নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সমস্যা দেখা দিলে, সমাধান বের করতে হয়!

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৮



একবার, এক সাদা কিশোরী আমার ১টি অনুরোধ রাখেনি; সে পরোক্ষভাবে আমার নাগরিক অধিকারের বিপক্ষে গিয়েছিলো; আমি কৌশলে সামান্য ব্যবস্হা নিয়েছিলাম; ইহা সেই কাহিনী। ঘটনাটা ঘটেছিলো ২০২১ সালের বসন্তকালে।

করোনার সময় হাঁটার জন্য আমি উত্তর দিকে বের হতাম, ইহা সাদাদের পাড়া, গাড়ীঘোড়া কম, রাস্তা পরিস্কার, গাছাপালাও বেশী; সামান্য সমস্যা, কুকুরের সংখ্যাও বেশী। কিছু কিছু বাড়ীতে বড় বড় কুকুর তারের বেড়ার ভেতরে থেকে পথিককে অনুসরণ করে; আমি কুকুরকে ভয় পাইনা, রাস্তায় কোনটা হাতের পরশ চাইলে মাথায় হাত বুলিয়ে দিই; প্রায় সবগুলো ভদ্র; শুধু ২ বাড়ীর কুকুর মানুষ দেখলে বেশ রেগে যায়; একটা জার্মান শেপার্ড, অন্যটা খুবই বড় আকৃতির ভারিক্কি বুলডগ; মালিকেরা না থাকলে, শেপার্ড বারান্দায় থাকে, বুল বাড়ীর বেড়ার পাশ দিয়ে পথিককে বাড়ীর সীমানা অবধি অনুসরণ করে, চীৎকার দেয় না; তবে, চোখেমুখে ভয়ানক রাগ। বুলের মালিকরা, স্বামী-স্ত্রী, ২জনেই তরুণ, তারা বারান্দায় বসলে বুল বারান্দায় বসে থাকতে বাধ্য হয়, মালিকেরা তাকে নীচে নামতে দেয় না।

সম্প্রতি করোনা কমে আসায়, বুলের মালিকেরা কাজে যাচ্ছে; দিনের বেলা বুল একাই বারান্দায় থাকে, মানুষ দেখলে বেড়ার পাশ দিয়ে হাঁটে; গত ২/৩ সপ্তাহ থেকে, বারান্দায় এক কিশোরীকে দেখছি, বিকেলে সে সেখানে বসে বই পড়ে; বুল বারান্দায় শুয়ে থাকে; আমি হেঁটে যাবার সময় বুল নেমে আসে, আমাকে অনুসরণ করে, আমার পছন্দ হয় না; কিন্তু মেয়ে তাকে কিছু বলে না, কিশোরীর উপর মেজাজটা খারাপ হলো। সেদিন ফেরার সময় মেয়েকে বললাম,
-তোমার কুকুরটা মানুষকে অনুসরণ করে, তুমি ইহাকে বারান্দায় রাখো।
-সে তো কিছু করছে না, শূধু অনুসরণ করে।
-মানুষ তো ভয় পেতে পারে।
-ভয় পাবার কি আছে, সে কোনভাবে বেড়া টপকাতে পারবে না।

কিশোরী আমার কথার মুল্য দিলো না, ঠিক আছে, দেখি কি করা যায়; আমি কুকুর-ক্ষেপানোর বেশ কিছু ট্রিকস জানি, পরেরদিন বিকেলে একটা প্রয়োগ করে দেখলাম। বুল দৈত্যের মতো গর্জন করে, পাড়া মাথায় তুললো, লাফায়ে বেড়া পার হওয়ার জন্য চেষ্টা করে, বিফল হয়ে জলহস্তির মতো ক্ষিপ্ত হয়ে ছুটোছুটি শুরু করলো; মেয়ে বারান্দা থেকে নেমে এসে বুলকে শান্ত করছে, আমি ২০০ গজ যাওয়া অবধি বুলের চীৎকার শুনলাম; ফেরার পথে সেই পথ দিয়ে ফিরিনি।

