নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি জয়ী না হয়, ক্ষমতায় কে আসছে?

০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৭



ঢাকার ১ম শো-ডাউনে বিএনপি'র মিছিলে মানুষ বেশী এসেছে, ইহা দেখেই ব্লগার তানভির জুমার ঘোষণা দিয়ে বসে আছেন যে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার সম্ভাবনা জিরো; আমি উহাকে সিরিয়াসলি নিইনি। আজকে একজন সিরিয়াস ব্লগারও বললেন যে, আওয়ামী লীগের জিতার কোন সম্ভাবনা নেই। এখন আমাকে নতুন করে ভাবতে হবে। কোভিডের পর, আমি দেশে যাইনি, সরজমিনে সবকিছু দেখছি না, টেকনিক্যাল অবস্হা, ডাটা দেখে অনুমান করছি মাত্র।

আপনারা যারা আমার পোষ্ট পড়েন, আপনারা খেয়াল করেছেন যে, আমি ২০১৪ সালের নির্বাচনের সময় থেকে বলে আসছিলাম যে, শেখ হাসিনা প্রাইম মিনিষ্টার হওয়া সঠিক হবে না, উনাকে দলের প্রধান হয়ে, দলকে ঠিক রাখতে হবে; উনার সব ক্ষমতার মুলে উনার দল; দল যদি শক্তি হারায়, উনি জিরো হয়ে যাবেন। এখন দেখেন, বর্তমান আওয়ামী লীগ কি এই দেশের মানুষের শ্রদ্ধার রাজনৈতিক দল? বদির বউ এই জাতির এমপি হওয়া উচিত?

শেখ হাসিনার রাজনৈতিক ধারণা আধুনিক সময়ের জন্য জিরো, উনি দেশ চালয়েছেন সামন্তবাদী রাজাদের মতো: উজির, নাজির, সেনাপতিরা ( ব্যুরোক্রেটরা ) যা বলেছে তিনি তা করেছেন। তিনি একই সময়ে বাংলাদেশের সবচেয়ে ২টি বড় পদে ( আওয়ামী সভাপতি ও পিএম ) থাকার মতো জ্ঞানী মহিলা কখনো ছিলেন না; উনার জীবনযাত্রা দলীয় সভাপতি হওয়ার জন্য ভালো ছিলো, মানুষজনকে ঐক্যবদ্ধ রাখতে পারতেন; উনার ঘনিষ্ট কাউকে পিএম করলে দেশ ভালো করতো। ২ পদে থাকায় কোনটাই সঠিভাবে চলেনি: দেশ দখল করেছে ধুর্ত ব্যুরোক্রেটরা, দল পুরোপুরি লাঠিয়ালের দলে পরিণত হয়েছে ওয়ায়দুল কাদেরের সময়।

মানুষ যে উনার উপর আস্হা ও ভরসা হারাচ্ছেন, উনি উহা টের পাননি, উনি খালি সেতু বানাচ্ছেন আরসবজির চাষ করছেন। মানুষ শারীরিক শ্রম দিয়ে পরিবার চালানোর জন্য পরিবার ফেলে, জমি বিক্রয় করে আরব যাচ্ছে উনার সময়ে, আর ডকাতেরা ঋণের নামে ব্যাংকের সব টাকা নিয়ে যাচ্ছে; ইহা জাতি দেখছে না? জাতি দেখছে না যে, ৭০/৮০ ভাগ মানুষ নিজের আয় থেকে পরিবারের জন্য বাজার করতে সক্ষম নয়; কিন্তু কিছু লোকের ক্রয় ক্ষমতা আমেরিকার লোকজন থেকে অনেক অনেক বেশী? এসব না'দেখে শুধু পদ্মা দেখলে চলবে? মানুষ চোখে পড়ে না, সেতু চোখে পড়ে? মানুষ কি সেতু দিয়ে পরিবার চালাবে?

যাক, যা হওয়ার হয়েছে! উনাকে মানুষ সব সময় ভালোবেসেছেন, তিনি উহার মুল্য দেননি; উনি সাধারণ মানুষকে উনার আশেপাশে আসতে দেননি, উনার চারিপাশে সব ডাকাতেরা সমবেত হয়েছে মুজিব কোট পরে, এখন সালমান রহমান আর বসুন্ধরার লোকেরা মিলে উনাকে ৫০০০ ভোট দেক।

প্রশ্ন: এখন উনি যদি ভোট না'পান, কে পাবে? জামাতের ছোট ভাই, বিএনপির তারেক ডাকাত ও পাগল রিজভী ভোট পাবে?



মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

মোগল সম্রাট বলেছেন:



একদল শুশীল খোয়াব দেখতেছে জাতি সংঘ আইসা ইলেকশান কইরা দিয়া বিএনপি-জামতরে জিতায়া দিয়া যাবে। উহা সম্পর্কে গাজী ভাই কি কন?

