নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মুক্তমনা মানুষের ২/১টা উদাহরণ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৪



আনুমানিক ৬/৭ বছর বয়স থেকে শিশুরা চারিপাশের পারিপাশ্বিকতা সম্পর্কে জানতে শুরু করে, জ্ঞান আহরণ করতে শুরু করে; সেই বয়সে কোনদিন আপনি কি খেয়াল করেছিলেন যে, সুর্য পুর্বদিক থেকে উঠে, ক্রমেই ঘুরে পশ্চিম দিকে ঢোবে! তখন আপনার কি ধারণা ছিলো, সুর্য ঘুরে, নাকি পৃথিবী ঘুরে? পরে, স্কুলে পড়ার সময় যখন জেনেছেন যে, আসলে পৃথিবীই ঘুরে; পৃথিবীর ঘুর্ণনকে আপনার লজিক্যাল মনে হয়েছে, নাকি এখনো আপনার প্রাথমিক যে ধারণা ছিলো, সুর্য ঘুরে, ওটাই আপনার শক্ত ধারণা হয়ে রয়ে গেছে?

আপনি ছোটকালে জ্বীনভুতের গল্প শুনেছেন, ভীত হয়েছেন, উৎসুক হয়েছেন? আমি ব্লগে অনেক ব্লগারের পোষ্ট পড়েছি, যেখানে তিনি বলেছেন যে, তিনি জ্বীনভুত দেখেছেন। আপনিও যদি ছোটকালে দেখে থাকেন, কোন সমস্যা নেই! এখন আপনি যখন জেনেছেন যে, জ্বীনের আকৃতি যদি মানুষের মতো হয়ে থাকে, সে যদি দৃশ্যমান হয়, সে যদি খাদ্য গ্রহন করতে পারে, সে অবশই জীবিত সেল থেকে তৈরি; জীবিত সেল থেকে যা তৈরি, উহা অদৃশ্যমান হতে পারে না। এখন আপনার কাছে কোনটা লজিকেল মনে হয়? মানুষ জ্বীনভুত নিয়ে যেসব গল্প করে, উহাকে সঠিক মনে হয়, নাকি উহাকে রূপকথা বলে মনে হয়?

আপনার কাছে বাংলাদেশের ১৯৭৫ সালের হত্যাকান্ড ও তারপর জেনারেল জিয়ার ক্ষমতা গ্রহনকে কি কোন কারণে সঠিক মনে হয়েছিলো? যদি তা ঘটে থাকে, এখন পাকিস্তানের ক্ষমতা কিভাবে মিলিটারী কন্ট্রোল করে, বার্মার মিলিটারীর কার্যকলাপ দেখার পর, জেনারেল জিয়া সম্পর্কে কি আগের ধরণা রয়ে গেছে, নাকি বদল হয়েছে?

২য় বিশ্বযুদ্ধে হিটলারের ভুমিকা নিয়ে আপনার কি কখনো মনে হয়েছে যে, হিটলার সারা বিশ্বের বিপক্ষে একা লড়ার মতো সাহসী ছিলো, সে আসলে বীর ছিলো। বর্তমানে ইতিহাস ও বিশ্ব রাজনীতি বুঝার পর, হিটলার যে ভুল ছিলো, সেটা কি পরিস্কার?

আপনি যদি আপনার এক সময়ের বিশ্বাস, সুর্য ঘোরার পরিবর্তে, পৃথিবীর ঘোরাকে মেনে নিয়েছেন; ছোটকালের জ্বীনভুতে সম্পর্কে ভুল ধারণা থেকে বের হয়েছেন; জিয়া সম্পর্কে আপনার ধারণা পরিবর্তন; হিটলার সম্পর্কে আপনার সঠিক ধারণা হওয়াটাই "মুক্তমনা"র উদাহরণ।


মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭

কামাল১৮ বলেছেন: বিজ্ঞানের শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার কিছু বৈপরিত্ত আছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



