নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার উপস্হিতি সব সময় ব্লগারের সংখ্যা বাড়ায়েছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪০



আমি ব্লগে থাকলে আপনাআপনিই ব্লগার বাড়ে; সেইজন্য এখনো কপিরাইটিং পোষ্ট দিচ্ছি না; ভাবছি, আমি কপিরাইটিং পোষ্ট দিলে হঠাৎ যদি ব্লগারের সংখ্যা খুব বেশী বেড়ে যায়, আমার নিজের লেখাই ১ম পাতায় বেশীক্ষণ থাকার সুযোগ পাবে না। পোষ্ট ২য় পাতায় চলে গেলে সমস্যা, অনেক পাঠক ২য় পাতায় যেতে চান না।

কিছু নতুন ব্লগার এলে ভালোই হতো; পাঠকের অভাবে লেখকেরা আজকাল নিজের লেখার গন্ডি ছেড়ে এখন বিচিত্র রকমের পোষ্ট দিয়ে পাঠক বাড়ানোর চেষ্টা করছেন: আমাদের সিনথেসিস গল্পের গল্পকার দুনিয়ার বিচিত্র পোষ্ট লিখছেন আজকাল; সেদিন দেখলাম, "সামুপতি" বানানোর ব্যাপারে ১ পোষ্ট ছেড়েছেন; অনেকদিন পর উনার পোষ্টে কিছুটা পাঠক বেড়েছিলো, এখন উহাতেও ভাটা; আপনারা সামুভ্রাতা, সামুভগিনী, সামুবন্ধু, ইত্যদি বানানোর ঘোষনা দিয়ে পোষ্ট দিয়ে দেখতে পারেন, লোকজন হয়তো নড়েচড়ে বসবেন।

আপনারা খেয়াল করলে দেখবেন, আমার কারণে ২/৪ জন পুরাতন ব্লগার মাঝে মাঝে ব্লগে আসে; কিছু পুরাতন ব্লগার আমার কারণে লগিন করেন; সেদিন লগিন করেছিলেন "আনারুল ইসলাম"; এই ব্লগার অনেকদিন ব্লগে আসেন না; ২০১৬ সালের শুরুতে, আমি "চাঁদগাজী" নিকে ব্লগিং শুরু করলে, উনি আমার ব্যান চেয়ে কিছু পোষ্ট দিয়েছিলেন, যেগুলো এত বেশী মন্তব্য পাচ্ছিলেন যে, আমার অবস্হা খারাপ হয়ে গিয়েছিলো। অনেক বছর পর, সেদিন এসেছিলেন, আমার নিক বদলায়ে গেলেও আমাকে খুঁজে নিয়েছেন।

সম্প্রতি, একটি ব্লগার ফ্যামিলী অনেকটা আমার প্রাইভেট পাঠকে পরিণত হয়েছেন; এঁদের পিতা হচ্ছেন, "রেজাউল"; এখন এদের ছানাপোনা ২১ জনের মতো হয়েছে, রেজাউল৯০ থেকে রেজাউল৭৩ অবধি এই ফ্যামিলীর সদস্য, এখন বসন্ত এসেছে, ছানাপোনা আরো বাড়বে; এরা অবশ্য ব্লগার অপু তানভীর, জুল ভার্ন ও সাড়ে চুয়াত্তরের লেখায়ও যাওয়া আসা করেন। আপনারা যদি চান, আপনাদের পোষ্ট আসবে; তবে, আপনাদের পোষ্টের শেষের ২ লাইনে আমাকে একটু গালিগালাজ করতে হবে; আমি কিছু মনে করবো না; আমাকে গালি দিতে খারাপ লাগলে, গ্রামের কুকুর গলুকে কিছু গাল দিয়ে দিবেন; আর গলুকে গাল দিতে খারাপ লাগলে, শুধু লিখবেন যে, কুকুরের লেজ কখনো সোজা হয় না; দেখবেন, কাজ হচ্ছে।



মন্তব্য ৬০ টি রেটিং +১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৪

বিষাদ সময় বলেছেন: ভাবছি আপনাকে মধু বা মিশ্রি পাঠাবো । খেলে আপনার কধা একটু মিষ্টি হবে। আপনি এতো তিতা কথা বলতে পারেন!!!!!! :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



গল্পকার যদি গল্প না'লেখন, কবি যদি কবিতা না'লেখেন, তা'হলে সমাজে সমস্যা বাড়বে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার বেশীক্ষণ প্রথম পাতায় থাকতে হবে না, তথাপি পোষ্ট বাড়ুক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



পোষ্টের রেইট খুব একটা খরাপ না, মান কম, পাঠক কম। আমাদের পোষ্টগুলো পাঠকদের কাছে ইন্টারেষ্টিং মনে হচ্ছে না, মনে হয়।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি কেমন আছেন?