০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:




আপনি কি ড: ইউনুসের কথা বলতে চাইছেন?

২| ০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

মোগল সম্রাট বলেছেন:




এইতো গাজী ভাই বুইজ্জা গেছেন। এজন্যই কয় আকলমানকে লিয়ে ইশারাই কাফি হে B-)

০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:


উনি নোবেল পাবার পরও সওদাগরের পোলা সওদাগর; উনি লোভী মানুষ, লোভ উনার সন্মান কেড়ে নিয়েছে।

৩| ০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: বিএনপি কিছু করতে পারবে না।
শেখ হাসিনা যতদন বেঁচে আছেন, তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। কে কি বলল, সেগুলো শেখ হাসিনা এক কান দিয়ে শুনে,আ রেক কান দিয়ে বের করে দিবেন।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



উনার পরিবারের কেহ বড় ধরণের কোন করাপশান করলো কিনা, যা আমেরিকা জানে? না;হয় উনি চুপ কেন?

৪| ০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

শাহ আজিজ বলেছেন: এবারের নির্বাচন ব্যাক্তিকেন্দ্রিক হবে । লীগ ৫০% ভোট পাবে । লীগের ক্ষুব্ধ সদস্যরা , স্বতন্ত্র এবং বি এন পি - জামাত মিলে কোয়ালিশনের দিকে এগুলে দেশ এক নতুন ইভেন্ট পাবে ।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:




সেটা খারাপ নয়, যদি আওয়ামী বিদ্রোহীরা বিএনপি'র সাথে কোয়ালিশন করে ভোট পায়, উহা খুবই ভালো হবে। বিদ্রোহী আওয়ামীরা কিছুটা হলেও সৎ

৫| ০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'আওয়ামী লীগ যদি না জিতে কারো পিঠের চামড়া থাকবে না।'

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৫২

সোনাগাজী বলেছেন:



পুরোদেশ জাপান নয়।

৬| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেকে স্বপ্ন দেখছে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশের চেহারা বদলে দিবে।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৫৩

সোনাগাজী বলেছেন:




সে আমার দেখা মতো সবচেয়ে ডোডো বাংগালী, সে চ্যাচড়া চোর; ওর কারণে ভাই মারা গেছে, মা জেল খেটেছেন।

৭| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:০৯

ঢাবিয়ান বলেছেন: নির্বাচিত হয়ে যেই আসুক , তাকেই স্বাগতম।তবে ব্যক্তিগতভাবে কোনভাবেই চাই না, জিয়া পরিবার পুনরায় ক্ষমমতায় আসুক। রাজিনীতি থেকে দুই পরিবারকে বিতাড়িত না করা গেলে , কাংখিত উন্নতি কখনই আসবে না।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৫৪

সোনাগাজী বলেছেন:



২ পরিবার এখন নেই, আছে শেখ হাসিনা ও জামাত এবং জামাতের ছোট ভাই।

৮| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৩০

সেতু আমিন বলেছেন: যে দলই আসুক না কে দেশ চালাতে তাদের হিমশিম খেতে হবে।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৫৫

সোনাগাজী বলেছেন:




দেশ চালায় ব্যুরোক্রেটরা, ওরা হিমসীম খায় না, ওরা ইলিশ খায়।

৯| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৩৯

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগ একটি জনভিত্তিক রাজনৈতিক দল।জনসমর্থন এখানে প্রধান বিষয়।আদর্শ প্রধান বিষয় না।যে পাশ করে আসতে পারবে তাঁকেই নমিনেশন দেওয়া হয়।সেখানে আদর্শ দেখা হংয় না।
এবারের ভোটে বৃহত শক্তি বলয়ের খেলা হবে।এখানে তিনটি শক্তি কাজ করছে।ভারত,চীন ও পশ্চিমা বলয়।ভারত কখনো চাইবে না যারা অস্ত্র পাঠায় তারা ক্ষমতায় আসুক।নানান হিসাব কিতাব তলছে নির্বাচন নিয়ে।বিএনপি নির্বাচন করলে ভালো অবস্থানে যাবে।সরকার গঠন করা তাদের পক্ষে অসম্ভব।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:০২

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা যদি বিজয় ঘোষণা করতে পারেন, ভারত মেনে নিবে। আমেরিকা না'মানলেও অসুবিধা নেই, চীনারা ২য় সেতু বানানোর জন্য কাজ শুরু করে দিবে।

