নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মিরোরডডল\'এর ভ্রাতৃবিয়োগে উনার প্রতি সহমর্মিতা

০৪ ঠা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭



মিরোরডডল ও উনার পরিবারের জন্য সকল ব্লগারদের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা ও সহমর্মিতা রলো; আশাকরি, সময়ের সাথে তিনি ও পরিবার শোক কাটিয়ে উঠতে সমর্থ হবেন। উনার ও পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রলো।

এক মন্তব্যে, তিনি আমাকে সময় মতো জানিয়েছিলেন; আমি ভেবেছিলাম, পোষ্ট দিয়ে ব্লগের সবাইকে জানাবো; কিন্তু আমার কাছে তেমন কোন তথ্য ছিলো না; আবার, সেই অবস্হায় উনার থেকে কিছু জানতে চাওয়াও কেমন সমীচিন মনে হয়নি। সহোদরদের থেকে একজনের চলে যাওয়া অনেক বড় ধরণের কষ্টকর বিষয়।

তিনি প্রবাসে থাকেন; সব প্রবাসীর মতো তিনিও দুরে থাকার কষ্ট অনুভব করেন; সেই অবস্হায় এই ধরণের কষ্টকর সময়টুকু মনের উপর অনেক বড় ধরণের প্রভাব ফেলে।

সময় করে ব্লগে এসে, কিছুটা সময় ব্যয় করতে উনাকে অনুরোধ করবো; পরিবারের বাইরে, আমরা উনার আরেকটি পরিবার, উনি কিছুটা স্বস্তি অনুভব করবেন এখানে। উনার ও পরিবারের জন্য আবারো শুভকামনা।






মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

শাহ আজিজ বলেছেন: দোয়া ।।

০৪ ঠা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৮:০২

ডার্ক ম্যান বলেছেন: যে কোন মৃত্যু বেদনাদায়ক । উনার জন্য সমবেদনা

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:


কষ্টকর সময়।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৮:০৩

রানার ব্লগ বলেছেন: আশাকরি তিনি ভালো আছেন !!!

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



উনি সময় করে ব্লগে এলে, সবার সাথে চললে কিছুটা মানসিক সাপোর্ট হবে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন, চমৎকার সহমর্মিতা। এগুলো আমাদের অনেকেরই মনের কথা॥

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:


ওহ স্যরি, ব্লগারদের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি; আমি ঠিক করে দেবো।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:১২

মনিরা সুলতানা বলেছেন: আহা ! বেশ অনেকদিন পর ব্লগে এসে এমন একটা সংবাদে মন অত্যাধিক ভারাকান্ত। আমি নিজেও জুলাই মাসের ২২ তারিখে আমার সবচাইতে বড় বোন কে হারালাম, তাই ডল এর বেদনা আমার বেদনা ঠিক এক বিন্দুতে। ডল এর ভাই এর জন্যে দোয়া আর পরিবারের শোক কাটিয়ে উঠার শুভ কামনা।
আমার বড় বোনের জন্যে সবার কাছে দোয়ার দরখাস্ত।

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:




আপনার জন্য ও পরিবারের জন্য সমবেদনা রলো; আশা, সময়ের সাথে শোক কাটিয়ে উঠুন। আপনার বড় বোনের জন্য দোয়া রলো।

৬| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: সমবেদনা জানাচ্ছি।

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:৩৩

ঢাবিয়ান বলেছেন: এমন শোকের স্বান্তনা হয় না। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল মনিরা আপু ও ডল আপুর জন্য। দুই আপুর ভাই ও বোনকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক।

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



আমাদের সবার সহমর্মিতা

৮| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:৪২

কামাল১৮ বলেছেন: মিরোর যুক্তিবাদী মানুষ।তাকে সান্তনা দেবার কিছু নাই। সহমর্মিতা জানাই।

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:




কষ্টের সময় সাপোর্টিভ হওয়া।

৯| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১০:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগার মিরোরডডল এবং ব্লগার মনিরা উভয়েই যেন এই কঠিন সময়টাতে মানসিকভাবে শক্ত থাকতে পারেন সেই কামনা করছি। আপনার এই পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ। আনন্দ বাটলে বাড়ে আর শোক/ দুঃখ বাটলে কমে। ওনাদের পাশে থেকে আমরা ওনাদের শোককে কমাতে চাচ্ছি।

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:



সাথীদের কষ্টকে অনুধাবন করা

১০| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


উনার পরিবার ও উনার প্রতি সমবেদনা ও শুভকামনা রইলো।

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



উনার পক্ষ থেকে ধন্যবাদ

১১| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৬

জ্যাক স্মিথ বলেছেন: শুনে কষ্ট পেলাম!! মিরা আপির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



আশাকৈ, উনাদের মনোকষ্ট ক্রমেই কমে আসবে।

১২| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩০

রোকসানা লেইস বলেছেন: দুঃখজনক খবর যে দুঃখ সবাইকে সইতে হয় নানাভাবে। কখন কিভাবে কার কাছে এই কষ্ট আসবে কেউ জানে না। যদিও এই চিরায়িত সত্য।
মিরোরডডল শোক কাটিয়ে উঠুক এই কামনা।
সময়ই বেস্ট হিল করবে।
মন্তব্যে দেখলাম মুনিরা সুলতানাও বোন হারিয়েছেন ওর জন্যও রইল সহমর্মিতা।

