নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জেনারেল জিয়ার জীবন, আপনাকে অনুপ্রানিত করে, রাগান্বিত করে, হতাশ করে?

২২ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২২



একজন মেজর, ৯ মাসের মুক্তিযুদ্ধে বিশাল ভুমিকা পালন করলেন; যুদ্ধে বিজয়ী, খুবই অল্প সময়ে জেনারেল; সেনা বাহিনীর ২য় ব্যক্তি, অনেক বড় দায়িত্ব! সামরিক ক্যু, সেখান থেকে প্রেসিডেন্ট; ১ টি বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা; এরপর অকাল মৃত্যু। মৃত্যুর পর মুক্তিযোদ্ধার লিষ্ট থেকে নাম অপসারণ। এই লোক আপনার কাছে দেশপ্রেমিক সৈনিক, জাতীয় বীর, নাকি আইয়ুব বা ইয়াহিয়ার মতোই নিতান্তই একজন ভিলেন?

আপনি সেই মেজরকে, জেনারেলকে, প্রেসিডেন্টকে কতটুকু জেনেছেন, কিভাবে জানলেন? শেখ হত্যার ব্যাপারে এই জেনারেলের ভুমিকা কি আপনার কাছে পরিস্কার? দেশের সামরিক বাহিনীর ২য় জন হিসেবে শেখকে রক্ষা করা কি উনার দায়িত্ব ছিলো? শেখকে হত্যা করা হবে, সেটি কি তিনি জানতেন? তিনি জানলে ইহা হতে দেয়া কি সঠিক ছিলো?

আমাদের জাতির জাতীয়তাবাদী আন্দোলনে শেখের অবদান ও নেতৃত্ব আপনার কাছে পরিস্কার কিনা? ১৯৬৬ সালের পর থেকে জাতি শেখকে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হিসেবে মেনে নিচ্ছিলো; ১৯৬৯ সালে জাতি আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত করে; এতে শেখ জাতির নেতা হিসেবে স্বীকৃতি পায়, এবং ১৯৭০ সালের ভোটে জাতি সেটাকে প্রকাশ করে।

স্বাধীনতার পর, শেখ নতুন জাতিকে সংগঠিত করে দেশ গড়ার কাজে লাগাতে সক্ষম হননি; মনে হয়, সেই বিষয়ে উনার দক্ষতা ছিলো না। জাতি হতাশ হয়েছিলো উনার অসফলতায়। কিন্তু সামনে সময় ছিলো, উনার সফল হওয়ার সুযোগ ছিলো, জাতি আস্হা হারায়নি।

শেখ মনে হয়, নিজের ভুলগুলো অনুধাবন করেছিলেন, তিনি মোড় নি্চ্ছিলেন; সেই সময় তাঁকে হত্যা করলো দেশের মিলিটারী। মিলিটারীর খুবই সমান্য কয়েকজন অফিসার এই ভয়ংকর হত্যাকান্ড ঘটায়েছিলো; সেনাপতি ইহার সুরাহা করতে পারতেন; কিন্তু তখন জে: জিয়া সেনাপতিকে পাশ কাটিয়ে দেশে সামরিক আইন জারী করে, সেটার এডমিনিষ্ট্রেটর হয়ে যান। এরপর শুরু হয় ঠিক আইয়ুবী ষ্টাইলে দেশ দখল।

তিনি দেশে দলও গঠন করলেন, ভোট করলেন, জয়ী হলেন। কিন্তু এত বড় হত্যাকান্ডকে ঘাঁড়ে বহন করে তিনি কতদুর যেতে পারতেন? আসলে যাবার কোন পথ ছিলো না; ঘা'ঘটার কথা ছিলো, সেটাই ঘটলো, তিনি অকালে প্রাণ হারালেন ও জাতিকে ভুল পথের মাঝঝানে রেখে বিদায় নিলেন।


মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৫

শাহ আজিজ বলেছেন: এই রাষ্ট্রে কেন জানি সুযোগ পেয়েও কেউ সঠিক কাজটি করেননি । প্রায় সবাই দেশটির স্থায়ী ক্ষমতা ধরে এগুতে চাইছিল । কিন্তু কারোরই নির্বাহী অভিজ্ঞতা ছিলনা । এখনো তাই চলছে । জিয়া ভয়ঙ্কর লোভী মানুষ ছিলেন ।

২২ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৪

সোনাগাজী বলেছেন:



এত কম সময়ে জেনারেল হয়ে গিয়েছিলো যে, জেনারেলের মতো ভাবতে পারেনি

২| ২২ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:০৫

ফেনা বলেছেন: এই দশের সম্পুর্ণ ইতিহাসটাই ধূয়াশা।

২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১০

সোনাগাজী বলেছেন:



এই দেশের জন্মটা ছিলো বিপ্লবী ও ঐতিহাসিক, কিন্তু শুরুতে ইহাকে বিনষ্ট করেছে মিলিটারী।

৩| ২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জিয়া ক্ষমতা দখলের সুযোগ পেয়েছিলেন। এবং সুযোগটা কাজে লাগিয়েছিলেন। উচিত-অনুচিতের ধার ধারেননি। বুঝতে পারেননি ইতিহাসে নায়ক থেকে খলনায়কে পরিণত হবেন।

২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:




একজন জেনারেলের যদি এই অবস্হা হয়, বেগম জিয়া, রওশন, কিংবা মির্জা আব্বাসদের মগজের কি অবস্হা?

২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



সে একাধ্বংস হয়নি, পুরো জাতিকে ভেঁড়ার দলে পরিণত করে গেছে।

৪| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

তানভির জুমার বলেছেন: জিয়া তুমুল জনপ্রিয় ছিল মৃত্যুর আগে এবং পরে, দেশের ৮০% মানুষের কাছে। ভালো দেশ প্রেম ছিল, দেশ কে সঠিক রাস্তায় ফিরিয়ে এনেছিলেন। বাংলাদেশের মানুষ কে রিড করতে পেরেছিলেন।

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:



আপনি ভালো ডাটা দিয়েছেন, বুঝা যাচ্ছে যে, জিয়া দেশের ৮০ ভাগ মানুষকে উনার মতো ইডিয়টে পরিণত করেছিলেন। ভালো যে, ৮০ ভাগের অকাল মৃত্যু হচ্ছে না।

৫| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

কামাল১৮ বলেছেন: জিয়াকে জেনেছি তার কাজ কারবার দেখে,বিভিন্ন লেখকের বই পড়ে।তার দুটি বড় লেখা পত্রিকায় প্রকাশ হয়ে ছিলে দৈনিক বাংলায়।আমার কয়েক জন ঘনিষ্ট বন্ধু জিয়ার দলের নেতা ছিলো তাদের কাছ থেকেও জেনেছি।সব মিলিয়ে তার সম্পর্কে আমার ভালো ধারনা ছিলোনা।
শেখ মুজিবের মৃত্যুতে তার প্রত্যক্ষ অংশগ্রহন ছিলোনা কিন্তু জানতেন।জাতিকে বিপথে চালিত করে গেছে জিয়া।এই অভিযোগ থেকে তার মুক্তিনাই।

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:




সিআইএ শেখকে সরানোর দায়িত্ব ও দেশকে দখলে রাখার দায়িত্ব কোন অফিসারকে দিতে পারতো?

