নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সব দল এক নয়, আওয়ামী লীগ স্পেশাল দল ছিলো!

২৯ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৯



আওয়ামী লীগই বাংগালীদের প্রাণের দল ছিলো, মাওলানা ভাসানী সঠিক সময়ে, সঠিক উদ্দেশ্য নিয়ে, সঠিক দল গঠন করেছিলেন। মাওলানা ছিলেন জ্ঞানী মানুষ, তিনি সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য দলটিকে গঠন করেছিলেন।

শেখ সাহেবকে হত্যা করে, বিএনপি ও জাপা গঠন করেছে মিলিটারী; জামাত বাংলাদেশের বিপক্ষে হত্যাকান্ড ঘটায়েছে; এখন কেহ যদি বলে বেড়ায়, "বাংলাদেশের সব দল একই ধরণের"; উহা হচ্ছে ডোডো ষ্টেইটমেন্ট।

মাওলানার সরলতার সুযোগ নিয়ে, কলিকাতার দুষ্টলোক, সোহরাওয়ার্দীর ষড়যন্ত্রে শেখ সাহেব, মানিক মিয়ারা আওয়ামী লীগকে দখল করে নেয়। যাক, শেখ সাহেব বাংলার মানুষের সাপোর্ট পেয়ে, উহাকে কাজে লাগায়েছিলেন।

আওয়ামী লীগকে পাকিস্তান পন্হীরা উৎখাত করেছিলো জিয়ার সাহায্য নিয়ে; আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে ছিলো শেখ হাসিনাকে কেন্দ্র করে; কিন্তু উহাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা নিজেই; উনার মাথায় মগজ থাকলে, কোন আক্কেলে তিনি ৪৩ বছর দলের সভাপতি পদে থাকছেন? পুরো আওয়ামী লীগের মাঝে তিনি কি একমাত্র রাজনীতিবিদ? তিনি আওয়ামী লীগের ১জন লোকককে কি এই দায়িত্বটা ২/৪ বছরের জন্য দিতে পারতেন না? শেখ হাসিনা দলের লোকদের সঠিকভাবে সন্মান করেন বলে মনে হয় না।

২০১৪ সালের ভোটেই শেখ হাসিনা সংকটে ছিলেন; উহা থেকে তিনি শিক্ষা গ্রহন করেননি, দলের জন্য সময় দেননি; অপদার্থ ওয়ায়দুল কাদেরের হাতে দল ছেড়ে দিয়ে তিনি বংভবনে ফলমুল, সবজির চাষ করছেন! কতজন গার্মেন্টস কর্মী তাদের ঘরে পেছনে ফলমুল, সবজি লাগান ও মুরগী পালেন? মানুষের একটু হলেও জ্ঞান থাকার দরকার আছে।

২০১৮ সালের ভোটের পর, ভোট নিয়ে যেই গুজব রটেছিল, উহার জন্য উনার উচিত ছিলো মানুষের কাছে ক্ষমা চাওয়া ও দলকে নিজের হাতে নিয়ে ওয়ায়দুল কাদেরকে সেতুর টোলঘরে বসিয়ে দেয়া।

আজকে ঢাকায় যা ঘটছে, উহা শেখ হাসিনার অদুরদর্শিতার কারণে ঘটছে। আমি দীর্ঘদিন থেকে বলে আসছিলাম যে, শেখ হাসিনার ভয়ংকর দুর্নাম হবে; উনি সরে গেলে, স্বয়ং আওয়ামী লীগ উনার বদনাম করবে; ইহা ঘটবে।

আওয়ামী লীগকে আবার আওয়ামী লীগ করার জন্য শেখ হাসিনার বিপক্ষে আন্দোলন দরকার।


মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নেলসন ম্যান্ডেলার বক্তৃতা শুনলে দিল ঠাণ্ডা হয়ে যায়। অধুনা বারাক ওবামার বক্তৃতা খুব ভালো লাগতো।

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:


ম্যান্ডেলার দল এখন সাউথ আফ্রিকাকে চোর-ডাকাতদের আড্ডাখানা বানায়েছে; বারাক জ্ঞানী মানুষ।

২| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ইউরোপীয় রাজনীতিকরা কি যে ঠাণ্ডা হয়ে বক্তৃতা দেয়!

