নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্রুকলীনের শিশুরা

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৪



ব্রুকলীনে সাদা ডাক্তারদের সাথে এপোয়েন্টমেন্ট পাওয়া দুস্কর ব্যাপার হয়ে গেছে, ২/৩ মাস অপেক্ষা করতে হচ্ছে গড়ে। আমি এই অবস্হা থেকে মুক্তি পেতে, কাছের এক ইহুদী হাসপাতালে আউট-পেশান্ট হিসেবে যাচ্ছি আজকাল। সপ্তাহ তিনেক আগে সেই হাসপাতালে ডাক্তার দেখালাম; একটা ঔষধ লিখে দিলো, সোজাসুজি তাদের ফার্মেসীতে যেতে বললো; ফার্মেসীতে গিয়ে দেখি অনেক মানুষ লাইনে; পরেরদিন দুপুরের দিকে গেলাম, পার্কিং নেই; কোয়ার্টার মাইলের ভেতর চারিপাশে কয়েক চক্কর দিয়ে ইহুদী পাড়ায় বেশ খোলামেলা, বড় ধরণের পার্কিং স্পট পেলাম। সহজেই পার্কিং করে বের হওয়ার পর, ৮/৯ বছরের একজন ইহুদী মেয়ে সাইকেল থামায়ে আমাকে বললো,
-তুমি হাইড্রেন্ট'এ পার্কিং করেছ।

আমি পার্কিং জন্য এমন উৎগ্রীব ছিলাম যে এত বড় হাইড্রেন্টটা চোখে পড়েনি; পার্কিং থেকে বের হয়ে আবার পার্কিং খোঁজার মতো মনোবল আমার অবশিষ্ট ছিলো না; দুপুরের এই সময়ে, পুলিশ খুব একটা আসে না, আমি ১০/১৫ মিনিটের জন্য রিস্ক নিতে চাইলাম; আমি মেয়েকে বললাম,
-হাসপাতলের ফার্মেসী থেকে আমাকে ঔষধ নিতে হবে, তুমি ১০ মিনিট আমার গাড়ীটা দেখ; ট্রানজিট পুলিশ টিকেট দিতে এলে, তুমি বলো যে, ১ জন বয়স্ক রোগী ঔষধ আনতে গেছে।
-ওরা আমার কথা শুনবে?
-অবশ্যই শুনবে; পুলিশ তোমার মতো মেয়ের অনুরোধ ফেলবে বলে মনে হয় না।
-ঠিক আছে, দৌড়ে যাও, আমি ১০ মিনিট আছি, এরপর আমি নেই।
-তোমার জন্য ক্যান্ডি নিয়ে আসবো, তুমি কোন ধরণের ক্যান্ডি পছন্দ করো?
-আমি তোমার থেকে কিছু নিতে পারবো না; মায়ের নিষেধ আছে; তুমি বরং দৌড়ে যাও; মনে রেখো, ১০ মিনিট।

লাইন তেমন বড় ছিলো না, তবুও ১৫ মিনিটের বেশী সময় লাগলো; দৌড়ায়ে ফিরলাম; টিকেট টুকেট নেই, মেয়ে গাড়ীর পাশে আছে। আমি বললাম,
-ধন্যবাদ, দেরী হয়ে গেছে! ভাবছিলাম, তুমি চলে গেলে নাকি?
-অসুবিধা নেই, আমার ঘরে ফেরার সময় হয়েছিলো; কিন্তু দায়িত্ব তো দায়িত্ব। ভালো থেকো!
-আবারো ধন্যবাদ।


মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



দায়িত্ব নিয়ে আমাদের দেশে পাঠ্যপুস্তকে কিছু লেখা আছে কিনা আমি সঠিক জানি না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন কারো কাছে জেনে নিতে হবে। দেশের মানুষ গড়ে শতকরা কতোজন দায়িত্ব সম্পর্কে জানেন তা জানতে ইচ্ছে করে।