৬| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: জেনারেল জিয়া জানতেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে। উনি বঙ্গবন্ধুর শুভাকাঙ্ক্ষী হলে ওনার উচিত হত সরাসরি বঙ্গবন্ধুকে কিছু ভালো পরামর্শ দেয়া। তার ভুলগুলি ধরিয়ে দেয়া। শুনেছি জিয়া দম্পতির দাম্পত্য সমস্যার সমাধানে বঙ্গবন্ধু সাহায্য করেছিলেন। তাই কৃতজ্ঞতার কারণে হলেও বঙ্গবন্ধুকে সাহায্য করা ওনার উচিত ছিল।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:২৭

সোনাগাজী বলেছেন:


সিআইএ জিয়াকে পুরো প্ল্যান ও রোডম্যাপ হাতে দিয়ে শেখ হত্যায় নামিয়েছিলো; বখাটে মেজর ও ক্যাপ্টেনগুলোকে সিআইএ কিনে নিয়েছিলো। জিয়া কোন ধরণের টাকা পয়সা নে্যনি বলে আমার ধারণা। অপারেশনের আগে মেজরেরা জিয়ার অফিসে এসে সবকিছু কনফার্ম করে গিয়েছিলো।

৭| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে কখনো ক্যু সম্রাট জেনারেল মইন ইউ আহমেদ নিয়ে লিখতে দেখিনি। মনে রাখবেন এটি আপনার লেখালেখির বড় একটি ভুল অধ্যায়।



২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজী নিকে আমি লিখেছিলাম।

উনার ব্যাপারটার সাথে বেগম জিয়া জড়িত ছিলো; এই লোক কখনো সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা ছিলো না, বেগম জিয়া অন্যায়ভাবে উহাকে নিযুক্তি দিয়েছিলেন, যেখানে জে: জিয়া এরশাদকে দিয়েছিলেন। তারেক মিলিটারীদেরউপর ছড়ি ঘুরানোতে মইন ও অনেক অফিসার তারেককে ও বিএনপি'কে সাইজ করতে গিয়ে অনেক কিছু করেছে।

৮| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি ভুল জানেন। জেনারেল মইন হুজুর আওয়ামী লীগের লোক ছিলেন। বিএনপির হলে আওয়ামী লীগ তার নামে কমপক্ষে ১৫০ মামলা দিয়ে খাঁচায় রাখতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে জেনারেল মইন হুজুরের কারণে।

খাম্বা চোর তারেইক্যাকে তত্ত্বাবধায়ক সরকার খাঁচায় ঢুকিয়ে থার্ড ডিগ্রি দিয়েছে।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:



উনি কার সময়ে সিএনসি হয়েছিলেন; ঐ পদ কিন্তু পলিটিক্যাল পদ।

৯| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:০৬

শূন্য সারমর্ম বলেছেন:



জিয়া/মুজিবের কবরে গিয়েছিলেন কখনো?

২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



না, উনার মিশন ছিলো, শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেবকে কবরে পাঠানো।

১০| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাধীনতার পর, শেখ নতুন জাতিকে সংগঠিত করে দেশ গড়ার কাজে লাগাতে সক্ষম হননি; মনে হয়,
সেই বিষয়ে উনার দক্ষতা ছিলো না।

.................................................................................................................................
বিষয়টি এভাবে বিচার করা যায়না ।
যুদ্ধবিদ্ধস্ত দেশে তখন চারিদিকে হাহাকার ।
নুতন নুতন দ্বায়িত্ব নিয়ে মন্ত্রীরা রুলস অব বিজনেস মানত না । মনে হয় জানতই বা কজন ???
চারি দিকে লুটপাট আর রাজনৈতিক ষড়ষন্ত্রর কাছে উনার পরাজয় ঘটেছিলো ।
....................................................................................................
জাতিকে সঠিক পথে আনতে আরও কিছু সময় ও সৎ এবং জ্ঞানী কিছু লোক
উনার চারপাশে থাকা আবশ্যক ছিল ।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:


মানুষের কিছু কাঁচাঘর পুড়ে যাওয়াাকে যুদ্ধ বিধ্বস্ত বলা হয় না; যুদ্ধ বিধ্বস্ত হয়েছিলো ষ্টালিনগ্রাড ও বার্লিন।

