নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের নতুন জেনারেশন কেমন করছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১



এসএসসি, এইচএসসি'র রেজাল্ট দেখলে ও ইউনিভার্সিটির ছেলেমেয়েদের চলাফেরা দেখলে এদেরকে স্মার্ট মনে হয়; ভেতরের অবস্হা কি রকম? নতুন জেনারেশন কি কোন অলৌকিক ক্ষমতা বলে দেশটাকে, জাতিটাকে সঠিক কক্ষে নিয়ে আসতে পারবে? আমার সারাক্ষণ শুধু মনে হয়, আমাদের দেশ বিশ্বের অন্য জাতিদের সাথে তাল মিলিয়ে চলছেনা, এরা পেছনে পড়ে আছে, এদের কার্যকলাপ, আচরণ, জীবন ভাবনা কেমন যেন অস্বাভাবিক

আমেরিকার নতুন জেনারেশন সব সময় আগের জেনারেশন থেকে অধিক জানে, ভালো করে; আমেরিকার পিতারা ইহা স্বীকার করে বিনা আপত্তিতে। আমেরিকার ২য় জেনারেশনের বাংগালীদের সাফল্যও চোখে পড়ার মতো। আমেরিকায় আসা অন্য জাতিগুলোর নতুন জেনরেশনের অবস্হাও তার আগের জেনারেশন থেকে ভালো, এমন কি দৈর্ঘ, প্রস্হও ভালো; ইমিগ্র‌েন্ট বাংগালী ও তাদের ২০/২২ বছর বয়সী ছেলেমেয়েদের চলাফেরা, চিন্তাভাবনা, আচরণ, ইত্যাদিতে অনেক পার্থক্য; চীনা, ভিয়েতনামী ও কোরিয়ানদের ছেলেমেয়রা ওদের মা-বাবা থেকে লম্বা ও গম্ভীর; ২ চীনা কথা ট্রেনের ভেতরে কথা বললে, মনে হয়, মাঠের ২ প্রান্ত থেকে কথা বলছে; নতুন জেনারেশনের ছেলেমেয়েরা আনেরিকানদের মতো চুপচাপ।

আমাদের নতুন জেনারেশনের উপর তেমন কোন দায়িত্ব নেই; তাদেরকে জাতির বয়স্কদের জন্য 'সিনিয়র সিটিজেন ভাতা' যোগাতে হবে না; আমেরিকান, জাপানী ও ইউরোপিয়ানদের উপর সেই চাপ আছে। আমেরিকানরা গত ১০ বছর থেকে ভীত যে, একদিন সোস্যাল সিকিউরিটির টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে; ঐ ফান্ডের টাকা নাকি বাজেট ডেফিসিটে কাজে লাগানো হচ্ছে বারবার; যদি ফান্ডে টাকা ফেরত না'আসে, অবস্হা ভয়ংকর হবে; এখুনি বয়স্করা বেশ টানাটানির মাঝে আছে।

নতুন জেনারেশন নিয়ে আমি কেমন যেন খুব একটা উৎসাহী নই; ইউনিভার্সিটির ছেলেমেয়েগুলোকে দেখে আমার কেমন যেন মনে হয়, এরা ফেইসবুকে বাস করে; এরা সারাক্ষণ সেলফোনে কি যেন দেখে। করোনার আগে আমি দেশে গিয়েছিলাম, আমাকে সেখানে সেলফোন ব্যবহার করতে হয়েছিলো; আমার ফোন আমার পকেটে থাকতো; কিন্তু ছেলেদের ফোন আমি সব সময় হাতে দেখেছি। আমি সেজন্য তাদের জেনারেশনকে ১টি নামও দিয়েছি। আমি এদেরকে আরো একটা নাম দিয়েছিলাম, সেটা শুনতে খারাপ লাগে, কিন্তু উহা সত্য ছিলো।

