নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম

আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।

সূরা বাকারা শুরুর এই আলিফ, লাম, মীম হরফগুলোকে কুরআনের পরিভাষায় হরফে "মুকাত্তা'আত" অর্থাৎ "ছিন্ন অক্ষরমালা" বা "বিচ্ছিন্ন বর্ণমালা" বলা হয়।

সূরার শুরুতে এই হরফগুলির ব্যবহার বা অর্থের বিষয়ে নবী বা আল্লাহ পরিষ্কার ভাবে কিছু বলেন নাই। ফলে এর অর্থ সম্পর্কে আল্লাহই ভাল জানেন। তবে অনেকেই এর অর্থ এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা সেইদিকে যাবো না। তবুও স্প্রিং মোল্লার মনে প্রশ্ন উঁকি দিতে চায় - "যার অর্থ কেউ জানে না তা কোরআনে খোদা কেন দিলো?"

আমরা জানি কোরআনের মোট সূরার সংখ্যা ১১৪ টি। এই ১১৪টি সূরার মধ্যে মোট ২৯ সূরার শুরুতে এমন "মুকাত্তা'আত" ব্যবহার করা হয়েছে। সূরা বাকারায় ৩টি হরফ ব্যবহার করা হলেও কোনো কোনো সূরায় ১ থেকে ৫টি পর্যন্ত "মুকাত্তা'আত" ব্যবহার করা হয়েছে। আর মোট "মুকাত্তা'আত" আছে ১৫টি

৪টি সূরা তাদের নাম সেই সূরার শুরুর "মুকাত্তা'আত" নামে নামকরণ করা হয়েছে -
সূরা - ত্বোয়া-হা,
সুরা - ইয়াসীন,
সূরা - ছোয়াদ,
সূরা - ক্বাফ

নিচে ২৯টি সূরার সিরিয়াল নাম্বার, সূরার নাম ও মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষরগুলি পরপর তুলে দিলাম।

সূরা নং - ২ সূরার নাম- আল-বাকারা মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩ সূরার নাম- আলে ইমরান মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৭ সূরার নাম- আল-আরাফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম সোয়াদ
সূরা নং - ১০ সূরার নাম- ইউনূস মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১১ সূরার নাম- হুদ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১২ সূরার নাম- ইউসুফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১৩ সূরার নাম- আর-রাদ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম রা
সূরা নং - ১৪ সূরার নাম- ইব্রাহিম মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১৫ সূরার নাম- আল-হিজর মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১৯ সূরার নাম- মারইয়াম মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- কাফ হা ইয়া আইন সোয়াদ
সূরা নং - ২০ সূরার নাম- ত্বোয়া-হাʾ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- তা হা
সূরা নং - ২৬ সূরার নাম- আশ-শূআরা' মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- তা সিন মিম
সূরা নং - ২৭ সূরার নাম- আন-নামল মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- তা সিন
সূরা নং - ২৮ সূরার নাম- আল-কাসাস মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- তা সিন মিম
সূরা নং - ২৯ সূরার নাম- আল-আনকাবূত মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩০ সূরার নাম- আর-রুম মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩১ সূরার নাম- লুকমান মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩২ সূরার নাম- আস-সিজদাহ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩৬ সূরার নাম- ইয়াসীন মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- ইয়া সিন
সূরা নং - ৩৮ সূরার নাম- সোয়াদ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- সোয়াদ
সূরা নং - ৪০ সূরার নাম- আল-মু'মিন মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪১ সূরার নাম- হা-মিন সেজদাহ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪২ সূরার নাম- আশ-সূরা মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম আইন সিন কাফ
সূরা নং - ৪৩ সূরার নাম- যুখরুফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪৪ সূরার নাম- আদ-দুখান মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪৫ সূরার নাম- আল-জাসিয়াহ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪৬ সূরার নাম- আল-আহক্বাফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৫০ সূরার নাম- ক্বাফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- ক্বাফ
সূরা নং - ৬৮ সূরার নাম- আল-কলম মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- নুন

তথ্য সূত্র : বাংলা উইকিপিডিয়া।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৪ রাত ১০:৩১

শূন্য সারমর্ম বলেছেন:



কুরআন শিক্ষার আসর বসিয়েছেন,দেখছি।

১৮ ই মে, ২০২৪ রাত ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্দ কি!