পরেরদিন ইচ্ছা করেই আবার বুলদের রাস্তায় গেলাম, বাড়ী থেকে ৫০ গজ দুর থেকেই আমি আমার ট্রিকস প্রয়োগ করলাম; তখনো বুলকে আমি দেখনি; কিন্তু বুল দৈত্যের মতো আওয়াজ করে, ২ পা বেড়ার উপর রেখে পুরো পাড়া মাথায় তুললো। আমি রাস্তার অপর পাশ দিয়ে হেঁটে গেলাম, দেখলাম কিশোরী বুলের সাথে যুদ্ধ করছে বারান্দায় নেয়ার জন্য।

তার পরেরদিন আমি সেই রাস্তায় প্রবেশ করতেই দেখি সেই কিশোরী আমার দিকে আসছে, কাছে আসতেই আমি বুঝলাম, সে আমাকে লক্ষ্য করেই আসছে; আমিই হাই বললাম, সে হাই'এর উত্তর দিয়ে আমাকে আমাকে বললো,
-আপনি কিছু মনে করবেন না, আমাদের কুকুর হাল্ক আপনাকে দেখে অনেকটা পাগলের মতো আচরণ করছে, আপনি কি ওকে কোনভাবে ভয় লাগায়েছেন?
-না, আমি ভয় লাগাইনি।
-সে একটু কিউরিয়াস, মানুষ দেখলে বেড়ার ভেতর থেকে অনুসরণ করে; সে আগে এভাবে কখনো রাগেনি।
-আমি বুলকে অনেকদিন আগের থেকে দেখছি, মালিকেরা বাড়ী থাকলে, তাকে আংগিনায় নামতে দিতো না; তুমি ওকে নামতে দিচ্ছ, সে নিয়ম ভাংগতে শিখছে; এতে আমার অসুবিধা নেই, অন্য কেহ হয়তো ভয় পেতে পারে; তুমি ওকে বারান্দায় রাখিও।
-ভয় পাবার কিছু নেই, সে কোনভাবে বেড়ার বাইরে যেতে পারবে না। আচ্ছা আপনার সাথে কি কোন ইলেকট্রোনিক ডিভাইস আছে, যা হাল্ককে ক্ষিপ্ত করে তোলে?
-না, কিছুই নেই, আমি সেলফোনও ব্যবহার করি না।
-আচ্ছা, আমি হাল্ককে আপনার সাথে পারিচয় করায়ে দিতে চাই, যাতে আপনাকে বুঝে, এভাবে হাল্ক যদি পাড়া মাথায় তোলে, প্রতিবেশীরা পছন্দ করবে না, পুলিশে অভিযোগ করতে পারে। আপনি বেড়ার বাইরে দাঁড়াবেন, আমি ওকে ঘর থেকে বেড়ার কাছে আনলে, আপনি ওর মাথায় হাত রেখে একটু আদর করে দিবেন, সব ঠিক হয়ে যাবে।

দেখলাম, বুল বারান্দায় নেই; মেয়ে তাকে ঘরের ভে্তরে রেখেছে; বুল কাঁচের দরজা দিয়ে আমাকে দেখে বাড়ী মাথায় তুলেছে। মেয়ে ফিরে এসে বললো:
-স্যরি, হাল্ক ক্ষেপে গেছে, ওকে বাইরে আনা ঠিক হবে না। কেন যে, সে আপনাকে পছন্দ করে না, বুঝতে পারলাম না।
-থাক, আমি পাশের রাস্তা দিয়ে হাঁটবো।
-স্যরি, আপনার অসুবিধা হবে না'তো?
-না, কোন সমস্যা নেই।



মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৪

কিরকুট বলেছেন: ইহা কিসের ইঙ্গিত ?