খুব ভালো লাগে।

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



আমাদের রাজনীতিতে দেশের গুণীদের স্হান নেই, আছে চোরদের স্হান।

৩| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের ধর্মীয় দলগুলোর নেতাদেরও কি যে অবস্থা!

অথচ দেখুন, প্রয়াত ডেসমণ্ড টূটূ!!!!?????

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০০

সোনাগাজী বলেছেন:


ডেসমণ্ড টূটূ ও অন্যান্য বিশপদের ইউনিভার্সিটি ডিগ্রী আছে; আমাদেরগুলো অশিক্ষিত।

৪| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৮

হাবিব ইমরান বলেছেন:

আওয়ামীলীগ এখন চোরেদের দল। একসময়ের সম্মান এখন শেষ করে ছেড়েছে। দেশপ্রেম বলতে কিছুই নেই।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০২

সোনাগাজী বলেছেন:



উনি ৪৩ বছর সভাপতি, দলের সাথে উনার কোন মিটিং হয় না; দলে পিরামিদ ব্যবসা চলছে; দেশের সব ক্রিমিনাল উনার দলে ঢুকে গেছে। দলের কর্ৈিদের চাকরি নেই, ওরা নিয়মিত গাড়ী কিনছে।

৫| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: আওয়ামীলীগ ঠিক এই মুহূর্তে কিছুটা ব্যকফুটে আছে।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার ভুলের কারণে দল রাজনৈতিক দল থেকে লাঠিয়ালদের দলে পরিণত হয়েছে। এলাকার সব গুন্ডাপান্ডা দলের নেতা।

৬| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: ঘুড়ির নাটাই শেখ হাসিনার হাতে রাখাই উত্তম। অর্থ্যাত দলের সভাপতি তার থাকা দরকার আছে। উনি সভাপতি আছেন বলেই দলের ভিত মজবুত আছে।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



না, সেটা সঠিক নয়; উনি সভাপতি হলে পিম হওয়া ঠিক হয়নি; দল থেকেই সিন্ডিকেট হয়েছে, ওরাই ভুমিদস্যু ও ওরাই মাদকের গড-ফাদার।

৭| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৩

কামাল১৮ বলেছেন: গনতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠছে না আমাদের দেশে।জামাত বিএনপি এই জন্য দায়ী।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:



শেখ হত্যার পর, আওয়ামী লীগ যদি অস্ত্র হাতে মিলিটারীকে দেশ ছাড়া করতো; তবে, গণতন্র টিকে যেতো।

৮| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৭

কামাল১৮ বলেছেন: বাংলায় একটা প্রবাদ আছে।যেমন কুকুর তেমন মুগুড়।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনার ভুলের জন্য বিএনপি, জাপা ও জামাত টিকে রয়েছে।

৯| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মওলানা আওয়ামী লীগ গঠন করেছিলেন না কি এর মূল নাটাই সোহরাওয়ার্দীর হাতে ছিল? সোহরাওয়ার্দী মার্কিনপন্থি হতে থাকলে বাম মতাদর্শের মওলানা নিজেই পদত্যাগ করেছিলেন। তাই না? এরপরও তো শেখ সাহেবের সাথে মওলানার সম্পর্ক ছিল। একসাথে পাকিস্তান বিরোধী রাজনীতি করেছেন। কৌশলগত কারণে মওলানা পিছিয়ে পড়েছেন, শেখ সাহেবের আওয়ামী লীগ এগিয়েছে। আপনার তো আরও ভালোমতো জানার কথা বন্যার কারণে মওলানা নির্বাচন পিছিয়ে দিতে বলেছিলেন। মওলানাকে মহিমান্বিত করতে গিয়ে শেখকে ছোট করা কেন? স্বাধীন পরবর্তীতে মওলানার রাজনীতি কি ঠিক ছিল?