২| ১৮ ই মে, ২০২৪ রাত ১০:৪৭

রাফখাতা- অপু তানভীর বলেছেন: কোরআনের কথা শুনলে আবার ইবলিশ শয়তানের শরীর জ্বলে ওঠে । দেখবেন এই পোস্ট দেখে আবার অনেকের শরীর জ্বলে উঠবে :D

১৮ ই মে, ২০২৪ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কয়কেটা পোস্ট পড়ার পরে হয়তো ভার্চুয়াল মুমিনদেরও গায়েও জ্বালা ধরা শুরু হতে পারে।

৩| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৩৪

কাছের-মানুষ বলেছেন: অনেক তথ্য সন্নিবেশ করেছেন। আমার স্যালুট নিন!

১৮ ই মে, ২০২৪ রাত ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্প্রিং মোল্লা কথাটা কেন বললেন ধরতে পারি নাই। তাদেরকে কি স্প্রিং মোল্লা বলা হয়? নাকি কটাক্ষ করে বলেছেন?

বিভিন্ন বয়াতি/জারি/সারি গানে এসব অক্ষরের বিরাট ইতিহাস শোনা যাইত। ছোটোবেলায় শুনেছি, ততটাও বুঝতামও না তখন। আজকাল শুনলে কেমন লাগতো জানি না।

১৮ ই মে, ২০২৪ রাত ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- "স্প্রিং মোল্লা" বলেছি আমার ভিতরে যে এইসব লিখার জন্য গত ৭-৮ বছর বা তারও আগে থেকে খোঁচাচ্ছে তাকে। কেনো স্প্রিং মোল্লা বলেছি তার ব্যাখ্যাও আমার কাছে আছে। আরো পোস্ট যখন আসবে তখন একটু একটু করে স্প্রিং মোল্লার স্বরূপ বুঝা যাবে। তবে ততোদিন আমার এইসব লেখার আগ্রহ থাকবে কিনা তার গেরান্টি নেই।

- মারেফত বা সুফিবাদে আলিফ-লাম-মীম এর নানান উদ্ভট ব্যাখ্যা করা হয়েছে। ওরা অবশ্য নবীর চেয়ে বেশী বুঝে গেছে বলে দাবি করে না। ওরা পলে এইসব সিনার জ্ঞান, সিনায় সিনায় পাওয়া যায়। নবীর কাছ থেকেই পেয়েছে গুরুর মারফতে।

১৮ ই মে, ২০২৪ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
এতো বড় পোস্টে স্প্রিং মোল্লার নিজের শুধু একটি কথাই আছে -
স্প্রিং মোল্লার মনে প্রশ্ন উঁকি দিতে চায় - "যার অর্থ কেউ জানে না তা কোরআনে খোদা কেন দিলো?"

৫| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: আমি আগে কাঠ মোল্লার নাম শুনেছি, স্প্রিং মোল্লা কি তাহলে কাঠ মোল্লার আপডেট ভার্সন?

১৮ ই মে, ২০২৪ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- নাহ, স্প্রিং মোল্লাই আসল ভার্সন, অনেকের ভিতরেই আছে।

১৮ ই মে, ২০২৪ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
এতো বড় পোস্টে স্প্রিং মোল্লার নিজের শুধু একটি কথাই আছে -
স্প্রিং মোল্লার মনে প্রশ্ন উঁকি দিতে চায় - "যার অর্থ কেউ জানে না তা কোরআনে খোদা কেন দিলো?"

৬| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৫৬

কামাল১৮ বলেছেন: এই লেখাটি আল-আজাহার বিশ্ব বিদ্যালয়ে থিসিস আকারে সাবমিট করলে পিএইচডি পেয়ে যেতে পারেন।এর থেকে অনেক নিম্ন মানের থিসিস লেখে বাংলাদেশে অনেকে পিএইচডি ডিগ্রী নিয়ে ঘুরছে।প্রধান হলো আজহারী।

১৮ ই মে, ২০২৪ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমারতো আলুর উপরে পিএইচডি করার ইচ্ছে ছিলো!