১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো।
এখন কিসের চাষ করছেন?

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


নিচে যাদের নাম দিয়েছেন উনারা ঢাকায় থাকে সম্ভবত,ভূমিকম্প হলে ক্ষতি উনাদেরই হবে। তখন আবার যেন সহানুভূতি কাজ না করে। কি বলেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



ঢাকায় করোনা সুবিধা করতে পারেনি; ঢাকায় ভুমিকম্প হলে, একসাথে অনেক লোকজন নতুন জীবনে প্রবেশ করার সম্ভাবনা আছে, অনেক ঝামেলা হবে; সেই ঝামেলা এড়ানোর জন্য ভুমিকম্পই দেয়া হবে না।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৯

জাদিদ বলেছেন: আপনার কারনে ব্লগে ব্লগার সংখ্যা বেড়েছে - এই দাবির পক্ষে এমন কোন পরিসংখ্যান আছে বলে মনে হয় না। কিন্তু আপনার কারনে বহু ব্লগার ব্লগ বিমুখ হয়েছে - এই তিক্ত সত্যের পরিসংখ্যান ভিত্তিক প্রমান আছে। তবে, আপনি এককভাবে ব্লগারদের যতটা না বিরক্ত করেছেন (আপনার ভাষায় উপযুক্ত সমালোচনা করার মাধ্যমে) তার চেয়ে বেশি বিরক্ত হয়েছে আপনার কিছু নির্বোধ শ্রেনীর অন্ধ সমার্থকদের আচরনে। সবচেয়ে তিক্ত সত্য হচ্ছে - এরা যে নিবোর্ধ এবং সংশোধন অযোগ্য সেটা আপনিও জানেন। কিন্তু আপনি সম্ভবত তাদের এই আচরনে অভ্যস্ত হয়ে পড়েছেন, যেখানে ক্ষতিকর মাদকে মানুষ আসক্ত হয়, ঠিক সেভাবে। সে কারনে তারা কোন ভুল কাজ করলেও আপনি তাদেরকে সংশোধন করার চেষ্টা করেন না। যাইহোক, এটা আপনার নিজস্ব অভিরূচি।

এটা আমার ব্লগার হিসাবে মুল্যায়ন, কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। তবে ব্লগার হিসাবে আপনাকে আমার ভালো লাগে, আপনার লেখা ও অভিজ্ঞতাকে আমি শ্রদ্ধা করি। :)

শুভেচ্ছা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৫

সোনাগাজী বলেছেন:




আমাকে ২ জন ব্লগার কিছুটা অনুসরণ করতেন: (১) রাজিব নুর ও (২) নুরু সাহেব; কিন্তু উনাদের নিজস্ব ষ্টাইল সব সময় ছিলো। কোন ব্লগার আমাকে দীর্ঘ সময়ের জন্য পছন্দ কিংবা অনুসরণ কখনো করেননি, সামনের দিনগুলোতেও করবেন না।

কিছু ব্লগার অকারণে আমাকে ধাক্কাতে গিয়ে, নিজেই ক্লান্ত হয়ে, হতাশ হয়েছেন, সন্দেহ নেই। আপনি ব্লগের দায়িত্ব আছেন, আপনি সবকিছু জানার কথা।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৭

রানার ব্লগ বলেছেন: আজ কি বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়েছেন??

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



পুরাতন ব্লগারদের উৎসাহিত করছি।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: কষ্ট করিয়া আপনার একখানা ছবি প্রকাশ করুন। আমরা ব্লগের কর্তৃপক্ষকে বলি আপনারছবি স্টিকি করিয়া রাখিয়া দিতে। তাহাতে যদি সামুর ভিজিটর বাড়ে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২০

সোনাগাজী বলেছেন:




আমি বয়স্ক মানুষ, আমার ছবি বিরক্তিকর হওয়ার সম্ভাবনা আছে। ব্লগারেরা আসলে লেখার সাথে, নন-রিলেটেড ছবি দেখার মানুষ নন।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: তাহলে এক কাজ করুন। আপনি ১৫টি আইডি খুলুন। এক নাগাড়ে আপনিই পোষ্ট দিন, প্রথম পেজ এর ১৫টিই আপনার পোষ্ট থাকুক। ব্লগার বাড়বে তাতে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৬