একমাত্র ইহুদী ধর্ম বয়তিত, যেকোন ধর্মীয় শিক্ষার কালচার হলো, আধুনিক সভ্যতার প্রতি বিমুখতা।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০০

পাজী-পোলা বলেছেন: জ্বীন-ভূত রুপকথা মনেহয়। ১৯৭৫ এর হত্যাকাণ্ড ভুল ছিলো, জেনারেল জিয়ার ক্ষমতা গ্রহণ ঠিক ছিলো। হিটলার সাহসী এবং বীর ছিলো কিন্তু সে ভুল ছিলো।

আকবর ভারত বর্ষ দখল করে ছিলো কিন্তু সে মহারানা প্রতাপের কাছে হেরেছিলো, তাকে সাহসী, বীর বলবেন? ভারতের হিন্দুদের কাছে জিঙ্গেস করে দেখেন মুঘলরা সাহসী, বীর ছিলো না ভুল ছিলো।

অন্ধের মত কিছুই বিশ্বাস করি না, প্রমাণ এবং নিজের যুক্তি-বিবেচনা দিয়ে বিশ্বাস করি। নিজের যতটুকু মেধা আছে ততটুকু দুয়েই, সেটা মুরগী সমান থাক অথবা বানরের সমান। কারো বুদ্ধি ধার করতে যাই না, তাতে আমি তার ফলোয়ার হয়ে যাব। যদি প্রমাণ পাই, আমার যুক্তি-বিবেচণা যদি কাল অন্য কিছু বলে আমি সেটাই বিশ্বাস করবো।

সময়ের সাথে সাথে মানুষের ঙ্গান বাড়ে, ঙ্গান বাড়ার সাথে সাথে মানুষের মতের পরিবর্তন হবে সেটাই স্বাভাবিক। যে একি মতে থেকে যায় সে গোয়ার আর যার ঙ্গানের সীমা অতিক্রম করে গেছে তারমত গোয়ার আর নেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৮

সোনাগাজী বলেছেন:



সঠিক তথ্য ও লজিক্যাল রিজনিং'এর কারনে মানুষ আগের ভুল ধারণাকে ত্যাগ করে, নতুন সঠিক ধারণাকে গ্রহন করেন। কিছু মানুষ লজিক্যালী ভাবতে পারেন না, এদের নিয়ে সমস্যা।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৩

স্মৃতিভুক বলেছেন: ইয়ে, মানে, বলছিলাম কি (এই পর্যায়ে এসে কিঞ্চিৎ মাথা চুলকাতেই হলো)- জনাব কি গ্রামের প্রাইমারি স্কুল'এ রিসেন্টলি শিক্ষকতা শুরু করেছেন? নাকি এখানে পাঠকদের আপনার মতোই অর্ধ-শিক্ষিত মনে হয়?

আপনার এই লেখা (প্রকারন্তরে আবর্জনা'ও) বলা যায় - পড়ে মনে হলো টঙের দোকানে বসে আমি চায়ের কাপে ঝড় তোলা কোনো এক গ্রাম্য গলাবাজের বক্তৃতা শুনছি।

টয়লেটে হালকা হতে বসে হঠাৎ করে যা মাথায় আসলো, তাই লিখে ফেললেন আর কি| কিছু লেখার আগে কিংবা সেই রিলেটেড উদাহরণ দেয়ার আগে একটু পড়াশুনা করে নেবেন।

ধন্যবাদ|

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫৪

সোনাগাজী বলেছেন:



লেখেন, তখন পড়ে দেখবো।

বাংগালীরা "মুক্তমনা" শব্দটাকে বুঝতে পারছেন কিছুতেই; তাই, উদাহরণ দিয়ে একটু সহজ করার চেষ্টা করলেম।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


চাঁদ/সূর্য্য/পৃথিবীর ঘোরাঘুরি এপর্যায়ে সঠিক জানতে পারলেই মুক্তমনায় নাম উঠে যায় ; তবে যারা এসব বের করতে পেরেছে তারা জানতই না মুক্তমনা কি জিনিস।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