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৯

সোনাগাজী বলেছেন:



নিজের অধিকার রক্ষা করতে হয়, কৌশল বের করতে হয়।

২| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: কুকুরের মালিকদের কখনও ভদ্র হতে দেখিনি! যারা ঘরের ভিতরে কুকুর পোষে, তাদের ভালো হবার কোন কারণ নেই।

বেশ আগে "আমি কখনও "কুকুর হইতে সাবধান" লেখা বাড়িতে ঢুকিনি!" শিরোনামে একটা লেখা লিখেছিলাম, পড়েছিলেন কি?

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৯

সোনাগাজী বলেছেন:



পড়েছি কিনা ঠিক মনে নেই, পড়ে দেখবো।

আমেরিকায় বিশ্বের সব দেশ থেকে বেশী কুকুর; তবে, সবাইকে নিয়ম মেনে চলতে হয়, না'হয়, পুলিশ কুকুর নিয়ে যায়।

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৫

সোনাগাজী বলেছেন:




পড়েছি, সম্ভব মতো ব্যবস্হা নেয়া যায়। আমি কমেন্ট ব্যানে আছি, আপনার পোষ্টে কমেন্ট করা সম্ভব হয়নি।

৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৮

কিরকুট বলেছেন: ঋণাত্মক শূণ্য বলেছেন: কুকুরের মালিকদের কখনও ভদ্র হতে দেখিনি! যারা ঘরের ভিতরে কুকুর পোষে, তাদের ভালো হবার কোন কারণ নেই।

কি বলেন ? কুকুরের মতো এতো মারাত্বক অনুকরন প্রীয় আর প্রভু ভক্ত প্রানীর মালিকেরা ভালো হয় না ? কুকুর কিন্তু ভালো মানুষদের বিষয়ে কোন রকম শব্দ করে না ।

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় কুকুর পালন করতে হলে সরকারী নিয়ম মানতে হয়, না'হয় পুলিশ কুকুর নিয়ে যায়; কিশোরী নিয়ম মানেনি, আমি একটুখানি ব্যবস্হা নিয়েছি।

৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কুত্তা চেতানোর ট্রিকসটা কি ? সেইটা তো বললেন না .....

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৩

সোনাগাজী বলেছেন:



বুলের বেলায় আমি যেটা প্রয়োগ করেছিলাম, সেটা হলো, খুবই নীচু স্বরে গলার ভেতরে গরগর করা, যা ১০ ফুট দুরের মানুষও শুনতে পারার কথা নয়।

৫| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৮

কিরকুট বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন:
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী


চাচামিয়া কি গালি দিলো ?

গোফরান নামে এক লোক আমাকে গালি দিলো তার কমেন্ট কেউ মুছলো না পরে সম্ভাবত ভদ্রলোক নিজেই লজ্জা পেয়ে মুছে দিয়েছে ।

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৭

সোনাগাজী বলেছেন:


বাংলা ব্লগিং নিজস্ব মতিগতিতে চলে।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: হা হা কুকুরকে ক্ষেপানোর এই ট্রিক জানতে পেরে মজা পেলাম, কিন্তু সে যদি বেড়া পার হয়ে বেড় হতে পারতো তাহলে কিন্তু আপনাকে কামড়িয়ে দিতো।

০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:



যারা বাড়ীর আংগিনায় কুকুরকে ছাড়া দিয়ে রাখে, তাদেরকে তারের বেড়া তৈরি করতে হয় ও উহা ইনসফেশান করায়ে পাশ করায়ে নিতে হয়।

৭| ০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কুত্তারে চেতাইসলেন কেমনে

০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:




খুব নীচু স্বরে, গলার ভেতর গরগর করে আওয়াজ করতে হয়। কুকুরের দিকে তাকিয়ে, সারা শরীরে একটা ঝাঁকি দিলে,হয় কুকুর পালিয়ে যাবে, কিংবা ভয়ংকরভাবে রেগে যাবে।

