নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ঢাবিয়ান সাহেবের পোষ্টে কমেন্ট করতে পারছি না

২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:৪৯



এবারের সেমিব্যানে ২ মাস কমেন্ট করতে পারছি না; আমি সাহিত্যিক নই, সাধারণ ব্লগার; আমি পোষ্ট দেয়ার চেয়েও কমেন্ট করতে ভালোবাসি। আজকে, ১ম পাতায় ব্লগার ঢাবিয়ান সাহেব ১ খানা পোষ্ট দিয়েছেন 'সুষ্টু নির্বাচন' নিয়ে; আমি ফিডব্যাক দিতে পারছি না, লাইক দিয়েছি। অবশ্য এখানে লাইকের অর্থ হচ্ছে, "আমি পোষ্ট পড়েছি"।

ঢাবিয়ান সুলেখক, রাজনৈতিক বিষয় নিয়েও লেখেন মাঝে মাঝে; ঢাবিয়ান যথাসম্ভব পুর্ব এশিয়ায় থাকেন, আমি প্রবাসী ব্লগারদের লেখা বেশী পড়ি; কারণ, তাঁরা উন্নত দেশে থাকেন, নতুন ভাষা, সংস্কৃতি, অন্য অর্থনীতি দেখার, শেখার সুযোগ পান, সেগুলো নিয়ে লেখেন।

আমি কমেন্ট করতে না'পারলে, ঢাবিয়ান সাহেবকে মনে পড়ে; তিনি তাঁর ১ বিখ্যাত পোষ্টে এডমিন সাহেবেকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, সোনাগাজীকে ব্যান না করে আজীবনের জন্য কমেন্ট ব্যান করে দেয়া হোক; মনে হয়, এখন সেটাই ঘটতে যাচ্ছে। উনি এমন একটা সাজেসশান দিয়েছেন, যা ব্লগের জন্য ঐতিহাসিক বলা চলে: ব্লগিং করুক, কিন্তু কমেন্ট যেন করতে না পারে। কিন্তু ব্লগিং মানেই তো পোষ্ট দেয়া ও পোষ্ট পড়ে মতামত, ফিডব্যাক দেয়া; ফিডব্যাক না'দিতে পারলে উহা কি ব্লগিং, নাকি অনলাইনে লেখা ছাপানো?

আমি ব্লগিং ভালোবাসি, অন্য ব্লগারদের লেখা পড়ে ফিডব্যাক দিই; বেশীরভাগ ব্লগার আমার ফিডব্যাক পছন্দ করেন, আমি লম্বা কমেন্ট করি না; ফলে, লেখক সহজে পড়তে পারেন, সহজে বুঝতে পারেন। আমার পোষ্টে ৫ লাইনের বেশী কমেন্ট এলে, আমি উহা কখনো পুরোটা পড়ি না।

ঢাবিয়ন সাহেবের সাজেসশান কার্যকরী হয়েছে, উনাকে অভিনন্দন; কিন্তু উনি যা লিখেছেন, উহা কেমন হয়েছে আমি জানাতে পারছি না; শেষমেষ লাইকটাই উনাকে দিতে হলো।


মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

চেয়ারম্যান সাব বলেছেন: ইহা কি গরু রচনা?

২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



অবশ্যই, গরুর ৪ পা, চেয়ারের ৪ পা

২| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

চেয়ারম্যান সাব বলেছেন: এই নিন আমার পরিসংখ্যান.....

পোস্ট করেছি: ১টি
মন্তব্য করেছি: ১টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ মাস ৩ সপ্তাহ
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন

২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



ঐতিহাসিক।

যখন ১ম মন্তব্য পাবেন, আপনার কাছে অনেক ভালো লাগবে; আপনাকে ব্লগে স্বাগতম; আজকে আপনি কয়েকটি স্বাগত কমেন্ট পাবেন।

২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



দেখছেন, ১ম কমেন্ট পেয়ে গেছেন; ভালো লাগছে?

৩| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

নজসু বলেছেন:


অতিশয় দুঃখজনক শ্রদ্ধেয়!

২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।

কিছু কিছু ব্লগার আছেন, নিজে কমেন্ট করুক, না'করুক খবর নেই, প্রথমে আমার কমেন্ট ব্যান চেয়ে বসেন। আপনি লিখুন।

৪| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কেউ কারও মন্তব্য পছন্দ না করলে ব্লক করতেই পারে। প্যারা নাই চিল।

২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

সোনাগাজী বলেছেন:



'অভিযোগ' শব্দটি বাংলা অভিধানের ১ম শব্দ?