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১:১১

সোনাগাজী বলেছেন:




আপনি তো আমার চেয়ে ভালো জানেন! মাওলানার রাজনীতির, বা শেখের রাজনীতির কি আপনি জানেন আমি জানি না; শেখ ছাত্র রাজনীতির নেতা আর মাওলনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা; উনি কেন পদত্যাগ করবেন? সোহরাওয়ার্দী ছিলো বহিরাগত, ক্যাচালবাজ!

মাওলানার রাজনীতি ছিলো সোস্যালিষ্ট রাজনীতি, কৃষক-শ্রমিক রাজনীতি; শেখের রাজনীতি ছিলো ছাত্রলীগের রাজনীতি।

১০| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:৫৯

তানভির জুমার বলেছেন: আওয়ামীলিগ কিছু মিথ্যা আর অস্রের জোড়ে টিকে আছে ইহা যে কোন সময় ভাঙ্গিয়া পড়িবে। আইয়ুব-এরশাদের পথেই যাবে।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১:১৩

সোনাগাজী বলেছেন:


আওয়ামী লীগ খারাপ পথে গেছে, ইহার জন্য জনতা মুল্য দিবে। বিএনপি খারাপ পথে গেছে, জাতি মুল্য দিচ্ছে।

১১| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ১:০০

রাজসিংহ ২০২৩ বলেছেন: বাংলাদেশ যতদিন আছে আওয়ামী লীগ ততদিন থাকবে।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১:১৪

সোনাগাজী বলেছেন:



উহাকে দুর্নীতিবাজ ও লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে শেখ হাসিনা; ইহার কারণে জাতি বিপদের মাঝে প্রবেশ করেছে।

১২| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ১:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেখের রাজনীতি ছাত্রলীগের রাজনীতি ছিল বুঝলাম কিন্তু লোকজন মওলানার পিছে না ছুটে শেখের পিছে ছুটল কেন? মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ মওলানা না হয়ে শেখ হলেন কেন? মওলানা পিছিয়ে পড়লেন কেন? উনি কৃষক-শ্রমিকদের রাজনীতি করলে লোকজন তো উনার দলের (ন্যাপ) পেছনে ছোটার কথা।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনি মুক্তিযুদ্ধ করার সময় শেখ ছিলো আপনার প্রাণ পুরুষ; আমি মুক্তিযু্ধ করার সময় আমার প্রাণ পুরুষেরা ছিলেন আমার প্লাটুনের যোদ্ধরা।

মাওলানা থেকে শেখ জ্ঞানী ছিলেন না, শেখ ছিলেন ছাত্রদের মতো মুখর; মাওলানা সমাজতন্ত্রের কথা বলাতে আপনাদের মত লোকজন কিছু বুঝতে পারেনি, সেটাই ছিলো বড় সমস্যা; মাওলানা চেয়েছিলেন যে, আইয়ুবের সাথে বুঝাপড়া শেখই করুক, উনাকে যায়গা করে দিয়েছিলেন।

১৩| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ২:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি মুক্তিযুদ্ধ সময় আমার প্রাণ পুরুষেরা ছিলেন আমার প্লাটুনের যোদ্ধারা।
জিয়ার অধীনে যারা যুদ্ধ করেছেন, তাদের প্রাণপুরুষ জিয়া। তাই তো? শেখ যে জাতিকে সংগঠিত করলেন, তার কোনো ক্রেডিট নেই? আচ্ছা, পাকিস্তানের পরবর্তী ইতিহাসে শেখের নাম আসে কেন? মওলানার নাম আসে না কেন? পাকিস্তানিদের মূল টার্গেট শেখ ছিল কেন?