আমার সুর্য গোরার উদাহরণটা হলো, শিশুকালের ধারণা কিভাবে পরবর্তীতে বদলায়, সেটার উদাহরণ

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৮

পাজী-পোলা বলেছেন: "কামাল১৮ বলেছেন: বিজ্ঞানের শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার কিছু বৈপরিত্ত আছে।"

সমস্যা এখানেই, যদি বিঙ্গানের সাথে ধর্মের কিছু মিলে যায় তখন ধার্মিকরা বলে, দেখো- এখন বিঙ্গান ও এটা মেনে নিলো। আর যখন না মিলে তখন বিঙ্গান বয়কট করো।

মানুষ প্রতিদিন বিঙ্গান ব্যবহার করছে অথচো বিঙ্গান অবিশ্বাস করে, ধর্ম ব্যবহার করে না তবুও ধর্ম বিশ্বাস করে। কী অবাক কান্ড!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:



মানুষের শিক্ষার মান, সামাজিক পরিবেশ, জীবনকে অনধাবন করার ক্ষমতা, মানুষকে সঠিকভাবে ভাবতে সাহায্য করে থাকে।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১০

পাজী-পোলা বলেছেন: "শূন্য সারমর্ম বলেছেন:
চাঁদ/সূর্য্য/পৃথিবীর ঘোরাঘুরি এপর্যায়ে সঠিক জানতে পারলেই মুক্তমনায় নাম উঠে যায় ; তবে যারা এসব বের করতে পেরেছে তারা জানতই না মুক্তমনা কি জিনিস।"


ঘটনা সত্য।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৪

জ্যাক স্মিথ বলেছেন: আমার মতে যে ব্যক্তি পূর্বের কোন মতবাদ, দর্শন অথবা ধর্ম দ্বারা প্রভাবিত না হয়ে নিজের মত চিন্তা করে এবং যে কোন বদ্ধমূল ধারণাকে প্রশ্ন করতে পারে, প্রয়োজনে ছুড়ে ফেলতে পারে সে'ই মুক্ত চিন্তক।
এই ব্লগে এখনো জ্বীন, ভূত নিয়ে আলাপ হয়!! ভাবতেই কষ্ট হয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২২

সোনাগাজী বলেছেন:



বিদ্রোহী ভৃগু নিকে একজন ব্লগার আছেন, উনি জ্বীনভুত নিয়ে নিজের অভিজ্ঞতা লিখেছিলেন একবার।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২১

রানার ব্লগ বলেছেন: কমেন্ট গুলো পড়ছি। দেখি কে কি বলে। সভ্যতা ভব্যতা মনে হয় উঠে যাচ্ছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:



২/৩ লাখ বছরের অর্জন ২/৪ জেনারেশনে হারিয়ে যাবে না; সভ্যতা মাঝে মাঝে পথ হারায়; কিন্তু ভুল দিকে দীর্ঘ সময় থাকে না।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫৯

স্মৃতিভুক বলেছেন: @ রানার ব্লগ - একদম ঠিক বলেছেন, সভ্যতা-ভব্যতা আসলেই উঠে যাচ্ছে। ঠিক অলরেডি যেমন উঠে গেছে বেশ কিছু বেসিক ব্যাপার। যেমন ধরেন, মাতৃভাষার শব্দের বানান না জেনে, সাধারণ ব্যাকরণ না জেনে আবার সেই ভাষায় কবিতা লেখার দুঃসাহস।

কিংবা ধরেন আমরা এটাও ভুলে গেছি, পাবলিকলি কিছু পাবলিশ করার আগে, অন্তত একবার হলেও রিভাইস করতে হয়।

সাধে কি আর কবি বলেছেন, সব কাক কবি হতে চায়..ইত্যাদি...ইত্যাদি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০২

সোনাগাজী বলেছেন:



কবিতা হলো সাহিত্যের কঠিনতম শাখা; বাংগালীরা সেখান থেকে শুরু করেন; তারপর, রচনার বই থেকে গরুর রচনা মুখস্হ করে পরীক্ষা হলে গিয়ে দেখেন যে, উহা "কমন" পড়েনি।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৯

