নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভোট নিয়ে আমেরিকা ও ইইউ যা বলছে, তাতে শেখ হাসিনার সম্মান কমছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৪



বাংলাদেশ সরকার বলতে ও আওয়ামী লীগ বলতে বাংগালী জাতি ১ জন মানুষকে বুঝেন; তিনি হলেন শেখ হাসিনা। আমেরিকা ও ইইউ যখন বাংলাদেশ সরকারকে আগামী নির্বাচন 'সঠিকভাবে করতে' বলছে, এর অর্থ হলো, গত নির্বাচন সঠিকভাবে হয়নি, কিংবা ওরা সন্দেহ করছে যে, আগামী নির্বাচন 'সঠিকভাবে হবে না'; এই ধরণের পরিস্হিতি কি শেখ হাসিনার সম্মন বাড়াচ্ছে, নাকি কমাচ্ছে? আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইহাকে কিভাবে নিচ্ছেন? জাতি হিসেবে আমরা ইহাকে কিভাবে নিচ্ছি?

আমেরিকা ও ইইউ এই ধরণের কথা বলার ফলে, বিএনপি'র বেকুবেরা ভাবছে যে, আমেরিকার চাপে শেখ হাসিনার সরকার 'সঠিকভাবে ভোট করলে' তারা জিতে যাবে! আমেরিকার চাপে শেখ হাসিনা নিজের পদ্ধতি বাদ দিয়ে এমন কিছু করবে না , যাতে বিএনপি জিততে পারে। ভোট উনি নিজের মতো করলে, এবং ভোটে উনার দল জয়ী হলে, ইহা নিয়ে আমেরিকা সন্তুষ্ট না'হলে, সেটা নিয়ে আমেরিকা হয়তো অসন্তোষ প্রকাশ করবে; কিন্তু শেখা হাসিনার সরকারকে অবৈধ ঘোষণা করবে না; কিংবা কোনরূপ ব্যবস্হা গ্রহন করবে না; শুধু জাতি আবারো অনুভব করবে যে, উনার সরকারের প্রতি আমেরিকা ও ইউরোপের সম্মান নেই।

বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চাই যে, আমাদের জাতির প্রোফাইল ভালো হোক, বিশ্ব আমাদের নিয়ে জাতির কার্যকলাপ নিয়ে হাসাহাসি না করুক; আমাদের বড় দলের নেত্রীকে সম্মান করুক।

জিয়াউর রহমান ১৯৭৭ সালে'র এপ্রিল মাসে "নিজকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলো"; আমেরিকা ও ইউরোপের লোকজন এই ধরণের হীন কাজকর্মকে কখনো সন্মান করে না। সেই বছরের ৩০সে মে জিয়া নিজকে প্রসিডেন্ট বানানোর ব্যাপার হ্যাঁ/না রেফেরেন্ডাম ভোট নেয়; ভোটের রেজাল্ট মিলিটারী বদলায়েছিলো তখন। আমাদের দেশের মানুষ ইহা কতটুকু বুঝতো, তা বলা মুশকিল; কিন্তু কুটনীতিবিদরা সব জানতো; ওরা জিয়াকে নিশ্চয় সম্মানের চোখে দেখতো না। আমরা চাহিনা যে, বিশ্বে আমাদের প্রোফাইল খারাপ হোক; আমরা চাহিনা যে, ওরা শেখ হাসিনাকে নীচু চোখে দেখুক। শেখ হাসিনাকে এমন ব্যবস্হা নিতে হবে, যাতে বিশ্ব আমাদের জাতিকে সম্মানের চোখে দেখে, উনাকে সম্মান করে।






মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২০

ডার্ক ম্যান বলেছেন: শেখ হাসিনার দরকার ক্ষমতা। অবশ্য শেখ হাসিনার এই কঠোর অবস্থানের জন্য বিএনপি-জামায়াত দায়ী।
আমার এক বন্ধু তো প্রায় বলে, ২১শে আগস্ট গ্রেনেড হামলা না হলে শেখ হাসিনা এভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতো না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:


বিএনপি-জামাত দেশকে আফ্রিকা বানায়েছিলো; ওদের তাড়ানোই উনার মুল বিষয় হয়ে গেয়েছিলো, সেটা আজো আছে; দেশের জন্য কিছু করা উনার জন্য সেকেন্ডারী বিষয় বলে মনে হয়।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: যারা রাজনীতি করেন তাদের গায়ের চামড়া মোটা। কারো কথা, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য গায়ে লাগে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৩

সোনাগাজী বলেছেন:



গায়ে না'লাগার স্বভাবটা ভালো কিছু না, ইহা মানুষকে গন্ডারে পরিণত করে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩০

আরাফাত৫২৯ বলেছেন: আপনার লেখা অনেক ভালো। ব্লগে কম আসি। তাই মন্তব্য করা হয় না। খালি নিজের পোস্ট করার সময় আসি। হাহা।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০০