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:০৭

সোনাগাজী বলেছেন:


যোদ্ধারা জানেন যুদ্ধ কি জিনিষ, আপনি যুদ্ধ সম্পর্কে শুনেছেন মাত্র; কিন্তু সঠিভাবে বুঝার মত জ্ঞান আপনার আছে বলে মনে হয় না।

ইতিহাসে শেখের মতো মওলানার নাম কেন নেই? কারণ, বাংলাদেশের যারা ইতিহাস রচনা করেন, তারা আপনার মতো ক্ষুদ্র জ্ঞান ও অসহায় "মাটির প্রদ্বীপের মত, যা চাঁদকে দাদা ডেকে নিজ নিজে জাতে উঠতে চায়"।

মওলানা ছিলেন কৃষক, শ্রমিকদের ও দরিদ্রদের মুখপাত্র, তাদের নেতা। ব্লগে আপনার ১২২টি পোষ্টে কোন দরিদ্র পরিবার আছে, মুক্তিযোদ্ধা, কিংবা দরিদ্র কিশোর কিশোরীর কাহিনী আছে?

১৪| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ২:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মওলানা এত জ্ঞানী ছিলেন তো একসময় তার ন্যাপ হারিয়ে গেল কেন? প্রতীকও তো চুরি হলো। তার সমাজতন্ত্রের কথা আর কেউ বুঝল না কেন?

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:০৯

সোনাগাজী বলেছেন:



আজকে ২০২৩ সালে, আপনি সমাজতন্তের ডেফিনেশন লিখতে পারবেন? পারবেন না; সেজন্য '৬০ দশকের ও '৭০ দশকের বাংগালীরা সমাজত্ন্ত্র বুঝতে পারেনি।

১৫| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ২:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মওলানা চেয়েছিলেন যে, আইয়ুবের সাথে বুঝাপড়া শেখই করুক, উনাকে যায়গা করে দিয়েছিলেন।
আইয়ুব মওলানাকে গুণতেন? পাকিস্তানের জাতীয় পর্যায়ের কোনো নেতা শেখ ছাড়া মওলানার সাথে মিটিং করেছেন? এত জ্ঞানী লোক একসময় হারিয়ে গেলেন কেন?

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:


আইয়ুবের পতনের মিছিলটা কে বের করেছিলো ১৯৬৯ সালে? আপনি তা'জানার কথা নয়; সেজন্য মাষ্টার্স করেও আপনি ২/৪ টা টইউশানীও যোগাড় করতে পারেননি।

১৬| ৩০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১১

ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগ স্পেশাল কোন দল নয় - অতি সাধারণ এক দল যার আছে একদল নিবেদিতপ্রাণ চাটুকার আর সুযোগ সন্ধানী উচ্চাভিলাসী নেতাকর্মী। এদের সৌভাগ্য যে বিএনপির মত আরামপ্রিয় এক অত্থর্ব দল এদের প্রতিপক্ষ। বিএনপি বা হয়ে এদেরকে যদি জামায়াত বা কমিউনিস্ট পার্টির মত আদর্শবাদী কোন দলের মোকাবিলা করতে হত, তাহলে রাজনীতির ময়দান থেকে এরা স্রেফ উড়েই যেত।

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:


ইহা স্পেশাল বাংগালীদের দ্বারা গঠিত দল ছিলো। ঐ দলটি বাংগালীদের স্বাধীনতা সমগগ্রামের নেতৃত্ব দিয়েছিলো। মিলিটারী দলটির নেতাকে হত্যা করে, দলটিকে নেতৃত্ব হীন করে দেয়াতে উহার এই অবস্হা।

আপনি যদি যদি বলতে থাকেন, ও দেখতে থাকেন কি হয়।

১৭| ৩০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ইতিহাস বলে ভাসানী নিজেই সরে গেছিলেন।