৭| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বয়েতি গানে শরিয়তি, মারফতি, জাহেরি, বাতেনি - এরকম ৪টি লাইন আছে, যদ্দূর মনে পড়ে এবং নামগুলো যদি ভুল না হয়ে থাকে। আমরা সাধারণভাবে শরিয়তি লাইনের খবরাখবরই জানি। আলিফ লাম মিম-এর অর্থ জানা যায় মারফতি লাইনের গানে। এই মারফতি লাইনের বইপুস্তক বা হাদিস যে কই পাওয়া যায়, তার হদিস আমি আজও জানি না। তবে, এসব কাহিনির গান শুনে সেই ছোটো বয়সেই খুব শিহরিত হতাম। আমাদের দোহার উপজেলার পরশ আলী দেওয়ানের গানে সর্বশেষ আলিফ লাম মিম-এর ব্যাখ্যা শুনেছিলাম ৮৪/৮৫/৮৬ সালের দিকে হবে। সমগ্র অডিয়েন্স এক ভাবাবেশে মাতোয়ারা হয়ে গিয়েছিল। আমিও মাতোয়ারা হতে চাইছিলাম, কিন্তু কোনোমতেই জ্ঞান হারাইতে পারি নাই।

১৯ শে মে, ২০২৪ রাত ১২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
আদিকালে আমাদের বাসায় একটি কেসেট প্লেয়ার ছিলো। আমার বাবা প্রচুর বয়াতিগান, পালাগান শুনতেন সেটায়। আমার কাছে ইন্টারেস্টিং লাগতো পালাগান। নানা ধর্মীয় কাহিনী জানা যেতো। তবে সঠিক সূত্র জানা যেতো না। সূত্র আসলে নেই, প্রায় সবটাই লোক কাহিনী। তবে আলিফ লাম মিম নিয়ে কোনো গান বা পালা আমি শুনি নাই।

৮| ১৯ শে মে, ২০২৪ রাত ১২:৩২

করুণাধারা বলেছেন: একটা আন্তরিক লাইক দিয়ে বিদায় নিচ্ছি। অনেক রাত হয়ে গেছে তাই।

১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লাইকের জন্য ধনন্যবাদ জানাই আপনাকে।

৯| ১৯ শে মে, ২০২৪ সকাল ৯:২৬

ধুলো মেঘ বলেছেন: আপনার এই পোস্ট সূরা বাকারা নিয়ে নয় - মুকাত্তাআ'ত নিয়ে।

১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিতো বলি নাই আমার এই পোস্ট সূরা বাকারা নিয়ে!! পোস্টের শিরনামে পরিষ্কার লেখা আছে। সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১
সূরা বাকারার ১ নং আয়াত যে আলিফ, লাম, মীম তাতে কোনো সন্দেহ আছে?

১০| ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:০০

এম ডি মুসা বলেছেন: কোরআন সকল জাতির জন্য আল্লাহ পাঠিয়েছে.। অথচ এটা মোল্লা হুজুরদের দখলে নিয়ে কোরআনকে একতরফা তাদের দাবি করে,,,, কোরআন আরবি ভাষায় ,, তাই বাঙালি কোরআন মুখস্থ করে বাট অর্থ বুঝে না বা পড়ে না....এখানে কি শিখলো সে? কোর আনতো শেখার স্থান বা শেখার যায়গা....আল্লাহ কথা জানার স্থান....।বহু আলেম আছে তিরিশ পাড়া কোরআন মুখস্থ কিন্তু কোথায় আল্লাহ কি বলছে সেটা জানে না.।সেটা জানতে আবার অনুবাদ পড়তে হয়..... তাই কোরআন আলিফ লাম মীম এতে যা বলা হয়েছে আল্লাহই ভালো জানেন.....।এটা আসল কথা...।

১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
তাই কোরআন আলিফ লাম মীম এতে যা বলা হয়েছে আল্লাহই ভালো জানেন.....।এটা আসল কথা...।
- আল্লাহ যে ভালো জানেন তাতে কোনো সন্দেহ নেই।

১১| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৪

করুণাধারা বলেছেন: হরফে মুকাত্তাআ'ত কাকে বলে জানতাম, কিন্তু এমন চার্টের আকারে প্রথম পেলাম। জানলাম সবচাইতে বেশি আছে আলিফ লাম...