সোনাগাজী বলেছেন:



আপনার বিদেশী অভিজ্ঞতার কথা অনেকে পছন্দ করার কথা।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাতের আঁধারে করার জন্য গতবার সমালোচিত হয়েছিল। তাই এই বার সম্ভবত দিনের আলোতে করা হবে। আওয়ামীলীগের জন্য এগুলি কোন ব্যাপার না।

মান সম্মান বড় কথা না। ভোটে জিতে ক্ষমতায় আসাটাই বড় কথা। বাংলাদেশে মান সম্মানের চিন্তা করলে কেউ রাজনীতি করতে পারবে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:



যেহেতু শেখ হাসিনা নিজের উপর সব ভার নিয়ে বসে আছেন; উনার মান উনাকেই রক্ষা করতে হবে। উনার সম্মানের সাথে জাতির সম্মান জড়িত, জাতির মরাল জড়িত।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০০

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,



সাড়ে চুয়াত্তর ঠিক বলেছেন - "মান সম্মান বড় কথা না। ভোটে জিতে ক্ষমতায় আসাটাই বড় কথা। বাংলাদেশে মান সম্মানের চিন্তা করলে কেউ রাজনীতি করতে পারবে না।"

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৪

সোনাগাজী বলেছেন:



ভালো রাজনীতিবিদ হিসেবে কোন কোন বাংগালীকে বাংগালীরা মনে রাখবেন?

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০০

জ্যাক স্মিথ বলেছেন: আমেরিকা ইইউ আসলে কি চাচ্ছে, কাকে চাচ্ছে এবং কেন চাচ্ছে তা আমি গভীর ভাবে পর্যবেক্ষণ করার চেষ্টায় আছি। আর আওয়ামীলীগ পুরো বিষয়টা কিভাবে হ্যান্ডল করে তাও সতর্কতার সহিত পর্যবেক্ষণ করছি। বিএনপি এবং অন্যন্য দলের কর্মকান্ডের উপরও নজর রাখছি। বাংলাদেশের সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে সম্পৃক্ত এমন অন্যন্য দেশের আচারণের উপরও লক্ষ্য রাখছি। B:-) B:-/




শুধু বাংলাদেশ নয় আমি পুরো বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৫

সোনাগাজী বলেছেন:



মাঝে মাঝে আপনার অবজারনেশনের ফলাফল জানাবেন।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৫

জ্যাক স্মিথ বলেছেন: বাই দ্যা ওয়ে- যুদ্ধ ক্ষেত্র এবং রাজনীতির মাঠে বিজয়ী হওয়াটাই আমার কাছে চুরান্ত লক্ষ্য আর এই চুরান্ত লক্ষ্যটা কিভাবে অর্জিত হলো তা আমি কেয়ার করি না।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৬

সোনাগাজী বলেছেন:



সেটাই জিয়া ও এরশাদ করে গেছে, জয়ী হয়েছে ওরা; কিভাবে, সেটা হিসেব করার দরকার বোধ করেনি।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যা ভাবেন সেটা আমাদের দেশের রাজনীতিবীদদের ভাবনার বাইরে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৭

সোনাগাজী বলেছেন:



কারণ ওরা বাংগালী নয়, ওরা লিলিপুটিয়ান।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪৫

কামাল১৮ বলেছেন: তাদের সম্মানও খুব একটা বাড়ছে না।তারা যা করছে এটাও ঠিক না।হিরু আলমকে নিয়ে বিবৃতি দিচ্ছে তাতেই বোঝা যায় তাদের অবস্থান কেমন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:২২

সোনাগাজী বলেছেন:



আমেরিকা ও ইইউ তারেক, ওবায়দুল কাদের ও হিরো আলমকে মোটামুটি একই লেভেলের মানুষ হিসেবে দেখে; ফলে, একজনের প্রতি খারাপ ব্যবহার করে, অন্যজনের সাথে ভালো ব্যবহার করলে, তারা সেটা নিয়ে কথা বলতে পারে।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৭

নতুন বলেছেন: সাড়ে চুয়াত্তর ঠিক বলেছে- মান সম্মান বড় কথা না। ভোটে জিতে ক্ষমতায় আসাটাই বড় কথা। বাংলাদেশে মান সম্মানের চিন্তা করলে কেউ রাজনীতি করতে পারবে না।

