন করছে।

১৯| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫

বাকপ্রবাস বলেছেন: ধরুন এক নম্বর পচা শাবান বানাতে খরচ পরে ২টাকা, বিজ্ঞাপনে মৌসুমির কোমর ঢুলিয়ে দিয়ে আরো ২টাকা খরচ করা হল, ক্রেতা শাবান না দেখে নাচ দেখে কিনে নিল ৮ টাকায়, সুতরাং র্ব্তমান সময়ে বাণিজ্যটা চলে বিজ্ঞাপনে।
কাতার অনেক খরচ করে আয়োজনটা করল, কারন কাতার দুবাই এর ব্যাবসটা ধরতে চাইছে, সে পুরো বিশ্বকে এখন কাতার দেখিয়ে দিয়েছে, সামনে কাতার এর পর্যটন শিল্প এর দিকে ধাবিত হবে, আজকের ইনভেস্ট তখন পুসিয়ে নিবে। বাড়নি স্থাপনাগুলো সে অন্য কাজে লাগিয়ে দিবে। পূবে ২০০৬/৭ এর দিকে অলিম্পিক এর আয়োজন করেছিল, তখন প্রচুর ভবন বানিয়েছিল ডেলিগেট থাকার জন্য, পরবর্তীতে ভবনগুলো অকেজো পড়ে ছিল, কারন সেগুলো এমন স্ট্রাকচারে বানাল যে, অন্য কোন কাজে আসছিলনা, খালি পড়েছিল বছরের পর বছর, সুতরা তাদের অভিজ্ঞতা হয়েছে কিভাবে ভবন করলে পরে অন্য কাজে লাগানো যাবে। সবচেয়ে বড় কথা হলো কাতার নিজেকে অন্যভাবে তুলে ধরছে দিনকে দিন, অর্থনীতি ও রাজনীতি সবদিকে দিয়েই বাজিমাত করছে, তার নেতৃত্বটা অত্যান্ত আধুনিক ও সময়পযোগী ভাবে এগিয়ে যাচ্ছে। ছোট দেশ হয়েও সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে। সওদি আরব পর্যন্ত তার কাছে কুটনীতিতে হেরে গেছে।

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



এখন কাতার অস্হায় আছে, তেল ও গ্যাস শেষ হলে, এই অবস্হায় থাকার মতো অর্থনীতি গড়ছে?

২০| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা হয়ত সুনামের বিষয়টা মাথায় রেখেছে। তাদের সমান রোহিঙ্গাই আমদের দেশে আছে, আমরা তাদের চিন্তা কখন করি?

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



রোহিংগাদের আচরণ কোন সমাজের জন্য স্বাস্হ্যকর নয়; না'হয়, অনেক দেশ তাদেরকে নিয়ে যেতো। বাংগালীরা যেসব দেশে যায়, সেখানকার সাথে তাল মিলাতে চেষ্টা করে, রোহিংগাদের মাঝে তা নেই।

২১| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২১

আঁধার রাত বলেছেন: আপনি যে উন্নতমানের গাড়ল তার প্রমান আপনার কাছে তো চাই না কেউ, তবু আপনি প্রায় প্রতিটি ইভেন্টে তার প্রমান দিয়ে যান নিজ দায়িত্বে। বিষয়টা ভাল। একটা দেশ তার তেল বেচা ডলার কিভাবে খরচ করবে তার বুদ্ধি আপনার কাছ থেকে নেওয়ার প্রয়োজন মনে করে নাই, দূঃখ করিয়েন না, আপনার বুদ্ধির নাগাল তারা পাই নাই। ইস আপনার কাছ থেকে বুদ্ধি নিলে তাদের কতই না ভাল হতো? অনেক ডলার বেঁচে যেত।

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:


নীচে আপনার ব্লগিং'এর ইতিহাস:

পোস্ট করেছি: ৬৪টি
মন্তব্য করেছি: ৬২৭টি
মন্তব্য পেয়েছি: ৪৯৮টি
ব্লগ লিখেছি: ১৩ বছর ৬ দিন
অনুসরণ করছি: ১৬ জন


**** এখন বলেন, আপনার ১৩ বছর ব্লগিং'এ পাঠক কেন ছিলো না?
আমি চাঁদগাজী ও সোনাগাজী নিকে ব্লগিং করেছি/করছি, আমার ইতিহাসটা একটু দেখে নিয়েন।

২২| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

কাছের-মানুষ বলেছেন: পত্রিকায় পড়েছিলাম বিশ্বকাপের পর, একটি রেখে বাকি স্টেডিয়াম নাকি ভেঙ্গে ফেলবে!