দেশকে বৈপ্লবিকভাবে সাজানোর জন্য ও সব মানুষকে কাজ দেয়ার জন্য ও বাকীদের স্কুলে পাঠানোর জন্য সম্পদ ছিলো। যাদের বাড়ীঘর পোড়ানো হয়েছিলো, তাদেরকে শেখ সাহেব ক্ষতিপুরণ দেননি; যাদের পরিবারের আয়ের পুরুষ শহীদ হয়েছিলো যুদ্ধে শেখ সাহেব তাদের কিছুই দেননি।

১১| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কোন গণতান্ত্রিক দেশে মিলিটারি শাসন কাম্য নয়।

কিন্তু, অতীতের জন্যে বর্তমান সেনাবাহিনীকে দোষারোপ করা উচিৎ নয়।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



বর্তমান সেনাবাহিনী জিয়া ও এরশাদের কথা কি জানে না? জিয়া ও এরশাদ কি আইয়ুবের ও ইয়াহিয়ার কথা জানতো না।

১২| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বেগম খালেদা জিয়ার আমলে সেনা বাহিনীর প্রধান হোন এবং খালেদা জিয়াকে সরিয়ে তিনি ক্যু করতে চেয়েছেলিন। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাস বিশেষ আইনে লেফটেন্যান্ট জেনারেল নাসিমকে চাকুরিচ্যুত করেন। - কি বুঝলেন?

বিট্রে করার জন্য সরকারি বা রাজনৈতিক নিয়োগ কোনো প্রকার স্বার্থ রক্ষা করতে পারে না।


২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:




মিলিটারী তখন ২ ভাগে বিভক্ত ছিলো: বিএনপি ও বিএনপি বিরোধী। জিয়া যেই কাজ করে গিয়েছিলো, ক্যান্টনমেন্টে উহা চলতে ছিলো।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



সবকিছু শুরুর মুলে ছিলো জে: জিয়া।

১৩| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
বর্তমান সেনাবাহিনী জিয়া ও এরশাদের কথা কি জানে না? জিয়া ও এরশাদ কি আইয়ুবের ও ইয়াহিয়ার কথা জানতো না।
====================================

জানতো এবং জানে। কিন্তু, বর্তমান সেনাবাহিনীকে চাপে ফেলে তাদেরকে অতীতের কথা মনে করিয়ে দেওয়ার দরকার নাই। তাতে, কিছু সেনা উত্তেজিত হতে পারেন।

আরাফাত সাহেব ভালো কজ করেন নাই।

২৩ শে জুলাই, ২০২৩ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:



ষেনা বাহিনীকে ছোট করে, তরুণদের থেকে ১০/২০ লাখ রিজার্ভ তৈরি করার দরকার।

১৪| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১:২৯

জাহিদ অনিক বলেছেন: কিছুই করে না।

সব রাজনৈতিক নেতাই মানুষ। আমরা মনে মনে ভাবি উনারা হয়ত দেশ কে অনেক কিছু দিতে পারতেন কিন্তু দেন নাই। তাই মনে মনে রাগ করি।

অথচ ওনারাও মানুষ। নানা কারনে হোক সেতা ব্যক্তিগত বা পার্থিব, তারা পারে নাই দেশ কে অনেক কিছু দিতে।
ইশ্বরের মত এখন আমাদের ওনাদের মাথায় হাত রাখা ছাড়া আর কিইবা করার আছে !

২৩ শে জুলাই, ২০২৩ রাত ১:৩৯

সোনাগাজী বলেছেন:



দলের লোকজন দেশকে কলোনীর মতো চালাচ্ছে, কিভাবে ইউরোপ চলছে, কানাডা, কোরিয়া চলছে, সেসব পলিটিক্যাল ও ইকোমোমিক্যাল মেকানিজম এরা বুঝে না: ফ্রি শিক্ষা, চাকুরি সৃষ্টি, মানুষের মাঝে ঐক্য সৃষ্টি করার মতো দক্ষতা নেই। শিক্ষিতরা যদি এসব দলগুলোকে দখল না করে, জাতি এভাবে সব সময় চলবে; এভাবে চলাটা জীবন নয়।