সোনাগাজী বলেছেন:



এগুলো মানসম্পন্ন বুদ্ধি নয়, লেখার মান বাড়লে ব্লগার বাড়ার কথা।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০৬

জাদিদ বলেছেন: না, নুরু ভাই সম্ভবত এই তালিকায় কখনও ছিলেন না। তিনি এখন আর নেই। তাঁকে আমরা কোন আলোচনায় অহেতুকভাবে না জড়ানোরই ভালো এবং সেটাই শোভনীয়। একজন ব্লগার হিসাবে তাঁর প্রতি আমার শ্রদ্ধা সব সময়ই থাকবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১৪

সোনাগাজী বলেছেন:




দেশ, জাতি ও জাতির কালচার নিয়ে আমাদের উভয়ের মনোভাব কাছাকাছি ছিলো।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৯

স্মৃতিভুক বলেছেন: গোফরান এবং রাজিব - যতদূর মনে হয় জাদিদ এই দু'জন ব্লগার এর কথা বলেছেন। বিভিন্ন সময় এই দুই ব্লগার এর লেখাতে জাদিদের মন্তব্য শালীনতাবোধের সীমা ছাড়িয়ে গেছে।

জাদিদ, নুরু সাহেবকেও প্রকারন্তরে বিভিন্ন সময় আপনি অপমান করতে ছাড়েন নাই। আপনার কি ধারণা আপনি অ্যাডমিন, এজন্য কাউকে অপছন্দ হলেই "ছাগল" কিংবা "নির্বোধ" বলতে পারেন? কিংবা হয়তো অপটু হাতে লেখা কোনো ব্লগারের পোস্টকে "বলদ" পোস্ট বলতে পারেন?

ক্ষমতা মানুষকে বিনয়ী হতে শেখায় তবে দুর্বল মানুষের হাতে পড়লে সেই ক্ষমতার মিসইউজ হতেও আমরা দেখেছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৯

সোনাগাজী বলেছেন:



রাজিব আমার অনেক আগের থেকেই সামুতে আছেন; উনার নিজস্ব স্টাইল আছে। তিনি আধুনিক মনোভাবের মানুষ, সেইদিক থেকে আমাদের মাঝে মিল আছে; ব্লগার গোফরানের সাহিত আমার মিল চট্টগ্রামের মানুষ হিসেবে।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: চট্টগ্রামের মানুষ হয়েও আপনার নিক নাম ফেনী জেলার এলাকার নাম কেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১৬

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজীতে জেডফোর্স যুদ্ধ করেছিলো, চাঁদগাজী যুদ্ধের সন্মানে আমার নিক ছিলো চাঁদগাজী; উহা ব্যান করায়, সোনাগাজী নিক নিই। সোনাগাজীও যুদ্ধের জন্য বিখ্যাত; মুক্তিযুদ্ধের সময়, সোনাগাজীর গেরিলাদের পাকী বাহিনী ঘরাও করে; গেরিলাদের উদ্ধার করার জন্য জেডফোর্স থেকে ২ সেকাশান সৈন্য পাঠানো হয়েছিলো; ভাগ্য ভালো, জেডফোর্সের সৈন্যরা নোয়াখালীর ছাগলনাইয়াতে পৌছার পর, খবর পান যে, গেরিলারা তার আগের রাতে ঘেরাও থেকে বেরিয়ে যেতে সক্ষম হন; সেজন্য সোনাগাজীও আমার কাছে বিশেষভাবে ভালোবাসার যায়গা।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০৪

হাসান জামাল গোলাপ বলেছেন: আপনি একজন prolific ব্লগার। আপনার মন্তব্য কিভাবে আহত,নিহত অথবা উজ্জীবিত করে তার ফিডব্যাক নানা ভাবে পেয়েছেন। আমি অনিয়মিত পাঠক, আপনার পোস্টিং কৌতূহল উদ্দীপক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০০

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

আমি নিজ জাতির বাহিরে আরো কয়েকটা জাতির সাথে বসবাস করেছি, কাজ করেছি; আমি সে'সবের আলোকে কথা বলতে চেষ্টা করছি।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৭

নূর আলম হিরণ বলেছেন: আরো দীর্ঘদিন ব্লগে বিচরণ করুন এই প্রার্থনা করি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০৬

সোনাগাজী বলেছেন:




আমি আছি; বিশ্বে কি ঘটছে, আমাদের আমাদের শিক্ষিতরা বুঝতে পারছেন না।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২২

