নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারত সুর্য পর্যবেক্ষণের জন্য একটি নভোযান/গ্রহ পাঠিয়েছে আকাশে

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫০



আপনারা মিডিয়া থেকে হয়তো জেনেছেন যে, গতকাল( সেপ্ট ২, '২৩ ) ভারত সুর্যকে পর্যবেক্ষণের জন্য ১টি নভোযান পাঠিয়েছে, যেটি সুর্যকে প্রদক্ষিণ করবে ও কিছু দরকারী তথ্য সংগ্রহ করে পাঠাবে। মিশনটির নাম: Aditya L1 mission; নভোযানটি ১২৫ দিন পর, আনুমানিক ১২ই জানুয়ারী ২০২৪ সালে একটি কক্ষপথে পৌঁছবে, এবং সুর্যকে প্ড়দক্ষিণ করা শুরু করবে!

Aditya L1'এর কক্ষপথ পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দুরে ( সুর্যের দিকে ) থাকবে, এবং সুর্য থেকে উহার দুরত্ব হবে ১৪ কোটী ৮৫ লাখ কিলোমিটার।

Aditya L1 সুর্যের atmosphere'এর ডাটা, ম্যাগনেটিক ফিল্ড, বিবিধ স্তরের ফাংশানেলিটির তথ্য ও ছবি সংগ্রহ করবে; সময়ের সাথে সুর্যের atmosphere'এ তাপমাত্রার পরিবর্তনের তথ্য পাঠাবে।

Aditya L1 নভোযানের জন্য ভারতের করচ হয়েছে ৫৫ মিলিয়ন ডলার। Aditya L1 আকাশে উঠার ৬৪ মিনিট পর ভারতের পক্ষ থেকে মিশনটিকে সফল হিসেবে ঘোষণা করেছে ভারত।

চাঁদের সফল অভিযানের ১০ দিন পরেই ভারতের এই মিশন, ভারত সম্পর্কে বিশ্বের ধারণা বদলাচ্ছে! তদের সায়েন্স, টেকলোনোজী, এষ্ট্রোনমি ও ইন্জিনিয়ারিং বিশ্বের উন্নত জাতিগুলোর লেভেলে পৌঁচেছে। এই ২টি মিশন ভারতের ছাত্র ও তরুণদের উপর বিশাল প্রভাব রাখবে।


মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

নয়ন বড়ুয়া বলেছেন: নিউজটা দেখেছিলাম একটু আগে...
মাথায় বেশকিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে...

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



ভারতে বিশাল একটি জ্ঞানী শ্রেণী গড়ে উঠেছে। সহজ নিউজ, ইহার বিশালতা বুঝতে কঠিন হবে।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই মিশন ওদের ছাত্রদের আরো উজ্জিবিত করবে। বাংলাদেশের ছাত্ররা ভিসি-কে নিয়ে নাইট পার্টি করবে দিনশেষে ধর্ষনের সিঞ্চুরী করবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪

সোনাগাজী বলেছেন:


কোভিডের সময় ভারতে পরীক্ষা নেয়া হয়েছে,বাগলাদেশে পরীক্ষানেয়া হয়নি।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের জন্য শুভকামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



আমাদের সমকক্ষরা এগিয়ে গেছে, আমাদের কোন গতি হলো না।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল কাজ হল।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:



অনেক কিছু দ্রুত বদলায়ে গেছে।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: ভারত এগিয়ে যাক।
আমরা শুধু মসজিদ বানাবো আর ধর্ম কর্ম করবো।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতিকে কিছুতে লাগাচ্ছেনা সরকার; সরকারের লোকেরা কাজ করে না, জাতি খাচ্ছে আর ঘুমাচ্ছে।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


ভারত নিজেদের পতাকা এলিয়েনদেন চেনাতে ভালোই কাজ চালাচ্ছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:



ভারত তাদের মানুষকে আধুনি বিশ্বের সাথে এগিয়ে নিচ্ছে।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

