নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সুপরিচিত, পপুলার, দক্ষ, সুনামের অধিকারি মানুষকে প্রেসিডেন্ট বানাতে হয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:২৫



পার্লামেন্ট পদ্ধতির গণতান্ত্রিক দেশে, দেশ চালানোর মুল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে; তুলনামুলকভাবে, প্রেসিডেন্টের ক্ষমতা থাকে সীমিত; কিন্তু নতুন সরকার গঠন, সরকারে কিংবা কেবিনেটে বড় ধরণের রদ বদল, বিল পাশ, সেনা বাহিনীর দায়িত্ব, ইত্যাদিতে প্রেসিডেন্ট যুক্ত থাকেন; তিনি দেশের বিশ্ব বিদ্যালয়সমুহের চ্যানচেলর; দেশের সার্বিক অবস্হা সম্পর্কে প্রাইম মিনিষ্টার প্রেসিডেন্টকে অবগত রাখেন। এগুলো সবই বিশাল বিশাল দায়িত্ব; যদি পালন করা হয়, এগুলো বিশাল দায়িত্ব; আর, পালন না করলে এগুলো তথকথিত অলংকার দায়িত্ব।

বাংলাদেশের মতো সীমিত সম্পদ ও সমস্যাপুর্ণ দেশে প্রাইম মিনিষ্টার, প্রেসিডেন্ট ও কেবিনেটকে খুবই দক্ষ হওয়ার দরকার। আমাদের বর্তমান প্রাইম মিনিষ্টারের দেশ পরিচালনায় মানুষ খুব একটা আর আশাবাদী নন; কেবিনেট নিয়ে মানুষ হতাশ; দেশের অতীত প্রেসিডেন্টগুলোর চালচলেন মনে হয়, উনারা দেশের সর্ব-সন্মানীত সিনিয়র সিটিজেন ছিলেন।

প্রেসিডেন্ট পদের ক্ষমতা সীমিত হলেও, উনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অসীম; মানুষটা জাতির কাছে সুপরিচিত ও পপুলার হতে হবে। আমাদের বর্তমান প্রেসিডেন্টের কর্মকাল শেষ হবে এই বছর এপ্রিল মাসের ২৪ তারিখে; এই পদে উনার ২ মেয়াদকাল শেষ হচ্ছে, তাঁকে আর পুনরায় এই পদে থাকতে দেয়া যাবে না; ফেব্রুয়ারী মাসের ২৩ তারিখে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে দেশের পার্লামেন্ট।

ইতিমধ্যে, দেশের প্রধানমন্ত্রী, শেখ হসিনা উনার দলের তরফ থেকে ৭৪ বছর বয়সী ১জন প্রাক্তন চাকুরে ও অপেক্ষাকৃত কম-পরিচিত নেতাকে প্রার্থী করেছেন। অবশ্য, আমরা ধরে নিতে পারি যে, যথাসময়ে এই প্রার্থীই নির্বাচিত হবেন। উনি কোন সুপরিচিত, পপুলার নেতা কিংবা প্রফেশানেল নন; তিনি দক্ষতা ও অভিজ্ঞতার জন্য জাতির কাছে সুপরিচিত ও পপুলার কেহ নন।


মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১১

স্প্যানকড বলেছেন: আপনি আইসা আমাদের উদ্ধার করেন ! ভালো থাইকেন মুরুব্বি । শুভ রাত্রি ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১৮

সোনাগাজী বলেছেন:



অপরিচিত মানুষের হাতে গুরু দায়িত্ব দিচ্ছেন শেখ হাসিনা।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১৯

কামাল১৮ বলেছেন: সবথেকে পরিচিত সবথেকে দক্ষ লোকটি প্রেসিডেন্ট হয়ে খুব কম সময়ের জন্য প্রেসিডেন্ট থাকতে পেরেছিলেন তিনি বি,চৌধুরী।
প্রেসিডেন্ট হওয়ার সবথেকে বড় যোগ্যতা হলো সরকারের বিশ্বস্থ কি না।সেটা সরকারই ভালো জানে।
আমাদের সরকার ব্যবস্থায় প্রেসিডেন্টের খুব একটা কাজ নাই।ভাষনটাও ক্যাবিনেট দ্বারা অনুমোদিত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:২৭

সোনাগাজী বলেছেন:



বি, চৌধুরীর মাথায় ২পয়সার মগজ থাকলে মিলিটারির দলের হয়ে দেশের প্রেসিডেন্ট হতেন না, এবং শেষে ১০ ক্লাশ ফেল মহিলার লাথি খেতেন না।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০৭

কামাল১৮ বলেছেন: জন প্রিয়তাই রাজনৈতিক নেতাদের যোগ্যতা।বি, চৌধুরী জনপ্রিয় ছিলেন।তার সময়ে সবথেকে ভাল ছাত্র ছিলের।বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন।পারিবারিক ঐতিহ্য ছিল।তার পিতা মন্ত্রী ছিলেন।তার কোন বদনাম ছিলো না এখনো নাই।দুই পয়সার মগজ না থাকলে এতো গুনের এধিকারী কেমনে ছিলেন।তিনি একজন ভালো লেখক।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৩

সোনাগাজী বলেছেন:



শেখ হত্যা করে, মিলিটারী যখন কেন্টনমেন্টে বসে রাজনৈতিক দলের জন্ম দিলো, সেই দলের সেক্রেটারী হওয়া কি মগজের পরিচয়?