কলাবাগান১ বলেছেন: আমেরিকান স্টুডেন্টদের কখনও বলতে শুনি নাই বলতে যে পরীক্ষা খারাপ হয়েছে কেননা প্রশ্ন কমন পড়ে নাই!!!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১৫

সোনাগাজী বলেছেন:



শিক্ষার মেথোডোলোজী ও উদ্দেশ্য ঠিকভাবে প্রতিষ্ঠিত করা হয়নি।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০৪

অনামিকাসুলতানা বলেছেন: বাংলাদেশি রা মুক্তমনা মানে নাস্তিক মনে করে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১৩

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতি এত বেশী পেছনে পড়ে গেছে যে, এরা কোনদিন বিশ্বের সাথে সমান হয়ে চলার সম্ভাবনা কমে যাচ্ছে।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫

কামাল১৮ বলেছেন: মুক্তমনা আর নাস্তিক্য এর মধ্যে পার্থক্য কি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



মুক্তমনার সাথে আস্তিক, বা নাস্তিকতার কোন ধরণের সম্পর্ক থাকার কথা নয়; ইহার বিপরিতে থাকার কথা "বদ্ধ ধারণা" ধরণের কিছু, যারা যা বুঝেছে, সেটা নিয়েই থাকতে চায়, নতুন কোন যুক্তিকে গ্রহন করে না।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩

কামাল১৮ বলেছেন: মুক্তমনা আর নাস্তিক।শব্দ দুটি কি বিপরীত শব্দ নাকি সমার্থক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০১

সোনাগাজী বলেছেন:



কিছু লোকজন মুক্তমনা আর নাস্তিককে বিপরীতার্থক হিসেবে ব্যবহার করে; উহা সঠিক নয়।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুক্তমনাদের মন মুক্ত নয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:




আপনি কি মুক্তমনা মানুষ?

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।
ছোট এক পোষ্টে অনেক গুলো গুরুত্বপূর্ন বিষয় উঠে এসেছে।

যারা কুসংস্কার বিশ্বাসী এদের বোধ শক্তি কাজ করে না।
গতকালের একটা ঘটনা বলি- সন্ধ্যার সময়। আমি রেলগেইট যাচ্ছিলাম। এক রিকশায় দুজন মহিলা বসেছিলো। তাদের দুজনের কোলেই ছোট দুজন বাচ্চা। হঠাত একটা গাড়ি রিকশাকে ধাক্কা দেয়। দুই মহিলা রিকশা থেকে পড়ে যায়। কোলে থাকা দুই বাচ্চাও বেশি ব্যথা পায়। এই ঘটনা দেখে একলোককে দেখলাম হাসছে। আবার হাতে তালিও দিচ্ছে। আমি বললাম, এখানে হাসার কি আছে? রিকশা থেকে পড়ে বাচ্চা, বাচ্চার মা ব্যথা পেয়েছে। তুমি হাসছো কেন?

আমার উপর ক্ষেপে গেলো। এখন আমাকে মারবে। কাকে যেন ফোন দিয়ে ডেকে আনছে। তখন একলোক আমাকে বলল, এদের বুঝাতে যাচ্ছেন কেন? এদের তো বোধশক্তি নেই। বোধ শক্তি ভেতর থেকে আসে। যা এদের নেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের সামগ্রিক পরিবেশ মানুষের চিন্তাভাবনাকে নীচু মানের করে ফেলেছে।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২২

বিষাদ সময় বলেছেন: ধরেন আমি এলিয়েনে বিশ্বাস করতাম না এখন আমি বিশ্বাস করা শুরু করেছি। তাহলে কি আমি মুক্তমনা?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, আপনার বুদ্ধিমত্তা কমে আসছে!

