নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

দলের কিছু লোকজন কি মেসির বিপক্ষে খেলছে?

২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:১৫



আমি সৌদী ও আর্জেন্টিনার খেলা দেখেছি। আমার মতে, ডি মারিয়া, আকুইনা ও মার্টিনেস চাহেনী যে, মেসি গোল করুক। টিমের মিডফিল্ডারেরা ও আক্রমণকারী সবাই নিজে গোল করতে চেষ্টা করেছে; আকুইনা অনেকবার অফসাইড করেছে; ইহা ঘটার কারণ হলো সে নিজেই গোল করার চেষ্টা করছিলো সারাক্ষণ। ডি মারিয়া গত বিশ্বকাপেও মেসিকে বল দেয়নি। গতবর মেসির বয়স আজকের থেকে ৪ বছর কম ছিলো, সে সারা ফিল্ড দৌড়ায়েছে, বল ধরেছে, পাস দিয়েছে; এবার মেসির শারীরিক শক্তি ৪ বছর আগের থেকে অবশ্যই কম; কিন্তু কিকে কোন দুর্বলতা নেই, এবারও সে বল সঠিকভাবে ধরেছে ও দিয়েছে। ডি মারিয়া গোলের থেকে বেশ দুরে ছিলো, বল টানার চেষ্টা করেছে; যখন মেসি 'ওয়াইড ছিল' সে সেই সময় বল দেয়নি।

মেসির খেলা এখনো যেই রকম পরিস্কার ও দ্রুত কিক করার যেই ক্ষমতা, আর্জেন্টিনার দরকার ছিলো মেসির জন্য যোগানদার, এতগুলো আক্রমণকারীর দরকার ছিলো না। সৌদরা ২ টি গোল করেছে, ইহা ভয়ানক কিছু ছিলো না; যদি মেসিকে বল দেয় হতো সে কমপক্ষে ১/২টি গোল করতে পারতো ও বল সৌদীর দিকেই গড়াতো।

আজকের খেলায় এই বিষয়টি আমার চোখে পড়েছে; আপনারা যারা মেসির খেলা দেখেন, ডি মারিয়ার খেলা দেখেছেন আগে ও আজকে, দেখুন তো ইহা মিলছে কিনা! এর বাহিরে, আকুইনকে আমার খুবই স্বার্থর মনে হয়েছে, সে একা গোল করতে গিয়ে বারবার অসাইড করেছে।










মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

আকুইনা সাব হিসেবে নামলোই তো ৭০ মিনিটের পর; সৌদির প্লেয়ারদের ফিটনেস চোখে পড়ার মত ছিলো।

২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৪২

সোনাগাজী বলেছেন:



লেফট উইংগার, যার গোলটা অফসাইডের জন্য বাদ দেয়া হলেছিলো উহার নাম কি ছিলো?

২| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


পোল্যান্ড/মেক্সিকো ড্র মানেই ; পরের দু ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে। বেশ কঠিন পথ!

২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



খেলা বদলাবে।

৩| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: এটা একটা অঘটন। তবে কি রহস্য জানা দরকার

২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, আক্রমণকারীরা গোল করার মতো বল মেসিকে দেয়নি।

৪| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৩:০৯

বিষন্ন পথিক বলেছেন: আর্জেন্টিনার ডিফেন্স, ক্লিয়ারেন্স, মিডফিল্ড পাড়ার ফুটবল লেভেলের মতো লেগেছে, দৃষ্টিকটু

২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৩:১৩

সোনাগাজী বলেছেন:



তাদের আজকের খেলাটা আসলে ওদের সম্পর্কে খারাপ ধারণা দিয়েছে।

৫| ২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:১৯

রানার ব্লগ বলেছেন: আরজেন্টিনা তাদের নামের প্রতি সুবিচার করতে পারে নাই।

২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৭

সোনাগাজী বলেছেন:


খেলায় অঘটন ঘটে; তবে, মেসিকে বল না'দেয়াটা চোখে পড়েছে

৬| ২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:১৯

শেরজা তপন বলেছেন: এরা সারা বছর বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলে- নিজেকে মেলে ধরতে পারলেই ভাল ক্লাব ভাল পয়সা। দেশে হিরো বনে যাওয়া আর অর্থের ব্যাপারতো আছেই। এইসব দল গোছানো খুব কষ্ট -আরো কষ্ট পারস্পারিক বোঝাপড়া বা সমন্বয় কর। বেশীরভাগ বড় দলগুলোর মাঝমাঠের সব খেলোয়ারেরাই গোল করতে চায়। কি-ই বা করার! যে গোল করবে ইতিহাস তার কথাই মনে রাখে।
আমি খেলে দেখিনি তবে মনে হচ্ছে আর্জেন্টিনা দলটা ভাল; খেলোয়ার নিয়ে শুধু খেলোয়ারদের নামের উপরে আগোছালো একটা দল হয়েছে। তবে দেয়ালে পিঠ ঠেকলে ঠিকই এগিয়ে যাবে।