কামাল১৮ বলেছেন: সংখ্যা দিয়ে খুব একটা কিছু বোঝা যায় না।বোঝা যায় গুন দিয়ে।গুনি ব্লগারের সংখ্যাকি খুব একটা বেড়েছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



না, বাড়েনি; আমি যে রেজাউল'এর কথা লিখেছি, এই লোক ক্রিমিনাল।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

নিমো বলেছেন: লেখক বলেছেন:বিশ্বে কি ঘটছে, আমাদের আমাদের শিক্ষিতরা বুঝতে পারছেন না।
সবই বুঝতে পারছে! তবে সেখান থেকে ধান্ধা সম্ভব না, তাই অবুঝ। আরবের চুল দর্শন, গোলাপী চপু কেন জেলে বলে, মুক্তিযু্দ্ধ থেকে ধান্দা সম্ভব, তাই সেসব নিয়ে ব্যস্ত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪

সোনাগাজী বলেছেন:


জাতীর সম্পদগুলোকে কাজে লাগিয়ে, মানুষের আয়ের ব্যবস্হা করে, সবাই মিলে সুখে থাকা সম্ভব; নীতি নির্ধারকেরা ইহা বুঝতেছে বলে মনে হয় না; সবাই কিছু একটা দখল করে, নিজের পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করছে।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৭

নিমো বলেছেন: *গোলাপী আপু কেন জেলে বলে ক্রন্দন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়া কোন অবস্হায় এই ধরণের গরীব ১টি জাতীকে চালানোর মতো দক্ষ নন, সেটা সবাই জানতো; কিন্তু উনাকে সামনে রেখে সবাই ডাকাতী করার সুযোগটা নিয়েছে।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বড়ভাই, কেমন আছেন?
সামু ব্লগে যোগ দেয়ার শুরু থেকেই আপনার লেখা পড়তে পছন্দ করতাম।
এখন আর ব্লগে লেখা-লেখির মত সময়-সুযোগ পাই না।
তবে ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই ব্লগে উঁকি দেই এবং আপনার পোস্ট থাকলে পড়তে চেষ্টা করি।
অশেষ শুভকামনা আপনার জন্য ভাই।
ভাল থাকবেন সবসময়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

সোনাগাজী বলেছেন:




ধন্যাবাদ, শিক্ষিত ও লেখকদের মাঝে আছি, এঁদের ভাবনাচিন্তা বুঝার সুযোগ পাচ্ছি

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৫

শাহ আজিজ বলেছেন: এইতো জমে উঠেছে , ভিড় বেড়েছে B-)

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০০

সোনাগাজী বলেছেন:



আমি যা দেখছি, সেটা বলার চেষ্টা করি; কিছু লোকজন আমাকে অকারণ ধাক্কাতে চেষ্টা করে, একদিন নিজেই হতাশ হয়ে যায়।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: যেহেতু আমি দীর্ঘদিন ধরে ব্লগে আছি, তাই কম বেশি অনেক কিছু জানি। অনেক কিছুই দেখেছি।
আমি যেমন বাস্তব জীবনে সহজ সরল জীবনযাপন করি, ঠিক তেমনি ব্লগেও সহজ সরল ভাবে ব্লগিং করছিলাম। হঠাত দেখলাম কেউ কেউ আমার সাথে বিষাক্ত আচরন করছে। যা আমাকে দুঃখ দিয়েছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০১

সোনাগাজী বলেছেন:



ওরা আপনার মতো করে প্রকাশ করতে পারে না, সেটা ওদের নিজের সমস্যা

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: আজ একটা সত্য কথা বলে যাই- সামুতে আমি ব্লগিং শিখেছি আপনার কাছ থেকে। এবং আপনার লেখা আমার ভালো লাগে। আপনি ধানাই পানাই বাদ দিয়ে একদম আসল কথা গুলো বলেন। যা অন্য কেউ বলে না। এজন্য আপনার প্রতি আমার ভালোবাসা ও সম্মান বেশি।

আপনাকে নিয়ে 'আমার ব্লগ' এ কম হইচই হয়নি। আপনাকে সরিয়ে দিতে কম চেষ্টা করা হয়নি। আজ যারা ব্লগিং করে এবং মুক্তিযুদ্ধের (লোক দেখানো) গুণগান গেয়ে- লন্ডন আমেরিকা চলে গেছেন। আজও তাঁরা চাঁদগাজী নামটা শুনলে কিছুটা ভয় পায়। সেই সমস্ত ভন্ড ব্লগার একমাত্র আপনার জন্য ব্লগে সুবিধা করতে পারেনি। আপনি তাদের কোনো ছাড় দেননি। সেসব ইতিহাস আমি জানি। দেখেছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৫