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

বিষাদ সময় বলেছেন: সব কিছুতে যদি intelligence নিয়ে টান দেন তাহলে humor এর কি হবে? :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:


স্যরি, বুঝার আগেই উত্তর দিয়ে ফেলেছিলাম।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

বঙ্গদুলাল বলেছেন: মহাবিশ্বের সব জায়গায় সময়ের হিসাব কি একই!বিজ্ঞান কী বলে!
পৃথিবীর সকল ঘটনা কি মহাবিশ্বের সাথে মিলবে!?মহামতি স্যার আলবার্ট আইনস্টাইন এই ব্যাপারে কিছু বলেছেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:



সময়ের কোন শুরুটা হিসেব করা সম্ভব হবে না; আপাতত, বিগ ব্যাংগকে "ইভেন্ট" ধরে সবাই সেখান থেকে সময়ের কথা বলছেন।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

বঙ্গদুলাল বলেছেন: ধর্মের কিছু অংশ মানা, কিছু অংশ না মানা কতটুকু লজিক্যাল?ইহুদি ধর্মে কি কিছু অংশ না মানার ব্যাপারে ধর্মীয়ভাবে শিথিলতা রয়েছে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



ইহুদী ধর্মে কোন কিছুর শিথিলতা করা হয় নাই; ইহুদী ধর্ম সময়ের সাথে বদলাচ্ছে; কারণ, সময়ের সাথে গ্রান্ড রাবাইগণ তাদের ধর্মীয় জীবনের কিছু কিছু পরিবর্তন করছে।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩০

বঙ্গদুলাল বলেছেন: সময় সম্পর্কে আপনি কম বলেছেন।একজন ইঞ্জিনিয়ার হিসেবে আরও দুই লাইন লিখতে পারতেন।সময় সম্পর্কে আইনস্টাইনের মন্তব্য পড়েছেন কোথাও?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২২

সোনাগাজী বলেছেন:



না, সময় সম্পর্কে আমি উনার কিছু পড়েছি বলে মনে পড়ছে না।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩১

বঙ্গদুলাল বলেছেন: মহাবিশ্বে শক্তির উৎস খোঁজে পাওয়া সম্ভব হবে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২৩

সোনাগাজী বলেছেন:



সুর্যের আলোক ও তাপের বাহিরে কিছু পাওয়া যাবে না।

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১০

বঙ্গদুলাল বলেছেন: সূর্য কি আমাদের গ্যালাক্সির কেন্দ্র না কি মহাবিশ্বের কেন্দ্র?
আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি অনুযায়ী শূন্যস্থানের মধ্য দিয়ে আলো সব সময় সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার বা ১ লাখ ৮৬ হাজার মাইল।কোনো বস্তু যদি আলোর গতির কাছাকাছি গতিতে চলতে থাকে, তাহলে সময় প্রভাবিত হবে। সেই ভীষণ গতিশীল বস্তুর ভেতরে যদি আপনি থাকেন, তাহলে আপনার ঘড়ি ধীরে চলবে। একে ‘টাইম ডায়ালেশন’ বলে।আপনি যদি আলোর কাছাকাছি গতিতে মহাশূন্যে কয়েক শ বছর বেড়িয়ে আসেন, তাহলে আপনার বয়স তেমন বাড়বে না। ফিরে এসে দেখবেন,আমরা বুড়ো, আর আপনি প্রায় আগের মতোই। কোনো বস্তু যদি আলোর গতিতে চলে, তাহলে তার সময় থেমে যাবে আর ভর বেড়ে অসীম হয়ে যাবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৬

সোনাগাজী বলেছেন:


সুর্যের অবস্হান বুঝার সহজ পদ্ধতি হলো, রাতের আকাশে আপনি যদি একটি তারকার দিকে তাকান, তাকে যেখানে দেখছেন, সুর্য তার পাশেই আছে; ফলে ইহা যে "মিলকি ওয়ের" ( আমাদের গ্যালাক্সি ) কিংবা পুরো ইউনিভার্সের কেন্দ্রে নেই, তা বুঝা যাবে।

সময়ের সংকোচন সম্পর্কে আপনি যা লিখেছেন, থিওরিটিক্যালী তা হওয়ার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.