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৭

শেরজা তপন বলেছেন: এই লোকতো আমলা নন, নির্বাচন কমিশনে ছিলেন,দুদকের মহাকর্তা ছিলেন। অভিজ্ঞতা মনে হয় খারাপ না। আমাদের পল্লবীতে একসময় থাকতেন-উনার ছোট ভাইয়েরা আমাদের পরিচিত। সে ডাইহার্ট আওয়ামীপন্থী- ছাত্ররাজনীতিতে সুনামের সাথে যুক্ত ছিলেন। তবে গতকালের আড্ডায় মনে হোল আওয়ামীপন্থীরা বিরাট নাখোশ! তারা চাচ্ছিল, মশিউর বা ইঞ্জিঃ মোশাররফ হোক।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

সোনাগাজী বলেছেন:



যারা ছাত্র অবস্হায় যারা রাজনীতি করেছে, তারা ছাত্র ছিলো না, রাজনীতিবিদও ছিলো না; এরা সব বিষয়ে অদক্ষ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৮

শেরজা তপন বলেছেন: *শুধু আমলা নন ( কারেকশন হবে)

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫১

বিটপি বলেছেন: মশিউরকে প্রেসিডেন্ট বানালে সবচেয়ে ভালো হত। আমি যখন একটা সরকারী কাজে পি এম এর অফিসে যাই, তখন ওনার সাথে দেখা হয়েছিল। এই দেশের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আগাগোড়া এই লোকটার মত আর কেউ চেনে কিনা, আমার সন্দেহ আছে। তবে বেশি জানা লোক প্রেসিডেন্ট হলে সমস্যাও আছে - পি এম হয়তো এই ব্যাপারটা ভেবে দেখেছেন।

আমার একটা প্রশ্ন আছে। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স - এরকম ক্ষমতাশালী দেশে প্রেসিডেন্ট কেন সরকার প্রধান হয়? আর ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মত অসহায় দেশে কেন প্রধানমন্ত্রী সরকার প্রধান হয়?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২০

সোনাগাজী বলেছেন:



২ ধরণের গণতান্ত্রিক সরকার আছে: (১) পার্লামেন্টারী (২) প্রেসিডেন্সিয়াল; আমেরিকা, ফ্রান্স , ইত্যাদিতে ২য় রকমের সরকার প্রচলিত।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কথাটা আগে বললে পিএম কথাটা বিবেচনায় নিতে পারতেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৬

সোনাগাজী বলেছেন:



উনি বড় বড় পদে দুর্বল লোকদের নিযুক্ত করে, কৌশলে ক্ষমতা নিজের হাতে রাখেন; সেজন্য ওয়ায়দুল কাদেরকে দলের সেক্রেটারী করা হয়েছিলো; ফলে, দেশের সব কিছু "আপা জানেন"।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




এদেশে প্রেসিডেন্ট হতে হলে সুপরিচিত, পপুলার, দক্ষ, সুনামের অধিকারি মানুষের কোনও দরকার নেই।
আঙুলের টানে টানে পুতুল নাচ নাচতে জানলেই হয় ......... :||

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৮

সোনাগাজী বলেছেন:



সবকিছুর বেলায় সুতাটা আপার হাতে; উনি আমাদের দশভুজা

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৯

অনল চৌধুরী বলেছেন: রাষ্ট্রপতির একমাত্র কাজ সমাধিতে গিয়ে প্রার্থনা করা যা আপনিও পারবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৯

সোনাগাজী বলেছেন:



এত বড় পদের লোককে কাজ দেয়া হয় না, শুধু সাক্ষী গোপাল করে রাখা হয়।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩২

নতুন বলেছেন: বাংলাদেশের রাস্টপতির কাজ কি? তারা কি কি করতে পারে?

পুতুল রাস্টপতির কাজ যে কেউই করতে পারে, তাকে প্রধানমন্ত্রীর বিরুধিতা না করে চেয়ারে বসে অফিস যা বলে সেটা করলেই চলে। সেটা যে কোন মানুষ দিয়েই সম্ভব।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা একা সবকইছু করতে গিয়ে কনটাই ঠিক মতো করতে পারছেন না। উনি বড় বড় পদে, উনার চেয়ে কম দক্ষদের নিযুক্ত করে আসছেন সব সময়।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৩

চারাগাছ বলেছেন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনি কেমন ধারণা পোষণ করেন ?
কোন ভাবনা চিন্তা ছাড়া উনাকে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন নাকি উনার ভাবনা চিন্তা সর্বদা ব্যুরোক্র্যাট দ্বারা প্রভাবিত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩

সোনাগাজী বলেছেন:



