নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

১ জন মানুষের জীবনে একাধিক মানুষ এসে যেতে পারে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫২



বিশেষ করে আমেরিকাসহ পশ্চিমের দেশগুলোতে ১ জন নারী কিংবা ১ পুরুষের জীবনে একাধিক মানুষ এসে যেতে পারে, এখানে সেই ধরণের সামাজিক পরিবেশ বিরাজ করছে। ইহা গড়ে আমাদের দেশেও ঘটে থাকে। পশ্চিমে ঘটলে, ইহা প্রায়ই গোপন থাকে না, পুর্বের দেশগুলোতে ঘটলে, ইহাকে কিছুটা গোগন রাখা সম্ভব হয়, গোপন রাখতে হয়; ইহার পেছেনে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় কারণ আছে।

আজকে ব্লগে ১টি পোষ্ট দেখছি, সোস্যালিষ্ট ভাবনার সবচেয়ে বড় লেখক কার্ল মার্ক্সের বিবাহ-বহির্ভুত এক সম্পর্ক নিয়ে; লেখাটি এসেছে 'আনন্দ বাজার' পত্রিকার বরাত দিয়ে। এই ঘটনা নিয়ে অনেক কথা হয়েছে বিবিধ সময়ে, ইহা নিয়ে বিতর্কও আছে। 'আনন্দ বাজার' পত্রিকার মতো একটি পত্রিকাতে ইহা ছাপানোর দরকার কেন হলো? এই ধরণের কিছু নিয়ে উহ: আহ: করার মতো পাঠক কি আজকাল আছে? সম্ভবত, অনেক পাঠক নিজের সাথে ইহার মিল পেয়ে হাসতে থাকবেন। আপনিও যদি হেসে থাকেন, আমার পোষ্টে সেটা নিয়ে মন্তব্য না'করলে, আমি কিছু মনে করবো না।

বিবাহিত মানুষের জীবনে অন্য কেহ এসে গেলে স্বামী কিংবা স্ত্রী'র ভালোবাসার মন কমপক্ষে সাময়িকভাবে হলেও আক্রান্ত হয়, পরিবারের স্বাস্হ্য নষ্ট হয়; সেজন্য মানুষ ইহার রিমেডি খোঁজে, অবস্হা বুঝে সমাজও ইহাতে জড়িত হয়ে যেতে পারে; এবং সমাজ ইহার পক্ষে নয়। মানুষ চেষ্টা করে ইহা যাতে না'ঘটে; কিন্তু অনেক সময় ভাবার আগেই ইহা ঘটে যায়।

মানুষ সাধারণত নিজের প্রিয় মানুষের জীবনে এমন কিছু ঘটলে, উহাকে গোপন রাখতে চায়, ইহা যাতে না'ঘটে সেটার চেষ্টা করে। কার্ল মার্ক্স বিখ্যাত মানুষ, বিশ্বের বেশীরভাগ মানুষ প্রাকৃতিকভাবে সোস্যালিষ্ট মনোভাবের অধিকারী; ফলে, মার্ক্সের এই ব্যাপার নিয়ে তাঁরা চিন্তিত নন; তিনি ধর্ম প্রচারক হলে, ইহা একটা ব্যাপার হতো, হয়তো।

বড় মানুষদের অবদানই মানুষ দেখে, ছোটখাট অপ্রয়োজনীয় ব্যাপার নিয়ে মানুষ মাথা ঘামায় না; যারা ইহা নিয়ে উহ: আহ: করেন, তাদেরকে মানুষের জীবন নিয়ে ভাবতে হবে: ১ জন মানুষের জীবনে একাধিক মানুষ আসতে পারে, ইহাই মানব জীবনে ঘটে আসছে, ইহা অসম্ভব কিছু নয়।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৫

নাহল তরকারি বলেছেন: আমি যদি আমার বউ রেখে অন্য মেয়ের সাথে ঘুরাঘুরি করি সেটা হবে প্রতারণা। আমার স্ত্রীও যদি আমার অনুমতি ছাড়া অন্য ছেলের সঙ্গ দেয়, এটাও হবে বাটপরি। আমি টাকা পয়সা নিয়ে বাটপরি থেকে সম্পর্কের বাটপরি কে ঘৃণা করি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৮

সোনাগাজী বলেছেন:


আপনি একা নন, বেশীরভাগ মানুষই এই ধরণের কথা বলেন; আবার বেশিরভাগ মানুষের জীবনে একাধিক মানুষ এসে যায়।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৭

কামাল১৮ বলেছেন: পৃথিবীতে এতো সমস্যা থাকতে এই সমস্যা কেন লেখকের মাথায় আসলো এটাই বুঝতে পারলাম না।এই লেখক অবশ্য বর্তমান নিয়ে খুব একটা লিখে না,অতীত নিয়েই বেশি লিখেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:


এগুলো আসলে লেখার বিষয় না; উনার লেখা আমার কাছে ইন্টারেষ্টিং মনে হয়নি কখনো। তদুপরি, বেশীরভাগ বিষয় সম্পর্কে উনার ধারণা পরিস্কার নয়।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

নাহল তরকারি বলেছেন: বিয়ের পর অন্য কাউকে ভালো লাগতেই পারে। কিন্তু তাকে পাত্তা দেওয়া ঠিক না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



পারিবারিক কারণে সেটাই সবাই চায়, সেটা হওয়া উচিত; কিন্তু সেটা হচ্ছেনা।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মীয় বাধা না থাকলে কবেই আমরা পশ্চিমকে স্পর্শ করে ফেলতাম। এখনও যা ধনীক শ্রেণীতে যা চলছে তা আপনাদের সময় থেকে অনেক ভয়াবহ...