মাওলানা ভাসানী অনেকের কাছেই শ্রদ্ধার আর নানা কারনেই তিনি বাংলাদেশের ইতিহাসের সাথে নানাভাবে রয়েছেন।
কিন্তু কোন কারনে আদর্শহীন কট্টর ডানপন্থি বিএনপি ও তার ভক্তরা কট্টর বামপন্থি ভাসানী হাইপার হয়ে থাকেন।

ইতিহাস থেকে
১৯৫৭ সালে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী বামপন্থী অংশ স্বাধীন পররাষ্ট্রনীতি এবং পূর্ব-পাকিস্তানের সর্বাধিক স্বায়ত্তশাসনের দাবি তুলে ১৮ মার্চ মওলানা ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতির পদ ত্যাগ করেন। আওয়ামী লীগের কড়া বামপন্থী অংশের উদ্যোগে ঢাকার রূপমহল সিনেমা হলে সম্মেলনে পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়। ন্যাপের সভাপতি নির্বাচিত হন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
৭১ এর স্বাধীনতার পর ৭৪এ বিনা তর্কে বাকশালকে স্বাগত জানিয়ে উনি ও ওনার দল ন্যাপ বাকশালে যোগ দেয়।

তবে ১৯৭৫ এ ১৫ই আগষ্টের পর ভোল পাল্টান। সেটা আরেক কাহিনী।

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:



ব্লগে সবাই জানেন যে, ইতিহাস রচনার জন্য আপনার নিজস্ব পদ্ধতি আছে।

১৮| ৩০ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি যতোই প্যানপ্যান আর ভ্যানভ্যান করেন না কেন বিএনপি যে সাধারণ জনমানুষের দল তার প্রমাণ দেশের বিগত জাতীয় নির্বাচনগুলোতে পাওয়া গেছে (দিনের ভোট) বিএনপির চেয়ে সমস্ঠিগত ভোট কোন দল পায় নাই । খালেদা জিয়া কোন নির্বাচনে হারে নাই । এখনো বাংলাদেশের যে কোন আসনে খালেদা জিয়া একটাই এক কোটি । এটা খালেদা জিয়ার জন্য হয় নাই, হয়েছে জেনারেল জিয়ার জন্য । জিয়াই এই দেশে গণতান্ত্রিক রাজনীতি চালু করেছিলেন । মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার । গোয়া দিয়ে পাহাড় ঠেলে পাহাড় সরানো যায় না .......।

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১৯

সোনাগাজী বলেছেন:




বিএনপি সাধারণ মানুষেরই দল, সৈন্যবাহিনী সাদাহরণ মানুষের রক্ষক; জিয়া সাদাহরণ মানউষের পক্ষ নিয়েই শেখ হত্যা করেছিলো।

১৯| ৩০ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৪৫

অক্পটে বলেছেন: মাওলানার আওয়ামী মুসলিম লীগকে শেখ মুজিব দখল করেছিল। বর্তমানের আমলীগ মাওলানার নামটাও শুনতে পারেনা। ভাষানীর নামের স্টেডিয়াম শেখের নামে রাখা হয়েছে। মাওলানার হাত থেকে যেদিন দলটিকে কেড়ে নেয়া হয়েছে সেদিন থেকেই এই দলটি জাত গেছে। এখনতো ডাকাত প্রস্তুকারী দলের নাম হল আওয়ামীলীগ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখমুজিবের অগণতান্ত্রিক অশোভন পদক্ষেপ সমুহ মাওলানাকে মরার আগ পর্যন্ত কষ্ট দিয়েছে।

ডাকাত সরদার আওয়ামীলীগ জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দলের নাম। এই দল চুরি ডাকাতী সন্ত্রাস এবং লুটে বিশ্বাস করে এর চেয়ে বেশি কিছু নয়। স্বাধীনতার পর স্টার্টিং থেকেই এই দলের অবক্ষয় শুরু হয়। মাত্র ১২ মিনিটেই একজন মানুষ প্রধানমন্ত্রী হতে পারে এই আমলীগ দলেই। দেশ পরিচালনায় অক্ষম শেখ মুজিবের দরকার ছিল ঐ সময়ের বিদগ্ধ ত্যাগী নেতাদের পরামর্শে দেশ পরিচালনা করা।