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



ডলারগুলো ফিরে আসবে?

২৩| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

রানার ব্লগ বলেছেন: কাতার প্রশাসন আপনি যাদের অসহায়ত্বের কথা বলছেন তাদের নয়ে একদম চিন্তিত না। ওই সব দেশের মানুষ বেশিরভাগ নিজেদের ভেতর দন্দের কারনে সমস্যায় জর্জরিত। ফিলিস্তিন সিরিয়া লেবানন এরা কেউই নিজেদের অর্থাৎ দেশের স্বার্থে কাজ করে না এরা জাতিগতো ভাবে হিংস্র। গোত্র কেন্দ্রিক সমাজ ব্যাবস্থা এদের। তো কাতারের সরকার এইদিক ভেবে নিজেদের সময় নষ্ট করতে মনে হয় চাচ্ছে না। কাতার শুধুমাত্র ফুটবল বিশ্বকাপ এর জন্য এতো ব্যাপক খরচ করছে না তারা এর সাথে সাথে তাদের পর্যটন ব্যবস্থা কে উন্নত করছে। আরব আমিরাতের মডেল কে তারা সামনে রেখে এগিয়ে যাচ্ছে। এখন যেইসব বিধিনিষেধ তারা দিচ্ছে ধিরে ধিরে তাও সরিয়ে নেবে যেমন নিয়েছে আরব আমিরাত।

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:




আমিরাত যেদিকে গেছে, কাতার যদি সেদিকে যেতে চায়, যেতে পারবে; কিন্তু যাওয়ার ধরণ দেখে মনে হচ্ছে, অকারণ একটা বিশাল পরিমাণ সম্পদ বিনষ্ট করেছে।

২৪| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

আঁধার রাত বলেছেন: এখানে আপনি কি করতে এসেছেন? আপনার সময় আর ব্লগিংয়ের জন্য প্রয়োজনীয় সার্ভিস ও যন্ত্রাংশ কিনতে আপনাকে কত বিনিয়োগ করতে হয়েছে? দুনিয়ার সব মানুষরে ভুল প্রমান করার মহান দায়িত্ব পালন করে আপনার রেভিনিউ কত হয়?
আয় রুজি কিছু হয় না? কেবল খরচ হয়? তাহলে আপনার মাথায় তো বেদুইনী বুদ্ধি কিলবিল করেছে। আপনি গাড়ল না হইলে “শখের তোলা লাখ টাকা” বুঝতেন।

২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



আমি আমারটা বুঝতেছি, ব্লগে লিখছি; গত ৭ বছর বেশ পরিমাণ পা ঠক সেগুলো পড়েছেন, সেগুলো নিয়ে আলাপ করেছেন, সমালোচনা করেছে। ১৩ বছরে আপনি যতটুকু ব্লগিং করছেন, এটা আমার ১৩ দিনের ব্লগিং'এর সমান।

২৫| ২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৪

নতুন বলেছেন: ইয়েমেনে যুদ্ধ, ফিলিস্তিন সমস্যা, লেবানন সমস্যা, সিরিয়ার সমস্যা, এসব সমস্যায় ইরানের ভুমিকা,

--- এগুলো হচ্ছে আরবদের নীচু ভাবনার ফলাফল।


আমি আগেও বলেছি যুদ্ধ বা অশান্তি না থাকলে দুনিয়াতে রাজনিতিকদের দরকার হতো না, তাই কিছু মানুষ ক্যাচাল বাধিয়ে রাখার পক্ষে কাজ করে।