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:



পুর্বেও এটা ঘটে, কিন্তু পুর্বে সবাই নিজ প্রয়োজনে ইহাকে গোপন রাখে।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
ইহা গড়ে আমাদের দেশেও ঘটে থাকে।
এই বাক্যে গড়ে বলতে কি বুঝানো হয়েছে গুরু?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



এখানে "গড়ে" মানে বেশীরভাগকেই বুঝায়।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: ঐ পোষ্টে কার্ল মার্ক্স বাদ দিয়া খালি মামুনুল হক বসায় দেন; দেখবেন অনেক মন্তব্য পরিবর্তন হয়ে যাবে, সাথে এই পোষ্টও হাওয়া হয়ে যাবে! ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৩

সোনাগাজী বলেছেন:



এই পোষ=ট কোনভাবে হাওয়া হবে না।
আপনি মার্ক্স ও মামুনুল হকের সামাজিক অবস্হান কি একই ধরে নিয়েছেন?

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

জ্যাক স্মিথ বলেছেন: আমাদের দেশেই এগুলা কত হচ্ছে। হ্যাঁ একজন মানুষের জীবনে একাধিক মানুষ আসাটাই স্বাভাবিক। পুরুষ মানুষ সাধারণ এক নারীতে সন্তুষ্ট থাকে না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



আপনি সন্তুষ্ট, অসন্তষ্ট আবার কোথা থেকে আনছেন? আমি সেইদিক নিয়ে লিখিনি, আমি লিখেছি মানুষের জীবনের কোন সময়ে একের অধিক মানুষ এসে যেতে পারে।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

অন্য মানুষ এসে গেলে সংসার ভাঙনের হার কেমন?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:



গড়ে ২০/২৫ ভাগ

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: এই পোষ=ট কোনভাবে হাওয়া হবে না।
আপনি মার্ক্স ও মামুনুল হকের সামাজিক অবস্হান কি একই ধরে নিয়েছেন?

আফসোস, আপনি এখনও বাংলা বুঝেন না।
প্রমত আমি হাওয়া হয়ে যাওয়া বলতে এটা বুঝিয়েছি যে ঐ পোষ্টটি যদি মামুনুল হক এর নামে হতো, আপনি আর এমন একটা পোষ্ট দিতেন না!

দ্বিতীয়ত, আমি মার্ক্স আর মামুনুল হকের কাউকেই তুলনা করিনি, করেছি তাদের বিশ্বাস ও আপনার বিশ্বাসকে।

যাই হোক, বাংলা শিখুন, কাজে দিবে। আর যদি মনে করেন যে আপনি বাংলা জানেন, তাহলে অনুরোধ করবো ব্রেইনটাকে কাজে লাগাতে। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৫২

সোনাগাজী বলেছেন:



কোন মামুনুল হকের কোন ব্যাপারে আমি নেই; উহাদের নিয়ে আমার বলার কিছু নেই।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: একজন মানুষের জীবনে একাধিক মানুষ আসে। এটা স্বাভাবিক ঘটনা। এটা শুধু পশ্চিমে না, উত্তর দক্ষন পশ্চিম পূর্ব সব দিকের জন্যই প্রযোয্য।

হুমায়ূন আহমেদ বলেন, আর পরীমনি বলেন সবার জীবনে একাধিক মানুষের প্রবেশ রয়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



ব্লগার জুল ভার্ন কার্ল মার্কসকে নিয়ে ১টা পোষ্ট দিয়ে ছিলেন, উনি বুঝাতে চেয়েছিলেন যে, মার্কস ভালো মানউষ নয়; উনার মতে আরেক রমণীর মার্কস'এর সম্পর্ক হওয়া বেঠিক ছিলো।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

অনামিকাসুলতানা বলেছেন: খুবই সিরিয়াস এক্ টা বিষয়ে লেখা কিন্তু লেখাটা আর ম ন্তব্য গুলি পড়ে আমি না হেসে পারিনি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



এটাই আমাদের ব্লগ।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

নতুন বলেছেন: যদি জীবনে নতুন কেউ এসে যায় তবে পুরাতনে বিদায় জানিয়ে নতুন সম্পর্ক শুরু করা উচিত।

প্রতারনা করা উচিত না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:



ইহা বেশ কমপ্লিকেইটেড ব্যাপার।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:




ইহা ভয়ংকর কমপ্লিকেইটেড ব্যাপার; ইহার সাথে অনেক বেদনা, অনেক কষ্ট জড়িত।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১

নতুন বলেছেন: ইহা ভয়ংকর কমপ্লিকেইটেড ব্যাপার

এই ভ্যাজাল করার সাহস থাকলে পরে সেটা বলার সাহস থাকা উচিত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:



পশ্চিমের মেয়েরা ভয়ংকর ভুক্তভোগী, তাদের ৪০ ভাগের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.