নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমি কমেন্টব্যানে থাকায় ক্যাচালরা বেকার হয়ে গেছে?

২১ শে জুলাই, ২০২৩ রাত ২:৪০



গত কিছুদিন থেকে প্রিন্সিপাল ক্যাচাল লেখককে ব্লগেই দেখছি না; আমার কমেন্ট না'থাকলে কি নিয়ে ক্যচাল হবে? আমার কমেন্ট না'থাকায় প্রিন্সিপাল ক্যাচাল লেখক এটাসেটা নিয়ে কিসব লিখছিলো, কিন্তু কোনভাবে জমেনি; মনে হয়, ক্ষ্যামা দিয়ে অপেক্ষা করছে, কখন আমি কমেন্ট ক্ষমতা ফিরে পাবো। প্রিন্সিপালের সহকারীদের অবস্হাও ভালো যাচ্ছে না, গলুর গল্পও থেমে গেছে! সবাই কাঁচামালের জন্য আটকে গেছেন, সোনাগাজীর কমেন্ট না'করলে এরা বেকার!

এবার, ঠিক কি কারণে আমাকে কমেন্টব্যান করা হয়েছিলো, আমার ঠিক পুরোপুরি মনে নেই আর এখন; আপনাদের কারো মনে আছে নাকি? আমি ভাবছি, এডমিন সাহেবের মনে আছে কিনা? উনি হয়তো কোথায়ও টুকে মুকে রেখেছেন। একজন বিখ্যাত ব্লগার ব্লগ ত্যাগ করার পর, আমাকে লক্ষ্য করে কয়েকটা ক্যাচাল পোষ্ট এসেছিলো সামুতে; ক্যাচাল লেখকদের ধারণা, বিখ্যাত ব্লগার আমার কারণে ব্লগ ত্যাগ করেছেন। ক্যাচাল লেখকেরা তো ক্যচালবাজ, উনাদের ধারণাশক্তি মানে পুরো লিলিপুট! আমি ক্যাচালগুলোতে মন্তব্য করে নিজকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলাম; তখন এক পর্যায়ে আমাকে জেনারেল করা হয়; ২ মাস পরে, আমার লেখা সামনের পাতায় আসে, কিন্তু কমেন্টব্যান রয়ে গেছে।

ওখানে আমি কনফিউজড, ক্যাচাল পোষ্টগুলোতে আমার মন্তব্য ভালো না'হওয়ার কারণে আমাকে কি ব্যান করা হলো, নাকি বিখ্যাত ব্লগারের ব্লগ ত্যাগের কারণটা আমার উপর চাপিয়ে দেয়া হয়েছে? আপনাদের মাঝে যাঁরা দীর্ঘ সময় ব্লগিং করছেন, শতশত ব্লগারের চলে যাওয়া দেখেছেন। আমার বিপক্ষে লেখা এক ক্যাচাল পোষ্টে ব্লগার ঢাবিয়ান সাহেব কিছু "সুলেখকের" চলে যাওয়া নিয়ে লিখেছিলেন ও তাদের ফিরিয়ে আনার জন্য সামু টিমকে অনুরোধ করেছিলেন। ঢাবিয়ান পরোক্ষভাবে ইংগিত করেছিলেন যে, সেসব সুলেখকেরাও আমার কারণে চলে গেছেন। সেইসব সুলেখক ব্লগারেরা যদি আমার কারণে চলে যেতেন, আমার "চাঁদগাজী" নিকটাকে ব্যান করার পর উনারা ফিরে আসতেন। মানুষ চলে যান বিবিধ কারণে; কিন্তু সামু থেকে কেহ চলে গেলে ক্যাচালরা উহা আমার উপর দিয়ে চালিয়ে দিতে চান।