ধুলো মেঘ বলেছেন, আপনার এই পোস্ট সূরা বাকারা নিয়ে নয় - মুকাত্তাআ'ত নিয়ে। এটা আমিও বলতে চেয়েছিলাম। শিরোনাম পোস্ট অনুযায়ী হয়নি।

১৯ শে মে, ২০২৪ দুপুর ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনাকেও সেই একই কথা বলার আছে আমার।
আমিতো বলি নাই আমার এই পোস্ট সূরা বাকারা নিয়ে!! পোস্টের শিরনামে পরিষ্কার লেখা আছে। সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১
সূরা বাকারার ১ নং আয়াত যে আলিফ, লাম, মীম তাতে কোনো সন্দেহ আছে?
আমার পোস্টে আমি এই ১ নং আয়াত নিয়েই লিখেছি। যেই যেই আয়াত নিয়ে স্প্রিং মোল্লার বলতে ইচ্ছা করবে আমি শুধু সেগুলিই লিখবো।

১২| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১:৫১

নতুন বলেছেন: মহাবিশ্বের সৃস্টিকর্তা একটা গাইড বই পাঠাইছে সমগ্র মানব জাতীর জন্য।
সেই গাইড বইয়ের কোন আপডেট আসবেনা, ব্যাক্ষা কেউ করতে পারবেনা।

৬৩৬৩ লাইনের গাইড বই এর বড় অংশই কাফেরদের কি কি সাজা হবে তার বর্ননা। তার যদি আবার এতো গুলি শব্দে অর্থ না জানা থাকে তবে কেমন হয়?

এই জিনিস নিয়ে প্রশ্ন করলেই তারে স্পিং মোল্ল্যা বলবেন?

সৃস্টিকর্তা তাহলে ঠিক কয়টা আয়াত সমগ্র মানব জাতীর ভবিষ্যতে কাজে আসবে সেই প্রশ্ন করা যাবে কি?

সেই প্রশ্ন করীকে কি নাম দেবেন? :-*

১৯ শে মে, ২০২৪ দুপুর ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
এই জিনিস নিয়ে প্রশ্ন করলেই তারে স্পিং মোল্ল্যা বলবেন?
- এই সেরেছে। আপনি বুঝতে ভুল করেছেন, আমি কাউকে স্প্রিং মোল্লা বলি নাই।

সৃস্টিকর্তা তাহলে ঠিক কয়টা আয়াত সমগ্র মানব জাতীর ভবিষ্যতে কাজে আসবে সেই প্রশ্ন করা যাবে কি?
- আপনি যতখুশী প্রশ্ন করেন, কে আপনাকে না করেছে!!

সেই প্রশ্ন করীকে কি নাম দেবেন?
কাউকে নাম দিতে আমার বয়েই গেছে!!

১৩| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১:৫৯

Bondi বলেছেন: স্প্রিং মোল্লা বলতে বুঝিয়েছেন বসন্তের মোল্লা। মানে মাঝে মাঝে তিনি মোল্লা হন এবং কুরআন পড়েন এবং কিছু প্রশ্ন জাগে। এরচেয়ে ভালো ব্যাখ্যা কেউ দিতে পারবে বলে মনে হচ্ছে না :)

১৯ শে মে, ২০২৪ দুপুর ২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না, এটা আমার স্প্রিং মোল্লা না।

১৪| ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:০৭

জ্যাকেল বলেছেন: @ নতুন

কোরআন খুলে দেখলেই বুঝা যায় ইহা সহজ, সরল প্রাঞ্জল ভাষায় রচিত। বিজ্ঞানের বিগ ব্যাং আবিষ্কারের অনেক আগেই কোরআনের অনুবাদ করা হয়েছিল আসমান ও জমিন মিলিত অবস্থায় ছিল, আমি এদেরকে আলাদা করিয়াছি।
যেহেতু কোরআনে ১৪০০+বছর আগেই বর্তমানের কথা বিবৃত আছে (আসলে কেয়ামত পর্যন্তই আছে) তাই ইহার কোন আপডেট ভার্সন লাগবে না।