এদের ব্যাপারে আপনাদের ধারণা ও মনোভাব কেমন, আমার কাছে কেমন সুবিধা লাগছে না।


মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬

বাকপ্রবাস বলেছেন: আমাদের রাজনীতির প্রতিফলন দেখি সবজায়গায়, এমনকি জেনারেশনের কাজকারবারও রাজীনীতি দ্বারা প্রভাবিত। স্কুল কলেজে রাজনীতির শাখা করে তাদের পড়তে দেয়না, শিক্ষকরাও রাজনীতি করে অযোগ্য সব পদ নিয়ে বসে থাকে, তাদের কাছ থেকে নৈতিক শিক্ষা পাবার কথা না, আর তায় যারা রাজনীতি বিমুখ তারা ফেইসবুক মুখি। শিক্ষকরা তাদের আদর্শ ধরিয়ে দিয়ে গাইড করতে পারছেনা। ফলাফল আপনি যা ভাবছেন তায়

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

সোনাগাজী বলেছেন:



সব জেনারেশনের উপর চলমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব থাকে, এর মাঝেই এদেরকে মানুষ হতে হয়; আমাদর নতুনটা কি বিশ্বের তুলনায় দুর্বল হচ্ছে?

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন নতুন জেনারেশনের কোন দায়িত্ববোধ নাই
এভাবেই গড়ে তুলছে আমাদের শুরুতেই সমস্যা দাদা
ভাল থাকবেন----------

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০

সোনাগাজী বলেছেন:



এটা তো সুখবর নয়; আমাদের কিছু করার দরকার আছে?

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সলেই আমাদের পক্ষে ফোন ছাড়া ১ মিনিটও অতিবাহিত করা সম্ভব নয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের ফোন টাওয়ারগুলো নিশ্বাস বন্ধ হয়ে মারা যাবে।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

নূর আলম হিরণ বলেছেন: আমাদের বর্তমান জেনারেশন উন্নত বিশ্বের দিকে তাকিয়ে থাকে, তারা নতুন কি প্রযুক্তি বের করছে সেটা নিয়ে আলোচনা করে এবং কবে ব্যবহার করবে সে জন্য অপেক্ষা করে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০২

সোনাগাজী বলেছেন:



বেচারাদের বড় অংশ বেকার থাকে, ইহাও একটা বড় সমস্যা; অনেকে ঠিক সময় বিয়েও করতে পারেনা; যেগুলো চাকুরী পায়, সেগুলো কি কাজ করে?

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


নতুন জেনারেশনের ব্লগিং করা দরকার মনে হচ্ছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

সোনাগাজী বলেছেন:



ব্লগিং'এ খুব একটা ভালো করেনি এরা; এদের অনেকেই আমাকে ধাক্কা মেরে দেখেছে।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

রানার ব্লগ বলেছেন: একটা সময় ছিলো যখন আমরা নতুন জেনারেশন ছিলাম তখন আমাদের মুরুব্বিদের আমাদের নিয়ে অনেক আফসোস ছিলো এখনো ঠিক তেমনি আফসোস আছে। সময়ের সাথে সাথে নতুন জেনারেশনের চিন্তাভাবনার পরিবর্তন আসছে। তাদের চিন্তাভাবনার সাথে আমরা তাল মেলাতে না পেরেই তাদের কে নিয়ে চিন্তার ভাজ ফেলি কপালে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩

সোনাগাজী বলেছেন:



এটা সঠিক কথা বলেছেন; আমাদের অগ্রজরা আমাদের পছন্দ করতো না; কিন্তু ওদের আশংকা সঠিক ছিলো, আমাদের জেনারেশনের সময় দেশ ভালো করেনি: আবদুর রব, সিরাজুল আলম খান, আমাদের ক্লাশমেটেরা, কেহই দেশকে ভালো দিকে নিতে পারেনি।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: নতুন জেনারেশন শিখছে পুরাতন জেনারশনের কাছ থেকে, পরিবর্তন হচ্ছে তবে খুব ধীরে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

সোনাগাজী বলেছেন:


কধাদের থেকে শিখছে?

পুরাতন রাজনীতিবিদরা মাফিয়া ও মিথ্যুক, ব্যুরোক্রেটরা দাস-ব্যবসায়ী ও ডাকাত, ব্যবসায়ীরা ভেজাল-বিশারদ, সরকারী কর্মচারীরা ঘুসখোর!