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



শেখ হত্যার পর, দলটি আপন কক্ষপথ হারায়েছিলো, উহা আপন মহিমায় ফিরে যেতে পারেনি; উহাতে তস্করেরা ঢুকেছে, শিক্ষিতদের স্হান হয়নি।

২০| ৩০ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারতের প্রথম দুইটি দল কংগ্রেস এবং মুসলিমলীগকেও স্পেশাল বলা যায়। কিন্তু কংগ্রেসের অবস্থা ভালো না এখন। মুসলিমলীগের অস্তিত্ব আছে বলে মনে হয় না।

বাংলাদেশ আওয়ামীলীগের অতীত ভুললে চলবে না। যত স্পেশাল দলই হোক না কেন তাদের দায়িত্ব অন্যান্য দলের চেয়ে বেশী এবং মানুষ আওয়ামীলীগের কাছে থেকে অনেক কিছু আশা করে এটা বর্তমান নেতৃবৃন্দের ভুলে গেলে চলবে না।

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা আওয়ামী লীগের কেহ ছিলো না; মিলিটারী শেখ সাহেব ও তাজউদ্দিন সাহবেকে হত্যা করার পর, উহা ৩ ভাগে বিভক্ত হয়েছিল; শেখ হাসিনা উহাকে এক করেছে; তবে, উনি দলকে রাজনীতির দিকে না'নিয়ে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছেন।

২১| ৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার পোস্টে যে ৫ টা মন্তব্য করলাম, কোথাও কি আপনাকে উদ্দেশ্য করে কিছু বলেছি? অথচ আপনি আমার শিক্ষাদীক্ষা, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। আমি কী লিখেছি, না লিখেছি, কী লিখব না লিখব সেসব নিয়ে কাহিনি শুরু করেছেন। পুরোপুরি ব্যক্তি আক্রমণ শুরু করছেন। অব্শ্য ব্যক্তি আক্রমণ টার্মটাই আপনি জানেন না।

মুক্তিযুদ্ধ বুঝতে হলে মুক্তিযুদ্ধ করতে হবে; এই বাণী আপনার মুখ থেকেই বের হওয়া সম্ভব। ১ লাখ ৩০ হাজার ছিলেন মুক্তিযোদ্ধা। এদের অনেকে লেখাপড়া জানতেন না। সময়ের প্রয়োজনে দেশের টানে যুদ্ধ করেছেন। যারা মুক্তিযুদ্ধ করেনি তারা কি প্রশ্ন রাখতে পারবে না?

মওলানা সম্পর্কে আপনার মুখস্থ কিছু বুলি আছে, সেগুলোই আওড়ান। তথ্যসমৃদ্ধ কোনো কিছু দেখলাম না।

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:




শুনেন, আপনার মন্তব্য পড়ে আমার সময় নষ্ট হচ্ছে।

২২| ৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মাষ্টার্স করেও আপনি ২/৪ টা টইউশানীও যোগাড় করতে পারেননি। মানসিকতায় আপনি কত নীচ; এই লাইনটা তার প্রমাণ। কথায় কথায় শিক্ষার কথা বলেন, এই কথা বলেন অথচ আপনি জানেন না বাংলাদেশের কত ভাগ শিক্ষার্থী এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। তাদের জন্য কিছু করতে পারেন আর না পারেন, খোঁটা ঠিকই দিতে পারেন। আমি পরিস্থিতির কথা বলেছি বলেই জানতে পারছেন, এদের দুঃখকষ্ট বোঝার মতো মানসিক অবস্থা আপনার নেই।

৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:




আমি নীচু, আপনি উঁচু।

২৩| ৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মন্তব্য ডিলিট করে দিন। আমারও সময় নষ্ট।

৩০ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



মন্তব্যগুলো থাক, ওগুলো আপনার জ্ঞানের বহর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.