কিন্তু বিশ্বকাপে কাতারের ২৪০ বিলিয়ন ব্যয়/বিনিয়োগ, অবশ্যই পরিকল্পিত।

আর কাতার ইয়ামেনের জন্য সাহাজ্য করছে
He added that the State of Qatar provided Yemen close to $195 million from 2013 to 2020, to support development efforts. He added that the State of Qatar pledged $70 million, $10 million of which were disbursed by Qatar Fund for Development in the field of water and sanitation since 2018 for three years in cooperation with UNICEF.- Click This Link

টাকা থাকলেই সকল রাস্টের দেখাশুনার দায়ীত্ব কাতারের কাধে না।

২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



২৪০ বিলিয়ন যদি পরিকল্পিত হয়ে থাকে, ৩/৪ বছরের মাঝে উহা পরিস্কার হবে।

২৬| ২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: কাতারের বিশ্বকাপ আয়োজন উপলক্ষে দুহাতে বা হাত খুলে খরচ করেছেন , এটা সত্যি ।

তবে এর সবই সরাসরি বিশ্বকাপের সাথে সম্পর্কিত নয়। তার মানে এই নয় যে সে যা খরছ করেছে তা অযথা খরছ করেছে। আর খরছের ব্যাপারে একেক জন একেক কথা বলছে । তবে যে যা বলছে তার পরিমান ২২০ - ২৪০ বিলিয়ন ডলার ( বাংলায় কত টাকা তার হিসাব কি আমরা করতে পারব ? যেখানে আমাদের দেশের রিজার্ভই ২৭ :( ৩৪ বিলিয়ন ডলার)।

কাতারের বিশ্বকাপ আয়োজনকে অনেকেই ভালভাবে নিতে পারেনি। আর তাই কাতার যাতে বিশ্বকাপ আয়োজনে সফল না হতে পারে তার জন্য প্রতিবন্ধকতা তৈরীর পাশাপাশি গত ১২ বছর ধরে কাতারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারনা চালিয়েছে পশ্চিমা মিডিয়ার সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও । পশ্চিমাদের অভিযোগ গুলোও চমতকার :(( মানবাধিকার-যৌনতা-মদ-সমকামিতা, আহা বড়ই সৌন্দর্য। কাতারের আমির এসব নেতিবাচক প্রচারনা গায়ে না মেখে দৃঢ়ভাবে এগিয়ে গেছে তার লক্ষ্যের দিকে এবং এরই পরিণতিতে আজকে সফলভাবে এগিয়ে চলছে বিশ্বকাপ ফুটবল ২০২২। অনেক চ্যালেঞ্জ ছিল, ছিল নানামুখী ষড়যন্ত্র। কিন্তু তারা সব চ্যালেঞ্জ উড়িয়ে দিয়ে মরুভূমির বুকে বিশ্বকাপের পতাকা উড়িয়েছে। জেগে উঠেছে মরুভূমি। যদিও এই বিশ্বকাপ সবচাইতে বিতর্কিত।

আর যে কোন খরছের দুটি দিক থাকে । একটি দৃশ্যমান আরেকটা অদৃশ্যমান । এখানে দৃশ্যমান আয় ৬ বিলিয়ন কিংবা না হলেও কাতারের জন্য কোন ক্ষতি নেই । কারন অদৃশ্যমানে (বিশ্বকাপ উপলক্ষে কাতারের ব্র্যান্ড মূল্য) আজ থেকে ১২ বছর আগের কাতার আর আজকের কাতারে আকাশ-পাতাল ফারাক।বিশ্বকাপ উপলক্ষে কাতার পুরো দেশকেই নতুন করে গড়ে তুলেছে যার সুফল পাবে দেশ যুগ যুগ ধরে তথা দীর্ঘ মেয়াদে।