অবশ্য প্রচলিত মুল্লাদের দিকে তাকিয়ে যদি কোরআনের ব্যাখ্যা খুজেন তাহলে ভুল করবেন। কোরআনকে ফলো করা মানুষের সংখ্যা খুবই কম। যেমন কোরআন অনুসারে-

সবার আগে নিজের মা বাবার খেয়াল করা কর্তব্য
সালাত কায়েম করা লাগে ৩ ওয়াক্ত
ভদ্র মার্জিত পোশাক পরিধান করতে হবে (নো ড্রেস কোড/বোরকা)
শুকর ব্যতীত স্বাস্থ্যকর যেকোন প্রাণী খা্ওয়া যায় (কু্ত্তা/বিলাইও অন্তর্ভুক্ত)
সম্পদ জমিয়ে না রেখে বিলিয়ে দেওয়া (বিশেষত গরিব আত্মীয়, ফকির, মিসকিনদের)

কোরআন অনুসারে একজন মুসলমান এমনই।

১৫| ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৪৭

নতুন বলেছেন: জ্যাক্যাল ভাই আপনার শেষের কথার সাথে এক মত।

আপনার উপরের নামাজ ছাড়া অন্য কাজ আমি ভালো মানুষ হওয়ার চেস্টা হিসেবে অনুসরনের চেস্টা করি।

ধর্মের ব্যাবসায়ীকরনই ধর্মকে হত্যা করেছে এবং ইসলামের হায়াত মুটামুটি কাছাইয়া আসতেছে।

সকল ধর্মই মানুষকে ভালো হবার জন্য নির্দেশনা দেয়। কিন্তু ঝামেলা বাধায় ধর্মগুরু যখন নিয়ন্ত্রন নিতে চায়। রাজা বাদসারাও ধর্মকে ব্যবহার করেছে নিজেদের সার্থ্যে।

কোরান এবং অন্য ধর্মের যত তত্ব আছে সেগুলির আগেও অনেক দার্শনিক বিষয়গুলি নিয়ে তাদের ভাবনা/অবসারভেসন বলে গেছেন তাই এখানে নতুন কিছুই নাই। বরং সেই সময়ে মানুষ যা জানতো না তেমন তথ্য ধর্মগ্রন্হেও নাই।

যেমন ডাইনাসোর নাই। কারন আধুনিক কালে ফসিল আবিস্কারের আগে মানব জাতীর এই তথ্য জানা ছিলো না।
বরং এমন কিছু আছে যেটা অসম্ভব বলেই বর্তমানের জ্ঞানে মনে হয়। যেমন চাদ দুই টুকরা হওয়া, সূর্য আরসের নিজে সেজদা দেওয়া। সকল নবী রাসুলদের সস্বরীরে জামাতে নামাজ আদায় করা।

ধান্দাবাজেরা যেহেতু ধর্মপ্রচারের দায়ীত্বে আছে তাই ধর্মের অবস্থা আরো খারাপের দিকেই যাবে বলে মনে হয়।

এরা মানুষকে ভালো মানুষ হবার পথ দেখায় না। বরং বিভিন্ন ধর্মের মাঝে বিভাজন করে মানুষের মাঝে বিভেদ তৌরি করে নিজারা ফয়দা লুটার ধান্দায় থাকে...

১৬| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৫

ফেনা বলেছেন: সুন্দর তথ্য। জানা ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটা তথ্য আমাদের সবাইকে জানাবার জন্য।

১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৭| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:৪৫

আলামিন১০৪ বলেছেন: অপেক্ষা করেন, যদি ভাগ্য ভালো হয় তবে আপনার জীবদ্দশায় জানকে পারবেন। আল কোরআনের সব আয়াত সর্বকালের জন্য না। সম্প্রসারিত মহাবিশ্ব সম্পর্কে আরবরা কি জানত? কিংবা ফেরাউনের দরবারে হামানের বিষয় নিয়ে কেউ কি আগে জানত? শুধু তো খ্রিস্টানদের খোঁচার বিষয় ছিল এত কাল। হামানের সূত্র

১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কি জানতে পারবো? আলিফ-লাম-মীম এর অর্থ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.