ক্যাচালদের অবস্হা খুব একটা ভালো নয় আজকাল; প্রিন্সিপাল ক্যাচাল মনে হয়, হতাশ হয়ে গেছেন, উনার শেষের পোষ্টগুলো কেহ পড়ছিলো না। ক্যাচালরা পোষ্ট দিলে ( আমার বিপক্ষ দিলেও ) আপনারা উৎসাহ দেবেন, মন্তব্য করবেন। এরা সব মিলে ১০/১২ জনেরও বেশী হবে, সবগুলো হতাশ হয়ে গেলে ব্লগে মাছিও উড়বে না।




মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২৩ রাত ২:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মন্তব্য করার উপর যখন নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তখন ব্লগ কর্তৃপক্ষ ইহার কারণ বর্ণনা ক'রে কোন নোটিশ আপনার কাছে পাঠায় নাই? সেখানে কি লেখা ছিল?

আমার মতে যে কোন শাস্তির সুনির্দিষ্ট মেয়াদ থাকা উচিত এবং সেই মেয়াদটা সংশ্লিষ্ট ব্লগারকে জানানো উচিত।

২১ শে জুলাই, ২০২৩ রাত ৩:১০

সোনাগাজী বলেছেন:



এডমিন সাহেব বাংলাদেশের সুনাম নষ্ট করবেন না, আশাকরি; ব্যানের কারণ মনে হচ্ছে, আমার নিক সোনাগাজী!

২| ২১ শে জুলাই, ২০২৩ রাত ৩:৫৫

বিষন্ন পথিক বলেছেন: ইনফ্লেশন কমাতে ইন্টারেস্ট রেট বাড়ানোর মতো, ক্যাচাল কমাতে কমেন্ট ব্যান।

২১ শে জুলাই, ২০২৩ ভোর ৫:০১

সোনাগাজী বলেছেন:


এডমিন সাহেব নিউইয়র্ক ও লন্ডনের ফাইন্যান্সিয়াল নিউজ দেখেন, মনে হয়!
ইহা কাজ করেছে, জটিল ভাই এক্সপোর্ট হয়ে গেছেন, গলুর গল্পকার চুপচাপ।

৩| ২১ শে জুলাই, ২০২৩ সকাল ৭:৫৬

অহরহ বলেছেন: একদম.......... @ দাদা।

২১ শে জুলাই, ২০২৩ সকাল ৯:১৯

সোনাগাজী বলেছেন:



ব্লগে অনেক গার্বেজ ধারণা আসে, লোকজন না'বুঝে সেগুলোকে উৎসাহিত করে; আমি কিছু বলতে পারি না, সমস্যা!

৪| ২১ শে জুলাই, ২০২৩ সকাল ৮:২০

ঢাবিয়ান বলেছেন: আপনি কমেন্টে ব্যান থাকায় দেখুন যে কোন ক্যচাল নাই, আপনার কথিত ক্যচাল লেখকেরাও নাই। সর্বত্র শান্তি বিরাজ করছে। আবার আপনিও কিন্ত আপনার পোস্টে অনেক কমেন্ট পাচ্ছেন। আমিও কিন্ত রেগুলার আপনার পোস্টে কমেন্ত করি। যাই হোক বারংবার আমার নাম নিয়ে আর ক্যচাল বাধানোর চেষ্টা করিয়েন না। কতৃপক্ষের যেদিন মনে হবে যে , আপনার কারনে ব্লগে আর ক্যচাল বাধার সম্ভাবনা নাই, সেদিন নিশ্চই কমেন্ট সুবিধা দিয়ে দেবে।

হ্যাপি ব্লগিং ।

২১ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২১

সোনাগাজী বলেছেন:



বিখ্যাত ব্লগার আমার কারণে চলে যাননি, উনি চলে গেছেন উনার নিজের কারণে; আপনি সেই উপলক্ষে পোষ্ট দেয়ার পর, ক্যাচালরা গন্ডগোল করেছে, আমি কমেন্টব্যানে।

৫| ২১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১১

রানার ব্লগ বলেছেন: এই তো দিলেন ক্যাচাল লাগিয়ে । দুই এক দিনের মধ্যেই দেখবেন একখান প্রসব হবে ।

২১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৬

সোনাগাজী বলেছেন:



৪ মাস আমার কমেন্ট ক্ষমতা নেই, ইহা সঠিক নয়।

২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:




আমার মনে হয়, ক্যাচালরা ক্রমেই হতাশ হয়ে যাচ্ছেন, এদের পোষ্টে পাঠক নেই!