দেশ চালনার ব্যাপারে, ব্যুরোকরেটরা উনাকে ঠিক বেগম জিয়ার মতো অবস্হানে নিয়ে গেছে; মুখে বলে "আপা জানে", ওরাই দেশ চালাচ্ছে।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭

নেওয়াজ আলি বলেছেন: অনুগত আওয়ামিলীগ দরকার উনি তাই মনে হয়

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার পলিসি হলো, বড় বড় পদে অপেক্ষাকৃত কম দক্ষদের নিযুক্তি দিয়ে সুতাটা নিজের হাতে রাখা, জাতির বারোটা বাজলে বাজুক।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১২

রেজাউল৭৩ বলেছেন: ইন্টারনেট চালাতে জানলে হইল, গলু-মলু, ডোডো-মোডো যে কেউ ব্লগে লিখতে পারে , কোন আইনগত সমস্যা নাই। কিন্তু জেনেটিকালি মানুষ না হলে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব না।
আপনি হাহুতাস না করে বরং আমেরিকার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করেন । উনাদের যা দলীয় সিম্বল তাতে আপনাকে প্রেসিডেন্ট না বানানোর কোন যুক্তি সঙ্গত কারণ নাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনার মতো ক্রিনিনাল লোক আমার পোষ্টে কেন?

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাসিনা, খালেদা চায় না স্মার্ট কেউ প্রেসিডেন্ট হোক। স্মার্ট বি চৌধুরী ছিল, কিন্তু তাকে থাকতে দেয়নি বিএনপি। ভাল লোক সাহাবুদ্দিন হয়েছে বেঈমান, ইয়াজউদ্দিন<ইয়েস উদ্দিন, আবদুল হামিদ<জোকার। তবে এদেশের .দু জনতার(সৌজন্যে -বনি আমিন) এটাই প্রাপ্য। এর আবদুল হামিদের ভাঁড়ামিকে মাটির মানুষ, সাদা মনের মানুষ মনে করে তৃপ্তির ঢেঁকুর তুলে। এদের বিশাল একটা অংশ হিরো আলমকে এমপি হিসেবে দেখতে চায়, নুরা পাগলাকে আওয়ামী লীগের বিকল্প ভাবে...

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬

সোনাগাজী বলেছেন:



হিরো আলমকে এমপি পদে দাঁড়াতে দিয়ে নির্বাচন কমিশন দেশকে "ভাঁড়ের দেশ" হিসেবে পরিচিত করেছে। যারা হিরো আলমকে এমপি হিসেবে উপযুক্ত বলে, এরা ইডিয়ট।

শেখ হাসিনা এখন নিজের জন্য বদনাম কুড়াচ্ছেন। উনি ক্ষমতা থেকে সরলে, স্বয়ং আওয়ামী লীগের লোকজন উনার বদনাম করবেন।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: রাষ্ট্রপতি এমন একজন কে বানাতে হবে যাকে দেশের কম পক্ষে ৫০% মানুষ চিনেন।

আমি চুপ্পু সাহেবকে চিনি। উনি দুদকে থাকতে তার অফিসে গিয়েছিলাম। তার সাক্ষাৎ নিয়েছি। ছবি তুলেছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২১

সোনাগাজী বলেছেন:


দুদকের বদনাম ছাড়া সুনাম কখনো ছিলো না।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ওনার নাম চুপ্পু এটাই ওনার বড় যোগ্যতা । মিডিয়া এখন চুপ্পু বলা এড়িয়ে যাচ্ছে ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



এই নিক নামটা কেমন বেমানান

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

নতুন বলেছেন: শেখ হাসিনা একা সবকইছু করতে গিয়ে কনটাই ঠিক মতো করতে পারছেন না। উনি বড় বড় পদে, উনার চেয়ে কম দক্ষদের নিযুক্ত করে আসছেন সব সময়।


বেশিরভাগ মানুষই নিজের চেয়ে দক্ষ এবং বুদ্ধিমানদের পছন্দ করেনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:



ইহা জাতিকে পেছনে টানার একটা সুক্ষ যন্ত্র।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনাকে বানানো গেলে একটা কাজের কাজ হতো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



এখন জাতির জন্য যা যা দরকার আমি তা বলতে পারতাম।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: রাষ্ট্রপতির তো তেমন কাজ নেই। সে মূলত পুতুল। আমাকে রাষ্ট্রপতি বানালেও আমিও পারবো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৬

সোনাগাজী বলেছেন:



দেশের সবচেয়ে বড় পোষ্টের লোক কাজ করেন না; কারণ, দায়িত্ব কম; সব দায়িত্ব কিশোরী চাকরাণীর উপর?

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুতো আপার হাতে থাকলে সুপরিচিত, পপুলার, দক্ষ, সুনামের অধিকারি কোনও কিছুর দরকার নেই। ব্লগার আহমেদ জী এস আরো বলেছেন আঙুলের টানে টানে পুতুল নাচ নাচতে জানলেই হয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:


দক্ষ মানুষকে ক্ষমতায় আনেননি শেখ হাসিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.