৮| ০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৮

জ্যাক স্মিথ বলেছেন: আপনি আমেরিকা বসে বসে কি করেন? দেশে এসে এরকম কিছু আবিষ্কার করেন। বঙ্গ দেশে বিশিষ্ট এক জ্যোতির্বিজ্ঞানীর আবির্ভাব দেম ও জাতির অনেক উপকার হবে।

০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



আমি এটাসেটা করছি। বাংলাদেশে আসবো।

৯| ০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৯

জ্যাক স্মিথ বলেছেন: দেশ ও জাতির।

০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:



আমি গ্রামের ছেলেমেয়েদের পড়াবো।

১০| ০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১২

শূন্য সারমর্ম বলেছেন:

রি-পোস্ট হচ্ছে মনে হয় ইদানীং।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:




রিপোষ্ট

১১| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ছোট বেলায় আমাদের বাড়ির উঠানে একটা কুকুর থাকতো ৩/৪ টা বাচ্চাসহ। কোত্থেকে এসেছিলো আমরা জানতাম না, তবে বাবা মা মাঝে মাঝে ওদের খেতে দিতেন। বিশেষ করে বাচ্চাগুলোর জন্য বাবা ওদের খেতে দিতেন। আমি কুকুর পছন্দ করি না, কুকুর থাকে এমন বাড়ি বা এ্যাপার্টমেন্টেও যাই না।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



আমেরিকা হলো কুকুরের জন্য স্বর্গ; কিছু কুকুর আছে মোটামুটি ভয়ংকর।

১২| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৮

জ্যাকেল বলেছেন: কুকুর তাড়াইতে গিয় নিজেই কুকুরের কাম করে ফেললেন! আমি কখনোই /:) ইহা করতাম না।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



আপনি অবশ্যই ইহা করতেন না, এতে কোন সন্দেহ নেই।

১৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৩

কামাল১৮ বলেছেন: আমরা একটা কুকুর কেনার পরিকল্পনা করছি।সমস্যা হলো আমার স্ত্রী।তার বক্তব্য নামাজ হয় না।আর নবী কুকুর পছন্দ করতো না।অথছ কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু।
কুকুর আপনার বডি ল্যাংগুয়েজ বুঝতে পারে ।হয়তো পছন্দ হয় নাই।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



নবীর (স: ) সময়ে দারিদ্রতা ছিলো সেসব এলাকায়; আমাদের দেশ দরিদ্র, মানুষ কুকুর পালতে পারে না।

১৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের একজন সেলিব্রিটি "জয়া আহসান " কুকুর কে খাবার কিনে খাওয়ায়। রাস্তার বেওয়ারিশ কুকুর গুলো কে যখন নির্মম ভাবে ধরে নিয়ে যাচ্ছিল জয়া তখন প্রতিবাদ স্বরূপ কুকুরকে খাবার কিনে খাওয়ানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছিলেন। সে কুকুর গুলো দোয়ায় হয়ত তিনি এখন দুই বাংলায় সেরা। সামনে নাকি হিন্দি মুভি করবেন।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:



শুধু কুকুরের প্রতি আমাদের মানুষরা যেই রকম নির্মম, উহা আমাদের জাতি সম্পর্কে অনেক কথা বলে।

১৫| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: কিরকুট বলেছেন:........................কি বলেন ? কুকুরের মতো এতো মারাত্বক অনুকরন প্রীয় আর প্রভু ভক্ত প্রানীর মালিকেরা ভালো হয় না ? কুকুর কিন্তু ভালো মানুষদের বিষয়ে কোন রকম শব্দ করে না ।

না, যারা কুকুর ভালোবাসে, তারা মানুষ ভালোবাসতে পারে না। এরা মানুষকে মানুষ হিসাবে গুনে না; গুনে কুকুরের হিসাবে। কুকুর এদের কাছে আদর্শ, কুকুর এদের কাছে নিদর্শন। এদের ৯৯.৯৯% এর সামনে যদি একজন মানুষ কে বা একটি কুকুরকে বাঁচানোর সুযোগ থাকে, এরা কুকুরকে বাঁচাবে, এবং তার পক্ষে যুক্তি দেখাবে। বাকি ০.০১% মানুষকে বাঁচানোর আগে দ্বিতীয়বার ভাববে।

১৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সমাধান তো বের করলেন। কিন্তু কাজটা কি ঠিক হলো?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



অবশ্যই ঠিক হয়েছে; আমি কি ছোট কিশোরীর ব্যাপারে পুলিশকে কল করবো?