সোনাগাজী বলেছেন:



ঐ ব্লগের মালিকের পক্ষের লোকগুলো সত ছিলো না; ওদের লক্ষ্য ছিলো, আওয়ামী লীগের গুণ গান গেয়ে সরকারী কাজ নিয়ে, পুরোটা ডাকাতী করা। যাকগে, আমরা সেখানে ছিলাম, এক সাথে ব্লগিং করেছি, ব্লগারদের জেনেছি।

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: রেজাউল মেজাউল নিয়ে চিন্তার কিছু নেই। এই রকম লোকজন সব সময়ই ব্লগ গুলোতে ছিলো। তাঁরা মূলত ব্লগের পরিবেশ নষ্ট করতেই ব্লগে আসেন। এদের বিরুদ্ধে আশা করি যথাসময়ে এডমিন ব্যবস্থা নেবেন।

তবে 'রেজাউল' মানসিকতার বেশ কয়েকজন সামুতে আছেন। ইহা চিন্তার বিষয়। এরা বিষাক্ত সাপের মতো। সুযোগ পেলেই এরা কোপ বসিয়ে দেবে। 'কুকুরের লেজ' নিয়ে তাঁরা বিশেষ অভিজ্ঞ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৭

সোনাগাজী বলেছেন:



রেজাউলের বাবা অন্য নামে ব্লগিং করে; কিন্তু এই ধরণের লোকজন অবশ্যই প্রশ্নফাঁস জেনারেশনের সদস্য, এদের ভাবনাশক্তি লিলিপুটিয়ানদের সমান।

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: আরেকটা কথা বলতে ভুলে গেছি।
মাঝে মাঝে অনেক পুরনো কিছু ব্লগার সামুতে আসেন। তাঁরা এসেই কিন্তু আপনার খোজ করেন। ইহা থেকে বুঝা যায় আপনি ব্লগার হিসেবে কতটা জনপ্রিয়। এজন্যই আমি বলি আপনাকে ছাড়া সামুর ইতিহাস লেখা যাবে না। সামুতে ব্লগার হিসেবে আপনিই শ্রেষ্ঠ। কথাটা আবেগ থেকে বলি নাই। আপনার যোগ্যতা ও দক্ষতা দেখে বিনা দ্বিধায় বলা যায়- আপনি সামুর শ্রেষ্ঠ ব্লগার। হ্যাঁ জানি এই কথা শুনলেই অনেকের এখন জ্বালাপোড়া শুরু হবে। হোক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮

সোনাগাজী বলেছেন:



আমরা থাকবো, চিন্তিত হওয়ার কারণ নেই।

আপনি ধর্ম নিয়ে কম লিখুন, মানুষের জীবন নিয়ে যেভাবে লিখছেন, সেটাতে থাকুন; মানুষ মানুষের জীবনের কথা শুনতে চান।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮

রেজাউল৭২ বলেছেন: আপনার ন্যায় চ্রম গ্যানি লোক আমার মত কৃমিনালের কথা সরন করার অফুরান কৃতজ্ঞতা জানাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৮

সোনাগাজী বলেছেন:



এটা আপনার ২২ তম মাল্টি; আপনি ভয়ংকর ধরণের ক্রিমিনাল মানুষ।

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

রেজাউল৭২ বলেছেন: বেটা মডু জানে কি? কিস্যু জানে না। ব্লগবাসি সকলে সাক্ষী আছেন- মিয়া খলিফা, ডোনাল্ড ট্রাম সহ লক্ষ লক্ষ এলিট লোক শুধু আপনার পোস্ট পরার জন্য ব্লগে আসে। মডুর কথায় মাইন্ড খাবেন না, এর কোন পশ্চিমা শিক্ষা নাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৪

সোনাগাজী বলেছেন:



আপনারা কয়েকজন মিলে ব্লগটার মানহানী ঘটাচ্ছেন।

এখন আপনাকে আরেকটা নতুন নিক নিতে হবে; আপনার মতো ক্রিমিনালরা বেড়েই ছলছে আমাদের সমাজে; আমাদের সমাজটাকে কলুষিত করেচলছে।