কাজেই, এটা বলা যায় - আরবী বাজপাখি :P মগজের কারনেই মদ-জুয়া-ক্যাসিনো-যৌনতায় টাকা খরচ না করে দেশ গঠনে টাকা খরছ করেছে। যদি পশ্চিমা ডোডো ;) পাখির মগজ হতো তাহলে " ধর তক্তা,মার পেরেকে"ই পয়সা খরচ করে ফেলত । (পশ্চিমারা তথা আমেরিকা-ইউরোপ সারা দুনিয়া লুটে নিয়ে তাদের নিজের দেশ উন্নয়ন করেছে আর কাতার সরকার নিজের দেশের রোজগারের টাকা দিয়ে নিজের দেশের উন্নয়ন করেছে)

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি ক্রাউন প্রিন্স, মিশর, তার্কি এবং আলজেরিয়ার প্রেসিডেন্ট হাজির ছিলেন।হাজির ছিলেন জাতিসংঘের মহাসচিবও। বিশ্বকাপের কোনো আসরে কোরআনের আওয়াজ শোনা গেল এই প্রথম।বিশ্বকাপকে কেন্দ্র করে কাতার এয়ারলাইন্স দুনিয়াব্যাপী তার নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে । বিশ্বকাপের কারনে এখন সব মহাদেশে পরিচিতি পাচছে ছোট মরুর দেশ কাতার। এসব কিছু টাকা আয়ের বিচারে বিচার করলে হবেনা ভাইজান।

২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:



আপনার বিখ্যাত গরুর রচনা এবার উটের রচনায় পরিণত হয়েছে।

২৭| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৮:১৪

নিমো বলেছেন: ব্লগের আক্কেল গুড়ুম মন্তব্যকারীদের মন্তব্য পড়ে আমারই আক্কেল গুড়ুম হবার যোগাড়। এগুলোর কাছে আমার প্রশ্ন পৃথিবীর প্রথম সারির পর্যটক আসলে কোন দেশের? কাতারের তেলটা আদতে কেনে কারা? আগত মহামন্দায় কারা হাজার হাজার লোক ছাঁটাই করছে? আগত মহামন্দায় পর্যটন ব্যবসা উল্লম্ফনের সম্ভাবনা কিসের ভিত্তিতে উনারা দেখছেন? মহামন্দায় আক্কেল গুড়ুম ব্লগাররাি বোধহয় কাতার ভ্রমণে বের হবেন!

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



বাংলা ব্লগিং অনেকের ভুল ধারণাকে বাড়তে সাহায্য করছে।

২৮| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৪৬

শ্রাবণধারা বলেছেন: সোনাগাজী ভাই, কানাডা আসার আগে আমি কাতারে কাজ করেছি প্রায় ৬ বছর। একটা তেল কোম্পানীতে। কাতারে আপনার বিশ্বকাপ বিষয়ক অ্যানালাইসিস বা মূল্যায়ন আশ্চর্য রকমভাবে নিখুত।

আপনি লিখেছেন যে বিশাল খরচের এই স্থাপনাগুলোর মেইনটেনেন্স খরচই ভবিষ্যতে উঠে আসবে না। এটা অত্যন্ত সঠিক মূল্যায়ন। তবে বাজারে এখন এল,এন,জির দাম খুবই চড়া। এটা কয়েক বছর অব্যাহত থাকলে কাতার গ্যাস বিক্রি করে তাদের ঐ ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:



ক্ষতি হয়েছে, উহা পুরণ করার জন্য সম্পদ বিক্রয় করতে হবে; কমপক্ষে ১৫০ বিলিয়ন অকারণ বিনোয়োগ।

২৯| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: আমেরিকাতে আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সি কেমন বিক্রি হলো? আমাদের দেশে প্রচুর বিক্রি হচ্ছে।

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



সমান্য পরিমাণ স্পেনিশ দরিদ্ররা কেনে।

৩০| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন:
জনাব, আমি একটা জার্সি কিনেছি। কিন্তু ফারাজার সাইজের জার্সি খুঁজে পাচ্ছি না।
ছবি তুলে দিয়েছে পরী।

পোষ্ট নিয়ে মন্তব্য করলাম না। কারন এসব বিষয় আমি কম বুঝি।

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:


ছবির নীচে লিখে দিয়ে, "মেসির ছোট ভাই।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.