৬| ২১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুই দিনপর এই টাইপ পোষ্ট কেন দেন বুঝি না।

২১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



৪ মাসের জন্য আপনাকে কমেন্টব্যান করলে, হয়তো বুঝার সম্ভাবনা কিছুটা আছে।

৭| ২১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫২

কাছের-মানুষ বলেছেন: আপনি একই ধারায় ব্লগিং করলে মনে হয় ব্যানমুক্ত হবার সম্ভবনা কম!
কমেন্ট না করেও নিজের পোষ্টে মন্তব্য পাচ্ছেন, ব্যাপারটা ভাল। তবে আমার প্রস্তাব ছিল সপ্তাহে অন্তত একদিন আপনাকে কমেন্ট ব্যানমুক্ত করা, সেই একদিন ইচ্ছেমত কমেন্ট করবেন!

২১ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৭

সোনাগাজী বলেছেন:



আমার ব্যান, কমেন্টব্যানের উদাহরণ থেকে বুঝা যায় যে, আমাদের দেশে কোন ছিছুই সঠকভাবে চলে না।

৮| ২১ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৪ মাস আমাকে কমেন্ট ব্যান করলে আমার পোস্টে কেউ মন্তব্য করতে আসতো না, আপনিও আসতেন না।

২১ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:



এই নিকে ১৭ মাসের ব্লগিং'এর সময়, আমাকে মোট ৬ মাস কমেন্ট ব্যানে রাখা হয়েছে; বাংলাদেশের সামান্য পরিমাণ মানুষ সঠিকভাবে ভাবতে পারেন মাত্র।

৯| ২১ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:১৫

ফেনা বলেছেন: হা হা হা......
এই রকম আমি একবার প্রথম আলো ব্লগে ব্যন হয়েছিলাম।
ব্লগার লুবনার আপুর এক পোষ্টে ঐতিহাসিক কমেন্ট করার মহান অপরাধে। =p~

২১ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



লুবনা কি নিয়ে লিখতেন?
কি ধরণের পোষ্টে আপনি কি ধরণের কমেন্ট করেছিলেন?

২১ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



লুবনার প্রফেশান কি ছিলো?

১০| ২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

ফেনা বলেছেন: উনি এবং উনার জামাই দুই জনই ব্লগে একটিভ ছিলেন বলে শুনতাম। তবে কে উনার স্বামী তা জানা ছিল না। তবে ব্লগ ফোরামের কমিটি নিয়ে উনার একটা পোষ্ট ছিল আমি সেইটাতে এক কমেন্টস করেছিলাম যতটুকু মনে পড়ে। যাই হোক সে অনেক অতীতের কথা। তার জন্য ব্যন ছিলাম অনেক দিন। =p~

২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে সঠিক ধারণাভিত্তিক কথা বললে বিপদ; কারণ, ৯০ ভাগ মানুষের বিশ্ব ও মানব জীবন সম্পর্কে সঠিক ধারণা নেই।

১১| ২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগার ফেনা কি লুবনা ইয়াসমিনের করথা বলছেন?
আপনাকে কমেন্ট ব্যান কারণ কি মনে করেন?

২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:




আপনার প্রশ্নটা কি ফেনার জন্য?