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২

বাকপ্রবাস বলেছেন: একটা অখাদ্য পোষ্ট করলাম কিন্তু প্রথম পাতায় দেখা যাচ্ছেনা, এটাও খেয়াল করলাম আপনার পোষ্ট এটার পর আর কারো কোন পোষ্ট দেখা যাচ্ছেনা, কাহিনী বুঝতে পারছিনা, আমার আইডি সেইফ মুডেই আছে দেখলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:



ব্রাউজার সমস্যা, একটু পরে ঠিক হয়ে যাবে।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০

শিশির খান ১৪ বলেছেন: নতুন জেনারেশন দেইখা কনফিউজ লাগে এদের দিয়া হবে না ওই ঘুইরা ফিরা ৯০ এর জেনারেশন পর্যন্ত জমে। গাজী ভাই কোন জেনারেশন ?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



আমি '৭১ এর জেনারেশন; নতুনদের শিখতে হবে জাপান, সুইডেন, ইসরায়েল ও কানাডা থেকে

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

রায়হান চৌঃ বলেছেন: কী বলবো ভাই.... লিংকডইন এর মতো ফ্লার্টফর্ম এ ফেসবুকিয় গল্পশুধু মাত্র আমাদেবাংলাদেশীরা ই করেথাকেন, এ বার বুঝেন কী অবস্থা আমাদের

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:


বুঝা যায়, এরা দুর্বল, সহজেই পেছনে পড়ে যাবে।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪

রায়হান চৌঃ বলেছেন: কী বলবো ভাই.... লিংকডইন এর মতো ফ্লার্টফর্ম এ ফেসবুকিয় গল্পশুধু মাত্র আমাদের বাংলাদেশীরা ই করেথাকেন, এ বার বুঝেন কী অবস্থা আমাদের

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: নতুন জেনারেশন দক্ষ ও যোগ্য নয়।
তাদের কর্মকান্ড প্রতিবন্ধীদের মতোণ। তাড়া ব্যস্ত প্রেম আর মোবাইল নিয়ে। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। শেষ ভরসা মধ্যেপ্রাচ্যের দেশ গুলো। জমিজমা বিক্রি করে সেখানে যাবে কামলা খাটবে। যাদের টাকা পয়সা আছে তাঁরা ইউরোপ যাবে। আর দেশে যারা থাকবে তাঁরা মানবেতর জীবনযাপন করবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



বেশী বেশী প্রেম করলে, শেষ বউ থাকবে বাংলাদেশে, সে ভাসবে ভুমধ্যসাগরে।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি নিজেই বলেছেন- ''আমাদের সমাজে কিছু মানুষ সব কিছু দখল করে অতি সুখে থাকতে গিয়ে, বড় অংশের সুখ কেড়ে নিয়েছে; জাতি সুখের মুখ দেখছে না।''

এটাই আসল কথা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



আমাদের ব্যুরোক্রেটরা, আলম ব্রাদার্স, বসুন্ধরা, শিকদার ব্রাদার্স, ব্যাক্সিমকো, মির্জা আব্বাস, ঢাকার মেয়রেরা, ... অনেক অনেক বেশী দখল করে রেখেছে।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
পড়াশোনা আর খেলাধুলা ছাড়া বাকি সব কিছুতে ভালো করছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে আগাছা, আগাছা বাড়ে, ফল দিতে পারে না।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই ব্যক্তি নিজ দেশে আইন মানে না, অথচ উন্নত বিশ্বে কামলা দিলেও সব আইন মেনে চলে। কারণ, সিস্টেম। নতুন প্রজন্ম নিয়ে আমিও হতাশ। এরা ফেসবুক, ক্রিকেট, টিকটক, ট্রলিং, লিংক নিয়ে পড়ে থাকে। দেশের মানুষের অতিরিক্ত রাজনৈতিক সচেতনতার কারণে গণতন্ত্র , বিচার ব্যবস্থা, প্রশাসন ভাল মত গড়ে উঠেনি। উন্নত দেশের প্রজন্মতেও বখে যাওয়া, পরিবার বিমুখতা, ড্রপ আউট আছে। তবে তাদের সিস্টেমের কারণে তারা ন্যায়, নীতি, আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না...