১০| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:০১

রানার ব্লগ বলেছেন: হাসিনা ছাড়া আওমিলীগে এমন কেউই নাও যে রাস্ট্র পরিচালনা করবে। যারা আছে তাদের অনেক বড় একটা অংশ অথর্ব আর লোভী উদাহারন, সালমান এফ রহমান, তোফায়েল, আমু ইত্যাদী নতুন যারা আছে তারা কেউই দেশ চালানোর মতো কোন যগ্যতাই রাখে না তারা শ্রেফ লোভী ও খয়ের খা।

সম্ভাবনা আছে কোয়ালিশান সরকারের। হাসিনা একক সংখ্যাগরিষ্ঠতা নয়ে ক্ষমতায় বাসতে পারবে না। কোয়ালিশানে জামত কে দেখলে অবাক হবেন না। ইংল্যান্ড থেকে গায়েবী আওয়াজ তুলে দুই একটা হই হড্ডগোল করা যায় ক্ষমতা পাওয়া যায় না।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:




জামাতকে শেখ হাসিনা ভোটের কোয়ালিশন হিসেবে নেবেন না।

গত ইলেকশানের পর, ড: আবদুর রাজ্জাককে পিএম বানায়ে, তিনি দলকে সংগঠিত করলে, তাদের জন্য চাকুরী ও সমবায় করলে, দলেরঈমেজ ভালো হতো, উনি এই অবস্হায় পড়তেন না।

১১| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৮:৪৩

রাােসল বলেছেন: আমার মতে রাজনীতিবিদরা সবাই বাটপার (যারা বাটপার নয়, তারা ব্যতিক্রম)। কেউ কেউ তার ব্যক্তিগত স্বার্থে তার মনোনীত ব্যক্তির পক্ষে বলছে, তারা হল দালাল। কোন অপরাধের জন্য আমরা সবসময় অন্যের দিকে আঙুল তুলে থাকি, নিজের দিকে নয়। যদিও আমরা নিজের সম্পর্কে বেশি জানি। নিজের বিরুদ্ধে কেউ কথা বলিলে, কান্নাকাটি শুরু করি।

০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:০৪

সোনাগাজী বলেছেন:



মনে হয়, আপনার ও আপনাদের রাজনৈতিক আচরণগুলো আজব ধরণের।

১২| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৫২

ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগের কি ক্ষমতায় থাকার আশা মিটে গেছে? তাদের কি লুটপাটের উপযোগী আর কোন সম্পদ সোনার বাংলায় অবশিষ্ট নেই? তারা কি আর দেশ চালাতে চায়না? তাহলে তো মহা বিপদ। এই অভাগা দেশের দায়িত্ব এখন কে নেবে? যে নেবে, তার অবস্থাই রাজাপাকশে বা ইমরান খানের মত হবে।

০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৮

সোনাগাজী বলেছেন:


রাজাকারেরা ও জংগীদেরকেই চালাতে হবে।

১৩| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুষ্ঠু ভোট হলে তবেই তো বোঝা যাবে কে ক্ষমতায় আসছে? সুষ্ঠু ভোট না হলে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা প্রধান মন্ত্রী আবারো হচ্ছেন।

০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৯

সোনাগাজী বলেছেন:


আপনার জরীপ ঠিক আছে তো?

১৪| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৭

রাােসল বলেছেন: ক্রমিক নম্বর ১১ response,
হ্যাঁ, আপনি এটা ভাবতে পারেন। আমি বিশ্বাস করি, আপনি একজন বুদ্ধিমান মানুষ। সজাগ মানুষকে কখনও ঘুম থেকে উঠানো যায় না।

০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:১০

সোনাগাজী বলেছেন:



দেশকে ভুল পথে নিয়ে গেছে জিয়া; শেখ হাসিা উহাকে জিয়ার পথেই থাকতে দিয়েছে।

১৫| ০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


মির্জা ফখরুল নুরুকে হাসপাতালে দেখতে গেলো,হাসপাতালেই ক্ষমতা এসে যাবে বলে মনে হচ্ছে।

০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:




মির্জা কি হাসপাতালে? উহার সমস্যা মাথায়।

১৬| ০৩ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

মোস্তফা সোহেল বলেছেন: অনেকেই বলেন আগে দেশে প্রধানমন্ত্রী হওয়ার মত যোগ্যতা অনেকেরই ছিল।কিন্তু বর্তমানে যোগ্য লোক খুজে পাওয়াই দায়।
আপনার কাছে এ বিষয়ে জানতে চাই।আসলেই কি বর্তমানে দেশে পিএম হওয়ার মত যোগ্যতা কারও নেই?

০৩ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের ড: আবদুর রাজ্জাক কিছুটা যোগ্য; ২০১৪ সালে শেখ হাসিনা পিএম হওয়া ঠিক হয়নি, উনি আধুনিক বিশ্বের উন্নয়নের কোন ফ্যাক্টরই বুঝেন না; উনার যেই জ্ঞান, ভালো করতে চাইলেও ভালো করতে পারার কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.