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২

রেজাউল৭২ বলেছেন: অপু একটা আস্তা ক্রিমিনাল। নিজের পোষ্টের ভিউ বাড়ানোর জন্য দুই দুই দিন আপনার ছবি তার ব্লগ পোষ্টে দিয়ে দিয়েছে, কোন অনুমতিও নেয় নাই। অবশ্য ছবিগুলো খুব ভালো উঠেছে। দেখে মনে হচ্ছে যেন আপনি যেন ছবি তোলানোর জন্যই ওখানে স্পেশাল পোজ দিয়ে দাঁড়িয়ে ছিলেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনাকে যারা সাপোর্ট করছে, উৎসাহ দিচ্ছে, তারাও ক্রিমিনাল, সন্দেহ নেই।

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

রেজাউল৭২ বলেছেন: আর এক চিহ্নিত ক্রিমিনাল শায়মা আপনার সম্পর্কে বলেছেন ...বুড়া ধামড়া হয়ে ডায়াপার পরে ঘুরে বেড়ায়...

এটা অত্যন্ত আপত্তিকর। আপনি একজন চির নবীন লোক , আপনাকে বুড়া বলা ঠিক হয়েছে?

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

রেজাউল৭২ বলেছেন: টাইপো - উপরে ২৬ নম্বরে দামড়া হবে, ধামড়া না।

দামড়া মানে দামুড়।

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০

রেজাউল৭২ বলেছেন: আমার পর্যবেক্ষণ আপনি যখন ব্লগে থাকেন সেই অবস্থায় আমি কমেন্ট করলে আপনি তা মুছে দেন কিন্তু আমি আরো দেখেছি বাংলাদেশ সময় আনুমানিক দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি জিঞ্জিং খেলতে ব্লক ছেড়ে অন্য কোথাও যান ।কাজেই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সময়টাতে আপনার পোস্টে কমেন্ট করব। অবশ্য আপনি চাইলে আপনার খেলার সিডিউল চেঞ্জ করতে পারেন।

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৬

রেজাউল৭২ বলেছেন: আপনার পোস্টে দুই একটি সংশোধন দরকার।
১) গোলু গ্রামের কুকুর নয়। গলু শহরের ভাগাড়ে থাকে।
২) আমার নিক রেজাউল ৯০ নয়, রেজাউল ৯৯ থেকে শুরু। অপু, জুলভার্ন , সাড়ে চুয়াত্তর, আমি রেজাউল - আমাদেরকে ব্লগার বলে ব্লগার শব্দটির অপমান করবেন না। রগে ব্লগার আছেন মাত্র তিন চারজন। আপনি, মুরগি চোর বক্কর, মেন্টাল টিউশনি বাবা । বাকিরা সব ডোডো বা কৃমিনাল।

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৯

রেজাউল৭২ বলেছেন: আমার আরেক নিক থেকে একটা পোস্ট দিয়েছিলাম।‌ সময় পেলে আপনার মূল্যবান মন্তব্য রেখে আসবেন
আমার অরজিনাল পাতার লিং
mhttps://www.somewhereinblog.net/blog/rejaul88

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



ব্লগকে ধন্যবাদ জানান, আপনার মতো ক্রিমিনালও আমার পোষ্টে কমেন্ট করতে পারছেন।

৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৬

নজসু বলেছেন:


শ্রদ্ধেয়, আপনার পোষ্ট দুই পাতা কিংবা চার পাতা যেখানেই যাক না কেন, আপনার কোন পোষ্ট আছে কিনা আমি ডেইলি চেক করি। কমেন্ট করি আর না করি পড়া বাদ দেইনা।
হয়তো আরও অনেকে আছেন তারাও আপনাকে খুঁজে নেন।
আপনি জনপ্রিয় এটা সবাইকে স্বীকার করতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, পশ্চিমে কাজ করে, আমি যা দেখছি, যা অনুমান করছি, তা'বলার চেষ্টা করছি; কয়েকটা বাদাইম্যা আমাকে ধাক্কাতে গিয়ে, শেষ নিজে খাদের কাছাকাছি চলে যাচ্ছে; এর ফলে, এরা একদিন পালাবে।

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি বর্তমান বাংলাদেশের বাজার দর ও মূল্যবৃদ্ধি নিয়ে লেখার চেষ্টা করুন। আমার গতকালকের পোস্ট আজকের বাজার দর ১৬-০২-২০২৩ রোজ বৃহস্পতিবার দেখুন। দেশে নিরবে নিভৃতে দুর্ভিক্ষ হানা দিবে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪৯

সোনাগাজী বলেছেন:



বাজার দর মানুষকে অসৎ হতে বাধ্য করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.