কামাল১৮ বলেছেন: আমাদের শিক্ষা ব্যবস্থায় গলদ আছে।ইসলাম ধর্ম বিজ্ঞান শিক্ষাকে নিরুৎসাহিত করে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসা শিক্ষাটা মানুষকে পংগু করে ফেলছে; স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোকে গরুঘরে পরিণত করেছে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবির মিলে।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

মুক্তাঙ্গন৫৭ বলেছেন: কার্যত আমাদের কম শিক্ষিত রাজনিতিকরা দেশের জন্য আপদ হিসাবে বিবেচিত । এর সাথে কিছু আমলা জড়িত ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:



আমলাদের ও দলের লোকদের ছেলেমেয়েরা ভালো না'করলেও ভালো স্হানে ভর্তি হয়; কিংবা বিদেশে চলে যায়। ওরা বাকীদের ছেলেমেয়েদের জাতীয় ইউনিভার্সিটিটে দিয়ে গার্বেজে পরিণত করছে।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারত বিজ্ঞানে আগালেও ওদের মধ্যে পৈশাচিক আচরণ, উগ্রতা, ধর্মীয় বিদ্বেষ, ধর্ম ভিত্তিক রাজনীতি, অসামাজিক কাজ কারবার বৃদ্ধি পাচ্ছে। ওদের দেশে সংখ্যালঘুরা কঠিন সমস্যায় আছে। কিছু কিছু এলাকা অতিরিক্ত অনুন্নত এবং কুসংস্কার পূর্ণ। ওরা অনেক ক্ষেত্রে পশ্চিমের খারাপটাকে দ্রুত গ্রহণ করছে। সমকামিতা, বউ অদল বদল, লিভ টুগেদার ব্যাপকভাবে বাড়ছে। এগুলি এই অঞ্চলের উপযোগী না। সামাজিক বিপর্যয় নেমে আসতে পারে। পরিবার প্রথা নষ্ট হয়ে গেলে সমাজ টিকানো মুশকিল হয়ে যায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৯

সোনাগাজী বলেছেন:



বিশাল দেশ, অনেক এলাকা পেছনে পড়ে আছে; কাষ্ট সমস্যাও প্রবল; কিন্তু শিক্ষার মান আছে।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আশা করছি,
পার্শ্ববর্তী দেশ হিসাবে,
আমাদের আগত প্রজন্ম কিছুটা সুযোগ সুবিধা নিতে পারবে ।

...............................................................................................
বিজ্ঞানের সাফল্য কেউ একজন ভোগ করে না ।
বিশ্বের জাতিগত উন্নয়ন জ্ঞান বিতরনের মাধ্যমেই সাফল্য আনে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১০

সোনাগাজী বলেছেন:




বিজ্ঞান এমন যায়গায় গেছে, আয়ত্ত না করে উহার সাফল্য ভোগ করা অসম্ভব।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৮

মুক্তাঙ্গন৫৭ বলেছেন: @সাড়ে চুয়াত্তর , আপনি যে ভয় করছেন তা আদৌ ঘটবে না ভারতে । ভারত এগিয়ে যাবার কৌশল হাতে পেয়েছে তাই এগুচ্ছে সেভাবে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:



মানুষকে জ্ঞান দিলে, তারা সমস্যার সমাধান বের করে নেবে।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

ধুলো মেঘ বলেছেন: প্রশ্ন হল ইসরো সূর্য নিয়ে যেসব গবেষণা করার জন্য মাত্র ১৫ লাখ কিলোমিটার দূরে রকেট পাঠিয়েছে, সেসব তথ্য কি নাসার কাছে নেই?
২০২১ সালে নাসার সোলার প্রোব পার্কার সূর্যের ৭০ লক্ষ কিলোমিটার কাছে গিয়ে কি জানতে বাকি রেখেছে, যা আদিত্য আমাদেরকে নতুন করে জানাবে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:




অবশ্যই আছে।

ভারত নিজেদের জ্ঞান, টেকনোলোজী ও ইন্জিনিয়ারিং নলেজকে পরীক্ষা করে দেখছে ও আরো উপরের লেভেলে নেয়ার জন্য বেইজ গড়ছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



ভারতের আকাশে মিনি সুর্যের সৃষ্টি করে বিদ্যুৎ উদপাদনের চেষ্টার অংশ এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.