সম্ভবত আপনার পোস্টে ভারী মন্তব্য হয়ে গিয়েছে। যাইহোক আপনি ভালো বিষয়ে লিখেছেন।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতির মানুষজন দায়িত্বটা অনেক জাতি থেকে মোটামুটি ভালো বুঝে; তবে, সেটা নিজ পরিবার ও ঘনিষ্ট জনের জন্য মাত্র, সমাজ কিংবা অন্যদের বেলায় নয়।

২| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৯

কামাল১৮ বলেছেন: একটি ছোট্ট চিত্রের মাধ্যমে অনেক কিছু ফুটে উঠেছে এই গল্পে।বলা চলে,একটি সমাজের চিত্রই আঁকা হয়ে গেছে এই একটি ঘটনার মাধ্যমে।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:



এরা বাচ্চাদের অনেক কিছু শক্তভাবে শিখায়।

৩| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



না, দায়িত্ব সম্পর্কে তেমন ধরণা নেই এই জাতীর। থাকলে ফেসবুক আর ইউটিউবে এতো হাহাকার থাকতো না। আপনি অবাক হবেন এই দেশের মানুষের রাজনীতি, ধর্ম, প্রেম ভালোবাসা নিয়ে হাহাকার এখন বিরক্ত লাগে। এতোই যদি হাহাকার তাহলে শুরুতে বুঝতে হতো! এখন আমড়া গাছের কবি হয়ে সবাইকে বিরক্ত করছে।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:


অনেক দেশের মানুষ বিদেশে গিয়ে পেছনে ফেলা পরিবারকে ভুলে যায়; বাংগালীরা এইদিক থেকে বেশ ভালো।

আমাদের মানুষেরা যতটুকু রাজনীতি জানে , এতটুকু জানলে, রাজনৈতিকও সামাজিক দায়িত্ববোধ অনুধাবন করাটা খুব একটা সম্ভব নয়।

মানুষের যাপিত জীবন নিয়ে সঠিক ধারণা আমাদের বেশীর ভাগ কবি ও সাহিত্যিকদের নেই।

৪| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


এই যে দায়িত্ববোধ ছোট থেকেই সেটা আমাদের দেশের কতজন জানে সেটা আসলে দেখার বিষয়। এই বাচ্চা নিশ্চিত ভাবে তার দায়িত্ব সম্পর্কে শিক্ষা পেয়েছে সেটা আমাদের দেশে নেই।

এখানে দায়িত্ববোধ মানবিকতার শিক্ষা কেউ দেয় না। এটাই আমাদের পার্থক্য।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:



আমাদের বেশীরভাগ মানুষ অশিক্ষিত হওয়ায়, তাদের শিশুদের কখন কি শিখাতে হবে জানে না।

৫| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২১

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: -আমি তোমার থেকে কিছু নিতে পারবো না; মায়ের নিষেধ আছে; তুমি বরং দৌড়ে যাও; মনে রেখো, ১০ মিনিট।
-অসুবিধা নেই, আমার ঘরে ফেরার সময় হয়েছিলো; কিন্তু দায়িত্ব তো দায়িত্ব। ভালো থেকো

মন ছুঁয়ে গেছে...

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৩:৪৪

সোনাগাজী বলেছেন:


বাড়ীতে ও স্কুলে এদেরকে দায়িত্ব সম্পর্কে শিখায়।

৬| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১:৫৬

হাসান জামাল গোলাপ বলেছেন: Casablanca র কবিতার মত, ছেলে জাহাজের ডেকে বাবার আদেশ অনুযায়ী দাঁড়িয়ে থাকে, চারদিক আগুনে পুড়ে যাচ্ছে তবু বাবার জন্য অপেক্ষা করতে থাকে।

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৩:৪৫

সোনাগাজী বলেছেন:




আমি সেই কবিতা পড়িনি; আমাদের বাচ্চাদের অনেক কিছু শেখানো হয় না স্কুলে।

৭| ১৪ ই আগস্ট, ২০২৩ ভোর ৪:০৫

হাসান জামাল গোলাপ বলেছেন: কবিতাটা Casabinca, বানান ভুল করেছি, দুঃখিত।
Casabianca

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৮

সোনাগাজী বলেছেন:



অসুবিধা নেই, কবিতাটা পড়বো।

৮| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: দায়িত্বতো দায়িত্বই, এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকলে হয়তো আমরা আরো ভালো থাকতাম।

.............কেমন আছেন বড় ভাই?