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:




নীচু মানের শিক্ষা, ভুল রাজনৈতিক জ্ঞান, ভুল ধর্মীয় ধারণাও অদক্ষতা মানুষকে লিলিপুটিয়ান ও পিগমীতে পরিণত করেছে।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৪

চারাগাছ বলেছেন:
আপনার আগের জেনারেশন আপনার জেনারেশন নিয়ে কেমন ধারণা পোষণ করতো ?
আপনাদের সময় আপনারা কি নিয়ে মেতে থাকতেন ?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:



আমাদের নিয়ে তাঁরা হতাশা প্রকাশ করতেন; আমাদের জেনারেশনটা প্রান দিয়ে স্বাধীনতা এনেছিলো, পরে ভালো করেনি।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

নিমো বলেছেন: আপনার প্রশ্নের উত্তরটা সহজ না। গুলশানের নূতন প্রজন্ম আর গ্রামের নূতন প্রজন্ম নিশ্চয়ই এক না। ব্লগের দিকে তাকালেতো কিছু নির্বোধ দেখতে পাই যেগুলো কুকুরের লেজ মাপা, পাখি, গরু ও কুকুর তন্ত্র নিয়ে লিখছে। আরেক নির্বোধতো দেখলাম বিজ্ঞান ও দর্শনের মা-বাবা উদ্ধার করে কোন এক গোষ্ঠী নিয়ে লিখে নির্বাচিত পাতায় পৌঁছে গেছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



পশ্চিমের নতুন জেনারেশন জানে যে, নিজেরা ভালো থাকতে হলে, মাথা খাটাতে হবে, শিখতে হবে, কাজ করতে হবে; তা'ছাড়া বয়স্কদের ভারও নিতে হবে।

আমাদের গুলোর সেইদিকে খেয়াল নেই। কুত্তার লেজ সাহিত্য বিশারদ নাকি কখনো চাকুরী পায়নি।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৮

বঙ্গদুলাল বলেছেন: কেমন আছেন আপনি?
হিরো মিঞা আইন প্রণেতা হওয়ার দৌঁড়ে মাত্র কয়েকশো ভোটের ব্যবধানে হেরে গেলো!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:


আমি ভালো আছি, আপনার কাজকর্ম কেমন চলছে? আপনি কি গ্রামের বাড়ী থেকে কাজে যান?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৪

সোনাগাজী বলেছেন:




হিরো মিঞা কোন আসন থেকে?

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৮

নেওয়াজ আলি বলেছেন: করোনার ভিতর পাস করা নব্বই ভাগ ছাত্র ছাত্রী ভিতরে ঠনঠন বাহিরে স্মার্ট । রাজনৈতিক কালো ছায়ায় মাদকে আসক্ত ও কিশোর গ্যাং-এ জড়িত ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



জগন্য অবস্হা, এসব গার্বেজ টানবে কে?

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪১

অধীতি বলেছেন: অনার্সে দৈনিক গড়ে ১০ ঘন্টা মোবাইল নিয়েই পড়েছিলাম। এখনো অনেক সময় যায়। এটাই ক্ষতি। ৮ম থেকে ১১শ পর্যন্ত যতগুলো বই পড়েছি অনার্সে তার সিকিভাগও পড়া হয়নি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:


জাতির ভয়ংকর অবস্হার মাঝে পড়েছে, পড়ালেখার সময় হলো ১০ -১৬ ক্লাশ অবধি ( ১০ম শ্রেণী থেকে অনার্স পাশ ) ।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫২

কামাল১৮ বলেছেন: এখানে(কানাডায়)নতুন জেনারেশন আনন্দের মাঝে বেড়ে উঠছে।তাদের কেউ দোজখের ভয় দেখায় না।
আমাদের যুবকদের পথ দেখাবার কেউ নাই।এক শ্রেনী উঠেপড়ে লেগেছে দেশটাকে চৌদ্দশ বছর পেছনে নিয়ে যেতে,এসব দেখে যুব সমাজ বিভ্রান্ত।তারা পথ হারিয়ে ফেলেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:২৮

সোনাগাজী বলেছেন:



দুর্নীতিপুর্ণ অর্থনীতি, বেকারত্ব ও কলোনিয়েল সিষ্টেমের রাজনীতি তরুণদের হতাশার কারণ।