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৫৭

সোনাগাজী বলেছেন:



ব্লগারেরা সব সময়ের সাথী।

১৩| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১:২২

কাছের-মানুষ বলেছেন: দুঃখজনক, তার প্রতি সহমর্মিতা এবং দোয়া রইল। তাকে অনেকদিন ধরে ব্লগে দেখা যাচ্ছে না! আশা করি আবার ফিরবেন ব্লগে শীঘ্রই।

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩২

সোনাগাজী বলেছেন:



সময় করে ব্লগে আসলে, ভালো লাগতে পারে।

১৪| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ব্লগার মিররডলের জন্যে খারাপ লাগছে। প্রানবন্ত মানুষটা না জানি কত বেদনায় আছেন। দোয়া করছি।

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ২:৪২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

১৫| ০৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২১

কালো যাদুকর বলেছেন: এখনি জানলাম। আমাদের মনের কথাগুলো বলেছেন। এজন্য বিদেশে থাকলে কষ্ট অনেক বেশি।
এই দুঃখ ভোলার নয়॥


০৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৩

সোনাগাজী বলেছেন:



প্রবাসে থাকাকালীন সময়ে, পরিবারে কষ্টকর কোন ঘটনা ঘটলে, উহাতে অংশ নেয়া সম্ভব হয় না, ইহা মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

১৬| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মিরা আপু ও মনিরা আপুর উভয়ের সাথে সমব্যাধনা জ্ঞাপন করছি। যারা পরপারে চলে গেছেনের তাদের জন্য দোয়া করি ওরা ভারো থাকুক। আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাদের হয়ে মিরা আপুর কষ্টের সময়ে সমবেদনা জানানোর জন্য।

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের ছোট ভুবনে সবাই সবার পাশে থাকার দরকার।

১৭| ০৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:




কেমন আছে খেলাঘর?

এই পোষ্ট পড়ে কি বলবো!
I feel really blessed!
Many thanks for your kind words.

আমি ঢাকা গিয়েছিলাম ভাইকে শ্রদ্ধা জানাতে। মাত্র ফিরলাম।
মা অসুস্থ হয়ে যাওয়ায় এতটা ব্যস্ত ছিলাম মাকে নিয়ে, যে কারণে ব্লগে আসা বা ব্লগ দেখার মতো পরিস্থিতিতে ছিলাম না।
তাই একটা গ্যাপ হয়েছে।

ভালো থাকবে খেলাঘর।

পোষ্টে যারা মন্তব্য করেছে তাদের সবার জন্যও আমার আন্তরিক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা ।


০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:২৬

সোনাগাজী বলেছেন:




আপনার অবস্হা অনুধাবন করছি; আপনার জন্য ও পরিবারের জন্য শুভকামনা রলো।

১৮| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




দেরীতে নজরে এলেও এবং মিরোরডডল এর উপস্থিতির পরেও বলি, এক অভূতপূর্ব সহমর্মিতার কথা বলেছেন এভাবে লিখে -
পরিবারের বাইরে, আমরা উনার আরেকটি পরিবার।

০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০০

সোনাগাজী বলেছেন:



আমি আজও বিশ্বাস করি যে, ব্লগ আরেকটি পরিবার।

১৯| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৪৯

হাসান মাহবুব বলেছেন: মিরোরডডলের শোক লাঘব হোক। পৃথিবী তার সৌন্দর্য উন্মোচিত করুক তার কাছে।

০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০১

সোনাগাজী বলেছেন:



উনি ব্লগে ফিরেছেন; আশাকরি, সবার সাথে থাকলে সহজ হওয়টা সহজ হবে।

২০| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৬

মিরোরডডল বলেছেন:




পরিবারের বাইরে, আমরা উনার আরেকটি পরিবার।

থ্যাংকস খেলাঘর।
Strongly agree and I believe the same.
পরিবারে যেমন ভুল বোঝাবুঝি হয়, খুনসুটি, আর্গুমেন্ট হয়, এখানেও তাই হয়।
আবার একে অপরের বিপদে পাশে থাকা, মেন্টাল সাপোর্ট দেয়া, সাহস দেয়া, সেইম হিয়ার।
We must say, it's like another family.

সাপোর্টিভ মন্তব্যের জন্য জি এস এবং হাসানকেও অনেক থ্যাংকস।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৭

সোনাগাজী বলেছেন:



আপনি ভালো থাকুন।

২১| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: মিররডডলের জন্য সমবেদনা। মৃত্যুশাসিত জীবন। একদিন পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে। তবু এই বিয়োগ ব্যথা অনেক কষ্টের চিরপরিচিত মানুষ কোথায় হারিয়ে যায়? মৃতের রূহের মাগফিরাত কামনা করি।

১৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:



উনি ভয়ংকর সময় পার করেছেন; আশাকরি, উনি ক্রমেই এই কষ্ট থেকে বেরিয়ে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.