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালোআছি; আশাকরি, আপনিও ভালো আছেন। আপনি কি আজকাল ভ্রমণে বের হয়ে থাকেন?

৯| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৬

রাােসল বলেছেন: আমি জানি না, এটা তাদের স্কুলে পড়ালেখার অংশ কিনা।
আমরা (বাংলাদেশী স্কুল) স্কুল পরীক্ষায় বেশি নম্বর পেতে সচেতন, কিন্তু মানুষ হওয়ার ব্যাপারে সচেতন নই। সে কারণেই আমাদের এই অধপতন।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



মানুষের চরিত্র গঠন হয়ে থাকে স্কুল, পরিবার ও সমাজের সংস্কৃতি থেকে।

১০| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


ব্রুকলীনের আদুরে শিশুরা উপহার নেয় না,গুলিস্তানের টোকাই শিশুরা রাস্তায় উপহার চুরি/ছিনতাই করে।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



টোকাই শিশুদের সমস্যাটা সমাধানের চেষ্টা করার জন্য একটি পুরোপুরি 'ওয়েলফেয়ার' সিষ্টেম গড়ে তোলার দরকার ছিলো। পুরো সরকারের মাঝে ১ জন মানুষের মগজেও ইহা আষেনি।

১১| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: সাদা ডাক্তার কেন????? বুঝতে পারছি

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ, ফিলিপাইন, পাকিস্তান, ইরানে পড়ালেখা করা ডাক্তারদের অফিসের কাজ কারবার দেখে বেশ হতাশ। এই দেশে জন্মনেয়া ও এই দেশে পড়ালেখা করা ডাক্তারদের ( ইমিগ্রেন্টদের ) আচরণ সঠিক আছে।

১২| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩১

রানার ব্লগ বলেছেন: আমি ঠিক বুঝতে পারছি না আমাদের দেশের বাচ্চারা এতো উগ্র হচ্ছে কেনো । তারা জীবন সম্পর্কে অনেক বেশি মাত্রায় হতাশ । এর কারন কি ?

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৭

সোনাগাজী বলেছেন:


সমাজ অস্হির, পরিবার ও স্কুল শিশুদের সঠিকভাবে কিছু শিখাচ্ছে না

১৩| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: ঢাকার শিশুরা ফাস্টফুডের দোকান, হোটেল, রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকে। যদি কেউ একটা রুটি বা পুরী দেয়।

১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



এটি জাতির ভয়ংকর একটি সমস্যা, ইহার সমাধান ছিলো শেখ হাসিনার হাতে; উনি মানবিক এই সমস্যাটাকে সমাধান করেননি; উনি যে সঠিক কাজ করেন না, ইহা তার বড় একটি উদাহরণ।

১৪| ১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আগের মতো অতোটা আর সময় বের করতে পারিনা ভাইজান, তবে বের হই

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:


আপনি কি যায়গা ও স্হাপনা দেখেন, াকি মানুষ দেখেন।

১৫| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের বাঙ্গালীদের মধ্যে দায়িত্ববোধটা এখনো তৈরী হলোনা।

১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৩

সোনাগাজী বলেছেন:



এই জাতির মগজে ও বইতে এসব শব্দ নেই।

১৬| ১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৬

কিরকুট বলেছেন: দুঃখ কি জানেন দেশের নতুন প্রজন্ম বই পড়ে না । এরা চটিও পড়ে না । চটি যদি পড়তো তাও স্বান্তনা দিতে পারতাম যে পড়তে পড়তে আসল বই পড়া শুরু করবে কিন্তু হায় বিধি বাম এরা চটিও পড়ে না।

১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:


শিক্ষা নিয়ে মানুষ সান্দিহান হয়ে গেছে, স্কুল ও পরিবার থেকে চাপ নেই।

২০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



সরকার ও সমাজ শিক্ষা নিয়ে উদাসীন, ড্রাইভিং সীটে রয়েছে ব্যুরোক্রেটরা, যাদের ছেলেমেয়রা বিদেশে পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.