২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৯

সোনাগাজী বলেছেন:


সঠিক,এরা সবাই নিজকে নিয়ে ব্যস্ত ছিলো।

৭| ২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: লেখায় হারজিত থাকতেই পারে তবে আঃ গোলরক্ষক তেমন সুবিধার ছিল না তার জন্য গোল হয়েছে

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৮

সোনাগাজী বলেছেন:



গোল রক্ষকের দক্ষতা কম ছিলো; সাথে ব্যাকের লোকজন বল ধরে রেখেছিলো নিজেদের এলাকায়; ইহাতে সময় নষ্ট হয়েছে।

৮| ২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৩১

মোঃমুশফিকুর রহমান বলেছেন: অতিরিক্ত আত্নবিশ্বাস বেশির ভাগ ক্ষেত্রে হিতে বিপরীত ফল দেয়।

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫০

সোনাগাজী বলেছেন:


শেষের ১০/১৫ মিনিট আর্জেন্টিনা চারিদিকে দৌড়ছিলো।

৯| ২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: আমিও লক্ষ্য করেছি বারবার অফ সাইড দুর্ঘটনার ইস্যুটি । মেসিকে বেশ বেগ পেতে হয়েছে বলে কন্ট্রোল নিতে অথবা বল না পাওয়ার কারনে । এটি পরিকল্পিত নয় তো ।

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫১

সোনাগাজী বলেছেন:



বলা মুশকিল।
তবে, দ: আমেরিকার তরুণ খেলোয়াড়রা নিজের দেশের মানকে উপরে রাখতে চায়

১০| ২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:০৯

নাহল তরকারি বলেছেন: সুন্দর

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনাকে দেখলাম, ষ্টেডিয়ামে আর্জেন্টিনার পক্ষে লাফাচ্ছেন। জুল ভার্নের সাথে দেখা হয়েছেলো ষ্টেডিয়ামে?

১১| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেসি গোল করার পর সবাই ভেবেছে তারাও কিছু করে দেখাবে দুর্বল(!) দলের বিপক্ষে। সেটা বিষয় না। এত সুক্ষ্ম অফসাইড প্রযুক্তি আগে ছিল না। এরকম দৌড় দিয়েই এতদিন গোল হত, যেখানে হাত, কনুই থাকত দাগের বাইরে যা ধরা যেত না...

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

সোনাগাজী বলেছেন:



সামনের সারিতে সবাই ছিলো বিবিধ দলে স্কোরার; ইহা ভালো কম্বিনেশন ছিলো না; ওদের দরকার ছিলো মেসির যোগানদার।

১২| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আর্জেন্টনা হেরে যাওয়াতে আমি কষ্ট পেয়েছি।
কথা ছিলো আর্জেন্টিনা জিতবে। আমি সুরভি আর ফারাজা বাইরে যাবো ঘুরবো। ডিনার বাইরে করবো।

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৬

সোনাগাজী বলেছেন:



জার্সি নিলামে দিতে পারেন।

১৩| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ডিস লাইন না থাকায় আমি খেলা দেখতে পারি নাই।

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

সোনাগাজী বলেছেন:




অনেকবার দেখাবে বিবিধ চ্যানেলগুলো, তখন দেখতে পারবেন।

১৪| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

বাকপ্রবাস বলেছেন: সওদিতে বসে সওদি সাপোর্ট করে জিতে বেশ মজা পেয়েছি।

২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন:


ভালোই, মানুষ যেখানে থাকে, তার প্রতি সদয় হওয়া ভালো।

১৫| ২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৫

গেঁয়ো ভূত বলেছেন: নিজেদের ভিতরে সমন্বয়ের অভাবেই মেসিরা মার খেয়েছে।

২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:




সেটাই, স্কোরার বেশী ছিলো।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

কেকিমন্তব্যকর্লেন্তাদেখতেএলাম বলেছেন: আংকিল, আপনার এই যুগান্তকারী আবিস্কার নাসায় না পাঠিয়ে আর্ভার্ডে কেনো পাঠালেন?

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪২

সোনাগাজী বলেছেন:


আপনি পিগমী ছিলেন, পিগমীই থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.