৫| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: ঢাবিয়ান যেটা বলেছেন, আপনাকে কমেন্ট ব্যানে রাখতে- এটা তার বলা উচিৎ হয় নাই। এটা উনি অন্যায় করেছেন।
সামুতে তো ঢাবিয়ান সাহেবের কথা মতো চলবে না। সামু চলবে সামুর নীতিতে।

তবে তার মন্তব্য থেকে বুঝা যায়, আপনার মন্তব্য সে হজম করতে পারে না। বেচারা ভয় পায়।

ফ্রন্ট পেজ ব্যান থেকে মুক্ত হয়েছেন। খুব শ্রীঘ্রই কমেন্ট ব্যান থেকেও মুক্ত হবেন।

২৭ শে মে, ২০২৩ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:



মুক্ত নিশ্চয় একদিন হবো; তবে, আমাকে আটকানোর সঠিক কোন কারণ ছিলো বলে মনে হয় না; মনে হয়, ক্যাচালরা চেয়েছিলো বলেই আমাকে আটক করা হয়েছে।

৬| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


সাময়িক পর্বের সিরিজ বানানো যায় কিনা দেখেন।

২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



সাময়িক করার কারণ হলো, ১ম পেইজে আমার ১টা পোষ্ট; আমি সিরিজ মিরিজে নেই।

৭| ২৭ শে মে, ২০২৩ রাত ৮:১৩

কামাল১৮ বলেছেন: এই ব্লগে কেউ কেউ যৌক্তিক আলোচনা করতে ভয় পায়।আলোচনা করতে সমস্যা কি?

২৭ শে মে, ২০২৩ রাত ৮:২৪

সোনাগাজী বলেছেন:


আমাদের অনেক ব্লগার বিশ্বে প্রতিষ্টিত সত্য ও ধারণাসমুহকে না'বুঝে সেগুলোর বিপক্ষে ভুল পোষ্ট লেখেন; এতে করে, অনেকের পোষ্ট সমালোচিত হয়; এরা সমালোচনা গ্রহন করার পরিবর্তে ক্রমাগতভাবে অভিযোগ করতে থাকেন।

৮| ২৭ শে মে, ২০২৩ রাত ৮:৩৭

মিরোরডডল বলেছেন:



এই সাময়িক পোষ্ট না দিয়ে যে বিষয়ে ঢাবি লিখেছে, সেই বিষয়ে একটা পোষ্ট দিতে পারে খেলাঘর।
সেখানে ঢাবির পোষ্টের রেফারেন্সে খেলাঘরের মতামত থাকবে।
সহমত হলে সেটাও লিখবে আর যদি ভিন্নমত হয়, সেই কারণগুলো লিখবে।
একদিনে প্রথম পাতায় একাধিক পোষ্ট দিতে না চাইলে, কাল লিখবে।


২৭ শে মে, ২০২৩ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:



ঢাবির লেখাটা খুবই দুর্বল ধরণের, উহা নিয়ে কথা বললে, আমার অবস্হা খারপ হবে; আমি শুধু বলতে চেয়েছি যে, ঢাবিয়ানের সাজেসশানটা কাজ করেছে, উনাকে অভিনন্দন।

৯| ২৭ শে মে, ২০২৩ রাত ৮:৫৭

মিরোরডডল বলেছেন:



খেলাঘর কিন্তু কয়জন ব্লগারকে কমেন্ট ব্যান করেছিলো, তারমানে এই না তাদের ভয় পেয়েছিলো।
একইভাবে কেউ কমেন্ট ব্যান করেছে তারমানে চায়না খেলাঘর তার পোষ্টে কমেন্ট করুক।

কমেন্ট ব্যান করার পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন বিরক্ত, অপছন্দ অথবা কারো সাথে যুক্তিতর্কে যেতে আনকম্ফোর্টেবল। অপশন আছে, প্রয়োজনে ব্লগাররা সেটা ব্যবহার করে।

ব্লগার অনল আমাকে কমেন্ট ব্যান করেছিলো, আমি বিষয়টাকে সহজভাবে নিয়েছি।

১০| ২৭ শে মে, ২০২৩ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:


আমি কমেন্ট ব্যান করেছিলাম ক্রিমিনাল জটিল ভাইকে ও আর ইউ"কে; আর ইউ'এর কোন পোষ্ট ছিলো না; যাদের পোষ্ট থাকে না, কিন্তু বড় বড় মন্তব্য লেখে, আমি তাদের পছন্দ করি না।

১১| ২৭ শে মে, ২০২৩ রাত ৯:৩২

মিরোরডডল বলেছেন:



I understood your one.
কিন্তু যে কেউ যখন কাউকে ব্যান করে, তাদের নিজেদের একটা লজিক থাকে কেনো করেছে।

যেমন অনল ব্যান করেছে, আমি বলবো না সে ভয়ে করেছে।
যে কারনেই করুক, আমি সহজ বাংলায় যেটা বুঝি, সে চায় না আমি কমেন্ট করি।
কারো বাসায় আমি আনওয়েলকাম হলে, সেখানে আর আমি কখনোই যাই না বা যাবার ইচ্ছাও রাখিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.