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯

নতুন বলেছেন: নতুন জেনারেশন নিয়ে আমি কেমন যেন খুব একটা উৎসাহী নই; ইউনিভার্সিটির ছেলেমেয়েগুলোকে দেখে আমার কেমন যেন মনে হয়, এরা ফেইসবুকে বাস করে; এরা সারাক্ষণ সেলফোনে কি যেন দেখে।

নতুন প্রজন্ম নিয়ে এই কথা অতীতে সবাই বলে গেছে। এটা বলবেই। কারন আমরা পরিবর্তন পছন্দ করিনা।

আমাদের মনে হয় আমারাই বেশি ভালো জানি আমাদের পথই সঠিক।

বর্তমানের পোলাপাইন আমাদের থেকে বেশি তথ্য পাচ্ছে, এখন একজন ১০ বছরের শিশু যতটুকু জানে সেটা আমরা যখন ১০ বছর ছিলাম সেই তুলনায় ১০০০% বেশি।

ভবিশ্যতের চ্যালেন্জ অন্য রকমের হবে, আর সেখানে ভবিষ্যত পযন্মই সমাধান খুজে নেবে।

সব প্রজন্মেই ভাদাইম্যা পোলাপাইন থাকে, সেটা কোন উদাহরন না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



আপনি যা বলেছেন, সেটা আমেরিকার জন্য ১০০ ভাগ সঠিক; কিন্তু বনাগলাদেশের বেলায় তা ঘটছে বলে আমার মনে হচ্ছে না।

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে এখন প্রতিটা এলাকায় গ্যাং আছে। তাঁরা খুব হিংস্র। মারামারি কাটাকাটিতে ওস্তাদ। চিপা প্যান্ট পড়ে, চিপা শার্ট পড়ে। কেডস পড়ে হাতে থাকে মোবাইল- ফুটানি করে। এভাবেই যাচ্ছে ওদের দিন রাত। এদের বাবা মা এই ছেলেমেয়েদের নিয়ে গর্ব করে বেড়ান।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



এরাও আমাদের নতুন জেনারেশনের অংশ।

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৬

নিমো বলেছেন: নতুন বলেছেন: বর্তমানের পোলাপাইন আমাদের থেকে বেশি তথ্য পাচ্ছে, এখন একজন ১০ বছরের শিশু যতটুকু জানে সেটা আমরা যখন ১০ বছর ছিলাম সেই তুলনায় ১০০০% বেশি।
বেশি জানা আর সঠিক জানার মধ্যে পার্থক্য অনেক। ১০০০% বেশি আবর্জনা জানার চেয়ে না জানা ভালো। এই ব্লগেই প্রায়শ দেখি বার হাত কাকুঁড়ের তের হাত বীচি মার্কা মন্তব্য। অল্প কথায় যা বলা যায়, তা না করে হা বিতং করে...

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



বাংগালীদের প্রচলিত তথ্যে ভাজাল আছে, উহা ভালো বদলে খারাপও করছে।

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩

নতুন বলেছেন: আপনি যা বলেছেন, সেটা আমেরিকার জন্য ১০০ ভাগ সঠিক; কিন্তু বনাগলাদেশের বেলায় তা ঘটছে বলে আমার মনে হচ্ছে না।

নিজের দেশ সম্পর্কে এই রকমের ভবনা সবাই ভাবে। আমাদের দেশও এগিয়ে যাচ্ছে। সমাজে কিছু ভাদাইমা সব সময়েই থাকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:




দেশ আমার চোখের উপর বদলেছে বিশালভাবে; তবে, ইহার বড় অংশ সমস্যাপুর্ণ

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশ বা আমেরিকা, এদের কোন নতুন প্রজন্মের ব্যাপারেই আশাবাদী নই।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:




আমেরিকাও ভুগছে; তবে, বড় অংশ ইহাকে রক্ষা করবে।

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চায়না ইঞ্জিনিয়াররা পদ্মাসেতু করে দিয়ে গেছে। আমাদের আগামীর ইঞ্জিনিয়ার গন পদ্মা সেতুর দৈর্ঘ কত,প্রস্থ কত,পিলার কয়টা এইসব মুখস্থ করে বিসিএস ক্যাডার হওয়ার পাঠ নিচ্ছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



বিদেশীদের দ্বারা এভাবে কাজ করায়ে শেখ হাসিনা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.