১৭| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: কুকুরের প্রতি আমার ভালোবাসা আছে।
ঢাকা শহরে এমন কোনো গলি নাই, যেখানে ৫/৬ টা করে কুকুর পাবেন না। এরা খুবই মানবেতর জীবনযাপন করে। খেয়াল করে দেখলে দেখা যায়, প্রতিটা কুকুরের গায়ে ঘা, এবং আঘাতের চিহ্ন। আমি ওদের রুটি কেক খাওয়াই।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১১

সোনাগাজী বলেছেন:



অপু ঢাকায় বাস করেন; বুঝতে পারছেন!

১৮| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আমাদের পাশের বাসায় আমার খালাতো বোনের মেয়ে এক কুকুর কিনেছে।
সেই কুকুর নিয়ে আহ্লাদের শেষ নেই। কুকুরের নাম কো কো। কুকুরের নামে ফেসবুক খুলেছে, ইন্ট্রাগ্রামে খুলেছে এমনকি টিকটক খুলেছে। যেখানেই যায় কুকুরকে সাথে করে নিয়ে যায়।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৩

সোনাগাজী বলেছেন:



কুকর বাচ্ছাদের আশেপাশে থাকতে চায়।

১৯| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৯

বাকপ্রবাস বলেছেন: রাস্তা বদল করাতে আপনার পরাজয় হল বলে মনে হচ্ছে

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৫

সোনাগাজী বলেছেন:




অবশ্যই না, সে ছোট কিশোরী মেয়ে, তার সামান্য ভুলের জন্য আমি তাকে কিছুটা ঝামেলায় ফেলেছিলাম; কিন্তু আমি ওকে বারবার কষ্ট দেয়ার পক্ষে নই।

২০| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: আমি একজনকে চিনি, তিনি কুকুর বিশেষজ্ঞ।
কুকুর নিয়ে তিনি গবেষনা করেন। কুকুরের লেজ নিয়ে তার অনেক গবেষনা। তিনি গ্রাম থেকে শহরে এসে মাথা আউলায়ে ফেলেছেন। তাঁরা ধারনা শহরের সমস্ত মেয়েরা তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি তাকে 'ছাগল' বলে ডাকি।

০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:



এরা টিউশানি করে, ভারতীয়রা ঢাকায় চাকুরী করে।

২১| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: আপনি কোথায়?

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:




আমি সেমিব্যানে আছি। আমাকে যখন আক্রমণ করা হয়, সামু আমাকে সেমিব্যানে রাখে।

২২| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫২

কিরকুট বলেছেন: আবার ব্যান হলেন। আপনি তো মশায় ব্লগের হিরো হয়ে গেলেন।

০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৯

সোনাগাজী বলেছেন:


না, ব্যান করা হয়নি।

২৩| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫০

জ্যাকেল বলেছেন: যাক, আপনি মেয়েটিকে আর ঝামেলা করেন নি, সেটা বরং অস্বাভাবিক। ব্লগেও যেন একই লোককে ঝামেলা উমেলা কম করেন

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:



ব্লগে আমি ঝামেলা করি না; আপনি, জটিল, জ্যাকো, সোনালী কাবিন, অপু, রেজাউল৯০, প্রমুখ তো ব্লগে থাকারই কথা নেই; আপনারা ক্যাচাল ছাড়া কিছু করতে পারেন না; আমার লেখা সবাই পড়েন; চুরি করেও ( লগ-অফ ) পড়েন। আমার বিপক্ষে ক্যাচাল করাই আপনাদের ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.