১৫| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫২

রানার ব্লগ বলেছেন: জীয়ার মৃত্যু সালে জন্ম আমার । আমি তার শাসনকাল দেখি নাই । তবে বাবা মা চাচা মামাদের কাছ থেকে যা শুনেছি তা মোটেও আরামদায়ক ছিলো না ।

২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:২১

সোনাগাজী বলেছেন:



আজকে শেখ হাসিনা দেশ চালাচ্ছেন, ইহাও জিয়ার কারণে; জিয়া শেখকে হত্যা না'করলে দেশের এই অবস্হা হতো না।

১৬| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: জিয়া ভালো মানুষ ছিলেন না।

২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:





আসলে সে কম বুদ্ধিমান মানুষ ছিলো।

১৭| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:১৩

অক্পটে বলেছেন: জিয়ার ব্যপারে এটা আওয়ামীলীগের অপপ্রচার মাত্র। তিনি যে তুমুল জনপ্রিয় ছিলেন এই ব্যপারে কারো সন্দেহ নাই। তার জনপ্রিয়তার ব্যপারে আম_লীগকে গননায় ধরার কোন প্রয়োজন নেই। আমলীগ হল হুক্কা হুয়ার দল এবং আজীবন সন্ত্রাস লালন করে কর্মে ও মননে। ওরা গোয়েবলস্ এর অনুসারী। আর আপনার ভাঙ্গা রেকর্ডটা বাজবেই বিশেষ করে এই পট পরিবর্তনের সময়ে একটু বেশিই বাজাচ্ছেন। হাসিনার আবিস্কৃত গণতন্ত্রে আপনি মনে মনে খুশিই ছিলেন সব আমলীগ যেমন থাকে। তবে সব সময় চুরি ছেচ্চোরি করে ক্ষমতায় আকড়ে থাকাও ভালনা জনাব। আপনার এই গোয়েবলসীয় পদ্ধতিতে কি শেষ রক্ষা হবে বলে মনে করেন? হাসিনা ক্ষমতায় থাকুন সে চুরি এবং উন্নয়ণ দুটোই করেছে। অন্যেরা এসে শুধুই চুরি করুক এটা চাইনা। কিন্তু হাসিনার ফেয়ার ভোটে ভয় কেন তাকি বলতে পারেন?

২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা মোটামুটি বুঝতে পারেন যে, দেশ ভালো চলছে না; কি করে আধুনিক দেশ চালাতে হয়, সেটা তিনি কিংবা উনার আশপাশের কেহ জানে না; কেহ জানলে এবং উনাকে বললে উনি হয়তো চেষ্টা করতেন; উনার এটিচিউড ভালো ছিলো।

উনি মানুষের সাথে যোগাযোগ বন্ধ ককরে দিয়েছেন, মানুষের কষ্ট বুঝেন না, এটা বড় সমস্যা।

জিয়ার জনপ্রিয়তা ছিলো, কারণ মানুষ ইডিয়ট; নিজের ক্ষতি করে দুষ্টকে সমর্থন করে,

১৮| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০০

মুগ্ধ নয়নের আগন্তুক বলেছেন: আমার ইমেইল ও পাসওয়ার্ড আইডি ভুলে গেছি দেখে আমার ব্লগে ঢুকতে পারতেছি না, শুধু আমার ইউজার নেম মনে আছে, এখন কিভাবে আমার ব্লগে ঢুকতে পারি কারো কোন আইডিয়া ?

২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১৭

সোনাগাজী বলেছেন:



১ম পাতার উপরের দিকে দেখেন, ব্লগার "জাদিদ" কবিতা পোষ্ট করেছেন। আমার পোষ্টে যেই কমেন্ট টি করেছেন, সেটা উনার কবিতায় করেন; উনি আপনার সমস্যার সমাধান করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.