রাজনিতিকরা দেখে তারা ক্ষমতায় থাকতে পারবে কিনা, কিভাবে সেটা বড় বিষয়না।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগে শেখ হাসিনা ও আবদুর রাজ্কা ব্যতিত আর কেহ রাজনীতিবিদ নয়; বিএনপি'তে রাজনীতিবিদ নেই।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
ভোট নিয়ে আমেরিকা শুধু বাংলাদেশকে গুতায় কেন?
ভোট নিয়ে আমেরিকা রাশিয়া বা চীন কে কিছু বলে না কেন। এইসব দেশের কি মানসম্মান নাই?
সৌদি আরব কাতার, আমিরাত ওমান এদের কে গুতায় না কেন? ভিয়েতনামকে নিয়েও তো কিছু কয় না।
শুধু বাংলাদেশকে গুতায় কেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের লোকজন থেকে লবিং করা হচ্ছে! বাংলাদেশ চীন ও রাশিয়ার সাথে চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশর বিপুল পরিমাণ মানুষ বেআিনীভাবে ইউরোপ ও আমেরিকা যাচ্ছে, শেখ হাসিনা নিজের দলকে লাঠিয়াল বানায়েছে, যা বিএনপি'র মতো সমস্যার সৃ্ষ্টি করছে দেশে, দেশের সম্পদ সামান্য কয়েকজনের হাতে চলে যাচ্ছে, বাংলাদেশ ভালোভাবে চলার কথা ছিলো।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৬

নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
ভোট নিয়ে আমেরিকা শুধু বাংলাদেশকে গুতায় কেন?
ভোট নিয়ে আমেরিকা রাশিয়া বা চীন কে কিছু বলে না কেন। এইসব দেশের কি মানসম্মান নাই?
সৌদি আরব কাতার, আমিরাত ওমান এদের কে গুতায় না কেন? ভিয়েতনামকে নিয়েও তো কিছু কয় না।
শুধু বাংলাদেশকে গুতায় কেন?


আপনার দলকে বলুন ভোট কেন্দ্র দখল না করতে, তাইলেই হবে। জনগনকে তাদের ভোট দিতে দিন। তাইলে কেউই কিছুই বলবেনা। B-))

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:



ভারত সামনে আসাতে বাংলাদেশের উপর আমেরিাকা ফোকাস করছে, বাংলাদেশের মানুষের ভবিষ্যত নিয়ে আমেরিকার কুটনীতিবিদরা শংকিত।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন:

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



উনার বর্তমান রীতিনীতি দেশের মানুষকে অশ্চিয়তার দিকে নিচ্ছে; উনার কথা ও কাজের মাঝে মিল পাওয়া যাচ্ছেনা।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা যদি একা ৩০০ আসনে নির্বাচন করতে পারতেন তাহলে হয়তো আওয়ামীলীগ সংখ্যা গরিষ্ঠতা পেতে পারে। এছাড়া আওয়ামীলীগ ফেয়ার ইলেকশন দিলে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে বিএনপি-জামার জোটের জন্য আপাতত ফেয়ার ইলেকশন দেওয়ার দরকার নেই। শেখ হাসিনার উচিত হবে ভালো স্বতন্ত্র প্রার্থী খুঁজে বের করা যাদেরকে তার দলীয় ক্যাডাররা ডিস্টার্ব করবে না। এবং বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদেরকে নিয়ে একটি সাংবিধানিক কাঠামো তৈরি করা, যাতে তাদেরকে নিয়ে জাতি গঠনে কাজ করা যায়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

সোনাগাজী বলেছেন:



উনার হাতে সময় ছিলো, বিএনপি, জাপা ও জামাতকে নির্বাচনের বাইরে রেখে "ফেয়ার ইলেকশানের' ব্যবসঝা করার দরকার ছিলো; ইলেকশান সম্পর্কে বাজে গুজবের ফলে, মানুষ উনার উপর আস্হা হারাচ্ছে। সর্বোপরি, দেশে দক্ষ লোকজন থাকার পরও, উনার দল থেকে অদক্ষ লোকেরা নমিনেশন পেয়ে, এমপি হয়ে দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

ঢাবিয়ান বলেছেন: এবার আরেকদফা কারচুপির ইলেকশন করে ক্ষমতায় যাওয়া কঠিন হবে আওয়ামিলীগের। মার্কিন ও ইইউ এর চাপের মুখে আমলা ও ব্যবসায়ীরা সমর্থন সরিয়ে নিলেই এই সরকারের পতন অনিবার্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:




উনার থেকে সরে, আমলারা ও ব্যবসায়ীরা কোন দিকে যেতে পারে?

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:

@ নতুন - ভিয়েতনামে বিরোধীদের কচুকাটা করা হয়েছে। বর্তমানে একদল।
সৌদি আরব কাতার, আমিরাত ওমান এদের একদলও নাই শুধু রাজা।

এদের গুতায় না কেন ভাই?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:




ভিয়েত নামের গাড়ী ( ইলেকট্রিক ) ঢুকেছে আমেরিাকন ষ্টক-মার্কেটে; ওরা সৎ ক্যাপিটেলিজমে বিশ্বাস করে, সেখানে আমেরিকার সাথে মিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.