১২| ২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

ফেনা বলেছেন: কেন ভাই স্বপ্নবাজ সৌরভ!!! এবার কি এখান থেকে ব্যন করাবেন নাকি?? সামু থেকে ও কিন্তু অতীতে ব্যন হয়েছিলাম। ফলশ্রুতিতে এখন ব্লগে কম থাকি পোষ্টও কম দেই। ভাই আমার মুখের ঘরে কোন দরজা জানালা নাই। যার কারণে অনেক কিছুই বের হয়ে যায়।

সোনাগাজী ভাই ত বলেছেনই- "বাংলাদেশে সঠিক ধারণাভিত্তিক কথা বললে বিপদ; কারণ, ৯০ ভাগ মানুষের বিশ্ব ও মানব জীবন সম্পর্কে সঠিক ধারণা নেই।"
আমি মুর্খ্য মানুষ, নীরব আছি সেই ভাল।

আর আমি তার পোষ্টে একটা কমেন্ট করেছিলাম সেই কারণেই আমাকে ব্যন করা হয়ছিল। আর আসলে এখন চলে যাওয়া সেই সব নিয়ে আলোচনা না করাই ভাল।
ভাল থাকবেন।

১৩| ২১ শে জুলাই, ২০২৩ রাত ৮:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারমানে আপনি কমেন্ট ব্যানে থাকায় ব্লগে এখন আর ক্যাচাল হচ্ছে না? ক্যাচালদের বেকার হওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন? বিষয়টা কি তবে ভালো হলো?

২১ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:


ক্যাচালরা ক্যাচাল ব্যতিত তেমন কিছু লিখতে পারেন না, লিখলে উহা আবর্জনা ছাড়া কিছু হয় না।

১৪| ২১ শে জুলাই, ২০২৩ রাত ৯:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম প্রশ্নটা ফেনাকে করেছিলাম।
তবে তিনি প্রশ্নটা অন্য ভাবে নিয়েছেন।

পরের প্রশ্নটা আপনার জন্য ছিল।

২১ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:



আপনার প্রশ্ন, "আপনাকে কমেন্ট ব্যান কারণ কি মনে করেন? "

আমার সাথে, বেশীরভাগ দেশী ( যাঁরা দেশের ভেতর আছেন ) ব্লগারদের সাথে ও প্রবাসী ব্লগার "ভুয়া মফিজ"এর সাথে আধুনিক সভ্যতার প্রায় সব বিষয়ে, ধারণাভিত্তিক পার্থক্য আছে; এরা পেছনেপড়ে থাকা মানুষ; কিন্তু সংখ্যায় বেশী। এদের পোষ্টগুলোতে অনেক গার্বেজ থাকে, আমি মন্তব্যে তা তুলে ধরি; মুল সমস্যা এখানে। ওরা চায় যে, আমি ওদেরকে বাহবা দিই।

১৫| ২১ শে জুলাই, ২০২৩ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আপনাকে কমেন্ট ব্যান করে রাখা আমি সমর্থন করি না।
আশা করি মডারেটর সাহেবের বুদ্ধি উদয় হবে।

২১ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



মডারেটর সাহেব ইহাকে হিবিজিবি করে চালাচ্ছেন।

১৬| ২৫ শে জুলাই, ২০২৩ রাত ২:২৯

চারাগাছ বলেছেন:
আপনি কিছু কিছু ব্লগারের মানহীন অর্থহীন পোষ্টে বিরূপ মন্তব্য না করে এড়িয়ে যান। এর কারণ কী?
এদের প্রতি কি আপনার মায়া কাজ করে?

আপনি চাইলে আমি তিনজন ব্লগারের নাম বলতে পারি।

২৫ শে জুলাই, ২০২৩ রাত ২:৪৫

সোনাগাজী বলেছেন:



বেশ পরিমাণ ব্লগার আছেন, যাদেরকে কিছু বলে লাভ নেই, এদের লেখা ও ভাবনার লেভেল ভালোর দিকে যাবার সম্ভাবনা কম।

১৭| ২৫ শে জুলাই, ২০২৩ রাত ২:৫০

চারাগাছ বলেছেন:
বেশ কিছু ব্লগারের মধ্যে কি চারাগাছ, রাজীব নুর, স্বপ্নবাজ সৌরভরা পরে ?
যাদেরকে কিছু বলে লাভ নেই, এদের লেখা ও ভাবনার লেভেল ভালোর দিকে যাবার সম্ভাবনা কম।

২৫ শে জুলাই, ২০২৩ ভোর ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



না, যাদের নাম দিয়েছেন, তারা সেই গ্রুপের নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.